West Bengal School Service Commission | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 23 May 2022 13:22:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg West Bengal School Service Commission | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 SSC Examination: স্বচ্ছতার সঙ্গে শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের জন্য একগুচ্ছ নতুন প্রস্তাব মমতা সরকারের কাছে পাঠালো এসএসসি, নবান্নের সবুজ সংকেত পেলেই নতুন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কী কী পদ্ধতিতে নিয়োগ হবে ? জানতে হলে ক্লিক করুন https://banglarjanarob.com/56406 Mon, 23 May 2022 13:21:36 +0000 https://banglarjanarob.com/?p=56406 বাংলার জনরব ডেস্ক : এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম সামনে আসার পর স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করার জন্য একগুচ্ছ প্রস্তাব শিক্ষা দপ্তরে পাঠাল এসএসসি । আগামী দিনে আর দীর্ঘ প্রশ্ন নয়, ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ। পাশাপাশি, কাউন্সেলিং পর্বেও কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। যদিও কমিশন সূত্রে খবর, এ সবই রয়েছে পরিকল্পনার স্তরে। সরকারের সবুজ সঙ্কেত পেলে তবেই নতুন নিয়ম কার্যকর হবে। কমিশন সূত্রে খবর, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা থেকে নিয়োগ পর্ব— পুরো প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং স্বল্পমেয়াদি হয়, তার জন্য ভাবনাচিন্তা করছে তারা।…

The post SSC Examination: স্বচ্ছতার সঙ্গে শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের জন্য একগুচ্ছ নতুন প্রস্তাব মমতা সরকারের কাছে পাঠালো এসএসসি, নবান্নের সবুজ সংকেত পেলেই নতুন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কী কী পদ্ধতিতে নিয়োগ হবে ? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম সামনে আসার পর স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করার জন্য একগুচ্ছ প্রস্তাব শিক্ষা দপ্তরে পাঠাল এসএসসি ।

আগামী দিনে আর দীর্ঘ প্রশ্ন নয়, ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ। পাশাপাশি, কাউন্সেলিং পর্বেও কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। যদিও কমিশন সূত্রে খবর, এ সবই রয়েছে পরিকল্পনার স্তরে। সরকারের সবুজ সঙ্কেত পেলে তবেই নতুন নিয়ম কার্যকর হবে।

কমিশন সূত্রে খবর, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা থেকে নিয়োগ পর্ব— পুরো প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং স্বল্পমেয়াদি হয়, তার জন্য ভাবনাচিন্তা করছে তারা। সেখানে প্রথমেই রয়েছে, ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার বিষয়টি। আর দীর্ঘ উত্তর লেখা নয়, ছোট প্রশ্নমালায় প্রশ্নপত্র সাজাতে চাইছে কমিশন। তা ছাড়া, ওএমআর শিটে স্ক্যান-এর সুবিধা থাকায় ভুয়ো পরীক্ষার্থীর মতো সমস্যা বা আশঙ্কাও কম হবে বলে দাবি তাদের। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আসে কাউন্সেলিং পর্ব। তার সময়সীমা যাতে কম করা যায়, এ ব্যাপারেও ভাবনাচিন্তা করেছে এসএসসি। রয়েছে কাউন্সেলিংয়ের দীর্ঘমেয়াদি পর্বকে কাটছাঁট করার ভাবনাও।

পাশাপাশি, প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছিল ‘সিঙ্গল ক্যাডার পোস্ট।’ তাতে বিচার্য ছিল ‘লিঙ্গ’ এবং ‘মাধ্যম’। অর্থাৎ, কোনও ‘গার্লস স্কুলে’ প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলাকে অগ্রাধিকার দেওয়া হত।

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা রক্ষার জন্য এসএসসির এই নয়া প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত দিলে এই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া শুরু হবে। মনে করা হচ্ছে দুর্নীতির শিখরে পৌঁছে যাওয়ার পর মমতা সরকার খানিকটা হলেও নড়েচড়ে বসেছে। এতদিন পরে তারা উপলব্ধি করতে পেরেছে এসএসসির শিক্ষক নিয়োগে দুর্নীতি রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। তবে এসএসসি যাই সিদ্ধান্ত নিব না কেনো সবটাই নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত এর উপরে।

The post SSC Examination: স্বচ্ছতার সঙ্গে শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের জন্য একগুচ্ছ নতুন প্রস্তাব মমতা সরকারের কাছে পাঠালো এসএসসি, নবান্নের সবুজ সংকেত পেলেই নতুন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কী কী পদ্ধতিতে নিয়োগ হবে ? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
SSC : স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামী চার সপ্তাহ সিবিআই তলব করতে পারবে না নির্দেশ ডিভিশন বেঞ্চের https://banglarjanarob.com/54652 Wed, 13 Apr 2022 06:24:27 +0000 https://banglarjanarob.com/?p=54652 বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলায় আরও চার সপ্তাহের জন্য স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৩ মে পর্যন্ত এস এস সি সংক্রান্ত কোনও মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব বা জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ১৩ মে মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত এস এস সি সংক্রান্ত সমস্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের সমস্ত নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়ে দিল বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায় এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। যার অর্থ, আগামী ১৩ মে পর্যন্ত SSC সংক্রান্ত কোনও মামলায় সিবিআই কোনও…

The post SSC : স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামী চার সপ্তাহ সিবিআই তলব করতে পারবে না নির্দেশ ডিভিশন বেঞ্চের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলায় আরও চার সপ্তাহের জন্য স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৩ মে পর্যন্ত এস এস সি সংক্রান্ত কোনও মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব বা জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

আগামী ১৩ মে মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত এস এস সি সংক্রান্ত সমস্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের সমস্ত নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়ে দিল বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায় এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। যার অর্থ, আগামী ১৩ মে পর্যন্ত SSC সংক্রান্ত কোনও মামলায় সিবিআই কোনও পদক্ষেপ করতে পারবে না।

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তদন্ত কমিটি যেমন তদন্ত করেছে তেমনই তদন্ত করবে। বাগ কমিটি ইতিমধ্যেই হাইকোর্টে তাদের রিপোর্ট জমা দিয়েছে। বাগ কমিটির চেয়ারপার্সন তদন্তের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু আদালত জানিয়ে দিল সেই পদত্যাগপত্র গ্রহণযোগ্য নয়। বাগ কমিটিই তদন্ত করবে। অর্থাৎ এই মামলায় আপাতত সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ জারি থাকবে। এদিন মামলাকারীর আইনজীবী জানান, সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ১৭ নং কোর্টে আটকে রয়েছেন। তাঁর বক্তব্য ছাড়া আদালত নির্দেশ দিতে পারে না। কিন্তু সেই বক্তব্য উপেক্ষা করেই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে দেন।

 

The post SSC : স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামী চার সপ্তাহ সিবিআই তলব করতে পারবে না নির্দেশ ডিভিশন বেঞ্চের first appeared on Banglar Janarob.]]>
SSC : শিক্ষক নিয়োগ মামলায় আপাতত সিবিআই দপ্তরে যেতে হবে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, আগামীকাল ডিভিশন বেঞ্চে ফের শুনানি https://banglarjanarob.com/54626 Tue, 12 Apr 2022 11:06:08 +0000 https://banglarjanarob.com/?p=54626 বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এর নির্দেশ মতো আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সিবিআই দপ্তরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে ছিলেন কোন অজুহাতে সিবিআই এড়ানো যাবে না। এমনকি এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না বলে নির্দেশে বলা হয়েছিল। একক বেঞ্চ এর নির্দেশ মতো সিবিআইয়ের নিজাম প্যালেস ভবনে গোয়েন্দারা তৈরি হচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য। ঠিক সেই সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি…

The post SSC : শিক্ষক নিয়োগ মামলায় আপাতত সিবিআই দপ্তরে যেতে হবে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, আগামীকাল ডিভিশন বেঞ্চে ফের শুনানি first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এর নির্দেশ মতো আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সিবিআই দপ্তরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে ছিলেন কোন অজুহাতে সিবিআই এড়ানো যাবে না। এমনকি এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না বলে নির্দেশে বলা হয়েছিল।

একক বেঞ্চ এর নির্দেশ মতো সিবিআইয়ের নিজাম প্যালেস ভবনে গোয়েন্দারা তৈরি হচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য। ঠিক সেই সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন আজকের মত সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আজ এই মামলার পুরো শুনানি ডিভিশন বেঞ্চে হয়নি শুধুমাত্র এই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামীকাল বুধবার বেলা সাড়ে দশটায় এই মামলার শুনানি হবে। আগামীকালই স্পষ্ট হবে সিবিআই দপ্তর এর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে হবে কিনা। আপাতত শান্তিতে  প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

The post SSC : শিক্ষক নিয়োগ মামলায় আপাতত সিবিআই দপ্তরে যেতে হবে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, আগামীকাল ডিভিশন বেঞ্চে ফের শুনানি first appeared on Banglar Janarob.]]>