AITMC | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 20 Oct 2023 10:54:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg AITMC | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Cash for Query Case : মহুয়ার পাশে নেই দল ইঙ্গিত কুনালের, সব রকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত জানালেন মহুয়া https://banglarjanarob.com/73508 Fri, 20 Oct 2023 10:54:51 +0000 https://banglarjanarob.com/?p=73508 বাংলার জনরব ডেস্ক : অর্থ ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র এ নিয়ে দেশ জুড়ে যখন বিতর্ক চরমে উঠেছে তখন নীরব রয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের একাধিক নেতা নেত্রী এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী সরাসরি মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কয়েকদিন আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য দিগ্বিজয় সিংহও মহুয়া মৈত্যের পাশে দাঁড়িয়ে ছিলেন। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস কোন পথে যাবে কেনই বা বিগত কয়েকদিন ধরে চলা এই বিতর্কের…

The post Cash for Query Case : মহুয়ার পাশে নেই দল ইঙ্গিত কুনালের, সব রকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত জানালেন মহুয়া first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : অর্থ ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র এ নিয়ে দেশ জুড়ে যখন বিতর্ক চরমে উঠেছে তখন নীরব রয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের একাধিক নেতা নেত্রী এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী সরাসরি মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন।

দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কয়েকদিন আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য দিগ্বিজয় সিংহও মহুয়া মৈত্যের পাশে দাঁড়িয়ে ছিলেন। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস কোন পথে যাবে কেনই বা বিগত কয়েকদিন ধরে চলা এই বিতর্কের মাঝে তৃণমূলের কোন বড় নেতা প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করছেন না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছিল।

আজ শুক্রবার মহাষষ্ঠীর দিনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ জানিয়ে দিয়েছেন এ নিয়ে দলের কোন বিশেষ বক্তব্য নেই।দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘মহুয়ার বিষয়ে তৃণমূলের কোনও বক্তব্য নেই। দল এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাবে না।’’

দুর্গাপুজোর উদ্বোধন উপলক্ষে গত কয়েক দিন বারবারই ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রেখেছেন তিনি। তবে একটি বারের জন্যও মহুয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কোনও মন্তব্য করেননি। এতেই স্পষ্ট হয়ে গিয়েছিল, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূল দূরত্ব বজায় রাখার পথই নিচ্ছে। তবে এ বার স্পষ্ট করেই কুণাল তা জানিয়ে দিলেন।

প্রথম থেকেই দল যে পাশে থাকবে না, সেটা বুঝে মহুয়া নিজের লড়াই হিসাবেই নিয়েছেন বিষয়টিকে। এ বার প্রকাশ্যে এসে গেল যে, মহুয়ার পাশে নেই দল। শুক্রবারও মহুয়া নিজের থেকেই জানিয়ে দিয়েছেন, সিবিআই তলব করলে তিনি যেতে রাজি। ইতিমধ্যেই এই অভিযোগ খতিয়ে দেখতে লোকসভার স্পিকার ওম বিড়লা এথিক্স কমিটিকে নির্দেশ দিয়েছেন। শুক্রবার মহুয়া জানিয়েছেন, এথিক্স কমিটি ডাকলে তিনি সাড়া দেবেন।

এদিকে মহুয়া মৈত্র শুক্রবার জানিয়ে দিয়েছেন তিনি সব রকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। সিবিআই ডাকলে তিনি যেমন যাবেন একই সঙ্গে এথিক্স কমিটির মুখোমুখি হবেন। তদন্তের মুখোমুখি হতে তিনি ভয় পান না বলে, আজ স্পষ্ট করে দিয়েছেন অন্যদিকে এখন তিনি পুজো কাটাচ্ছেন এর বাইরে বিশেষ কোনো কথা আর বলবেন না বলে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন মহুয়া মৈত্র।

The post Cash for Query Case : মহুয়ার পাশে নেই দল ইঙ্গিত কুনালের, সব রকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত জানালেন মহুয়া first appeared on Banglar Janarob.]]>
Abhishek Banerjee-CV Ananda Bose : রাজ্যপাল অভিষেক মুখোমুখি! পাঁচ দিন পর অবস্থান বিক্ষোভ তুলে নিল তৃণমূল, একশ দিনের বকেয়া টাকা আনতে দিল্লী গেলেন বোস, আন্দোলনে জিতল কে তৃণমূল না রাজ্যপাল? প্রশ্ন আমজনতার https://banglarjanarob.com/73127 Mon, 09 Oct 2023 13:30:33 +0000 https://banglarjanarob.com/?p=73127 বুলবুল চৌধুরী : শেষ পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ৩০ জনের প্রতিনিধ্বল দেখা করলেন এবং ১০০দিনের বকেয়া টাকার যাতে কেন্দ্রীয় সরকার দ্রুত ছেড়ে দেয় তার জন্য রাজ্যপালের কাছে আবেদন করলেন। রাজ্যপাল এই আবেদন পাওয়ার পর দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সময়ের বিচারে এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন রাজ্যপাল দিল্লি উড়ে যাচ্ছেন দমদম বিমানবন্দর থেকে। উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই ১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায় করা। এদিকে রাজ্য পালের সঙ্গে বৈঠকের কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে রাজভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেয় তৃণমূল কংগ্রেস। এই আন্দোলন সফল…

The post Abhishek Banerjee-CV Ananda Bose : রাজ্যপাল অভিষেক মুখোমুখি! পাঁচ দিন পর অবস্থান বিক্ষোভ তুলে নিল তৃণমূল, একশ দিনের বকেয়া টাকা আনতে দিল্লী গেলেন বোস, আন্দোলনে জিতল কে তৃণমূল না রাজ্যপাল? প্রশ্ন আমজনতার first appeared on Banglar Janarob.]]>
বুলবুল চৌধুরী : শেষ পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ৩০ জনের প্রতিনিধ্বল দেখা করলেন এবং ১০০দিনের বকেয়া টাকার যাতে কেন্দ্রীয় সরকার দ্রুত ছেড়ে দেয় তার জন্য রাজ্যপালের কাছে আবেদন করলেন। রাজ্যপাল এই আবেদন পাওয়ার পর দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সময়ের বিচারে এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন রাজ্যপাল দিল্লি উড়ে যাচ্ছেন দমদম বিমানবন্দর থেকে। উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই ১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায় করা।

এদিকে রাজ্য পালের সঙ্গে বৈঠকের কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে রাজভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেয় তৃণমূল কংগ্রেস। এই আন্দোলন সফল কি অসফল সেই বিতর্কে না গিয়ে একটা কথা স্পষ্ট করে বলা যেতেই পারে, যে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রতিনিয়ত রাজ্যপাল কে কটুক্তি করছেন কটাক্ষ করছেন শেষ পর্যন্ত সেই তৃণমূলের প্রতিনিধিরায় রাজ্যপালের সঙ্গে দেখা করলেন এবং রাজ্যপাল কে বকেয়া টাকা আদায় করে আনার জন্য অনুরোধ করলেন। এর চেয়ে দ্বিচারিতা আর কিছু হয় না।

তবে আসার কথা এই যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বকেয়া আদায়ের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে সত্যিই কি যারা কাজ করে বিগত এক বছর কিংবা দেড় বছর ধরে ১০০ দিনের টাকা পাচ্ছেন না! তারা কি এবার সত্যিই পাবেন? নাকি আন্দোলন সবটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আর রাজ্যপাল কেন্দ্রকে বললেই কেন্দ্র কি টাকা দেবে? এই প্রশ্নটাও সমান ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে! তাহলে কথাকথিত শাসকদলের এতদিন ধরে আন্দোলনের লাভ কি হল? নিজের রাজ্যে নিজের পুলিশকে কাজে লাগিয়ে ১৪৪ ধারা ভেঙে দিনের পর দিন অবস্থান বিক্ষোভ করা যেতেই পারে, কিন্তু তাতে সাধারণ মানুষের কিছু উপকার হয়েছে বা হবে?

এতদিন ধরে কলকাতার একটা ব্যস্ত এলাকায় অবস্থান বিক্ষোভ করার পর রাজ্যপালের দারস্ত হয়ে হয়তো তৃণমূল নেতারা ভাবছেন বিশাল কিছু জয় করে নিয়েছেন কিন্তু আসলে কি তাই? এতদিন যে রাজ্যপাল কে বলা হতো উনি নির্বাচিত নন মনোনীত সেই রাজ্যপালের হাত ধরে কোথায় যেন একটা কেন্দ্রের সঙ্গে আলোচনার পথ খুলতে চাইছে তৃণমূল কংগ্রেস! সেটাই হয় তাহলে এতদিন ধরে আন্দোলন করার মানেটা কি রইল?

রাজ্যপালের কাছে এতদিন গেলে তো কাজটা হয়েই যেত। রাজ্যপালের সম্পর্কে কটুক্তি না করে সামান্য সম্মানটুকু এই রাজ্যের শাসক দলের নেতারা দিতেই পারতেন কেন দিলেন না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভাবতে হবে তার দলের নেতাদের মধ্যে কিছু নেতা কার স্বার্থে কাজ করছে দলের স্বার্থে না বিরোধীদের স্বার্থে সেটা মনে রাখতে হবে।

তবে সবশেষে বলা যেতে পারে অন্তত একটা সমাধান সূত্র বেরিয়ে এসেছে। রাজ্যপাল সোমবারই দিল্লি যাচ্ছেন ইতিমধ্যেই তিনি বিমানে উঠে পড়েছেন এই প্রতিবেদন লেখার সময়। সুতরাং কয়েক ঘণ্টার মধ্যে দিল্লি পৌঁছাবেন আশা করা যাচ্ছে এর রাজ্যের বঞ্চিত মানুষেরা যারা ১০০ দিনের কাজ করে এতদিন ধরে টাকা পাননি, তারা এবার টাকা পেতে পারে। সেক্ষেত্রে কৃতিত্ব কার শাসক দল না রাজ্যপালের সেটাই এখন আমজনতার প্রশ্ন।

 

The post Abhishek Banerjee-CV Ananda Bose : রাজ্যপাল অভিষেক মুখোমুখি! পাঁচ দিন পর অবস্থান বিক্ষোভ তুলে নিল তৃণমূল, একশ দিনের বকেয়া টাকা আনতে দিল্লী গেলেন বোস, আন্দোলনে জিতল কে তৃণমূল না রাজ্যপাল? প্রশ্ন আমজনতার first appeared on Banglar Janarob.]]>
ইন্ডিয়াকে কটাক্ষ! ২০২৪ এ মোদির পতন হবেই : ইদ্রিস আলী https://banglarjanarob.com/71156 Tue, 25 Jul 2023 14:27:42 +0000 https://banglarjanarob.com/?p=71156 বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ইন্ডিয়াকে, নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করাই তীব্র নিন্দা জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উক্তি অত্যান্ত নক্কারজনক ও নিন্দনীয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ ও বর্তমান বিধায়ক ইদ্রিস আলী বলেন,মনিপুরের ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দিচ্ছেন না, প্রধানমন্ত্রী হওয়ার পর আজ পর্যন্ত কোন সাংবাদিক সম্মেলন করেননি,শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন উঠেে, তাঁর ২০২৪এর আগেই পদত্যাগ করা উচিত। কারণ কংগ্রেস, তৃনমূল কংগ্রেস সহ ধর্ম নিরপেক্ষ কেন্দ্রীয় বিরোধী শক্তিরা যেভাবে জোট বেঁধেছেন…

The post ইন্ডিয়াকে কটাক্ষ! ২০২৪ এ মোদির পতন হবেই : ইদ্রিস আলী first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ইন্ডিয়াকে, নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করাই তীব্র নিন্দা জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উক্তি অত্যান্ত নক্কারজনক ও নিন্দনীয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ ও বর্তমান বিধায়ক ইদ্রিস আলী বলেন,মনিপুরের ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দিচ্ছেন না, প্রধানমন্ত্রী হওয়ার পর আজ পর্যন্ত কোন সাংবাদিক সম্মেলন করেননি,শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন উঠেে, তাঁর ২০২৪এর আগেই পদত্যাগ করা উচিত।

কারণ কংগ্রেস, তৃনমূল কংগ্রেস সহ ধর্ম নিরপেক্ষ কেন্দ্রীয় বিরোধী শক্তিরা যেভাবে জোট বেঁধেছেন ২০২৪এ নরেন্দ্র মোদীকে চলে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ সাম্প্রদায়িক পথ ছেড়ে দিয়ে দেশের উন্নয়নের কাজ করুন। ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ হিন্দু মুসলমানরা অসাম্প্রদায়িক, তাঁরা জোড় করে মসজিদ ভাঙতে যায় না, বা নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে সমর্থন করে না।

এ বিষয়ে বাংলার জনরব ইউটিউব চ্যানেলে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বিধায়ক ইদ্রিস আলী। সেই চ্যানেলের লিংকটি এই খবরের সঙ্গে সংযুক্ত করা হলো আগ্রহীরা বিস্তারিত জানতে চাইলে লিংকে ক্লিক করে পুরো সাক্ষাৎকারটি দেখতে পারেন।

 

The post ইন্ডিয়াকে কটাক্ষ! ২০২৪ এ মোদির পতন হবেই : ইদ্রিস আলী first appeared on Banglar Janarob.]]>
বিজেপি বিরোধী মহাজোটের নয়া নাম INDIA ! https://banglarjanarob.com/70974 Tue, 18 Jul 2023 11:47:39 +0000 https://banglarjanarob.com/?p=70974 বাংলার জনরব ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপি বিরোধী মহাজোট আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার থেকে যাত্রা শুরু করল। কর্ণাটকের বেঙ্গালুরুতে এই জোটের বৈঠকে দেশের ২৬ টি বিরোধী দল যোগ দিয়েছিল। ২৬ টি বিরোধী দলের জোটের একটি নাম দেয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স অর্থাৎ ইন্ডিয়া INDIA। মহারাষ্ট্রের মুম্বাইয়ে এই জোটের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থাৎ ইউ পি এ জোটের যুগ শেষ হলো নতুন করে শুরু হলো ইন্ডিয়া জোটের। বৈঠক শেষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে নয়া জোটের নাম ঘোষণা করেছেন। প্রসঙ্গত, বৈঠক শেষের আগেই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি…

The post বিজেপি বিরোধী মহাজোটের নয়া নাম INDIA ! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপি বিরোধী মহাজোট আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার থেকে যাত্রা শুরু করল। কর্ণাটকের বেঙ্গালুরুতে এই জোটের বৈঠকে দেশের ২৬ টি বিরোধী দল যোগ দিয়েছিল। ২৬ টি বিরোধী দলের জোটের একটি নাম দেয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স অর্থাৎ ইন্ডিয়া INDIA। মহারাষ্ট্রের মুম্বাইয়ে এই জোটের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থাৎ ইউ পি এ জোটের যুগ শেষ হলো নতুন করে শুরু হলো ইন্ডিয়া জোটের।

বৈঠক শেষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে নয়া জোটের নাম ঘোষণা করেছেন। প্রসঙ্গত, বৈঠক শেষের আগেই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি টুইটেই নাম বদলের ইঙ্গিত মিলেছিল। তিনি লিখেছিলেন, ‘চক্‌ দে! ইন্ডিয়া’।

তবে নাম বদল হলেও নয়া জোটে চেয়ারপার্সন বা আহ্বায়ক পদ আপাতত ঘোষণা করেননি খড়্গে। ইউপিএ চেয়ারপার্সন পদে ছিলেন সনিয়া গান্ধী। তবে বিরোধী জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন খড়্গে। তিনি জানান, মুম্বইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম।

 

The post বিজেপি বিরোধী মহাজোটের নয়া নাম INDIA ! first appeared on Banglar Janarob.]]>
AKM Farhad : সে দিন এক জনপ্রতিনিধিকে যেমন দেখলাম https://banglarjanarob.com/62501 Sun, 06 Nov 2022 06:55:07 +0000 https://banglarjanarob.com/?p=62501 এস এম শামসুদ্দিন : একজন জনপ্রতিনিধি কেমন হবেন ,কেমন হওয়াকে মানুষ পছন্দ করেন এমন জিজ্ঞাসা প্রত্যেকটা নাগরিকের কাছেই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা । আমাদের কাছে তো বটেই । বহুদিনের ইচ্ছেকে সম্বল করে সেদিন আমি এবং প্রাবন্ধিক সাংবাদিক শিক্ষক এবং বাংলার জনরব নিউজ পোর্টালের সাম্মানিক সম্পাদক সেখ ইবাদুল ইসলামকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলাম উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের বন ও বনভূমি সংরক্ষণ দপ্তরের কর্মাধক্ষ এ কে এম ফারহাদ সাহেবের নিউ টাউন আলিয়া ইউনিভার্সিটির সন্নিকটে তাঁর বাড়িতে । তখন বেলা মধ্যগগনে ।একের পর এক নানান মানুষ আসছেন ,উভয় সম্প্রদায়ের মানুষ। ফুরফুরা শরীফের দাদা হুজুর…

The post AKM Farhad : সে দিন এক জনপ্রতিনিধিকে যেমন দেখলাম first appeared on Banglar Janarob.]]>
এস এম শামসুদ্দিন : একজন জনপ্রতিনিধি কেমন হবেন ,কেমন হওয়াকে মানুষ পছন্দ করেন এমন জিজ্ঞাসা প্রত্যেকটা নাগরিকের কাছেই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা । আমাদের কাছে তো বটেই ।

বহুদিনের ইচ্ছেকে সম্বল করে সেদিন আমি এবং প্রাবন্ধিক সাংবাদিক শিক্ষক এবং বাংলার জনরব নিউজ পোর্টালের সাম্মানিক সম্পাদক সেখ ইবাদুল ইসলামকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলাম উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের বন ও বনভূমি সংরক্ষণ দপ্তরের কর্মাধক্ষ এ কে এম ফারহাদ সাহেবের নিউ টাউন আলিয়া ইউনিভার্সিটির সন্নিকটে তাঁর বাড়িতে ।

তখন বেলা মধ্যগগনে ।একের পর এক নানান মানুষ আসছেন ,উভয় সম্প্রদায়ের মানুষ। ফুরফুরা শরীফের দাদা হুজুর আবুবকর রহ এর একান্ত শিষ্য ও ফুরফুরা ফাতেহিয়া সিনিযার মাদ্রাসার প্রথম সুপার ছিলেন ফরহাদ সাহেবের দাদাজি রহ এর পিতা। তাঁর দাদাজি মাহমুদ বখতিয়ার রহ. ছিলেন উত্তর ২৪ পরগনা এলাকার জনপ্রিয় আধ্যাত্মিক পুরুষ ১২ বছর আগে তিনি ইন্তেকাল করেছেন।

এছাড়াও তাঁর আব্বাজান ছিলেন এক সাধক পির সাহেব। সেইসূত্রে জেলা ব্যাপী তাঁদের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভক্তি তো আছেই। একের পর এক ব্যক্তিকে দেখলাম পা ছুঁয়ে সালাম বা প্রণাম করতে । সকলকেই সাদরে আহবান করে একের পর এক মানুষের সমস্যা শুনে সঙ্গে সঙ্গে তাঁদের সমাধানের জন্য বলে দিচ্ছেন অথবা পরামর্শ দিচ্ছেন। চা বিস্কুট সামান্য হলেও আপ্যায়ন না করে ছাড়ছেন না। বললেন এটা আমাদের প্রথা ।বাড়ি আসা মেহমান বা অতিথিকে আপ্যায়ন করে ছাড়া আমাদের ট্রাডিশন ।

বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ চাইছেন দাদা যেন আগামী নির্বাচনে তাঁদের এলাকা থেকে নির্বাচনে প্রার্থী হন ।

হাসিমুখে শুধু তিনি বলছেন ভাই দল যেখানে চাইবেন দেবেন ,দল না চাইলে দেবেন না আমার বলার কিছু নেই।আমি মানুষের পাশে দিনরাত্রি ছিলাম আছি এবং থাকব।

নিউটাউন সংলগ্ন এলাকায় আকাশ ছুঁয়া বিল্ডিংয়ের গা ঘেষে তাঁর ছোট্ট দুতলা বাড়ি ।দেওয়ালের পশ্চিম গা ঘেষে মসজিদ ।

রাস্তার ধারে তাঁর বাড়ির গেট পার হয়ে সোফায় বসে অপেক্ষায় আমরা , আমাদের কথা শুনেই দৌড়ে এসে নিয়ে গেলেন জনতার মাঝে তাঁর চেয়ারের পাশে আমাদের বসিয়ে পরিচয় করিয়ে দিলেন ।

২০১১ সালে খাদেমুল হুজ্জাজ হযে আমরা একসঙ্গে পবিত্র হজ্জ্ব গিয়েছি ।সে সব কত স্মৃতি রোমন্থন। এত ব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে যে আন্তরিকতা ভালোবাসা সম্মান দেখালেন তা সত্যিই আমরা অভিভুত ।এরই ফাঁকে এক সঙ্গীকে দিয়ে তাঁর দাদা হুজুর রহ মাজার স সবগলগ্ন বিশাল মাদ্রাসা ঘুরিয়ে আনলেন ।মওলানা মাসুম বখতিয়ারি ভাইয়ের সঙ্গে দেখা হয় ,জড়িয়ে ধরলেন বুকে । আব্বার অনুগত ছাত্র এবং ফরহাদ ভাইয়ের দাদা ,২০১১ সালে তিনি তাঁর স্ত্রীও ছিলেন আমাদের হজের সঙ্গী। ঘুরিয়ে দেখালেন বিশাল।মাদ্রাসা প্রাঙ্গণ ।

পীর মাহমুদ বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ।

আলিয়া মাদ্রাসা কলেজের ছাত্র নেতা থেকে উঠে আসা এ কে এম ফরহাদ ভাই ।এক তরুণ তুর্কি অক্লান্ত পরিশ্রমি যুবক । মানুষের পাশে মানুষের জন্য খিদমতের মধ্যে দিয়ে তাঁর উঠে আসা । রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছাকাছি থেকে তাঁর উত্তরণ। মন্ত্রী ফিরহাদ হাকিমের স্নেহভাজন একান্ত অনুগত বিশ্বাসী ফরহাদ তৃণমূল দল অনুমোদিত রাজ্য মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি ।পরে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধক্ষ ।

 

একসময় তাঁকে দেখে অনেকেই উপেক্ষা করতেন ।কিন্তু সে নিজে কর্মদক্ষতায় অক্লান্ত পরিশ্রমে দিনরাত্রি বিপদে আপদে মানুষের পাশে থেকে প্রমান করে দিয়েছেন যে ক্ষুদ্র আমি তুচ্ছ নয় ।

সকাল থেকে রাত্রি তিনি ছুটে বেড়ান জেলার এ প্রান্ত থেকে ওপ্রান্তে।মানুষের ডাকে মানুষের প্রয়োজনে।

যাঁরা তাঁকে এক সময় অবজ্ঞা করতো আজ তাঁরাই নানান প্রয়োজন নিয়ে হাজির হচ্ছে তাঁর কাছে ।এটাই তাঁর বিশেষত্ব ।

শুধু আমাদের নয় যে কোনও মানুষের ডাকে ও প্রয়োজনে যে সে সজাগ সচেতন সর্বদা প্রস্তুত সে প্রমাণ দেখলাম নিজ চোখে। শত ব্যস্ততার মধ্যেও সে সদা সজাগ অতিথিপরায়ণ । বৌমার নিজ হাতে আপ্প্যায়ন – আন্তরিকতা সত্যি ভোলার নয়।

সম্মান সকলে পেতে চায় , দুর্বলতার সুযোগ নিয়ে যাঁরা মানুষকে ব্যবহার করার লোকের অভাব নেই ।একাধিক দোকান খুলে বসে প্রচারের  চালিয়ে যাওয়ার লোক হরহামেশাই দেখা পাওয়া যাবে । কিন্তু অপরকে সম্মান শ্রদ্ধা ভক্তি কজন করতে পারে।

মিথ্যা পরিচয় আর মিথ্যা অহংকারে যাঁরা নিজেদের ভাবেন মহাক্ষমতাবান সমাজের মসিহা ভাবার নাটক করে ,প্রচারের ভেলায় ভেসে ক্ষমতা পাওয়ার জন্য ব্যারোলের পর ব্যারোল তেল খরচ করে বেড়ায় তাঁরা না সমাজের না দলের ।জনপ্রতিনিধি হওয়ার আগে মানুষের সাথে মানুষের পাশে সুখে দুঃখে থাকার অভিজ্ঞতা প্রয়োজন ।প্রয়োজন নিরহংকারী মেজাজ । সেটা কজনের মধ্যে থাকে ,আছে ? বয়সটা কম হলোনা তো । চাটুকারদের সংখ্যা বেড়েই চলেছে । নিত্য নতুন মুখ । এক শ্রেণীর মানুষ বড়ই বোকা – সত্যি হাঁদা । এদের পিঠে কাঁধে পা দিয়ে আখের গোছাতে একশ্রেণীর ভন্ডের নিরন্তর প্রয়াস দেখে ঘৃণা হয় লজ্জা লাগে। এর মধ্যেও ফরহাদ সাহেবদের কত মানুষ যাঁরা অক্লান্ত প্রয়াসী মানব কল্যাণকামী আছেন ।

ফেরার পথে স্মরণে আসছিল সুকান্ত ভট্টাচার্যের সেই আগামী কবিতার ছত্র দুটি,

ক্ষুদ্র আমি তুচ্ছ নয়

ভাবি আমি বনস্পতি ……

 

 

The post AKM Farhad : সে দিন এক জনপ্রতিনিধিকে যেমন দেখলাম first appeared on Banglar Janarob.]]>
ইডির তলব রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, আজ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ https://banglarjanarob.com/57617 Thu, 23 Jun 2022 04:03:07 +0000 https://banglarjanarob.com/?p=57617 বাংলার জনরব ডেস্ক : ইডির তলব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীরা বন্দ্যোপাধ্যায়কে।সূত্রের খবর, বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। বুধবার তলবের নোটিস পাঠানো হয়। অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের বিশেষ দল আসছে। কয়েক দিন আগেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সে বার অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ গিয়ে তৃণমূল সাংসদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্র মারফত জানা যায়, রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে। সেদিন প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে অভিষেক-পত্নীকে তলব করেছিল ইডি। কিন্তু…

The post ইডির তলব রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, আজ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ইডির তলব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীরা বন্দ্যোপাধ্যায়কে।সূত্রের খবর, বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। বুধবার তলবের নোটিস পাঠানো হয়। অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের বিশেষ দল আসছে।

কয়েক দিন আগেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সে বার অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ গিয়ে তৃণমূল সাংসদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্র মারফত জানা যায়, রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে। সেদিন প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে অভিষেক-পত্নীকে তলব করেছিল ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। অতীতে অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে এক বার জিজ্ঞাসাবাদ চালিয়েছিল সিবিআই।

 

The post ইডির তলব রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, আজ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ first appeared on Banglar Janarob.]]>
Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা নাম ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ না করলে টাকা নয়, নবান্নকে চিঠি দিয়ে জানিয়ে দিলো কেন্দ্র https://banglarjanarob.com/57475 Sat, 18 Jun 2022 13:26:08 +0000 https://banglarjanarob.com/?p=57475 বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে রাজ্য সরকার গুলি নিজেদের মতো বিভিন্ন প্রকল্পের নাম রাখা নিয়মে পরিণত হয়েছে। বিষয়টি সূত্রপাত বাম আমল থেকেই। সেই সময় এই রাজ্যের সাধারণ মানুষকে ভুল বোঝার লক্ষ্যে অনেক প্রকল্প  রাজ্য সরকার নিজেদের মতো করে বাজারে প্রচার করত। তবে একথা অস্বীকার করার উপায় নেই বামফ্রন্ট সরকারের আমলে এসবই ছিল কিছুটা রাখঢাক রেখে। মমতা সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রের সমস্ত প্রকল্পের নাম পাল্টে গেছে। যেমন যে প্রকল্পের আগের নাম ছিল ইন্দিরা আবাসন যোজনা পরবর্তীকালে নরেন্দ্র মোদির আমলের সেই প্রকল্পের নাম হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা আর…

The post Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা নাম ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ না করলে টাকা নয়, নবান্নকে চিঠি দিয়ে জানিয়ে দিলো কেন্দ্র first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে রাজ্য সরকার গুলি নিজেদের মতো বিভিন্ন প্রকল্পের নাম রাখা নিয়মে পরিণত হয়েছে। বিষয়টি সূত্রপাত বাম আমল থেকেই। সেই সময় এই রাজ্যের সাধারণ মানুষকে ভুল বোঝার লক্ষ্যে অনেক প্রকল্প  রাজ্য সরকার নিজেদের মতো করে বাজারে প্রচার করত।

তবে একথা অস্বীকার করার উপায় নেই বামফ্রন্ট সরকারের আমলে এসবই ছিল কিছুটা রাখঢাক রেখে। মমতা সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রের সমস্ত প্রকল্পের নাম পাল্টে গেছে। যেমন যে প্রকল্পের আগের নাম ছিল ইন্দিরা আবাসন যোজনা পরবর্তীকালে নরেন্দ্র মোদির আমলের সেই প্রকল্পের নাম হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা আর বাংলায় এর নাম হয় বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে বাংলা আবাস যোজনা করা হয়েছে এই অভিযোগ বিজেপি বেশ কয়েক মাস ধরে তুলে আসছিল এবার বিজেপির সেই অভিযোগকে কার্যত মান্যতা দিল কেন্দ্র সরকার।কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয়েছে, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্র এই প্রকল্পে আর টাকা দেবে না। সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষে এই মর্মে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে বলেও কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে।

২০১৬-১৭ আর্থিক বছর থেকে রাজ্যে চালু হয় বাংলা আবাস যোজনা প্রকল্প। মূলত বাড়ি না থাকলে বা মাটির বাড়ি থাকলেই প্রকল্পটির সুবিধা পান উপভোক্তরা। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, নামবদল নিয়ে ২০১৭ সালের ৩১ অগস্ট চিঠি দেওয়া হয় রাজ্যকে। এর পরে ২০২২ সালের ১২ মে আরও একটি চিঠি দেওয়া হয়েছে। তার পরেও রাজ্যের থেকে সদুত্তর না পেয়েই এ বার টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্রের নতুন প্রকল্প ‘আবাস প্লাস’ বাবদও বাংলাকে কোনও টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছরে আবাস যোজনার টার্গেট এখনও কেন্দ্রের তরফে জানানো হয়নি। কেন্দ্র নবান্নকে যে চিঠি পাঠিয়েছে, তাতে রাজ্য বাংলার বদলে প্রধানমন্ত্রীর নাম ওই যোজনায় যুক্ত না করা পর্যন্ত নতুন টার্গেট দেওয়া হবে না বলেও উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, সম্প্রতিই তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করে। সেখানে আবাস যোজনা বাবদ কেন রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর পরেই গিরিরাজের মন্ত্রক চিঠি পাঠাল নবান্নকে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, চিঠিতে এটাও বলা হয়েছে যে, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালানোর যে নিয়মাবলী রয়েছে, নামবদল তারও পরিপন্থী। রাজ্যে আবাস যোজনার নামে ‘প্রধানমন্ত্রী’ বদলে ‘বাংলা’ করায় নিয়মভঙ্গ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প বাবদ রাজ্যের প্রাপ্য যে সময় মতো মেটাচ্ছে না, তা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একশো দিনের কাজের টাকা না পাওয়া নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। গত ৩০ মে মমতা বলেন, ‘‘পাঁচ মাস এই টাকা বন্ধ রেখে নোংরা রাজনৈতিক খেলা খেলছে কেন্দ্রীয় সরকার। এটা আমাদের প্রাপ্য।’’ দলের কর্মীদের নির্দেশ দিয়ে মমতা বলেন, ‘‘কেন মানুষ একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না? ‘বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও’, এই স্লোগানে গ্রাম ও শহরে এই আন্দোলন হবে।’’

কেন্দ্র কেন এই প্রকল্পের টাকা দিচ্ছে না তার জবাব দিতে গিয়ে আবার অন্য অভিযোগ তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সম্প্রতি কলকাতা সফরে এসে নড্ডা বলেছিলেন, ‘‘তিন বছর ধরে কেন্দ্রকে এই প্রকল্পের হিসাব পাঠায়নি রাজ্য। মমতা দিদি কি হিসাব দিতে ভুলে গিয়েছেন?’’ সঙ্গে নড্ডার সংযোজন ছিল, ‘‘যে কোনও প্রকল্পের টাকা পেতে গেলে সময়ে হিসাব দিতে হয়। কেন্দ্র যদি হিসাব না পেয়ে টাকা পাঠায় তবে সেটা ভুল হবে। সেই ভুল করবে না কেন্দ্রীয় সরকার।’’

The post Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা নাম ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ না করলে টাকা নয়, নবান্নকে চিঠি দিয়ে জানিয়ে দিলো কেন্দ্র first appeared on Banglar Janarob.]]>
Abhishek Banerjee: ‘এক ডাকে অভিষেক’, মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে নয়া পরিষেবা ডায়মন্ডহারবারের সাংসদের https://banglarjanarob.com/57469 Sat, 18 Jun 2022 09:40:33 +0000 https://banglarjanarob.com/?p=57469 বাংলার জনরব ডেস্ক : দিদিকে বলো কিংবা টক টু মেয়র এই ধরনের জনসংযোগ মূলক প্রকল্প ইতিমধ্যে মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে । আর তা থেকে শিক্ষা নিয়ে তৃণমূল সাংসদ এবং শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক নতুন প্রকল্পের সূচনা করেছেন । যার নাম এক ডাকে অভিষেক । এতদিন ধরে ডায়মন্ডহারবার এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল সাংসদকে পাওয়া যায় না । তাই এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকার সাধারণ নাগরিকদের সঙ্গে জনসংযোগ গড়ে তূলতে ‘এক ডাকে অভিষেক’ নামে নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছেন ।  যেখানে এক ফোনেই সাংসদকে অভাব-অভিযোগ জানাতে পারবেন ডায়মন্ড হারবারের…

The post Abhishek Banerjee: ‘এক ডাকে অভিষেক’, মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে নয়া পরিষেবা ডায়মন্ডহারবারের সাংসদের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : দিদিকে বলো কিংবা টক টু মেয়র এই ধরনের জনসংযোগ মূলক প্রকল্প ইতিমধ্যে মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে । আর তা থেকে শিক্ষা নিয়ে তৃণমূল সাংসদ এবং শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক নতুন প্রকল্পের সূচনা করেছেন । যার নাম এক ডাকে অভিষেক । এতদিন ধরে ডায়মন্ডহারবার এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল সাংসদকে পাওয়া যায় না ।

তাই এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকার সাধারণ নাগরিকদের সঙ্গে জনসংযোগ গড়ে তূলতে ‘এক ডাকে অভিষেক’ নামে নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছেন ।  যেখানে এক ফোনেই সাংসদকে অভাব-অভিযোগ জানাতে পারবেন ডায়মন্ড হারবারের বাসিন্দারা। আজ শনিবার এই পরিষেবার উদ্বোধন করা হয়।

ডায়মন্ড হারবার এলাকার জন্য চালু হচ্ছে নয়া হেল্পলাইন নম্বর-৭৮৮৭৭৭৮৮৭৭। সূত্রের খবর, এই নম্বরে ফোন করে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন এলাকার বাসিন্দারা। পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘এক ডাকে অভিষেক’। অর্থাৎ হাত বাড়ালেই সাংসদকে পাবেন সংশ্লিষ্ট সংসদীয় এলাকার বাসিন্দারা। সাধারণত, ভোটে জেতার পর এলাকায় জনপ্রতিনিধিদের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ ওঠে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সফল হলে সার্বিকভাবে দলের কল্যাণ হবে বলে রাজনৈতিক মহল মনে করছে ।

The post Abhishek Banerjee: ‘এক ডাকে অভিষেক’, মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে নয়া পরিষেবা ডায়মন্ডহারবারের সাংসদের first appeared on Banglar Janarob.]]>
Abhishek Banerjee: ‘লোকে দেখছে, তাঁরা জানে কে আসলে ‘লাল দাগ টপকাচ্ছেন’ রাজ্যপালকে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় https://banglarjanarob.com/56627 Sun, 29 May 2022 12:24:49 +0000 https://banglarjanarob.com/?p=56627 বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালেই টুইট করে রাজ্যপাল বলেছিলেন এক সাংসদ সীমা ছাড়াচ্ছেন। আর বিকালে সেই টুইটের উত্তর দিলেন‘লাল দাগ কে টপকাচ্ছেন, তা কিন্তু জনসাধারণ দেখছে’ এভাবেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়িতে নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে নিশানা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অভিযোগ করলেন, বিচারপতিকে আক্রমণ করে নিজের সীমা অতিক্রম করেছেন সাংসদ। I’ve always believed in SPEAKING THE TRUTH TO POWER. Yesterday, I said how 1% in Kolkata HC is working in cohorts with Centre in protecting some individuals. PEOPLE ARE WATCHING, they know…

The post Abhishek Banerjee: ‘লোকে দেখছে, তাঁরা জানে কে আসলে ‘লাল দাগ টপকাচ্ছেন’ রাজ্যপালকে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালেই টুইট করে রাজ্যপাল বলেছিলেন এক সাংসদ সীমা ছাড়াচ্ছেন। আর বিকালে সেই টুইটের উত্তর দিলেন‘লাল দাগ কে টপকাচ্ছেন, তা কিন্তু জনসাধারণ দেখছে’ এভাবেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়িতে নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে নিশানা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অভিযোগ করলেন, বিচারপতিকে আক্রমণ করে নিজের সীমা অতিক্রম করেছেন সাংসদ।

বিকেলেই রাজ্যপালকে জবাব দিয়ে টুইট করেন অভিষেক। তিনি লেখেন, ‘আমি সবসময় ক্ষমতার কাছে সত্য কথা বলতে বিশ্বাসী। গতকাল আমি বলেছিলাম যে কীভাবে কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কলকাতা হাইকোর্টের এক শতাংশ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। লোকে দেখছে, তাঁরা জানে কে আসলে ‘লাল দাগ টপকাচ্ছেন’।’

গতকাল শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি জনসভা অভিষেক বলেন, ‘‘আমার বলতেও লজ্জা লাগে, বিচার-ব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন, যাঁরা যোগসাজশে কাজ করছেন। তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন! ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্থগিতাদেশ দিতে পারেন না।’’

The post Abhishek Banerjee: ‘লোকে দেখছে, তাঁরা জানে কে আসলে ‘লাল দাগ টপকাচ্ছেন’ রাজ্যপালকে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
Anubrata Mandal: ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে তলব করল সিবিআই https://banglarjanarob.com/56623 Sun, 29 May 2022 12:02:46 +0000 https://banglarjanarob.com/?p=56623 বাংলার জনরব ডেস্ক : বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পূর্ব বর্ধমানের আউসগ্রাম এর এক তৃণমূল নেতাকে এবার তলব করল সিবিআই। সূত্রের খবর, রবিবার আউশগ্রামের ওই নেতাকে জেরার জন্য তলব করা হয়েছে। অরূপকে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের নেতা হলেও, বীরভূম জেলা তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। অরূপ বর্তমানে আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। পাশাপাশি ভালকী অঞ্চল তৃণমূলের সভাপতিও তিনিই। ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় আদালতের নির্দেশ তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই…

The post Anubrata Mandal: ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে তলব করল সিবিআই first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পূর্ব বর্ধমানের আউসগ্রাম এর এক তৃণমূল নেতাকে এবার তলব করল সিবিআই।

সূত্রের খবর, রবিবার আউশগ্রামের ওই নেতাকে জেরার জন্য তলব করা হয়েছে। অরূপকে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের নেতা হলেও, বীরভূম জেলা তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। অরূপ বর্তমানে আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। পাশাপাশি ভালকী অঞ্চল তৃণমূলের সভাপতিও তিনিই।

ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় আদালতের নির্দেশ তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই অরূপকে জেরার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তলব করেছে। এর আগে অনুব্রতর এক দেহরক্ষী সায়গাল হোসেনকেও জেরা করেছিল সিবিআই। সায়গালকেও গরু ও কয়লা পাচার মামলায় জেরা করা হয়েছে। পরে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায় সায়গালের কন্যা। ওই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল।

সম্প্রতি আবারও অনুব্রতকে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত স্বাস্থ্যের কারণ দেখিয়ে সময় চেয়ে নিয়েছেন। সিবিআইকে অনুব্রত জানিয়েছেন, চিকিৎসকেরাই তাঁকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন। তবে একই সঙ্গে অনুব্রত আরও একটি প্রস্তাব দিয়েছেন সিবিআইকে। তিনি বলেছেন, সিবিআইয়ের তদন্তকারীরা চাইলে তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

 

The post Anubrata Mandal: ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে তলব করল সিবিআই first appeared on Banglar Janarob.]]>