কলকাতা দেশ 

অবিলম্বে অপরাজিতা বিল অনুমোদন দেওয়ার অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আর জি কর হাসপাতালের অভ্যন্তরে কর্তব্যরত তরুনী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসার পর নারী ও শিশু নির্যাতন নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিত বিল নামে একটি বিল পাশ করা হয়। কিন্তু সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর না করে সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য দিল্লি পাঠিয়ে দেন। এবার অপরাজিতা বিল কে অবিলম্বে সম্মতি দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। আজ বৃহস্পতিবার তিন পাতার চিঠিতে রাষ্ট্রপতির কাছে এই বিলের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে অবিলম্বে বিলটিকে অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

আরজি কর-কাণ্ডের পরে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপের উদ্দেশ্যে গত ৩ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হয়েছিল ‘অপরাজিতা বিল’। তার পোশাকি নাম, ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’।

Advertisement

তবে বিধানসভায় পাশ হলেও ‘অপরাজিতা মহিলা ও শিশু (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী) বিল, ২০২৪’-এ এখনও রাষ্ট্রপতির অনুমোদন মেলেনি। ফলে তা ‘আইন’ হিসাবে কার্যকর করা সম্ভব হয়নি রাজ্য সরকারের পক্ষে। এই আবহে রাজ্যসভা ও লোকসভায় বাংলার শাসকদলের দুই নেতা লিখেছেন, ‘‘বিলে ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করে ৩০ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পকসো আইনের কিছু গুরুত্বপূর্ণ সংযোজন রয়েছে। সেই সঙ্গে রয়েছে দ্রুত বিচারের প্রসঙ্গ।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ