PM Modi | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 01 May 2024 16:26:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg PM Modi | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 PM Shri Kendriya Vidyalaya Ballygunge:শুধু শিক্ষা নয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান চর্চা এবং সংস্কৃতি চর্চায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ https://banglarjanarob.com/78889 Wed, 01 May 2024 08:18:57 +0000 https://banglarjanarob.com/?p=78889 বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় মানবসম্পদ দফতরের অধীন কেন্দ্রীয় বিদ্যালয় গুলির মধ্যে কলকাতার বালিগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় এর পড়াশোনার মান উন্নতমানের একথা কেন্দ্রীয় শিক্ষা দফতর থেকে স্বীকৃতিপ্রাপ্ত। দেশের প্রথম সারির তিনটে কেন্দ্রীয় বিদ্যালয় এর মধ্যে একটি হলো কলকাতার বালিগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়। এখানকার পড়াশোনার মান যেমন উন্নত মানের একই রকম ভাবে এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা বিজ্ঞান চর্চায় গবেষণায় এবং খেলাধুলায় দেশের মধ্যে অন্যতম প্রথম সারিতে রয়েছে। পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ এর বার্ষিক অনুষ্ঠানে গত ২৬ শে এপ্রিল শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ উত্তম কুমার এ…

The post PM Shri Kendriya Vidyalaya Ballygunge:শুধু শিক্ষা নয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান চর্চা এবং সংস্কৃতি চর্চায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় মানবসম্পদ দফতরের অধীন কেন্দ্রীয় বিদ্যালয় গুলির মধ্যে কলকাতার বালিগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় এর পড়াশোনার মান উন্নতমানের একথা কেন্দ্রীয় শিক্ষা দফতর থেকে স্বীকৃতিপ্রাপ্ত। দেশের প্রথম সারির তিনটে কেন্দ্রীয় বিদ্যালয় এর মধ্যে একটি হলো কলকাতার বালিগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়। এখানকার পড়াশোনার মান যেমন উন্নত মানের একই রকম ভাবে এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা বিজ্ঞান চর্চায় গবেষণায় এবং খেলাধুলায় দেশের মধ্যে অন্যতম প্রথম সারিতে রয়েছে।

পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ এর বার্ষিক অনুষ্ঠানে গত ২৬ শে এপ্রিল শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ উত্তম কুমার এ কথাগুলি বলেন। বিদ্যালয় এর বার্ষিক দিবস উপলক্ষে এদিন ছাত্র-ছাত্রীদের দ্বারা আয়োজিত সাংস্কৃতি অনুষ্ঠান উপস্থিত সকলের নজর কাড়ে। এদিন প্রদীপ জ্বালিয়ে এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেন পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জের পরিচালন সমিতির সভাপতি ব্রিগেডিয়ার করণ সিং। বিদ্যালয়ের অধ্যক্ষ উত্তম কুমার বার্ষিক প্রতিবেদন পেশ করে তিনি বলেন শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের সার্বিক মান উন্নয়নে পিএম শ্রী বালিগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয় কাজ করে চলেছে। উত্তম বাবু দাবি করেন দেশের কয়েকটি কেন্দ্রীয় বিদ্যালয় এর মধ্যে বালিগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়টি প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া প্রকল্পের অধীনে স্থান পেয়েছে।

এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। শুধু পড়াশুনায় কৃতি ছাত্রদের নয় একইসঙ্গে খেলাধুলা গবেষণা ও বিজ্ঞান চর্চায় এবং সংস্কৃতি চর্চায় যে সকল ছেলে মেয়ে ভালো উল্লেখযোগ্য কাজ করেছে তাদেরকে এদিন সম্মান জানানো হয়। পুরস্কার তুলে দেন এ দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার করণ সিং।

Advertisement :

এছাড়াও এই বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের দক্ষ শিক্ষক শিক্ষিকাদের এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।বিদ্যালয়ের ছেলেমেয়েদের নাচে গান ে এবং কবিতায় মনমুগ্ধকর পরিবেশ তৈরি হয় রবীন্দ্র সদনে । সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জের বর্ষিয়ান শিক্ষক বুধেশ কুমার মিশ্র, শিক্ষিকা মৌমি চট্টোপাধ্যায়। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস প্রিন্সিপাল রঞ্জিতা সরকার।

The post PM Shri Kendriya Vidyalaya Ballygunge:শুধু শিক্ষা নয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান চর্চা এবং সংস্কৃতি চর্চায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ first appeared on Banglar Janarob.]]>
Narendra Modi : অপ্রতিরোধ্য নরেন্দ্র মোদী ! https://banglarjanarob.com/74739 Sun, 03 Dec 2023 10:41:21 +0000 https://banglarjanarob.com/?p=74739 বুলবুল চৌধুরি : পাঁচ রজ্যের বিধানসভার মধ্যে চার রাজ্য বিধানসভার ফল ঘোষিত হয়েছে । দেখা যাচ্ছে চারটির মধ্যে তিনটিতেই বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর বিজেপি । নরেন্দ্র মোদীর বিজেপি বলা হচ্ছে এই কারণে সব কটি রাজ্যে মোদীই ছিলেন মুখ্য প্রচারক এবং একমাত্র মুখ । যে কটি রাজ্যে এবার বিজেপি জিতেছে সেই সব রাজ্যগুলিতে বিজেপির ঘোষিত কোনো মুখ ছিল না , নরেন্দ্র মোদীই একমাত্র প্রচারক এবং মুখ ছিলেন । ফলে এই জয়ের কৃতিত্ব পুরোটাই মোদীর প্রাপ্য । তাই তিন রাজ্যের জয়ের পুরো সাফল্য মোদীরই প্রাপ্য । এই অবস্থায় আর…

The post Narendra Modi : অপ্রতিরোধ্য নরেন্দ্র মোদী ! first appeared on Banglar Janarob.]]>
বুলবুল চৌধুরি : পাঁচ রজ্যের বিধানসভার মধ্যে চার রাজ্য বিধানসভার ফল ঘোষিত হয়েছে । দেখা যাচ্ছে চারটির মধ্যে তিনটিতেই বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর বিজেপি । নরেন্দ্র মোদীর বিজেপি বলা হচ্ছে এই কারণে সব কটি রাজ্যে মোদীই ছিলেন মুখ্য প্রচারক এবং একমাত্র মুখ । যে কটি রাজ্যে এবার বিজেপি জিতেছে সেই সব রাজ্যগুলিতে বিজেপির ঘোষিত কোনো মুখ ছিল না , নরেন্দ্র মোদীই একমাত্র প্রচারক এবং মুখ ছিলেন । ফলে এই জয়ের কৃতিত্ব পুরোটাই মোদীর প্রাপ্য । তাই তিন রাজ্যের জয়ের পুরো সাফল্য মোদীরই প্রাপ্য । এই অবস্থায় আর কযেক মাস পরেই দেশে সাধারণ নির্বাচন সেই নির্বাচনে মোদীজি যে অপ্রতিরোধ্য হয়ে বিরাজ করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

শুধু দেশের রাজনীতিতে নয় মোদী আরএসএস এবং বিজেপির মধ্যে একক ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন । এই জয় তাঁকে আরও বেশি অপ্রতিরোধ্য করে তুলবে । আরএসএস কার্যত মোদীর কাছে নতমস্তকে দাঁড়িয়ে থাকবে । আর দেশের বিরোধী দলগুলি এখন মোদীর সামনে দাঁড়াতেই পারবে না । যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা জনমানসে প্রভাব সৃষ্টি করেছিলেন সেই প্রভা্বও এই নির্বাচনের পর আর থাকবে না বলেই মনে করা হচ্ছে । তবে রাহুল গান্ধী যদি দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা তাড়াতাড়ি করতেন তাহলে হয়তো ফল অনেকাটই কংগ্রেসের অনুকূলে যেত । কিন্ত প্রথম দফার ভারত জোড়ো যাত্রা ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার পর । দ্বিতীয় দফার যাত্রা দ্রুত করা উচিত ছিল কংগ্রেসের তা  কেন করা হলো না ? স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠবে ।

কিন্ত প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধী একা কতটা সামল দেবেন ? কংগ্রেস দলের প্রবীণ নেতারা জায়গা ছাড়তে রাজী নন । এমন কী তাঁরা নিজেদের গদির জন্য দলের ক্ষতি করতে পিছপা হচ্ছেন না । বিজেপি যখন একটা করে নির্বাচনে জেতে আবার পরের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয় ঠিক তখনই কংগ্রেস একে অপরের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকেন । যার পরিণতি কংগ্রেস দল এখন অস্তিত্বের সংকটে পড়েছে। তাই আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই । আর স্বাধীন ভারতে তা একটা রের্কড । কারণ এখনও পর্যন্ত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটানা ১২ বছর কাজের নজীর রয়েছে, এছাড়া স্বাধীনতার ৭৭ বছরে আর কোনো প্রধানমন্ত্রীর ১০ বছরের বেশি একটানা ক্ষমতায় থাকার রের্কড নেই । এবার নেহেরুর সেই রের্কড ভেঙে নতুন রের্কড তৈরি করতে চলেছেন যে নরেন্দ্র মোদী তা সন্দেহের কোনো অবকাশ নেই ।

The post Narendra Modi : অপ্রতিরোধ্য নরেন্দ্র মোদী ! first appeared on Banglar Janarob.]]>
চাকরি চাই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে ঝাঁপ যুবকের ! https://banglarjanarob.com/72640 Sun, 24 Sep 2023 06:41:04 +0000 https://banglarjanarob.com/?p=72640 বাংলার জনরব ডেস্ক :  দেশে বেকারত্ব এমন একটাই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে যুব সম্প্রদায় বিভ্রান্ত হয়ে পড়ছে । সেনাবাহিনীতে চাকরি দেওয়ার দাবিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে লাফিয়ে পড়ে এক যুবক। প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে তাঁর দূরত্ব ছিল মাত্র ২০ মিটার। যদিও সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীর ওই যুবককে সরিয়ে নিয়ে যায়। শনিবার বারাণসীতে একাধিক কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। রুদ্রাক্ষ ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ট কনভেনশন সেন্টারের কাছ থেকে তাঁর কনভয় যাওয়ার সময় যুবকটি সেখানে ঢুকে পড়ে। প্রধানমন্ত্রীর কনভয় তখন লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দরগামী। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যায়। যুবককে জিজ্ঞাসাবাদ…

The post চাকরি চাই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে ঝাঁপ যুবকের ! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক :  দেশে বেকারত্ব এমন একটাই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে যুব সম্প্রদায় বিভ্রান্ত হয়ে পড়ছে । সেনাবাহিনীতে চাকরি দেওয়ার দাবিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে লাফিয়ে পড়ে এক যুবক। প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে তাঁর দূরত্ব ছিল মাত্র ২০ মিটার। যদিও সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীর ওই যুবককে সরিয়ে নিয়ে যায়।

শনিবার বারাণসীতে একাধিক কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। রুদ্রাক্ষ ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ট কনভেনশন সেন্টারের কাছ থেকে তাঁর কনভয় যাওয়ার সময় যুবকটি সেখানে ঢুকে পড়ে। প্রধানমন্ত্রীর কনভয় তখন লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দরগামী। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যায়। যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম কৃষ্ণ কুমার। উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই বারাণসী এসেছিলে বলে খবর। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ভারতীয় সেনায় লিখিত পরীক্ষায় পাশ করে গিয়েছিলেন তিনি। কিন্তু মেডিক্যাল টেস্টে ফেল করেন তিনি। এরপর থেকেই নিয়োগের দাবিতে বিভিন্ন ব্যক্তির দ্বারস্থ হয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। সেই নিয়োগ চেয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ওই যুবক। তবে তাঁর মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

The post চাকরি চাই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে ঝাঁপ যুবকের ! first appeared on Banglar Janarob.]]>
Agnipath Scheme : ‘‘এটা নতুন ভারত, এই ভারত সমস্যার সমাধান করতে পারে, নতুন অঙ্গীকার করতে জানে,আর সেই অঙ্গীকার পূর্ণ করতে সব রকম ভাবে উদ্যোগী হয়’’ দেশজুড়ে চলা অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভ আন্দোলনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অগ্নি বার্তা’ https://banglarjanarob.com/57502 Sun, 19 Jun 2022 11:12:40 +0000 https://banglarjanarob.com/?p=57502 বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খুললেন। একইসঙ্গে দেশজুড়ে চলা বিতর্কে জবাব দিলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন সরকারের অনেক ভাল উদ্যোগেও রাজনীতির রং লাগছে।দিল্লির প্রগতি ময়দানে ট্রানজিট করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে এসেই এমন মন্তব্য করেন মোদী। মোদি বলেন, ‘‘এটা নতুন ভারত। এই ভারত সমস্যার সমাধান করতে পারে, নতুন অঙ্গীকার করতে জানে। আর সেই অঙ্গীকার পূর্ণ করতে সব রকম ভাবে উদ্যোগী হয়।’’তিনি আরো বলেন, ‘‘এটা আমাদের দেশের পক্ষে দুর্ভাগ্যজনক যে, ভাল উদ্দেশ্য নিয়ে, ভাল কিছু…

The post Agnipath Scheme : ‘‘এটা নতুন ভারত, এই ভারত সমস্যার সমাধান করতে পারে, নতুন অঙ্গীকার করতে জানে,আর সেই অঙ্গীকার পূর্ণ করতে সব রকম ভাবে উদ্যোগী হয়’’ দেশজুড়ে চলা অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভ আন্দোলনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অগ্নি বার্তা’ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খুললেন। একইসঙ্গে দেশজুড়ে চলা বিতর্কে জবাব দিলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন সরকারের অনেক ভাল উদ্যোগেও রাজনীতির রং লাগছে।দিল্লির প্রগতি ময়দানে ট্রানজিট করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে এসেই এমন মন্তব্য করেন মোদী।

মোদি বলেন, ‘‘এটা নতুন ভারত। এই ভারত সমস্যার সমাধান করতে পারে, নতুন অঙ্গীকার করতে জানে। আর সেই অঙ্গীকার পূর্ণ করতে সব রকম ভাবে উদ্যোগী হয়।’’তিনি আরো বলেন, ‘‘এটা আমাদের দেশের পক্ষে দুর্ভাগ্যজনক যে, ভাল উদ্দেশ্য নিয়ে, ভাল কিছু করতে উদ্যোগী হলেও তাতে রাজনীতির রং লেগে যায়।’’

প্রতিরক্ষা মন্ত্রকের অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়ে যায়। অনেক জায়গাতেই সেই আন্দোলন হিংসাত্মক চেহারা নিয়েছে।ইতিমধ্যেই প্রস্তাবিত প্রকল্পে বিভিন্ন বদল এনেছে সরকার। বয়ঃসীমা বাড়ানোর পাশাপাশি অগ্নিবীরদের জন্য নানা সুযোগ-সুবিধার ঘোষণাও করতে হয়েছে। কিছুটা নরম মনোভাব নিলেও কেন্দ্র যে প্রকল্প চালু করতে বদ্ধপরিকর সেটাও পরিষ্কার মোদীর বক্তব্যে।

The post Agnipath Scheme : ‘‘এটা নতুন ভারত, এই ভারত সমস্যার সমাধান করতে পারে, নতুন অঙ্গীকার করতে জানে,আর সেই অঙ্গীকার পূর্ণ করতে সব রকম ভাবে উদ্যোগী হয়’’ দেশজুড়ে চলা অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভ আন্দোলনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অগ্নি বার্তা’ first appeared on Banglar Janarob.]]>
PM Modi: গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল, কমিশনকে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী https://banglarjanarob.com/52586 Mon, 14 Feb 2022 12:45:39 +0000 https://banglarjanarob.com/?p=52586 বাংলার জনরব ডেস্ক : গোয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে হিন্দু ভাগ বসানোর জন্য এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার ১৪ ই ফেব্রুয়ারি গোয়াতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে এ দিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন উপলক্ষে উত্তরপ্রদেশে প্রচারে গিয়েছেন। বিজেপির নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস কে নিশানা করলেন। এদিন প্রধানমন্ত্রী কানপুরের এক নির্বাচনী সভায় বলেন, গোয়াতে হিন্দু ভোটের ভাঙন ধরাতে তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।তিনি কানপুরে একটি সভায় বক্তৃতা করছিলেন। সেই সভায় এই অভিযোগ করেন তিনি। বিষয়টিতে…

The post PM Modi: গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল, কমিশনকে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গোয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে হিন্দু ভাগ বসানোর জন্য এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার ১৪ ই ফেব্রুয়ারি গোয়াতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে এ দিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন উপলক্ষে উত্তরপ্রদেশে প্রচারে গিয়েছেন। বিজেপির নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস কে নিশানা করলেন। এদিন প্রধানমন্ত্রী কানপুরের এক নির্বাচনী সভায় বলেন, গোয়াতে হিন্দু ভোটের ভাঙন ধরাতে তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।তিনি কানপুরে একটি সভায় বক্তৃতা করছিলেন। সেই সভায় এই অভিযোগ করেন তিনি। বিষয়টিতে নির্বাচন কমিশনকে নজর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ তথা গোয়ায় দলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র বলেন, ‘‘সুধীন ধাবলীকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রবাদী গোমন্তপার্টির সঙ্গে দলের জোট গোয়ার উপূকল এলাকায় হিন্দুদের একজোট হওয়া আটকে দেবে।’’ এই উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, এর ফলে লাভবান হবে বিজেপি। তিনি আরও বলেন, ‘‘উত্তর গোয়ায় ১৩-১৪টি আসনে লড়াই হবে সরাসরি বিজেপি-র সঙ্গে। এই আসনগুলোতে কেউ কংগ্রেসকে ভোট দেবে না।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সরাসরি এই প্রসঙ্গের উল্লেখ না করলেও জনসভায় তিনি তৃণমূলের বিরুদ্ধে হিন্দু ভোট ভাগের অভিযোগ করেন।

প্রসঙ্গত ২০১৭ সালে গোমন্তক পার্টির সঙ্গে ভোট পরবর্তী জোট গোয়ায় বিজেপি-কে ক্ষমতায় আসতে সাহায্য করে । সে বছর উপকূলের রাজ্যে বেশি ভোট পায় কংগ্রেস।

 

The post PM Modi: গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল, কমিশনকে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী first appeared on Banglar Janarob.]]>
PM Security : প্রধানমন্ত্রীর নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাঞ্জাবের কংগ্রেস সরকারকে ভেঙে দেওয়া হলে লাভ হবে কংগ্রেসের, উড়ালপুলের উপরে কুড়ি মিনিট প্রধানমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে থাকার দায় কোনভাবেই অস্বীকার করতে পারে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, গোয়েন্দা দপ্তর এবং এসপিজি https://banglarjanarob.com/51148 Fri, 07 Jan 2022 06:57:20 +0000 https://banglarjanarob.com/?p=51148 সেখ ইবাদুল ইসলাম :  পাঞ্জাবে কৃষক বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উড়ালপুল এর উপরে কুড়ি মিনিট অপেক্ষা করতে হয় পরে সভা বাতিল করে তাকে ফিরে আসতে হয়। এই ঘটনার পর দেশজুড়ে শোরগোল পড়ে গেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। বিরোধীরা বিশেষ করে বিজেপি পাঞ্জাবের কংগ্রেস সরকারকে দায়ী করেছে। অবিলম্বে এই সরকারের বরখাস্তের দাবি তুলেছে। একইসঙ্গে দেশজুড়ে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে বিজেপি। আম আদমি পার্টি থেকে শুরু করে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেছেন, পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী অযোগ্য তাকে বরখাস্ত করতে হবে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই…

The post PM Security : প্রধানমন্ত্রীর নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাঞ্জাবের কংগ্রেস সরকারকে ভেঙে দেওয়া হলে লাভ হবে কংগ্রেসের, উড়ালপুলের উপরে কুড়ি মিনিট প্রধানমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে থাকার দায় কোনভাবেই অস্বীকার করতে পারে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, গোয়েন্দা দপ্তর এবং এসপিজি first appeared on Banglar Janarob.]]>
সেখ ইবাদুল ইসলাম :  পাঞ্জাবে কৃষক বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উড়ালপুল এর উপরে কুড়ি মিনিট অপেক্ষা করতে হয় পরে সভা বাতিল করে তাকে ফিরে আসতে হয়। এই ঘটনার পর দেশজুড়ে শোরগোল পড়ে গেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। বিরোধীরা বিশেষ করে বিজেপি পাঞ্জাবের কংগ্রেস সরকারকে দায়ী করেছে। অবিলম্বে এই সরকারের বরখাস্তের দাবি তুলেছে। একইসঙ্গে দেশজুড়ে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে বিজেপি।

আম আদমি পার্টি থেকে শুরু করে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেছেন, পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী অযোগ্য তাকে বরখাস্ত করতে হবে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের মানুষ। প্রথমত প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখানো অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সংবিধান স্বীকৃত।

পাঞ্জাবে তাই ঘটেছে। কয়েকটি গণমাধ্যম যেভাবে পাঞ্জাব সরকারকে কাঠগড়ায় তুলছে তাতে এটা প্রচার করার চেষ্টা চলছে যে পাঞ্জাবের শিখ বিজেপি বিরোধী। এই প্রচারকে হাতিয়ার করে অন্য রাজ্যগুলিতে নির্বাচনী ফায়দা লুটার চেষ্টা করছে বিজেপি। কিন্তু বিষয়টির ভেতরে প্রবেশ করলে প্রথমেই মনে রাখতে হবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বে রাজ্য সরকার ছিল না প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব সরাসরি বহন করে প্রধানমন্ত্রীর জন্য গঠিত স্পেশাল প্রোটেকশন ফোর্স বা এসপিজি। একইসঙ্গে  কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর।

প্রধানমন্ত্রী যখন রাজ্য সফর করেন ঠিক সেই সময় সেই সফরের যাবতীয় দায় এবং দায়িত্ব গ্রহণ করে থাকে সরাসরি এলপিজি এবং কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর রাজ্য সরকারের প্রশাসন এবং পুলিশ সহায়তা করে মাত্র।এর বাইরে রাজ্য সরকারের কোন ভূমিকা থাকে না এই সহজ সত্য কথাটা গণমাধ্যমগুলো তুলে ধরতে চাইছে না তারা একতরফাভাবে কংগ্রেস সরকারকে দায়ী করে চলেছে।

উড়ালপুল এর ওপরে কুড়ি মিনিট প্রধানমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে থাকার দায় সরাসরি এসপিজিকে নিতে হবে, নিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে এবং নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর ছাড়পত্র কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের সবুজ সংকেত এবং এসপিজি এলাকা পরিদর্শন না করে কোনো ভাবেই প্রধানমন্ত্রীকে সেই পথ দিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে না।

অথচ সংবাদমাধ্যমগুলো ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করে চলেছে যে কংগ্রেস সরকার দায়ী, অতএব কংগ্রেস সরকারকে বরখাস্ত করতে হবে।  এটা খুব স্পষ্টভাবে বলা যেতে পারে পাঞ্জাবে যদি কংগ্রেস সরকারের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে কেন্দ্র সরকার তাতে পাঞ্জাবে কংগ্রেসের সুবিধা হবে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে আমাদের মনে হয়েছে।

আম আদমি পার্টি ও অমরিন্দর সিং যেভাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে তাতে রাজনৈতিক বাধ্যবাধকতা থাকাটা স্বাভাবিক কিন্তু তার মানে এটা নয় যে, একটা আইনকে উল্টে তাঁরা কথা বলতে পারেন এবং সেই কথাটা খুব সহজভাবে পাঞ্জাবীরা জানেন এবং পাঞ্জাবের মানুষ বিশ্বাস করেন। এই পরিস্থিতিতে কংগ্রেস সরকারের ওপর দায় চাপিয়ে অমিত শাহ এর  দপ্তর যে ভাবে দায় ছিড়ে ফেলতে চাইছে সেটা কোন মতেই কাম্য নয় কারণ মনে রাখতে হবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা দায়িত্ব সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর এবং এসপিজি দেখে থাকে।

এখানে উল্লেখ করা প্রয়োজন বিভিন্ন নিরপেক্ষ সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী ডাকা জনসভাকে বয়কট করার ডাক দিয়েছিল পাঞ্জাবের কৃষক সংগঠনগুলি। এমনকি তারা এলাকায় এলাকায় গিয়ে বলেছিল যেন প্রধানমন্ত্রী সভায় কেউ না যায়। শুধু তাই নয় প্রধানমন্ত্রীর পাঞ্জাব সফরকে ঘিরে সমগ্র রাজ্যজুড়ে রাস্তায় নেমে মিছিল এবং বিক্ষোভ প্রদর্শনের কথা ঘোষণা করেছিল কৃষক সংগঠনগুলি। কৃষক সংগঠনগুলির মূল দাবি ছিল আন্দোলন করতে গিয়ে যে ৫০০ জন কৃষক মারা গেছে তাদেরকে কেন্দ্র সরকার কে ক্ষতিপূরণ দিতে হবে। মূলত এই দাবি নেই তারা আন্দোলন করছিল ওই দিন বিক্ষোভ মিছিল করছিল সারা পাঞ্জাব জুড়েই।খবরটা কি প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা এসপিজি কিংবা গোয়েন্দা দপ্তর জানতো না ? যদি না জেনে থাকে তাহলে পুরো দায় গোয়েন্দা দপ্তরের।

প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখানো নিয়ে যেভাবে হৈচৈ করা হচ্ছে তাদের জন্যও সবিনয়ে জানাই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকেও বিক্ষোভ দেখানো হয়েছে পাটনায় বিক্ষোভ দেখানো হয়েছিল লখনৌতে। দেশের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ও বিক্ষোভ দেখানো দেখানো হয়েছিল, কালোপতাকা দেখানো হয়েছিল এমনকি জরুরি অবস্থা জারির পর তার বাড়ি ঘেরাও করেছিল তৎকালীন জে এন ইউ এর  সাধারণ সম্পাদক আজকের সিপিএম পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেদিন ইন্দিরা গান্ধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি।

এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী বাংলার জনরবকে বলেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হলে বা প্রধানমন্ত্রী উড়ালপুলের উপরে কুড়ি মিনিট আটকে থাকার দায় কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর এবং এসপিজিকেই নিতে হবে অন্য কারও উপর এই দায় চাপানো যায় না। তবে কিছু সংবাদমাধ্যম যেভাবে এর জন্য সরাসরি পাঞ্জাবের কংগ্রেস সরকারকে দায়ী করছে এই প্রসঙ্গে সরদার আমজাদ আলী বলেন, রাজ্য সরকারের দায় বলতে এটাই এই সরকার এসপিজির নির্দেশমতো প্রধানমন্ত্রীর যাওয়ার রাস্তা করে দেবে এসপিজি যা বলবে সেই অনুযায়ী চলবে। এবার তদন্ত করে দেখতে হবে এসপিজি এ বিষয়ে বা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর এ বিষয়ে কি কি নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছিল সেই নির্দেশ মত রাজ্য সরকার চলেছে কি চলেনি তাহলে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে, না হলে কোন প্রশ্ন তোলার অবকাশ থাকবে না।

তবে যেসব সংবাদ মাধ্যম মোদির নিরাপত্তার প্রশ্ন তুলে পাঞ্জাব সরকারকে বরখাস্তের দাবিতে সরব হয়েছে সেইসব সংবাদমাধ্যমের মনে রাখা উচিত যদি এই ধরনের পদক্ষেপ কেন্দ্র সরকার গ্রহণ করেন তাহলে তা কংগ্রেসের পক্ষে শাপে বর হবে। কার্যত এই রাজ্য থেকে বিরোধীদলগুলো মুছে যাবে কারণ সেদিনের ঘটনার নেপথ্যে পাঞ্জাবের কৃষকসমাজ পুরোপুরি আন্দোলনে ছিল। এর সঙ্গে যুক্ত হচ্ছে কৃষক আন্দোলন করতে গিয়ে পাঞ্জাবের যে ৫০০জন মানুষ মারা গিয়েছিল তাদের ক্ষতিপূরণের দাবি। সেই ক্ষতিপূরণের দাবি নিয়ে মোদি সরকার এখনও নীরব কেন রয়েছে ? এই প্রশ্নটা আবার নতুন করে নির্বাচনী ময়দানে উঠে আসবে। আর সরকারকে ভেঙে দিলে সেই দাবি আরো জোরদার হবে এবং পাঞ্জাবের পাঞ্জাবিদের অস্মিতাতে আঘাত আসবে, শুধু পাঞ্জাবীদের অস্মিতা নয় দেশের সমস্ত কৃষকদের অস্মিতাতে আঘাত আসবে বলে মনে করা হচ্ছে। ফলে মোদি সরকারের কাছে এটা একটা বড় সংকট তৈরি করতে পারে।

সুতরাং যে সকল রাজনৈতিক বিশেষজ্ঞ কয়েকটি বিশেষ সংবাদ মাধ্যমে বসে বড় বড় কথা বলছেন তারা এটা বিচার করতে বসেন নি যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক কিন্তু সেই নিরাপত্তার’ সম্পূর্ণ দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর এবং এসপিজির।

 

The post PM Security : প্রধানমন্ত্রীর নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাঞ্জাবের কংগ্রেস সরকারকে ভেঙে দেওয়া হলে লাভ হবে কংগ্রেসের, উড়ালপুলের উপরে কুড়ি মিনিট প্রধানমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে থাকার দায় কোনভাবেই অস্বীকার করতে পারে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, গোয়েন্দা দপ্তর এবং এসপিজি first appeared on Banglar Janarob.]]>
Farmer Protest : কৃষক বিক্ষোভের জেরে পাঞ্জাবের ভাতিন্ডা থেকে ফিরোজপুর যাওয়ার পথে কুড়ি মিনিট আটকে থাকলো প্রধানমন্ত্রীর কনভয়, শেষ পর্যন্ত পাঞ্জাব সফর বাতিল করলেন মোদি https://banglarjanarob.com/51107 Wed, 05 Jan 2022 10:51:36 +0000 https://banglarjanarob.com/?p=51107 বাংলার জনরব ডেস্ক: কৃষক বিক্ষোভের জেরে পাঞ্জাব সফর মুলতুবি রেখে ফিরে আসতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মাস দুয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 3 কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন একইসঙ্গে সংসদে সেই আইন প্রত্যাহারের বিল পাস করেছেন। তা সত্ত্বেও কৃষকদের অসন্তোষ দূর করতে পারেননি নরেন্দ্র মোদি। আজ বুধবার পাঞ্জাব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে কৃষক বিক্ষোভের জেরে কুড়ি মিনিট ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থাকতে হয় প্রধানমন্ত্রীর কনভয় কে। শেষ পর্যন্ত কৃষক বিক্ষোভের জেরে সফর বাতিল করে দিল্লি ফিরে আসতে হয় নরেন্দ্র মোদিকে। প্রধানমন্ত্রী ভাতিণ্ডায় গিয়েছেন…

The post Farmer Protest : কৃষক বিক্ষোভের জেরে পাঞ্জাবের ভাতিন্ডা থেকে ফিরোজপুর যাওয়ার পথে কুড়ি মিনিট আটকে থাকলো প্রধানমন্ত্রীর কনভয়, শেষ পর্যন্ত পাঞ্জাব সফর বাতিল করলেন মোদি first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: কৃষক বিক্ষোভের জেরে পাঞ্জাব সফর মুলতুবি রেখে ফিরে আসতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মাস দুয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 3 কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন একইসঙ্গে সংসদে সেই আইন প্রত্যাহারের বিল পাস করেছেন। তা সত্ত্বেও কৃষকদের অসন্তোষ দূর করতে পারেননি নরেন্দ্র মোদি। আজ বুধবার পাঞ্জাব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে কৃষক বিক্ষোভের জেরে কুড়ি মিনিট ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থাকতে হয় প্রধানমন্ত্রীর কনভয় কে। শেষ পর্যন্ত কৃষক বিক্ষোভের জেরে সফর বাতিল করে দিল্লি ফিরে আসতে হয় নরেন্দ্র মোদিকে।

প্রধানমন্ত্রী ভাতিণ্ডায় গিয়েছেন হুসেইনিওয়ালার ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল পরিদর্শনে। প্রথমে ঠিক ছিল তিনি ভাতিণ্ডা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ওয়্যার মেমোরিয়ালে যাবেন। কিন্তু বৃষ্টির জন্য কপ্টার ওড়া সম্ভব হয়নি। তাই তিনি প্রায় দু’ঘন্টার রাস্তা সড়কপথেই যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো নিরাপত্তার বন্দোবস্তও করা হয় বলে দাবি করেছেন পাঞ্জাবের ডিজিপি।

নিরাপত্তা খতিয়ে দেখার পরই সড়কপথেই মোদির সফরের অনুমতি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। কিন্তু ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল থেকে ৩০ কিলোমিটার দূরে হঠাৎ দেখা যায় একটি কৃষক সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাস্তা বন্ধ। যার ফলে আটকে যায় প্রধানমন্ত্রীর কনভয়। প্রায় মিনিট ২০ অপেক্ষা করার পর ভাতিণ্ডা বিমানবন্দরে ফিরে যান মোদি। তাঁর সব অনুষ্ঠান বাতিল করতে হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই কৃষক সংগঠনের সদস্যরা মোদির বিরুদ্ধেই বিক্ষোভ দেখাচ্ছিলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় বড়সড় খামতি দেখা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের দাবি, অনেক আগে থেকে প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে জানানো সত্ত্বেও, পাঞ্জাবের কংগ্রেস (Congress) সরকার নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করেনি। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে যান নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথা ছিল পাঞ্জাব সরকারের। কিন্তু স্পষ্টতই পাঞ্জাব সরকার সেটা করেনি। ইতিমধ্যেই পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট চাওয়া হলেও বিষয়টি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে স্পর্শকাতর’ বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা যাচ্ছে কয়েকটি কৃষক সংগঠন সমগ্র দেশ জুড়ে যেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সড়ক পথে যাবেন সেখানেই বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে উত্তরপ্রদেশের  উত্তর পশ্চিম এলাকায় প্রধানমন্ত্রী এইভাবে সফরে গেলে সেখানেও বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে কৃষক আন্দোলনকারীদের।

সবমিলিয়ে আজকের কৃষক বিক্ষোভ এটা প্রমাণ করেছে তিনটি কৃষি আইন প্রত্যাহার করার পরেও কৃষকদের মনে প্রধানমন্ত্রীর প্রতি এখনো বিক্ষোভ জমে রয়েছে। সবমিলিয়ে বলা যেতে পারে পাঞ্জাবির আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তথা তাঁর সঙ্গীরা অনেকটাই ব্যাকফুটে চলে গেল।

The post Farmer Protest : কৃষক বিক্ষোভের জেরে পাঞ্জাবের ভাতিন্ডা থেকে ফিরোজপুর যাওয়ার পথে কুড়ি মিনিট আটকে থাকলো প্রধানমন্ত্রীর কনভয়, শেষ পর্যন্ত পাঞ্জাব সফর বাতিল করলেন মোদি first appeared on Banglar Janarob.]]>
Independent Indian Politics : প্রধানমন্ত্রী ইন্দিরা ছিলেন প্রগতিশীল, মোদী হলেন প্রতিক্রিয়াশীল-মৌলবাদী প্রধানমন্ত্রী! রাজনীতিবিদদের বাস্তববাদী হতে হয় একান্ত সাক্ষাৎকারে বললেন প্রবীণ আইনজীবী ও প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী https://banglarjanarob.com/47814 Tue, 12 Oct 2021 06:52:09 +0000 https://banglarjanarob.com/?p=47814 সেখ ইবাদুল ইসলাম : বাংলার জনরব -এর মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক জীবন ও স্বাধীনোত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসের ভাঙাগড়ার গল্প বললেন বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ সরদার আমজাদ আলী । গতকাল সোমবার মহাষষ্ঠীর সন্ধ্যায় বাংলার জনরব ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরদার আমজাদ আলী বললেন কীভাবে রাজনীতিতে এলেন । কংগ্রেসী পরিবারের সন্তান হয়েও বাংলা কংগ্রেসের হাত ধরেই সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন তিনি । তারপর বিশিষ্ট শিক্ষাবিদ হুমায়ুন কবীরের মৃত্যুর পর তাঁর আসন বসিরহাট থেকে কয়েক মাসের জন্য লোকসভায় প্রবেশ । তারপর ১৯৭২ সালে ফের ইন্দিরা গান্ধীর নির্দেশে রাজ্যসভায়…

The post Independent Indian Politics : প্রধানমন্ত্রী ইন্দিরা ছিলেন প্রগতিশীল, মোদী হলেন প্রতিক্রিয়াশীল-মৌলবাদী প্রধানমন্ত্রী! রাজনীতিবিদদের বাস্তববাদী হতে হয় একান্ত সাক্ষাৎকারে বললেন প্রবীণ আইনজীবী ও প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী first appeared on Banglar Janarob.]]>
সেখ ইবাদুল ইসলাম : বাংলার জনরব -এর মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক জীবন ও স্বাধীনোত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসের ভাঙাগড়ার গল্প বললেন বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ সরদার আমজাদ আলী । গতকাল সোমবার মহাষষ্ঠীর সন্ধ্যায় বাংলার জনরব ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরদার আমজাদ আলী বললেন কীভাবে রাজনীতিতে এলেন । কংগ্রেসী পরিবারের সন্তান হয়েও বাংলা কংগ্রেসের হাত ধরেই সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন তিনি । তারপর বিশিষ্ট শিক্ষাবিদ হুমায়ুন কবীরের মৃত্যুর পর তাঁর আসন বসিরহাট থেকে কয়েক মাসের জন্য লোকসভায় প্রবেশ । তারপর ১৯৭২ সালে ফের ইন্দিরা গান্ধীর নির্দেশে রাজ্যসভায় গেলেন । ৬ বছর ধরে রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি যেসব গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন তা এক কথায় ইতিহাস বলা যেতে পারে ।

রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার জন্য তাঁর তৈরি করা বক্তব্যের প্রতিলিপি বদল করার অনুরোধ করা সত্ত্বে তিনি তাতে রাজী হননি । শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমজাদ সাহেব নিজের লেখা থেকে ভাষণ দিয়েছিলেন, রাষ্ট্রসংঘে । রাজনীতি করতে গিয়ে কোথাও আদর্শের সঙ্গে তিনি সমঝোতা করেননি। প্রতিনিয়ত নিজে যেটা  বুঝেছেন সেটাই করেছেন । প্রাজ্ঞ এই রাজনীতিবিদ তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে সমগ্র দেশের রাজনৈতিক ইতিহাসের ভাঙাগড়ার কাহিনী তুলে ধরেছেন । দক্ষিণ ভারত থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর কংগ্রেস ভাঙার নেপথ্য কাহিনী দ্ব্যর্থহীন ভাষায় গল্পের আকারে সাধারণ মানুষের কাছে তিনি তুলে ধরেছেন । এক জ্বলন্ত ইতিহাসকে তিনি নিজের মুন্সীয়ানার গুণে সহজবোধ্য করে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন আমজাদ সাহেব । দেশের সাধারণ মানুষের স্বার্থে  রাজন্যভাতা বিলোপ, ব্যাঙ্ক জাতীয়করণের মতো জনমুখী সিদ্ধান্ত নিতেই ইন্দিরা সেদিন কংগ্রেসকে ভেঙে নতুন কংগ্রেস গড়েছিলেন ।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার চোখে দেখা সেরা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী । যিনি মানুষের স্বার্থে প্রগতিশীল সিদ্ধান্ত নিয়েছিলেন । দলীয় স্বার্থ নয় , দলের নেতাদের স্বার্থের চেয়ে অনেক বেশি তিনি নজর দিয়েছিলেন দেশের গরীব-পিছিয়ে পড়া মানুষের স্বার্থকে চরিতার্থ করতে । সেজন্য তিনি সফল হয়েছিলেন। দেশের মানুষ তাঁকে এখনও সম্মানের আসনে প্রতিষ্ঠা করে রেখেছে। কারণ ইন্দিরা গান্ধী ছিলেন প্রগতিশীল দেশনেত্রী । আর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, অনেকে এঁকে ইন্দিরার সঙ্গে তুলনা করছেন । তবে মোদী ইন্দিরার সমকক্ষ নন, এটা যেমন সত্য। মোদী হলেন মৌলবাদী আদর্শের প্রধানমন্ত্রী। আরএসএস মতাদর্শে বিশ্বাসী একটি আদর্শকে ভারতে বাস্তবায়ন করতে চান মোদীজি। সেই আদর্শ ভারতের সংস্কৃতি পক্ষে সুখকর নয়। এক কথায় প্রধানমন্ত্রী ইন্দিরা ছিলেন প্রগতিশীল, মোদী হলেন প্রতিক্রিয়াশীল-মৌলবাদী প্রধানমন্ত্রী!

প্রবীণ এই রাজনীতিবিদ এক প্রশ্নের উত্তরে বলেন, প্রতিটি রাজনীতিবিদকে বাস্তবতা উপলদ্ধি করে সিদ্ধান্ত নিতে হয়। আমার ক্ষেত্রে তা ঘটেছে । কংগ্রেস না বাঁচলে দেশ বাঁচবে না, কানাহাইয়া কুমারের এই মন্তব্য ঘিরে প্রশ্ন করা হলে। আমজাদ সাহেব বলেন, কানাহাইয়া কুমারের বক্তব্যকে মেনে নিয়েই বলছি, কংগ্রেসকে বাঁচাবে কে ? কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে , কেন কংগ্রেস ভাঙছে ? প্রায় এক ঘন্টা ১৫ মিনিট ধরে চলা এই লাইভ অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর মসৃণভাবে দিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা প্রবীণ আইনজীবী সরদার আমজাদ আলী । কোন পরিস্থিতির মধ্যে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তা নিয়ে তিনি বিস্তারিত বলেছেন এই সাক্ষাৎকারে। অনুষ্ঠানের শেষে তিনি আবেগ মোথিত কণ্ঠে বলেন, আমার রাজনীতি জীবনে যেটুকু সম্মান ও কাজ করার সুযোগ হয়েছে তার নেপথ্যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানকে অস্বীকার করতে পারব না । এই জন্যই জীবনের এই পড়ন্ত বেলায় দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে আমি বিশেষভাবে ঋণী। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই খবরে সঙ্গে ইউটিউবের লিংকটা জুড়ে দেওয়া হলো আগ্রহীরা পুরো সাক্ষাৎকারটি দেখে নিতে পারেন। এটা কোনো একজন রাজনীতিবিদের গল্প নয়, এটা স্বাধীনোত্তর ভারতের ৫০ বছরের রাজনৈতিক ইতিহাস । এই ইতিহাসের অন্যতম প্রধান প্রত্যক্ষদর্শীর বিবরণ যা দেশকালের ইতিহাসের দলিল হিসাবে বিবেচিত হবে । এই অনুষ্ঠান ভাল লাগলে লাইক করবেন , সাবসক্রাইব করবেন এবং শেয়ার করে ইতিহাসকে অন্যদের কাছে পৌছে দেবেন।

The post Independent Indian Politics : প্রধানমন্ত্রী ইন্দিরা ছিলেন প্রগতিশীল, মোদী হলেন প্রতিক্রিয়াশীল-মৌলবাদী প্রধানমন্ত্রী! রাজনীতিবিদদের বাস্তববাদী হতে হয় একান্ত সাক্ষাৎকারে বললেন প্রবীণ আইনজীবী ও প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী first appeared on Banglar Janarob.]]>
Modi vs Mamata : ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলির সম্মিলিত জোটের প্রধান মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় https://banglarjanarob.com/44577 Tue, 27 Jul 2021 09:38:32 +0000 https://banglarjanarob.com/?p=44577 সেখ ইবাদুল ইসলাম : ২০২১-এর বিধানসভা নির্বাচনে  জয়ের পর সমগ্র দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বিপুল হারে বেড়েছে । সেই জনপ্রিয়তায় এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেক্কা দিতে চলেছেন মমতা । এই পরিস্থিতিতে আগামী কাল বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগে আজই তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে । সেই বৈঠকে সাধারণত রাজ্যের দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে । এরপর আগামী কাল যে বৈঠক হবে সেই সভার দিকে তাকিয়ে রয়েছে সমগ্র দেশ । ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে সমগ্র দেশের সামনে…

The post Modi vs Mamata : ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলির সম্মিলিত জোটের প্রধান মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
সেখ ইবাদুল ইসলাম : ২০২১-এর বিধানসভা নির্বাচনে  জয়ের পর সমগ্র দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বিপুল হারে বেড়েছে । সেই জনপ্রিয়তায় এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেক্কা দিতে চলেছেন মমতা । এই পরিস্থিতিতে আগামী কাল বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগে আজই তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে । সেই বৈঠকে সাধারণত রাজ্যের দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে । এরপর আগামী কাল যে বৈঠক হবে সেই সভার দিকে তাকিয়ে রয়েছে সমগ্র দেশ ।

ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে সমগ্র দেশের সামনে তিনি বার্তা দিলেন এবার লড়াই মোদী বনাম মমতা । সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হওয়ার পরেই স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে তিনি দিল্লিতে না থাকলেও কীভাবে এই পদ সামলাবেন ? কেন তাঁকে এই পদে বসানো হলো ? তার কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে জাতীয় নেত্রী হিসাবে তুলে ধরার প্রয়োজন ছিল । সেই প্রয়োজনীয়তা থেকেই এই পদ তাঁকে দেওয়া হয়েছে । এবার থেকে সংসদের ভেতরে এবং বাইরে যা করবেন তৃণমূল সাংসদরা তাঁর সবটাই মমতার নির্দেশ মতোই হবে ।

দেশের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মুখ যার বিরুদ্ধে কারও তেমন অভিযোগ নেই । এমনকি বিজেপির নেতারা তৃণমূলের অন্য নেতাদের বিরুদ্ধে মন্তব্য করলেও মমতার বিরুদ্ধে কোনো অভিযোগ করার সাহস দেখাতে এখনও পর্যন্ত পারেননি । কারণ মমতার নিজস্ব সততা, পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে কোনো প্রশ্ন নেই । তিনি যা বলেন, তা করে দেখান । দ্বিচারিতা শব্দটি তাঁর অভিধানে নেই । এমন একজন নেত্রী যে মোদী বিরোধী জোটের মুখ হলে সমস্ত বিরোধী দলেরই সুবিধা হবে । কারণ মোদী সরকার বিগত সাত বছরে সব দিক থেকেই ব্যর্থ হয়েছে বললে অত্যুক্তি হবে না ।

এই মুহুর্তে কংগ্রেসকে সামনে রেখে লড়াই করার সুযোগ করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই ইতিমধ্যে কংগ্রেস দল প্রকাশ্যে না হলেও মমতার পক্ষেই পরোক্ষেই যে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না । আবার কংগ্রেস দল যদি প্রকাশ্যেই মমতাকে জোটের নেত্রী বলে ঘোষনা করে দেয় তাহলে তো কোনো কথায় নেই । সেদিকে বিষয়টি যাচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে । কারণ কংগ্রেস দল মনে করে দেশের মসনদ থেকে বিজেপিকে সরাতে হবে । আর সেটা করতে গেলে যাকে প্রয়োজন হবে তাঁকেই সামনে আনতে হবে । এক্ষেত্রে মমতাতে কোনো আপত্তি নেই সোনিয়ার ।

 

কংগ্রেস চাইছে মমতা সামনে থেকে মোদীর বিরোধিতা করুক তাকে সমর্থন দেবে তারা । মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে আড়িপাতা কান্ডে যেভাবে তিনি তদন্ত কমিশন গঠন করলেন, এই ধরনের কমিশন গঠনের প্রবণতা এবার বিরোধী দলের রাজ্য সরকারগুলিও করতে থাকবে । ফলে কেন্দ্র তদন্ত করতে না চাইলেও রাজ্যগুলির চাপের কাছে অসহায় হয়ে যাবে । ফোনে আড়িপাতা কান্ডে অনেকটাই ব্যাকফুটে চলে যাবে বিজেপি ।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌছে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলি তাঁকে নিয়ে উচ্ছ্বাস দেখিয়েছে তাতে একথা বলতে দ্বিধা নেই ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদীর সঙ্গে জোর টক্কর দেবেন মমতা ।

The post Modi vs Mamata : ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলির সম্মিলিত জোটের প্রধান মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>