Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Tue, 07 May 2024 14:13:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Banglar Janarob https://banglarjanarob.com 32 32 “সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিক ভাবে তৃপ্ত” এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রতিক্রিয়া মমতার https://banglarjanarob.com/79047 Tue, 07 May 2024 14:13:55 +0000 https://banglarjanarob.com/?p=79047 বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর আপাতত স্থগিতাদেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাশে এসএসসি মামলার শুনানি হয়। দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শেষে সংক্ষিপ্ত রায়ের সুপ্রিম কোর্ট জানিয়েছে আপাতত ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হচ্ছে না এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হবে তাদের চাকরি বাতিল হবে একই সঙ্গে তাদেরকে বেতন ফেরত দিতে হবে। আপাতত বেতন ফেরত দিতে হবে না। সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসার পরেই সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন জানিয়ে একইসঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা…

The post “সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিক ভাবে তৃপ্ত” এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রতিক্রিয়া মমতার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর আপাতত স্থগিতাদেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাশে এসএসসি মামলার শুনানি হয়। দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শেষে সংক্ষিপ্ত রায়ের সুপ্রিম কোর্ট জানিয়েছে আপাতত ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হচ্ছে না এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হবে তাদের চাকরি বাতিল হবে একই সঙ্গে তাদেরকে বেতন ফেরত দিতে হবে। আপাতত বেতন ফেরত দিতে হবে না। সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসার পরেই সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন জানিয়ে একইসঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে এক্স হ্যান্ডেলে তৃণমূল নেত্রী লিখেছেন, “সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিক ভাবে তৃপ্ত। সামগ্রিক ভাবে শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।”

সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি ছিল মঙ্গলবার। শীর্ষ আদালত কী রায় দেয়, সে দিকে নজর ছিল চাকরিপ্রার্থী এবং শিক্ষক মহল-সহ গোটা রাজ্যের। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানালেন, এখনই চাকরি বাতিল করা হচ্ছে না। কেন স্থগিতাদেশ তার ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন, যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তা হলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। তবে এই নির্দেশ চূড়ান্ত নয়। এই স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন। ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত কাউকে বেতন ফেরত দিতে হবে না। তবে এসএসসির ২০১৬ সালের প্যানেলে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের মুচলেকা দিতে হবে। পরে তাঁদের নিয়োগ ‘অবৈধ’ বলে প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিবিআই যেমন অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছিল, সেভাবেই তদন্ত চালিয়ে যাবে। তবে সুপারনিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ বহাল থাকবে। তবে এই নির্দেশ চূড়ান্ত নয়। এই স্থগিতাদেশ অন্তর্বর্তিকালীন।

 

The post “সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিক ভাবে তৃপ্ত” এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রতিক্রিয়া মমতার first appeared on Banglar Janarob.]]>
বাংলা আকাদেমি সভাঘরে সুখ-সন্ধ্যা  https://banglarjanarob.com/79044 Tue, 07 May 2024 13:39:44 +0000 https://banglarjanarob.com/?p=79044 সংবাদদাতা বাংলার জনরব: গত ২৫.০৪.২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় “কাব্যে শ্রুতিতে ছন্দে গীতিতে” কাব্যশ্রুতির আয়োজনে ও কাকলি বসু ভট্টাচার্য্যের ভাবনায় পরিকল্পনায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিবেশিত একগুচ্ছ শ্রুতিনাটক ও কবিতার কোলাজ এক অনন্য তৃপ্তি এনে দেয় দর্শক শ্রোতাদের। বিশেষ করে শ্রুতিসাম্যের নাট্যশিল্পীদের পরিবেশিত “সবাই মিলে” শ্রুতিনাটকটি সমাজে সুস্থ পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বার্তাবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে নাটকের রচয়িতা, নাট্যরূপকার, পরিচালক, অভিনেতা ড.অজয় চক্রবর্তী ও অভিনেত্রী রিয়া দেবনাথ ভূয়শী প্রশংসার দাবিদার। পাশাপাশি রঞ্জন ভঞ্জ রচিত কাব্যশ্রুতি সল্টলেক নিবেদিত শ্রুতিনাটক “ছুটি” তে…

The post বাংলা আকাদেমি সভাঘরে সুখ-সন্ধ্যা  first appeared on Banglar Janarob.]]>
সংবাদদাতা বাংলার জনরব: গত ২৫.০৪.২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় “কাব্যে শ্রুতিতে ছন্দে গীতিতে” কাব্যশ্রুতির আয়োজনে ও কাকলি বসু ভট্টাচার্য্যের ভাবনায় পরিকল্পনায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে পরিবেশিত একগুচ্ছ শ্রুতিনাটক ও কবিতার কোলাজ এক অনন্য তৃপ্তি এনে দেয় দর্শক শ্রোতাদের। বিশেষ করে শ্রুতিসাম্যের নাট্যশিল্পীদের পরিবেশিত “সবাই মিলে”

শ্রুতিনাটকটি সমাজে সুস্থ পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বার্তাবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে নাটকের রচয়িতা, নাট্যরূপকার, পরিচালক, অভিনেতা ড.অজয় চক্রবর্তী ও অভিনেত্রী রিয়া দেবনাথ ভূয়শী প্রশংসার দাবিদার। পাশাপাশি রঞ্জন ভঞ্জ রচিত কাব্যশ্রুতি সল্টলেক নিবেদিত শ্রুতিনাটক “ছুটি” তে নামভূমিকায় বুদ্ধিবৃত্তিক কিশোরীর ভূমিকায় অভিনেত্রী পাপিয়া দত্তের অভিনয় দর্শক শ্রোতাদের অভিভূত করে দেয়।

স্বপ্নময় চক্রবর্তী রচিত “গিরিবালার গল্প” স্বাধীনতা সংগ্রামী হওয়া সত্ত্বেও স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা না পাওয়া জীবনের শেষ বেলায় হতাশায় যন্ত্রনাক্লিষ্ট গিরিবালার ভূমিকায় অভিনেত্রী কাকলি বসু ভট্টাচার্য্যের অনবদ্য অভিনয় দর্শক শ্রোতার মন ছুঁয়ে যায়।

সমগ্র অনুষ্ঠিনটি সুচারুরূপে কাব্যিক আঙ্গিকে সঞ্চালনা করেন বিপাশা সেনগুপ্ত । অলকেশ দে সরকার সানি-র আবহ সঙ্গীত অনুষ্ঠানে অন্যমাত্রা এনে দেয়।

বিশিষ্ট শ্রুতিনাট্য বিশারদ ও কলকাতা বেতার এর আধিকারিক স্বপন বসু মহাশয়ের সভাপতিত্বে,কানায় কানায় পূর্ণ সভাগৃহে দর্শকাসনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আলমগীর রাহমান,বীরেন্দ্র কুমার ভদ্র,অনন্যা মিত্র,দ্যুতি রায়, মীরা বসু,স্নিগ্ধা ব্যানার্জী,অর্ঘ মন্ডল ও সুদীপ ভট্টাচার্য ।

The post বাংলা আকাদেমি সভাঘরে সুখ-সন্ধ্যা  first appeared on Banglar Janarob.]]>
‘আব কি বার চারশো পার নয়,ইস বার পগার পার’ : মমতা বন্দ্যোপাধ্যায় https://banglarjanarob.com/79042 Tue, 07 May 2024 13:31:49 +0000 https://banglarjanarob.com/?p=79042 বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদি তিন মাস আগে ঘোষণা করেছিলেন আব কি বার চারশো পার। আর নির্বাচনী প্রচারে ও এই প্রবণতা দেখা যাচ্ছে বিজেপি নেতাদের মধ্যে। এবার নরেন্দ্র মোদির সেই সহ ঘোষিত স্লোগান কে সামনে রেখেই পাল্টা শ্লোগান তুললেন আব কি বার পগার পার। আজ মঙ্গলবার তৃণমূল নেত্রী পুরুলিয়া নির্বাচনী সভায় বলেন, ‘‘ইস বার পগার পার (এই বার পগার পার)।’’ মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে মমতা বলেন, ‘‘এ বারের ভোটে মানুষ মোদী সরকারকে বিদায় দেবে।’’ লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে মঙ্গলবার। তৃণমূলনেত্রী মমতা জানান, অনেক জায়গাতেই ভোটারদের প্রভাবিত করা…

The post ‘আব কি বার চারশো পার নয়,ইস বার পগার পার’ : মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদি তিন মাস আগে ঘোষণা করেছিলেন আব কি বার চারশো পার। আর নির্বাচনী প্রচারে ও এই প্রবণতা দেখা যাচ্ছে বিজেপি নেতাদের মধ্যে। এবার নরেন্দ্র মোদির সেই সহ ঘোষিত স্লোগান কে সামনে রেখেই পাল্টা শ্লোগান তুললেন আব কি বার পগার পার।

আজ মঙ্গলবার তৃণমূল নেত্রী পুরুলিয়া নির্বাচনী সভায় বলেন, ‘‘ইস বার পগার পার (এই বার পগার পার)।’’ মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে মমতা বলেন, ‘‘এ বারের ভোটে মানুষ মোদী সরকারকে বিদায় দেবে।’’

লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে মঙ্গলবার। তৃণমূলনেত্রী মমতা জানান, অনেক জায়গাতেই ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে তিনি খবর পাচ্ছেন। বিজেপিশাসিত উত্তরপ্রদেশের কথা উল্লেখ করে মমতা অভিযোগ করেন, সেখানে সংখ্যালঘুদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু বাংলায় এ সব করার ‘স্পর্ধা’ কারও নেই বলে হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশে নাকি সংখ্যালঘুদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। ভোট দিতে গিয়েছে, তাকে পিটিয়ে রোদে ফেলা রাখা হয়েছে। খবর পেয়েছি।’’ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনসভায় মমতার কটাক্ষ, ‘‘আপনারা কি ভাবছেন, নির্বাচন কমিশন কিছু করবে? কিচ্ছু করবে না। মডেল কোড অফ কনডাক্ট এখন মোদী কোড অফ কনডাক্ট-এ পরিণত হয়েছে। পুরো বিজেপির দালালি করছে।’’ তাঁর সংযোজন, ‘‘বাংলায় হাত দিলে হাত ভেঙে গুটিয়ে দেবে মানুষ। অত্যাচার করে ভোট হয় না।’’

মমতা জানান, পশ্চিমবঙ্গে পাঁচ জনকে ভোট দিতে বাধা দিলে পাঁচ লক্ষ মানুষ তৃণমূলের পক্ষে রায় দেবেন। তিনি সভার শুরু থেকে শেষ পর্যন্ত মোদীকে নিশানা করেন। মমতা বলেন, ‘‘একটা স্বেচ্ছাচারী রাজা। অনাচারী রাজা। ব্যভিচারী রাজা। লোকের একশো দিনের কাজের টাকা দেয় না। বাড়ির টাকা দেয় না। রাস্তার টাকা দেয় না। কেন্দ্র এবং রাজ্য যে একসঙ্গে প্রকল্পের টাকা দিচ্ছে জানাবে না। শুধু নিজের ছবি দেবে।’’

তাঁর সংযোজন, ‘‘যদি ওয়াশরুমে যান, সেখানেও দেখবেন মোদীর ছবি। করোনার সময় গণতন্ত্রের দায়িত্ব মানুষের জন্য কাজ করা। প্রত্যেকটি রাজ্য খেটেছে। ভূতের মতো খেটেছি আমরা। একটি ইঞ্জেকশন দিয়ে নিজের ছবি লাগিয়ে দিচ্ছে। মানুষ মরে গেলেও যেন তোমার ছবিটা চিতায় নিয়ে চলে যায়!’’ তিনি আরও বলেন, ‘‘প্রচার করতে করতে আত্মঅহঙ্কারী হয়ে গিয়েছেন। সারা পৃথিবী ছিঃ ছিঃ করছে। হিন্দু-মুসলমান ভাগ করে দাও। উনি একা হিন্দু এসেছেন। বড় নেতা। সবার দীক্ষাগুরু হয়ে গিয়েছে। তুমি একটা মুকুট পরো।’’

সভায় মমতা রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করেন। তাঁর কথায়, ‘‘সুব্রতদা এক দিন আমায় বললেন, ‘আমার প্রায় প্রায় দাঁতের ব্যথা হয়। আমি তো মিথ্যা কথা বেশি বলি না। আমার কেন দাঁতে ব্যথা হবে। আর তা হলে মোদীর কেন দাঁতে মাড়ি থাকবে?’’’ পরে মমতা জানিয়ে দেন, এটা সুব্রতের একটি গল্প ছিল। তবে মোদী সরকার যে মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি। মমতার কথায়, ‘‘নতুন করে লড়তে হবে সবাইকে।’’

তৃণমূল নেত্রী পুরুলিয়ার তৃণমূল প্রার্থীর প্রচারে বলেন, ‘‘শান্তিরাম মাহাতো গ্রামের ছেলে। তাঁকে ভাল করে ভোট দিয়ে জেতান।’’ তিনি আরও বলেন, ‘‘আমার মতো পুরুলিয়ায় এত বার কেউ আসেনি। অযোধ্যায় রাত জেগে ঘুরেছিলাম। ভেবেছিলাম, কী ভাবে এখান থেকে অশান্তি দূর করা যায়। চারশো পার বলেছিলে না? আমি বলি, ইস বার পগার পার করে দিন বিজেপিকে।’’

 

The post ‘আব কি বার চারশো পার নয়,ইস বার পগার পার’ : মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
মুসলিমদের নিশানা করে ভোট প্রচারে নরেন্দ্র মোদি ও বিজেপি নেতারা অন্ধপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সংরক্ষণের প্রতিশ্রুতি নিয়ে নিরব মোদী https://banglarjanarob.com/79038 Tue, 07 May 2024 13:11:11 +0000 https://banglarjanarob.com/?p=79038 বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির ডাবর-তাবর নেতারা কংগ্রেস নাকি মুসলিমদের সংরক্ষণ দেওয়ার জন্য চেষ্টা করছে এই অভিযোগ করছেন। আর প্রচার ে মিথ্যাচার করে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলছেন কংগ্রেসের ইশতেহারে দলিতদের জন্য সংরক্ষণের অংশ থেকে কেটে মুসলিমদের দেওয়া হবে। এই কথা নিয়ে যখন বাজার মাত করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি ঠিক তখনই অন্ধপ্রদেশে উলট পুরান শুরু করে দিয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর দলের সঙ্গে জোট বেঁধে, বিধানসভা এবং লোকসভা নির্বাচনে লড়াই করছে বিজেপির ওই রাজ্যে আগামী ১৩ই মে ভোট হতে…

The post মুসলিমদের নিশানা করে ভোট প্রচারে নরেন্দ্র মোদি ও বিজেপি নেতারা অন্ধপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সংরক্ষণের প্রতিশ্রুতি নিয়ে নিরব মোদী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির ডাবর-তাবর নেতারা কংগ্রেস নাকি মুসলিমদের সংরক্ষণ দেওয়ার জন্য চেষ্টা করছে এই অভিযোগ করছেন। আর প্রচার ে মিথ্যাচার করে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলছেন কংগ্রেসের ইশতেহারে দলিতদের জন্য সংরক্ষণের অংশ থেকে কেটে মুসলিমদের দেওয়া হবে। এই কথা নিয়ে যখন বাজার মাত করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি ঠিক তখনই অন্ধপ্রদেশে উলট পুরান শুরু করে দিয়েছেন তিনি।

অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর দলের সঙ্গে জোট বেঁধে, বিধানসভা এবং লোকসভা নির্বাচনে লড়াই করছে বিজেপির ওই রাজ্যে আগামী ১৩ই মে ভোট হতে চলেছে। বিরোধী দল হিসাবে চন্দ্রবাবু নাইডুর দল ওই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে চার শতাংশ মুসলিমদের জন্য সংরক্ষণ দেয়া হবে। মুসলিমদের জন্য সংরক্ষণ দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে ভোটে লড়ছে বিজেপি। আর নরেন্দ্র মোদি গিয়ে চন্দ্রবাবু নাইটির সঙ্গে একই মঞ্চ শেয়ার করে বক্তব্য রাখছেন।

একদিকে কংগ্রেস নাকি মুসলিমদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদের জন্য সংরক্ষণ দেওয়ার চিন্তাভাবনা করছে হিন্দুদের কাছ থেকে সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলমানদের দেওয়া হচ্ছে বলা হচ্ছে অন্যদিকে সংরক্ষণ দেওয়ার ঘোষিত অবস্থানে যে রাজনৈতিক দল অন্ধপ্রদেশে কাজ করছে তার সঙ্গে একই মঞ্চ শেয়ার করে ভোট চাইছেন নরেন্দ্র মোদি।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সুধাংশু বলেন, ‘‘তফসিলি জাতি ও জনজাতি (এসসি, এসটি) এবং অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর (ওবিসি) অংশ থেকে মুসলিমদের সংরক্ষণে সংবিধান পরিবর্তন করার জন্য ‘ইন্ডিয়া’র পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্ব যে সন্দেহ প্রকাশ করছেন, লালুর বক্তব্য থেকেই তার সত্যতা প্রমাণিত হয়েছে।’’ প্রসঙ্গত রবিবার লালু বলেছিলেন, ‘‘মুসলিমরা অনগ্রসর হিসাবে যদি পূর্ণ সুবিধা পায়, তাতে কারও অসুবিধা হতে পারে না।’’

গত ২১ এপ্রিল মোদী রাজস্থানের বাঁশওয়াড়ায় বিজেপির সভায় বলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অতীতে বলেছিলেন, দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের। সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম ও অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়।’’ এর পরে ২২ এপ্রিল উত্তরপ্রদেশের আলিগড়ে তিনি বলেন, ‘‘কংগ্রেসের নজর আপনার সম্পত্তির উপরে রয়েছে। ক্ষমতায় এলে এরা মা-বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। কাদের বিলিয়ে দেবে, তা আপনারা জানেন।’’

গত ৩০ এপ্রিল তেলঙ্গানা এবং মহারাষ্ট্রের প্রচারে মোদী অভিযোগ করেন, কেন্দ্রে ক্ষমতা দখল করলে কংগ্রেস তফসিলি জাতি ও জনজাতি এবং ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে। তেলঙ্গানার জাহিরাবাদে তিনি বলেন, “যত দিন আমি বেঁচে আছি, দলিত জনজাতিদের সংরক্ষণকে ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেব না, দেব না, দেব না! কংগ্রেস এবং তাদের যত সহযোগী রয়েছ, তারা কান খুলে এটা শুনে নাও।” যদিও মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালীন বলেছিলেন, ‘‘দেশের সম্পদে অগ্রাধিকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলির।’’

ঘটনাচক্রে, পড়শি রাজ্য অন্ধ্রপ্রদেশে এনডিএ-র বড় শরিক টিডিপির নেতা চন্দ্রবাবু এ বার ভোটের প্রচার পর্বের গোড়া থেকেই মুসলিমদের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি দিচ্ছেন খোলাখুলি। আগামী ১৩ মে অন্ধ্রের ২৫টি লোকসভা এবং ১৬০টি বিধানসভা আসনে এক দফাতেই ভোট।

The post মুসলিমদের নিশানা করে ভোট প্রচারে নরেন্দ্র মোদি ও বিজেপি নেতারা অন্ধপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সংরক্ষণের প্রতিশ্রুতি নিয়ে নিরব মোদী first appeared on Banglar Janarob.]]>
২৫৭৫৩ জনের আপাতত চাকরি যাচ্ছে না, নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ১৬ জুলাই https://banglarjanarob.com/79036 Tue, 07 May 2024 12:12:50 +0000 https://banglarjanarob.com/?p=79036 বাংলার জনরব ডেস্ক : আপাতত চাকরি যাচ্ছে না ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীর। আজ মঙ্গলবার শুনানির পর সংক্ষিপ্ত রায়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিলেন, মূল বিষয় হল, নিয়োগের তালিকা থেকে কি যোগ্য ও অযোগ্য আলাদা করে বাছাই করা সম্ভব? তা যদি সম্ভব হয় তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া তথা প্যানেল বাতিল করে দেওয়া ভুল হবে। প্রধান বিচারপতি আরও বলেন, আদালতকে আরও মাথায় রাখতে হবে যে নবম-দশম শ্রেণির এত বিপুল সংখ্যক শিক্ষকের নিয়োগ বাতিল করলে পঠনপাঠনও ব্যহত হবে। তাই যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব ধরে নিয়ে…

The post ২৫৭৫৩ জনের আপাতত চাকরি যাচ্ছে না, নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ১৬ জুলাই first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আপাতত চাকরি যাচ্ছে না ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীর। আজ মঙ্গলবার শুনানির পর সংক্ষিপ্ত রায়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিলেন, মূল বিষয় হল, নিয়োগের তালিকা থেকে কি যোগ্য ও অযোগ্য আলাদা করে বাছাই করা সম্ভব? তা যদি সম্ভব হয় তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া তথা প্যানেল বাতিল করে দেওয়া ভুল হবে।

প্রধান বিচারপতি আরও বলেন, আদালতকে আরও মাথায় রাখতে হবে যে নবম-দশম শ্রেণির এত বিপুল সংখ্যক শিক্ষকের নিয়োগ বাতিল করলে পঠনপাঠনও ব্যহত হবে। তাই যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব ধরে নিয়ে এই আদালতের সামনে এখন দায়িত্ব হল, তার মাপকাঠি স্থির করা।

এদিন দীর্ঘ শুনানির শেষে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরও বলেন, “সুবিচারের জন্য এই মামলায় দ্রুত শুনানি প্রয়োজন বলে শীর্ষ আদালত মনে করছে। সেই কারণে মামলার পরবর্তী শুনানির দিন ১৬ জুলাই ধার্য করা হচ্ছে।”

শীর্ষ আদালত এদিনের শুনানিতে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তার উপর এখনই পুরোপুরি স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ অন্তর্বতী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ ১৬ জুলাই পর্যন্ত আপাতত কারও চাকরি যাচ্ছে না। বা কাউকে বেতনের টাকা ফেরত দিতে হবে না। শুধু তা নয়, সুপার নিউমারেরি পোস্ট তৈরির জন্য কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তার উপরেও অন্তবর্তী স্থগিতাদেশ রইল।

কিন্তু শীর্ষ আদালত এও পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছে যে, যদি দেখা যায় কোনও ব্যক্তি বেআইনি ভাবে চাকরি পেয়েছেন, তাহলে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবশ্যই বেতনের টাকা ফেরত দিতে হবে।

The post ২৫৭৫৩ জনের আপাতত চাকরি যাচ্ছে না, নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ১৬ জুলাই first appeared on Banglar Janarob.]]>
Salim vs Abu Taher: সেলিম বললেন, ‘তৃণমূলের খেলা শেষ’, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই’ পাল্টা তৃনমূল প্রার্থী আবু তাহের https://banglarjanarob.com/79030 Tue, 07 May 2024 11:13:43 +0000 https://banglarjanarob.com/?p=79030 বাংলার জনরব ডেস্ক :  ভোটের দিন সকাল থেকেই সক্রিয় ছিলেন সিপিএমে রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম কংগ্রেসের প্রার্থী মহম্মদ সেলিম। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এজেন্টকে ধরেছিলেন মোহাম্মদ সেলিম আর ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে দেখা গেল ফুরফুরা মেজাজে ডোমকলের মাঠে ক্রিকেট খেলতে। সারাদিন ধরে দুষ্কৃতীদের দাপট সামলানোর পাশাপাশি জোটের এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগের স্থাপন করার পর দুপুরের পরে অনেকটাই ফুরফুরা মেজাজে সিপিআইএমের রাজ্য সম্পাদক। ক্রিকেট খেলতে খেলতেই সাংবাদিকদের জানিয়ে দিলেন লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস প্রার্থী মহম্মদ সেলিম তৃণমূলের খেলা শেষ। এরপর অবশ্য পাল্টা উত্তর দিলেন তৃণমূল প্রার্থী আবু…

The post Salim vs Abu Taher: সেলিম বললেন, ‘তৃণমূলের খেলা শেষ’, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই’ পাল্টা তৃনমূল প্রার্থী আবু তাহের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক :  ভোটের দিন সকাল থেকেই সক্রিয় ছিলেন সিপিএমে রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম কংগ্রেসের প্রার্থী মহম্মদ সেলিম। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এজেন্টকে ধরেছিলেন মোহাম্মদ সেলিম আর ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে দেখা গেল ফুরফুরা মেজাজে ডোমকলের মাঠে ক্রিকেট খেলতে। সারাদিন ধরে দুষ্কৃতীদের দাপট সামলানোর পাশাপাশি জোটের এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগের স্থাপন করার পর দুপুরের পরে অনেকটাই ফুরফুরা মেজাজে সিপিআইএমের রাজ্য সম্পাদক।

ক্রিকেট খেলতে খেলতেই সাংবাদিকদের জানিয়ে দিলেন লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস প্রার্থী মহম্মদ সেলিম তৃণমূলের খেলা শেষ। এরপর অবশ্য পাল্টা উত্তর দিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তিনি বললেন,‘‘একটু বেশিই খেলে ফেললেন সেলিম সাহেব!’’

সেলিমকে নিয়ে তৃণমূল কংগ্রেস চেয়ে অনেকটাই অস্বস্তিতে পড়েছে তা বোঝা গেল তাদের প্রতিক্রিয়াতে। কারণ তৃণমূলের পক্ষ থেকে সেলিমের মতো রাজনীতিবিদের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ আনা হয়েছে। এ থেকে এটাই স্পষ্ট মহম্মদ সেলিমের প্রহরিতে বেশ খানিকটা ব্যাক ফুটে তৃণমূল কংগ্রেস।

তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদ আসনে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম। সকাল থেকে একাধিক জায়গায় ভোট প্রভাবিত করার অভিযোগ আসছিল তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। খবর পেতেই প্রায় সব জায়গাতেই ছুটে গিয়েছেন বাম প্রার্থী। ভোটকেন্দ্রের আশপাশ থেকে তৃণমূলের নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া থেকে শুরু করে ভুয়ো এজেন্ট পাকড়াও করেছেন ‘সক্রিয়’ সেলিম। বেলা গড়িয়ে দুপুর হতেই খোশমেজাজে ক্রিকেট খেলতে নেমে পড়েন তিনি। ডোমকলে তিনি ক্রিকেট খেললেন দলীয় সমর্থকদের সঙ্গে। ব্যাট হাতে খোশমেজাজেই চালিয়ে খেলতে দেখা গেল সেলিমকে।

ক্রিকেট প্রসঙ্গে সিপিএম নেতা বলেন, ‘‘তৃণমূল আর মাঠে নেই। মানুষের রায়ে গণতান্ত্রিক ভাবে ওরা বাতিল হবে, এটা বুঝে গিয়েছে। ওদের ভোট কারচুপির খেলা শেষ। তাই আমরাই একটু খেলছি।’’ তৃণমূল প্রার্থী আবু তাহের খান অবশ্য সেলিমের হুঁশিয়ারি শুনে মুচকি হেসে ফেলেন। তার পর হাসি সামলে শুধু বলেন, ‘‘সেলিম সাহেব একটু বেশিই খেলে ফেললেন। গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই।’’

The post Salim vs Abu Taher: সেলিম বললেন, ‘তৃণমূলের খেলা শেষ’, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই’ পাল্টা তৃনমূল প্রার্থী আবু তাহের first appeared on Banglar Janarob.]]>
‘জামিন নাগরিকের জীবনের অধিকার তা থেকে আপনি বঞ্চিত করতে পারেন না’ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদনের শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের https://banglarjanarob.com/79027 Tue, 07 May 2024 10:49:00 +0000 https://banglarjanarob.com/?p=79027 বাংলার জনরব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মঙ্গলবার ইডিকে বলেন, ‘‘কারও জীবনের অধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারেন না।’’ শীর্ষ আদালত আরও বলে, কেজরীওয়াল এক জন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট আরও বলে, যদি কেজরীওয়ালের অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করা হয়, তা হলেও তিনি কোনও সরকারি ফাইলে সই করতে পারবেন না। গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরীওয়াল। তার পর থেকে তিনি জেলবন্দি। তাঁর গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে দাবি করে প্রথমে দিল্লি…

The post ‘জামিন নাগরিকের জীবনের অধিকার তা থেকে আপনি বঞ্চিত করতে পারেন না’ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদনের শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মঙ্গলবার ইডিকে বলেন, ‘‘কারও জীবনের অধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারেন না।’’ শীর্ষ আদালত আরও বলে, কেজরীওয়াল এক জন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট আরও বলে, যদি কেজরীওয়ালের অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করা হয়, তা হলেও তিনি কোনও সরকারি ফাইলে সই করতে পারবেন না।

গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরীওয়াল। তার পর থেকে তিনি জেলবন্দি। তাঁর গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে দাবি করে প্রথমে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরী। কিন্তু দিল্লি হাই কোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা চলতি মাসের গোড়ায় সেই আবেদন খারিজ করে দেওয়ায় শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছিলেন আপ প্রধান।

গত শুনানিতে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মন্তব্য করেছিল, ‘‘লোকসভা ভোটের কথা মাথায় রেখে কেজরীওয়ালকে অন্তর্বর্তিকালিন জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’’

মঙ্গলবার শুনানির সময় দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের প্রসঙ্গ ওঠে। কেজরীওয়ালের হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি বলেন, ‘‘লোকসভা নির্বাচনে অংশ নেওয়া কেজরীওয়ালের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে।’’ বিচারপতি খান্নার বেঞ্চ জানায়, তারা দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তিকালীন জামিনের আবেদন শুনবে। কারণ, কেজরীওয়াল এক জন জনপ্রতিনিধি। নির্বাচনে জিতেছেন। নির্বাচনে প্রচারের প্রয়োজন রয়েছে তাঁর।

তবে কেজরীওয়ালের জামিনের বিরোধিতা করে ইডি আদালতে জানায়, ফৌজদারি মামলায় ধৃত সকলের অধিকার সমান। কেজরীওয়ালকে জামিন দিলে ভুল বার্তা যাবে। তদন্তের স্বার্থে ছ’মাসে তাঁকে ন’বার সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি এক বারও হাজিরা দেননি। সুপ্রিম কোর্ট বলে, ‘‘দেশে সাধারণ নির্বাচন হচ্ছে, আমরা কখনই তা উপেক্ষা করতে পারি না।’’

সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘আমরা কাউকে অন্তর্বর্তিকালীন জামিন দেওয়ার সময় পরীক্ষা করে দেখি তার অপব্যবহার হবে কি না।’’ তদন্তে ‘অসহযোগিতা’র কারণেই কেজরীকে গ্রেফতার করা হয়েছে বলে আদালতে জানায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সওয়াল, যদি কেজরীওয়ালকে জামিন দেওয়া হয়, তবে মানুষ ভাববেন তিনি কিছুই করেননি।

বিচারপতি খান্নার বেঞ্চ বলে, ‘‘যদি কেজরীওয়ালকে অন্তর্বর্তিকালীন জামিন দেওয়া হয়, তবে আদালত চায় না তিনি সরকারি কোনও কাজে যুক্ত থাকুন। না হলে বিতর্কের সৃষ্টি হতে পারে। আমরা সরকারের কাজে হস্তক্ষেপ করতে চাই না। নির্বাচন না হলে এই জামিনের বিষয় বিবেচনা করা হত না।’’ কেজরীওয়ালের আইনজীবী আদালতে জানান, লেফটেন্যান্ট গর্ভনর না বললে কোনও সরকারি কাজ করবেন না তাঁর মক্কেল।

মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে ইডি। তদন্ত কেন ধীর গতিতে হচ্ছে, প্রশ্ন করে শীর্ষ আদালত। এই মামলায় সাক্ষী এবং অভিযুক্তদের জেরা করতে কেন এত সময় নিল ইডি, তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

The post ‘জামিন নাগরিকের জীবনের অধিকার তা থেকে আপনি বঞ্চিত করতে পারেন না’ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদনের শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের first appeared on Banglar Janarob.]]>
আগামীকাল মঙ্গলবার এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে https://banglarjanarob.com/78989 Mon, 06 May 2024 12:22:04 +0000 https://banglarjanarob.com/?p=78989 বাংলার জনরব ডেস্ক : একদিনের জন্য পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। আগামীকাল সোমবার এই মামলার শুনানি সকাল ১১ টায় শুরু হবে। সময়ের অভাবেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। আসলে সোমবার প্রধান বিচারপতির এজলাসে প্রায় ৩০ টি মামলা ছিল। তাই দ্বিতীয় আর্ধে এই মামলা ধরার কথা ছিল কিন্তু দেখা যায় এই মামলার শুনানি প্রক্রিয়া শেষ হতে বেশ খানিকটা সময় লাগবে তাই প্রধান বিচারপতি সকলের কাছে অনুরোধ করেন আগামীকাল এই মামলা তিনি শুনবেন। সে দিনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনবে প্রায় ২৬…

The post আগামীকাল মঙ্গলবার এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : একদিনের জন্য পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। আগামীকাল সোমবার এই মামলার শুনানি সকাল ১১ টায় শুরু হবে। সময়ের অভাবেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। আসলে সোমবার প্রধান বিচারপতির এজলাসে প্রায় ৩০ টি মামলা ছিল। তাই দ্বিতীয় আর্ধে এই মামলা ধরার কথা ছিল কিন্তু দেখা যায় এই মামলার শুনানি প্রক্রিয়া শেষ হতে বেশ খানিকটা সময় লাগবে তাই প্রধান বিচারপতি সকলের কাছে অনুরোধ করেন আগামীকাল এই মামলা তিনি শুনবেন।

সে দিনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনবে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের মামলা।

সোমবার মামলাটির শুনানির কথা ছিল শীর্ষ আদালতে। গত শুনানিতে এই মামলায় চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। যোগ্য এবং অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। সোমবার বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হওয়ার কথা জানিয়েছিল তারা। ইতিমধ্যেই যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ২২ এপ্রিল ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতে যান চাকরিহারাদের একাংশও। সোমবার একত্রে এই সংক্রান্ত প্রায় ১০টি মামলা শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চের। প্যানেল থেকে কী ভাবে যোগ্যদের বাছাই করা সম্ভব হবে, গত শুনানিতে সেই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি। নিয়োগ প্রক্রিয়ার একাধিক ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরিপ্রাপকদের। হাই কোর্ট জানায়, এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। অভিযোগ ছিল, অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পদ তৈরি করা হয়েছিল এসএসসিতে। সেই পদ তৈরির অনুমোদন দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। কলকাতা হাই কোর্ট আরও জানায়, সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাই কোর্টের এই রায়ের খবর প্রকাশ্যে আসতে অসন্তোষ ছড়িয়ে পড়ে চাকরিহারাদের মধ্যে। তাঁদের প্রশ্ন, কয়েক জনের দুর্নীতির জন্য সকলের চাকরি কেন বাতিল করা হবে? বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছেন তাঁরাও। এ বার সেই মামলায় দেশের শীর্ষ আদালত কী করে, সে দিকে নজর ছিল সব পক্ষের।

মোট কথা হল দীর্ঘ শুনানির কারণেই এই মামলার দিন পরিবর্তন করা হয়েছে । আগামীকাল প্রধান বিচারপতির এজলাসে প্রথম শুনানি হবে একজন এর জামিনের আবেদন সেই শুনানির পরেই এসএসসি মামলা তিনি করবেন বলে জানিয়েছেন।

 

The post আগামীকাল মঙ্গলবার এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে first appeared on Banglar Janarob.]]>
আল মানার গার্লস স্কুলের মাধ্যমিকে কৃতি ছাত্রী লিলুফা মোল্লা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হতে চায় https://banglarjanarob.com/78985 Sun, 05 May 2024 13:35:58 +0000 https://banglarjanarob.com/?p=78985 বিশেষ প্রতিনিধি : – সুন্দরবন এলাকার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন আল-মানার গার্লস স্কুলের এক ছাত্রী চারটি বিষয়ে লেটার সহ প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে পাশ করেছে। মেয়েটির নাম লিলুফা মোল্লা। বাবা নুরমতি মোল্লা ভাঙাচোরা ব্যবসা করেন, মা লুৎফা মোল্লা গৃহবধু। অতি দরিদ্র পরিবারের এই মেয়েটি পড়াশোনা অর্থের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল সুন্দরবন আল-মানার গার্লস স্কুলের কর্ণধার মাওলানা আনোয়ার হোসেন কাসেমীর বিশেষ উদ্যোগে লিলুফা মোল্লা পড়াশুনা নতুন করে শুরু করে। আল মানার গার্লস স্কুলে সে বিনামূল্যে পড়াশোনা করে। সুন্দরবনের নির্দেশ খালির আল-মানার গার্লস স্কুলের পক্ষ থেকে এবার ১০ জন মেয়ে মাধ্যমিক পরীক্ষায়…

The post আল মানার গার্লস স্কুলের মাধ্যমিকে কৃতি ছাত্রী লিলুফা মোল্লা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হতে চায় first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : – সুন্দরবন এলাকার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন আল-মানার গার্লস স্কুলের এক ছাত্রী চারটি বিষয়ে লেটার সহ প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে পাশ করেছে। মেয়েটির নাম লিলুফা মোল্লা। বাবা নুরমতি মোল্লা ভাঙাচোরা ব্যবসা করেন, মা লুৎফা মোল্লা গৃহবধু। অতি দরিদ্র পরিবারের এই মেয়েটি পড়াশোনা অর্থের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল সুন্দরবন আল-মানার গার্লস স্কুলের কর্ণধার মাওলানা আনোয়ার হোসেন কাসেমীর বিশেষ উদ্যোগে লিলুফা মোল্লা পড়াশুনা নতুন করে শুরু করে। আল মানার গার্লস স্কুলে সে বিনামূল্যে পড়াশোনা করে।

সুন্দরবনের নির্দেশ খালির আল-মানার গার্লস স্কুলের পক্ষ থেকে এবার ১০ জন মেয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে ছিল তাদের মধ্যে লিলুফা মোল্লা সর্বোচ্চ নাম্বার পেয়েছে। তার প্রাপ্ত নাম্বার ৫৩৬।বাংলায় ৯০, ইংরেজিতে ৬৫,অঙ্কে ৪৫,ভৌত বিঞ্জানে ৬৫,জীবন বিঞ্জানে ৯৬,ইতিহাসে ৮১, এবং ভূগোলে ৯৪ নম্বর পেয়েছে। হতদরিদ্র পরিবারের এই মেয়েটি জন্মস্থান সুন্দরবন এলাকার রামচন্দ্র খালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলা হাজরা গ্রাম। নুন আনতে পান্তা ফুরায় এই পরিবারের জন্ম এই মেধাবী সন্তানের। পড়াশোনা বন্ধ হওয়ার মুখে নজরে পড়ে বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন কাসেমীর। মূলত কাসেমীর উদ্যোগে তাঁর প্রতিষ্ঠান আল মানার গার্লস স্কুলে নিখরচায় পড়াশোনা করে আজ সে মাধ্যমিকে কৃতি ছাত্রী হিসাবে নিজেকে প্রতিষ্টিত করতে পেরেছে।

লিলুফা আরো পড়াশোনা করতে চায় । সে একজন চিকিৎসক হিসেবে সাধারন মানুষের সেবা করতে চায়। তার কথায় ,গ্রামের অসংখ্য হতদরিদ্র মানুষ দুরারোগে রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যায়। অনেক সময় চিকিৎসার জন্য ক্যানিং,বারুইপুর এমনকি কলকাতায় ছুটতে হয়।যাতে করে গ্রামের মানুষ চিকিৎসা পরিষেবা পায় তারজন্য চিকিৎসক হতেই হবে। ’সুন্দরবন আল-মানার গার্লস্ স্কুলের শিক্ষক আবুল কাশেম লস্কর জানিয়েছে, ‘লিলুফা মাধ্যমিকে ভালো ফলাফল করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। আগামী দিনে আরো এমন লিলুফা যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানে তৈরী করা যায় সেদিক দিয়ে আমারা কঠোর পরিশ্রম চালিয়ে যাবো।’ পাশাপাশি লিলুফা যাতে তার স্বপ্ন বাস্তবে রুপায়িত করতে পারে তারজন্য সুন্দরবন আল-মানার গার্লস্ স্কুল সর্বদা পাশে থাকবে।’

লিলুফার এমন অভাবনীয় সাফল্যে সুন্দরবন আল-মানার গার্লস্ স্কুলের সচিব আনোয়ার হোসেন কাসেমি যথেষ্ট খুশি। তিনি জানিয়েছেন, ‘হতদরিদ্র পরিবার কিংবা স্কুল ছুট ছাত্রীদের নিয়েই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। কারণ নারী জাতিকে যদি শিক্ষার আলোয় আনা যায়, তবে দেশ ও দশের উন্নতি সাধন সম্ভব।ফলে লিলুফার মতো আরো দরিদ্র মেধাবী ছাত্রীরা যাতে সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আমাদের এই কর্মযঞ্জ।এছাড়াও আগামী দিনে লিলুফার স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় তারজন্য আমরা ওই দরিদ্র পরিবারের পাশে রয়েছি।’

অন্যদিকে স্থানীয় প্রাথমিক স্কুল শিক্ষক সাইদুল ইসলাম গাজী প্রতিবেশী দরিদ্র পরিবারের মেয়ে লিলুফার সাফল্যে খুশি।তিনি জানিয়েছে ,লিলুফা অত্যন্ত মেধাবী।আগামী দিনে লিলুফার পথ অনুসরণ করে অন্যান্যরা সুশিক্ষিত হয়ে সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে। লিলুফা কলাহাজরা গ্রামের গর্ব। ’

The post আল মানার গার্লস স্কুলের মাধ্যমিকে কৃতি ছাত্রী লিলুফা মোল্লা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হতে চায় first appeared on Banglar Janarob.]]>
“সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না’’ : মমতা বন্দ্যোপাধ্যায় https://banglarjanarob.com/78982 Sun, 05 May 2024 12:30:10 +0000 https://banglarjanarob.com/?p=78982 নিজস্ব প্রতিনিধি : বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে আজ রবিবার এক নির্বাচনী জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরু থেকেই তিনি বিজেপি এবং নরেন্দ্র মোদিকে নিশানা করেন। তিনি বলেন টাকা ছড়িয়ে বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। লাভপুরের এই সভা থেকে প্রথমেই তিনি অনুব্রত মণ্ডলের কথা বলেন, বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন এরা সাজিয়ে গুছিয়ে মিথ্যা মামলা করে অনুব্রত মণ্ডলকে জেলে পুরে রেখেছে। এরপরেই স্বাভাবিকভাবেই সন্দেশখালির ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে আজ আবার তীব্র ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। তিনি…

The post “সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না’’ : মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধি : বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে আজ রবিবার এক নির্বাচনী জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরু থেকেই তিনি বিজেপি এবং নরেন্দ্র মোদিকে নিশানা করেন। তিনি বলেন টাকা ছড়িয়ে বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। লাভপুরের এই সভা থেকে প্রথমেই তিনি অনুব্রত মণ্ডলের কথা বলেন, বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন এরা সাজিয়ে গুছিয়ে মিথ্যা মামলা করে অনুব্রত মণ্ডলকে জেলে পুরে রেখেছে।

এরপরেই স্বাভাবিকভাবেই সন্দেশখালির ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে আজ আবার তীব্র ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। তিনি বলেন নরেন্দ্র মোদির সন্দেশখালির জন্য কত কেঁদেছেন। আর আজ প্রমান হয়ে গেল ওটা সাজানো নাটক ছিল টাকা দিয়ে করানো হয়েছিল। মমতা এ দিন বলেন, ‘‘সন্দেশখালির কথা আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন। কিন্তু ঘটনাটা কী ভাবে সাজিয়েছিল, এক বারও কেউ বুঝতে পেরেছিলেন? সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না।’’

তিনি আরো বলেন, ‘‘রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছেন। কিন্তু তিন বছর ধরে একশো দিনের টাকা কেন দেননি? বার বার কেন্দ্রীয় টিম পাঠাচ্ছেন। আমি বলেছিলাম বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের আর বাংলার রিপোর্ট কার্ড প্রকাশ্যে আনতে। কিন্তু আপনারা জানতেন এখানে কিছু হয়নি।’’

বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘‘মোদীর দল, ক্ষমতা থাকলে আমার আর অভিষেকের নাম নিয়ে বিজ্ঞাপন করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা।’’বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি কয়লা মাফিয়া। ওদের মন্ত্রীরা টাকা খান। গরু আমাদের বিষয় নয়, ওটা বিএসএফ দেখে।’’

মমতা বলেন, ‘‘মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিয়ো বানাতে বানাতে বিজেপি স্পর্ধা বেড়ে গিয়েছে। সন্দেশখালির কালি ঢাকতে, এখন তৃণমূলের ঘরে কালি ঢালার চেষ্টা করছে।’’

বীরভূমের সভা থেকে আবারও নির্বাচন কমিশনকে নিশানা মমতার। তিনি বলেন, ‘‘বিজেপি বলছে এই ওসিটাকে চেঞ্জ করতে, করে দিচ্ছে। ডিআইজি পাল্টে দিচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে যা করতে বলছে, তাই করছে। এটা নির্বাচন কমিশন? তিন জনই বিজেপির কোলের সন্তান।’’

অমর্ত্য সেন প্রসঙ্গে মমতা বলেন, ‘‘অমর্ত্য সেনকে জমিহারা করে দিতে চেয়েছিল। সে দিন আমরা সবাই রুখে দাঁড়িয়ে ছিলাম। বিশ্বভারতীর ভিসি কী করেছিলেন সে দিন? বীরভূমের বদনাম করে দিয়েছিলেন।’’

অনুব্রত মণ্ডলকে নিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‘কেষ্ট কে ধরে রেখেছে কেন? নির্বাচনের জন্য। ওকে বলেছে তুমি বিজেপিকে মদত করে দাও, তোমায় ছেড়ে দেব। দেখবেন বীরভূমের ভোট হয়ে যাবে, কেষ্টও ছাড়া পেয়ে যাবে।’’

 

 

The post “সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না’’ : মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>