West Bengal | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Thu, 30 Nov 2023 17:41:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg West Bengal | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Naprajit Mukhopadhyay: পুলিশের ইউনিফর্মকে মানুষের সেবায় কাজ করার চেষ্টা করেছি : নাপরাজিত মুখোপাধ্যায় https://banglarjanarob.com/74664 Thu, 30 Nov 2023 16:56:59 +0000 https://banglarjanarob.com/?p=74664 সেখ ইবাদুল ইসলাম : পুলিশের ইউনিফর্ম মানুষের সেবা করার জন্য মানুষকে জব্দ করার জন্য নয়। বা সাধারণ মানুষকে শায়েস্তা করার জন্য নয়। এই মন্তব্য করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল না পরাজিত মুখোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার এক পাঁচ তারা হোটেলে রাজ্যের প্রাক্তন ডিজিপি ও প্রাক্তন মানবাধিকার কমিশনের সদস্য নাপরাজিত মুখোপাধ্যায়ের এক সংবর্ধনা আয়োজন করে অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম । সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা বলেন, পুলিশকে মানবিক হতে হবে সাধারণ মানুষের সমস্যাগুলোকে শুনতে হবে। সমাধানের ব্যবস্থা করতে হবে। আমি আমার ৩৭ বছরের কর্ম জীবনে…

The post Naprajit Mukhopadhyay: পুলিশের ইউনিফর্মকে মানুষের সেবায় কাজ করার চেষ্টা করেছি : নাপরাজিত মুখোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
সেখ ইবাদুল ইসলাম : পুলিশের ইউনিফর্ম মানুষের সেবা করার জন্য মানুষকে জব্দ করার জন্য নয়। বা সাধারণ মানুষকে শায়েস্তা করার জন্য নয়। এই মন্তব্য করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল না পরাজিত মুখোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার এক পাঁচ তারা হোটেলে রাজ্যের প্রাক্তন ডিজিপি ও প্রাক্তন মানবাধিকার কমিশনের সদস্য নাপরাজিত মুখোপাধ্যায়ের এক সংবর্ধনা আয়োজন করে অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম ।

সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা বলেন, পুলিশকে মানবিক হতে হবে সাধারণ মানুষের সমস্যাগুলোকে শুনতে হবে। সমাধানের ব্যবস্থা করতে হবে। আমি আমার ৩৭ বছরের কর্ম জীবনে এই কাজটি নিরবে করেছি। তিনি আরো বলেন আমরা যখন আইপিএস হিসাবে নির্বাচিত হই। তারপর প্রশিক্ষণরত থাকার সময় আমাদেরকে ভারত দর্শনে নিয়ে যাওয়া হতো। কখনো কাশ্মীর কখনো নাগাল্যান্ড প্রভৃতি এলাকায়। ওই সময় আমরা নাগাল্যান্ডে গিয়েছিলাম সেখানকার গভর্নর এবং ওই রাজ্যের ডাইরেক্টর জেনারেল পুলিশের সঙ্গে আমরা দেখা করেছিলাম। তিনি একটা কথা বলেছিলেন পুলিশের ইউনিফর্ম বা পুলিশের পোশাক মানুষের সেবা করার জন্য মানুষের উপর অত্যাচার করার জন্য নয়।

উদাহরণ হিসাবে তিনি বলেন, আমরা প্রায়ই রাস্তাঘাটে ঠেলাওয়ালা দেখতে পাই যারা গাড়িতে করে বিভিন্ন মালপত্র বিক্রি করে। সারা দেশেই দেখা যায় কলকাতাও তার ব্যতিক্রম নয় যে, এই ঠেলা ওয়ালাদের নানাভাবে পুলিশ বিরক্ত করে। কিন্তু আমাদের প্রশিক্ষক বলেছিলেন ঠেলা ওয়ালাদেরকে বিরক্ত না করে তাদের সমস্যাগুলোকে শুনে সমাধান করাটা পুলিশের মূল কাজ। না পরাজিত মুখোপাধ্যায় এদিন বলেন আমি আমার কর্মজীবনে এই কাজটি করার চেষ্টা করে গেছি। মানুষের কথা শুনেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কতটা পেরেছি আর কতটা পারি নি তা আপনারা বিচার করবেন। চেষ্টা আমি করেছি এটা বলতে পারি।

তিনি এদিন মানবাধিকার কমিশনের সদস্য হিসাবে যে কাজ করেছেন যেভাবে কাজ করেছেন তারও সংক্ষিপ্ত বিবরণ দেন। তিনি বলেন আমি যখন মানবাধিকার কমিশনের সদস্য হই তখন অনেকেই রে রে করে উঠেছিলেন এমনকি আমার নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে মামলাও করা হয়েছিল। কিন্তু বাস্তব হল মানবাধিকার রক্ষার প্রথম এবং প্রধান দায়িত্ব হল পুলিশের। জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য তাই বলছে এবং নির্দেশিকাও তাই বলছে। তিনি বলেন, মানবাধিকার রক্ষার প্রাথমিক দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের। সেই পুলিশের কোন অবসরপ্রাপ্ত কর্তা যদি মানবাধিকার কমিশনের সদস্য হন তাতে মানবাধিকার যে বেশি করে রক্ষিত হবে, এটা অস্বীকার করা যায় না। আমি মানবাধিকার কমিশনে থাকাকালীন সময়ে এই কাজটি করার চেষ্টা করে গেছি। বটতলা থানায় এক ব্যবসায়ীর পুলিশ হেফাজতের মৃত্যুর ঘটনা নিয়ে আমরা তদন্ত করেছিলাম এবং কড়া রিপোর্টও দিয়েছিলাম।

এদিনের সভায় প্রাক্তন পুলিশ কর্তা না পারাজিত মুখোপাধ্যায় কে সংবর্ধনা দেওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী, জয়দীপ মুখোপাধ্যায় বলেন, নাপরাজিত মুখোপাধ্যায় এমন একজন পুলিশকর্তা ছিলেন যিনি মাটির সঙ্গে মিশে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। শুধু তাই নয় আর্থো সামাজিক প্রেক্ষাপট বিচার করে তিনি কাজ করতেন যার ফলে তাঁর সাফল্যের হার সবচেয়ে বেশি। আজ আমরা বাংলা জুড়ে যে শান্তি  লক্ষ্য করছি তার নেপথ্যে নাপরাজিত মুখোপাধ্যায়ের অবদানকে কোনভাবেই অস্বীকার করা যাবে না। একটা সময় আমাদের বাংলার কয়েকটি জেলায় মাওবাদী উপদ্রবে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা সংকটের মধ্যে পড়েছিল। সেই সংকটকালীন সময়ে একজন পুলিশকর্তা হিসাবে, যেভাবে বাংলার মানুষকে নিরাপদ এবং শান্তির প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি কাজ করে গেছেন তা অবশ্যই স্মরণীয়। বাংলার শান্তি ফেরানোর জন্য অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগ এবং তারই সহকর্মী হিসাবে রাজ্য পুলিশের প্রধান কর্তা হিসেবে না পরাজিত মুখোপাধ্যায়ের কৃতিত্ব কম ছিল না।

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন পুলিশকর্তা অধীর শর্মা, বিশিষ্ট আইনজীবী সুরঞ্জন দাশগুপ্ত এবং বিতর্কিত বিচারপতি সি এন কান্নান।

 

The post Naprajit Mukhopadhyay: পুলিশের ইউনিফর্মকে মানুষের সেবায় কাজ করার চেষ্টা করেছি : নাপরাজিত মুখোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
Abhishek Banerjee: উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ! https://banglarjanarob.com/73046 Sat, 07 Oct 2023 04:13:39 +0000 https://banglarjanarob.com/?p=73046 বুলবুল চৌধুরী : রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! জানা গেছে তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে রাজ্যের প্রশাসনিক পদে বসাতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। শোনা যাচ্ছে, যে আগামী নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ পদ থেকে পদত্যাগ করতে পারেন। নিয়ম অনুযায়ী লোকসভা ভোট যদি ছ মাসের মধ্যে অনুষ্ঠিত হয় তাহলে ওইসব কেন্দ্রশূন্য হলেও সেখানে ভোট হবে না। সাধারণ নির্বাচনের সঙ্গে এই ভোট…

The post Abhishek Banerjee: উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ! first appeared on Banglar Janarob.]]>
বুলবুল চৌধুরী : রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! জানা গেছে তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে রাজ্যের প্রশাসনিক পদে বসাতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

শোনা যাচ্ছে, যে আগামী নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ পদ থেকে পদত্যাগ করতে পারেন। নিয়ম অনুযায়ী লোকসভা ভোট যদি ছ মাসের মধ্যে অনুষ্ঠিত হয় তাহলে ওইসব কেন্দ্রশূন্য হলেও সেখানে ভোট হবে না। সাধারণ নির্বাচনের সঙ্গে এই ভোট অনুষ্ঠিত হবে। সুতরাং নভেম্বর কিংবা ডিসেম্বর মাস নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে পদত্যাগ করলে ওই কেন্দ্রের নির্বাচন কিন্তু আগামী বছর লোকসভা নির্বাচনের সঙ্গে হবে।

উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য বিধানসভার সদস্য হতে হবে। সেক্ষেত্রে তিনি কোন বিধানসভা থেকে নির্বাচিত হবেন তা নিয়েও ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। কলকাতা জেলার মধ্যে সবচেয়ে তৃণমূল কংগ্রেসের নির্ভরযোগ্য বিধানসভা কেন্দ্র হচ্ছে মেটিয়াবুরুজ। শোনা যাচ্ছে ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক আব্দুল খালেক মোল্লাকে সরিয়ে ওই কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এ কথা বলে নেওয়া ভালো এটা সবটাই জল্পনার স্তরে রয়েছে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে।

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক প্রাক্তন পুলিশকর্তার  মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী হবেন এটা মোটামুটি ঠিক হয়ে আছে। তবে কবে হবে তা এখনো বলা যাচ্ছে না। একথা অস্বীকার করার কোন উপায় নেই যে আগামী দিনে এই রাজ্যের প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষমতা দুটোই তৃণমূল কংগ্রেসের পেতে চলেছেন উত্তরাধিকার সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে চলেছে এটা এখন জল্পনা বলে মনে হলেও বাস্তবে হতে খুব বেশি সময় লাগার কথা নয়। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিকভাবে অসুস্থ। তিনি বিদেশ থেকে ফেরার পর থেকে এখনো পর্যন্ত বাড়িতেই অবস্থান করছেন। এমনকি মন্ত্রিসভার বৈঠক বাড়িতে ডেকেছেন সুতরাং সরকারের স্বার্থেও উপমুখ্যমন্ত্রী পদে খুব জরুরি হয়ে পড়েছে। এমতাবস্থায় আগামী মাস দুয়েকের মধ্যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

The post Abhishek Banerjee: উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ! first appeared on Banglar Janarob.]]>
জন্ম শংসাপত্রের অভাবে হাজার হাজার মাদ্রাসা পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত ! মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চাইছে বাঙালি মুসলিম সমাজ https://banglarjanarob.com/71779 Sun, 20 Aug 2023 11:02:13 +0000 https://banglarjanarob.com/?p=71779 বুলবুল চৌধুরি : ২০২৫ সালে মাদ্রাসা শিক্ষা পর্ষদের মাধ্যমে যারা দশম শ্রেণি পরীক্ষা দেবেন তাদের নবম শ্রেণির রেজিষ্ট্রশন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে । আর এতেই দেখা দিয়েছে বিপত্তি । কারণ এবারের রেজিষ্ট্রশন প্রক্রিয়ায় জন্ম-শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে । মাদ্রাসা বোর্ডের অনেক পড়ুয়ার জন্ম-শংসাপত্র নেই , সংখ্যার বিচারে কয়েক হাজার হবে । এক্ষেত্রে এরকম সমস্যা তৈরি হতে পারে আগেই এই বিষয়ে বেশ কয়েক জন প্রধান শিক্ষক পর্ষদের দৃষ্টি  আকর্ষন করেছিলেন। সেই সময় পর্ষদের পক্ষ থেকে বলা হয়, জন্ম-শংসাপত্রের জন্য আবেদন করলেই তা গ্রহণ করা হবে । আবেদন পত্রটির নকল কপি প্রমাণ…

The post জন্ম শংসাপত্রের অভাবে হাজার হাজার মাদ্রাসা পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত ! মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চাইছে বাঙালি মুসলিম সমাজ first appeared on Banglar Janarob.]]>
বুলবুল চৌধুরি : ২০২৫ সালে মাদ্রাসা শিক্ষা পর্ষদের মাধ্যমে যারা দশম শ্রেণি পরীক্ষা দেবেন তাদের নবম শ্রেণির রেজিষ্ট্রশন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে । আর এতেই দেখা দিয়েছে বিপত্তি । কারণ এবারের রেজিষ্ট্রশন প্রক্রিয়ায় জন্ম-শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে । মাদ্রাসা বোর্ডের অনেক পড়ুয়ার জন্ম-শংসাপত্র নেই , সংখ্যার বিচারে কয়েক হাজার হবে । এক্ষেত্রে এরকম সমস্যা তৈরি হতে পারে আগেই এই বিষয়ে বেশ কয়েক জন প্রধান শিক্ষক পর্ষদের দৃষ্টি  আকর্ষন করেছিলেন। সেই সময় পর্ষদের পক্ষ থেকে বলা হয়, জন্ম-শংসাপত্রের জন্য আবেদন করলেই তা গ্রহণ করা হবে । আবেদন পত্রটির নকল কপি প্রমাণ হিসাবে জমা দিতে হবে । মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষের এই ধরনের সিদ্ধান্তের কথা বলার আগে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে কথা বলে উচিত ছিল, তা করা হয়নি । ফলে হাজার হাজার পড়ুয়ার অভিভাবকরা নানাভাবে হেনস্থা এবং হয়রানির শিকার হয়েছেন । কয়েক জন দায়িত্বপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষকরা সংশ্লিষ্ট গ্রাম-পঞ্চায়েত কিংবা কলকাতা পুরসভার কাউন্সিলারদের যোগাযোগ করলেও তেমন কোনো সুরাহা হয়নি ।

কারণ এই বিষয় যদি মাদ্রাসা কর্তৃপক্ষ এই সব সংস্থার সঙ্গে কথা বলে নিতেন তাহলে সমস্যা তৈরি হতো না । গরীব দুস্থ পরিবারের ছেলেমেয়েরা শুধু জন্ম-শংসাপত্রের আবেদন করার জন্য কয়েকশো টাকা খরচ করেও অনেকেই জন্ম-শংসাপত্র পাননি ( সংবাদ পত্রে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে জন্ম-শংসাপত্র) আবেদনও করতে পারেনি । এরফলে কয়েক হাজার ছেলেমেয়ের শিক্ষাজীবন যে সংকটে পড়বে তা বলার অপেক্ষা রাখে না । এদিকে অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা সুপার লেট ফাইন দিয়েও ১৮ আগষ্ট শেষ হয়ে গেছে । এই অবস্থায় ছেলেমেয়েরা আরও বেশি সংকটে পড়েছে । এর প্রভাব যে শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

সময়সীমা শেষ হওয়ার পরেও মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে আলাদা কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি । ফলে এই কয়েক হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ! যদিও একটি সংবাদ মাধ্যমে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বোর্ড সভাপতি বলেছেন, যারা জন্ম-শংসাপত্রের অভাবে রেজিষ্ট্রেশন করতে পারেনি তাদের জন্ম আলাদাভাবে চিন্তাভাবনা করা হচ্ছে । তবে কী চিন্তা ভাবনা করা হচ্ছে তা এখনও ষ্পষ্ট হয়নি । যতক্ষণ না পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের সংখ্যালঘু বাঙালি মুসলিম সমাজের মাদ্রাসার পড়ুয়ারা অনিশ্চিয়তার মধ্যে রয়েছে ।

এ প্রসঙ্গে সাতঘরা হাই মাদ্রাসা টিচার ইনচার্জ সেখ ইবাদুল ইসলাম জানিয়েছেন, আমাাদের মাদ্রাসার প্রায় ১৫/২০ জনের মতো ছাত্রছাত্রীর রেজিষ্ট্রেশন সময় মতো করা সম্ভব হয়নি ।অনেকে কাগজ পত্র নেই , জন্ম-শংসাপত্রের আবেদন করার মতো । অনেকে আবার এফিডেবিট করে কলকাতা পুরসভায় জমা দিতে গেলে তা নিয়ে রিসিভ করে নিতে চাইছে না । ফলে কঠিন সংকটে মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে । যে কয়েক জন ছেলেমেয়ের রেজিষ্ট্রেশন করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি তাদের কয়েক জন মেধাবিও রয়েছে । তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে কলকাতা পুরসভার মেয়র থেকে শুরু করে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়ে সমস্যার কথা জানালেও কলকাতা পুরসভার পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি । তবে ব্যক্তিগতস্তরে কথা বলে ১৪০ নং ওয়ার্ডের কাউন্সিলার মুহাম্মদ আবু তারিক সাহেবের অনেকটাই সহযোগিতা পেয়েছি বলেই আমাদের এখনও পর্যন্ত ১৮১ জন পড়ুয়ার রেজিষ্ট্রেশন করা সম্ভব হয়েছে । তিনি মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যাতে পিছিয়ে পড়া সমাজের সব ছেলেমেয়ে নবম শ্রেণিতে রেজিষ্ট্রেশন করতে পারেন তার সুব্যবস্থা দ্রুত করার জন্য ।

এদিকে, ওয়াকিবহাল মহল মনে করছে, নবম শ্রেণির পড়ুয়াদের রেজিষ্ট্রেশন করতে গিয়ে জন্ম-শংসাপত্রের কোনো বিকল্প ব্যবস্থা না রাখায় বাঙালি মুসলিম অভিভাবকরা যেভাবে হয়রানি শিকার হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে আঘাত লেগেছে । এমনিতে নানা কারণে রাজ্যের বাঙালি মুসলিমদের বড় অংশ শাসক দলের প্রতি খানিকটা বিরুপ হয়েছে , এর ফলে সংখ্যালঘু সমাজে আরও খারাপ প্রভাব বলে মনে করা হচ্ছে। বাংলার জনরব এর জেলা সংবাদদাতারা জানাচ্ছেন, পঞ্চায়েতগুলি গঠিত না হওয়ার কারণে গ্রাম-বাংলার ছেলেমেয়েদের অবস্থা আরও খারাপ । দ্রুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিতে হস্তক্ষেপ না করলে এই সমস্যা আদালত পর্যন্ত গড়াতে পারে । তাতে আর যাইহোক অস্বস্তিতে পড়বে তৃণমূল তথা মমতা সরকার ।

The post জন্ম শংসাপত্রের অভাবে হাজার হাজার মাদ্রাসা পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত ! মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চাইছে বাঙালি মুসলিম সমাজ first appeared on Banglar Janarob.]]>
TET: ২০১৭ সালের টেটেও প্রশ্ন ভুল! মামলা দায়ের হাই কোর্টে, শুনানি ২২ জুলাই https://banglarjanarob.com/58564 Tue, 19 Jul 2022 10:26:52 +0000 https://banglarjanarob.com/?p=58564 প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতার মান যাচাইয়ের পরীক্ষা (টেট)-য় আবারও ভুল প্রশ্নের অভিযোগ উঠল। এ বার আতশকাচের তলায় ২০১৭ সালের পরীক্ষা। এ নিয়ে অভিযোগকারীর করা মামলা গ্রহণ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। বাংলা, পরিবেশ বিদ্যা-সহ বিভিন্ন বিষয়ের আটটি প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ করা হয়েছে আদালতে। হাই কোর্টে মামলাটি করেন রাজু গাজি নামে এক ব্যক্তি। আদালতের কাছে তাঁর প্রশ্ন, প্রতি বার প্রাথমিক শিক্ষা পর্যদ ‘ইচ্ছাকৃত ভাবে’ ভুল কী ভাবে করে? তাঁর অভিযোগ, এ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আদালতের কাছে আবেদন…

The post TET: ২০১৭ সালের টেটেও প্রশ্ন ভুল! মামলা দায়ের হাই কোর্টে, শুনানি ২২ জুলাই first appeared on Banglar Janarob.]]>
প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতার মান যাচাইয়ের পরীক্ষা (টেট)-য় আবারও ভুল প্রশ্নের অভিযোগ উঠল। এ বার আতশকাচের তলায় ২০১৭ সালের পরীক্ষা। এ নিয়ে অভিযোগকারীর করা মামলা গ্রহণ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ।

বাংলা, পরিবেশ বিদ্যা-সহ বিভিন্ন বিষয়ের আটটি প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ করা হয়েছে আদালতে। হাই কোর্টে মামলাটি করেন রাজু গাজি নামে এক ব্যক্তি। আদালতের কাছে তাঁর প্রশ্ন, প্রতি বার প্রাথমিক শিক্ষা পর্যদ ‘ইচ্ছাকৃত ভাবে’ ভুল কী ভাবে করে? তাঁর অভিযোগ, এ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আদালতের কাছে আবেদন করেন, ২০১৭ সালের ওই পরীক্ষার ১৫০টি প্রশ্নের উত্তর খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞের কাছে পাঠানো হোক। তাঁ কথায়, ‘‘এই নিয়ে তিনটি টেট পরীক্ষার প্রশ্নে ভুল প্রকাশ্যে এল। আমরা তদন্তের দাবি জানাচ্ছি।’’

আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ জুলাই, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

 

The post TET: ২০১৭ সালের টেটেও প্রশ্ন ভুল! মামলা দায়ের হাই কোর্টে, শুনানি ২২ জুলাই first appeared on Banglar Janarob.]]>
ICSE: আইসিএসই বোর্ডের ফলাফল প্রকাশিত হলো পাশের হার ৯৯.৯৭ শতাংশ, প্রথম স্থান দখল করেছেন কৌর মাথারু, রাজ্যে প্রথম ও দেশে দ্বিতীয় মহম্মদ মাসুদ ইকবাল https://banglarjanarob.com/58505 Sun, 17 Jul 2022 17:58:58 +0000 https://banglarjanarob.com/?p=58505 আজ রবিবার বিকেলে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই)। গোটা দেশে ৫০০ নম্বরে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে চার জন। প্রথম স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বরের হার ৯৯.৮০ শতাংশ। পশ্চিমবঙ্গ থেকে চলতি বছর আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল ৪০ হাজার ৭৩৬ জন। পাশের হার ৯৯.৯৮ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৯.৯৮ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.৯৭ শতাংশ। ৫০০ নম্বরে ৪৯৮ পেয়ে রাজ্য থেকে প্রথম, গোটা দেশে দ্বিতীয় হয়েছে ন’জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছ’জন ছাত্র এবং তিন জন ছাত্রী। এ রাজ্যে প্রথম স্থানাধিকারীদের মধ্যে চার…

The post ICSE: আইসিএসই বোর্ডের ফলাফল প্রকাশিত হলো পাশের হার ৯৯.৯৭ শতাংশ, প্রথম স্থান দখল করেছেন কৌর মাথারু, রাজ্যে প্রথম ও দেশে দ্বিতীয় মহম্মদ মাসুদ ইকবাল first appeared on Banglar Janarob.]]>
আজ রবিবার বিকেলে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই)। গোটা দেশে ৫০০ নম্বরে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে চার জন। প্রথম স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বরের হার ৯৯.৮০ শতাংশ।

পশ্চিমবঙ্গ থেকে চলতি বছর আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল ৪০ হাজার ৭৩৬ জন। পাশের হার ৯৯.৯৮ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৯.৯৮ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.৯৭ শতাংশ।

৫০০ নম্বরে ৪৯৮ পেয়ে রাজ্য থেকে প্রথম, গোটা দেশে দ্বিতীয় হয়েছে ন’জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছ’জন ছাত্র এবং তিন জন ছাত্রী। এ রাজ্যে প্রথম স্থানাধিকারীদের মধ্যে চার জন কলকাতার। গোটা দেশের মেধা তালিকায় প্রথম তিন স্থানে রয়েছে এ রাজ্যের ১৮ জন পড়ুয়া।

কলকাতা থেকে প্রথম, দেশে দ্বিতীয় হয়েছে ফিউচার ফাউন্ডেশন স্কুলের মহম্মদ মাসুদ ইকবাল। স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন মিত্র বলেন, ‘‘আমরা সার্বিক ফলাফলের ওপর জোর দিই। আমাদের স্কুলের অনেকেই আছে, যারা কোভিডে বাবা‌-মাকে হারিয়েছে। তারাও অসম্ভব ভাল ফল করেছে। আমাদের স্কুল থেকে যে মেধাতালিকায় স্থান পেয়েছে, তাকে অনেক শুভেচ্ছা। আমরা খুব আনন্দিত।’’

২০২২ সালের আইসিএসই-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দু’ভাগে হয়েছে। গত নভেম্বর-ডিসেম্বরে হয়েছে প্রথম ভাগ। তার ফল ঘোষণা হয়েছে ৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় ভাগের পরীক্ষা হয়েছে ২৫ এপ্রিল থেকে ২৩ মে।

চলতি বছর গোটা দেশে আইসিএসই-র দশম শ্রেণীর পাশের হার ৯৯.৯৭ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার সামান্য বেশি। মেয়েদের পাশের হার ৯৯.৯৮ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৯.৯৭ শতাংশ। আউনের সেন্ট মেরি স্কুলের হরগুন কৌর মাথারু গোটা দেশে প্রথম হয়েছে।

 

The post ICSE: আইসিএসই বোর্ডের ফলাফল প্রকাশিত হলো পাশের হার ৯৯.৯৭ শতাংশ, প্রথম স্থান দখল করেছেন কৌর মাথারু, রাজ্যে প্রথম ও দেশে দ্বিতীয় মহম্মদ মাসুদ ইকবাল first appeared on Banglar Janarob.]]>
TET: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ হাইকোর্টে https://banglarjanarob.com/58311 Tue, 12 Jul 2022 06:09:41 +0000 https://banglarjanarob.com/?p=58311 বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত সিবিআই ইডিকে দিয়ে এত বছর পরে না করানোর আবেদন করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। জনস্বার্থ সংশ্লিষ্ট এই আবেদনটি আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ খারিজ করে দিয়েছে। দুর্নীতি বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলল আদালত। সময়ের বিচারে প্রায় আট বছর পর এই বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা করায় তা গ্রহণযোগ্য নয় বলে আদালতের কাছে দাবি করেছিল রাজ্য। উচ্চ আদালত রাজ্যের আপত্তি খারিজ করে দেয়। একই সঙ্গে জানায়, মামলাটি গ্রহণযোগ্য। আগামী ১৬ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। ২০১৪ সালে…

The post TET: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ হাইকোর্টে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত সিবিআই ইডিকে দিয়ে এত বছর পরে না করানোর আবেদন করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। জনস্বার্থ সংশ্লিষ্ট এই আবেদনটি আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ খারিজ করে দিয়েছে। দুর্নীতি বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলল আদালত।

সময়ের বিচারে প্রায় আট বছর পর এই বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা করায় তা গ্রহণযোগ্য নয় বলে আদালতের কাছে দাবি করেছিল রাজ্য। উচ্চ আদালত রাজ্যের আপত্তি খারিজ করে দেয়। একই সঙ্গে জানায়, মামলাটি গ্রহণযোগ্য।

আগামী ১৬ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রহণযোগ্যতা রয়েছে বলে প্রাথমিকভাবে মত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের।

জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা তাপস ঘোষ। কেন মেধাতালিকা প্রকাশ নয়, টাকা দিয়ে কিছু করা হয়েছে কি না, সেই সত্য উদ্‌ঘাটনে ইডি ও সিবিআইকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছিলেন মামলাকারী। তার উত্তর পেতেই হলফনামার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

The post TET: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ হাইকোর্টে first appeared on Banglar Janarob.]]>
100 Days Work: একশো দিনের কাজের অডিট রিপোর্ট দিলেই মিলবে টাকা ঘুরিয়ে রাজ্যকে তোপ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর https://banglarjanarob.com/58096 Wed, 06 Jul 2022 02:58:59 +0000 https://banglarjanarob.com/?p=58096 বাংলার জনরব ডেস্ক : রাজ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো কেন্দ্র। একশো দিনের কাজ এবং আবাসন প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে যে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরে কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী বলেছেন,রাজ্য নাকি একশো দিনের কাজের অডিট রিপোর্ট কেন্দ্রকে দেয়নি।  গতকাল মঙ্গলবার বর্ধমানে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বলেন, ‘‘এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। অথচ, তারা অডিট রিপোর্টই দিচ্ছে না। রিপোর্ট জমা দিলেই কেন্দ্রীয় সরকার টাকা দেবে। একই কথা প্রযোজ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও।’’ তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনও রাজ্য…

The post 100 Days Work: একশো দিনের কাজের অডিট রিপোর্ট দিলেই মিলবে টাকা ঘুরিয়ে রাজ্যকে তোপ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো কেন্দ্র। একশো দিনের কাজ এবং আবাসন প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে যে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরে কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী বলেছেন,রাজ্য নাকি একশো দিনের কাজের অডিট রিপোর্ট কেন্দ্রকে দেয়নি।  গতকাল মঙ্গলবার বর্ধমানে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বলেন, ‘‘এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। অথচ, তারা অডিট রিপোর্টই দিচ্ছে না। রিপোর্ট জমা দিলেই কেন্দ্রীয় সরকার টাকা দেবে। একই কথা প্রযোজ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও।’’ তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনও রাজ্য ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র নাম বদল করেনি।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংবামাধ্যমকে বলেছেন, ‘‘এ ধরনের প্রকল্পে যা নথি এবং তথ্যপ্রমাণ দরকার হয়, সবই কেন্দ্রকে দেওয়া হয় এবং হয়েছে। এখন যে অভিযোগ তোলা হচ্ছে, তা যদি সত্যি হয়, তাহলে আগে বলা হয়নি কেন? প্রতি বার এসে নতুন নতুন কথা বলবেন, অথচ মানুষকে বিপদে ফেলবেন!’’ তাঁর পাল্টা দাবি, ‘‘প্রকল্পে প্রধাননন্ত্রীর নাম না দিলে টাকা দেওয়া হবে না, এটা কী যুক্তি? রাজ্য সরকার কারও নাম নেয়নি, বরং ‘বাংলা’র নাম উল্লেখ করেছে।’’ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের প্রতিক্রিয়া, ‘‘কাজের ১৫ দিনের মধ্যে একশো দিনের প্রকল্পে মজুরি দেওয়ার নিয়ম। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য না রেখে, গরিব মানুষদের মজুরির টাকা দিলে তাঁরা উপকৃত হবেন।’’

নবান্ন সূত্রের দাবি, ২৬ ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজে মজুরি বাবদ সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। ২০২১ সালের ১৪ অগস্ট থেকে ইমারতি দ্রব্যের টাকাও আটকে রাখা হয়েছে। মোট ৭৩০০ কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া। প্রায় সওয়া কোটি বৈধ জব কার্ডধারীর মজুরি আটকে রয়েছে। যদিও বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, “তিনবছর ধরে কেন্দ্রকে রাজ্য একশো দিনের প্রকল্পের হিসাব দেয়নি। অন্য কোনও রাজ্যের টাকা আটকাচ্ছে না। সোজা কথা— হিসাব দিন,টাকা নিন।’’

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর অবশ্য দাবি, “পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনও রাজ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল করেনি। উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানও করেনি।’’

The post 100 Days Work: একশো দিনের কাজের অডিট রিপোর্ট দিলেই মিলবে টাকা ঘুরিয়ে রাজ্যকে তোপ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর first appeared on Banglar Janarob.]]>
Covid 19: বাংলা-সহ দেশের ১০ রাজ্য ও সাতটি দেশে করোনার নয়া প্রজাতির হানা! দাবি করলেন ইজরায়েলের বিজ্ঞানী https://banglarjanarob.com/58061 Tue, 05 Jul 2022 05:13:02 +0000 https://banglarjanarob.com/?p=58061 বাংলার জনরব ডেস্ক : আবার দেশে করোনার বৃদ্ধি হচ্ছে। বিগত কয়েক দিন ধরে বিভিন্ন রাজ্যে দৈনিক সংক্রমণ যে ভাবে  বাড়ছে, তাতে ঘুম উড়েছে স্বাস্থ্য মহলের। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন ইজরায়েলের এক বিজ্ঞানী। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১০টি রাজ্যে করোনাভাইরাসের নয়া রূপ বিএ.২.৭৫ ধরা পড়েছে। ইজরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারে সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরিতে কর্মরত শে ফ্লেইশন টুইটারে লিখেছেন, ‘ভারতের ১০টি রাজ্য ও সাতটি দেশে ৮৫টি সিকোয়েন্স পাওয়া গিয়েছে। তবে ভারতের বাইরে নয়া প্রজাতিতে সংক্রমণের খবর মেলেনি।’ এই প্রসঙ্গে ওই বিজ্ঞানী আরও জানিয়েছেন, চলতি বছরের ২ জুলাই করোনার এই নয়া রূপে মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন…

The post Covid 19: বাংলা-সহ দেশের ১০ রাজ্য ও সাতটি দেশে করোনার নয়া প্রজাতির হানা! দাবি করলেন ইজরায়েলের বিজ্ঞানী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আবার দেশে করোনার বৃদ্ধি হচ্ছে। বিগত কয়েক দিন ধরে বিভিন্ন রাজ্যে দৈনিক সংক্রমণ যে ভাবে  বাড়ছে, তাতে ঘুম উড়েছে স্বাস্থ্য মহলের। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন ইজরায়েলের এক বিজ্ঞানী। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১০টি রাজ্যে করোনাভাইরাসের নয়া রূপ বিএ.২.৭৫ ধরা পড়েছে।

ইজরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারে সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরিতে কর্মরত শে ফ্লেইশন টুইটারে লিখেছেন, ‘ভারতের ১০টি রাজ্য ও সাতটি দেশে ৮৫টি সিকোয়েন্স পাওয়া গিয়েছে। তবে ভারতের বাইরে নয়া প্রজাতিতে সংক্রমণের খবর মেলেনি।’

এই প্রসঙ্গে ওই বিজ্ঞানী আরও জানিয়েছেন, চলতি বছরের ২ জুলাই করোনার এই নয়া রূপে মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২৭ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৩। দিল্লি, জম্মু, উত্তরপ্রদেশে এক জনের দেহে কোভিডের এই নয়া রূপের হদিস পাওয়া গিয়েছে। হরিয়ানায় সংক্রমিত হয়েছেন ছ’জন। হিমাচল প্রদেশে এই সংখ্যাটা তিন। কর্নাটকে ১০ জন, মধ্যপ্রদেশে পাঁচ জন ও তেলঙ্গানায় দু’জনের দেহে করোনার এই নয়া প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। সব মিলিয়ে দেশে মোট ৬৯ জন সংক্রমিত হয়েছেন।

তবে কি করোনার এই নয়া রূপ নতুন করে দাপট দেখাবে? এই প্রসঙ্গে ইজরায়েলের ওই বিজ্ঞানী জানিয়েছেন, এত শীঘ্র এ ব্যাপারে বলা যাবে না। তবে এই প্রজাতিকে ঘিরে উদ্বেগ রয়েইছে। জিনোমিক ডেটা প্ল্যাটফর্ম ‘নেক্সটস্ট্রেনে’র দাবি, ভারত ছাড়াও আরও সাতটি দেশে এই নয়া প্রজাতির হদিস পাওয়া গিয়েছে।

https://twitter.com/shay_fleishon/status/1543308906532900864?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1543308906532900864%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fnew-corona-variant-found-in-india-claim-israeli-scientists-dgtl%2Fcid%2F1354634

অবশ্য এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) শীর্ষ বিজ্ঞানী সমীরণ পণ্ডা বলেছেন, ‘‘ভাইরাস যে হেতু রয়েছে, ফলে নতুন প্রজাতির সংক্রমণ ঘটবেই। ভাইরাসের রূপ বদল হতই থাকে। এতে অস্বাভাবিকতা কিছু নেই।’’

সৌজন্যে : ডিজিটাল আনন্দবাজার

The post Covid 19: বাংলা-সহ দেশের ১০ রাজ্য ও সাতটি দেশে করোনার নয়া প্রজাতির হানা! দাবি করলেন ইজরায়েলের বিজ্ঞানী first appeared on Banglar Janarob.]]>
BSF : মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা ভগবানগোলার মানুষের প্রতি বিএসএফের অত্যাচার নিয়ে বিধানসভায় সরব হলেন বিধায়ক ইদ্রিস আলী, মুখ্যমন্ত্রী বক্তব্য সমর্থন করে বললেন ‘আমি সব জানি প্রতিকার হবে’! https://banglarjanarob.com/57548 Mon, 20 Jun 2022 12:14:53 +0000 https://banglarjanarob.com/?p=57548 বিশেষ প্রতিনিধি : আজ ২০শে জুন সোমবার, পশ্চিমবঙ্গ বিধানসভায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী উল্লেখ পর্ব এ সীমান্তরক্ষী বাহিনীদের অত্যাচার এবং অন্যায়ভাবে গুলি চালানোর প্রসঙ্গ তোলেন। তাঁর নির্বাচনী এলাকা ভগবানগোলার অনেক জায়গা বাঙলাদেশের সীমান্তের কাছে। পদ্মার ভাঙনে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা তাদের জমিতে চাষ করতে অন্যায়ভাবে বাধা দিচ্ছে। অথচ তাদের জমিতে কিছু বাঙলাদেশের মানুষ জোর করে চাষ করছে। সেখানে BSF , এবং বি ডি আর (বাঙলাদেশের সীমান্তরক্ষী বাহিনী)যৌথ ভাবে ঐ দৃস্কৃতিদের জোর করে সাহায্য করছে।এই জমি যাদের তারা ভারতীয় নাগরিক,ভোটার এবং আইনগতভাবে জমির মালিক।এই সমস্ত ভারতীয় নাগরিকদের…

The post BSF : মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা ভগবানগোলার মানুষের প্রতি বিএসএফের অত্যাচার নিয়ে বিধানসভায় সরব হলেন বিধায়ক ইদ্রিস আলী, মুখ্যমন্ত্রী বক্তব্য সমর্থন করে বললেন ‘আমি সব জানি প্রতিকার হবে’! first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : আজ ২০শে জুন সোমবার, পশ্চিমবঙ্গ বিধানসভায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী উল্লেখ পর্ব এ সীমান্তরক্ষী বাহিনীদের অত্যাচার এবং অন্যায়ভাবে গুলি চালানোর প্রসঙ্গ তোলেন। তাঁর নির্বাচনী এলাকা ভগবানগোলার অনেক জায়গা বাঙলাদেশের সীমান্তের কাছে। পদ্মার ভাঙনে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা তাদের জমিতে চাষ করতে অন্যায়ভাবে বাধা দিচ্ছে। অথচ তাদের জমিতে কিছু বাঙলাদেশের মানুষ জোর করে চাষ করছে। সেখানে BSF , এবং বি ডি আর (বাঙলাদেশের সীমান্তরক্ষী বাহিনী)যৌথ ভাবে ঐ দৃস্কৃতিদের জোর করে সাহায্য করছে।এই জমি যাদের তারা ভারতীয় নাগরিক,ভোটার এবং আইনগতভাবে জমির মালিক।এই সমস্ত ভারতীয় নাগরিকদের অনেক সময় হাসপাতালে যেতে বাধা দিচ্ছে,জল আনতে বাধা দিচ্ছে, এভাবে নানা অত্যাচার করছে সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় নাগরিকদের উপর।

বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, তাঁর এলাকার আখেরিগন্জ অঞ্চল এবং খড়িবোনা অঞ্চলের মানুষের উপর বেশি অত্যাচার চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। অনেক রাস্তা কেন্দ্রীয় সরকারের সেই রাস্তা গুলো মেরামত করছে না কেন্দ্রীয় সরকার তথা সীমান্তরক্ষী বাহিনী।

বিধায়ক ইদ্রিস আলী বলেন যখন তখন গুলি করে মানুষকে মেরে দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। ভাষাগত সমস্যার ফলে অনেক অত্যাচার বাড়ছে। সীমান্ত রক্ষী বাহিনীর বেশি ভাগ মানুষ হিন্দি ভাষী এবং পশ্চিমবঙ্গের অনেক মানুষেরা হিন্দি ভাষা বোঝে না। তাই পশ্চিমবঙ্গ এ সীমান্ত এলাকায় বাঙলা ভাষার লোক রাখা দরকার।

বিধায়ক ইদ্রিস আলী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,কারন তিনি সদনে বলেন আমি এটা জানি এর প্রতিকার হবে। বিধায়ক ইদ্রিস আলী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে খুব খুশি হন। তিনি বলেন বলেন আমাদের গর্ব মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং বিশ্বের কয়েকজন নেতা নেত্রীদের মধ্যে তিনি একজন।

 

The post BSF : মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা ভগবানগোলার মানুষের প্রতি বিএসএফের অত্যাচার নিয়ে বিধানসভায় সরব হলেন বিধায়ক ইদ্রিস আলী, মুখ্যমন্ত্রী বক্তব্য সমর্থন করে বললেন ‘আমি সব জানি প্রতিকার হবে’! first appeared on Banglar Janarob.]]>
Student Sucide : পরীক্ষার সময় ক্রিকেট খেলা নয় ! মায়ের বকুনিতেই কি আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং ছাত্র? https://banglarjanarob.com/57483 Sun, 19 Jun 2022 07:02:08 +0000 https://banglarjanarob.com/?p=57483 বাংলার জনরব ডেস্ক : পরীক্ষার সময় ক্রিকেট খেলা নয় বলেছিলেন মা। মা বকুনিও দিয়েছিল তারপর ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হল। নিউ গড়িয়ার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল ওই সোহম(২১)। পুলিশ সূত্রে খবর, ক্রিকেট খেলতে শনিবার দুপুর ১২টা নাগাদ সোহমকে ডাকতে যান স্থানীয় দুই যুবক। সামনে ফাইনাল পরীক্ষা থাকায় সোহমকে পড়াশোনায় মন দিতে বলেন তাঁর মা। এর পরই ওই দুই যুবককে চলে যেতে বলেন তিনি। পরীক্ষার আগে ক্রিকেট খেলা নিয়ে সোহমকে বকাবকিও করেন তাঁর মা। দুপুর পৌনে দুটো নাগাদ নিজেদের কাজে বাড়ি থেকে বেরোন সোহমের বাবা-মা। দুপুর দুটো ১৫ মিনিট…

The post Student Sucide : পরীক্ষার সময় ক্রিকেট খেলা নয় ! মায়ের বকুনিতেই কি আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং ছাত্র? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : পরীক্ষার সময় ক্রিকেট খেলা নয় বলেছিলেন মা। মা বকুনিও দিয়েছিল তারপর ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হল। নিউ গড়িয়ার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল ওই সোহম(২১)।

পুলিশ সূত্রে খবর, ক্রিকেট খেলতে শনিবার দুপুর ১২টা নাগাদ সোহমকে ডাকতে যান স্থানীয় দুই যুবক। সামনে ফাইনাল পরীক্ষা থাকায় সোহমকে পড়াশোনায় মন দিতে বলেন তাঁর মা। এর পরই ওই দুই যুবককে চলে যেতে বলেন তিনি। পরীক্ষার আগে ক্রিকেট খেলা নিয়ে সোহমকে বকাবকিও করেন তাঁর মা।

দুপুর পৌনে দুটো নাগাদ নিজেদের কাজে বাড়ি থেকে বেরোন সোহমের বাবা-মা। দুপুর দুটো ১৫ মিনিট নাগাদ বাড়ি ফিরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সোহমকে দেখতে পান তাঁরা। তাঁর গলায় জড়ানো ছিল বেডকভার। সঙ্গে সঙ্গে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়নি। ওই পড়ুয়া নিউ গড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট ভালবাসতেন সোহম। পাড়ার ছেলেদের সঙ্গে নিয়মিত ক্রিকেট খেলতেন।

The post Student Sucide : পরীক্ষার সময় ক্রিকেট খেলা নয় ! মায়ের বকুনিতেই কি আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং ছাত্র? first appeared on Banglar Janarob.]]>