দেশ | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 08 May 2024 11:00:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg দেশ | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 আদানি আম্বানিদের নিয়ে রাহুল নিরব কেন প্রশ্ন মোদীর, দেশের কত সম্পদ ওদের হাতে তুলে দিয়েছেন? পাল্টা মোদির কাছে জানতে চাইলেন প্রিয়াঙ্কা https://banglarjanarob.com/79761 Wed, 08 May 2024 11:00:30 +0000 https://banglarjanarob.com/?p=79761 বিশেষ প্রতিনিধি : কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতিটি সভাতে দেশের দুইজন বিশিষ্ট শিল্পপতি আদানি এবং আম্বানিকে আক্রমণ করছেন। তিনি নির্বাচনী সভা গুলোতে বলছেন মোদিজি যদি দেশের ২০/২২ জন শিল্পপতিকে ১০ লক্ষ কোটি টাকা দিতে পারেন। তাহলে আমি এ দেশের কৃষকদের অত টাকায় দিতে পারব আমার সরকার গঠিত হলে দেশের কৃষকদের, দেশের গরীব মানুষদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করব। আদানি আম্বানিদের বিরুদ্ধে রাহুল গান্ধী কোন সময়ই চুপ করে থাকছেন না তারপরেও আজ বুধবার তেলেঙ্গানায় প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী হঠাৎই বলে উঠলেন কংগ্রেসের শাহজাদা কেন আদানি আম্বানিদের নিয়ে নিরব হয়ে গেলেন।?…

The post আদানি আম্বানিদের নিয়ে রাহুল নিরব কেন প্রশ্ন মোদীর, দেশের কত সম্পদ ওদের হাতে তুলে দিয়েছেন? পাল্টা মোদির কাছে জানতে চাইলেন প্রিয়াঙ্কা first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতিটি সভাতে দেশের দুইজন বিশিষ্ট শিল্পপতি আদানি এবং আম্বানিকে আক্রমণ করছেন। তিনি নির্বাচনী সভা গুলোতে বলছেন মোদিজি যদি দেশের ২০/২২ জন শিল্পপতিকে ১০ লক্ষ কোটি টাকা দিতে পারেন। তাহলে আমি এ দেশের কৃষকদের অত টাকায় দিতে পারব আমার সরকার গঠিত হলে দেশের কৃষকদের, দেশের গরীব মানুষদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করব। আদানি আম্বানিদের বিরুদ্ধে রাহুল গান্ধী কোন সময়ই চুপ করে থাকছেন না তারপরেও আজ বুধবার তেলেঙ্গানায় প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী হঠাৎই বলে উঠলেন কংগ্রেসের শাহজাদা কেন আদানি আম্বানিদের নিয়ে নিরব হয়ে গেলেন।?

তিনি প্রশ্ন তুললেন যিনি প্রতিদিন আদানি আম্বানিদেরকে আক্রমণ করতেন তিনি হঠাৎ করতে চুপ করে গেলেন কেন ভেতরে কি রহস্য আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র এই বক্তব্য সামনে আসার পরেই জবাব দিলেন রাহুল নয়,প্রিয়াঙ্কা গান্ধী! কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী পাল্টা মোদীজিকে প্রশ্ন করলেন দেশের কত সম্পত্তি ওদের কে দিয়েছেন দেশবাসীকে আপনি জানান!

আসলে তৃতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর নরেন্দ্র মোদি বুঝে উঠতেই পারছেন না মানুষ কাকে ভোট দিচ্ছেন। ২০১৪ ও ২০১৯ এর লোকসভা নির্বাচনের মতো মানুষের মধ্যে তেমন কোন উৎসাহ উদ্দীপনা নেই ভোট দেওয়ার ক্ষেত্রে। আর এতেই অনেকটাই ঘাবড়ে গেছেন বিজেপির প্রধান প্রচারক নরেন্দ্র মোদি। তিনি কখনো বলছেন কংগ্রেস ক্ষমতায় এলে রাম মন্দিরের তালা লাগিয়ে দেবে, কখনো বলছেন কংগ্রেস ক্ষমতা এলে মুসলমানদের গো মাংস খাওয়ার অনুমতি দিয়ে দেবে, কখনো তিনি বলছেন যে কংগ্রেস ক্ষমতায় এলে দলিত আদিবাসীদের জন্য নির্ধারিত সংরক্ষণ কেটে মুসলমানদের দিয়ে দেওয়া হবে। নরেন্দ্র মোদি নিজে অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডুকে পাশে নিয়ে যে ঘোষণা পত্র বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রকাশ করেছেন সেখানে প্রতিশ্রুতি দেয়া হয়েছে অন্ধ্রপ্রদেশে যদি বিজেপি জোট ক্ষমতায় আসে তাহলে মুসলমানদের চার শতাংশ সংরক্ষণ দেয়া হবে অর্থাৎ নরেন্দ্র মোদি যেখানে যেমন সেখানে তেমন করে চালাকি করার চেষ্টা করে যাচ্ছেন।

অন্ধ্রপ্রদেশে যেহেতু পঞ্চাশ থেকে ৬০টা বিধানসভা আসন জিততে হলে সংখ্যালঘুদের সমর্থন জরুরী অতএব সেখানকারের মুসলমানদের সংরক্ষণ দিলে নরেন্দ্র মোদির কোন অসুবিধা নেই আর উত্তরপ্রদেশের মুসলমানদের প্রতি একটু সহানুভূতি দেখালে তা মেনে নেবেন না হিন্দুত্বের প্রধান প্রচারক নরেন্দ্র মোদি। আসলে মোদীজি বুঝে উঠতেই পারছেন না তিনি কি করবেন কারণ যেভাবে সাধারণ মানুষ এখন বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাতে ২০২৪-এ ২৭২ পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

সেই জন্যেই কংগ্রেস নেতার রাহুল গান্ধী বলেছেন ১৮০ তো দূর াস দেড়শ আসন ও পাবে কিনা বিজেপি তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিজেপি আর যত আসনেই পাক না কেন একটা জিনিস পরিষ্কার যদি কোন কারণে বিজেপি ২৭২ এর জাদু অংক ছুঁতে না পারে তাহলে যে ক্ষমতায় আসতে পারবেনা সে নিয়ে কোন সন্দেহ নেই। আর এজন্যই নরেন্দ্র মোদি সব ধরনের অস্ত্র প্রয়োগ করতে শুরু করেছেন যদি কোন একটা অস্ত্র কাজে লেগে যায় কোন একটা অস্ত্র সাধারণ মানুষের আবেগকে বাড়িয়ে দেয়, সেই লক্ষ্যেই তিনি একের পর এক নির্বাচনী জনসভায় মিথ্যাচার করে চলেছেন। তবে একটা বিষয় পরিষ্কার দেশের মানুষ সব বোঝেন সব জানেন তাই নতুন করে এই ধরনের মিথ্যাচার করলে মোদির ই অসুবিধা হতে পারে।

The post আদানি আম্বানিদের নিয়ে রাহুল নিরব কেন প্রশ্ন মোদীর, দেশের কত সম্পদ ওদের হাতে তুলে দিয়েছেন? পাল্টা মোদির কাছে জানতে চাইলেন প্রিয়াঙ্কা first appeared on Banglar Janarob.]]>
সংকটে হরিয়ানার বিজেপি সরকার, নির্দল বিধায়কদের সমর্থন প্রত্যাহার, আস্থা ভোটে বিজেপিকে সমর্থন নয় ,ঘোষণা জেজেপি প্রধানের https://banglarjanarob.com/79571 Wed, 08 May 2024 09:57:55 +0000 https://banglarjanarob.com/?p=79571 বিশেষ প্রতিনিধি : তৃতীয় দফার নির্বাচন যখন দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ঠিক তখনই হরিয়ানার রোহতকে বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয়ার ঘোষণা করলেন ওই রাজ্যের তিন নির্দল বিধায়ক। এরফলে সংখ্যা লঘু হয়ে পড়ে হরিয়ানার বিজেপি সরকার। এই অবস্থায় কংগ্রেস দলের পরিষদীয় নেতা ভূপেন্দ্র সিং হুডা সাংবাদিকদের কাছে বলেন বিজেপি সরকার ক্ষমতা হারিয়েছে অবিলম্বে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। বিরোধী দলনেতার এই আক্রমণের পরেই এক সময়কার বিজেপি সরকারের শরিক জেজেপির প্রধান দুষ্মন্ত চৌটালা স্পষ্ট ঘোষণা করেন, আবার যদি আস্থাভোট হয়, তবে তাঁর দল তাঁদের প্রাক্তন সঙ্গী বিজেপির বিরুদ্ধে ভোট দেবে! দুষ্মন্তের…

The post সংকটে হরিয়ানার বিজেপি সরকার, নির্দল বিধায়কদের সমর্থন প্রত্যাহার, আস্থা ভোটে বিজেপিকে সমর্থন নয় ,ঘোষণা জেজেপি প্রধানের first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : তৃতীয় দফার নির্বাচন যখন দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ঠিক তখনই হরিয়ানার রোহতকে বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয়ার ঘোষণা করলেন ওই রাজ্যের তিন নির্দল বিধায়ক। এরফলে সংখ্যা লঘু হয়ে পড়ে হরিয়ানার বিজেপি সরকার। এই অবস্থায় কংগ্রেস দলের পরিষদীয় নেতা ভূপেন্দ্র সিং হুডা সাংবাদিকদের কাছে বলেন বিজেপি সরকার ক্ষমতা হারিয়েছে অবিলম্বে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

বিরোধী দলনেতার এই আক্রমণের পরেই এক সময়কার বিজেপি সরকারের শরিক জেজেপির প্রধান দুষ্মন্ত চৌটালা স্পষ্ট ঘোষণা করেন, আবার যদি আস্থাভোট হয়, তবে তাঁর দল তাঁদের প্রাক্তন সঙ্গী বিজেপির বিরুদ্ধে ভোট দেবে! দুষ্মন্তের ঘোষণার পর চাপ বৃদ্ধি হল হরিয়ানার নায়েব সিংহ সাইনি সরকারের। এর ফলে হরিয়ানার বিজেপি সরকার আরো সংকটে পড়ে গেল বলে মনে করা হচ্ছে। গত বিধানসভা নির্বাচনের সময় এই রাজ্যে কোন দলই একক বলিষ্ঠতা পায়নি, জে জে পি র সমর্থন নিয়ে সরকার গঠন করে বিজেপি হরিয়ানায়। সেই সময় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন মনোহরলাল খট্টার কিন্তু গত দুমাস আগে খাট্টারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়। সাইনি সিং এর মুখ্যমন্ত্রী তে নতুন সরকার গঠন করে বিজেপি হরিয়ানায়। এই নয়া সরকারে  জেজেপিকে নেওয়া হয়নি। তারপরের ঘটনা তো সকলেরই জানা।

 

The post সংকটে হরিয়ানার বিজেপি সরকার, নির্দল বিধায়কদের সমর্থন প্রত্যাহার, আস্থা ভোটে বিজেপিকে সমর্থন নয় ,ঘোষণা জেজেপি প্রধানের first appeared on Banglar Janarob.]]>
হিন্দু মুসলিম করেও বিজেপি প্রভাবিত লোকসভার আসন গুলিতে তৃতীয় দফাতেও ভোট পড়ল কম চিন্তায় গেরুয়া শিবির https://banglarjanarob.com/79052 Wed, 08 May 2024 06:39:20 +0000 https://banglarjanarob.com/?p=79052 বিশেষ প্রতিনিধি : নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সরকারিভাবে গতকাল মঙ্গলবার ৭ই মে দেশজুড়ে অনুষ্ঠিত তৃতীয় দফার লোকসভা নির্বাচনের ভোট পড়ার শতাংশের হার জানায়নি। কিন্তু তা সত্ত্বেও যেটুকু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ভোর শতাংশের হার তা অনেকটাই উদ্বেগ জনক। রাজনৈতিক বিশেষজ্ঞের কাছে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে কি মানুষ ভোটের প্রতি আগ্রহ কম দেখাচ্ছে? কেন আগ্রহ কম দেখাচ্ছে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিভিন্ন দলের এবং বিভিন্ন সরকারের দুর্নীতির কারণে সাধারণ মানুষ ভোটের প্রতি আগ্রহ হারাচ্ছে। একইসঙ্গে বিভিন্ন সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির নীতি ফলে যেভাবে সাধারণ…

The post হিন্দু মুসলিম করেও বিজেপি প্রভাবিত লোকসভার আসন গুলিতে তৃতীয় দফাতেও ভোট পড়ল কম চিন্তায় গেরুয়া শিবির first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সরকারিভাবে গতকাল মঙ্গলবার ৭ই মে দেশজুড়ে অনুষ্ঠিত তৃতীয় দফার লোকসভা নির্বাচনের ভোট পড়ার শতাংশের হার জানায়নি। কিন্তু তা সত্ত্বেও যেটুকু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ভোর শতাংশের হার তা অনেকটাই উদ্বেগ জনক।

রাজনৈতিক বিশেষজ্ঞের কাছে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে কি মানুষ ভোটের প্রতি আগ্রহ কম দেখাচ্ছে? কেন আগ্রহ কম দেখাচ্ছে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিভিন্ন দলের এবং বিভিন্ন সরকারের দুর্নীতির কারণে সাধারণ মানুষ ভোটের প্রতি আগ্রহ হারাচ্ছে। একইসঙ্গে বিভিন্ন সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির নীতি ফলে যেভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার উপরে একটা বিশাল প্রভাব পড়ছে তারই প্রভাব দেখা দিয়েছে ভোট দানে।

কিন্তু এই কম ভোট পড়ার কারণে সবচেয়ে বেশি ধাক্কা খেতে চলেছে বিজেপি বলে রাজনৈতিক মহল মনে করছে। গতকাল উত্তরপ্রদেশের মোট দশটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। লোকসভা কেন্দ্রের অধিকাংশই হচ্ছে যাদব ভুমি অর্থাৎ মুলায়ম সিং বা অখিলেশ যাদবের গড় বলা হচ্ছে। স্বাভাবিকভাবে এইসব কেন্দ্রে সমাজবাদী পার্টির আধিপত্য থাকবে তা নিয়ে কোন সন্দেহ নেই কিন্তু যেভাবে বিজেপির সমর্থকরা ভোট দান করলো না তাতে গেরুয়া শিবির উদ্বেগের মধ্যে রয়েছে। প্রথম দফা এবং দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশে কম ভোট পড়েছিল তার তুলনায় এবারে খানিকটা বেশি ভোট করলেও সেটা হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের ভোট এবং যাদবদের ভোট। কিন্তু বিজেপির সমর্থকদের ভোট সেভাবে পড়েনি বলেই বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। প্রথম দফা এবং দ্বিতীয় দফায় যে প্রবণতা ছিল সেই প্রবণতা তৃতীয় দফা তেও অব্যাহত রয়েছে উত্তরপ্রদেশে। এটা ঠিকই প্রথম দফা ও দ্বিতীয় দফায় বিজেপি সমর্থকরা বুথ মুখি না হওয়ার কারণে নরেন্দ্র মোদি, ভোকাল টনিক হিসাবে ব্যবহার করেছিলেন হিন্দু মুসলিম মেরুকরণের তাস। তা সত্ত্বেও ভোটারদেরকে বুথ মুখী করতে পারল না বিজেপি। এটা তাদের ব্যর্থতা বলেই রাজনৈতিক মহল মনে করছে।

এমনকি ভোট চলাকালীন সময় গতকালও নরেন্দ্র মোদী এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন কংগ্রেস ক্ষমতায় এলে বাবরি মসজিদের তালায় এনে রাম মন্দিরের ঝুলিয়ে দেবে। এইসব সাম্প্রদায়িক তাস খেলা সত্বেও নরেন্দ্র মোদির প্রতি সাধারণ মানুষকে ভোট দিতে দেখা গেল না। গুজরাটেও একই চিত্র ভোটের হার এতটাই কম পড়েছে সেটা নরেন্দ্র মোদির পক্ষেও লজ্জার বিষয়। কারণ নিজের রাজ্যের ভোটাররাই যদি প্রধানমন্ত্রীকে সমর্থন দিতে বুথে আসতে না চান তাহলে আর তিনি কোথায় সমর্থন পাবেন?

প্রথম দু’টি দফায় প্রাথমিক ভাবে ৬০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছিল। যদিও তা পরে বেড়ে দাঁড়ায় ৬৬ শতাংশে। তুলনায় আজ রাত ১১টা ৪০ পর্যন্ত গোটা দেশের ৯৩টি লোকসভা কেন্দ্রে গড়ে ৬৪.৪০ শতাংশ ভোট পড়েছে। চূড়ান্ত পরিসংখ্যানে তা প্রথম দু’টি পর্বকে ছাপিয়ে যাবে বলেই মনে করছে নির্বাচন কমিশন। আজ যে ৯৩টি কেন্দ্রে নির্বাচন হয়, তার মধ্যে পাঁচ বছর আগের লোকসভায় বিজেপি জিতেছিল ৭১টি আসনে। এই তালিকায় গুজরাতের ২৬টি আসনও রয়েছে, যার সব ক’টিই গত বার জিতেছিল বিজেপি। ওই ফল ধরে রাখাই এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।

দিনের শেষে গুজরাতে ভোট পড়েছে ৫৮.৯৮ শতাংশ। বিজেপি সূত্রের বক্তব্য, গুজরাতে বড় মাপের রদবদল হওয়ার সম্ভাবনা কম। সুতরাং ভোট কম পড়লেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বরং উত্তরপ্রদেশের পরিসংখ্যান প্রথম দু’টি পর্বের মতোই বিজেপিকে অস্বস্তিতে রেখেছে। তৃতীয় পর্বে উত্তরপ্রদেশের যে দশটি আসনে ভোট ছিল, সেই এলাকাগুলি মূলত যাদব-ভূমি বলেই পরিচিত। আজ দশটির মধ্যে তিনটি কেন্দ্রে প্রার্থী হিসেবে বিজেপিকে টক্কর দিতে মাঠে ছিলেন মুলায়ম সিংহ যাদবের পরিবারের তিন সদস্য। দিনের শেষে উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৫৭.৩৪ শতাংশ। ফলে এ যাত্রাতেও বিজেপির কর্মী-সমর্থকদের বড় অংশ বুথমুখী হননি বলে প্রাথমিক বিশ্লেষণের পরে মনে করছেন দলীয় নেতৃত্ব।

একই অবস্থা বিহারে। নীতীশ কুমারের রাজ্যে ৫৮.১৮ শতাংশ ভোট পড়েছে। তবে মধ্যপ্রদেশে ভোটদানের হার এ যাত্রায় ৬৬.০৫ শতাংশ হওয়ায় সেখানে কিছুটা হলেও স্বস্তির হাওয়া বিজেপি কর্মীদের মধ্যে। দলীয় নেতৃত্বের দাবি, এই দফায় ওই রাজ্যের ৯টি আসনের মধ্যে সবক’টি আসনেই তাঁরা জিততে চলেছেন।

ভোটারদের এই অদ্ভুত আচরণে গভীর উদ্বেগের মধ্যে পড়েছে বিজেপি। তারা ভেবে উঠতে পারছে না কিভাবে মানুষকে বুথ মুখি করা যাবে। মুসলিমদেরকে তীব্র আক্রমণ করা সত্ত্বেও তৃতীয় দফার নির্বাচনে যেভাবে বিজেপির কমিটেড ভোটাররা বুথে ভোট দিতে এলো না তাতে এই প্রশ্নটা দৃঢ় হয়েছে তাহলে কি মেরুকরণ ও কাজ করছে না। সুতরাং সংকট নরেন্দ্র মোদির কাছে বেড়েই চলেছে। তবে কতটা সংকট হয়েছে সেটা জানা যাবে চৌঠা জুন। একথা অস্বীকার করার কোন উপায় নেই নরেন্দ্র মোদী যদি একক উদ্যোগে ২৭২ টি আসন পায় তাহলে সে সরকার গড়তে পারবে না। এনডিএ জোটকে নিয়ে যদি ২৭২ পায় তাতেও সরকার করতে পারবে না। কারণ বিজেপির আসন সংখ্যা অদ্ভুতভাবে কমে গেলেই শরিক দলেরাও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। সুতরাং নরেন্দ্র মোদির কাছে এখন বড় বিপদ এটাই ৪০০ পার নয় শুধুমাত্র যদি ২৭২ এর গণ্ডি পেরোতে পারে তবেই তিনি নিরাপদে আগামী পাঁচ বছর প্রধানমন্ত্রী থেকে যাবেন নচেৎ প্রধানমন্ত্রী হতে পারবেন না

The post হিন্দু মুসলিম করেও বিজেপি প্রভাবিত লোকসভার আসন গুলিতে তৃতীয় দফাতেও ভোট পড়ল কম চিন্তায় গেরুয়া শিবির first appeared on Banglar Janarob.]]>
মুসলিমদের নিশানা করে ভোট প্রচারে নরেন্দ্র মোদি ও বিজেপি নেতারা অন্ধপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সংরক্ষণের প্রতিশ্রুতি নিয়ে নিরব মোদী https://banglarjanarob.com/79038 Tue, 07 May 2024 13:11:11 +0000 https://banglarjanarob.com/?p=79038 বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির ডাবর-তাবর নেতারা কংগ্রেস নাকি মুসলিমদের সংরক্ষণ দেওয়ার জন্য চেষ্টা করছে এই অভিযোগ করছেন। আর প্রচার ে মিথ্যাচার করে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলছেন কংগ্রেসের ইশতেহারে দলিতদের জন্য সংরক্ষণের অংশ থেকে কেটে মুসলিমদের দেওয়া হবে। এই কথা নিয়ে যখন বাজার মাত করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি ঠিক তখনই অন্ধপ্রদেশে উলট পুরান শুরু করে দিয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর দলের সঙ্গে জোট বেঁধে, বিধানসভা এবং লোকসভা নির্বাচনে লড়াই করছে বিজেপির ওই রাজ্যে আগামী ১৩ই মে ভোট হতে…

The post মুসলিমদের নিশানা করে ভোট প্রচারে নরেন্দ্র মোদি ও বিজেপি নেতারা অন্ধপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সংরক্ষণের প্রতিশ্রুতি নিয়ে নিরব মোদী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির ডাবর-তাবর নেতারা কংগ্রেস নাকি মুসলিমদের সংরক্ষণ দেওয়ার জন্য চেষ্টা করছে এই অভিযোগ করছেন। আর প্রচার ে মিথ্যাচার করে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলছেন কংগ্রেসের ইশতেহারে দলিতদের জন্য সংরক্ষণের অংশ থেকে কেটে মুসলিমদের দেওয়া হবে। এই কথা নিয়ে যখন বাজার মাত করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি ঠিক তখনই অন্ধপ্রদেশে উলট পুরান শুরু করে দিয়েছেন তিনি।

অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর দলের সঙ্গে জোট বেঁধে, বিধানসভা এবং লোকসভা নির্বাচনে লড়াই করছে বিজেপির ওই রাজ্যে আগামী ১৩ই মে ভোট হতে চলেছে। বিরোধী দল হিসাবে চন্দ্রবাবু নাইডুর দল ওই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে চার শতাংশ মুসলিমদের জন্য সংরক্ষণ দেয়া হবে। মুসলিমদের জন্য সংরক্ষণ দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে ভোটে লড়ছে বিজেপি। আর নরেন্দ্র মোদি গিয়ে চন্দ্রবাবু নাইটির সঙ্গে একই মঞ্চ শেয়ার করে বক্তব্য রাখছেন।

একদিকে কংগ্রেস নাকি মুসলিমদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদের জন্য সংরক্ষণ দেওয়ার চিন্তাভাবনা করছে হিন্দুদের কাছ থেকে সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলমানদের দেওয়া হচ্ছে বলা হচ্ছে অন্যদিকে সংরক্ষণ দেওয়ার ঘোষিত অবস্থানে যে রাজনৈতিক দল অন্ধপ্রদেশে কাজ করছে তার সঙ্গে একই মঞ্চ শেয়ার করে ভোট চাইছেন নরেন্দ্র মোদি।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সুধাংশু বলেন, ‘‘তফসিলি জাতি ও জনজাতি (এসসি, এসটি) এবং অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর (ওবিসি) অংশ থেকে মুসলিমদের সংরক্ষণে সংবিধান পরিবর্তন করার জন্য ‘ইন্ডিয়া’র পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্ব যে সন্দেহ প্রকাশ করছেন, লালুর বক্তব্য থেকেই তার সত্যতা প্রমাণিত হয়েছে।’’ প্রসঙ্গত রবিবার লালু বলেছিলেন, ‘‘মুসলিমরা অনগ্রসর হিসাবে যদি পূর্ণ সুবিধা পায়, তাতে কারও অসুবিধা হতে পারে না।’’

গত ২১ এপ্রিল মোদী রাজস্থানের বাঁশওয়াড়ায় বিজেপির সভায় বলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অতীতে বলেছিলেন, দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের। সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম ও অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়।’’ এর পরে ২২ এপ্রিল উত্তরপ্রদেশের আলিগড়ে তিনি বলেন, ‘‘কংগ্রেসের নজর আপনার সম্পত্তির উপরে রয়েছে। ক্ষমতায় এলে এরা মা-বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। কাদের বিলিয়ে দেবে, তা আপনারা জানেন।’’

গত ৩০ এপ্রিল তেলঙ্গানা এবং মহারাষ্ট্রের প্রচারে মোদী অভিযোগ করেন, কেন্দ্রে ক্ষমতা দখল করলে কংগ্রেস তফসিলি জাতি ও জনজাতি এবং ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে। তেলঙ্গানার জাহিরাবাদে তিনি বলেন, “যত দিন আমি বেঁচে আছি, দলিত জনজাতিদের সংরক্ষণকে ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেব না, দেব না, দেব না! কংগ্রেস এবং তাদের যত সহযোগী রয়েছ, তারা কান খুলে এটা শুনে নাও।” যদিও মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালীন বলেছিলেন, ‘‘দেশের সম্পদে অগ্রাধিকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলির।’’

ঘটনাচক্রে, পড়শি রাজ্য অন্ধ্রপ্রদেশে এনডিএ-র বড় শরিক টিডিপির নেতা চন্দ্রবাবু এ বার ভোটের প্রচার পর্বের গোড়া থেকেই মুসলিমদের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি দিচ্ছেন খোলাখুলি। আগামী ১৩ মে অন্ধ্রের ২৫টি লোকসভা এবং ১৬০টি বিধানসভা আসনে এক দফাতেই ভোট।

The post মুসলিমদের নিশানা করে ভোট প্রচারে নরেন্দ্র মোদি ও বিজেপি নেতারা অন্ধপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সংরক্ষণের প্রতিশ্রুতি নিয়ে নিরব মোদী first appeared on Banglar Janarob.]]>
২৫৭৫৩ জনের আপাতত চাকরি যাচ্ছে না, নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ১৬ জুলাই https://banglarjanarob.com/79036 Tue, 07 May 2024 12:12:50 +0000 https://banglarjanarob.com/?p=79036 বাংলার জনরব ডেস্ক : আপাতত চাকরি যাচ্ছে না ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীর। আজ মঙ্গলবার শুনানির পর সংক্ষিপ্ত রায়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিলেন, মূল বিষয় হল, নিয়োগের তালিকা থেকে কি যোগ্য ও অযোগ্য আলাদা করে বাছাই করা সম্ভব? তা যদি সম্ভব হয় তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া তথা প্যানেল বাতিল করে দেওয়া ভুল হবে। প্রধান বিচারপতি আরও বলেন, আদালতকে আরও মাথায় রাখতে হবে যে নবম-দশম শ্রেণির এত বিপুল সংখ্যক শিক্ষকের নিয়োগ বাতিল করলে পঠনপাঠনও ব্যহত হবে। তাই যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব ধরে নিয়ে…

The post ২৫৭৫৩ জনের আপাতত চাকরি যাচ্ছে না, নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ১৬ জুলাই first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আপাতত চাকরি যাচ্ছে না ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীর। আজ মঙ্গলবার শুনানির পর সংক্ষিপ্ত রায়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিলেন, মূল বিষয় হল, নিয়োগের তালিকা থেকে কি যোগ্য ও অযোগ্য আলাদা করে বাছাই করা সম্ভব? তা যদি সম্ভব হয় তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া তথা প্যানেল বাতিল করে দেওয়া ভুল হবে।

প্রধান বিচারপতি আরও বলেন, আদালতকে আরও মাথায় রাখতে হবে যে নবম-দশম শ্রেণির এত বিপুল সংখ্যক শিক্ষকের নিয়োগ বাতিল করলে পঠনপাঠনও ব্যহত হবে। তাই যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব ধরে নিয়ে এই আদালতের সামনে এখন দায়িত্ব হল, তার মাপকাঠি স্থির করা।

এদিন দীর্ঘ শুনানির শেষে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরও বলেন, “সুবিচারের জন্য এই মামলায় দ্রুত শুনানি প্রয়োজন বলে শীর্ষ আদালত মনে করছে। সেই কারণে মামলার পরবর্তী শুনানির দিন ১৬ জুলাই ধার্য করা হচ্ছে।”

শীর্ষ আদালত এদিনের শুনানিতে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তার উপর এখনই পুরোপুরি স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ অন্তর্বতী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ ১৬ জুলাই পর্যন্ত আপাতত কারও চাকরি যাচ্ছে না। বা কাউকে বেতনের টাকা ফেরত দিতে হবে না। শুধু তা নয়, সুপার নিউমারেরি পোস্ট তৈরির জন্য কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তার উপরেও অন্তবর্তী স্থগিতাদেশ রইল।

কিন্তু শীর্ষ আদালত এও পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছে যে, যদি দেখা যায় কোনও ব্যক্তি বেআইনি ভাবে চাকরি পেয়েছেন, তাহলে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবশ্যই বেতনের টাকা ফেরত দিতে হবে।

The post ২৫৭৫৩ জনের আপাতত চাকরি যাচ্ছে না, নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ১৬ জুলাই first appeared on Banglar Janarob.]]>
‘জামিন নাগরিকের জীবনের অধিকার তা থেকে আপনি বঞ্চিত করতে পারেন না’ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদনের শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের https://banglarjanarob.com/79027 Tue, 07 May 2024 10:49:00 +0000 https://banglarjanarob.com/?p=79027 বাংলার জনরব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মঙ্গলবার ইডিকে বলেন, ‘‘কারও জীবনের অধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারেন না।’’ শীর্ষ আদালত আরও বলে, কেজরীওয়াল এক জন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট আরও বলে, যদি কেজরীওয়ালের অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করা হয়, তা হলেও তিনি কোনও সরকারি ফাইলে সই করতে পারবেন না। গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরীওয়াল। তার পর থেকে তিনি জেলবন্দি। তাঁর গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে দাবি করে প্রথমে দিল্লি…

The post ‘জামিন নাগরিকের জীবনের অধিকার তা থেকে আপনি বঞ্চিত করতে পারেন না’ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদনের শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মঙ্গলবার ইডিকে বলেন, ‘‘কারও জীবনের অধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারেন না।’’ শীর্ষ আদালত আরও বলে, কেজরীওয়াল এক জন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট আরও বলে, যদি কেজরীওয়ালের অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করা হয়, তা হলেও তিনি কোনও সরকারি ফাইলে সই করতে পারবেন না।

গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরীওয়াল। তার পর থেকে তিনি জেলবন্দি। তাঁর গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে দাবি করে প্রথমে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরী। কিন্তু দিল্লি হাই কোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা চলতি মাসের গোড়ায় সেই আবেদন খারিজ করে দেওয়ায় শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছিলেন আপ প্রধান।

গত শুনানিতে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মন্তব্য করেছিল, ‘‘লোকসভা ভোটের কথা মাথায় রেখে কেজরীওয়ালকে অন্তর্বর্তিকালিন জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’’

মঙ্গলবার শুনানির সময় দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের প্রসঙ্গ ওঠে। কেজরীওয়ালের হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি বলেন, ‘‘লোকসভা নির্বাচনে অংশ নেওয়া কেজরীওয়ালের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে।’’ বিচারপতি খান্নার বেঞ্চ জানায়, তারা দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তিকালীন জামিনের আবেদন শুনবে। কারণ, কেজরীওয়াল এক জন জনপ্রতিনিধি। নির্বাচনে জিতেছেন। নির্বাচনে প্রচারের প্রয়োজন রয়েছে তাঁর।

তবে কেজরীওয়ালের জামিনের বিরোধিতা করে ইডি আদালতে জানায়, ফৌজদারি মামলায় ধৃত সকলের অধিকার সমান। কেজরীওয়ালকে জামিন দিলে ভুল বার্তা যাবে। তদন্তের স্বার্থে ছ’মাসে তাঁকে ন’বার সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি এক বারও হাজিরা দেননি। সুপ্রিম কোর্ট বলে, ‘‘দেশে সাধারণ নির্বাচন হচ্ছে, আমরা কখনই তা উপেক্ষা করতে পারি না।’’

সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘আমরা কাউকে অন্তর্বর্তিকালীন জামিন দেওয়ার সময় পরীক্ষা করে দেখি তার অপব্যবহার হবে কি না।’’ তদন্তে ‘অসহযোগিতা’র কারণেই কেজরীকে গ্রেফতার করা হয়েছে বলে আদালতে জানায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সওয়াল, যদি কেজরীওয়ালকে জামিন দেওয়া হয়, তবে মানুষ ভাববেন তিনি কিছুই করেননি।

বিচারপতি খান্নার বেঞ্চ বলে, ‘‘যদি কেজরীওয়ালকে অন্তর্বর্তিকালীন জামিন দেওয়া হয়, তবে আদালত চায় না তিনি সরকারি কোনও কাজে যুক্ত থাকুন। না হলে বিতর্কের সৃষ্টি হতে পারে। আমরা সরকারের কাজে হস্তক্ষেপ করতে চাই না। নির্বাচন না হলে এই জামিনের বিষয় বিবেচনা করা হত না।’’ কেজরীওয়ালের আইনজীবী আদালতে জানান, লেফটেন্যান্ট গর্ভনর না বললে কোনও সরকারি কাজ করবেন না তাঁর মক্কেল।

মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে ইডি। তদন্ত কেন ধীর গতিতে হচ্ছে, প্রশ্ন করে শীর্ষ আদালত। এই মামলায় সাক্ষী এবং অভিযুক্তদের জেরা করতে কেন এত সময় নিল ইডি, তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

The post ‘জামিন নাগরিকের জীবনের অধিকার তা থেকে আপনি বঞ্চিত করতে পারেন না’ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদনের শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের first appeared on Banglar Janarob.]]>
আগামীকাল মঙ্গলবার এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে https://banglarjanarob.com/78989 Mon, 06 May 2024 12:22:04 +0000 https://banglarjanarob.com/?p=78989 বাংলার জনরব ডেস্ক : একদিনের জন্য পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। আগামীকাল সোমবার এই মামলার শুনানি সকাল ১১ টায় শুরু হবে। সময়ের অভাবেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। আসলে সোমবার প্রধান বিচারপতির এজলাসে প্রায় ৩০ টি মামলা ছিল। তাই দ্বিতীয় আর্ধে এই মামলা ধরার কথা ছিল কিন্তু দেখা যায় এই মামলার শুনানি প্রক্রিয়া শেষ হতে বেশ খানিকটা সময় লাগবে তাই প্রধান বিচারপতি সকলের কাছে অনুরোধ করেন আগামীকাল এই মামলা তিনি শুনবেন। সে দিনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনবে প্রায় ২৬…

The post আগামীকাল মঙ্গলবার এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : একদিনের জন্য পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। আগামীকাল সোমবার এই মামলার শুনানি সকাল ১১ টায় শুরু হবে। সময়ের অভাবেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। আসলে সোমবার প্রধান বিচারপতির এজলাসে প্রায় ৩০ টি মামলা ছিল। তাই দ্বিতীয় আর্ধে এই মামলা ধরার কথা ছিল কিন্তু দেখা যায় এই মামলার শুনানি প্রক্রিয়া শেষ হতে বেশ খানিকটা সময় লাগবে তাই প্রধান বিচারপতি সকলের কাছে অনুরোধ করেন আগামীকাল এই মামলা তিনি শুনবেন।

সে দিনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনবে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের মামলা।

সোমবার মামলাটির শুনানির কথা ছিল শীর্ষ আদালতে। গত শুনানিতে এই মামলায় চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। যোগ্য এবং অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। সোমবার বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হওয়ার কথা জানিয়েছিল তারা। ইতিমধ্যেই যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ২২ এপ্রিল ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতে যান চাকরিহারাদের একাংশও। সোমবার একত্রে এই সংক্রান্ত প্রায় ১০টি মামলা শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চের। প্যানেল থেকে কী ভাবে যোগ্যদের বাছাই করা সম্ভব হবে, গত শুনানিতে সেই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি। নিয়োগ প্রক্রিয়ার একাধিক ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরিপ্রাপকদের। হাই কোর্ট জানায়, এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। অভিযোগ ছিল, অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পদ তৈরি করা হয়েছিল এসএসসিতে। সেই পদ তৈরির অনুমোদন দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। কলকাতা হাই কোর্ট আরও জানায়, সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাই কোর্টের এই রায়ের খবর প্রকাশ্যে আসতে অসন্তোষ ছড়িয়ে পড়ে চাকরিহারাদের মধ্যে। তাঁদের প্রশ্ন, কয়েক জনের দুর্নীতির জন্য সকলের চাকরি কেন বাতিল করা হবে? বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছেন তাঁরাও। এ বার সেই মামলায় দেশের শীর্ষ আদালত কী করে, সে দিকে নজর ছিল সব পক্ষের।

মোট কথা হল দীর্ঘ শুনানির কারণেই এই মামলার দিন পরিবর্তন করা হয়েছে । আগামীকাল প্রধান বিচারপতির এজলাসে প্রথম শুনানি হবে একজন এর জামিনের আবেদন সেই শুনানির পরেই এসএসসি মামলা তিনি করবেন বলে জানিয়েছেন।

 

The post আগামীকাল মঙ্গলবার এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে first appeared on Banglar Janarob.]]>
সন্দেশখালি কাণ্ড নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদির সততা এবং নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে প্রশ্ন তৃণমূলের https://banglarjanarob.com/78978 Sun, 05 May 2024 11:34:02 +0000 https://banglarjanarob.com/?p=78978 বাংলার জনরব ডেস্ক : উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনায় এবার তৃণমূল কংগ্রেস সরাসরি নরেন্দ্র মোদির সততা নিয়ে প্রশ্ন তুলে দিল। আজ রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতৃত্ব বলেন, সন্দেশখালির ভাইরাল ভিডিওতে যে দৃশ্য বেরিয়ে এসেছে যে ঘটনার কথা কবুল করেছেন বিজেপির মন্ডল সভাপতি সেটা কি প্রধানমন্ত্রী আগে থেকে জানতেন না? আর প্রধানমন্ত্রী না জেনে কিভাবে এই ধরনের বিষয়টিকে সকলের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করেছেন? প্রধানমন্ত্রী সঠিকভাবে না জেনে শুনে অসত্য ভাষণ কেন দিয়েছেন?আর যদি তিনি না জেনে থাকেন, তবে এই ভিডিয়ো দেখার পর কী পদক্ষেপ করবেন তিনি? শনিবারই…

The post সন্দেশখালি কাণ্ড নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদির সততা এবং নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে প্রশ্ন তৃণমূলের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনায় এবার তৃণমূল কংগ্রেস সরাসরি নরেন্দ্র মোদির সততা নিয়ে প্রশ্ন তুলে দিল। আজ রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতৃত্ব বলেন, সন্দেশখালির ভাইরাল ভিডিওতে যে দৃশ্য বেরিয়ে এসেছে যে ঘটনার কথা কবুল করেছেন বিজেপির মন্ডল সভাপতি সেটা কি প্রধানমন্ত্রী আগে থেকে জানতেন না? আর প্রধানমন্ত্রী না জেনে কিভাবে এই ধরনের বিষয়টিকে সকলের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করেছেন? প্রধানমন্ত্রী সঠিকভাবে না জেনে শুনে অসত্য ভাষণ কেন দিয়েছেন?আর যদি তিনি না জেনে থাকেন, তবে এই ভিডিয়ো দেখার পর কী পদক্ষেপ করবেন তিনি?

শনিবারই সন্দেশখালির ঘটনা নিয়ে প্রকাশিত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করিনি আমরা। তবে ভিডিয়োয় সন্দেশখালি ২-এর বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি। আন্দোলনের গোটাটাই ‘সাজানো’। আর সেই ‘সাজানো আন্দোলন’ চালিয়ে যেতে তাঁদের সাহায্য করেছেন বাংলার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিবার রাজধানী দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মুখপাত্র তথা মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে। সেখানেই তাঁরা প্রধানমন্ত্রীর পাশাপাশি সন্দেশখালির ভিডিয়োকাণ্ডে দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। শশী বলেন, সন্দেশখালির ওই ভিডিয়োয় স্পষ্ট, মহিলাদের শেখানো হয়েছে ধর্ষণের অভিযোগ কী করে বলত হবে। কয়েক হাজার টাকার বিনিময়ে তাঁদের বিপথে চালিত করা হয়েছে। আর দিল্লি থেকে নেতারা এসে বাংলার বদনাম করেছেন।

এই প্রসঙ্গেই সাগরিকা প্রশ্ন তোলেন, ‘‘আমাদের মনে হচ্ছে এর সঙ্গে জাতীয় বিজেপি নেতারাও জড়িত। প্রধানমন্ত্রী নিজে গিয়ে সন্দেশখালি নিয়ে কথা বলেছেন। উনি কি জানতে না সন্দেশখালিতে আসলে কী হয়েছে? তা হলে কি প্রধানমন্ত্রী জেনেই মিথ্যা কথা বলেছেন?’’ আর যদি উনি না জেনে এই আক্রমণ করে থাকেন, তবে তৃণমূলের প্রশ্ন সেক্ষেত্রে যাঁরা এই মিথ্যা ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি জড়িত, সেই বিজেপি নেতাদের বিরুদ্ধে তিনি কী পদক্ষেপ করবেন?

তৃণমূল একই সঙ্গে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। সাকেত প্রশ্ন তুলেছেন, ‘‘সন্দেশখালি নিয়ে গোটা দেশে ঢিঢি পড়ে গিয়েছিল। রোজ সেখানে কেন্দ্রীয় নানা কমিশন গিয়েছে। মানবাধিকার কমিশন থেকে শুরু করে আদিবাসীদের অধিকার রক্ষার কমিশন, জাতীয় মহিলা কমিশনও। ভোটের সময়ে বাংলার নানা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনও সক্রিয়। অথচ এই ভিডিয়ো প্রকাশিত হওয়ার পরে ১৮ ঘণ্টা কেটে গেল, কমিশন কোনও পদক্ষেপ করেছে কি? না করলে কেন পদক্ষেপ করা হয়নি? সন্দেশখালির ঘটনা কি ভোটকে প্রভাবিত করেনি?’’

দিল্লির মাটি থেকে কেন্দ্রীয় শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তৃণমূল বলেছে, কর্নাটকে বিজেপির জোট সঙ্গী জনতা দল সেকুলারের সাংসদ প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে যৌননিগ্রহের অজস্র অভিযোগ সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। বিজেপির সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে মহিলাদের নিগ্রহের পাশাপাশি পকসো ধারাতেও মামলা রয়েছে। তার পরও তাঁরই পুত্রকে লোকসভার টিকিট দিয়েছে বিজেপি। বাংলায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী মোদী সেদিন গিয়ে তাঁর বাসভবনে থেকে এসেছেন, অথচ শ্লীলতাহানির ঘটনা নিয়ে একটি শব্দও উচ্চারণ করেনি। অথচ সন্দেশখালি নিয়ে কথা বলে গিয়েছেন। এ তো দেখা যাচ্ছে সমস্ত নারী বিরোধী নারীদের নির্যাতনকারীরা একটিই পার্টির সদস্য— বিজেপি। আসলে বিজেপি মহিলাদের নিয়ে যত স্লোগান দেয়, সে সবই সারবত্তাহীন প্রতিশ্রুতি। কার্যক্ষেত্রে বিজেপি নারীবিরোধী। আর সে জন্যই যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়নের কাজ করছেন, সেখানে সেই জোরের জায়গাটিতে আঘাত করতে চাইছে তারা।

তৃণমূলের বক্তব্য, ভোটের জন্য সব করতে পারে বিজেপি। তার জন্য ধর্ষণের আইনকেও পরিহাস বানিয়ে রেখে দিয়েছে তারা। এমন জায়গায় নিয়ে এসেছে, যে এর পরে কোনও মহিলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করতে এলে তাঁকে বিশ্বাসই করবেন না কর্তব্যরত থানার অফিসারেরা।

দেশের রাজধানী শহরের সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদি তো বটেই বিজেপিকে লোকসভা নির্বাচনের মুখে তৃতীয় দফার ভোটের মুখে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হলো। রাজধানী শহরে এই সাংবাদিক সম্মেলন করার দৌলতে তৃণমূল কংগ্রেস শুধু সমগ্র দেশে নয় বিদেশে ও সমানভাবে প্রচার পাবে।। আর এর ফলে নরেন্দ্র মোদির ভাবমূর্তি শুধু দেশে নয় বিদেশেও অনেকটা ক্ষুন্ন হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। একইসঙ্গে দেশের রাজনীতিতে সন্দেশখালীর প্রভাব যে অনেকটা পড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই। তৃতীয় দফার নির্বাচনে বাংলা তো বটেই সমগ্র দেশের রাজনীতিতে বিজেপির এই ষড়যন্ত্র রাজনীতি প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

The post সন্দেশখালি কাণ্ড নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদির সততা এবং নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে প্রশ্ন তৃণমূলের first appeared on Banglar Janarob.]]>
অমিত শাহের নির্বাচন কেন্দ্র গান্ধীনগরে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে বিজেপি অভিযোগ বিরোধীদের, নির্বাচনে লড়তে ভয় পাচ্ছেন কেন? প্রশ্ন প্রিয়াঙ্কার https://banglarjanarob.com/78972 Sun, 05 May 2024 10:24:43 +0000 https://banglarjanarob.com/?p=78972 বাংলার জনরব ডেস্ক : গুজরাটেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয় পাচ্ছে বিজেপি। এর আগে গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে যান বিজেপি প্রার্থী। প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার পরেই দেখা যায় সুরাটের অন্যান্য দলের মনোনীত প্রার্থীরা প্রার্থী পদ প্রত্যাহার করে নেন তার ফলে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন যা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এবার গুরুতর অভিযোগটা উঠেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচন কেন্দ্র গান্ধীনগর থেকে। বলা হচ্ছে এখানে নির্দল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। গান্ধীনগরের লোকসভা (Lok Sabha 2024) কেন্দ্রে…

The post অমিত শাহের নির্বাচন কেন্দ্র গান্ধীনগরে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে বিজেপি অভিযোগ বিরোধীদের, নির্বাচনে লড়তে ভয় পাচ্ছেন কেন? প্রশ্ন প্রিয়াঙ্কার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গুজরাটেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয় পাচ্ছে বিজেপি। এর আগে গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে যান বিজেপি প্রার্থী। প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার পরেই দেখা যায় সুরাটের অন্যান্য দলের মনোনীত প্রার্থীরা প্রার্থী পদ প্রত্যাহার করে নেন তার ফলে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন যা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা চলছে।

এবার গুরুতর অভিযোগটা উঠেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচন কেন্দ্র গান্ধীনগর থেকে। বলা হচ্ছে এখানে নির্দল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।

গান্ধীনগরের লোকসভা (Lok Sabha 2024) কেন্দ্রে ৭ মে ভোটগ্রহণ। সেখানে একাধিক প্রার্থী দাবি করেছেন, তাঁদের উপরে প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এমনকী গুজরাট পুলিশের তরফেও চাপ দেওয়া হচ্ছে। গত দু’দিনে অন্তত তিনজন নির্দল এবং বিরোধী প্রার্থী দাবি করেছেন, তাঁদের প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ দিয়েছে বিজেপি (BJP)। নির্দল প্রার্থী জিতেন্দ্র চৌহান, প্রজাতন্ত্র আধার পার্টির সুমিত্রা মৌর্য, নির্দল প্রার্থী জৈনেন্দ্র রাঠোর, প্রত্যেকেই অভিযোগ করেছেন তাঁদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে।

এদের মধ্যে সুমিত্রা মৌর্য ছাড়া বাকি দুই নির্দল প্রার্থী মনোনয়ন প্রত্যাহারও করে নিয়েছেন। স্থানীয় সূত্রের খবর, আরও বেশ কয়েকজন নির্দল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সব মিলিয়ে সংখ্যাটা দশের বেশি। কংগ্রেস (Congress) সূত্রের দাবি, অমিত শাহ এবার গান্ধীনগর থেকে পাঁচ লক্ষের বেশি ব্যবধানে জেতার লক্ষ্যমাত্রা নিয়েছেন। ছোটখাটো দল বা নির্দলরা ভোট কেটে সেই ব্যবধান যাতে কমিয়ে না দেন, সেই লক্ষ্যেই নির্দলদের চাপ দেওয়া হচ্ছে।

শনিবার গুজরাটে গিয়ে এ নিয়ে সরব হয়েছেন খোদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তাঁর বক্তব্য, “অমিত শাহ কেন ছোটখাটো দল বা নির্দল প্রার্থীদের ভয় পাচ্ছেন? এত ভয় কীসের? আপনার সামনে যদি একশো জন প্রার্থীও থাকে, তাঁদের বিরুদ্ধে লড়ে জিতে দেখান। নির্বাচনে লড়তে এত ভয় কেন?”

The post অমিত শাহের নির্বাচন কেন্দ্র গান্ধীনগরে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে বিজেপি অভিযোগ বিরোধীদের, নির্বাচনে লড়তে ভয় পাচ্ছেন কেন? প্রশ্ন প্রিয়াঙ্কার first appeared on Banglar Janarob.]]>
রাহুল গান্ধীর মনোনয়নপত্র বাতিলের দাবী, নাগরিকত্বের প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ এক ব্যক্তি https://banglarjanarob.com/78970 Sun, 05 May 2024 10:10:53 +0000 https://banglarjanarob.com/?p=78970 বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর মনোনয়নপত্র বাতিলের দাবি জানালেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক নাগরিক। তিনি আজব যুক্তি খাড়া করেছেন। রাহুল গান্ধী নাকি ব্রিটিশ নাগরিক। তাই তাঁর ভোটে লড়ার অধিকার নেই,একইসঙ্গে তিনিও বলেছেন মোদী পদবি নিয়ে মামলার জেরে তিনি দু’বছর সাজা পেয়েছেন অতএব সাজা প্রাপ্ত আসামির ভোটে লড়ার অধিকার নেই । অনিরুদ্ধ প্রতাপ সিংয়ের প্রতিনিধি হিসাবে আইনজীবী অশোক পাণ্ডে রায়বরেলির জেলাশাসকের কাছে রাহুলের নামে নালিশ করে এসেছেন। তাঁর দাবি, রাহুল ভারতের নাগরিকই নন। ২০০৬ সালে রাহুল গান্ধী (Rahul Gandhi) একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক। একজন ব্রিটিশ নাগরিক ভারতের…

The post রাহুল গান্ধীর মনোনয়নপত্র বাতিলের দাবী, নাগরিকত্বের প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ এক ব্যক্তি first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর মনোনয়নপত্র বাতিলের দাবি জানালেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক নাগরিক। তিনি আজব যুক্তি খাড়া করেছেন। রাহুল গান্ধী নাকি ব্রিটিশ নাগরিক। তাই তাঁর ভোটে লড়ার অধিকার নেই,একইসঙ্গে তিনিও বলেছেন মোদী পদবি নিয়ে মামলার জেরে তিনি দু’বছর সাজা পেয়েছেন অতএব সাজা প্রাপ্ত আসামির ভোটে লড়ার অধিকার নেই ।

অনিরুদ্ধ প্রতাপ সিংয়ের প্রতিনিধি হিসাবে আইনজীবী অশোক পাণ্ডে রায়বরেলির জেলাশাসকের কাছে রাহুলের নামে নালিশ করে এসেছেন। তাঁর দাবি, রাহুল ভারতের নাগরিকই নন। ২০০৬ সালে রাহুল গান্ধী (Rahul Gandhi) একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক। একজন ব্রিটিশ নাগরিক ভারতের নির্বাচনে লড়তে পারেন না।

শুধু তাই নয়, ওই আইনজীবীর দাবি, রাহুল গান্ধী ফৌজদারি মামলায় দুবছরের সাজাপ্রাপ্ত। মোদি পদবি মানহানি মামলায় রাহুলকে দু’ বছরের সাজা দিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই সাজায় স্থগিতাদেশ দিলেও রাহুল যে ফের নির্বাচনে লড়তে পারবেন, সেটা কোথাও বলেনি। তাই তাঁর মনোনয়ন বাতিল করা উচিত। ওই আইনজীবীর দাবি, তাঁর অভিযোগ গ্রহণও করেছেন রায়বরেলির নির্বাচনী আধিকারিক।

তবে কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের মিথ্যা দাবির কোন ভিত্তি নেই বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে হাত শিবিরের দাবি, রাহুলের মনোনয়ন আগেও বৈধ ছিল। এখনও বৈধ। এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। তাছাড়া রাহুল সদ্যই ওয়ানড়ে লোকসভার (Lok Sabha 2024) ভোটে লড়েছেন। কোনও অসুবিধা হয়নি। রায়বরেলিতেও তিনি লড়বেন। কোনও সমস্যা হবে না।

The post রাহুল গান্ধীর মনোনয়নপত্র বাতিলের দাবী, নাগরিকত্বের প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ এক ব্যক্তি first appeared on Banglar Janarob.]]>