death | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sat, 12 Aug 2023 04:22:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg death | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Swapnadip Kundu: আর যেন কোন স্বপ্নদ্বীপের স্বপ্ন ভঙ্গ না হয় ! যাদবপুরের বাস্তুঘুঘুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ জরুরী! https://banglarjanarob.com/71590 Sat, 12 Aug 2023 04:20:48 +0000 https://banglarjanarob.com/?p=71590 সেখ ইবাদুল ইসলাম: মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ অনেক হয়েছে আর নয়। যাদবপুরের রাগিং কান্ড বন্ধ হওয়া উচিত। এ বিষয়ে সমস্ত নিয়ম-কানুনকে অগ্রাহ্য করে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করছি আমরা। যাদবপুরের অভ্যন্তরের যে চিত্র প্রকাশিত হচ্ছে তাতে আর যাই হোক মেধাবী সন্তানদের কাছে সেটা ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না। অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। হতেই পারে সেরা বিশ্ববিদ্যালয় তাহলে তরুণ প্রজন্মের নিরাপত্তা থাকবে না। রাগিং এর নাম করে যে অত্যাচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে কলকাতা পুলিশকে। প্রয়োজন হলে আইন পরিবর্তন…

The post Swapnadip Kundu: আর যেন কোন স্বপ্নদ্বীপের স্বপ্ন ভঙ্গ না হয় ! যাদবপুরের বাস্তুঘুঘুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ জরুরী! first appeared on Banglar Janarob.]]>
সেখ ইবাদুল ইসলাম: মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ অনেক হয়েছে আর নয়। যাদবপুরের রাগিং কান্ড বন্ধ হওয়া উচিত। এ বিষয়ে সমস্ত নিয়ম-কানুনকে অগ্রাহ্য করে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করছি আমরা। যাদবপুরের অভ্যন্তরের যে চিত্র প্রকাশিত হচ্ছে তাতে আর যাই হোক মেধাবী সন্তানদের কাছে সেটা ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না। অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। হতেই পারে সেরা বিশ্ববিদ্যালয় তাহলে তরুণ প্রজন্মের নিরাপত্তা থাকবে না। রাগিং এর নাম করে যে অত্যাচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে কলকাতা পুলিশকে। প্রয়োজন হলে আইন পরিবর্তন করতে হবে। ইউজিসির যে গাইড লাইন আছে, সেই গাইডলাইন কে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই দায় এবং দায়িত্ব দুটোই নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এরকম মেধাবী সন্তানের প্রয়োজন নেই যারা আরেক মেধাবী সন্তানকে মানসিকভাবে অত্যাচার করে এবং রাগিং এর নাম করে নিপীড়ন করে, এটা বন্ধ হওয়া প্রয়োজন। স্বপ্নদ্বীপ কুণ্ড কম্পিউটার সাইন্সের ছাত্র ছিল যাদবপুরকে ভালোবেসে বাংলা নিয়ে পড়তে এসেছিল তার পরিণতি দুদিনের মধ্যে স্বপ্নভঙ্গ হয়েছে। এর দায় কার! কেন যাদবপুরের ছাত্র হোস্টেল গুলিতে দিনের পর দিন গেস্টের নাম করে প্রাক্তন ছাত্ররা বসে থাকবে? কেন যাদবপুরের অধ্যাপক না নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করবেন কেন? যাদবপুরের প্রশাসনকর্তারা চুপ করে বসে থাকবেন! আজকের সভ্য সমাজে দাঁড়িয়ে এটা কল্পনা করা যায় না। রাগিংয়ের নাম করে এক মেধাবী সন্তানকে খুন করা হচ্ছে। নিরব প্রশাসন, নিরব কলকাতা পুলিশ!

ছাত্র ফেডারেশন রয়েছে ছাত্রদের অনুগামী সংগঠন সিপিএমের মদদপুষ্ট সংগঠন নিরব কেন? রাস্তায় নামছেন না? কেন প্রশ্ন তুলছেন না আর নয় আর কোন মেধাবী সন্তানকে মরতে দেওয়া যাবে না! কয়েক মাস আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুকুরে ভাসতে দেখা গেল এক প্রাক্তন ছাত্রকে! এ কোন মেধাবী বিশ্ববিদ্যালয় যেখানে আলোর চেয়ে অন্ধকার বেশি, কেন কেন এই অন্ধকার কেন স্বপ্নদ্বীপরা তাদের স্বপ্ন পূরণ করতে পারলেন না কারা দায়ী? কে দায়ী?

শুধু কি ছাত্র ফেডারেশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রয়েছে নকশাল পন্থী ছাত্র সংগঠন। আছে অন্যান্য ছাত্র সংগঠন তুলনায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন অনেকটাই দুর্বল যাদবপুরে। এই সকল ছাত্রসংগঠনগুলো নীরবতা অবলম্বন করছে কেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বপ্নদ্বীপ কুন্ডুদের আর্তনাদ কী শুনতে পাচ্ছেন না ?এই রাজ্যের তথাকথিত সুশীল সমাজের মানুষ কেন নামছে না তারা রাস্তায়? কেন বলছেন না যাদবপুরের এই রাগিং বন্ধ হওয়া প্রয়োজন?

সুতরাং দায়িত্ব নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । বাংলার মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ রয়েছে। তিনি ভাঙতে পারেন যাদবপুরের এই বাস্তু ঘুঘুদের বাসা গুলোকে যারা দিনের পর দিন যাদবপুরকে নিজেদের কব্জায় রেখেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষরা দাবি করেছেন স্বপ্নদ্বীপ কুন্ডু নিয়ম না মেনে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছিলেন সেই কর্তৃপক্ষদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে মুখ্যমন্ত্রীকে। একজন মানুষের মৃত্যু হল তরুণ প্রজন্মের একজন মানুষ চলে গেলেন এক ছাত্রের মৃত্যুর পর নীরবতা কেন ?

স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর পর যে কায়দায় কলকাতা পুলিশ তদন্ত করছে তা মেনে নেওয়া যায় না ক্ষিপ্রতার সঙ্গে তদন্তের গতিতে বাড়াতে হবে, প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকে গ্রেফতার করতে হবে। কাউকে ছেড়ে কথা বলা যাবে না। কারণ একজন তরুণ প্রজন্মের সন্তানের যেভাবে মৃত্যু হয়েছে তাকে মেনে নেয়া যায়না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা বলছেন যে স্বপ্নদ্বীপ নিয়ম না মেনে হোস্টেলে ভর্তি হয়েছিলেন কলকাতা পুলিশের উচিত এখুনি তাদেরকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে তদন্ত করুন পরিষ্কার হয়ে যাবে এই ঘটনার নেপথ্যে কারা কেন আড়াল করতে চাইছেন তাদের! আসলে কলকাতা পুলিশের সাহস নেই এই তদন্তের ভেতরে ঢোকার!

তবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকার কথা গণ আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা এক নেত্রী, তিনি বুঝতে পারছেন সাধারণ মানুষের মনের ব্যথা । গ্রাম বাংলার এক সন্তান কলকাতায় পড়তে এসেছিল স্বপ্ন নিয়ে তার স্বপ্ন যে ভাবে ধূলিসাৎ হয়ে গেল তার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া নৈতিক দায়িত্ব মুখ্যমন্ত্রীর। আর নয় অনেক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনি কঠোর হন যাদবপুরে বিষয়ে আপনাকে আরো বেশি কঠোর হতে হবে। এই ঘটনাকে যারা আড়াল করতে চাইছেন তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ করুন। কারণ মনে রাখবেন আজকে যদি আপনি কঠোর হন আজ যদি যাদবপুরের বাস্তু ঘুঘুদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন তাহলে আগামী দিন এই যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা এবং ভারতকে আরো আরো অনেক বেশি ভালো সন্তান উপহার দেবে।

 

 

The post Swapnadip Kundu: আর যেন কোন স্বপ্নদ্বীপের স্বপ্ন ভঙ্গ না হয় ! যাদবপুরের বাস্তুঘুঘুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ জরুরী! first appeared on Banglar Janarob.]]>
Accident: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৮, আহত ২০ https://banglarjanarob.com/58753 Mon, 25 Jul 2022 04:49:18 +0000 https://banglarjanarob.com/?p=58753 বাংলার জনরব ডেস্ক: আজ সোমবার সকালে দু’টি বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল অন্তত ৮জনের। জখম আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই মর্মান্তিক ঘটনায় টুইটে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। জানা গেছে আজ সকালে বিহার থেকে দিল্লিগামী ওই বাস দু’টি যাচ্ছিল। লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় দু’টি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। তাতে প্রাণ হারান অন্তত ৮ জন। জখম ২০ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভরতি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। দুর্ঘটনায়…

The post Accident: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৮, আহত ২০ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: আজ সোমবার সকালে দু’টি বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল অন্তত ৮জনের। জখম আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই মর্মান্তিক ঘটনায় টুইটে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

জানা গেছে আজ সকালে বিহার থেকে দিল্লিগামী ওই বাস দু’টি যাচ্ছিল। লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় দু’টি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। তাতে প্রাণ হারান অন্তত ৮ জন। জখম ২০ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভরতি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি টুইটে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। টুইটে তিনি লেখেন, “পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় প্রাণহানি খুবই দুঃখজনক ঘটনা। প্রশাসনিক আধিকারিকদের দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।”

এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরাও আকস্মিকতায় হতবাক। আতঙ্কে কাঁটা হয়ে গিয়েছেন তাঁরা।

 

The post Accident: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৮, আহত ২০ first appeared on Banglar Janarob.]]>
Hooch Death in Howrah: হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষমদ খেয়ে মারা গেছেন পাঁচ জন, অভিযোগ পরিবারের https://banglarjanarob.com/58586 Wed, 20 Jul 2022 06:16:47 +0000 https://banglarjanarob.com/?p=58586 বাংলার জনরব ডেস্ক : মদ খেয়ে একসঙ্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়িতে। মৃতদের পরিবারের অভিযোগ বিষমদ খেয়েই প্রাণ হারিয়েছেন এই পাঁচ জন। আশঙ্কাজনক অবস্থায় আরও অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার পুলিশ সুপার। ওই মদ বিক্রেতা প্রতাপ কর্মকার পলাতক বলেও পুলিশ সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বেশ কিছু মানুষ মঙ্গলবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মদ খাওয়ার কিছুক্ষণ পরই অনেকেরই বমি শুরু হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে এদের মধ্যে অনেকে…

The post Hooch Death in Howrah: হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষমদ খেয়ে মারা গেছেন পাঁচ জন, অভিযোগ পরিবারের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মদ খেয়ে একসঙ্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়িতে। মৃতদের পরিবারের অভিযোগ বিষমদ খেয়েই প্রাণ হারিয়েছেন এই পাঁচ জন। আশঙ্কাজনক অবস্থায় আরও অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার পুলিশ সুপার। ওই মদ বিক্রেতা প্রতাপ কর্মকার পলাতক বলেও পুলিশ সূত্রে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বেশ কিছু মানুষ মঙ্গলবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মদ খাওয়ার কিছুক্ষণ পরই অনেকেরই বমি শুরু হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে এদের মধ্যে অনেকে বাড়িতেই মারা যান। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার আধিকারিকরা মৃতদেহগুলি নিয়ে যায়। প্রায় ২০ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকাবাসীরা আরও অভিযোগ করেছেন, এই এলাকার রেললাইনের ধারে বেশ কিছু দেশী মদের ঠেক রয়েছে। এলাকার কারখানার শ্রমিকরা প্রায়শই এই ঠেকগুলি থেকে মদ খান। মঙ্গলবার অভিযুক্ত মদ বিক্রেতা প্রতাপের ঠেক থেকে মদ কিনে খাওয়ার পরই এই ঘটনা ঘটেছে বলেও স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা একটি ঠেকে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেছেন বলেও জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

The post Hooch Death in Howrah: হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষমদ খেয়ে মারা গেছেন পাঁচ জন, অভিযোগ পরিবারের first appeared on Banglar Janarob.]]>
Uttar Pradesh Accident: উত্তরপ্রদেশের রামপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ছ’জন, আহত ২১ https://banglarjanarob.com/58482 Sun, 17 Jul 2022 09:26:10 +0000 https://banglarjanarob.com/?p=58482 বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুর এলাকায় চলন্ত বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ছ’জন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ২১ জনকে।  ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। শনিবার মধ্যরাতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বাসের চালক জানিয়েছেন, ৫০ জন যাত্রীকে নিয়ে দিল্লি যাচ্ছিল বাসটি। মাঝরাতে বাসের যাত্রীরা ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই উলটো দিক থেকে ট্রাক এসে ধাক্কা মারে বাসটিতে। বাস চালকের মতে, সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন ট্রাকের চালক। তার ফলেই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। বাসচালক জানিয়েছেন, “আমি চেষ্টা করেছিলাম ট্রাকের সামনে…

The post Uttar Pradesh Accident: উত্তরপ্রদেশের রামপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ছ’জন, আহত ২১ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুর এলাকায় চলন্ত বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ছ’জন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ২১ জনকে।  ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

শনিবার মধ্যরাতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বাসের চালক জানিয়েছেন, ৫০ জন যাত্রীকে নিয়ে দিল্লি যাচ্ছিল বাসটি। মাঝরাতে বাসের যাত্রীরা ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই উলটো দিক থেকে ট্রাক এসে ধাক্কা মারে বাসটিতে। বাস চালকের মতে, সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন ট্রাকের চালক। তার ফলেই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।

বাসচালক জানিয়েছেন, “আমি চেষ্টা করেছিলাম ট্রাকের সামনে থেকে বাস সরিয়ে নিতে। স্টিয়ারিং ঘুরিয়ে নিলেও বাসের বাঁদিকে ধাক্কা মারে ট্রাকটি।”খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু বাসের যাত্রীদের অভিযোগ, সঠিকভাবে উদ্ধার কাজ চালানো হয়নি পুলিশের তরফে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পুলিশের সুপারিন্ডেন্ট সংসার সিং। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই অনুমান।সংসার সিং জানিয়েছেন, “ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচজনের। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে অ্যাম্বুল্যান্স নিয়েই আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা হাসপাতালে অন্য ডাক্তারদের ডেকে আনা হয় যেন আহতদের চিকিৎসা করা যায়। ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।”

The post Uttar Pradesh Accident: উত্তরপ্রদেশের রামপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ছ’জন, আহত ২১ first appeared on Banglar Janarob.]]>
Burnt Alive: মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে, অপরাধ কবুল করতেই অভিযুক্তকে জীবন্ত পুড়িয়ে মারা হল অসমের নওগাঁ জেলায়, দেশ জুড়ে সমালোচনার ঝড় https://banglarjanarob.com/58231 Sun, 10 Jul 2022 06:23:05 +0000 https://banglarjanarob.com/?p=58231 বাংলার জনরব ডেস্ক : মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে বিজেপি শাসিত অসম রাজ্যের একটি ঘটনায়। গ্রামের এক সালিশি সভায় অপরাধ কবুল করার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে পুড়িয়ে মারলেন বিচারকরা। আইন বিচার প্রশাসন কোনটাকে তক্তা না করে এই ধরনের বর্বরতা ঘটেছে অসমের নওগাঁ জেলায়। একজন ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারা হলো পুলিশের কাছে যখন খবর দেয় পুলিশ অনেক পরে আসে তত ক্ষণ ওই মানুষকে জীবন্ত পোড়ানো হয়ে গেছে । অসমের নগাঁও জেলার এই ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও লাভ হয়নি। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ‘অপরাধী’কে শাস্তি দিয়ে তাঁকে মাটিতে পুঁতে দিয়েছেন তাঁর…

The post Burnt Alive: মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে, অপরাধ কবুল করতেই অভিযুক্তকে জীবন্ত পুড়িয়ে মারা হল অসমের নওগাঁ জেলায়, দেশ জুড়ে সমালোচনার ঝড় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে বিজেপি শাসিত অসম রাজ্যের একটি ঘটনায়। গ্রামের এক সালিশি সভায় অপরাধ কবুল করার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে পুড়িয়ে মারলেন বিচারকরা। আইন বিচার প্রশাসন কোনটাকে তক্তা না করে এই ধরনের বর্বরতা ঘটেছে অসমের নওগাঁ জেলায়। একজন ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারা হলো পুলিশের কাছে যখন খবর দেয় পুলিশ অনেক পরে আসে তত ক্ষণ ওই মানুষকে জীবন্ত পোড়ানো হয়ে গেছে ।

অসমের নগাঁও জেলার এই ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও লাভ হয়নি। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ‘অপরাধী’কে শাস্তি দিয়ে তাঁকে মাটিতে পুঁতে দিয়েছেন তাঁর বিচারকারীরা। মৃত ব্যক্তির ৯০ শতাংশ পুড়ে যাওয়া দেহ মাটি খুঁড়ে খুঁজে বের করে পুলিশ।

নগাঁওয়ের বর লালুং এলাকা ঘটনাটি ঘটে শনিবার। নিহত ব্যক্তির নাম রনজি বরদোলোই। পুলিশ জানিয়েছে, তাঁদের কাছে সন্ধে ৬টা নাগাদ এ ব্যাপারে খবর আসে। তার পরেই পুলিশের একটি দল গিয়ে পৌঁছয় ওই গ্রামে। নগাঁওয়ের এসডিপিও এম দাস জানিয়েছেন, এই ঘটনায় বেশ কয়েক জনকে আপাতত আটক করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত বুধবার। বর লালুং গ্রামে এক সদ্য বিবাহিতার মৃতদেহ উদ্ধার হয়। পরে ওই গ্রামেরই কয়েক জন ব্যক্তি নিহত মহিলার শাশুড়ি স্থানীয়াকে বলতে শোনেন তিনিই তাঁর পুত্রবধূকে মেরেছেন। বিষয়টি গ্রামের প্রধানের কানে পৌঁছয়। কারবি সম্প্রদায় অধ্যুষিত গ্রামটিতে এই ঘটনাটিকে কেন্দ্র করে একটি সালিশি সভা ডাকা হয়। সেখানে ওই মহিলাকে খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিই জানান, সদ্য বিবাহিতাকে আসলে শ্বাসরোধ করে খুন করেছেন রনজিই। রনজিকে প্রশ্ন করা হলে তিনি সালিশি সভায় খুনের কথা স্বীকার করেন। তার পরই গ্রামবাসীদের আক্রোশের মুখে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

The post Burnt Alive: মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে, অপরাধ কবুল করতেই অভিযুক্তকে জীবন্ত পুড়িয়ে মারা হল অসমের নওগাঁ জেলায়, দেশ জুড়ে সমালোচনার ঝড় first appeared on Banglar Janarob.]]>
Tarun Majumdar Death:প্রয়াত কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার https://banglarjanarob.com/58022 Mon, 04 Jul 2022 06:24:54 +0000 https://banglarjanarob.com/?p=58022 আজ সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। কিডনি এবং হৃদ্‌যন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক। গত ১৪ জুন তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিনের মধ্যেই তাঁকে উডবার্ন ওয়ার্ড থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। পরে সেখানে অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল তাঁর। কিন্তু সম্প্রতি আবার অবনতি হতে থাকে তাঁর শারীরিক অবস্থার। রবিবার তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগত এক বড়ো মাপের পরিচালককে হারালো। চারটি জাতীয়…

The post Tarun Majumdar Death:প্রয়াত কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার first appeared on Banglar Janarob.]]>
আজ সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। কিডনি এবং হৃদ্‌যন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক।

গত ১৪ জুন তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিনের মধ্যেই তাঁকে উডবার্ন ওয়ার্ড থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। পরে সেখানে অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল তাঁর। কিন্তু সম্প্রতি আবার অবনতি হতে থাকে তাঁর শারীরিক অবস্থার। রবিবার তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগত এক বড়ো মাপের পরিচালককে হারালো।

চারটি জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালককে কেন্দ্র পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল ১৯৯০ সালে। এ ছাড়াও ফিল্মফেয়ার, বিএফজেএ পুরস্কার আনন্দলোক পুরস্কারে সম্মানিত করা হয়েছিল পরিচালককে।

 

The post Tarun Majumdar Death:প্রয়াত কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার first appeared on Banglar Janarob.]]>
Padma Bridge: উদ্বোধনের পর দিনই দুর্ঘটনা পদ্মা সেতুতে, মৃত ২ যুবক, নিষিদ্ধ বাইক চলাচল https://banglarjanarob.com/57735 Mon, 27 Jun 2022 03:27:27 +0000 https://banglarjanarob.com/?p=57735 উদ্বোধনের ৩৬ ঘন্টার মধ্যে পদ্মা সেতুতে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। রবিবার রাত সাড়ে ১০টার নাগাদ পদ্মা সেতুতে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘সমকাল’ সূত্রে খবর, পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যে দুই যুবকের মৃত্যু হয়েছে, তাঁদের নাম মহম্মদ আলমগীর হোসেন (২২) ও মহম্মদ ফজলু (২১)। তাঁদের বাড়ি দোহার থানায় এলাকায়। শনিবারই মহা ধুমধামে পদ্মা সেতুর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আর এর ৩৬ ঘণ্টার মধ্যে সেতুতে বাইক দুর্ঘটনা…

The post Padma Bridge: উদ্বোধনের পর দিনই দুর্ঘটনা পদ্মা সেতুতে, মৃত ২ যুবক, নিষিদ্ধ বাইক চলাচল first appeared on Banglar Janarob.]]>
উদ্বোধনের ৩৬ ঘন্টার মধ্যে পদ্মা সেতুতে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। রবিবার রাত সাড়ে ১০টার নাগাদ পদ্মা সেতুতে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘সমকাল’ সূত্রে খবর, পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যে দুই যুবকের মৃত্যু হয়েছে, তাঁদের নাম মহম্মদ আলমগীর হোসেন (২২) ও মহম্মদ ফজলু (২১)। তাঁদের বাড়ি দোহার থানায় এলাকায়।

শনিবারই মহা ধুমধামে পদ্মা সেতুর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আর এর ৩৬ ঘণ্টার মধ্যে সেতুতে বাইক দুর্ঘটনা বড়সড় প্রশ্ন তুলে দিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পরেই পদ্মা সেতুতে সোমবার অর্থাৎ ২৭ জুন ভোর ৬টা থেকে মোটরবাইক চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেতুতে বাইক চলাচল বন্ধই থাকবে।

The post Padma Bridge: উদ্বোধনের পর দিনই দুর্ঘটনা পদ্মা সেতুতে, মৃত ২ যুবক, নিষিদ্ধ বাইক চলাচল first appeared on Banglar Janarob.]]>
Bihar: বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু ক্ষতিপূরণ ঘোষণা নীতিশের https://banglarjanarob.com/57522 Mon, 20 Jun 2022 04:33:34 +0000 https://banglarjanarob.com/?p=57522 বাংলার জনরব ডেস্ক : বিহারে গত কয়েকদিনে ঝড়-বৃষ্টি বজ্রপাতের ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু নিয়ে ইতিমধ্যেই গভীর শোক ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। টুইটারে নীতীশ কুমার লিখেছেন, ‘ভাগলপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে মৃত ৩, খাগাড়িয়ায় দু’জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে এক জনের করে মৃত্যু হয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। চার লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।’ উল্লেখ্য, অতীতেও একাধিক বার বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারে। আবহাওয়া পরিস্থিতির…

The post Bihar: বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু ক্ষতিপূরণ ঘোষণা নীতিশের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বিহারে গত কয়েকদিনে ঝড়-বৃষ্টি বজ্রপাতের ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু নিয়ে ইতিমধ্যেই গভীর শোক ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

টুইটারে নীতীশ কুমার লিখেছেন, ‘ভাগলপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে মৃত ৩, খাগাড়িয়ায় দু’জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে এক জনের করে মৃত্যু হয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। চার লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।’ উল্লেখ্য, অতীতেও একাধিক বার বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারে।

আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখার পরামর্শ দিয়েছেন নীতীশ। এ জন্য হাওয়া অফিসের পূর্বাভাস মেনে চলার বার্তা দিয়েছেন। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন বিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

The post Bihar: বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু ক্ষতিপূরণ ঘোষণা নীতিশের first appeared on Banglar Janarob.]]>
Death:পানিহাটির দণ্ড মহোৎসবে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত তিন, আহত অনেক, ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর https://banglarjanarob.com/57236 Sun, 12 Jun 2022 11:57:28 +0000 https://banglarjanarob.com/?p=57236 বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসব মেলায় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হল তিন জনের। অসুস্থ হয়ে পড়লেন অনেকে। পানিহাটিতে ৫০০ বছরের বেশি প্রাচীন এই মেলা। পানিহাটির দণ্ড মহোৎসব তলায় প্রতি বছর এই অনুষ্ঠান হয়। কথিত আছে, মহাপ্রভু এখানে চিঁড়ে খেয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই এই মেলা শুরু হয়। এ বারের দণ্ড মহোৎসব ৫০৬তম। করোনার জন্য বছর দুয়েক এই মেলা বন্ধ ছিল। এ বার বরাবরের মতো মেলার আয়োজন করে পানিহাটি পুরসভা। সেখানে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন রবিবার। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন কয়েক জন।…

The post Death:পানিহাটির দণ্ড মহোৎসবে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত তিন, আহত অনেক, ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসব মেলায় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হল তিন জনের। অসুস্থ হয়ে পড়লেন অনেকে।

পানিহাটিতে ৫০০ বছরের বেশি প্রাচীন এই মেলা। পানিহাটির দণ্ড মহোৎসব তলায় প্রতি বছর এই অনুষ্ঠান হয়। কথিত আছে, মহাপ্রভু এখানে চিঁড়ে খেয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই এই মেলা শুরু হয়। এ বারের দণ্ড মহোৎসব ৫০৬তম। করোনার জন্য বছর দুয়েক এই মেলা বন্ধ ছিল। এ বার বরাবরের মতো মেলার আয়োজন করে পানিহাটি পুরসভা। সেখানে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন রবিবার। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন কয়েক জন। তিন জনের মৃত্যুও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে ২৫ জনের বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর অনুষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

The post Death:পানিহাটির দণ্ড মহোৎসবে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত তিন, আহত অনেক, ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর first appeared on Banglar Janarob.]]>
Park circus firing: পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি! মহিলাকে খুন করে আত্মঘাতী পুলিশকর্মী https://banglarjanarob.com/57127 Fri, 10 Jun 2022 09:24:21 +0000 https://banglarjanarob.com/?p=57127 বাংলার জনরব ডেস্ক : কলকাতার পার্ক সার্কাসের বাংলাদেশ উপ-দুতাবাস থেকে মাত্র ৫০ মিটার দূরে নিজের সার্ভিস রাইফেল থেকেেএলোপাথাড়ি গুলি চান এক পুলিশ কর্মী বলে খবর পাওয়া গেছে । এতে একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যান সঙ্গে ওই কনস্টেবল নিজের রাইফেল থেকে গুলিয়ে চালিয়ে আত্মঘাতী হন। শুক্রবার দুপুরে, বাংলাদেশ হাই কমিশন থেকে মাত্র ৫০ মিটার দূরে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর দেখা যায় আত্মঘাতী পুলিশকর্মীর পাশে পড়ে রয়েছে তাঁর ইনসাস সার্ভিস রাইফেল।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অন্তত ১০-১২ রাউন্ড গুলি চালান ওই পুলিশকর্মী। হঠাৎ গুলির আওয়াজে এলাকায় হইচই পড়ে যায়। ওই পুলিশ কর্মী…

The post Park circus firing: পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি! মহিলাকে খুন করে আত্মঘাতী পুলিশকর্মী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কলকাতার পার্ক সার্কাসের বাংলাদেশ উপ-দুতাবাস থেকে মাত্র ৫০ মিটার দূরে নিজের সার্ভিস রাইফেল থেকেেএলোপাথাড়ি গুলি চান এক পুলিশ কর্মী বলে খবর পাওয়া গেছে । এতে একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যান সঙ্গে ওই কনস্টেবল নিজের রাইফেল থেকে গুলিয়ে চালিয়ে আত্মঘাতী হন।

শুক্রবার দুপুরে, বাংলাদেশ হাই কমিশন থেকে মাত্র ৫০ মিটার দূরে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর দেখা যায় আত্মঘাতী পুলিশকর্মীর পাশে পড়ে রয়েছে তাঁর ইনসাস সার্ভিস রাইফেল।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অন্তত ১০-১২ রাউন্ড গুলি চালান ওই পুলিশকর্মী। হঠাৎ গুলির আওয়াজে এলাকায় হইচই পড়ে যায়। ওই পুলিশ কর্মী মাটিতে লুটিয়ে পড়ার পর আশপাশের মানুষ যখন সেখানে পৌঁছন, দেখা যায় বুলেটের খোল চারদিকে ছড়িয়ে পড়ে রয়েছে।
ঘটনার খবর পেয়ে আশপাশের থানার পুলিশ সেখানে পৌঁছেছে। স্থানীয় মহিলার মৃত্যুর ঘটনায় শোকে ও অসন্তোষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন। দুপুর পৌনে তিনটে পর্যন্ত খবর, অবরুদ্ধ হয়ে রয়েছে পার্কসার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং।
জানা গিয়েছে, যে পুলিশকর্মী নিজের সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালিয়েছেন তিনি বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তার কাজে সদ্য নিযুক্ত হয়েছিলেন। সূত্রের খবর, গুলিতে আরও একজন আহত হয়েছেন।
স্থানীয়দের দাবি, বাংলাদেশ উপদূতাবাসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই নিরাপত্তাকর্মী। আচমকাই তিনি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক মহিলার। জানা গিয়েছে, ওই মহিলা রাস্তা দিয়ে একটি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। তার পর নিরাপত্তাকর্মী নিজেকেও গুলি চালিয়ে শেষ করেন।

The post Park circus firing: পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি! মহিলাকে খুন করে আত্মঘাতী পুলিশকর্মী first appeared on Banglar Janarob.]]>