Narendra Modi | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 03 Dec 2023 11:54:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Narendra Modi | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Narendra Modi : অপ্রতিরোধ্য নরেন্দ্র মোদী ! https://banglarjanarob.com/74739 Sun, 03 Dec 2023 10:41:21 +0000 https://banglarjanarob.com/?p=74739 বুলবুল চৌধুরি : পাঁচ রজ্যের বিধানসভার মধ্যে চার রাজ্য বিধানসভার ফল ঘোষিত হয়েছে । দেখা যাচ্ছে চারটির মধ্যে তিনটিতেই বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর বিজেপি । নরেন্দ্র মোদীর বিজেপি বলা হচ্ছে এই কারণে সব কটি রাজ্যে মোদীই ছিলেন মুখ্য প্রচারক এবং একমাত্র মুখ । যে কটি রাজ্যে এবার বিজেপি জিতেছে সেই সব রাজ্যগুলিতে বিজেপির ঘোষিত কোনো মুখ ছিল না , নরেন্দ্র মোদীই একমাত্র প্রচারক এবং মুখ ছিলেন । ফলে এই জয়ের কৃতিত্ব পুরোটাই মোদীর প্রাপ্য । তাই তিন রাজ্যের জয়ের পুরো সাফল্য মোদীরই প্রাপ্য । এই অবস্থায় আর…

The post Narendra Modi : অপ্রতিরোধ্য নরেন্দ্র মোদী ! first appeared on Banglar Janarob.]]>
বুলবুল চৌধুরি : পাঁচ রজ্যের বিধানসভার মধ্যে চার রাজ্য বিধানসভার ফল ঘোষিত হয়েছে । দেখা যাচ্ছে চারটির মধ্যে তিনটিতেই বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর বিজেপি । নরেন্দ্র মোদীর বিজেপি বলা হচ্ছে এই কারণে সব কটি রাজ্যে মোদীই ছিলেন মুখ্য প্রচারক এবং একমাত্র মুখ । যে কটি রাজ্যে এবার বিজেপি জিতেছে সেই সব রাজ্যগুলিতে বিজেপির ঘোষিত কোনো মুখ ছিল না , নরেন্দ্র মোদীই একমাত্র প্রচারক এবং মুখ ছিলেন । ফলে এই জয়ের কৃতিত্ব পুরোটাই মোদীর প্রাপ্য । তাই তিন রাজ্যের জয়ের পুরো সাফল্য মোদীরই প্রাপ্য । এই অবস্থায় আর কযেক মাস পরেই দেশে সাধারণ নির্বাচন সেই নির্বাচনে মোদীজি যে অপ্রতিরোধ্য হয়ে বিরাজ করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

শুধু দেশের রাজনীতিতে নয় মোদী আরএসএস এবং বিজেপির মধ্যে একক ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন । এই জয় তাঁকে আরও বেশি অপ্রতিরোধ্য করে তুলবে । আরএসএস কার্যত মোদীর কাছে নতমস্তকে দাঁড়িয়ে থাকবে । আর দেশের বিরোধী দলগুলি এখন মোদীর সামনে দাঁড়াতেই পারবে না । যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা জনমানসে প্রভাব সৃষ্টি করেছিলেন সেই প্রভা্বও এই নির্বাচনের পর আর থাকবে না বলেই মনে করা হচ্ছে । তবে রাহুল গান্ধী যদি দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা তাড়াতাড়ি করতেন তাহলে হয়তো ফল অনেকাটই কংগ্রেসের অনুকূলে যেত । কিন্ত প্রথম দফার ভারত জোড়ো যাত্রা ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার পর । দ্বিতীয় দফার যাত্রা দ্রুত করা উচিত ছিল কংগ্রেসের তা  কেন করা হলো না ? স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠবে ।

কিন্ত প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধী একা কতটা সামল দেবেন ? কংগ্রেস দলের প্রবীণ নেতারা জায়গা ছাড়তে রাজী নন । এমন কী তাঁরা নিজেদের গদির জন্য দলের ক্ষতি করতে পিছপা হচ্ছেন না । বিজেপি যখন একটা করে নির্বাচনে জেতে আবার পরের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয় ঠিক তখনই কংগ্রেস একে অপরের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকেন । যার পরিণতি কংগ্রেস দল এখন অস্তিত্বের সংকটে পড়েছে। তাই আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই । আর স্বাধীন ভারতে তা একটা রের্কড । কারণ এখনও পর্যন্ত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটানা ১২ বছর কাজের নজীর রয়েছে, এছাড়া স্বাধীনতার ৭৭ বছরে আর কোনো প্রধানমন্ত্রীর ১০ বছরের বেশি একটানা ক্ষমতায় থাকার রের্কড নেই । এবার নেহেরুর সেই রের্কড ভেঙে নতুন রের্কড তৈরি করতে চলেছেন যে নরেন্দ্র মোদী তা সন্দেহের কোনো অবকাশ নেই ।

The post Narendra Modi : অপ্রতিরোধ্য নরেন্দ্র মোদী ! first appeared on Banglar Janarob.]]>
Madhya Pradesh Election 2023 : মধ্যপ্রদেশের জনতা মোদী নয়, রাহুল-প্রিয়াঙ্কাকেই চাইছে, বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস বলছে সমীক্ষা https://banglarjanarob.com/72888 Mon, 02 Oct 2023 09:33:14 +0000 https://banglarjanarob.com/?p=72888 বাংলার জনরব ডেস্ক : আর মাত্র কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন।মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়,তেলেঙ্গানা এবং মিজোরাম – এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে লোকসভা নির্বাচনে কোন দল বা জোট জয়ী হবে । তাই এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই ৫ রাজ্যের ভোটের কী হতে পারে , মানুষ কী ভাবছে ? তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষক সংস্থা জনমত সমীক্ষা করতে শুরু করে দিয়েছে । এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি মোদী ঘনিষ্ঠ গদি মিডিয়াও । ইতিমধ্যে বেশ কয়েকটি সমীক্ষায় কংগ্রেস এগিয়ে রাখা হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং…

The post Madhya Pradesh Election 2023 : মধ্যপ্রদেশের জনতা মোদী নয়, রাহুল-প্রিয়াঙ্কাকেই চাইছে, বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস বলছে সমীক্ষা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আর মাত্র কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন।মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়,তেলেঙ্গানা এবং মিজোরাম – এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে লোকসভা নির্বাচনে কোন দল বা জোট জয়ী হবে । তাই এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই ৫ রাজ্যের ভোটের কী হতে পারে , মানুষ কী ভাবছে ? তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষক সংস্থা জনমত সমীক্ষা করতে শুরু করে দিয়েছে । এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি মোদী ঘনিষ্ঠ গদি মিডিয়াও । ইতিমধ্যে বেশ কয়েকটি সমীক্ষায় কংগ্রেস এগিয়ে রাখা হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে । তেলেঙ্গানাতেও কংগ্রেস রীতিমতো লড়াই করবে বলে ওই সমীক্ষক সংস্থার দাবি । অনেকে আবার মনে করছে তেলেঙ্গানার বর্তমান শাসক টিআরএস দল হেরে যেতে পারে, ক্ষমতায় আসতে পারে কংগ্রেস । গুরুত্বের দিক থেকে এই চারটি রাজ্য অবশ্যই আগামী লোকসভা নির্বাচনের ফলাফলকে অনেকটাই প্রভাবিত করতে পারে ।

এদিকে গেরুয়া শিবির ঘনিষ্ঠ বলে পরিচিত  ইন্ডিয়া টিভি ও টাইমস নাও মধ্যপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে জনতা কাকে সমর্থন করবে তা নিয়ে সমীক্ষা করেছে । এই জনমত সমীক্ষা যে অনেকটাই বিজেপির পক্ষে করার চেষ্টা করা হয়েছে তা সমীক্ষক সংস্থার প্রশ্নগুলিকে যাচাই করলে স্পষ্ট হবে । তবু দেখা যাচ্ছে এই সংস্থার পক্ষ থেকে জনমত সমীক্ষার যে রিপোর্ট  সামনে এসেছে তাতে মধ্যপ্রদেশে কমলনাথের নেতৃত্বে সরকার গড়তে চলেছে কংগ্রেস । উল্লেখ্য, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনেও ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় ১০৯টি আসন পেয়ে কংগ্রেস সরকার গড়ে ছিল । কিন্ত দলের নেতা  জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে বিজেপিতে যোগদান করেন এবং শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী হন। ফলে কমলনাথ সরকারের পতন হয়।

কিন্ত এখন সেই রাজ্যে সাধারণ মানুষ কংগ্রেসকেই সমর্থন করতে চলেছে বলে ইন্ডিয়া টিভি ও টাইমস নাও সমীক্ষায় দাবি করেছে । এই সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে বিজেপি ১০২ থেকে ১১০ টি আসন পেতে পারে। যেখানে কংগ্রেস ১১৮ থেকে ১২৮ টি আসন পেতে পারে। অন্যরা সর্বোচ্চ ২ টি আসন পেতে পারে। অন্যদিকে টাইমস নাওয়ের জনমত সমীক্ষা অনুসারে মধ্য প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে উভয় দলই ৪২ শতাংশ করে ভোট পেতে পারে।

সমীক্ষায় বলা হয়েছে, কংগ্রেস ৪৩.৮০ শতাংশ ভোটের নিরিখে ২৩০ আসনের বিধানসভায় ১১৮ থেকে ১২৮ টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি ১০২ থেকে ১১০ টি আসন পেতে পারে।
এদিকে, অবশ্য কংগ্রেস দাবি করেছে তারা ১৫০ আসন জিতে মধ্যপ্রদেশে সরকার গড়বে । এটা ঠিক যে মধ্যপ্রদেশে এবার কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল ।

The post Madhya Pradesh Election 2023 : মধ্যপ্রদেশের জনতা মোদী নয়, রাহুল-প্রিয়াঙ্কাকেই চাইছে, বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস বলছে সমীক্ষা first appeared on Banglar Janarob.]]>
Abhishek Banerjee:“গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে মোদী সরকার” : অভিষেক বন্দ্যোপাধ্যায় https://banglarjanarob.com/72854 Sun, 01 Oct 2023 10:58:43 +0000 https://banglarjanarob.com/?p=72854 বাংলার জনরব ডেস্ক : একশো দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে মেটানোর দাবিতে দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছে তৃণমুল কংগ্রেস । সেই  ধর্না কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ফের মোদী সরকার ও বিজেপি নিশানা করলেন তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বাংলায় পরাজিত হয়েই রাজ্যের মানুষের প্রাপ্য আটকে রেখে প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। ১০০ দিনের কাজ, আবাস এবং সড়ক যোজনার টাকা আটকে রাখার অভিযোগে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে দু’দিনের ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূলের। রবিবার দুপুরে সেই উপলক্ষে রাজধানী উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন…

The post Abhishek Banerjee:“গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে মোদী সরকার” : অভিষেক বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : একশো দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে মেটানোর দাবিতে দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছে তৃণমুল কংগ্রেস । সেই  ধর্না কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ফের মোদী সরকার ও বিজেপি নিশানা করলেন তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বাংলায় পরাজিত হয়েই রাজ্যের মানুষের প্রাপ্য আটকে রেখে প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।

১০০ দিনের কাজ, আবাস এবং সড়ক যোজনার টাকা আটকে রাখার অভিযোগে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে দু’দিনের ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূলের। রবিবার দুপুরে সেই উপলক্ষে রাজধানী উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। আর সেখানেই কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যে গেরুয়া শিবিরের নেতাদের তীব্র আক্রমণ করেন তিনি।

এদিন অভিষেক বলেন, “এপ্রিল মাসে আমাদের সাংসদরা দিল্লিতে গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু দফতরে থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে দেখা করেননি তিনি। গত দু’বছরের ঘটনাপ্রবাহে প্রমাণিত যে, গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। দু’দিন আগে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে বলেন, ‘আন্দোলন করে কিছু হবে না। আমি একটা ফোন করলেই টাকা চলে আসবে।’ সেটা তাহলে জানতে হয়। গিরিরাজ কার কথায় পরিচালিত হচ্ছেন, কাজের মাধ্যমেই সেটা জানাতে হবে ওঁকে।”নির্বাচনী লড়াইয়ে পেরে উঠতে পারেনি বলেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে, নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাকে তার প্রাপ্য  থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন অভিষেক।

The post Abhishek Banerjee:“গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে মোদী সরকার” : অভিষেক বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
ইন্ডিয়াকে কটাক্ষ! ২০২৪ এ মোদির পতন হবেই : ইদ্রিস আলী https://banglarjanarob.com/71156 Tue, 25 Jul 2023 14:27:42 +0000 https://banglarjanarob.com/?p=71156 বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ইন্ডিয়াকে, নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করাই তীব্র নিন্দা জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উক্তি অত্যান্ত নক্কারজনক ও নিন্দনীয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ ও বর্তমান বিধায়ক ইদ্রিস আলী বলেন,মনিপুরের ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দিচ্ছেন না, প্রধানমন্ত্রী হওয়ার পর আজ পর্যন্ত কোন সাংবাদিক সম্মেলন করেননি,শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন উঠেে, তাঁর ২০২৪এর আগেই পদত্যাগ করা উচিত। কারণ কংগ্রেস, তৃনমূল কংগ্রেস সহ ধর্ম নিরপেক্ষ কেন্দ্রীয় বিরোধী শক্তিরা যেভাবে জোট বেঁধেছেন…

The post ইন্ডিয়াকে কটাক্ষ! ২০২৪ এ মোদির পতন হবেই : ইদ্রিস আলী first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ইন্ডিয়াকে, নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করাই তীব্র নিন্দা জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উক্তি অত্যান্ত নক্কারজনক ও নিন্দনীয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ ও বর্তমান বিধায়ক ইদ্রিস আলী বলেন,মনিপুরের ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দিচ্ছেন না, প্রধানমন্ত্রী হওয়ার পর আজ পর্যন্ত কোন সাংবাদিক সম্মেলন করেননি,শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন উঠেে, তাঁর ২০২৪এর আগেই পদত্যাগ করা উচিত।

কারণ কংগ্রেস, তৃনমূল কংগ্রেস সহ ধর্ম নিরপেক্ষ কেন্দ্রীয় বিরোধী শক্তিরা যেভাবে জোট বেঁধেছেন ২০২৪এ নরেন্দ্র মোদীকে চলে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ সাম্প্রদায়িক পথ ছেড়ে দিয়ে দেশের উন্নয়নের কাজ করুন। ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ হিন্দু মুসলমানরা অসাম্প্রদায়িক, তাঁরা জোড় করে মসজিদ ভাঙতে যায় না, বা নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে সমর্থন করে না।

এ বিষয়ে বাংলার জনরব ইউটিউব চ্যানেলে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বিধায়ক ইদ্রিস আলী। সেই চ্যানেলের লিংকটি এই খবরের সঙ্গে সংযুক্ত করা হলো আগ্রহীরা বিস্তারিত জানতে চাইলে লিংকে ক্লিক করে পুরো সাক্ষাৎকারটি দেখতে পারেন।

 

The post ইন্ডিয়াকে কটাক্ষ! ২০২৪ এ মোদির পতন হবেই : ইদ্রিস আলী first appeared on Banglar Janarob.]]>
Rahul Gandhi: এনডিএ বনাম ইন্ডিয়া লড়াইয়ে সাফল্য কে পাবে বলা না গেলেও রাহুলের নেতৃত্বকে স্বীকার করে নিল বিজেপি বিরোধীরা, এটাই কংগ্রেসের সাফল্য https://banglarjanarob.com/70984 Wed, 19 Jul 2023 03:00:46 +0000 https://banglarjanarob.com/?p=70984 সেখ ইবাদুল ইসলাম: পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই দেশ জুড়ে লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠলো। দীর্ঘ ১০ বছরের শাসনে মোদি সরকার এদেশের সমস্ত কিছুই পাল্টে দিয়েছে। এমনকি যে মানুষ গণতান্ত্রিক আদর্শে বিশ্বাস করতেন, যে মানুষ ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাস করতেন তাদের মধ্যে কোথাও না কোথাও ধর্মীয় বিদ্বেষ ঢুকিয়ে দেয়া হয়েছে। আজ থেকে ৭৭ বছর আগে জহরলাল নেহেরুর নেতৃত্বে এদেশে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলার সংগ্রাম শুরু হয়েছিল ৬৭ বছর পর সেই রাষ্ট্র যেন ধর্মনিরপেক্ষ আদর্শ থেকে সরে যেতে শুরু করেছে। একসময় ধর্মীয় চিন্তাভাবনাকে প্রতিক্রিয়াশীল বলে চিহ্নিত করা হতো। আজ…

The post Rahul Gandhi: এনডিএ বনাম ইন্ডিয়া লড়াইয়ে সাফল্য কে পাবে বলা না গেলেও রাহুলের নেতৃত্বকে স্বীকার করে নিল বিজেপি বিরোধীরা, এটাই কংগ্রেসের সাফল্য first appeared on Banglar Janarob.]]>
সেখ ইবাদুল ইসলাম: পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই দেশ জুড়ে লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠলো। দীর্ঘ ১০ বছরের শাসনে মোদি সরকার এদেশের সমস্ত কিছুই পাল্টে দিয়েছে। এমনকি যে মানুষ গণতান্ত্রিক আদর্শে বিশ্বাস করতেন, যে মানুষ ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাস করতেন তাদের মধ্যে কোথাও না কোথাও ধর্মীয় বিদ্বেষ ঢুকিয়ে দেয়া হয়েছে। আজ থেকে ৭৭ বছর আগে জহরলাল নেহেরুর নেতৃত্বে এদেশে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলার সংগ্রাম শুরু হয়েছিল ৬৭ বছর পর সেই রাষ্ট্র যেন ধর্মনিরপেক্ষ আদর্শ থেকে সরে যেতে শুরু করেছে।

একসময় ধর্মীয় চিন্তাভাবনাকে প্রতিক্রিয়াশীল বলে চিহ্নিত করা হতো। আজ এই ধর্মীয় চিন্তাভাবনাকেই প্রগতিশীলতার লক্ষণ বলে চিহ্নিত করা হয়ে থাকে। বিগত ১০ বছরে এদেশের সাধারণ মানুষের আর্থিক অবস্থা তলানিতে ঠেকেছে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেল সমস্ত ক্ষেত্রেই মানুষের ধরাছোঁয়ার বাইরে পৌঁছে গেছে দাম। তা সত্ত্বেও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা একটুও কমেনি। এখনো দেশের অনেক মানুষ নরেন্দ্র মোদিকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।

বিরোধী রাজনৈতিক দলগুলো কোথায় যেন অস্তিত্বের সংকটে পড়েছে। সংবাদমাধ্যম তার নিজস্ব নীতি আদর্শ থেকে সরে গিয়ে সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। আমরা এতদিন ধরে যে ভারতের স্বপ্ন দেখেছিলাম মাত্র ১০ বছরের মধ্যে সেই স্বপ্ন অনেকটাই ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ২০২৩ এর জুন এবং জুলাই মাস ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজনৈতিক দলগুলিকে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলিকে অর্থাৎ বিজেপি বিরোধী যে সকল রাজনৈতিক দল আছে,তাদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দেখা গিয়েছিল গত জুন মাসে বিহারের পাটনায়। ১৮ই জুলাই তা দেখা গেল কংগ্রেস শাসিত কর্নাটকের বেঙ্গালুরুতে।

পাটনাতে ছিল ১৭টি বিরোধী রাজনৈতিক দল আর বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী রাজনৈতিক দল। এর মধ্যে এমন কয়েকটি বিরোধী রাজনৈতিক দল উপস্থিত ছিল যারা দেশের দশটি রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতাসীন। পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের হেমন্ত সরেন, বিহারের নীতিশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এবং কংগ্রেস দল শাসিত চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী। মোট ১১ টি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশের কৃষক নেতা জয়ন্ত চৌধুরী সিপিএম সিপিআই সহ বাম দলগুলি এই বৈঠকে যোগ দিয়েছিলেন। এই বৈঠকের পর জোটের একটি নাম দেয়া হয়েছে ইন্ডিয়া ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ এলায়েন্স অর্থাৎ ইন্ডিয়া।

আর এই জোট ঘিরে জাতীয় রাজনীতির সরগরম হয়ে উঠেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি এই জোট ভ্রষ্টাচারদের জোট বলে অভিহিত করেছেন। আর তাতেই আরো বেশি গুরুত্ব পেয়ে গেছে এই ইন্ডিয়া। রাহুল গান্ধীকে বলতে শোনা গেছে ইন্ডিয়া মানে ভারতবর্ষের জনতা। আগামী লোকসভা নির্বাচনে লড়াই হবে INDIA বনাম NDA এর মধ্যে। ইতিমধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে আমাদের বক্তব্য হলো এই জোট আদৌ সাফল্য পাবে কি, পাবে না সেটা বড় কথা নয় বড় কথা হলো যারা একদিন রাহুল গান্ধীকে পাপ্পু বলেছিলেন, কয়েক মাস আগেও যে নেত্রী বলেছিলেন রাহুল গান্ধী হলেন মোদীর টিআরপি সেই নেত্রী এখন রাহুল গান্ধীকে বলছেন ফেভারিট। এটাই কংগ্রেসের জিত।

পশ্চিমবাংলার সাধারণ কংগ্রেস কর্মীদের মনে হয়তো এটা নিয়ে ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। কিন্তু আসল সত্য হলো তৃণমূল নেত্রীকেও কংগ্রেসকে মান্যতা দিতে হলো। কয়েক মাস আগেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে কংগ্রেস দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন আজ সেই কংগ্রেসের ডাকে যখন বৈঠকে যোগ দিতে হয় তখন একজন আদর্শবাদী রাজনীতির কাছে বিষয়টি সত্যিই লজ্জার। রাজনীতিতে অবশ্য শেষ কথা বলে কিছু হয় না তবু রাজনৈতিক শিষ্টাচার রাখাটা উচিত ছিল তৃণমূল কংগ্রেসের সেটা তারা রাখতে পারেনি এতদিন।

আমাদের আশঙ্কা, এই জোট খুব বেশিদিন স্থায়ী হবে না লোকসভা নির্বাচনের আগেই কয়েকজন নেতৃত্ব কয়েকটি দল এই জোট ছেড়ে বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে। তা সত্ত্বেও এটা প্রমাণিত হলো যে কংগ্রেসের নেতৃত্বকে মানতে এরা বাধ্য। সে অখিলেশ যাদব হোক, সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক কংগ্রেস ছাড়া জাতীয় রাজনীতিতে এদের কোন গুরুত্ব নেই। এটা প্রমাণিত হয়েছে। সুতরাং বাংলার কংগ্রেস কর্মীদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ এখনো অনেক সময় বাকি আছে। তৃণমূল নেতৃত্ব যে কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে জোট করবে সেটা বিশ্বাসযোগ্য নয়। কারণ যেভাবে নানা দুর্নীতির সঙ্গে তৃণমূল নেতারা জড়িয়ে গেছেন এবং সবকটা দুর্নীতির তদন্ত করছে সিবিআই এবং ইডি এই অবস্থায় তৃণমূল নেত্রী চাইলেও ইন্ডিয়া জোটের সামিল হতে পারবেন কিনা সেটা এখন হাজার কোটি টাকার প্রশ্ন।

বাংলাকে কংগ্রেস মুক্ত করার শপথ যারা নিয়েছিলেন তারা যখন কংগ্রেসের ডাকে মোদী বিরোধী সভায় উপস্থিত হন তখন তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। উঠেছে। তবে রাহুল গান্ধী যদি রাজনৈতিক স্বার্থেই মমতাকে আমন্ত্রণ করে থাকেন সেটা খুব ভালো। কিন্তু জোটের স্বার্থে তৃণমূল নেতৃত্বকে আমন্ত্রণ করা হলে তাতে দুই দলেরই কোন উপকার হবে না বরং এই রাজ্যে কমিটেড মুসলিম ভোট এবং কমিটেড কংগ্রেস ভোট হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

The post Rahul Gandhi: এনডিএ বনাম ইন্ডিয়া লড়াইয়ে সাফল্য কে পাবে বলা না গেলেও রাহুলের নেতৃত্বকে স্বীকার করে নিল বিজেপি বিরোধীরা, এটাই কংগ্রেসের সাফল্য first appeared on Banglar Janarob.]]>
Rahul Gandhi : সংসদে রাহুল নেই! লড়াই এবার সংসদের চার দেওয়ালের মধ্যে নয়, জনতা বনাম বিজেপি! জিতবে কে? https://banglarjanarob.com/68000 Sun, 26 Mar 2023 07:32:57 +0000 https://banglarjanarob.com/?p=68000 সেখ ইবাদুল ইসলাম : রাহুল গান্ধীর সাংসদ পদ যে কায়দায় কাড়া হয়েছে তা নিয়ে ইতিমধ্যে দেশে বিদেশে শোরগোল পড়েছে । কংগ্রেস আমলে তৈরি করা জনপ্রতিনিধিত্ব আইনকে কাজে লাগিয়ে রাহুলের সাংসদ পদ খারিজ করে দেওয়ার পরের পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা হয়তো কল্পনাও করতে পারেননি নরেন্দ্র মোদী । সম্প্রতি রাহুল গান্ধী লন্ডন গিয়েছিলেন সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের বর্তমান গণতন্ত্র পরিস্থিতি নিয়ে ভাষণ দিয়েছিলেন । বলেছিলেন সংসদে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার সময় মাইক বন্ধ করে দেওয়া হয় । এমনকি বক্তব্যকে কাটঁছাঁট করে সংসদের কার্যবিবরণীতে রাখা হয়…

The post Rahul Gandhi : সংসদে রাহুল নেই! লড়াই এবার সংসদের চার দেওয়ালের মধ্যে নয়, জনতা বনাম বিজেপি! জিতবে কে? first appeared on Banglar Janarob.]]>
সেখ ইবাদুল ইসলাম : রাহুল গান্ধীর সাংসদ পদ যে কায়দায় কাড়া হয়েছে তা নিয়ে ইতিমধ্যে দেশে বিদেশে শোরগোল পড়েছে । কংগ্রেস আমলে তৈরি করা জনপ্রতিনিধিত্ব আইনকে কাজে লাগিয়ে রাহুলের সাংসদ পদ খারিজ করে দেওয়ার পরের পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা হয়তো কল্পনাও করতে পারেননি নরেন্দ্র মোদী । সম্প্রতি রাহুল গান্ধী লন্ডন গিয়েছিলেন সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের বর্তমান গণতন্ত্র পরিস্থিতি নিয়ে ভাষণ দিয়েছিলেন । বলেছিলেন সংসদে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার সময় মাইক বন্ধ করে দেওয়া হয় । এমনকি বক্তব্যকে কাটঁছাঁট করে সংসদের কার্যবিবরণীতে রাখা হয় । এই ভাষণ নিয়ে দেশে তোলপাড় শুরু করে বিজেপির নেতারা । এমনকি প্রথম সারির কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত বলতে শুরু করেন দেশে অভ্যন্তরে বিদেশের সাহায্য চেয়েছেন রাহুল । আর এ নিয়ে শুরু হয় তরজা । রাহুল গান্ধী স্পষ্ট বলেন, আমি অক্সফোর্ডে যে ভাষণ দিয়েছি তা সংসদেও বলতে চাই । আমাকে বলতে দেওয়া হোক । আর তা নিয়ে শুরু হয় সংসদ অচল করার অভিযান । রাহুল গান্ধীকে সংসদে বলতে দিন এই দাবিতে সোচ্চার হন কংগ্রেস সাংসদরা । অন্যদিকে, বিজেপি সাংসদরা প্রতিদিনই গোলমাল করে সংসদ অচল করে দিতে থাকেন ।

ইতিমধ্যে, ২০১৯ এর লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকে প্রচারে গিয়ে মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল । ২০১৯ এর এই ভাষণ ১৬ এপ্রিল দেন রাহুল গান্ধী । তারপরেই তাঁর বিরুদ্ধে গুজরাটের সুরাট আদালতে অপরাধমূলক মানহানি মামলা দায়ের হয় । কিন্ত এই মামলা দায়ের হওয়ার পরেই আবার মামলাকারী পূর্ণেশ মোদী গুজরাট হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন । ফলে মামলার শুনানী বন্ধ ছিল । প্রসঙ্গত বলা প্রয়োজন, সুরাট জেলা আদালতে মামলা করার সময় পূর্ণেশ মোদী আদালতে আবেদন করেছিলেন প্রতিটি শুনানীতে রাহুল গান্ধীকে হাজির হতে হবে । সেই আবেদন নাকচ করে দিয়েছিলেন তৎকালীন সুরাট আদালতের বিচারক । তারপরেই হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন পূর্ণেশ মোদী । এরপর দেখা গেল রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে গিয়ে লোকসভায় রাহুল গান্ধী গত ৭ ফেব্রুয়ারি ২০২৩ আদানির সাম্রাজ্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সরব হন । আর এটাই এই মামলার টানিং পয়েন্ট এরপর গুজরাট হাইকোর্ট থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় এবং সুরাট জেলা আদালত মামলার শুনানী শুরু হয়। মাত্র একমাসের ব্যবধানে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্থ করা হয় এবং রায়ের দশ ঘন্টার মধ্যেই রাহুলের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয় ।

 

দু সপ্তাহ আগে লন্ডনে রাহুল গান্ধী ভাষণে দেশের গনতন্ত্র ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, আর তাঁর বিরুদ্ধে বিদেশী শক্তির সাহায্য চাওয়ার গুরুতর অভিযোগ এনেছিলেন বিজেপির নেতা মন্ত্রীরা।এদিকে,  বিজেপি সরকার তৎপরতার সঙ্গে মামলার রায় বের হওয়ার দশ ঘন্টার মধ্যে রাহুলের সাংসদ পদ খারিজ করে দিয়ে দেশের গনতন্ত্রের দূর্বলতাকে বিশ্বের কাছে নিজেরাই প্রকাশ করেদিলেন । এই প্রসঙ্গে মার্কিন কংগ্রেস সদস্য রে খান্নার মন্তব্যটি বিশেষ উল্লেখ্যযোগ্য । তিনি বলেছেন, রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নিয়ে মোদী সরকার গান্ধীবাদ এবং দেশের রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকা করেছে । বিদেশের সমস্ত প্রথম সারির সংবাদপত্রে সম্পাদকীয়তে রাহুল গান্ধীর সাংসদ পদ কাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে । রাহুল গান্ধী বিদেশের মাটিতে যে কথাটি বলতে পারেননি, আজ বিদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম সেই কথাগুলি স্পষ্ট ভাষায় বলছে । ভারতের নাগরিকদের বাক স্বাধীনতা, সাংবিধানিক অধিকার যে প্রশ্নের মুখে তা বিদেশেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ।

এজন্য দায় কার ? রাহুলের না মোদী সরকারের ! আর এই ঘরে বাইরের চাপের মুখে এখন কোনো প্রথম সারির বিজেপি নেতাকে রাহুল নিয়ে সাফাই দিতে দেখা যাচ্ছে না । এখন আসরে নামানো হয়েছে রবিশংকর প্রসাদকে । বিহারের এই বিজেপি নেতা আগামী দিনে জিততে পারবেন কিনা সন্দেহ আছে !তিনি সাংবাদিকদের কী বলেছেন ? রাহুল কেন উচ্চ আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসছেন ! উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ দিলেই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হবে । এতদিন ধরে রাহুলের বাচনভঙ্গি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল , এবার উচ্চ আদালতের যাওয়ার পরামর্শ । রবিশংকর প্রসাদ এমনভারে বলছেন মনে হচ্ছে তিনিই যেন রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দিতে পারেন ।

রাহুল কী বলছেন ? সাংসদ পদ থাকুক না থাকুক আমি সত্যে অবিচল থাকব ।ঘৃণার পরিবেশ থেকে দেশকে ভালবাসার বন্ধন আবদ্ধ করে তোলায় রাহুলের প্রথম কাজ বলে তিনি মন্তব্য করেছেন ।তিনি আরও বলেছেন , আমি সাভারকার নই, আমি গান্ধী ক্ষমা চাইব না । আদানির সেল কোম্পানিতে ২০ হাজার কোটি টাকা কোথা থেকে এলো তা আমি জানতে চাই , দেশবাসীকে জানাতে চাই ।

সংসদে রাহুল নেই । সংসদের চার দেওয়ালের মধ্যে যে লড়াই চলছিল তা এখন রাস্তায় এসে দাঁড়িয়েছে । এই অবস্থায় বিজেপির এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি ! কারণ রাহুলের প্রশ্নের উত্তর সংসদে দেননি প্রধানমন্ত্রী! এবার জনতার কাছে এই প্রশ্ন নিয়ে রাহুল যাবেন ! লড়াই এবার সংসদের চার দেওয়ালের মধ্যে নয়. লড়াই এবার সম্মুখ সমরে । জনতা বনাম বিজেপি । জিতবে কে ? বলবে ভবিষ্যৎ

The post Rahul Gandhi : সংসদে রাহুল নেই! লড়াই এবার সংসদের চার দেওয়ালের মধ্যে নয়, জনতা বনাম বিজেপি! জিতবে কে? first appeared on Banglar Janarob.]]>
BJP: গুজরাট ছাড়া, যোগী রাজ্য সহ পাঁচ রাজ্যের উপনির্বাচনে তেমন দাগ কাটতেই পারল না বিজেপি! https://banglarjanarob.com/63954 Thu, 08 Dec 2022 13:47:40 +0000 https://banglarjanarob.com/?p=63954 বাংলার জনরব ডেস্ক: নরেন্দ্র মোদীর রাজ্যে বিপুল গরিষ্ঠতা  নিয়ে বিজেপি ক্ষমতা এলেও পাঁচ রাজ্যের উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। দেড়শোর বেশি আসন পেয়ে বাজিমাত অন্য রাজ্যগুলিতে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি। হিমাচল প্রদেশ তাদের হাতছাড়া। এই প্রদেশে বিজেপি যেভাবে মাটি কামড়ে পড়েছিল তারা সেভাবে সাফল্য পেল না। হিমাচল প্রদেশ কংগ্রেসের দখলে চলে গেল। প্রিয়াঙ্কা গান্ধীর কারিশমার কাছে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দুজনই হার স্বীকার করতে বাধ্য হলেন। এমনকি যোগীর রাজ্যেও সেভাবে সাফল্য দেখাতে পারল না গেরুয়া শিবির এই রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল এই…

The post BJP: গুজরাট ছাড়া, যোগী রাজ্য সহ পাঁচ রাজ্যের উপনির্বাচনে তেমন দাগ কাটতেই পারল না বিজেপি! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: নরেন্দ্র মোদীর রাজ্যে বিপুল গরিষ্ঠতা  নিয়ে বিজেপি ক্ষমতা এলেও পাঁচ রাজ্যের উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। দেড়শোর বেশি আসন পেয়ে বাজিমাত অন্য রাজ্যগুলিতে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি। হিমাচল প্রদেশ তাদের হাতছাড়া। এই প্রদেশে বিজেপি যেভাবে মাটি কামড়ে পড়েছিল তারা সেভাবে সাফল্য পেল না। হিমাচল প্রদেশ কংগ্রেসের দখলে চলে গেল। প্রিয়াঙ্কা গান্ধীর কারিশমার কাছে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দুজনই হার স্বীকার করতে বাধ্য হলেন।

এমনকি যোগীর রাজ্যেও সেভাবে সাফল্য দেখাতে পারল না গেরুয়া শিবির এই রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল এই তিনটি কেন্দ্রেই বিরোধীরা জয় লাভ করেছে।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দু’টি বিধানসভা আসনের একটিতে জিতল রাষ্ট্রীয় লোকদল (Rashtriya Lok Dal), অন্যটিতে বিজেপি। খাটাউলি বিধানসভায় উপরনির্বাচনে জিতলেন আরএলডি প্রার্থী মদন ভাইয়া। যদিও হাড্ডাহাড্ডি লড়াই ছিল বিজেপির রাজকুমার সাইনির সঙ্গে। অন্যদিকে রামপুর কেন্দ্র বিজেপির আকাশ সাক্সেনা। এই প্রথম রামপুর বিধানসভা বিজেপি দখল করলো, সমাজবাদী পার্টি এখানে হেরে গেল। অপরদিকে খাটাউলির মতো বিজেপির গড়ে আর স্বীকার করতে বাধ্য হল বিজেপি প্রার্থী।

এদিকে মইনপুরী লোকসভায় নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ২ লক্ষ ভোটে এগিয়ে জেতার পথে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) স্ত্রী ডিম্পল যাদব (Dimpal Yadav)। উল্লেখ্য, মুলায়ম সিং যাদবের মৃত্যুর কারণে এই আসনে ভোট হচ্ছে।

এদিকে ওড়িশায় (Odisha) বিজেপিকে পিছনে ফেলে ১ আসনের উপনির্বাচনে বিজু জনতা দল (BJD) জিতে গেল। ইতিমধ্যে পদমপুর বিধানসভার ৫৭.৬৭ শতাংশ ভোট নিজেদের দখলে নিয়েছে বিজেডি। বিজেপি পেয়েছে ৩৭.৭৩ শতাংশ ভোট। ছত্তিশগড়ের (Chhattisgarh) একটি আসনে বিজেপিকে হারিয়েছে কংগ্রেস। এখনও পর্যন্ত ভানুপ্রতাপপুরের আসনে ৪৪.৩ শতাংশ ভোট কংগ্রেসের দখলে। জয় নিশ্চিত। রাজস্থানে (Rajasthan) সর্দারশহর বিধানসভা আসনে ৩০ হাজারের বেশি ভোটে কংগ্রেস জিতে নিল।

 

The post BJP: গুজরাট ছাড়া, যোগী রাজ্য সহ পাঁচ রাজ্যের উপনির্বাচনে তেমন দাগ কাটতেই পারল না বিজেপি! first appeared on Banglar Janarob.]]>
Gujarat and Himachal Pradesh Assembly Election 2022:গুজরাটে রেকর্ড আসন পেয়ে ক্ষমতায় ফিরলে বিজেপি, হিমাচল দখল করল কংগ্রেস https://banglarjanarob.com/63937 Thu, 08 Dec 2022 12:03:19 +0000 https://banglarjanarob.com/?p=63937 বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব রেকর্ড করলেন। একটানা ২৭ বছর ক্ষমতায় থাকার পরও গুজরাট বিধানসভা নির্বাচনের ফল বলছে বিজেপি সরকারের বিরুদ্ধে জনগন কোনো ভাবে অসন্তুষ্ট নয়। পুরোপুরি সফল নরেন্দ্র মোদি তিনি ২০২৪ এর লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসছেনা তার গুজরাট নির্বাচনের ফল পরিষ্কার বলে দিল। ১৮২ আসনের গুজরাট বিধানসভা ১৫৬টি আসন পেয়ে সব রেকর্ড ভেঙ্গে দিলেন। কংগ্রেস কোনরকম সংখ্যাটি দুই অংকে পৌঁছাতে পেরেছি মাত্র ১৭ টি আসন পেয়েছে। অথচ ২০১৭ বিধানসভা নির্বাচনে কংগ্রেস রীতিমতো বিজেপিকে টক্কর দিয়েছিল। গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল আক্ষরিক অর্থে নরেন্দ্র মোদি ও অমিত…

The post Gujarat and Himachal Pradesh Assembly Election 2022:গুজরাটে রেকর্ড আসন পেয়ে ক্ষমতায় ফিরলে বিজেপি, হিমাচল দখল করল কংগ্রেস first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব রেকর্ড করলেন। একটানা ২৭ বছর ক্ষমতায় থাকার পরও গুজরাট বিধানসভা নির্বাচনের ফল বলছে বিজেপি সরকারের বিরুদ্ধে জনগন কোনো ভাবে অসন্তুষ্ট নয়। পুরোপুরি সফল নরেন্দ্র মোদি তিনি ২০২৪ এর লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসছেনা তার গুজরাট নির্বাচনের ফল পরিষ্কার বলে দিল।

১৮২ আসনের গুজরাট বিধানসভা ১৫৬টি আসন পেয়ে সব রেকর্ড ভেঙ্গে দিলেন। কংগ্রেস কোনরকম সংখ্যাটি দুই অংকে পৌঁছাতে পেরেছি মাত্র ১৭ টি আসন পেয়েছে। অথচ ২০১৭ বিধানসভা নির্বাচনে কংগ্রেস রীতিমতো বিজেপিকে টক্কর দিয়েছিল। গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল আক্ষরিক অর্থে নরেন্দ্র মোদি ও অমিত শাহের জয় হিসেবে চিহ্নিত হবে।

অন্যদিকে, নেতৃত্বহীন কংগ্রেস হিমাচল প্রদেশে খুব ভালো ফল করেছে। হিমাচল প্রদেশের মোট বিধানসভার আসন ৬৮ টি কংগ্রেস পেয়েছে ৩৯টি, বিজেপি ২৬, অন্যরা তিনটি। হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের মৃত্যুর পর কংগ্রেস কার্যত হিমাচলে অভিভাবক শূন্য হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে।

যাইহোক দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কারোরই খুব বেশি অসন্তুষ্ট হওয়ার জায়গা। গুজরাট যেমন বিজেপি ধরে রাখতে পেরেছে একইভাবে হিমাচল প্রদেশে বিজেপি হেরে গেছে। ক্ষমতা হারিয়েছে। গুজরাটে মোদী ম্যাজিক যেমন কাজ করেছে একইভাবে হিমাচল প্রদেশে মোদি ম্যাজিক ফেল করেছে। তবে এই কথা স্বীকার করতে হবে হিমাচল প্রদেশের জয়ের পেছনে প্রিয়াঙ্কা গান্ধীর অবদানকে কোনোভাবেই খাটো করা যাবেনা।

The post Gujarat and Himachal Pradesh Assembly Election 2022:গুজরাটে রেকর্ড আসন পেয়ে ক্ষমতায় ফিরলে বিজেপি, হিমাচল দখল করল কংগ্রেস first appeared on Banglar Janarob.]]>
Modi-Mamata: আগষ্টের প্রথম সপ্তাহে দিল্লীতে মোদী- মমতার একান্তে বৈঠক ! https://banglarjanarob.com/58835 Wed, 27 Jul 2022 04:07:34 +0000 https://banglarjanarob.com/?p=58835 বাংলার জনরব ডেস্ক : আগষ্ট মাসের প্রথম সপ্তাহে মোদি মমতা বৈঠক হতে চলেছে। ৬ আগষ্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের পরের দিন ৭ আগষ্ট নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক সূত্রে এই সম্ভাবনার কথা জানা গিয়েছে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন বলে জানা গেছে। বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলতে পারেন মমতা বলে সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় কবে দিল্লি আসছেন তা নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও ৬ তারিখের মধ্যেই তাঁর দিল্লি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে মমতার পৃথক বৈঠক হবে…

The post Modi-Mamata: আগষ্টের প্রথম সপ্তাহে দিল্লীতে মোদী- মমতার একান্তে বৈঠক ! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আগষ্ট মাসের প্রথম সপ্তাহে মোদি মমতা বৈঠক হতে চলেছে। ৬ আগষ্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের পরের দিন ৭ আগষ্ট নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক সূত্রে এই সম্ভাবনার কথা জানা গিয়েছে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন বলে জানা গেছে। বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলতে পারেন মমতা বলে সূত্রের খবর।

মমতা বন্দ্যোপাধ্যায় কবে দিল্লি আসছেন তা নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও ৬ তারিখের মধ্যেই তাঁর দিল্লি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে মমতার পৃথক বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কিন্তু তিনি বৈঠকে যোগ দিলে রাষ্ট্রপতি ভবনে মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে তাঁর।

গত বছর এই পরিষদের ভার্চুয়াল বৈঠকে মমতা যোগ দেননি। তার আগে ২০১৯-এ শেষ বার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের মুখোমুখি বৈঠকও মমতা এড়িয়ে গিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, নীতি আয়োগের এই বৈঠকে কাজের কাজ কিছুই হয় না। রাজনৈতিক মহলের বক্তব্য, এ বার যদি মমতা আসেন, তা হলে তাঁর আগের অবস্থান থেকে কিছুটা সরে আসবেন মুখ্যমন্ত্রী।

এর আগে মে মাসে বিচারবিভাগ নিয়ে সম্মেলনে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে একটি চা-চক্রে মিলিত হয়েছিলেন মোদী ও মমতা। আর গত বছর নভেম্বরে প্রধানমন্ত্রীকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানাতে মুখ্যমন্ত্রী দিল্লি এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।

রাজনৈতিক শিবিরের বক্তব্য, পার্থ-কাণ্ড এবং তাতে ইডি-র ভূমিকা নিয়ে যখন পশ্চিমবঙ্গ উত্তাল, তখন আসন্ন মোদী এবং মমতা সাক্ষাৎ হলে তা ভিন্ন তাৎপর্য পাবে। তৃণমূল নেত্রী গত কাল বলেছেন, ‘‘বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’ প্রসঙ্গত, এর আগে অবিজেপি রাজ্যগুলিকে রাজনৈতিক ভাবে চাপে রাখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো নিয়ে সংসদের ভিতরে ও বাইরে এবং রাজ্যেও মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে। পার্থ-কাণ্ডের পরে চলতি বাদল অধিবেশনে যদিও ইডি-সিবিআই নিয়ে এখনও পর্যন্ত রা কাড়তে দেখা যায়নি তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের। সব মিলিয়ে স্বাভাবিক ভাবেই দিল্লির রাজনৈতিক মহলে ঔৎসুক্য তৈরি হয়েছে মোদী এবং মমতার আসন্ন সাক্ষাৎ নিয়ে।

মমতার সম্ভাব্য দিল্লি সফরের সময় কেন্দ্র-রাজ্য সম্পর্কে বেশ কিছু দিক রাজনৈতিক চর্চার মধ্যে রয়েছে। জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। এর পরে পশ্চিমবঙ্গে কে রাজ্যপাল হবেন (অস্থায়ী ভাবে দায়িত্বে লা গণেশন) সেই তাস এখনও দেখায়নি কেন্দ্র। পাশাপাশি উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করেননি মমতা। এখনও পর্যন্ত উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তই নিয়েছে তাঁর দল। তাৎপর্যপূর্ণ ভাবে নীতি আয়োগের বৈঠকের আগের দিন অর্থাৎ ৬ তারিখই উপরাষ্ট্রপতি ভোট। ওই দিনই ফলাফল প্রকাশ।

 

 

The post Modi-Mamata: আগষ্টের প্রথম সপ্তাহে দিল্লীতে মোদী- মমতার একান্তে বৈঠক ! first appeared on Banglar Janarob.]]>
Teesta Setalvad: গুজরাট সহিংসতার সময় মোদী সরকারকে বিপাকে ফেলতে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা নেন তিস্তা! আমেদাবাদ আদালতে হলফনামা দিয়ে দাবি করল গুজরাট পুলিশ https://banglarjanarob.com/58450 Sat, 16 Jul 2022 07:28:31 +0000 https://banglarjanarob.com/?p=58450 বাংলার জনরব ডেস্ক : প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল নাকি তিস্তা শীতলাবাদকে ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন গুজরাট সরকারকে হেনস্তা করার জন্য এই মর্মে আমেদাবাদ আদালতে হলফনামা পেশ করেছে গুজরাট পুলিশ। এই হলফনামায় বলা হয়েছে, নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২ সালের গোধরা-কাণ্ডের পর গুজরাট সরকারকে নড়বড়ে করার জন্য কংগ্রেস নেতা পটেলের সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার ছিলেন তিস্তা। সে জন্য আর্থিক সহায়তাও পেয়েছিলেন তিনি। ২০০২-এর গোধরা পরবর্তী গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দীর্ঘ দিন থেকেছেন তিস্তা। তাঁদের আইনি সহায়তাও দিয়েছেন তিনি। গত ২৫ জুন গুজরাট পুলিশের জঙ্গিদমন শাখার (এটিএস) হাতে তিস্তার গ্রেফতারি…

The post Teesta Setalvad: গুজরাট সহিংসতার সময় মোদী সরকারকে বিপাকে ফেলতে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা নেন তিস্তা! আমেদাবাদ আদালতে হলফনামা দিয়ে দাবি করল গুজরাট পুলিশ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল নাকি তিস্তা শীতলাবাদকে ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন গুজরাট সরকারকে হেনস্তা করার জন্য এই মর্মে আমেদাবাদ আদালতে হলফনামা পেশ করেছে গুজরাট পুলিশ।

এই হলফনামায় বলা হয়েছে, নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২ সালের গোধরা-কাণ্ডের পর গুজরাট সরকারকে নড়বড়ে করার জন্য কংগ্রেস নেতা পটেলের সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার ছিলেন তিস্তা। সে জন্য আর্থিক সহায়তাও পেয়েছিলেন তিনি।

২০০২-এর গোধরা পরবর্তী গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দীর্ঘ দিন থেকেছেন তিস্তা। তাঁদের আইনি সহায়তাও দিয়েছেন তিনি। গত ২৫ জুন গুজরাট পুলিশের জঙ্গিদমন শাখার (এটিএস) হাতে তিস্তার গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। ফলে আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদীর সরকার কিছুটা অস্বস্তিতে পড়েছে বলেই মনে করা হচ্ছে।

২০০২ সালের গুজরাট দাঙ্গাপর্বের গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ড মামলায় বিশেষ তদন্তকারী দল (সিট) তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী-সহ বেশ কয়েক জনকে ক্লিনচিট দিয়েছিল। তার বিরোধিতায় মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে।

সম্প্রতি সেই মামলা খারিজ করে দেশের শীর্ষ আদালত। পাশাপাশি, গুজরাট দাঙ্গা সংক্রান্ত কোনও মিথ্যা তথ্যপ্রমাণ তিস্তা পেশ করেছেন কি না, তা খতিয়ে দেখার কথা বলেন। তার পরেই মুম্বইয়ে গিয়ে গুজরাট পুলিশের এটিএস তিস্তাকে গ্রেফতার করে।

The post Teesta Setalvad: গুজরাট সহিংসতার সময় মোদী সরকারকে বিপাকে ফেলতে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা নেন তিস্তা! আমেদাবাদ আদালতে হলফনামা দিয়ে দাবি করল গুজরাট পুলিশ first appeared on Banglar Janarob.]]>