জেলা 

আওয়ার অবলম্বনের দুস্থদের সামগ্রী বিতরণ 

শেয়ার করুন

শেখ সিরাজ : ১৮ অক্টোবর বুধবার হরিপালের নৈটী গ্রামের আওয়ার অবলম্বন সংস্থার উদ্যোগে শারদ উৎসবের প্রাক্কালে এলাকার গরিব, দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও এলাকার বিশিষ্ট সমাজসেবী নৌশাদ মল্লিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ার অবলম্বন সব সময় গরিব অসহায় মানুষদের পাশে থাকে।শুধু দুর্গাপূজা, ঈদ বা ইদুজ্জোহার সময় নয়-যেকোনো সময় যেকোনো সমস্যা সমাধানে আওয়ার অবলম্বন এগিয়ে আছে। সভাপতি নৌশাদ মল্লিক বলেন, গরিব দুঃস্থ: মানুষের পাশে এসে যারা কাজ করেন আমি সব সময় তাদের পাশে থাকি। তাই হাজারো কাজের মধ্যে থাকলেও সমাজসেবামূলক কাজে সবসময় এগিয়ে থাকি।

Advertisement

এছাড়া বক্তব্য রাখেন অলিপুর-কাশিপুরের প্রধান লক্ষ্মী বেসরা, উপপ্রধান প্রদীপ দোলুই আসরাফ সেখ এবং সংস্থার সম্পাদক মুজিবর রহমান।সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সভাপতি আব্দুল গফফার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ