Corona virus in west bengal | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Thu, 27 Jan 2022 09:19:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Corona virus in west bengal | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 School Reopening: স্কুলছুট রুখতে অবিলম্বে স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা দায়ের করলেন এক শিক্ষক, এই দাবীতে চারটি আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে, আগামীকাল শুক্রবার একসঙ্গে শুনানি https://banglarjanarob.com/51950 Thu, 27 Jan 2022 09:17:27 +0000 https://banglarjanarob.com/?p=51950 বাংলার জনরব ডেস্ক : করোনা আবহে রাজ্যের স্কুল কলেজ  প্রায় দু’বছর ধরে বন্ধ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সব কিছু খোলা থাকলেও কেন শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য রাজ্য সরকার পাড়ায় শিক্ষালয় নামে একটি প্রকল্প চালু করেছে। কিন্তু তারপরেও ক্ষোভ কমছে না। আজ বৃহস্পতিবার স্কুলছুট রক্ষার জন্য অবিলম্বে স্কুল খোলার দাবিতে জনস্বার্থে ফের মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের করেছেন ইছাপুর হাই স্কুলের শিক্ষক প্রিয়ঙ্কর ভট্টাচার্য। আদালতে তাঁর আবেদন, দীর্ঘ…

The post School Reopening: স্কুলছুট রুখতে অবিলম্বে স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা দায়ের করলেন এক শিক্ষক, এই দাবীতে চারটি আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে, আগামীকাল শুক্রবার একসঙ্গে শুনানি first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : করোনা আবহে রাজ্যের স্কুল কলেজ  প্রায় দু’বছর ধরে বন্ধ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সব কিছু খোলা থাকলেও কেন শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য রাজ্য সরকার পাড়ায় শিক্ষালয় নামে একটি প্রকল্প চালু করেছে। কিন্তু তারপরেও ক্ষোভ কমছে না।

আজ বৃহস্পতিবার স্কুলছুট রক্ষার জন্য অবিলম্বে স্কুল খোলার দাবিতে জনস্বার্থে ফের মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের করেছেন ইছাপুর হাই স্কুলের শিক্ষক প্রিয়ঙ্কর ভট্টাচার্য। আদালতে তাঁর আবেদন, দীর্ঘ দিন স্কুল বন্ধের কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। স্কুল খুলে তাঁদের ফের স্কুলে ফেরানোর ব্যবস্থা করুক সরকার। স্কুল খোলার দাবিতে এ নিয়ে চারটি মামলা দায়ের হল হাই কোর্টে। মামলাকারীদের মধ্যে রয়েছে সিপিআই-এর ছাত্র সংগঠন এআইএসএফ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সব মামলাগুলি একত্রিত করে শুক্রবার সকালে শুনানি শুরু হবে। প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘‘আমরা স্কুল খুলতেই চাই। রাজ্যের কোভিড পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং তাঁর নির্দেশ অনুযায়ী উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

The post School Reopening: স্কুলছুট রুখতে অবিলম্বে স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা দায়ের করলেন এক শিক্ষক, এই দাবীতে চারটি আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে, আগামীকাল শুক্রবার একসঙ্গে শুনানি first appeared on Banglar Janarob.]]>
Coronavirus in West Bengal: জানুয়ারিতেই বঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার হবে ! আশঙ্কা চিকিৎসকদের https://banglarjanarob.com/51064 Tue, 04 Jan 2022 04:51:06 +0000 https://banglarjanarob.com/?p=51064 বাংলার জনরব ডেস্ক : ২০২২ এর প্রথম মাসেই বাংলায় করোনা সংক্রমণের সংখ্যা দৈনিক পৌঁছতে পারে ৩০-৩৫ হাজারে! গত কয়েক দিন ধরে বঙ্গে সংক্রমিতের সংখ্যা যে গতিতে বৃদ্ধি পাচ্ছে, তা পর্যবেক্ষণ করে এমনটাই মনে করছেন চিকিৎসকদের একাংশ। সোমবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ রবিবার আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮ জন। যা, শনিবারের দৈনিক আক্রান্তের (৬,১৫৩ জন) সংখ্যার থেকে কিছুটা কম। তবে আইসিএমআর-এর এপিডিমিয়োলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজ়িজ়ের বিভাগীয় প্রধান সমীরণ পান্ডার কথায়, ‘‘সহায়ক পরিবেশ তৈরি হয়েছে বলেই রেখাচিত্র সোজা উপরে উঠছে। এ বার জনগোষ্ঠীতে সকলে সচেতন হয়ে যদি…

The post Coronavirus in West Bengal: জানুয়ারিতেই বঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার হবে ! আশঙ্কা চিকিৎসকদের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ২০২২ এর প্রথম মাসেই বাংলায় করোনা সংক্রমণের সংখ্যা দৈনিক পৌঁছতে পারে ৩০-৩৫ হাজারে! গত কয়েক দিন ধরে বঙ্গে সংক্রমিতের সংখ্যা যে গতিতে বৃদ্ধি পাচ্ছে, তা পর্যবেক্ষণ করে এমনটাই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

সোমবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ রবিবার আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮ জন। যা, শনিবারের দৈনিক আক্রান্তের (৬,১৫৩ জন) সংখ্যার থেকে কিছুটা কম।

তবে আইসিএমআর-এর এপিডিমিয়োলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজ়িজ়ের বিভাগীয় প্রধান সমীরণ পান্ডার কথায়, ‘‘সহায়ক পরিবেশ তৈরি হয়েছে বলেই রেখাচিত্র সোজা উপরে উঠছে। এ বার জনগোষ্ঠীতে সকলে সচেতন হয়ে যদি সেই সহায়ক পরিবেশকে রুখে দিতে পারেন, তা হলে দ্রুত সংক্রমণের মাত্রাও কমবে। কিন্তু মানুষ যদি ভাইরাসকে নিমন্ত্রণ করে নিয়ে আসেন, তা হলে তা বাড়বে তো বটেই। এটাও মনে রাখতে হবে সকলেরই যে ওমিক্রন হচ্ছে তা নয়। ডেল্টা এখনও প্রধান ভেরিয়েন্ট হিসেবে রয়েছে।’’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দলুইয়ের মতে, ওমিক্রনের সংক্রমণের হার অত্যন্ত বেশি। তার সঙ্গে এক শ্রেণির মানুষের কোভিড বিধি পালনে অনীহা—এই জোড়া ফলার কারণেই সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। ডেল্টার সঙ্গে ওমিক্রনও এখন প্রভাব ফেলতে শুরু করছে। তাঁর কথায়, ‘‘ওমিক্রন হয়তো অচিরেই তৃতীয় ঢেউয়ের মূল কারণ হয়ে দাঁড়াবে। সেই কারণে নিয়ন্ত্রণ বিধি কড়া ভাবে বলবৎ না হলে দৈনিক আক্রান্তের সংখ্যা এই মাসেই ৩০-৩৫ হাজারে গিয়ে দাঁড়াতে পারে।’’

অনির্বাণ-সহ অন্যান্য চিকিৎসকেরা এ-ও জানাচ্ছেন, মহামারি বিজ্ঞানের সূত্র অনুসারে যত দ্রুত করোনা সংক্রমণ ছড়াবে, আক্রান্তের সংখ্যা তত দ্রুত সর্বোচ্চ শিখরে পৌঁছবে। আর যত দ্রুত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হবেন, রেখাচিত্র নিম্নমুখীও হবে তত তাড়াতাড়ি। একই রকম ভাবে সেটিও নীচের দিকে সোজা নামবে। তবে তা হতে ফেব্রুয়ারি হয়ে যাবে বলেও মনে করছেন চিকিৎসকেরা। অসংখ্য মানুষ ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গিয়েছেন এবং আরও অনেকে সংক্রমিত হবেন। তাতে জনগোষ্ঠীতে সাধারণ ভাবেই দ্রুত ‘হার্ড ইমিউনিটি’ তৈরির সম্ভাবনাও বেশি। তার কারণেও সংক্রমণ যখন নামবে, তার হার দ্রুত হবে বলেই জানাচ্ছেন শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। তিনি আরও বলেন, ‘‘সংক্রমণের গতি দেখে মনে হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে জনসংখ্যার প্রায় ১০০ শতাংশ আক্রান্ত হবেন। তাই ধরে নেওয়া যায় চলতি মাসের মাঝামাঝি সংক্রমণ সর্বোচ্চ শিখরে পৌঁছবে। দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান থেকে এটাও অনুমান করা যাচ্ছে, চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সংক্রমণ ফের নামতে শুরু করবে। অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝিতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।’’

স্বাস্থ্য দফতর থেকে এ দিন জানানো হয়েছে, বিদেশ ফেরত মোট ৬ জন যাত্রীর করোনা পজ়িটিভ হওয়ায় তাঁদের হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। এর মধ্যে সুইডেন ও ফ্রান্স ফেরত যাত্রীও রয়েছেন। সকলের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘‘এখনও ১৩ জন বিদেশ ফেরত যাত্রীর জিনোম সিকোয়েন্সের রিপোর্ট পাওয়া বাকি রয়েছে। রাজ্যে মোট ওমিক্রন আক্রান্ত ২০ জন। তার মধ্যে এখন ১৪ জনের চিকিৎসা চলছে।’’ পরিস্থিতি পর্যালোচনা করতে এ দিন সরকারি ও বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকও করে স্বাস্থ্য দফতর।

বৈঠকের পরে উডল্যান্ডস হাসপাতালের সিইও তথা চিকিৎসক রূপালী বসু জানান, ওমিক্রন আক্রান্ত হলেও উপসর্গহীন সমস্ত রোগীকে বাড়িতে আইসোলেশনে রাখতে হবে। তৃতীয় ঢেউয়ে পজ়িটিভ থাকার সময়ও অনেকটা কমে এসেছে। তাই উপসর্গহীন থাকলে প্রথম পজ়়িটিভ আসার পাঁচ দিনের মাথায় ফের পরীক্ষা করে দেখতে হবে। তাতে নেগেটিভ এলে ১০ দিন পর থেকে ওই ব্যক্তি কাজে ফিরতে পারবেন। এ দিন বৈঠকের পরে একই রকম কথা নিজেদের হাসপাতালেও জানিয়েছেন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। এক আধিকারিকের কথায়, ‘‘এর ফলে কাজের জায়গায় কর্মী সংখ্যা কমের সমস্যা বেশি দিন স্থায়ী হবে না।’’

সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

 

The post Coronavirus in West Bengal: জানুয়ারিতেই বঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার হবে ! আশঙ্কা চিকিৎসকদের first appeared on Banglar Janarob.]]>
Covid 19 Third Wave : বাংলার তৃতীয় ঢেউ মারাত্মক হতে পারে করোনা বিধি অমান্যকারীদের জন্য! আশঙ্কা বিশেষজ্ঞদের https://banglarjanarob.com/50992 Sun, 02 Jan 2022 06:01:11 +0000 https://banglarjanarob.com/?p=50992 বাংলার জনরব ডেস্ক : বাংলার মানুষ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ দক্ষিণ আফ্রিকায় চতুর্থ ঢেউয়ের শিকার হয়েছে তরুণ-তরুণীরা। দেখা গিয়েছে, আক্রান্তদের গড় বয়স ৩৬ থেকে ৫৯!  দক্ষিণ আফ্রিকার বিশেষ একটি হাসপাতালের তথ্য ঘেঁটে দেখা গিয়েছে, টিকা নেওয়া থাকলে মৃত্যুর হার অনেকটাই কমে যাচ্ছে। কতটা? এমনিতে চতুর্থ ঢেউয়ে মৃত্যু হার অত্যন্ত কম। ২০০ জন ভরতি হলে মারা যাচ্ছেন বড়জোর ৪ জন। কিন্তু সেই ২০০ জনের মধ্যে অর্ধেকেরও যদি টিকাকরণ হয়ে থাকে, মৃত্যু হচ্ছে মাত্র ১ জনের। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য আধিকারিকরা অঙ্ক কষে বের করেছেন চার ঢেউয়ের…

The post Covid 19 Third Wave : বাংলার তৃতীয় ঢেউ মারাত্মক হতে পারে করোনা বিধি অমান্যকারীদের জন্য! আশঙ্কা বিশেষজ্ঞদের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বাংলার মানুষ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ দক্ষিণ আফ্রিকায় চতুর্থ ঢেউয়ের শিকার হয়েছে তরুণ-তরুণীরা। দেখা গিয়েছে, আক্রান্তদের গড় বয়স ৩৬ থেকে ৫৯!  দক্ষিণ আফ্রিকার বিশেষ একটি হাসপাতালের তথ্য ঘেঁটে দেখা গিয়েছে, টিকা নেওয়া থাকলে মৃত্যুর হার অনেকটাই কমে যাচ্ছে। কতটা? এমনিতে চতুর্থ ঢেউয়ে মৃত্যু হার অত্যন্ত কম। ২০০ জন ভরতি হলে মারা যাচ্ছেন বড়জোর ৪ জন। কিন্তু সেই ২০০ জনের মধ্যে অর্ধেকেরও যদি টিকাকরণ হয়ে থাকে, মৃত্যু হচ্ছে মাত্র ১ জনের। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য আধিকারিকরা অঙ্ক কষে বের করেছেন চার ঢেউয়ের সময়কাল। ২০২০ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় বজায় ছিল প্রথম ঢেউ। নভেম্বর ২০২০ থেকে ২০২১ এর জানুয়ারি পর্যন্ত ছিল দ্বিতীয় ঢেউয়ের রেশ। ২০২১-এর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মারণ তৃতীয় ঢেউয়ের ডেল্টা। নভেম্বর ২০২১ থেকে শুরু হয়েছে চতুর্থ ঢেউ। দক্ষিণ আফ্রিকার চতুর্থ ঢেউয়ের সঙ্গে অনেকেই বাংলার তৃতীয় ঢেউয়ের তুলনা টেনেছেন। সময়কাল যে একই।

শহরের মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, এই ঢেউকে ঠেকাতে গেলে টিকা নিতেই হবে। কোথাও এমনটা বলা নেই যে টিকা নিলে করোনা হবে না। কিন্তু টিকা নেওয়া থাকলে করোনার ব্যাপকতা অনেকটাই কমবে। টিকা আর বিধিনিষেধ একসঙ্গে মানলে দ্বিস্তরীয় নিরাপত্তা পাবেন আমজনতা। এই মুহূর্তে দেশ তথা বাংলায় তৃতীয় ঢেউয়ের আগমন হতে আর কয়েকটা দিন। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ আফ্রিকা থেকে শিক্ষা নিতে পারে বাংলা।

পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য আধিকারিক অনির্বাণ দলুই জানিয়েছেন, যে সমস্ত দেশে চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে, সেখানে একটা বিষয় স্পষ্ট। আনুসঙ্গিক অসুখ থাকলেও যে তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হবেন, এমনটা ঠিক নয়। করোনাবিধি যাঁরা মানছেন না, বিপদটা তাঁদেরই। দক্ষিণ আফ্রিকায় (South Africa) হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ফুসফুসে সমস্যা রয়েছে মাত্র ৩১.৬ শতাংশের। যেখানে তৃতীয় ঢেউয়ে ৯১.২ শতাংশের ফুসফুসে সমস্যা ছিল। অর্থাৎ তৃতীয় ঢেউয়ে বাংলায় চরিত্র বদল করার পরেও ফুসফুসের আঘাত ততটা গুরুতর হবে না। কিন্তু এত কিছুর পরেও সাবধানে থাকতে বলছেন চিকিৎসকরা। অক্সিজেনের প্রয়োজনীয়তা ওমিক্রনে (Omicron) অনেক কম। দক্ষিণ আফ্রিকার তত্ত্ব বলছে, তৃতীয় ঢেউয়ে ৭৪ শতাংশ মানুষের অক্সিজেনের প্রয়োজনীয়তা দেখা গিয়েছিল। চতুর্থ ঢেউয়ে মাত্র ১৭.৬ শতাংশ মানুষের অক্সিজেনের প্রয়োজন পরছে। তৃতীয় ঢেউয়ে দক্ষিণ আফ্রিকার ২৯.৯ শতাংশকে আইসিইইউতে অ্যাডমিশন নিতে হয়েছিল। চতুর্থ ঢেউয়ে মাত্র ১৮.৫ শতাংশকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি হতে হয়েছে।

The post Covid 19 Third Wave : বাংলার তৃতীয় ঢেউ মারাত্মক হতে পারে করোনা বিধি অমান্যকারীদের জন্য! আশঙ্কা বিশেষজ্ঞদের first appeared on Banglar Janarob.]]>
Covid Restrictions : করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রীর সভা, বাংলা কি ফের লকডাউনের পথে? https://banglarjanarob.com/50981 Sat, 01 Jan 2022 13:19:46 +0000 https://banglarjanarob.com/?p=50981 বাংলার জনরব ডেস্ক : করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী সোমবার তেসরা জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্কুল পড়ুয়াদের নিয়ে পুস্তক সপ্তাহ পালনের যে কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর অংশ নেয়ার কথা ছিল সেই কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে। আজ পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ তেসরা জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোন সভা হচ্ছে না এটা পরবর্তীকালে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এদিকে আজ কোভিড আক্রান্ত হয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া রাজ্যে সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। সূত্রের খবর আগামী সপ্তাহ…

The post Covid Restrictions : করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রীর সভা, বাংলা কি ফের লকডাউনের পথে? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী সোমবার তেসরা জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্কুল পড়ুয়াদের নিয়ে পুস্তক সপ্তাহ পালনের যে কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর অংশ নেয়ার কথা ছিল সেই কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে। আজ পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ তেসরা জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোন সভা হচ্ছে না এটা পরবর্তীকালে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এদিকে আজ কোভিড আক্রান্ত হয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া রাজ্যে সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।

সূত্রের খবর আগামী সপ্তাহ থেকে স্কুল-কলেজ বন্ধ হয়ে যেতে পারে। নতুন করে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। কারণ এই উৎসবের মরসুমে করোনা প্রটোকল তুলে নেয়ার কারণেই সংক্রমণ হু হু করে বাড়ছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। তাই পরিস্থিতি সামাল দেয়ার জন্য রাজ্য সরকার আংশিক লকডাউনের পথে হাঁটতে পারে বলে শোনা যাচ্ছে।

তবে নবান্নের একটি সূত্র জানাচ্ছে, এখনই আংশিক লকডাউন বা কড়া বিধিনিষেধ জারির কথা ভাবা হচ্ছে না। এক্ষুণি বন্ধ হচ্ছে না ট্রেন, বাস এবং মেট্রো পরিষেবা। পরিস্থিতি বুঝে ধাপে ধাপে বিধিনিষেধ জারির কথা ভাবা হবে বলে ওই সূত্রের খবর।

রাজ্যে সংক্রমণের হার উদ্বেগজনক ভাবে বাড়লেও হাসপাতালগুলিতে করোনারোগীর ভিড় উপচে পড়ার মতো ঘটনা এখনও দেখা যায়নি। অক্সিজেন বা অন্য চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার অভিযোগও ওঠেনি। তা ছাড়া, সংক্রমণের হার বাড়লেও মৃত্যুর হার দ্বিতীয় ঢেউয়ের মতো আশঙ্কাজনক হয়ে ওঠেনি। এই পরিস্থিতিতে তাই ‘ধীরে চলো নীতি’ নেওয়ার কথা ভাবা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তদের ৮০ শতাংশই উপসর্গহীন। উপসর্গযুক্ত রোগী ২০ শতাংশ। তাঁদের মধ্যে ১৭ শতাংশই বাড়িতে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন। মাত্র ৩ শতাংশকে হাসাপাতালে ভর্তি করাতে হচ্ছে। টিকাকরণের ফলেই এ বার উপসর্গযুক্ত রোগী এবং মৃত্যুর হার কম বলে মত চিকিৎসকদের অনেকেরই।

The post Covid Restrictions : করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রীর সভা, বাংলা কি ফের লকডাউনের পথে? first appeared on Banglar Janarob.]]>