jogi Aadittoyanath | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 25 Jul 2022 04:49:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg jogi Aadittoyanath | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Accident: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৮, আহত ২০ https://banglarjanarob.com/58753 Mon, 25 Jul 2022 04:49:18 +0000 https://banglarjanarob.com/?p=58753 বাংলার জনরব ডেস্ক: আজ সোমবার সকালে দু’টি বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল অন্তত ৮জনের। জখম আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই মর্মান্তিক ঘটনায় টুইটে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। জানা গেছে আজ সকালে বিহার থেকে দিল্লিগামী ওই বাস দু’টি যাচ্ছিল। লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় দু’টি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। তাতে প্রাণ হারান অন্তত ৮ জন। জখম ২০ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভরতি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। দুর্ঘটনায়…

The post Accident: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৮, আহত ২০ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: আজ সোমবার সকালে দু’টি বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল অন্তত ৮জনের। জখম আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই মর্মান্তিক ঘটনায় টুইটে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

জানা গেছে আজ সকালে বিহার থেকে দিল্লিগামী ওই বাস দু’টি যাচ্ছিল। লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় দু’টি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। তাতে প্রাণ হারান অন্তত ৮ জন। জখম ২০ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভরতি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি টুইটে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। টুইটে তিনি লেখেন, “পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় প্রাণহানি খুবই দুঃখজনক ঘটনা। প্রশাসনিক আধিকারিকদের দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।”

এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরাও আকস্মিকতায় হতবাক। আতঙ্কে কাঁটা হয়ে গিয়েছেন তাঁরা।

 

The post Accident: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৮, আহত ২০ first appeared on Banglar Janarob.]]>
Yogi Adityanath: পুলিশি এনকাউন্টারের রেকর্ড তৈরি করল যোগী সরকার, দ্বিতীয় দফার ১০০ দিনেই ৫২৫টি পুলিশ এনকাউন্টার! https://banglarjanarob.com/58047 Mon, 04 Jul 2022 18:10:28 +0000 https://banglarjanarob.com/?p=58047 বাংলার জনরব ডেস্ক : দীর্ঘদিনের পরম্পরা ভেঙে উত্তরপ্রদেশে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ। গত ২৫ শে মার্চ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দ্বিতীয়বারের জন্য, সময়ের বিচারে আজ সোমবার চৌঠা জুলাই একশ দিন পূর্ণ করল যোগী সরকারের দ্বিতীয় দফা। এই উপলক্ষে যোগী আদিত্যনাথ আজ একটি রিপোর্ট কার্ড প্রকাশ করে। সেই রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে যোগী সরকারের দ্বিতীয় দফার ১০০ দিনে উত্তরপ্রদেশে পুলিশি এনকাউন্টারের সংখ্যা ৫২৫। পাঁচ জন ‘দুষ্কৃতী’ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। জখমের সংখ্যা ৪২৫। ১,০৩৪ জন দুষ্কৃতীকে গ্রেফতারও করেছে যোগীর পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন ৬৮ জন…

The post Yogi Adityanath: পুলিশি এনকাউন্টারের রেকর্ড তৈরি করল যোগী সরকার, দ্বিতীয় দফার ১০০ দিনেই ৫২৫টি পুলিশ এনকাউন্টার! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : দীর্ঘদিনের পরম্পরা ভেঙে উত্তরপ্রদেশে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ। গত ২৫ শে মার্চ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দ্বিতীয়বারের জন্য, সময়ের বিচারে আজ সোমবার চৌঠা জুলাই একশ দিন পূর্ণ করল যোগী সরকারের দ্বিতীয় দফা। এই উপলক্ষে যোগী আদিত্যনাথ আজ একটি রিপোর্ট কার্ড প্রকাশ করে।

সেই রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে যোগী সরকারের দ্বিতীয় দফার ১০০ দিনে উত্তরপ্রদেশে পুলিশি এনকাউন্টারের সংখ্যা ৫২৫। পাঁচ জন ‘দুষ্কৃতী’ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। জখমের সংখ্যা ৪২৫। ১,০৩৪ জন দুষ্কৃতীকে গ্রেফতারও করেছে যোগীর পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন ৬৮ জন পুলিশকর্মীও।

এ ছাড়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার অভিযুক্তদের ১৯০ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। যোগী সোমবার বলেন, ‘‘গত কয়েক বছরে মোট ২,৯২৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।’’ যোগী সরকারের সাফল্য তুলে ধরতে লখনউয়ের লোকভবনে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।

যোগী সরকারের রিপোর্ট কার্ড সামনে আসতেই বিরোধীদের অভিযোগের সত্যতা প্রমাণিত হতে শুরু করেছে। বিরোধীদের দাবী যোগী সরকার বুলডোজার সরকার নামে পরিচিত ছিল কিন্তু এবার encounter সরকারের পরিণত হলো।

 

 

The post Yogi Adityanath: পুলিশি এনকাউন্টারের রেকর্ড তৈরি করল যোগী সরকার, দ্বিতীয় দফার ১০০ দিনেই ৫২৫টি পুলিশ এনকাউন্টার! first appeared on Banglar Janarob.]]>
Bulldozer: ‘হিংসার প্রতিশোধ নিতে বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না’ যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, তিন দিনের মধ্যে রিপোর্ট তলব https://banglarjanarob.com/57386 Thu, 16 Jun 2022 09:25:34 +0000 https://banglarjanarob.com/?p=57386 বাংলার জনরব ডেস্ক : যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে কড়া মন্তব্য করল দেশের শীর্ষ আদালত।গত সপ্তাহে কানপুর, প্রয়াগরাজ, সহারনপুরে হিংসায় অভিযুক্তদের বাড়িঘর বেআইনি ভাবে, নির্বিচারে ভেঙে ফেলার অভিযোগ যোগী আদিত্যনাথ সরকারের কৈফিয়ত তলব করেছে শীর্ষ আদালত। আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে জবাব দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি বিক্রম নাথের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশে বলেছে, ‘দেশে যে আইনের শাসন রয়েছে, সে বিষয়ে নাগরিকদের মধ্যে একটি বোধ থাকতে হবে। কর্তৃপক্ষকে (উত্তরপ্রদেশ সরকার) ন্যায্য ভাবে আইনের পথ অনুসরণ করে পদক্ষেপ করতে হবে।’ দুই বিচারপতির…

The post Bulldozer: ‘হিংসার প্রতিশোধ নিতে বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না’ যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, তিন দিনের মধ্যে রিপোর্ট তলব first appeared on Banglar Janarob.]]>

বাংলার জনরব ডেস্ক : যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে কড়া মন্তব্য করল দেশের শীর্ষ আদালত।গত সপ্তাহে কানপুর, প্রয়াগরাজ, সহারনপুরে হিংসায় অভিযুক্তদের বাড়িঘর বেআইনি ভাবে, নির্বিচারে ভেঙে ফেলার অভিযোগ যোগী আদিত্যনাথ সরকারের কৈফিয়ত তলব করেছে শীর্ষ আদালত।

আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে জবাব দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি বিক্রম নাথের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশে বলেছে, ‘দেশে যে আইনের শাসন রয়েছে, সে বিষয়ে নাগরিকদের মধ্যে একটি বোধ থাকতে হবে। কর্তৃপক্ষকে (উত্তরপ্রদেশ সরকার) ন্যায্য ভাবে আইনের পথ অনুসরণ করে পদক্ষেপ করতে হবে।’ দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ‘হিংসার প্রতিশোধ নিতে বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না।’
বেআইনি নির্মাণের অভিযোগে সম্প্রতি কানপুর, সহারনপুর এবং প্রয়াগরাজের একাধিক বাড়িতে বুলডোজার চালানো হয়েছে। ঘটনাচক্রে, যে বাড়িগুলি ভাঙা পড়েছে তাদের মালিক বা মালিকের পরিবারের কোনও সদস্য সাম্প্রতিক হিংসায় পুলিশের খাতায় অভিযুক্ত।
বিজেপি মুখপাত্র (বর্তমানে দল থেকে সাসপেন্ড হওয়া) নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তরপ্রদেশের আটটি জেলায় হিংসা ছড়িয়ে পড়েছিল। তারই জেরে যোগী সরকার এই পদক্ষেপ করে বলে অভিযোগ। বুলডোজার-নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে ইসলামি সংগঠন জমিয়ত উলেমা-ই-হিন্দ। গত মঙ্গলবার প্রধান বিচারপতি এ ভি রমণাকে লেখা চিঠিতে সুপ্রিম কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতি, বি সুদর্শন রেড্ডি, ভি গোপাল গৌড়া এবং এ কে গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি বিভিন্ন হাই কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ছ’জন আইনজীবী যোগী সরকারের বুলডোজার-নীতিতে রাশ টানার আবেদন জানান।
The post Bulldozer: ‘হিংসার প্রতিশোধ নিতে বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না’ যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, তিন দিনের মধ্যে রিপোর্ট তলব first appeared on Banglar Janarob.]]>
Prayagraj Demolition: বাড়ি ও জল কর মিটিয়েও ফাতিমা পারভিনের বাড়ি বেআইনি বলে বুলডোজার চালালো যোগী প্রশাসন, এর নাম কী আইনের শাসন? https://banglarjanarob.com/57325 Tue, 14 Jun 2022 11:56:12 +0000 https://banglarjanarob.com/?p=57325 বাংলার জনরব ডেস্ক : গত কাল রবিবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল মহম্মদ জাভেদের প্রয়াগরাজের বাড়ি। প্রশাসন জানিয়েছিল, বেআইনি ভাবে তৈরি হয়েছিল বাড়িটি। ভেঙে ফেলতে আগে নোটিসও দেওয়া হয়েছিল। তা-ও জাভেদ ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে প্রশাসন নিজেই তা ভেঙে দিল। কিন্তু সেই ঘটনার ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই নয়া বিতর্কে জড়াল যোগী প্রশাসন। ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাড়িটির জলের বিল ও কর দেওয়া ছিল। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, বাড়িটি আদৌ জাভেদের নামেই নয়, তাঁর স্ত্রী পারভীন ফতিমার নামে! তাহলে কী ভাবে জাভেদের…

The post Prayagraj Demolition: বাড়ি ও জল কর মিটিয়েও ফাতিমা পারভিনের বাড়ি বেআইনি বলে বুলডোজার চালালো যোগী প্রশাসন, এর নাম কী আইনের শাসন? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গত কাল রবিবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল মহম্মদ জাভেদের প্রয়াগরাজের বাড়ি। প্রশাসন জানিয়েছিল, বেআইনি ভাবে তৈরি হয়েছিল বাড়িটি। ভেঙে ফেলতে আগে নোটিসও দেওয়া হয়েছিল। তা-ও জাভেদ ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে প্রশাসন নিজেই তা ভেঙে দিল। কিন্তু সেই ঘটনার ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই নয়া বিতর্কে জড়াল যোগী প্রশাসন।

ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাড়িটির জলের বিল ও কর দেওয়া ছিল। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, বাড়িটি আদৌ জাভেদের নামেই নয়, তাঁর স্ত্রী পারভীন ফতিমার নামে! তাহলে কী ভাবে জাভেদের নামে নোটিস দিয়ে ফতিমার বাড়ি ভাঙল প্রশাসন?

ওই ইংরেজি দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রয়াগরাজের জলকল বিভাগের রসিদ বলছে জলের বিল হিসেবে ৪,৫৭৮ টাকা মিটিয়ে দিয়েছিলেন ফতিমা। চলতি অর্থবর্ষের বাড়ির কর হিসেবে দেয় টাকাও মিটিয়ে দেওয়া ছিল পুরোপুরি। তবুও এক দিনের নোটিসে কী করে রবিবার গুঁড়িয়ে দেওয়া হল জাভেদদের বাড়ি?

এহ বাহ্য, নোটিসে যে বাড়ির নম্বর দেওয়া হয়েছে, সেই বাড়িটি জাভেদের স্ত্রী ফতিমার নামে। তাহলে জাভেদের নামে জারি করা নোটিস দিয়ে কী করে ফতেমার বাড়ি ভাঙা পড়ল? প্রসঙ্গত, বিজেপি মুখপাত্র নুপূর শর্মার (বর্তমানে নিলম্বিত বা সাসপেন্ডেড) বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে গত শুক্রবার বিক্ষোভ প্রদশর্নের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সমাজকর্মী তথা ব্যবসায়ী মহম্মদ জাভেদকে। জাভেদ ও ফতেমার ছোট মেয়ে সুমাইয়া ফতিমাকে উদ্ধৃত করে সংবাদপত্রটি লিখেছে, ‘‘প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষ যে নোটিসটি জারি করেছিল, তা ছিল আমার বাবা অর্থাৎ মহম্মদ জাভেদের নামে। কিন্তু তারা ভাঙল আমার মায়ের বাড়ি! ২০ বছর আগে এই বাড়িটি আমার মা’কে উপহার দিয়েছিলেন আমার দাদু কামিলুদ্দিন সিদ্দিকি। পরে বাড়ির কিছু অংশ নতুন করে বানিয়ে নেওয়া হয়েছিল।’’ ওই প্রতিবেদনেই ফতিমাদের আইনজীবী কেকে রায়কেও উদ্ধৃত করা হয়েছে। তিনি রবিবারই জানিয়েছিলেন, রবিবার যে বাড়িটি বুলডোজার দিয়ে ভাঙা হল তা পারভীন ফতিমার নামে। ফতিমা মহম্মদ জাভেদের স্ত্রী। অথচ, শনিবার প্রশাসন যে নোটিসটি জারি করেছে, তা জাভেদের নামে। মুসলিম ল’ অনুযায়ী, স্ত্রীর নামে থাকা সম্পত্তি স্বামীর সম্পত্তি হিসেবে গণ্য হয় না।

সংবাদপত্রটি প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করেছিল পিডিএ-র সঙ্গেও। সচিব অজিত সিংহ এবং জোনাল আধিকারিক অজয় কুমার কোনও মন্তব্য করতে চাননি। জেলাশাসক সঞ্জয়কুমার খাত্রির সঙ্গে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে সংবাদপত্রটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পিডিএ আধিকারিক বলেন, ‘‘ওই জমিতে যে ব্যক্তি নির্মাণকাজ চালিয়েছিলেন, আমরা তাঁকেই নোটিস পাঠিয়েছি। বাড়ির মালিকানা কার নামে, তা দিয়ে আমাদের কিছু যায়-আসে না।’’ সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

 

 

The post Prayagraj Demolition: বাড়ি ও জল কর মিটিয়েও ফাতিমা পারভিনের বাড়ি বেআইনি বলে বুলডোজার চালালো যোগী প্রশাসন, এর নাম কী আইনের শাসন? first appeared on Banglar Janarob.]]>
Madrasah Education : রাজ্যে নতুন কোন মাদ্রাসা অনুমোদন দেওয়া হবে না সিদ্ধান্ত যোগী সরকারের https://banglarjanarob.com/56178 Wed, 18 May 2022 09:21:57 +0000 https://banglarjanarob.com/?p=56178 বাংলার জনরব ডেস্ক: রাজ্যে নতুন করে কোন মাদ্রাসাকে আর অনুমোদন দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে যোগী মন্ত্রিসভা। গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও কয়েকদিন আগে উত্তরপ্রদেশের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী জানিয়েছিলেন মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করা হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি হিন্দি ইংরেজি অংক বিজ্ঞান সমাজবিজ্ঞান অন্তর্ভুক্ত করা হবে। সরকারের মূল লক্ষ্য হলো মাদ্রাসার পড়ুয়াদের অন্য স্কুলের পড়ুয়াদের সমকক্ষ করে তোলাই উদ্দেশ্য, জানিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রক। যদিও এবার মাদ্রাসাগুলিকে অনুদান দেওয়ার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হল। নতুন মাদ্রাসাগুলিকে সরকারি অনুদান দেওয়া হবে না, এই প্রস্তাবে একমত হল যোগী…

The post Madrasah Education : রাজ্যে নতুন কোন মাদ্রাসা অনুমোদন দেওয়া হবে না সিদ্ধান্ত যোগী সরকারের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: রাজ্যে নতুন করে কোন মাদ্রাসাকে আর অনুমোদন দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে যোগী মন্ত্রিসভা। গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও কয়েকদিন আগে উত্তরপ্রদেশের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী জানিয়েছিলেন মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করা হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি হিন্দি ইংরেজি অংক বিজ্ঞান সমাজবিজ্ঞান অন্তর্ভুক্ত করা হবে। সরকারের মূল লক্ষ্য হলো মাদ্রাসার পড়ুয়াদের অন্য স্কুলের পড়ুয়াদের সমকক্ষ করে তোলাই উদ্দেশ্য, জানিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রক। যদিও এবার মাদ্রাসাগুলিকে অনুদান দেওয়ার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হল। নতুন মাদ্রাসাগুলিকে সরকারি অনুদান দেওয়া হবে না, এই প্রস্তাবে একমত হল যোগী মন্ত্রী পরিষদ।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) নতুন মাদ্রাাসাগুলির জন্য সরকারি অনুদানের প্রক্রিয়া চালু করেছিলেন। তার উলটো পথে হাঁটল যোগী সরকার। মঙ্গলবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বিগত অর্থবর্ষে মাদ্রাসাগুলির আধুনিকীকরণের জন্য ৪৭৯ কোটি টাকা বাজেট ধার্য করে যোগী সরকার। রাজ্যের ১৬ হাজার সরকারি নথিভুক্ত মাদ্রাসাকে অনুদান দেওয়া হবে বলে ঠিক হয়। মঙ্গলবার যোগী সরকার সিদ্ধান্ত নিল, নতুন মাদ্রাসাগুলি সরকারি সাহায্য পাবে না।

উত্তরপ্রদেশের বিজেপি (BJP) সরকার রাজ্যের মাদ্রাসাগুলিতে ক্লাস বসার আগে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক ঘোষণা করেছে। সম্প্রতি একথা জানান, যোগী মন্ত্রিসভার সদস্য দানিশ আজাদ আনসারি। গত ২৪ মার্চই উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। নতুন সিদ্ধান্তটি অনুযায়ী, সব মাদ্রাসার ছাত্র, শিক্ষক অবশ্যই ক্লাস শুরুর আগে ‘জনগণমন’ গাইবেন। শিক্ষা বোর্ডে অনুমোদিত সিদ্ধান্ত রূপায়ণের আদেশ বেরিয়েছে গত ৯ মে। তাতে বলা হয়েছে, মাদ্রাসায় আগে যেমন ধর্মীয় প্রার্থনা হোত, তেমন হবে। পাশাপাশি জাতীয় সঙ্গীতে গলা মেলাতে হবে শিক্ষক, পড়ুয়া- সবাইকে।

প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড স্বাধীনতা দিবসে তাদের অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক করেছিল। এর ৫ বছর পর স্কুলে ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত গাওয়া আবশ্যিক করা হয়েছে।

উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আগেই বলেছিলেন, “সব স্কুলেই জাতীয় সংগীত গাইতে হয়। মাদ্রাসার পড়ুয়াদের মধ্যেও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে চাই আমরা। ওরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়, সে জন্যই আসন্ন শিক্ষাবর্ষ থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে।”

The post Madrasah Education : রাজ্যে নতুন কোন মাদ্রাসা অনুমোদন দেওয়া হবে না সিদ্ধান্ত যোগী সরকারের first appeared on Banglar Janarob.]]>
Gang Rape : বিয়ের নেমন্তন্ন করতে বেরিয়ে গণধর্ষণের শিকার তরুণী, বিক্রি করে দেয়ার অভিযোগ এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে, যোগীর রাজ্যে এই নৃশংসতায় দেশজুড়ে শোরগোল, অভিযুক্তরা এখনো অধরা https://banglarjanarob.com/55748 Tue, 10 May 2022 08:14:28 +0000 https://banglarjanarob.com/?p=55748 বাংলার জনরব ডেস্ক: উত্তরপ্রদেশে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরেও যোগী আদিত্যনাথ এর সরকার মহিলাদের নিরাপত্তা নিয়ে এখনো সে বিষয়ে উদ্যোগ নিতে পারেনি। ফলে যোগীর রাজ্যে দিনের-পর-দিন নারী নির্যাতন বেড়েই চলেছে। সম্প্রতি যে 18 বছরের তরুণী গণধর্ষণের ঘটনা সামনে এসেছে তা শুনলে যে কোন ব্যক্তি শিউরে উঠতে পারে।বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে অপহৃত হয়েছিলেন এক ১৮ বছরের তরুণী। এর পর চলে লাগাতার ধর্ষণ, গণধর্ষণ (Gangrape)। এমনকী, এক রাজনৈতিক নেতার মাধ্যমে ওই তরুণীকে মধ্যপ্রদেশে বিক্রিও করে দেওয়া হয়। পরে পুলিশের সাহায্যে ওই তরুণীকে উদ্ধার করা হয়। ২১ এপ্রিল বিয়ে ঠিক হয়েছিল উত্তরপ্রদেশের (Uttar…

The post Gang Rape : বিয়ের নেমন্তন্ন করতে বেরিয়ে গণধর্ষণের শিকার তরুণী, বিক্রি করে দেয়ার অভিযোগ এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে, যোগীর রাজ্যে এই নৃশংসতায় দেশজুড়ে শোরগোল, অভিযুক্তরা এখনো অধরা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: উত্তরপ্রদেশে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরেও যোগী আদিত্যনাথ এর সরকার মহিলাদের নিরাপত্তা নিয়ে এখনো সে বিষয়ে উদ্যোগ নিতে পারেনি। ফলে যোগীর রাজ্যে দিনের-পর-দিন নারী নির্যাতন বেড়েই চলেছে। সম্প্রতি যে 18 বছরের তরুণী গণধর্ষণের ঘটনা সামনে এসেছে তা শুনলে যে কোন ব্যক্তি শিউরে উঠতে পারে।বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে অপহৃত হয়েছিলেন এক ১৮ বছরের তরুণী। এর পর চলে লাগাতার ধর্ষণ, গণধর্ষণ (Gangrape)। এমনকী, এক রাজনৈতিক নেতার মাধ্যমে ওই তরুণীকে মধ্যপ্রদেশে বিক্রিও করে দেওয়া হয়। পরে পুলিশের সাহায্যে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

২১ এপ্রিল বিয়ে ঠিক হয়েছিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসি জেলার (Jhansi District) বাসিন্দা এক তরুণীর। ১৮ এপ্রিল বেরিয়েছিলেন বিয়ের নিমন্ত্রণ সারতে। বিয়ের কার্ড বিলি করার সময় তাঁকে অপহরণ করে স্থানীয় তিন যুবক। তারপর চলে লাগাতার ধর্ষণ। এমনকী গণধর্ষণও করা হয় তাঁকে। তার পর স্থানীয় এক রাজনৈতিক নেতার কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে অচেনা এক ব্যক্তির সঙ্গে রাত কাটাতে বাধ্য করা হয় তাঁকে।

পরে পার্শ্ববর্তী রাজ্য মধ্যপ্রদেশের এক গ্রামে পাঠিয়ে দেওয়া হয় ওই তরুণীকে। সেখানে মোটা টাকার বিনিময়ে তাঁকে দাতিয়া গ্রামের এক ব্যক্তির কাছে বিক্রিও করে দেওয়া হয়। কয়েকদিন সেখানে থাকার পর সুযোগ বুঝে বাবাকে ফোন করেন তরুণী। শেষে পুলিশের সাহায্যে পাথারি গ্রাম থেকে তাঁকে উদ্ধার করে পরিবার। এই ঘটনায় ফের একবার যোগীরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনা প্রসঙ্গে তেহরাউলির সার্কেল অফিসার অনুজ সিং জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অপহরণ, গণধর্ষণ এবং বিক্রি করে দেওয়ার মামলা দায়ের হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতার গোপন বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যদিও ঘটনার পর দীর্ঘসময় কেটে গেলেও অভিযুক্তরা অধরা।

 

 

The post Gang Rape : বিয়ের নেমন্তন্ন করতে বেরিয়ে গণধর্ষণের শিকার তরুণী, বিক্রি করে দেয়ার অভিযোগ এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে, যোগীর রাজ্যে এই নৃশংসতায় দেশজুড়ে শোরগোল, অভিযুক্তরা এখনো অধরা first appeared on Banglar Janarob.]]>
Hizab : হিজাব পরিহিতা পড়ুয়াদের সরকার কর্তৃক বিনামূল্যে ট্যাবলেট দিল না কলেজ, অভিযোগ অস্বীকার অধ্যক্ষের https://banglarjanarob.com/55471 Wed, 04 May 2022 05:42:56 +0000 https://banglarjanarob.com/?p=55471 বাংলার জনরব ডেস্ক: হিজাব পরার কারনে মুসলিম পড়ুয়াদের ট্যাবলেট দিল না গাজিয়াবাদের একটি কলেজ। যোগী প্রশাসন পরিচালিত এই কলেজটি শুধুমাত্র হিজাবের কারণে একটি মুসলিম মেয়েকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। এর আগে কর্নাটকে হিজাব পড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল সেই বিতর্কে এবার যোগীর রাজ্যে পড়লো সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রে। যদিও কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে স্বীকার করতে চাননি। কলেজের অধ্যক্ষের দাবি ওই ছাত্রীরা কলেজের ইউনিফর্ম না পড়ে থাকায় তাদেরকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ, গাজিয়াবাদের (Gaziabad) একটি কলেজ কর্তৃপক্ষ হিজাব পরিহিত মুসলিম পড়ুয়াদের বিনামূল্যে ট্যাবলেট দিতে অস্বীকার করে। সোমবার গাজিয়াবাদের…

The post Hizab : হিজাব পরিহিতা পড়ুয়াদের সরকার কর্তৃক বিনামূল্যে ট্যাবলেট দিল না কলেজ, অভিযোগ অস্বীকার অধ্যক্ষের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: হিজাব পরার কারনে মুসলিম পড়ুয়াদের ট্যাবলেট দিল না গাজিয়াবাদের একটি কলেজ। যোগী প্রশাসন পরিচালিত এই কলেজটি শুধুমাত্র হিজাবের কারণে একটি মুসলিম মেয়েকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। এর আগে কর্নাটকে হিজাব পড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল সেই বিতর্কে এবার যোগীর রাজ্যে পড়লো সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রে। যদিও কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে স্বীকার করতে চাননি। কলেজের অধ্যক্ষের দাবি ওই ছাত্রীরা কলেজের ইউনিফর্ম না পড়ে থাকায় তাদেরকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি।

অভিযোগ, গাজিয়াবাদের (Gaziabad) একটি কলেজ কর্তৃপক্ষ হিজাব পরিহিত মুসলিম পড়ুয়াদের বিনামূল্যে ট্যাবলেট দিতে অস্বীকার করে। সোমবার গাজিয়াবাদের মোদিনগর এলাকায় অবস্থিত গিন্নিদেবী কলেজে ঘটেছে এই ঘটনাটি । প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, ছাত্রীরা ক্যাম্পাসের কাছে রাস্তা অবরোধ করার চেষ্টা করেছিল এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতেই পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। যদিও প্রশাসনের সাফাই, পোশাক বিধি না মানায় পড়ুয়াদের ট্যাবলেট দেওয়া হয়নি।

এদিকে, কলেজের অধ্যক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে পড়ুয়ারা ইউনিফর্মে ছিল না তাই তাদের কলেজ চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কলেজের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার অভিযোগ, ফ্রি ট্যাবলেটের বিষয়ে জানতে অধ্যক্ষের কাছে গেলে কলেজ কর্তৃপক্ষ তাঁদের হিজাব খুলে ফেলতে বলে। ওই তরুণীর আরও অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে ‘রূঢ়’ ভাবে কথা বললেও পুলিশ এলে তাঁরা বিনয়ের সঙ্গে কথা বলতে শুরু করেন।

অন্যদিকে ইদের (Eid) পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলেও জানান ওই পড়ুয়া। কলেজের অধ্যক্ষ জানান যে তাঁরা শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করছেন এবং কিছু শিক্ষার্থী ইউনিফর্মে ছিল না তাই তাদের কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তিনি আরও বলেছেন যে পড়ুয়াদের যথাযথ ইউনিফর্মে থাকা নিশ্চিত করা ছাড়া তাঁদের উদ্দেশ্য আর কিছুই ছিল না।

 

The post Hizab : হিজাব পরিহিতা পড়ুয়াদের সরকার কর্তৃক বিনামূল্যে ট্যাবলেট দিল না কলেজ, অভিযোগ অস্বীকার অধ্যক্ষের first appeared on Banglar Janarob.]]>
UP Election 2022: যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন প্রখ্যাত দলিত নেতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ, চাপে বিজেপি https://banglarjanarob.com/51699 Thu, 20 Jan 2022 10:27:41 +0000 https://banglarjanarob.com/?p=51699 বুলবুল চৌধুরী : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন আকর্ষণ বেড়ে চলেছে। একদিকে বিজেপি সমাজবাদী পার্টি ও কংগ্রেস দল ভাঙার চেষ্টা করছে অন্যদিকে সমাজবাদী পার্টি বিজেপির একের পর এক মন্ত্রীকে নিয়ে শোরগোল তুলে দিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশিষ্ট দলিত নেতা এনআরসি আন্দোলনের অন্যতম মুখ চন্দ্রশেখর আজাদ আজ ঘোষণা করেছেন তিনি গোরক্ষপুর সদর বিধানসভা কেন্দ্রে যোগী আদিত্যনাথ এর বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ দলিত নেতা হিসাবে সমগ্র উত্তর ভারতে পরিচিত মুখ। তাঁর প্রতিষ্ঠিত ভিম আর্মি রীতিমতো বিজেপি দলের কাছে ত্রাসে পরিণত হয়েছে। একইসঙ্গে চন্দ্রশেখর…

The post UP Election 2022: যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন প্রখ্যাত দলিত নেতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ, চাপে বিজেপি first appeared on Banglar Janarob.]]>
বুলবুল চৌধুরী : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন আকর্ষণ বেড়ে চলেছে। একদিকে বিজেপি সমাজবাদী পার্টি ও কংগ্রেস দল ভাঙার চেষ্টা করছে অন্যদিকে সমাজবাদী পার্টি বিজেপির একের পর এক মন্ত্রীকে নিয়ে শোরগোল তুলে দিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশিষ্ট দলিত নেতা এনআরসি আন্দোলনের অন্যতম মুখ চন্দ্রশেখর আজাদ আজ ঘোষণা করেছেন তিনি গোরক্ষপুর সদর বিধানসভা কেন্দ্রে যোগী আদিত্যনাথ এর বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ দলিত নেতা হিসাবে সমগ্র উত্তর ভারতে পরিচিত মুখ। তাঁর প্রতিষ্ঠিত ভিম আর্মি রীতিমতো বিজেপি দলের কাছে ত্রাসে পরিণত হয়েছে।

একইসঙ্গে চন্দ্রশেখর আজাদ প্রতিষ্ঠা করেছেন আজাদ সমাজ পার্টি নামে একটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল এবারের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আগেই ঘোষণা করেছিল। আজ বৃহস্পতিবার চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ উত্তরপ্রদেশের ৩৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে তেত্রিশটা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

সেখানেই দেখা যাচ্ছে আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে গোরক্ষপুর সদর বিধানসভা কেন্দ্রে  প্রার্থী হয়েছেন চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ। এন আর সি ও সি এ এ আন্দোলন চলাকালীন সময়ে চন্দ্রশেখর আজাদকে গ্রেপ্তার করেছিল যোগীর পুলিশ। তা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে ছিল পরবর্তীকালে আদালতের নির্দেশে চন্দ্রশেখর আজাদ মুক্তি লাভ করেছিল। এরপরেই সমগ্র দেশ জুড়ে চন্দ্রশেখর আজাদ এন আর সি ও সি এ এ আন্দোলনের মুখ হিসেবে উঠে আসেন।

একইসঙ্গে দলিত নেতা হিসাবে উত্তরপ্রদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন চন্দ্রশেখর আজাদ। তিনি সরাসরি যোগীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর যোগী আদিত্যনাথ অনেকটাই যে চাপে পড়ে গেলেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

জানা গেছে, চন্দ্রশেখর আজাদকে সমর্থন জানাতে পারে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সহ সমগ্র বিরোধীদল। যদি চন্দ্রশেখর আজাদকে সামনে রেখে সমগ্র বিরোধীদল তাঁর পাশে দাঁড়িয়ে যায় তাহলে অনেকটাই বিপাকে পড়বে যোগী আদিত্যনাথ বলে রাজনৈতিক মহল মনে করছে।

The post UP Election 2022: যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন প্রখ্যাত দলিত নেতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ, চাপে বিজেপি first appeared on Banglar Janarob.]]>
BJP & UP Crisis : উত্তরপ্রদেশে ফের ধাক্কা খেলে বিজেপি,স্বামী প্রসাদ মৌর্যের পর যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দারা সিং চৌহান, বিজেপি ত্যাগের সিলসিলা চলছে, আরো কয়েক ডজন বিধায়ক পদত্যাগ করতে পারেন! https://banglarjanarob.com/51362 Wed, 12 Jan 2022 11:34:51 +0000 https://banglarjanarob.com/?p=51362 বাংলার জনরব ডেস্ক : বিধানসভা ভোটের মুখে ফের ধাক্কা খেলো যোগী সরকার। এক কথায় বলা যেতে পারে উত্তরপ্রদেশের ফের ধাক্কা খেলো বিজেপি। গতকাল অনগ্রসর সম্প্রদায়ের নেতা স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগের পর আজ যোগী সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দারা সিং চৌহান। তিনি রাজ্যপালের কাছে লেখা চিঠিতে যোগী সরকারের বিরুদ্ধে দলিত, অনগ্রসর ও যুবকদের উপেক্ষা করার অভিযোগ করেছেন। দারা সিংহ চৌহান বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় পরিবেশ ও পশু উদ্যান মন্ত্রী হিসেবে পরিপূর্ণ মনোযোগ সহকারে নিজের দফতরের কাজ করেছি। কিন্তু সরকার দলিত, বঞ্চিত, কৃষক ও কর্মসংস্থানহীন তরুণদের প্রতি ঘোরতর উপেক্ষার…

The post BJP & UP Crisis : উত্তরপ্রদেশে ফের ধাক্কা খেলে বিজেপি,স্বামী প্রসাদ মৌর্যের পর যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দারা সিং চৌহান, বিজেপি ত্যাগের সিলসিলা চলছে, আরো কয়েক ডজন বিধায়ক পদত্যাগ করতে পারেন! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বিধানসভা ভোটের মুখে ফের ধাক্কা খেলো যোগী সরকার। এক কথায় বলা যেতে পারে উত্তরপ্রদেশের ফের ধাক্কা খেলো বিজেপি। গতকাল অনগ্রসর সম্প্রদায়ের নেতা স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগের পর আজ যোগী সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দারা সিং চৌহান। তিনি রাজ্যপালের কাছে লেখা চিঠিতে যোগী সরকারের বিরুদ্ধে দলিত, অনগ্রসর ও যুবকদের উপেক্ষা করার অভিযোগ করেছেন।

দারা সিংহ চৌহান বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় পরিবেশ ও পশু উদ্যান মন্ত্রী হিসেবে পরিপূর্ণ মনোযোগ সহকারে নিজের দফতরের কাজ করেছি। কিন্তু সরকার দলিত, বঞ্চিত, কৃষক ও কর্মসংস্থানহীন তরুণদের প্রতি ঘোরতর উপেক্ষার মনোভাব নিয়ে চলেছে। সেইসঙ্গে অনগ্রসর ও দলিতদের সঙ্গে সংরক্ষণ নিয়ে খেলা করছে। সরকারের এই মনোভাবেই হতাশ হয়ে আমি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিচ্ছি।

দারা সিংহ চৌহানের ইস্তফার পর রাজ্যের উপমুখ্যমন্ত্রী কথা বিজেপির শীর্ষ নেতা কেশব প্রসাদ মৌর্য তাঁকে তাঁর সিদ্ধান্ত পুণর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, পরিবারের কেউ ভুল পথে গেলে দুঃখ তো হয়েই। তাঁকে আমার আর্জি যে, ডুবন্ত নৌকায় উঠলে লোকসানই হবে। বড় ভাই দারা সিংহজী আপনি আপনার সিদ্ধান্ত পুণর্বিবেচনা করুন।

ভোটের মুখে গতকালই প্রথম দফায় খেয়েছিলেন যোগী আদিত্যনাথ। বিজেপি ছেড়েছিলেন এক মন্ত্রী ও তিন বিধায়ক। মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর দল ছাড়ার ঘোষণা করেন স্বামীপ্রসাদ মৌর্য (Swami Prasad Maurya)। এরপরই বিজেপি ছাড়েন ৩ বিধায়ক- রোশনলাল শর্মা, ব্রিজেশ প্রজাপতি, ভগবতী সাগর। স্বামীপ্রসাদের বিজেপি ত্যাগের পরই ছবি পোস্ট করে তাঁকে স্বাগত জানান সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেলের কাছে জমা দেওয়া ইস্তফাপত্রে স্বামীপ্রসাদ লেখেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে আমি রাজ্যে শ্রম ও জনকল্যাণমন্ত্রী হিসেবে কাজ করেছি। মন্ত্রী পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। কারণ, এই সরকার সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের জন্য কাজ করে না।

পদত্যাগের কারণ হিসেবে তিনি সংবাদসংস্থা-কে আরও বলেন, সরকারের দলিত, অনগ্রসর শ্রেণি, কৃষক, যুবক ও ব্যবসায়ী-বিরোধী মানসিকতা দেখে আমি যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। সমর্থকদের সঙ্গে আলোচনা করব। অন্য দলে যোগদানের বিষয়ে তার পরই সিদ্ধান্ত নেব। আগামী দিনে আরও অনেক বিধায়ক পদত্যাগ করবেন বলে তিনি দাবি করেন।

The post BJP & UP Crisis : উত্তরপ্রদেশে ফের ধাক্কা খেলে বিজেপি,স্বামী প্রসাদ মৌর্যের পর যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দারা সিং চৌহান, বিজেপি ত্যাগের সিলসিলা চলছে, আরো কয়েক ডজন বিধায়ক পদত্যাগ করতে পারেন! first appeared on Banglar Janarob.]]>
Corona Third Wave : করোনার তৃতীয় ঢেউয়ের দাপটে! সব রকম সভা বাতিল করল কংগ্রেস, সরকারি অনুষ্ঠান বাতিল করলেন যোগী https://banglarjanarob.com/51105 Wed, 05 Jan 2022 09:40:37 +0000 https://banglarjanarob.com/?p=51105 বাংলার জনরব ডেস্ক: করোনার তৃতীয় ঢেউয়ের দাপটে। দেশজুড়ে হুড়মুড় করে বাড়ছে করোনা (Covid) সংক্রমন। উত্তরপ্রদেশেও (UP) বাড়ছে । এর ফলে নির্বাচনী প্রচার থেকে সরে এল উত্তরপ্রদেশের অন্যতম বিরোধী দল কংগ্রেস (Congress)। অন্যদিকে মুখ্যমুন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) বৃহস্পতিবারের সরকারি অনুষ্ঠান বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। ওমিক্রনের (Omicron) আতঙ্কের মধ্যে মঙ্গলবার উত্তরপ্রদেশের বরেলি জেলায় (Bareilly District) কংগ্রেসের প্রচারে বাঁধনছাড়া ভিড়ে দেখা গিয়েছিল। ওই জমায়েতে করোনা বিধি মানা হয়নি বলেও অভিযোগ ওঠে। মাস্ক ছিল না অনেকের মুখেই। এমনকি অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটে। যদিও কেউ গুরুতর আহত হননি। তথাপি দেশে…

The post Corona Third Wave : করোনার তৃতীয় ঢেউয়ের দাপটে! সব রকম সভা বাতিল করল কংগ্রেস, সরকারি অনুষ্ঠান বাতিল করলেন যোগী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: করোনার তৃতীয় ঢেউয়ের দাপটে। দেশজুড়ে হুড়মুড় করে বাড়ছে করোনা (Covid) সংক্রমন। উত্তরপ্রদেশেও (UP) বাড়ছে । এর ফলে নির্বাচনী প্রচার থেকে সরে এল উত্তরপ্রদেশের অন্যতম বিরোধী দল কংগ্রেস (Congress)। অন্যদিকে মুখ্যমুন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) বৃহস্পতিবারের সরকারি অনুষ্ঠান বাতিল হয়েছে বলে জানা গিয়েছে।

ওমিক্রনের (Omicron) আতঙ্কের মধ্যে মঙ্গলবার উত্তরপ্রদেশের বরেলি জেলায় (Bareilly District) কংগ্রেসের প্রচারে বাঁধনছাড়া ভিড়ে দেখা গিয়েছিল। ওই জমায়েতে করোনা বিধি মানা হয়নি বলেও অভিযোগ ওঠে। মাস্ক ছিল না অনেকের মুখেই। এমনকি অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটে। যদিও কেউ গুরুতর আহত হননি। তথাপি দেশে ওমিক্রনের দাপটে কংগ্রেসের এই প্রচার নিয়ে প্রশ্ন তুলেছিল সংবাদ মাধ্যম। এই অবস্থায় বুধবার উত্তরপ্রদেশ কংগ্রেস দলের যাবতীয় প্রচারসভা বাতিল করার কথা জানাল। কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সে রাজ্যের চিকিৎসক মহল।

এদিকে একই প্রশ্ন উঠেছে গেরুয়া শিবিরে রাজনৈতিক প্রচার নিয়েও। অভিযোগ ছিল, অধিকাংশ ক্ষেত্রেই দূরত্ব বিধি মানা হয়নি ভিড় সভাগুলিতে। মাস্ক দেখা যায়নি বিজেপির সাধারণ সমর্থকদের পাশাপাশি দলের নেতাদের কারো কারো মুখেও। এই অবস্থায় গৌতম বুদ্ধ নগরের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

 

The post Corona Third Wave : করোনার তৃতীয় ঢেউয়ের দাপটে! সব রকম সভা বাতিল করল কংগ্রেস, সরকারি অনুষ্ঠান বাতিল করলেন যোগী first appeared on Banglar Janarob.]]>