Nabanna | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 02 Oct 2023 09:58:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Nabanna | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 CV Ananda Bose Vs Firhad Hakim: ফিরহাদ কেন মেয়র একই সঙ্গে মন্ত্রী জানতে চেয়ে নবান্নে চিঠি রাজ্যপালের ! এক্তিয়ার নিয়ে প্রশ্ন ! ফিরহাদকে সরানোর ছক ? https://banglarjanarob.com/72894 Mon, 02 Oct 2023 09:57:32 +0000 https://banglarjanarob.com/?p=72894 বাংলার জনরব ডেস্ক : ফিরহাদ হাকিম কেন একই সঙ্গে কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্যপাল বনাম নবান্নে যে লড়াই চলছে এই ঘটনায় তা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল । ফিরহাদ হাকিমের পদ নিয়ে শুধু প্রশ্ন তোলা নয়, সরাসরি নবান্নে চিঠি দিয়ে রাজ্যপাল জানতে চেয়েছেন ফিরহাদ কি দুটি পদে বসে আর্থিকভাবে লাভবান হচ্ছেন ? রাজভবন সূত্রে খবর, গত সপ্তাহেই এই বিষয়ে উত্তর জানতে চেয়ে নবান্নে চিঠি পাঠানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এখনও নবান্ন থেকে কোনও জবাব আসেনি। যদিও কলকাতার…

The post CV Ananda Bose Vs Firhad Hakim: ফিরহাদ কেন মেয়র একই সঙ্গে মন্ত্রী জানতে চেয়ে নবান্নে চিঠি রাজ্যপালের ! এক্তিয়ার নিয়ে প্রশ্ন ! ফিরহাদকে সরানোর ছক ? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ফিরহাদ হাকিম কেন একই সঙ্গে কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্যপাল বনাম নবান্নে যে লড়াই চলছে এই ঘটনায় তা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল । ফিরহাদ হাকিমের পদ নিয়ে শুধু প্রশ্ন তোলা নয়, সরাসরি নবান্নে চিঠি দিয়ে রাজ্যপাল জানতে চেয়েছেন ফিরহাদ কি দুটি পদে বসে আর্থিকভাবে লাভবান হচ্ছেন ? রাজভবন সূত্রে খবর, গত সপ্তাহেই এই বিষয়ে উত্তর জানতে চেয়ে নবান্নে চিঠি পাঠানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এখনও নবান্ন থেকে কোনও জবাব আসেনি। যদিও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে বলেছেন, ‘‘আমি রাজ্যপালের কোনও বক্তব্যে পাল্টা মন্তব্য করতে রাজি নই। এর আগে জগদীপ ধনখড়ও একই ভাবে চিঠি পাঠিয়েছিলেন। তাই আমি কী ভাবে মন্ত্রী এবং মেয়র পদে রয়েছি তা আমার মুখ্যমন্ত্রী জানলেই হবে, রাজ্যপালের না জানলেও চলবে।’’ অন্যদিকে বিশিষ্ট আইনজীবী ও সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের কাছে এ বিষয়ে রাজ্যপালকে সমর্থন করে বলেছেন, ‘‘রাজ্যপাল সঠিক প্রশ্নই করেছেন। আমাদের সংবিধানে তিনটি স্তরে সরকার রয়েছে। কেন্দ্র, রাজ্য এবং স্থানীয় স্তরে। রাজ্য সরকারের মন্ত্রী যদি স্থানীয় প্রশাসনের অংশ হন, তাহলে তা স্বায়ত্তশাসনের অধিকারে হস্তক্ষেপ হয়। আমি এই বিষয় নিয়ে একটি মামলাও দায়ের করেছিলাম। যা এখন শুনানির অপেক্ষায়।’’

২০১৮ সালের নভেম্বর মাসে কলকাতা পুরসভার মেয়র হন ফিরহাদ। সেই সময় রাজ্যের পুরমন্ত্রী ছিলেন তিনি। ২০১১ সাল থেকেই তাঁকে এই দফতরের দায়িত্বে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর তাঁর দফতর বদল হলেও মন্ত্রী পদে রয়ে গিয়েছেন তিনি। পরিবহণ এবং আবাসন মন্ত্রীর দায়িত্বের সঙ্গে কলকাতার মেয়র পদও রয়েছে তাঁর কাছেই। ২০২২ সালে তাঁর হাত থেকে আবাসন দফতর নিয়ে আবারও পুর ও নগরোন্নয়ন দফতর ফিরিয়ে দেওয়া হয়। ২০২২ সালের অগস্ট মাসে পরিবহণ দফতরও ছাড়তে হয় তাঁকে। মন্ত্রিসভায় বার বার তাঁর দফতর বদল হলেও, গত প্রায় চার বছর তিনি কলকাতা মেয়রের পদে রয়েছেন। তাঁর এই দু’টি পদে থেকে যাওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।তবে ফিরহাদই নয়, এর আগে শোভন চট্টোপাধ্যায়ও একই ভাবে রাজ্যের মন্ত্রী এবং মেয়র পদে ছিলেন। ২০১০ সালে তৃণমূল দ্বিতীয় বার কলকাতা পুরসভা দখল করলে মেয়র হন শোভন। ২০১১ সালের বেহালা পূর্ব থেকে জিতে প্রথম বার বিধায়ক হলেও, তাঁকে মন্ত্রী করা হয়নি। কিন্তু ২০১৬ সালে শোভন দ্বিতীয় বার বিধানসভায় জিতলে তাঁকে আবাসন এবং দমকল দফতরের মন্ত্রী করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ২০১৮ সালে ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়র এবং মন্ত্রী দুই পদ থেকেই ইস্তফা দেন শোভন। সেই সময় বিধানসভার শীতকালীন অধিবেশনে তড়িঘড়ি পুর আইন সংশোধন করে মেয়র পদে বসানো হয় ফিরহাদকে।

এদিকে, এই ধরনের কথা জানতে চেয়ে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে মনোনীত রাজ্যপাল চিঠি দিতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে একটা মহল অবশ্য মনে করছে ফিরহাদ হাকিমকে মেয়র পদ থেকে সরাতেই কী এই উদ্যোগ ? নেপথ্যে রহস্য আসলে কী ? তা কয়েক মাসের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে । দীর্ঘদিন ধরে ফিরহাদকে মেয়র পদ থেকে সরাতে দলের একটা অংশ চেষ্টা করে যাচ্ছে , এবার কী ?? রাজ্যপালের এই চিঠির পর কী হয়? সেটাই এখন দেখার।

The post CV Ananda Bose Vs Firhad Hakim: ফিরহাদ কেন মেয়র একই সঙ্গে মন্ত্রী জানতে চেয়ে নবান্নে চিঠি রাজ্যপালের ! এক্তিয়ার নিয়ে প্রশ্ন ! ফিরহাদকে সরানোর ছক ? first appeared on Banglar Janarob.]]>
DELED : ডিএলএড প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিআইডি https://banglarjanarob.com/63508 Tue, 29 Nov 2022 12:11:01 +0000 https://banglarjanarob.com/?p=63508 বাংলার জনরব ডেস্ক : ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষার প্রথম দিন ছিল গতকাল সোমবার । পরীক্ষার শুরু ঘন্টা খানেক আগে এই পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় বলে অভিযোগ । ঠিক সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি দাবি করেছিলেন, এই অভিযোগ ঠিক নয়।আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে । তবে একই সঙ্গে পর্ষদ সভাপতি অধ্যাপক গৌতম পাল এও দাবি করেন, ‘‘এই অভিযোগকে পর্ষদ হালকা ভাবে নিচ্ছে না। তদন্ত কমিটি তৈরি করছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’ কিন্ত ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করার…

The post DELED : ডিএলএড প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিআইডি first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষার প্রথম দিন ছিল গতকাল সোমবার । পরীক্ষার শুরু ঘন্টা খানেক আগে এই পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় বলে অভিযোগ । ঠিক সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি দাবি করেছিলেন, এই অভিযোগ ঠিক নয়।আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে । তবে একই সঙ্গে পর্ষদ সভাপতি অধ্যাপক গৌতম পাল এও দাবি করেন, ‘‘এই অভিযোগকে পর্ষদ হালকা ভাবে নিচ্ছে না। তদন্ত কমিটি তৈরি করছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

কিন্ত ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । জানা গেছে, নবান্ন থেকে সিআইডি তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। বলা হয়েছে, অবিলম্বে দোষীকে গ্রেফতার করতে হবে । এর পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে হবে।

The post DELED : ডিএলএড প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিআইডি first appeared on Banglar Janarob.]]>
ডি এ নিয়ে সিদ্ধান্ত নিতেই কি ১৬ জুলাই সব দফতরের আর্থিক উপদেষ্টারা জরুরি বৈঠকে বসছেন ? https://banglarjanarob.com/58357 Wed, 13 Jul 2022 11:43:44 +0000 https://banglarjanarob.com/?p=58357 বাংলার জনরব ডেস্ক : মহার্ঘ ভাতা নিয়ে আলোচনার জন্য আগামী ১৬ জুলাই শনিবার সল্টলেকের শুভান্ন ভবনের কনফারেন্স হলে জরুরি বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকারের সব দফতরের আর্থিক উপদেষ্টারা। শনিবার বেলা ১১টায় বিধাননগরের নগরোন্নয়ন দফতরের শুভান্ন ভবনের কনফারেন্স হলে এই বৈঠক হবে। ঠিক কী বিষয়ে এই বৈঠকগুলি ডাকা হয়েছে তা অবশ্য জানানো হয়নি। সম্প্রতি অর্থ দফতরের তরফে একটি চিঠি পাঠিয়ে দফতরগুলিকে বৈঠকের কথা জানানো হয়েছে। তবে প্রশাসনিক মহলের অনুমান, সরকারের বিভিন্ন দফতরের আয়-ব্যয়-সহ সার্বিক পরিস্থিতি বিস্তারিত বুঝে নিতেই অর্থ দফতর জরুরি ভিত্তিতে এমন বৈঠক ডেকেছে। এমনিতেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ…

The post ডি এ নিয়ে সিদ্ধান্ত নিতেই কি ১৬ জুলাই সব দফতরের আর্থিক উপদেষ্টারা জরুরি বৈঠকে বসছেন ? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মহার্ঘ ভাতা নিয়ে আলোচনার জন্য আগামী ১৬ জুলাই শনিবার সল্টলেকের শুভান্ন ভবনের কনফারেন্স হলে জরুরি বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকারের সব দফতরের আর্থিক উপদেষ্টারা।

শনিবার বেলা ১১টায় বিধাননগরের নগরোন্নয়ন দফতরের শুভান্ন ভবনের কনফারেন্স হলে এই বৈঠক হবে। ঠিক কী বিষয়ে এই বৈঠকগুলি ডাকা হয়েছে তা অবশ্য জানানো হয়নি। সম্প্রতি অর্থ দফতরের তরফে একটি চিঠি পাঠিয়ে দফতরগুলিকে বৈঠকের কথা জানানো হয়েছে। তবে প্রশাসনিক মহলের অনুমান, সরকারের বিভিন্ন দফতরের আয়-ব্যয়-সহ সার্বিক পরিস্থিতি বিস্তারিত বুঝে নিতেই অর্থ দফতর জরুরি ভিত্তিতে এমন বৈঠক ডেকেছে। এমনিতেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারের উপর চাপ বেড়েছে। তাই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মাধ্যমে যে সমস্ত জনমুখী প্রকল্প জনমানসে তুলে ধরা হচ্ছে, তাতে কোনও দফতর কত খরচ করেছে বা আগামী দিনগুলির জন্য বরাদ্দ রেখেছে, তা জানতে এই বৈঠক ডাকা হয়েছে বলে মনে করছেন সরকারি দফতরের আধিকারিকরা।

তবে প্রশাসনিক মহলের একাংশের মতে, বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে দফতরগুলির আর্থিক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা চাইছে অর্থ দফতর। কারণ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য সরকারের হাতে খুব বেশি সময় অবশিষ্ট নেই। ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কনজিউমার প্রাইস ইনডেক্সের (সিপিআই) ভিত্তিতে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার রায় দিয়েছে। রায় কার্যকর করার জন্য হাইকোর্ট তিন মাস সময়সীমা বেঁধে দিয়েছে। ফলে সরকারের হাতে আর দেড় মাসেরও কম সময় রয়েছে। যদিও কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন বা হাইকোর্টে রায় পুনর্বিবেচনার কোনও আর্জি এখনও রাজ্য জানায়নি। সবক’টি দফতরের আর্থিক উপদেষ্টাকে নিয়ে এরকম বৈঠক সচরাচর হয় না। তাই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে সরকারি কর্মচারী মহলে।

তাই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে গেলে যে ধরনের আর্থিক ধাক্কা আসবে, তা নিয়ে অর্থ দফতর চিন্তিত। তাই এ বিষয়ে সব দফতরের আয়-ব্যয়ের একটি স্পষ্ট হিসাব পেতেই এই জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে সিপিআই’র ভিত্তিতে বকেয়া ডিএ মেটাতে সরকারের একসঙ্গে প্রচুর টাকার প্রয়োজন হবে। বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া যায় কিনা, সেই ভাবনাও রয়েছে অর্থ দফতরের, এমনটাই সূত্রের খবর।

 

The post ডি এ নিয়ে সিদ্ধান্ত নিতেই কি ১৬ জুলাই সব দফতরের আর্থিক উপদেষ্টারা জরুরি বৈঠকে বসছেন ? first appeared on Banglar Janarob.]]>
Mamata Banerjee : নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুল মোল্লা ঢুকলো কি করে? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে দায় এড়াতে পারে কলকাতা পুলিশ ? https://banglarjanarob.com/58087 Tue, 05 Jul 2022 14:07:11 +0000 https://banglarjanarob.com/?p=58087 বাংলার জনরব ডেস্ক : এই রাজ্যের পুলিশ প্রশাসন যে সঠিক মত চলছে না তা বাংলার জনরব বারবার বলেছে। পুলিশ তার নিজের কাজ না করে অকাজ করতেই ব্যস্ত থেকেছে বেশি। এমনকি রাজ্যের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণভাবে রাজ্যের সব কাজে ব্যর্থ হচ্ছে। কোথায় মানুষ ১১ ঘণ্টা ধরে অবরোধ করছে সেই খবর গোয়েন্দা দপ্তরে থাকে না। অথচ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে গোয়েন্দাদের পিছনে। গত শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে যা ঘটেছে তার কোন সদুত্তর রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাছে নেই বলে আমাদের মনে হয়েছে। কিভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে নিরাপত্তার বেষ্টনী ভেদ করে…

The post Mamata Banerjee : নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুল মোল্লা ঢুকলো কি করে? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে দায় এড়াতে পারে কলকাতা পুলিশ ? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : এই রাজ্যের পুলিশ প্রশাসন যে সঠিক মত চলছে না তা বাংলার জনরব বারবার বলেছে। পুলিশ তার নিজের কাজ না করে অকাজ করতেই ব্যস্ত থেকেছে বেশি। এমনকি রাজ্যের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণভাবে রাজ্যের সব কাজে ব্যর্থ হচ্ছে। কোথায় মানুষ ১১ ঘণ্টা ধরে অবরোধ করছে সেই খবর গোয়েন্দা দপ্তরে থাকে না। অথচ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে গোয়েন্দাদের পিছনে।

গত শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে যা ঘটেছে তার কোন সদুত্তর রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাছে নেই বলে আমাদের মনে হয়েছে। কিভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে নিরাপত্তার বেষ্টনী ভেদ করে হাফিজুল মোল্লা নামে একজন ব্যক্তি ঢুকে গেলেন তার দায় এবং দায়িত্ব কার এ নিয়ে প্রশ্ন উঠছে না কেন?

জানা গেছে হাফিজুল মোল্লা কে নিয়ে তদন্ত করার জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। আর এই হাফিজুল মোল্লাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয় যেখানে সেখানে কলকাতা পুলিশ এতটা অকর্মণ্যতার পরিচয় কেন দিয়েছে? সেটা বড্ড জানতে ইচ্ছা করে।

এদিকে এই ঘটনার পর রাজ্য প্রশাসনের কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন সোমবার । সেখানে সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী নিরাপত্তার সঙ্গে যুক্ত পুলিশ কর্মীদের কাছে কোনভাবেই মোবাইল থাকবে না। নবান্নে এবং কালীঘাটে দুই জায়গাতে যে সকল নিরাপত্তা কর্মী কর্তব্য করবেন তাদের কাছে মোবাইল রাখা যাবে না। সরকারের এই নির্দেশিকা থেকে এটা স্পষ্ট হয়েছে যে পুলিশকর্মীরা মুখ্যমন্ত্রী নিরাপত্তার চেয়ে মোবাইলে ফেসবুক টুইটার দেখতে বেশি ব্যস্ত ছিল।

মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আপনি অনেক বেশি সতর্ক হোন। পুলিশ এবং প্রশাসনের এই গাফলতির বিরুদ্ধে আপনাকে কড়া পদক্ষেপ নিতে হবে। আর পুলিশ প্রশাসনকে মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রতিনিধি এবং জনপ্রিয় নেত্রী। তার নিরাপত্তার দায় এবং দায়িত্ব তাদের।  যাদের জন্য গাফিলতি হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া উচিত। এখন বলা হচ্ছে হাফিজুল মোল্লা নাকি লোহার রড নিয়ে ঢুকেছিল। আর ওই হাফিজুল যদি সত্যিই কোনো অঘটন ঘটিয়ে দিত তার দায় কে নিতো? অতএব কলকাতা পুলিশের উচিত শুধুমাত্র গাফলতীর দায়ে নিরাপত্তা কর্মীদের সরিয়ে দিলেই হবে না তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে আমাদের মনে হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এই ঘটনার পর আরো বাড়ানো হয়েছে। নবান্ন এর নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া মুখ্যমন্ত্রীর বাড়ির প্রবেশপথের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। পুলিশ কুকুরের নজরদারি বাড়ানো হবে। দু’টি ওয়াচ টাওয়ার নতুন করে বসানো হবে। একটি আলিপুর জেল এবং অন্যটি বলরাম ঘাটের দিকে। টালি নালার দিকের অরক্ষিত দিকে ১৪ ফুট উঁচু অ্যালমিনিয়ামের পাঁচিল দেওয়া হবে। নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়ি, দুটি ক্ষেত্রেই সিসিটিভির সংখ্যা বাড়ানো হচ্ছে। এখন মুখ্যমন্ত্রীর বাড়ির চারিদিকে ১০০ ফুট ব্যাসার্ধ জুড়ে নজরদারি চলে। এবার থেকে নজরদারি এলাকা দ্বিগুণ করা হয়েছে।

 

 

The post Mamata Banerjee : নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুল মোল্লা ঢুকলো কি করে? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে দায় এড়াতে পারে কলকাতা পুলিশ ? first appeared on Banglar Janarob.]]>
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে ও মুখ্যমন্ত্রীর বাড়িতে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ হতে চলেছে,জারি হতে পারে নির্দেশিকা https://banglarjanarob.com/58080 Tue, 05 Jul 2022 11:17:33 +0000 https://banglarjanarob.com/?p=58080 বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে বাড়ি কালীঘাট এবং নবান্নে আর মোবাইল নিয়ে সাধারণ মানুষ ঢুকতে পারবে না। তাঁর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন যে রক্ষীরা, তাঁরাও মোবাইল ব্যবহার করতে পারবেন না। গত কাল সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা-সহ রাজ্য পুলিশের কর্তারা। সেখানেই এই সিদ্ধান্ত। জারি হতে পারে নির্দেশিকা। শনিবার রাতে যাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের বদলি করা হল। এক জন ইনস্পেক্টর, এক জন সার্জেন্ট, দু’জন কনস্টেবল-সহ কলকাতা পুলিশের ১৫ জনকে সরিয়ে দেওয়া হল।…

The post Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে ও মুখ্যমন্ত্রীর বাড়িতে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ হতে চলেছে,জারি হতে পারে নির্দেশিকা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে বাড়ি কালীঘাট এবং নবান্নে আর মোবাইল নিয়ে সাধারণ মানুষ ঢুকতে পারবে না। তাঁর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন যে রক্ষীরা, তাঁরাও মোবাইল ব্যবহার করতে পারবেন না।

গত কাল সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা-সহ রাজ্য পুলিশের কর্তারা। সেখানেই এই সিদ্ধান্ত। জারি হতে পারে নির্দেশিকা।

শনিবার রাতে যাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের বদলি করা হল। এক জন ইনস্পেক্টর, এক জন সার্জেন্ট, দু’জন কনস্টেবল-সহ কলকাতা পুলিশের ১৫ জনকে সরিয়ে দেওয়া হল।

শনিবার রাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। ওই উচ্চ নিরাপত্তার মাঝেই সাত ঘণ্টা কাটিয়ে দেন তিনি। পরে ধরা পড়েন। প্রশ্নের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়ে। তার পরেই মুখ্যমন্ত্রীর বাড়ি এবং নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখা হয়। সোমবার ডাকা হয় উচ্চ পর্যায়ের বৈঠক।

সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি নবান্নেও নিরাপত্তা ঢেলে সাজানো হবে। নবান্নের নির্দেশ, অফিসে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না কেউ। এমনকি, কর্মীরাও। নবান্নে এবং মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ঢোকা এবং বেরনোর সময় নাম নথিভুক্ত করার ব্যবস্থা ছিল। তাতেও কিছু খামতি চোখে পড়েছে। সেখানে তথ্য নথিভুক্তকরণের পদ্ধতিতে বদল আনা হচ্ছে।

মঙ্গলবার আরও এক বার নবান্নের গেট পরিদর্শন করা হয়। নিরাপত্তা আরও আঁটসাঁট করার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দেওয়ালও উঁচু করা হচ্ছে।

The post Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে ও মুখ্যমন্ত্রীর বাড়িতে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ হতে চলেছে,জারি হতে পারে নির্দেশিকা first appeared on Banglar Janarob.]]>
Sovan-Baisakhi: শোভন মমতা বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, তৃণমূলে ফিরছেন শোভন ! পাল্টা কুনালের কটাক্ষ ঘিরে সংশয়ের কালো মেঘ https://banglarjanarob.com/57600 Wed, 22 Jun 2022 12:21:37 +0000 https://banglarjanarob.com/?p=57600 বাংলার জনরব ডেস্ক : শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যোগ দিতে চলেছেন বলে জানা গেছে। আসলে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে আসার মানে ঘরের ছেলে ঘরে ফিরে আসা। আজ বুধবার নবান্নে শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বৈঠক থেকে বেরিয়ে এসে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন,‘‘দিদির নির্দেশ মতোই কাজ করবে শোভন।’’ এবং তিনি জানিয়ে দিয়েছেন, উভয় তরফের মধ্যে ‘রাজনৈতিক’ আলোচনাই হয়েছে। এ থেকে স্পষ্ট হয়েছে শোভন এবং বৈশাখীর তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে ফেরা সময়ের অপেক্ষা। অপেক্ষা, কারণ, বুধ-দুপুরে মমতার সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে শোভন-বৈশাখী তৃণমূলে…

The post Sovan-Baisakhi: শোভন মমতা বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, তৃণমূলে ফিরছেন শোভন ! পাল্টা কুনালের কটাক্ষ ঘিরে সংশয়ের কালো মেঘ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যোগ দিতে চলেছেন বলে জানা গেছে। আসলে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে আসার মানে ঘরের ছেলে ঘরে ফিরে আসা। আজ বুধবার নবান্নে শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বৈঠক থেকে বেরিয়ে এসে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন,‘‘দিদির নির্দেশ মতোই কাজ করবে শোভন।’’ এবং তিনি জানিয়ে দিয়েছেন, উভয় তরফের মধ্যে ‘রাজনৈতিক’ আলোচনাই হয়েছে।

এ থেকে স্পষ্ট হয়েছে শোভন এবং বৈশাখীর তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে ফেরা সময়ের অপেক্ষা। অপেক্ষা, কারণ, বুধ-দুপুরে মমতার সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে শোভন-বৈশাখী তৃণমূলে ফেরার বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি। তাঁরা দিনক্ষণ সম্পর্কে জবাব এড়িয়ে গিয়েছেন। তবে তৃণমূলেরই একটা অংশ জানাচ্ছে, একুশে জুলাইয়ের মঞ্চে শোভন-বৈশাখীকে দেখতে পাওয়ার সম্ভাবনা ক্রমশই জোরাল হচ্ছে।

এদিকে শোভন-বৈশাখী তৃণমূল কংগ্রেসের ফিরতে পারেন এই খবর সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর বিভিন্ন মহল থেকে নানা কটুক্তি ভেসে আসছে। শোভন তৃণমূল কংগ্রেসের যোগ দেবেন কিনা তা নিয়ে এখনও স্পষ্টীকরণ কিছু দেন নেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কেন দেননি তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কুনাল ঘোষ শোভন বৈশাখীকে সরাসরি কটাক্ষ করেছেন।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (যিনি শোভনের নাম দিয়েছেন ‘গ্ল্যাক্সো বেবি’) বলেছেন, ‘‘যাঁরা তৃণমূলকে হারাতে বিজেপিতে গিয়েছিলেন, তাঁদের নিদারুণ স্বপ্নভঙ্গ হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ফিরে আসছেন। আরও আসবেন। কাদের নেওয়া হবে বা নেওয়া হবে না, সেই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।’’

কুনালের প্রতিক্রিয়ার পর শোভনের তৃণমূলে যোগদান শেষ পর্যন্ত অনিশ্চিত হয়ে যায় কিনা সেটাই এখন দেখার।

The post Sovan-Baisakhi: শোভন মমতা বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, তৃণমূলে ফিরছেন শোভন ! পাল্টা কুনালের কটাক্ষ ঘিরে সংশয়ের কালো মেঘ first appeared on Banglar Janarob.]]>
Agnipath Scheme Protest: ‘অগ্নিপথ’ বিরোধিতায় ২৪ ঘণ্টা দেশ জুড়ে বনধের ডাক, বাংলাকে সচল রাখতে নির্দেশিকা মমতা সরকারের https://banglarjanarob.com/57519 Mon, 20 Jun 2022 04:04:39 +0000 https://banglarjanarob.com/?p=57519 বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদি সরকারের ঘোষিত অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে বামপন্থী দলগুলো। আজ কুড়ি জুন দেশ জুড়ে এই বনধ পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডাকা এই বনধকে সমর্থন করছে না লাগছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার রাস্তায় নেমে এই বনধ এর বিরোধিতা করছে বলে জানা গেছে। গতকাল রবিবার ছুটির দিনে এক সার্কুলার জারি করে নবান্ন জানিয়ে দিয়েছে সবকিছু সচল রাখতে হবে। রবিবার রাজ্যের সমস্ত জেলা প্রশাসন-সহ সমস্ত জোনের পুলিশকর্তাদের উদ্দেশে ওই নির্দেশিকা জারি করা হয়েছে। রেলকর্তাদেরও এই নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। নির্দেশিকায়…

The post Agnipath Scheme Protest: ‘অগ্নিপথ’ বিরোধিতায় ২৪ ঘণ্টা দেশ জুড়ে বনধের ডাক, বাংলাকে সচল রাখতে নির্দেশিকা মমতা সরকারের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদি সরকারের ঘোষিত অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে বামপন্থী দলগুলো। আজ কুড়ি জুন দেশ জুড়ে এই বনধ পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডাকা এই বনধকে সমর্থন করছে না লাগছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার রাস্তায় নেমে এই বনধ এর বিরোধিতা করছে বলে জানা গেছে। গতকাল রবিবার ছুটির দিনে এক সার্কুলার জারি করে নবান্ন জানিয়ে দিয়েছে সবকিছু সচল রাখতে হবে।

রবিবার রাজ্যের সমস্ত জেলা প্রশাসন-সহ সমস্ত জোনের পুলিশকর্তাদের উদ্দেশে ওই নির্দেশিকা জারি করা হয়েছে। রেলকর্তাদেরও এই নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। নির্দেশিকায় নবান্নের তরফে জানানো হয়েছে, প্রতিবাদের হাতিয়ার হিসাবে নীতিগত ভাবে বন্‌ধের বিরোধিতা করে রাজ্য সরকার। কারণ, তাতে সাধারণ মানুষের জীবন ও জীবিকায় প্রভাব পড়ে। সে কারণে এই বন্‌ধের বিরোধিতায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্যের কোথাও যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় অথবা অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্‌ধ সমর্থনকারীরা বলপূর্বক কেন্দ্রীয় বা রাজ্য সরকারি অফিসকাছারি, শিক্ষা প্রতিষ্ঠান অথবা দোকানবাজার বন্ধ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক রাখতেও সচেষ্ট রাজ্য সরকার। বন্‌ধের ফলে যাতে সাধারণ মানুষকে ট্রেন বা পথ অবরোধের মুখে পড়তে না হয়, সে দিকেও লক্ষ রাখবে রাজ্য সরকার।

The post Agnipath Scheme Protest: ‘অগ্নিপথ’ বিরোধিতায় ২৪ ঘণ্টা দেশ জুড়ে বনধের ডাক, বাংলাকে সচল রাখতে নির্দেশিকা মমতা সরকারের first appeared on Banglar Janarob.]]>
Nabanna: বিভ্রান্তিকর ও সামাজিক শিষ্টাচার বিরোধী তথ্য পরিবেশনের অভিযোগে টিভি চ্যানেলগুলোকে নোটিস পাঠাল নবান্ন https://banglarjanarob.com/57316 Tue, 14 Jun 2022 05:30:37 +0000 https://banglarjanarob.com/?p=57316 বাংলার জনরব ডেস্ক : বহিস্কৃত বিজেপি দলের কেন্দ্রীয় নেত্রী নূপুর শর্মার মন্তব্যের পর দেশ জুড়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে, এই এই রাজ্যে ও তার প্রভাব পড়েছে। এই এই প্রেক্ষাপটে রাজ্যের কিছু বাংলা টিভি চ্যানেল বিভ্রান্তিকর সাম্প্রদায়িক স্পর্শকাতর’ বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছে বলে অভিযোগ করে সব টিভি চ্যানেলকে চিঠি দিল রাজ্য সরকার।যা আইনভঙ্গের পাশাপাশি রাজ্যের শান্তি বিঘ্নিত করছে বলে মনে করছে নবান্ন। সোমবার নবান্নের তরফে জারি করা ওই নোটিসে এ-ও বলা হয়েছে, বেশ কিছু টিভি চ্যানেলে যে বিতর্কসভার আয়োজন করা হচ্ছে, সেখানে ‘শিষ্টাচারবহির্ভূত, উত্তেজক এবং সামাজিক ভাবে গ্রহণযোগ্য নয়’ এমন ভাষা…

The post Nabanna: বিভ্রান্তিকর ও সামাজিক শিষ্টাচার বিরোধী তথ্য পরিবেশনের অভিযোগে টিভি চ্যানেলগুলোকে নোটিস পাঠাল নবান্ন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বহিস্কৃত বিজেপি দলের কেন্দ্রীয় নেত্রী নূপুর শর্মার মন্তব্যের পর দেশ জুড়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে, এই এই রাজ্যে ও তার প্রভাব পড়েছে। এই এই প্রেক্ষাপটে রাজ্যের কিছু বাংলা টিভি চ্যানেল বিভ্রান্তিকর সাম্প্রদায়িক স্পর্শকাতর’ বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছে বলে অভিযোগ করে সব টিভি চ্যানেলকে চিঠি দিল রাজ্য সরকার।যা আইনভঙ্গের পাশাপাশি রাজ্যের শান্তি বিঘ্নিত করছে বলে মনে করছে নবান্ন।

সোমবার নবান্নের তরফে জারি করা ওই নোটিসে এ-ও বলা হয়েছে, বেশ কিছু টিভি চ্যানেলে যে বিতর্কসভার আয়োজন করা হচ্ছে, সেখানে ‘শিষ্টাচারবহির্ভূত, উত্তেজক এবং সামাজিক ভাবে গ্রহণযোগ্য নয়’ এমন ভাষা ব্যবহার করা হয়। এবং সেগুলো সংশ্লিষ্ট চ্যানেল দর্শকদের সামনে উপস্থাপনও করছে। পুরো ঘটনায় রাজ্য সরকার বিশেষ চিন্তিত বলে লেখা হয়েছে নির্দেশিকায়। টিভি চ্যানেলগুলি যাতে সংশ্লিষ্ট আইন মেনে চলে এবং নিজেদের কর্তব্য মনে রেখে খবর বা তথ্য পরিবেশন করে, সে ব্যাপারে নির্দেশ দিয়েছে নবান্ন।

এই নোটিসে কোনও বিশেষ বিষয়ের কথা উল্লেখ করা না হলেও, রাজ্য তথা দেশে সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতেই এমন নির্দেশিকা দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তথ্যসূত্র ডিজিটাল আনন্দবাজার।

The post Nabanna: বিভ্রান্তিকর ও সামাজিক শিষ্টাচার বিরোধী তথ্য পরিবেশনের অভিযোগে টিভি চ্যানেলগুলোকে নোটিস পাঠাল নবান্ন first appeared on Banglar Janarob.]]>
Covid-19 with Omicron : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ কঠোর বিধি নিষেধের পথেই নবান্ন ! https://banglarjanarob.com/50897 Thu, 30 Dec 2021 07:02:20 +0000 https://banglarjanarob.com/?p=50897 বাংলার জনরব ডেস্ক : রাজ্যের করোনা সংক্রমণ বেড়ে চলেছে । বুধবার আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের তুলনায় দ্বিগুণ বেড়েছে। ফলে রাজ্য সরকার  সর্তক বার্তাও দিয়েছে । মনে করা হচ্ছে বিভিন্ন উৎসবের কারণে বাংলায় ফের সংক্রমণ বাড়ল । বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়ে দিয়েছে, ওমিক্রণ সুনামীতে ভেঙে পড়তে পারে সমগ্র বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা । এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন , অবিলম্বে রাজ্য সরকারকে কঠোর বিধি নিষেধ জারি করতে হবে। ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বিগ্ন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু সেই সঙ্গেই দোটানায় রাজ্য প্রশাসন— রাজ্য জুড়ে সংক্রমণ ঠেকাতে কি অবিলম্বে নাইট কার্ফু জারি করা হবে?…

The post Covid-19 with Omicron : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ কঠোর বিধি নিষেধের পথেই নবান্ন ! first appeared on Banglar Janarob.]]>

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের করোনা সংক্রমণ বেড়ে চলেছে । বুধবার আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের তুলনায় দ্বিগুণ বেড়েছে। ফলে রাজ্য সরকার  সর্তক বার্তাও দিয়েছে । মনে করা হচ্ছে বিভিন্ন উৎসবের কারণে বাংলায় ফের সংক্রমণ বাড়ল । বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়ে দিয়েছে, ওমিক্রণ সুনামীতে ভেঙে পড়তে পারে সমগ্র বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা । এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন , অবিলম্বে রাজ্য সরকারকে কঠোর বিধি নিষেধ জারি করতে হবে। ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বিগ্ন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু সেই সঙ্গেই দোটানায় রাজ্য প্রশাসন— রাজ্য জুড়ে সংক্রমণ ঠেকাতে কি অবিলম্বে নাইট কার্ফু জারি করা হবে? করা উচিত?

বিশেষজ্ঞ এবং চিকিৎসাশাস্ত্রের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িতরা মনে করছেন, কলকাতায় সংক্রমণের সংখ্যা বাড়ছে বিভিন্ন মরসুমি উৎসব পালনের কারণে। এমনিতেই ঠান্ডায় করোনাভাইরাসের দ্রুত বংশবৃদ্ধি হয়। ফলে বছরের শেষে শীতকালে বড়দিন বা বর্ষবরণের মতো অনুষ্ঠান ‘বিপজ্জনক’। বস্তুত, বড়দিনের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পার্ক স্ট্রিটে যে ভিড় হয়েছিল, তা শুধু রাজ্য নয়, গোটা দেশকে শিহরিত করেছে। রাজ্য প্রশাসনের এক কর্তার কথায়, ‘‘যে ছবি দেখা গিয়েছে, তা ভয়াবহ! তিনটে একডালিয়া, দুটো চেতলা অগ্রণী সঙ্ঘ, তিনটে সুরুচি সঙ্ঘ আর দুটো বাবুবাগান যোগ করলে ওই ভিড় হয়। অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত।’’ ওই কর্তা আরও মনে করেন, অবিলম্বে নাইট কার্ফু জারি করে বর্ষবরণের উৎসব বাতিল করা উচিত।

চিকিৎসাশাস্ত্রের সঙ্গে জড়িত এবং ভাইরাস বিশেষজ্ঞরা মনে করছেন, যে সংক্রমণ ছড়াচ্ছে, তা করোনার ডেল্টা রূপের কারণেই। এর সঙ্গে ওমিক্রন সংক্রমণ ছড়ালে পরিস্থিতি আরও বিপজ্জনক হবে। তাঁদের মতে, অবিলম্বে কঠোর বিধিনিষেধ আরোপ না করলে পরিস্থিতি আবার আগের মতো ভয়াবহ হয়ে দাঁড়াবে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ওমিক্রন অত্যন্ত ছোঁয়াচে। ফলে এতে সংক্রমণের পরিমাণ অনেকটাই বেশি হবে। যার দরুন হাসপাতালে রোগীদের স্থান সঙ্কুলানে সমস্যা হতে পারে। রাজ্য সরকারকে সেই অনুযায়ী প্রস্তুতি রাখতে হবে। সিদ্ধান্তও নিতে হবে।

প্রসঙ্গত, পরিস্থিতি ঘোরাল বুঝে ইতিমধ্যেই এম আর বাঙ্গুর হাসপাতালকে আবার কোভিড হাসপাতালে রূপান্তরিত করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ঘনঘন স্বাস্থ্য ভবনে বৈঠকও করা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, রোগ উপশমের চেয়ে রোগের সংক্রমণ ঠেকানো এই মুহূর্তে অনেক বেশি জরুরি। এক বিশেষজ্ঞের কথায়, ‘‘সরকার যদি মনে করে, তা হলে কঠোর তম কড়াকড়ি জারি করতে পারে। সেটা আমরা এ রাজ্যের ক্ষেত্রে আগেও দেখেছি। কিন্তু পুরোটাই নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপর। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা যাতে নাগালের বাইরে না চলে যায়, সেই কারণেই এ বিষয়ে রাজ্য সরকারের আরও বেশি করে উদ্যোগী হওয়া উচিত। করোনার এই বাড়বাড়ন্তের মধ্যে বর্ষবরণের উৎসব জারি রাখলে আমার কিন্তু সর্বনাশের পথে পা বাড়াব! অবিলম্বে নাইট কার্ফু জারি করলে তা-ও পরিস্থিতি খানিকটা আয়ত্তের মধ্যে থাকতে পারে।’’
The post Covid-19 with Omicron : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ কঠোর বিধি নিষেধের পথেই নবান্ন ! first appeared on Banglar Janarob.]]>