জেলা | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 08 May 2024 12:34:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg জেলা | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 থ্যালাসেমিয়া সচেতনতায় জীবনধারা https://banglarjanarob.com/80044 Wed, 08 May 2024 12:34:33 +0000 https://banglarjanarob.com/?p=80044 থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সচেতনতার পাশাপাশি থ্যালাসেমিয়া শিশুদের চিকিৎসার জন্য বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে বুধবার বিশেষ রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো হাওড়ার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে। রোটারি ক্লাব অফ অরুনোদয় হাওড়ার উদ্যোগে ‘জীবনধারা’ নামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন হাওড়া আদালতের মুখ্য সরকারি কৌশলী সোমনাথ ব্যানার্জি, রোটারি ক্লাব অফ অরুনোদয় হাওড়ার সভাপতি জয়তী ভট্টাচার্য প্রমুখ। জয়তী ভট্টাচার্য বলেন, থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে রক্তদান শিবির ছাড়াও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং মানুষকে সচেতন করার উপর জোর দেওয়া হয়।

The post থ্যালাসেমিয়া সচেতনতায় জীবনধারা first appeared on Banglar Janarob.]]>
থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সচেতনতার পাশাপাশি থ্যালাসেমিয়া শিশুদের চিকিৎসার জন্য বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে বুধবার বিশেষ রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো হাওড়ার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে। রোটারি ক্লাব অফ অরুনোদয় হাওড়ার উদ্যোগে ‘জীবনধারা’ নামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

উপস্থিত ছিলেন হাওড়া আদালতের মুখ্য সরকারি কৌশলী সোমনাথ ব্যানার্জি, রোটারি ক্লাব অফ অরুনোদয় হাওড়ার সভাপতি জয়তী ভট্টাচার্য প্রমুখ। জয়তী ভট্টাচার্য বলেন, থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে রক্তদান শিবির ছাড়াও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং মানুষকে সচেতন করার উপর জোর দেওয়া হয়।

The post থ্যালাসেমিয়া সচেতনতায় জীবনধারা first appeared on Banglar Janarob.]]>
উচ্চ মাধ্যমিকেও নজর কাড়া সাফল্য আল আমিন মিল্লি মিশনের https://banglarjanarob.com/80019 Wed, 08 May 2024 12:25:14 +0000 https://banglarjanarob.com/?p=80019 বিশেষ প্রতিনিধি : ২০২৪ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের থেকেও উচ্চমাধ্যমিকে আল আমিন মিল্লি মিশন দারুন ফলাফল করলো। এবছর মোট ৩০ জন পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে জসিম উদ্দিন নাইয়া ৪৫৯ নম্বর পেয়েছে। অর্থাৎ ৯২% আর ১২ জন পেয়েছে ৮৮% ,১৯ জন পেয়েছে স্টারমার্ক বাকিরা ৭০%। মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার এবং সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব এই ফলাফলের জন্য অনেক অনেক উচ্ছ্বসিত। সকল ছাত্রদেরকে সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেইসঙ্গে সমস্ত শিক্ষকদেরকে অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।। দারুন ফলাফলের জন্য জিডি স্টাডি সার্কেলের চেয়ারম্যান প্রাক্তন আইএস আলহাজ্ব জনাব শেখ…

The post উচ্চ মাধ্যমিকেও নজর কাড়া সাফল্য আল আমিন মিল্লি মিশনের first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : ২০২৪ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের থেকেও উচ্চমাধ্যমিকে আল আমিন মিল্লি মিশন দারুন ফলাফল করলো। এবছর মোট ৩০ জন পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে জসিম উদ্দিন নাইয়া ৪৫৯ নম্বর পেয়েছে। অর্থাৎ ৯২% আর ১২ জন পেয়েছে ৮৮% ,১৯ জন পেয়েছে স্টারমার্ক বাকিরা ৭০%।

মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার এবং সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব এই ফলাফলের জন্য অনেক অনেক উচ্ছ্বসিত। সকল ছাত্রদেরকে সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেইসঙ্গে সমস্ত শিক্ষকদেরকে অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।। দারুন ফলাফলের জন্য জিডি স্টাডি সার্কেলের চেয়ারম্যান প্রাক্তন আইএস আলহাজ্ব জনাব শেখ নুরুল হক সাহেব আল আমিন মিল্লি মিশনের কর্তৃপক্ষকে, শিক্ষকদের এবং সকল কৃতি ছাত্রদের কে শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে আগামী দিনে আরো যাতে ভালো ফলাফল করতে পারে তার জন্য পরম করুনাময় আল্লাহর নিকট দোয়া করেন।

আল আমিন মিলি মিশন দক্ষিণ ২৪ দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত ডায়মন্ড হারবার ও উস্তি থানার মধ্যবর্তী এলাকায় বসর আলী হটুগঞ্জ এ অবস্থিত। মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব আগামী দিনে শিক্ষার আলো দিকে দিকে ছড়িয়ে দেওয়ার ভাবনা করছেন।

The post উচ্চ মাধ্যমিকেও নজর কাড়া সাফল্য আল আমিন মিল্লি মিশনের first appeared on Banglar Janarob.]]>
লস্করপুর মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান https://banglarjanarob.com/80001 Wed, 08 May 2024 12:19:03 +0000 https://banglarjanarob.com/?p=80001 ৭মে মঙ্গলবার বৈকাল থেকে শুরু হয় ১৭ তম বাৎসরিক ঈসালে সওয়াব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হুগলির চাপাডাঙ্গা লস্করপুর মোজাদ্দেদিয়া হাফেজিয়া মাদ্রাসার পার্স্বস্থ ময়দানে। ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে যে প্রতিভা সুপ্ত অবস্থায় আছে তার ই বহিঃপ্রকাশ ঘটাবার জন্য এইরকম পদক্ষেপ গ্রহণ করা হয়, জানালেন মাদ্রাসার সম্পাদক মনোয়ার মল্লিক। উক্ত সভার সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সেখ সাজাহান সাহেব। মাদ্রাসার ছাত্রদের এতটা আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেছেন ঐ মাদ্রাসার প্রাক্তন সম্পাদক ইয়াসিন সেখ,যিনি আজ থেকে সতের বছর আগে হাতেগোনা কয়েকজন কে নিয়ে এই রকম একটা গ্রাম্য পরিবেশে শিক্ষা কে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই…

The post লস্করপুর মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান first appeared on Banglar Janarob.]]>
৭মে মঙ্গলবার বৈকাল থেকে শুরু হয় ১৭ তম বাৎসরিক ঈসালে সওয়াব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হুগলির চাপাডাঙ্গা লস্করপুর মোজাদ্দেদিয়া হাফেজিয়া মাদ্রাসার পার্স্বস্থ ময়দানে। ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে যে প্রতিভা সুপ্ত অবস্থায় আছে তার ই বহিঃপ্রকাশ ঘটাবার জন্য এইরকম পদক্ষেপ গ্রহণ করা হয়, জানালেন মাদ্রাসার সম্পাদক মনোয়ার মল্লিক।

উক্ত সভার সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সেখ সাজাহান সাহেব। মাদ্রাসার ছাত্রদের এতটা আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেছেন ঐ মাদ্রাসার প্রাক্তন সম্পাদক ইয়াসিন সেখ,যিনি আজ থেকে সতের বছর আগে হাতেগোনা কয়েকজন কে নিয়ে এই রকম একটা গ্রাম্য পরিবেশে শিক্ষা কে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মাদ্রাসা স্থাপন করেছিলেন। বর্তমান মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা রফিকুল ইসলাম বলেন,সকলে আমাকে সহযোগিতা করলে এই মাদ্রাসা কে আগামী পাঁচ বছরের মধ্যে মডেল হিসাবে তুলে ধরব ইনশাআল্লাহ ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে । উলামা হজরতগন ধর্মীয় বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন।

অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না, তিনি ও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে আধুনিক ছোঁয়া ও যুগোপযোগী মাদ্রাসা শিক্ষা কে গড়ে তুলতে হবে , লস্করপুর মাদ্রাসার জন্মলগ্ন থেকেই আমরা আছি,ফলে এই মাদ্রাসার সর্বদা উন্নতি কামনা করি।লোক সমাগম হয়েছিল চোখে পড়ার মতো।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শিক্ষক ও প্রখ্যাত আ্যঙ্কার এহতেশাম মামুন।দেশবাসীর কল্যানে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

The post লস্করপুর মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান first appeared on Banglar Janarob.]]>
‘আব কি বার চারশো পার নয়,ইস বার পগার পার’ : মমতা বন্দ্যোপাধ্যায় https://banglarjanarob.com/79042 Tue, 07 May 2024 13:31:49 +0000 https://banglarjanarob.com/?p=79042 বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদি তিন মাস আগে ঘোষণা করেছিলেন আব কি বার চারশো পার। আর নির্বাচনী প্রচারে ও এই প্রবণতা দেখা যাচ্ছে বিজেপি নেতাদের মধ্যে। এবার নরেন্দ্র মোদির সেই সহ ঘোষিত স্লোগান কে সামনে রেখেই পাল্টা শ্লোগান তুললেন আব কি বার পগার পার। আজ মঙ্গলবার তৃণমূল নেত্রী পুরুলিয়া নির্বাচনী সভায় বলেন, ‘‘ইস বার পগার পার (এই বার পগার পার)।’’ মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে মমতা বলেন, ‘‘এ বারের ভোটে মানুষ মোদী সরকারকে বিদায় দেবে।’’ লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে মঙ্গলবার। তৃণমূলনেত্রী মমতা জানান, অনেক জায়গাতেই ভোটারদের প্রভাবিত করা…

The post ‘আব কি বার চারশো পার নয়,ইস বার পগার পার’ : মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদি তিন মাস আগে ঘোষণা করেছিলেন আব কি বার চারশো পার। আর নির্বাচনী প্রচারে ও এই প্রবণতা দেখা যাচ্ছে বিজেপি নেতাদের মধ্যে। এবার নরেন্দ্র মোদির সেই সহ ঘোষিত স্লোগান কে সামনে রেখেই পাল্টা শ্লোগান তুললেন আব কি বার পগার পার।

আজ মঙ্গলবার তৃণমূল নেত্রী পুরুলিয়া নির্বাচনী সভায় বলেন, ‘‘ইস বার পগার পার (এই বার পগার পার)।’’ মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে মমতা বলেন, ‘‘এ বারের ভোটে মানুষ মোদী সরকারকে বিদায় দেবে।’’

লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে মঙ্গলবার। তৃণমূলনেত্রী মমতা জানান, অনেক জায়গাতেই ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে তিনি খবর পাচ্ছেন। বিজেপিশাসিত উত্তরপ্রদেশের কথা উল্লেখ করে মমতা অভিযোগ করেন, সেখানে সংখ্যালঘুদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু বাংলায় এ সব করার ‘স্পর্ধা’ কারও নেই বলে হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশে নাকি সংখ্যালঘুদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। ভোট দিতে গিয়েছে, তাকে পিটিয়ে রোদে ফেলা রাখা হয়েছে। খবর পেয়েছি।’’ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনসভায় মমতার কটাক্ষ, ‘‘আপনারা কি ভাবছেন, নির্বাচন কমিশন কিছু করবে? কিচ্ছু করবে না। মডেল কোড অফ কনডাক্ট এখন মোদী কোড অফ কনডাক্ট-এ পরিণত হয়েছে। পুরো বিজেপির দালালি করছে।’’ তাঁর সংযোজন, ‘‘বাংলায় হাত দিলে হাত ভেঙে গুটিয়ে দেবে মানুষ। অত্যাচার করে ভোট হয় না।’’

মমতা জানান, পশ্চিমবঙ্গে পাঁচ জনকে ভোট দিতে বাধা দিলে পাঁচ লক্ষ মানুষ তৃণমূলের পক্ষে রায় দেবেন। তিনি সভার শুরু থেকে শেষ পর্যন্ত মোদীকে নিশানা করেন। মমতা বলেন, ‘‘একটা স্বেচ্ছাচারী রাজা। অনাচারী রাজা। ব্যভিচারী রাজা। লোকের একশো দিনের কাজের টাকা দেয় না। বাড়ির টাকা দেয় না। রাস্তার টাকা দেয় না। কেন্দ্র এবং রাজ্য যে একসঙ্গে প্রকল্পের টাকা দিচ্ছে জানাবে না। শুধু নিজের ছবি দেবে।’’

তাঁর সংযোজন, ‘‘যদি ওয়াশরুমে যান, সেখানেও দেখবেন মোদীর ছবি। করোনার সময় গণতন্ত্রের দায়িত্ব মানুষের জন্য কাজ করা। প্রত্যেকটি রাজ্য খেটেছে। ভূতের মতো খেটেছি আমরা। একটি ইঞ্জেকশন দিয়ে নিজের ছবি লাগিয়ে দিচ্ছে। মানুষ মরে গেলেও যেন তোমার ছবিটা চিতায় নিয়ে চলে যায়!’’ তিনি আরও বলেন, ‘‘প্রচার করতে করতে আত্মঅহঙ্কারী হয়ে গিয়েছেন। সারা পৃথিবী ছিঃ ছিঃ করছে। হিন্দু-মুসলমান ভাগ করে দাও। উনি একা হিন্দু এসেছেন। বড় নেতা। সবার দীক্ষাগুরু হয়ে গিয়েছে। তুমি একটা মুকুট পরো।’’

সভায় মমতা রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করেন। তাঁর কথায়, ‘‘সুব্রতদা এক দিন আমায় বললেন, ‘আমার প্রায় প্রায় দাঁতের ব্যথা হয়। আমি তো মিথ্যা কথা বেশি বলি না। আমার কেন দাঁতে ব্যথা হবে। আর তা হলে মোদীর কেন দাঁতে মাড়ি থাকবে?’’’ পরে মমতা জানিয়ে দেন, এটা সুব্রতের একটি গল্প ছিল। তবে মোদী সরকার যে মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি। মমতার কথায়, ‘‘নতুন করে লড়তে হবে সবাইকে।’’

তৃণমূল নেত্রী পুরুলিয়ার তৃণমূল প্রার্থীর প্রচারে বলেন, ‘‘শান্তিরাম মাহাতো গ্রামের ছেলে। তাঁকে ভাল করে ভোট দিয়ে জেতান।’’ তিনি আরও বলেন, ‘‘আমার মতো পুরুলিয়ায় এত বার কেউ আসেনি। অযোধ্যায় রাত জেগে ঘুরেছিলাম। ভেবেছিলাম, কী ভাবে এখান থেকে অশান্তি দূর করা যায়। চারশো পার বলেছিলে না? আমি বলি, ইস বার পগার পার করে দিন বিজেপিকে।’’

 

The post ‘আব কি বার চারশো পার নয়,ইস বার পগার পার’ : মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
Salim vs Abu Taher: সেলিম বললেন, ‘তৃণমূলের খেলা শেষ’, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই’ পাল্টা তৃনমূল প্রার্থী আবু তাহের https://banglarjanarob.com/79030 Tue, 07 May 2024 11:13:43 +0000 https://banglarjanarob.com/?p=79030 বাংলার জনরব ডেস্ক :  ভোটের দিন সকাল থেকেই সক্রিয় ছিলেন সিপিএমে রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম কংগ্রেসের প্রার্থী মহম্মদ সেলিম। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এজেন্টকে ধরেছিলেন মোহাম্মদ সেলিম আর ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে দেখা গেল ফুরফুরা মেজাজে ডোমকলের মাঠে ক্রিকেট খেলতে। সারাদিন ধরে দুষ্কৃতীদের দাপট সামলানোর পাশাপাশি জোটের এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগের স্থাপন করার পর দুপুরের পরে অনেকটাই ফুরফুরা মেজাজে সিপিআইএমের রাজ্য সম্পাদক। ক্রিকেট খেলতে খেলতেই সাংবাদিকদের জানিয়ে দিলেন লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস প্রার্থী মহম্মদ সেলিম তৃণমূলের খেলা শেষ। এরপর অবশ্য পাল্টা উত্তর দিলেন তৃণমূল প্রার্থী আবু…

The post Salim vs Abu Taher: সেলিম বললেন, ‘তৃণমূলের খেলা শেষ’, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই’ পাল্টা তৃনমূল প্রার্থী আবু তাহের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক :  ভোটের দিন সকাল থেকেই সক্রিয় ছিলেন সিপিএমে রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম কংগ্রেসের প্রার্থী মহম্মদ সেলিম। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এজেন্টকে ধরেছিলেন মোহাম্মদ সেলিম আর ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে দেখা গেল ফুরফুরা মেজাজে ডোমকলের মাঠে ক্রিকেট খেলতে। সারাদিন ধরে দুষ্কৃতীদের দাপট সামলানোর পাশাপাশি জোটের এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগের স্থাপন করার পর দুপুরের পরে অনেকটাই ফুরফুরা মেজাজে সিপিআইএমের রাজ্য সম্পাদক।

ক্রিকেট খেলতে খেলতেই সাংবাদিকদের জানিয়ে দিলেন লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস প্রার্থী মহম্মদ সেলিম তৃণমূলের খেলা শেষ। এরপর অবশ্য পাল্টা উত্তর দিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তিনি বললেন,‘‘একটু বেশিই খেলে ফেললেন সেলিম সাহেব!’’

সেলিমকে নিয়ে তৃণমূল কংগ্রেস চেয়ে অনেকটাই অস্বস্তিতে পড়েছে তা বোঝা গেল তাদের প্রতিক্রিয়াতে। কারণ তৃণমূলের পক্ষ থেকে সেলিমের মতো রাজনীতিবিদের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ আনা হয়েছে। এ থেকে এটাই স্পষ্ট মহম্মদ সেলিমের প্রহরিতে বেশ খানিকটা ব্যাক ফুটে তৃণমূল কংগ্রেস।

তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদ আসনে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম। সকাল থেকে একাধিক জায়গায় ভোট প্রভাবিত করার অভিযোগ আসছিল তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। খবর পেতেই প্রায় সব জায়গাতেই ছুটে গিয়েছেন বাম প্রার্থী। ভোটকেন্দ্রের আশপাশ থেকে তৃণমূলের নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া থেকে শুরু করে ভুয়ো এজেন্ট পাকড়াও করেছেন ‘সক্রিয়’ সেলিম। বেলা গড়িয়ে দুপুর হতেই খোশমেজাজে ক্রিকেট খেলতে নেমে পড়েন তিনি। ডোমকলে তিনি ক্রিকেট খেললেন দলীয় সমর্থকদের সঙ্গে। ব্যাট হাতে খোশমেজাজেই চালিয়ে খেলতে দেখা গেল সেলিমকে।

ক্রিকেট প্রসঙ্গে সিপিএম নেতা বলেন, ‘‘তৃণমূল আর মাঠে নেই। মানুষের রায়ে গণতান্ত্রিক ভাবে ওরা বাতিল হবে, এটা বুঝে গিয়েছে। ওদের ভোট কারচুপির খেলা শেষ। তাই আমরাই একটু খেলছি।’’ তৃণমূল প্রার্থী আবু তাহের খান অবশ্য সেলিমের হুঁশিয়ারি শুনে মুচকি হেসে ফেলেন। তার পর হাসি সামলে শুধু বলেন, ‘‘সেলিম সাহেব একটু বেশিই খেলে ফেললেন। গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই।’’

The post Salim vs Abu Taher: সেলিম বললেন, ‘তৃণমূলের খেলা শেষ’, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই’ পাল্টা তৃনমূল প্রার্থী আবু তাহের first appeared on Banglar Janarob.]]>
আল মানার গার্লস স্কুলের মাধ্যমিকে কৃতি ছাত্রী লিলুফা মোল্লা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হতে চায় https://banglarjanarob.com/78985 Sun, 05 May 2024 13:35:58 +0000 https://banglarjanarob.com/?p=78985 বিশেষ প্রতিনিধি : – সুন্দরবন এলাকার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন আল-মানার গার্লস স্কুলের এক ছাত্রী চারটি বিষয়ে লেটার সহ প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে পাশ করেছে। মেয়েটির নাম লিলুফা মোল্লা। বাবা নুরমতি মোল্লা ভাঙাচোরা ব্যবসা করেন, মা লুৎফা মোল্লা গৃহবধু। অতি দরিদ্র পরিবারের এই মেয়েটি পড়াশোনা অর্থের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল সুন্দরবন আল-মানার গার্লস স্কুলের কর্ণধার মাওলানা আনোয়ার হোসেন কাসেমীর বিশেষ উদ্যোগে লিলুফা মোল্লা পড়াশুনা নতুন করে শুরু করে। আল মানার গার্লস স্কুলে সে বিনামূল্যে পড়াশোনা করে। সুন্দরবনের নির্দেশ খালির আল-মানার গার্লস স্কুলের পক্ষ থেকে এবার ১০ জন মেয়ে মাধ্যমিক পরীক্ষায়…

The post আল মানার গার্লস স্কুলের মাধ্যমিকে কৃতি ছাত্রী লিলুফা মোল্লা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হতে চায় first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : – সুন্দরবন এলাকার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন আল-মানার গার্লস স্কুলের এক ছাত্রী চারটি বিষয়ে লেটার সহ প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে পাশ করেছে। মেয়েটির নাম লিলুফা মোল্লা। বাবা নুরমতি মোল্লা ভাঙাচোরা ব্যবসা করেন, মা লুৎফা মোল্লা গৃহবধু। অতি দরিদ্র পরিবারের এই মেয়েটি পড়াশোনা অর্থের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল সুন্দরবন আল-মানার গার্লস স্কুলের কর্ণধার মাওলানা আনোয়ার হোসেন কাসেমীর বিশেষ উদ্যোগে লিলুফা মোল্লা পড়াশুনা নতুন করে শুরু করে। আল মানার গার্লস স্কুলে সে বিনামূল্যে পড়াশোনা করে।

সুন্দরবনের নির্দেশ খালির আল-মানার গার্লস স্কুলের পক্ষ থেকে এবার ১০ জন মেয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে ছিল তাদের মধ্যে লিলুফা মোল্লা সর্বোচ্চ নাম্বার পেয়েছে। তার প্রাপ্ত নাম্বার ৫৩৬।বাংলায় ৯০, ইংরেজিতে ৬৫,অঙ্কে ৪৫,ভৌত বিঞ্জানে ৬৫,জীবন বিঞ্জানে ৯৬,ইতিহাসে ৮১, এবং ভূগোলে ৯৪ নম্বর পেয়েছে। হতদরিদ্র পরিবারের এই মেয়েটি জন্মস্থান সুন্দরবন এলাকার রামচন্দ্র খালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলা হাজরা গ্রাম। নুন আনতে পান্তা ফুরায় এই পরিবারের জন্ম এই মেধাবী সন্তানের। পড়াশোনা বন্ধ হওয়ার মুখে নজরে পড়ে বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন কাসেমীর। মূলত কাসেমীর উদ্যোগে তাঁর প্রতিষ্ঠান আল মানার গার্লস স্কুলে নিখরচায় পড়াশোনা করে আজ সে মাধ্যমিকে কৃতি ছাত্রী হিসাবে নিজেকে প্রতিষ্টিত করতে পেরেছে।

লিলুফা আরো পড়াশোনা করতে চায় । সে একজন চিকিৎসক হিসেবে সাধারন মানুষের সেবা করতে চায়। তার কথায় ,গ্রামের অসংখ্য হতদরিদ্র মানুষ দুরারোগে রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যায়। অনেক সময় চিকিৎসার জন্য ক্যানিং,বারুইপুর এমনকি কলকাতায় ছুটতে হয়।যাতে করে গ্রামের মানুষ চিকিৎসা পরিষেবা পায় তারজন্য চিকিৎসক হতেই হবে। ’সুন্দরবন আল-মানার গার্লস্ স্কুলের শিক্ষক আবুল কাশেম লস্কর জানিয়েছে, ‘লিলুফা মাধ্যমিকে ভালো ফলাফল করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। আগামী দিনে আরো এমন লিলুফা যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানে তৈরী করা যায় সেদিক দিয়ে আমারা কঠোর পরিশ্রম চালিয়ে যাবো।’ পাশাপাশি লিলুফা যাতে তার স্বপ্ন বাস্তবে রুপায়িত করতে পারে তারজন্য সুন্দরবন আল-মানার গার্লস্ স্কুল সর্বদা পাশে থাকবে।’

লিলুফার এমন অভাবনীয় সাফল্যে সুন্দরবন আল-মানার গার্লস্ স্কুলের সচিব আনোয়ার হোসেন কাসেমি যথেষ্ট খুশি। তিনি জানিয়েছেন, ‘হতদরিদ্র পরিবার কিংবা স্কুল ছুট ছাত্রীদের নিয়েই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। কারণ নারী জাতিকে যদি শিক্ষার আলোয় আনা যায়, তবে দেশ ও দশের উন্নতি সাধন সম্ভব।ফলে লিলুফার মতো আরো দরিদ্র মেধাবী ছাত্রীরা যাতে সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আমাদের এই কর্মযঞ্জ।এছাড়াও আগামী দিনে লিলুফার স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় তারজন্য আমরা ওই দরিদ্র পরিবারের পাশে রয়েছি।’

অন্যদিকে স্থানীয় প্রাথমিক স্কুল শিক্ষক সাইদুল ইসলাম গাজী প্রতিবেশী দরিদ্র পরিবারের মেয়ে লিলুফার সাফল্যে খুশি।তিনি জানিয়েছে ,লিলুফা অত্যন্ত মেধাবী।আগামী দিনে লিলুফার পথ অনুসরণ করে অন্যান্যরা সুশিক্ষিত হয়ে সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে। লিলুফা কলাহাজরা গ্রামের গর্ব। ’

The post আল মানার গার্লস স্কুলের মাধ্যমিকে কৃতি ছাত্রী লিলুফা মোল্লা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হতে চায় first appeared on Banglar Janarob.]]>
“সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না’’ : মমতা বন্দ্যোপাধ্যায় https://banglarjanarob.com/78982 Sun, 05 May 2024 12:30:10 +0000 https://banglarjanarob.com/?p=78982 নিজস্ব প্রতিনিধি : বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে আজ রবিবার এক নির্বাচনী জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরু থেকেই তিনি বিজেপি এবং নরেন্দ্র মোদিকে নিশানা করেন। তিনি বলেন টাকা ছড়িয়ে বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। লাভপুরের এই সভা থেকে প্রথমেই তিনি অনুব্রত মণ্ডলের কথা বলেন, বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন এরা সাজিয়ে গুছিয়ে মিথ্যা মামলা করে অনুব্রত মণ্ডলকে জেলে পুরে রেখেছে। এরপরেই স্বাভাবিকভাবেই সন্দেশখালির ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে আজ আবার তীব্র ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। তিনি…

The post “সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না’’ : মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধি : বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে আজ রবিবার এক নির্বাচনী জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরু থেকেই তিনি বিজেপি এবং নরেন্দ্র মোদিকে নিশানা করেন। তিনি বলেন টাকা ছড়িয়ে বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। লাভপুরের এই সভা থেকে প্রথমেই তিনি অনুব্রত মণ্ডলের কথা বলেন, বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন এরা সাজিয়ে গুছিয়ে মিথ্যা মামলা করে অনুব্রত মণ্ডলকে জেলে পুরে রেখেছে।

এরপরেই স্বাভাবিকভাবেই সন্দেশখালির ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে আজ আবার তীব্র ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। তিনি বলেন নরেন্দ্র মোদির সন্দেশখালির জন্য কত কেঁদেছেন। আর আজ প্রমান হয়ে গেল ওটা সাজানো নাটক ছিল টাকা দিয়ে করানো হয়েছিল। মমতা এ দিন বলেন, ‘‘সন্দেশখালির কথা আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন। কিন্তু ঘটনাটা কী ভাবে সাজিয়েছিল, এক বারও কেউ বুঝতে পেরেছিলেন? সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না।’’

তিনি আরো বলেন, ‘‘রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছেন। কিন্তু তিন বছর ধরে একশো দিনের টাকা কেন দেননি? বার বার কেন্দ্রীয় টিম পাঠাচ্ছেন। আমি বলেছিলাম বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের আর বাংলার রিপোর্ট কার্ড প্রকাশ্যে আনতে। কিন্তু আপনারা জানতেন এখানে কিছু হয়নি।’’

বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘‘মোদীর দল, ক্ষমতা থাকলে আমার আর অভিষেকের নাম নিয়ে বিজ্ঞাপন করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা।’’বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি কয়লা মাফিয়া। ওদের মন্ত্রীরা টাকা খান। গরু আমাদের বিষয় নয়, ওটা বিএসএফ দেখে।’’

মমতা বলেন, ‘‘মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিয়ো বানাতে বানাতে বিজেপি স্পর্ধা বেড়ে গিয়েছে। সন্দেশখালির কালি ঢাকতে, এখন তৃণমূলের ঘরে কালি ঢালার চেষ্টা করছে।’’

বীরভূমের সভা থেকে আবারও নির্বাচন কমিশনকে নিশানা মমতার। তিনি বলেন, ‘‘বিজেপি বলছে এই ওসিটাকে চেঞ্জ করতে, করে দিচ্ছে। ডিআইজি পাল্টে দিচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে যা করতে বলছে, তাই করছে। এটা নির্বাচন কমিশন? তিন জনই বিজেপির কোলের সন্তান।’’

অমর্ত্য সেন প্রসঙ্গে মমতা বলেন, ‘‘অমর্ত্য সেনকে জমিহারা করে দিতে চেয়েছিল। সে দিন আমরা সবাই রুখে দাঁড়িয়ে ছিলাম। বিশ্বভারতীর ভিসি কী করেছিলেন সে দিন? বীরভূমের বদনাম করে দিয়েছিলেন।’’

অনুব্রত মণ্ডলকে নিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‘কেষ্ট কে ধরে রেখেছে কেন? নির্বাচনের জন্য। ওকে বলেছে তুমি বিজেপিকে মদত করে দাও, তোমায় ছেড়ে দেব। দেখবেন বীরভূমের ভোট হয়ে যাবে, কেষ্টও ছাড়া পেয়ে যাবে।’’

 

 

The post “সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না’’ : মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
প্রতিবন্ধকতায় হার না মেনে মাধ্যমিকে সফল হালিম আলি মল্লিক https://banglarjanarob.com/78975 Sun, 05 May 2024 11:14:32 +0000 https://banglarjanarob.com/?p=78975 অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :- ‌ সুষম পুষ্টিকর খাদ্য , উপযুক্ত বস্ত্র, বাসস্থানের অভাব থাকা স্বত্তেও মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে হালিম আলি মল্লিক। ‌গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়ার হাটকালিয়াগঞ্জ এলাকায় একটি বস্তিতে বাবা – মা – দিদি ও এক ভাইকে নিয়ে হালিমদের পরিবার।প্রচন্ড দারিদ্রতার মধ্য দিয়ে হালিমদের সংসার জীবন অতিবাহিত হয়।এত কষ্ট সত্ত্বেও হালিমের বাবা – মা -র ছেলেকে পড়াশোনা করানোর ইচ্ছা হারিয়ে যায় নি। মুছে যায় নি ছেলেকে নিয়ে তাদের দেখা স্বপ্ন। ‌হাটকালিয়াগঞ্জ এলাকার এমন এক বস্তির পরিবেশে হালিম বেড়ে উঠছিল যা তার পক্ষে খুবই ক্ষতিকর ছিল। হালিমের বাবা -মা…

The post প্রতিবন্ধকতায় হার না মেনে মাধ্যমিকে সফল হালিম আলি মল্লিক first appeared on Banglar Janarob.]]>
অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :- ‌ সুষম পুষ্টিকর খাদ্য , উপযুক্ত বস্ত্র, বাসস্থানের অভাব থাকা স্বত্তেও মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে হালিম আলি মল্লিক। ‌গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়ার হাটকালিয়াগঞ্জ এলাকায় একটি বস্তিতে বাবা – মা – দিদি ও এক ভাইকে নিয়ে হালিমদের পরিবার।প্রচন্ড দারিদ্রতার মধ্য দিয়ে হালিমদের সংসার জীবন অতিবাহিত হয়।এত কষ্ট সত্ত্বেও হালিমের বাবা – মা -র ছেলেকে পড়াশোনা করানোর ইচ্ছা হারিয়ে যায় নি। মুছে যায় নি ছেলেকে নিয়ে তাদের দেখা স্বপ্ন। ‌হাটকালিয়াগঞ্জ এলাকার এমন এক বস্তির পরিবেশে হালিম বেড়ে উঠছিল যা তার পক্ষে খুবই ক্ষতিকর ছিল।

হালিমের বাবা -মা -র অদম্য চেষ্টা হালিমকে আজ সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। ‌এক সময় স্কুল ছুট হয়ে গিয়ে সমাজের মূল স্রোত থেকে হারিয়ে গিয়েছিল। পাঁচ বছর আগে সমাজের মূল স্রোত থেকে হারিয়ে যাওয়া হালিমকে ‘ শিশু আলয় ‘ এর কর্মীবৃন্দ উদ্ধার করে।’ শিশু আলয় ‘ ওপেন শেল্টারে হালিম পাঁচ বছর আসছে।’ শিশু আলয় ‘ ওপেন শেল্টার আমতা ১ নং ব্লকের খড়দহ পাবলিক কালচারাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন এর তত্বাবধানে দীর্ঘদিন ধরে উলুবেড়িয়ার পারিজাত অঞ্চলে কাজ করে চলেছে সমাজের মূল স্রোত থেকে হারিয়ে যাওয়া শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। ‌

হালিম আলি মল্লিক এই বছর মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে।হাসিম আলি মল্লিক মাধ্যমিক পরীক্ষায় বিষয়গত ভাবে পেয়েছেন প্রথম ভাষায় ২৫, দ্বিতীয় ভাষায় ২৫,অংক ২৫, ভৌত বিজ্ঞানে ২৫, জীবন বিজ্ঞান ২৫, ইতিহাস ২৭, ভূগোল ৩৬। হালিম এর মোট প্রাপ্ত নাম্বার ১৮৮। ‌হালিম শুধুমাত্র দারিদ্র্যের সঙ্গে লড়াই করে নি।সে তার একটি চোখে একদমই দেখতে পায় না।যে কারণে তার লড়াই দ্বিগুণ হয়ে গেছে। ‌হালিমের চলার পথে কোন বাধা যেন তাকে দমিয়ে দিতে না পারে তার জন্য খড়দহ পাবলিক কালচারাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন, ওপেন শেল্টার এর সমস্ত কর্মীবৃন্দ হালিমের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তার বাবা – মা – পরিবারের সবার পাশাপাশি পাশাপাশি সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

The post প্রতিবন্ধকতায় হার না মেনে মাধ্যমিকে সফল হালিম আলি মল্লিক first appeared on Banglar Janarob.]]>
রানিতলার পর এবার হাবিবপুর থানার আই সিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। https://banglarjanarob.com/78967 Sun, 05 May 2024 09:29:10 +0000 https://banglarjanarob.com/?p=78967 বাংলার জনরব ডেস্ক : মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তী কে ভোট অনুষ্ঠিত হওয়ার ৪৮ ঘন্টা আগে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। তাকে মালদহ পুলিশের সদর দফতরে বদলি করার কথা বলা হয়েছে এবং নির্বাচন সংক্রান্ত কোন বিষয়ের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।তাঁর বদলে ওই দায়িত্বে কে থাকবেন, তার জন্য নাম চেয়ে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। রবিবার বিকেল ৩টের মধ্যে তা পাঠাতে হবে। সূত্রের খবর, মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীতলা থানার আইসি-কেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি হবিবপুরের আইসি (IC) দেবব্রত…

The post রানিতলার পর এবার হাবিবপুর থানার আই সিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তী কে ভোট অনুষ্ঠিত হওয়ার ৪৮ ঘন্টা আগে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। তাকে মালদহ পুলিশের সদর দফতরে বদলি করার কথা বলা হয়েছে এবং নির্বাচন সংক্রান্ত কোন বিষয়ের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।তাঁর বদলে ওই দায়িত্বে কে থাকবেন, তার জন্য নাম চেয়ে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। রবিবার বিকেল ৩টের মধ্যে তা পাঠাতে হবে। সূত্রের খবর, মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীতলা থানার আইসি-কেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

সম্প্রতি হবিবপুরের আইসি (IC) দেবব্রত চক্রবর্তীর একটি ফোন কল ভাইরাল হয়। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানকে ফোন করে তিনি মহিষ পাচার নিয়ে কথা বলছিলেন। আইসি প্রশ্ন তুলেছিলেন, কেন মহিষ পাচার করলেন পঞ্চায়েতের উপপ্রধান? অভিযোগ উড়িয়ে পঞ্চায়েতের উপপ্রধানও পালটা প্রশ্ন করেছিলেন, পাচারের কোনও প্রমাণ আইসি-র কাছে আছে কি না। এনিয়ে বাদানুবাদের একটি অডিও ভাইরাল হয়। তার ভিত্তিতে মালদহ উত্তরের (Maldah Uttar) বিজেপি প্রার্থী খগেন মুর্মু নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন আইসি দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর অভিযোগ, হবিবপুরের ওই আইসি মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী (TMC Candidate) অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন। তাই নিরপেক্ষতার স্বার্থে তাঁকে সরানো হোক।

বিজেপির সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার পদক্ষেপ করল নির্বাচন কমিশন (Election Commission Of India)। ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হল। এবং ভোটের কোনও কাজের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না বলে জানানো হয়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদের রানিতলার আইসি রবীন্দ্রনাথ সরকারকেও পদ থেকে সরানো হয়েছে বলে খবর। আগামী ৭ মে, তৃতীয় দফায় মালদহের দুই কেন্দ্র ও মুর্শিদাবাদে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)।

The post রানিতলার পর এবার হাবিবপুর থানার আই সিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। first appeared on Banglar Janarob.]]>
দারিদ্রকে জয় করে মাধ্যমিকে সফল ঝুমা সিং ‌ https://banglarjanarob.com/78963 Sat, 04 May 2024 12:10:38 +0000 https://banglarjanarob.com/?p=78963 ‌ ‌অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :- ‌ ‌‌ সুষম পুষ্টিকর খাদ্যের অভাব। প্রয়োজনীয় বস্ত্রের অভাব। মাথার উপর ছাদ ও নেই। দারিদ্রের ভ্রূকুটি প্রতি নিয়ত।তবু ও পড়াশোনার অদম্য জেদকে পাথেয় করে এবারের মাধ্যমিক পরীক্ষায় ৪৩৭ পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ ঝুমা সিং। ‌গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়ার সিজবেড়িয়া এলাকার আলামত বস্তির খালপাড়ের বালিকা ঝুমা সিং উলুবেড়িয়া বীণাপাণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। উলুবেড়িয়ার গঙ্গার জোয়ারের জলে গ্ৰাস করে নেওয়া এই হত দরিদ্র বালিকা জীবন যুদ্ধে হার না মেনে সমাজের শিক্ষার এক মাইল ফলক রচনা করার লক্ষ্যে তার বাবার না ধরা ছোঁয়ার স্বপ্নে এক সফল দৃষ্টান্ত।‌…

The post দারিদ্রকে জয় করে মাধ্যমিকে সফল ঝুমা সিং ‌ first appeared on Banglar Janarob.]]>
‌ ‌অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :- ‌ ‌‌ সুষম পুষ্টিকর খাদ্যের অভাব। প্রয়োজনীয় বস্ত্রের অভাব। মাথার উপর ছাদ ও নেই। দারিদ্রের ভ্রূকুটি প্রতি নিয়ত।তবু ও পড়াশোনার অদম্য জেদকে পাথেয় করে এবারের মাধ্যমিক পরীক্ষায় ৪৩৭ পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ ঝুমা সিং। ‌গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়ার সিজবেড়িয়া এলাকার আলামত বস্তির খালপাড়ের বালিকা ঝুমা সিং উলুবেড়িয়া বীণাপাণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। উলুবেড়িয়ার গঙ্গার জোয়ারের জলে গ্ৰাস করে নেওয়া এই হত দরিদ্র বালিকা জীবন যুদ্ধে হার না মেনে সমাজের শিক্ষার এক মাইল ফলক রচনা করার লক্ষ্যে তার বাবার না ধরা ছোঁয়ার স্বপ্নে এক সফল দৃষ্টান্ত।‌ ‌ বস্তি অঞ্চলের অসামাজিক অস্বাস্থ্যকর পরিবেশ, প্রতিকূল পরিস্থিতিকে ও পিছনে ফেলে কৌতুহলী মন তার সাফল্যকে ধরা দেওয়ায় প্রথম পর্ষদ পরীক্ষায় সাফল্য পেল। ‌ঝুমা শত দুঃখ -কষ্টকে সঙ্গী করে শুধুমাত্র পড়াশোনা চালিয়ে যাচ্ছে না।

পড়াশোনার পাশাপাশি ইতিমধ্যেই চিত্র কলাতে ও তার পারদর্শীতা ও প্রতিভার প্রমাণ করেছে। জীবনের সর্বপ্রথম বোর্ড পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে সম্মুখীন হয়েছে আমতা ১ নং ব্লকের খড়দহ গ্ৰাম পঞ্চায়েতের “খড়দহ পাবলিক কালচারাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন ” এর সহযোগিতায়। ‌ঝুমা বিষয়গতভাবে পেয়েছে প্রথম ভাষায় – ৬২, দ্বিতীয় ভাষায় – ৫৭,অংক – ৫২, ভৌতবিজ্ঞান – ৫২, জীবনবিজ্ঞান- ৬৬, ইতিহাস – ৬৭, ভূগোল – ৮১, ঐচ্ছিক বিষয় – ৯১। মোট প্রাপ্ত নাম্বার ৪৩৭। ‌ফ্রি বছর উলুবেড়িয়ার গঙ্গার জোয়ারের জলে পরিবারের সামান্য সঞ্চয় টুকু ভেসে যাওয়ার পর ও ঝুমা ভেঙে পড়ে নি।যেন আর ও নতুন ভাবে উজ্জীবিত হয়ে ওঠে । তার পরিবারের সদস্য- সদস্যারা ঝুমার উজ্জীবিত হয়ে ওঠা, নতুন ভোরের স্বপ্ন দেখার রসদ জোগায়। ঝুমার এই উজ্জীবিত হয়ে ওঠা, নতুন ভোরের স্বপ্ন দেখা,চিন্তাশীল মানসিকতাকে সম্মান জানায় ফুলেশ্বর সংলগ্ন বস্তি এলাকার এক স্বেচ্ছাসেবী সংগঠন।

ফুলেশ্বর সংলগ্ন বস্তি এলাকার এই স্বেচ্ছাসেবী সংগঠন দী‌র্ঘদিন ব্যাপী এক সুচারু পদ্ধতিতে শিশু ও মহিলাদের নিয়ে অবিরত কাজ করে চলেছে।তারা ঝুমার এই সাফল্যে বেশ উৎফুল্ল। বীণাপাণি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ,অশিক্ষক কর্মচারীবৃন্দ ঝুমার এই সাফল্যে আনন্দিত ও গর্বিত। ‌ ঝুমার বাবা প্রদীপ সিং পেশায় একজন ভ্যান চালক। দীর্ঘদিন ধরে দারিদ্রের সঙ্গে লড়াই, তার কায়িক পরিশ্রম তাকে কিছুটা শারীরিক ভাবে দুর্বল করলে ও তার মেয়ে ঝুমার নতুন ভাবে উজ্জীবিত হয়ে ওঠা, নতুন ভোরের স্বপ্ন, এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি বদ্ধ পরিকর। সরকারি নানা প্রকল্পের উপর নির্ভর করে ঝুমার ভবিষ্যৎ জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে ” খড়দহ পাবলিক কালচারাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন ” , এই সংগঠনের তত্ত্বাবধানে চলা ‘ শিশু আলয় ওপেন শেল্টারের কর্মীরা তার পাশে থেকে সমস্ত রকম সহযোগিতা করতে, তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ‌

ঝুমার বাবা – মায়ের দারিদ্রের অসহায়তাকে পিছনে ফেলে পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে এক নতুন স্বপ্নের আলো দেখানোর প্রচেষ্টা আজকের ছাত্র -ছাত্রীদের নতুন কিছু করার শক্তি জোগাবে।

The post দারিদ্রকে জয় করে মাধ্যমিকে সফল ঝুমা সিং ‌ first appeared on Banglar Janarob.]]>