Aliah University VC | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Tue, 12 Apr 2022 13:09:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Aliah University VC | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 আলিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন ডঃ আবু তাহের কামরুদ্দিন https://banglarjanarob.com/54635 Tue, 12 Apr 2022 13:09:37 +0000 https://banglarjanarob.com/?p=54635 বুলবুল চৌধুরী : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোহাম্মদ আলী আজ মঙ্গলবার ১২ এপ্রিল উপাচার্য হিসেবে কর্মজীবন শেষ করলেন। আগামীকাল ১৩ ই এপ্রিল ডঃ মোহাম্মদ আলী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে কাজে যোগ দেবেন বলে জানা গেছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে হবেন? তা এখনো ঠিক হয়নি। আইন মেনে করতে হলে সার্চ কমিটি গঠন করতে হবে। সেই সার্চ কমিটি এখনও গঠিত হয়নি। তবে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলীর কাছ থেকে দায়িত্বভার বুঝে নিলেন অ্যাক্টিং উপাচার্য হিসেবে মাদ্রাসা বোর্ডের বর্তমান সভাপতি ডঃ…

The post আলিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন ডঃ আবু তাহের কামরুদ্দিন first appeared on Banglar Janarob.]]>
বুলবুল চৌধুরী : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোহাম্মদ আলী আজ মঙ্গলবার ১২ এপ্রিল উপাচার্য হিসেবে কর্মজীবন শেষ করলেন। আগামীকাল ১৩ ই এপ্রিল ডঃ মোহাম্মদ আলী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে কাজে যোগ দেবেন বলে জানা গেছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে হবেন? তা এখনো ঠিক হয়নি। আইন মেনে করতে হলে সার্চ কমিটি গঠন করতে হবে। সেই সার্চ কমিটি এখনও গঠিত হয়নি।

তবে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলীর কাছ থেকে দায়িত্বভার বুঝে নিলেন অ্যাক্টিং উপাচার্য হিসেবে মাদ্রাসা বোর্ডের বর্তমান সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন। বাংলার জনরবের পক্ষ থেকে ডঃ আবু তাহের কামরুদ্দিনকে অভিনন্দন জানানো হচ্ছে। আমরা প্রত্যাশা করি তার নেতৃত্বে আলিয়া বিশ্ববিদ্যালয় নতুন করে সেজে উঠবে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ডঃ মোহাম্মদ আলীকে ঘিরে দীর্ঘ কয়েক বছর ধরে যে বিতর্ক চলছিল আজকে তার পরিসমাপ্তি ঘটল বলে শিক্ষা মহল মনে করছে। তবে কয়েকদিন আগে তাকে যেভাবে অপমান এবং অপদস্ত করা হয়েছে তা কোনোভাবেই বাঞ্ছনীয় নয় বলে শিক্ষা মহল মনে করছে।

The post আলিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন ডঃ আবু তাহের কামরুদ্দিন first appeared on Banglar Janarob.]]>
“আলিয়ায় যা হয়েছে তা কোনও ভাবেই কাম্য নয়,এই ঘটনায় মাথা হেঁট হয়ে গিয়েছে’’ : ফিরহাদ হাকিম https://banglarjanarob.com/54368 Mon, 04 Apr 2022 14:01:17 +0000 https://banglarjanarob.com/?p=54368 বাংলার জনরব ডেস্ক : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হেনস্থা কে কেন্দ্র করে ভাইরাল হওয়া অডিও ক্লিপিং সামনে আসার পর রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। এর প্রেক্ষিতে রাজ্যের দুই মন্ত্রীর নাম ভাইরাল হওয়া অডিও তে  উচ্চারিত হয়। সে প্রসঙ্গে ডিজিটাল আনন্দবাজারের কাছে মন্তব্য করতে গিয়ে দুই মন্ত্রী ভিন্ন কথা বলেছেন। ডিজিটাল আনন্দবাজারে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রাব্বানী নাম ওই ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন আমার গলা তো শোনা যায়নি। কে কোথায় আমার নাম ব্যবহার করল তা নিয়ে আমি কিছু বলতে পারব না। আলিয়ার…

The post “আলিয়ায় যা হয়েছে তা কোনও ভাবেই কাম্য নয়,এই ঘটনায় মাথা হেঁট হয়ে গিয়েছে’’ : ফিরহাদ হাকিম first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হেনস্থা কে কেন্দ্র করে ভাইরাল হওয়া অডিও ক্লিপিং সামনে আসার পর রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। এর প্রেক্ষিতে রাজ্যের দুই মন্ত্রীর নাম ভাইরাল হওয়া অডিও তে  উচ্চারিত হয়। সে প্রসঙ্গে ডিজিটাল আনন্দবাজারের কাছে মন্তব্য করতে গিয়ে দুই মন্ত্রী ভিন্ন কথা বলেছেন। ডিজিটাল আনন্দবাজারে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রাব্বানী নাম ওই ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন আমার গলা তো শোনা যায়নি। কে কোথায় আমার নাম ব্যবহার করল তা নিয়ে আমি কিছু বলতে পারব না।

আলিয়ার পড়ুয়ারা বলছেন, ওই কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তি তৃণমূলের ছাত্র নেতা। এক জন আলিয়ার প্রাক্তনী এবং অন্য জন, তৃতীয় বর্ষের পড়ুয়া। ফোনের এক প্রান্ত থেকে বলতে শোনা যায়, উপাচার্যকে তিনি নিজেই বার করে দেবেন। শুধু সঙ্গে এক জন লাগবে। এ-ও বলা হয়, এ নিয়ে ফিরহাদ হাকিম, গোলাম রব্বানির মতো রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের শীর্ষ নেতাদের কথাও হয়েছে। এই অভিযোগ শুনে সংবাদমাধ্যমের কাছে রব্বানির প্রতিক্রিয়া, ‘‘আমার গলা তো শোনা যায়নি।’’ অন্য দিকে, ফিরহাদ দাবি করেন, এই ধরনের কোনও ঘটনার নির্দেশ তিনি দেননি।

অডিয়োয় এক জনকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যদি সৎ সাহস থাকে আমি, তুমি দু’জন মিলে ওকে বের করে দেব। আমি নিজে বের করে দেব। শুধু আমার সঙ্গে আর এক জন চাই।’’ তাঁকে এ-ও বলতে শোনা যায়, ‘‘গোলাম রব্বানি ও ববিদা আমাকে এক সপ্তাহ টাইম দিয়েছিল। নতুন কোন ভিসি (উপাচার্য) আসবে জানি। ও এখন সায়নী ঘোষের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে নিজের মেয়াদ বাড়াতে চাইছে।’’

ওই অডিয়ো ক্লিপে শোনা এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আলিয়ার বিক্ষোভে পুলিশ নাক গলাবে না।’’ ওই কণ্ঠস্বর জিম নাওয়াজ নামে এক ব্যক্তির বলে দাবি পড়ুয়াদের। এই বিষয়ে অভি‌যুক্ত জিম নাওয়াজ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘যে ভাইরাল অডিয়ো প্রকাশ পেয়েছে তাতে কন্ঠস্বর আমারই, তবে এই কথোপকথনের সঙ্গে এখনকার ঘটনার কোনও ‌যোগ নেই। আট মাস আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ‌যে আন্দোলন হয় সেই সময়কার অডিয়ো ‌যা এখন বিকৃত করে প্রকাশ করা হচ্ছে।’’

এ প্রসঙ্গে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন,   ‘‘জিম নওয়াজ সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তা ঠিক নয়। ছাত্রনেতার নামে সে কলঙ্ক। নির্বাচনের সময় জিম নওয়াজ সংখ্যালঘু বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছিলেন। সম্প্রতি অনিস খানের বিষয়েও কিছু সাজেশন দিয়েছিলেন। কিন্তু তার অর্থ কখনওই এটা হতে পারে না, আমি এই ধরনের কোনও ঘটনার জন্য নির্দেশ দিয়েছিলাম।’’

রব্বানি বলেন, ‘‘আমি এক জন উপাচার্যের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করব? আমার নাম কোনও অডিয়োয় কেউ বললে কি আমার কিছু করার আছে?’’ এর পাশাপাশি তাঁর প্রশ্ন, ‘‘আমার কণ্ঠস্বর কি শোনা যাচ্ছে? যদি সেটা হত তবে বুঝতাম কোথাও কিছু একটা ভুল হচ্ছে।’’ অডিয়োয় সায়নীর নাম শোনা গেলেও অভিনেত্রী রাজনীতিক এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

ফিরহাদ গোটা ঘটনার নিন্দা করার পাশাপাশি দুঃখপ্রকাশও করেন। বলেন, ‘‘আলিয়ায় যা হয়েছে তা কোনও ভাবেই কাম্য নয়। এই ঘটনায় মাথা হেঁট হয়ে গিয়েছে।’’

সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার

The post “আলিয়ায় যা হয়েছে তা কোনও ভাবেই কাম্য নয়,এই ঘটনায় মাথা হেঁট হয়ে গিয়েছে’’ : ফিরহাদ হাকিম first appeared on Banglar Janarob.]]>
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্তার নেপথ্যে কী শুধু গিয়াসউদ্দিন মন্ডল ? নাকি আরও বড় ষড়যন্ত্র? https://banglarjanarob.com/54366 Mon, 04 Apr 2022 12:29:36 +0000 https://banglarjanarob.com/?p=54366 বুলবুল চৌধুরী : গত শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলীকে যে অকথ্য অশ্লীল গালিগালাজ এবং খুন করে দেয়ার হুমকি দেয়া হয়েছে তার নেপথ্যে শুধু কি গিয়াস উদ্দিন মন্ডল দায়ী। নাকি বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বাংলার জনরব যা জানতে পেরেছে এককথায় চাঞ্চল্যকর। বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কে ব্যবহার করে কিছু মানুষ আলিয়া বিশ্ববিদ্যালয়ে অশান্তি সৃষ্টি করে চলেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে জানা যাচ্ছে শুধু গিয়াস উদ্দিন মন্ডল নয় আলিয়ার ভিসিকে অপমান লাঞ্ছনা এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে জোর করে বের করে…

The post আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্তার নেপথ্যে কী শুধু গিয়াসউদ্দিন মন্ডল ? নাকি আরও বড় ষড়যন্ত্র? first appeared on Banglar Janarob.]]>
বুলবুল চৌধুরী : গত শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলীকে যে অকথ্য অশ্লীল গালিগালাজ এবং খুন করে দেয়ার হুমকি দেয়া হয়েছে তার নেপথ্যে শুধু কি গিয়াস উদ্দিন মন্ডল দায়ী। নাকি বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বাংলার জনরব যা জানতে পেরেছে এককথায় চাঞ্চল্যকর। বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কে ব্যবহার করে কিছু মানুষ আলিয়া বিশ্ববিদ্যালয়ে অশান্তি সৃষ্টি করে চলেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে জানা যাচ্ছে শুধু গিয়াস উদ্দিন মন্ডল নয় আলিয়ার ভিসিকে অপমান লাঞ্ছনা এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে জোর করে বের করে দেয়ার ঘৃণ্য ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। ইতিমধ্যে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যাতে এ নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে।

আসলে সমস্যা অন্য জায়গায় আমরা বিগত নয় মাস ধরে বলে আসছি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন। কিন্তু কোন এক অজানা কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে নীরব রয়েছেন। ফলে ছাত্র থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে। সেই খবর আমরা বাংলার জনরব একটা সময় নিয়মিত মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু তাতেও সরকারের একটা অংশ আলিয়া বিশ্ববিদ্যালয়ের  ভিসির বিরুদ্ধচারণ করে চলেছে ।এক কথায় বলা যেতে পারে আলিয়া বিশ্ববিদ্যালয় কে বাঙালি মুসলিম শূন্য করার গভীর চক্রান্ত করা হচ্ছে।

আর এই কাজ করতে গিয়ে তাঁরা নীরবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকেই যে ক্ষুণ্ন করছে তা তারা ভেবে উঠতে পারছে না। আমরা বহুবার বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করবেন না। তা নিয়ে আমাদেরকে কটাক্ষ শুনতে হয়েছে বেশ কয়েকজন তথাকথিত মেকি মমতা দরদী তৃণমূল নেতাদের কাছ থেকে। মনে রাখতে হবে মেকি দরদ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন পাওয়ার চেষ্টা যারা করছেন তারা আসলে গোপনে ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন সুনিশ্চিত করার চেষ্টা করে চলেছেন। যেমন এক ব্যক্তি যিনি fact-finding এর জনক বলে নিজেকে দাবি করে থাকেন শোনা যায় তিনি নাকি বিজেপির এক মুসলিম নেত্রীর ঘনিষ্ঠ ।ওই নেত্রী যখন ভোটে দাঁড়িয়েছিল তখন তার পক্ষে সওয়াল করেছিলেন বিভিন্ন জায়গায়।

সেই বিজেপি ঘনিষ্ট নেতাটি এখন তৃণমূলের পাওয়ারফুল নেতায় পর্যবেশিত হয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম এর সঙ্গে আমাদের মতো মানুষেরা দেখা করতে গেলে ঘন্টার পর ঘন্টা বাইরে অপেক্ষা করতে হয় কিন্তু ওই সব ব্যক্তিরা যারা দিনের বেলা তৃণমূল কংগ্রেস রাতের বেলা বিজেপির সঙ্গে গোপন সমঝোতা করে চলেছে তারা দেখা করতে গেলে মন্ত্রী ফিরহাদ হাকিম সঙ্গে সঙ্গে দেখা করেন বিষয়টি আমাদের কাছে এখনো বোধগম্য হচ্ছে না! বাংলার জনরব নাম প্রকাশ করতে ভয় পায় না। কিন্তু তৃণমূলের নেতৃত্ব যদি জানতে চান তাহলে যারা তৃণমূলের মধ্যে বসে  যে সকল মুসলিম নেতারা গোপনে বিজেপির সঙ্গে সমঝোতা করে মমতা ব্যানার্জির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তাদের নাম-ঠিকানা আমরা দিতে পারি।

আর এই সকল নেতারাই আলিয়া বিশ্ববিদ্যালয় কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করে চলেছে। আমরা আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এখনই এই সকল নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া, না হলে আখেরে পস্তাতে হবে।

The post আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্তার নেপথ্যে কী শুধু গিয়াসউদ্দিন মন্ডল ? নাকি আরও বড় ষড়যন্ত্র? first appeared on Banglar Janarob.]]>
Aliah University: অপমানে আলিয়া ছাড়তে চান উপাচার্য, ঘটনার দিন পুলিশের সাহায্যও পাননি শুক্রবারের ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপাচার্য মোহাম্মদ আলী https://banglarjanarob.com/54364 Mon, 04 Apr 2022 11:13:07 +0000 https://banglarjanarob.com/?p=54364 বাংলার জনরব ডেস্ক : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী মেয়াদ বৃদ্ধি সিদ্ধান্ত নিতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী বলে শোনা গেলেও কিন্তু গত শুক্রবার পরিকল্পিতভাবে তাকে অপমান করার জন্য আলিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি থাকতে চান না । ক্ষোভ দুঃখ অভিমানে তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে চান। আগামী ১২ এপ্রিল মোহাম্মদ আলীর কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু শোনা যাচ্ছিল মুখ্যমন্ত্রী নাকি মোহাম্মদ আলীকে পুনরায় উপাচার্য পদে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে গত শুক্রবারের ঘটনার পর ওই পদে আর থাকতে চান না বলেই পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মোহাম্মদ আলী বলে জানা গেছে। গত সপ্তাহের ওই…

The post Aliah University: অপমানে আলিয়া ছাড়তে চান উপাচার্য, ঘটনার দিন পুলিশের সাহায্যও পাননি শুক্রবারের ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপাচার্য মোহাম্মদ আলী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী মেয়াদ বৃদ্ধি সিদ্ধান্ত নিতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী বলে শোনা গেলেও কিন্তু গত শুক্রবার পরিকল্পিতভাবে তাকে অপমান করার জন্য আলিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি থাকতে চান না । ক্ষোভ দুঃখ অভিমানে তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে চান। আগামী ১২ এপ্রিল মোহাম্মদ আলীর কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু শোনা যাচ্ছিল মুখ্যমন্ত্রী নাকি মোহাম্মদ আলীকে পুনরায় উপাচার্য পদে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে গত শুক্রবারের ঘটনার পর ওই পদে আর থাকতে চান না বলেই পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মোহাম্মদ আলী বলে জানা গেছে।

গত সপ্তাহের ওই ঘটনার পরে সোমবার প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে মোহাম্মদ আলী বলেন, ‘‘ছাত্রেরা যে এই ভাষা প্রয়োগ করতে পারে, চড় মারার কথা, কান ধরে ওঠবস করতে বলতে পারে, তা আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে শিক্ষক হিসেবে আমি ব্যর্থ।’’

বর্তমান পরিস্থিতিতে তিনি আর আলিয়ায় থাকতে চান না বলে জানিয়েছেন উপচার্য। ফিরে যেতে চান নিজের পুরনো কর্মস্থল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মহম্মদ আলী বলেন, ‘‘আমি ইতিমধ্যেই আমাদের (যাদবপুরের) উপাচার্য সুরঞ্জন দাসকে একটি চিঠি দিয়েছি। উনি তাঁর জবাবও দিয়েছেন।’’ নিউ টাউনের ওই বিশ্ববিদ্য়ালয়ে তিনি আর নিজেকে ‘নিরাপদ’ এবং ‘সম্মানিত’ বলে মনে করছেন না বলে জানান মহম্মদ আলী।

উপাচার্য জানিয়েছেন, ঘটনার দিন উত্তেজনা আঁচ পেয়ে তিনি প্রথমে বোর্ড রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু অভিযুক্তেরা জোরে জোরে দরজা ধাক্কা দেওয়ার তিনি বেরিয়ে আসতে বাধ্য হন। ‘দাপুটে’ ছাত্রনেতা গিয়াসউদ্দিন এবং তাঁর ১০-১৫ জন সঙ্গীর হাতে হেনস্থার সময় তিনি পুলিশকে ফোন করেও সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন উপাচার্য। তিনি বলেন, ‘‘ফোনে পুলিশকে জানানোর পরে তারা ‘দেখছি দেখছি’ বলে ফোন কেটে দেয়।’’

বহিষ্কৃত টিএমসিপি নেতা গিয়াসউদ্দিন-সহ অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হলেও তাঁরা নিরাপত্তারক্ষীদের ভয় দেখিয়ে জোর করে ঢুকেছে বলে অভিযোগ করেন নিগৃহীত উপাচার্য।

এই অবস্থায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেলে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সমাজে ব্যাপক প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে। জানা গেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত। তবে এক কথায় বলে দিতে পারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অশালীন দুর্ব্যবহার করা হয়েছে তা এককথায় বাংলা সংস্কৃতির লজ্জা। এই ধরনের ছাত্রনেতাদের যে দল চেয় নেতা যে মন্ত্রী প্রশ্রয় দেন তিনি আসলে সমাজবিরোধীদের জন্ম দেন। আলিয়া বিশ্ববিদ্যালয় যা ঘটেছে এক কথায় লজ্জা বলা যেতে পারে। পুলিশ কেন নীরবতা অবলম্বন করেছে সে কথাটাও মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। ঘটনার সঙ্গে যদি শাসকদলের কোন বড় নেতা যুক্ত থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন কেন এটাও রাজ্যের সাধারণ মানুষকে ভাবাচ্ছে।

 

The post Aliah University: অপমানে আলিয়া ছাড়তে চান উপাচার্য, ঘটনার দিন পুলিশের সাহায্যও পাননি শুক্রবারের ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপাচার্য মোহাম্মদ আলী first appeared on Banglar Janarob.]]>
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরকে হেনস্থা করার ভিডিও ভাইরাল হওয়ার পরেই গ্রেফতার গিয়াস উদ্দিন মন্ডল, ভিসি ফোন করা সত্ত্বেও কেন পুলিশ যায়নি? মমতার কাছে রাজধর্ম প্রত্যাশা করে বাংলার মানুষ https://banglarjanarob.com/54338 Sun, 03 Apr 2022 11:34:34 +0000 https://banglarjanarob.com/?p=54338 বাংলার জনরব ডেস্ক : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলীকে কুৎসিত ভাষায় গালিগালাজ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে শেষ পর্যন্ত প্রাক্তন তৃণমূল ছাত্র নেতা গিয়াস উদ্দিন  মন্ডলকে গ্রেপ্তার করলো নিউটাউন থানার পুলিশ। উপাচার্যকে অকথ্য গালিগালাজ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। নিউটাউন থেকেই গ্রেফতার করা হয় গিয়াসউদ্দিনকে। নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের পাশের এলাকায় একটি মেসে থাকত অভিযুক্ত এই বহিষ্কৃত ছাত্রনেতা। এদিন সে মেস থেকে বাইরে বের হতেই পুলিশ তাকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয়েছে গিয়াসউদ্দিনের মোবাইল ফোন। এদিকে, উপাচার্যকে হেনস্থার প্রতিবাদে কাল থেকে আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়াদের। আনকাট ভাইরাল ভিডিও   সম্প্রতি…

The post আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরকে হেনস্থা করার ভিডিও ভাইরাল হওয়ার পরেই গ্রেফতার গিয়াস উদ্দিন মন্ডল, ভিসি ফোন করা সত্ত্বেও কেন পুলিশ যায়নি? মমতার কাছে রাজধর্ম প্রত্যাশা করে বাংলার মানুষ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলীকে কুৎসিত ভাষায় গালিগালাজ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে শেষ পর্যন্ত প্রাক্তন তৃণমূল ছাত্র নেতা গিয়াস উদ্দিন  মন্ডলকে গ্রেপ্তার করলো নিউটাউন থানার পুলিশ। উপাচার্যকে অকথ্য গালিগালাজ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। নিউটাউন থেকেই গ্রেফতার করা হয় গিয়াসউদ্দিনকে। নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের পাশের এলাকায় একটি মেসে থাকত অভিযুক্ত এই বহিষ্কৃত ছাত্রনেতা। এদিন সে মেস থেকে বাইরে বের হতেই পুলিশ তাকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয়েছে গিয়াসউদ্দিনের মোবাইল ফোন। এদিকে, উপাচার্যকে হেনস্থার প্রতিবাদে কাল থেকে আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়াদের।

আনকাট ভাইরাল ভিডিও

 

সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন ঘটনা ঘটে। ঘরে ঢুকে উপাচার্যকে তুই তোকারি করে অকথ্য ভাষায় গালাগালি করেন বহিষ্কৃত ছাত্র নেতার। অভিযুক্ত টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট গিয়াসুদ্দিন মণ্ডল। ভাইরাল ভিডিওতে উপাচার্যকে লক্ষ্য করে বলতে শোনা গিয়েছে, ‘এবার ডাক, এখান থেকে ফোন কর, এই আলিয়ার বেহাল অবস্থা কে করেছে? আলিয়ার বেহাল অবস্থা করার জন্য তুই….’। দেওয়া হয় খুনেও হুমকিও! TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের মুখের ভাষা এতটাই অশালীন, যে তা প্রকাশের অযোগ্য। ঘটনাটি ঘটেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে। বহিষ্কৃত ছাত্রনেতার হুমকি ও অশালীন ভাষার মুখে উপাচার্য মহম্মদ আলি। ভাইরাল ভিডিওতে অভিযুক্ত বলতে শোনা যায়, ‘না হলে দুটো গালে চড়িয়ে দেব। বাঁদর চড়ানো। আমার চড় প্রচুর লাগে। যে ক’টা তোর ছেলে আছে জিজ্ঞেস করবি।’

আনকাট ভাইরাল ভিডিও :

 

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তোলাবাজি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয় গিয়াসউদ্দিন মণ্ডল নামে ওই ছাত্রনেতাকে। বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই ৩ বহিরাগতকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন তিনি। পিএচডি লিস্টে স্বজনপোষণের অভিযোগ তুলে ঘেরাও করেন উপাচার্যকে। শুরু হয় তাণ্ডব, অকথ্য ভাষায় গালাগালি, হুমকি। ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, ‘আপনাকে আমি ফোন করলাম, সেই সময় যে আমার ছেলেপিলেগুলো সাসপেন্ড রাস্টিকেট হয়েছে স্যর। এই আমি বেশি কথা বলতে চাই না তোমার সঙ্গে। আজকে আপনি শুনছেন। আপনি আমাকে চেনেনই না ঠিক মতো? বলে যায়নি ঠিকভাবে।’

যে ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর এই ঘটনার ভাইরাল ভিডিও সামনে আসার পর থেকেই তীব্র হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আনকাট ভাইরাল ভিডিও

 

প্রশ্ন উঠেছে স্বাভাবিক নিয়মেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গিয়াস উদ্দিন মন্ডল কে। কিন্তু উপাচার্যকে যখন হেনস্থা করা হয় সেই সময় একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুলিশের সাহায্য চেয়ে ছিলেন। কোন কারণে পুলিশ ঘটনাস্থলে চাইনি তাই স্পষ্ট করুক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ জানতে চাই গিয়াস উদ্দিন মন্ডল নামে ছেলেটি পেছনে কোনো প্রভাবশালী মহলের মধ্যে রয়েছে তা সামনে আনা হোক।

শুধু গিয়াস উদ্দিন মন্ডল কে গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্যাকে যারা জিইয়ে রেখেছে তাদেরকে সামনে আনতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রশাসনিক কর্তা হিসেবে আমরা বিশ্বাস করি তিনি রাজ ধর্ম পালন করবেন দুধ কা দুধ পানি কা পানি করে দেবেন।

 

The post আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরকে হেনস্থা করার ভিডিও ভাইরাল হওয়ার পরেই গ্রেফতার গিয়াস উদ্দিন মন্ডল, ভিসি ফোন করা সত্ত্বেও কেন পুলিশ যায়নি? মমতার কাছে রাজধর্ম প্রত্যাশা করে বাংলার মানুষ first appeared on Banglar Janarob.]]>
Aliah University : আলিয়ার উপাচার্যকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে শুধু মমতার ভাবমূর্তিতে নয়, বাংলার শিক্ষা-ঐতিহ্য-সংস্কৃতিতে আঘাত দেওয়া হয়েছে https://banglarjanarob.com/54324 Sun, 03 Apr 2022 08:10:50 +0000 https://banglarjanarob.com/?p=54324 বুলবুল চৌধুরি : লজ্জা ! বললেও কম বলা হয় । যেভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের চেম্বারে ঢুকে হুমকি গালাগালি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ভাবমূর্তি তো বিনষ্ট হয়েছে, সমগ্র দেশের সামনে বাংলার শিক্ষা-ঐতিহ্য ও সংস্কৃতি আক্রান্ত হয়েছে । এরপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো দেওয়া হয়নি । সবচেয়ে আশ্চর্য লেগেছে, ভিসি নাকি পুলিশের সাহায্য চেয়েছিলেন, পুলিশ সাহায্য তো করেই নি, অন্তত সম্মান জানিয়ে একবারও আসতে তো পারতেন বিশ্ববিদ্যালয়ে। বামফ্রন্ট রাজত্ব আমরা দেখেছি , পুলিশ কাজকর্মও আমরা দেখেছি সে আমলে । কিন্ত কোনো শিক্ষাবিদ…

The post Aliah University : আলিয়ার উপাচার্যকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে শুধু মমতার ভাবমূর্তিতে নয়, বাংলার শিক্ষা-ঐতিহ্য-সংস্কৃতিতে আঘাত দেওয়া হয়েছে first appeared on Banglar Janarob.]]>
বুলবুল চৌধুরি : লজ্জা ! বললেও কম বলা হয় । যেভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের চেম্বারে ঢুকে হুমকি গালাগালি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ভাবমূর্তি তো বিনষ্ট হয়েছে, সমগ্র দেশের সামনে বাংলার শিক্ষা-ঐতিহ্য ও সংস্কৃতি আক্রান্ত হয়েছে । এরপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো দেওয়া হয়নি । সবচেয়ে আশ্চর্য লেগেছে, ভিসি নাকি পুলিশের সাহায্য চেয়েছিলেন, পুলিশ সাহায্য তো করেই নি, অন্তত সম্মান জানিয়ে একবারও আসতে তো পারতেন বিশ্ববিদ্যালয়ে। বামফ্রন্ট রাজত্ব আমরা দেখেছি , পুলিশ কাজকর্মও আমরা দেখেছি সে আমলে । কিন্ত কোনো শিক্ষাবিদ পুলিশের দ্বারস্থ হলে পুলিশ কথা শোনোনি এ ঘটনা আমার জানা নেই । ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ আলি বসে আছেন তাঁকে ঘিরে ধরে চার/পাঁচ জন অশ্লীল ভাষায় গালাগালি করছে ।

এরা বর্তমানে কেউ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নন, তাহলে কে তাদের তান্ডব চালানোর অধিকার দিল ? কাদের নির্দেশে ভিসি পুলিশের সাহায্য চাইলেও পুলিশ আসেননি । মমতা বন্দ্যোপাধ্যায়কে এর উত্তর দিতে হবে না । কারণ বাংলার ঐতিহ্য শিক্ষা সংস্কৃতিকে বিনষ্ট করার অধিকার তৃণমূল কংগ্রেসের নেই । সহজ এবং সরল ভাবে বললে তৃণমূলের নেতাদের মদত ছাড়া গুটিকয় দুস্কৃতিদের দ্বারা একাজ করা সম্ভব নয় ।

দেশের সামনে তো বটেই বিশ্বের কাছে বাংলার ভাবমূর্তিকে বিনষ্ট করেছে তৃণমূল মদতপুষ্ট ওই মেকি ছাত্ররা । সংবাদপত্রের খবর অনুসারে ভিডিওতে তাণ্ডব চালাতে দেখা গেছে একদল যুবককে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলির কক্ষে ঢুকে তাঁকে হেনস্থায় অভিযুক্ত টিএমসিপির সাবেক ইউনিট প্রেসিডেন্ট গিয়াসুদ্দিন মন্ডল।

ভিডিওতে দেখা যায়, উপাচার্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন তিনি। এ সময় তাঁকে কান ধরে উঠবস করতে হুমকি দিচ্ছেন। মারধর করা হবে বলেও উপাচার্যকে শাসানো হয়।গিয়াসউদ্দিন মণ্ডলকে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তাতেই উপাচার্যের উপর চটেছেন বহিষ্কৃত ওই ছাত্র নেতা। এ বিষয়ে উপাচার্য জানিয়েছেন, এ ঘটনায় সাহায্য চেয়ে পুলিশকে ফোন দিলেও সাড়া মেলেনি।

এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। সমালোচনার মুখে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । অন্যদিকে,তৃণমূল ছাত্র পরিষদের নেতা দাবি করেছেন, ওরা কেউ আমাদের সংগঠনের কর্মী বা নেতা নন । তাহলে প্রশ্ন উঠেছে শাসক দলের সমর্থন যদি না থাকে তাহলে ভিডিও ভাইরাল হওয়ার পর কেন এখনও গ্রেফতার হলো না ? এথেকে স্পষ্ট শাসক দলের প্রচ্ছন্ন মদত রয়েছে ।

The post Aliah University : আলিয়ার উপাচার্যকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে শুধু মমতার ভাবমূর্তিতে নয়, বাংলার শিক্ষা-ঐতিহ্য-সংস্কৃতিতে আঘাত দেওয়া হয়েছে first appeared on Banglar Janarob.]]>