Rampurhat | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 25 Mar 2022 08:41:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Rampurhat | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Rampurhat Clash: বগটুই- হত্যাকাণ্ডে সিবিআইকে বিশেষ ক্ষমতা দিল হাইকোর্ট, কী সেই ক্ষমতা জানতে চান? ক্লিক করুন https://banglarjanarob.com/53978 Fri, 25 Mar 2022 08:41:58 +0000 https://banglarjanarob.com/?p=53978 বাংলার জনরব ডেস্ক : গত সোমবার বীরভূমের রামপুরহাট এর বগটুই গ্রামে যে নারকীয় ও নৃশংসভাবে কয়েক জনকে পুড়িয়ে মারা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ঘটনার তদন্ত সিবিআই কে দিয়ে করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু নির্দেশই নয় একইসঙ্গে এই মামলায় সিবিআইকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, শুধু অভিযুক্ত নন, এই ঘটনায় কাউকে সন্দেহ হলে তাঁকেও গ্রেফতার এবং নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই। মামলার শুনানি শুরু হলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, “আমরা ওই ঘটনার সবিস্তার পর্যবেক্ষণ করেছি। পরিস্থিতি বিবেচনা…

The post Rampurhat Clash: বগটুই- হত্যাকাণ্ডে সিবিআইকে বিশেষ ক্ষমতা দিল হাইকোর্ট, কী সেই ক্ষমতা জানতে চান? ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গত সোমবার বীরভূমের রামপুরহাট এর বগটুই গ্রামে যে নারকীয় ও নৃশংসভাবে কয়েক জনকে পুড়িয়ে মারা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ঘটনার তদন্ত সিবিআই কে দিয়ে করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু নির্দেশই নয় একইসঙ্গে এই মামলায় সিবিআইকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, শুধু অভিযুক্ত নন, এই ঘটনায় কাউকে সন্দেহ হলে তাঁকেও গ্রেফতার এবং নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই।

মামলার শুনানি শুরু হলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, “আমরা ওই ঘটনার সবিস্তার পর্যবেক্ষণ করেছি। পরিস্থিতি বিবেচনা করে আদালত মনে করছে এই মামলা সিবিআইকে দেওয়া প্রয়োজন।”

প্রধান বিচারপতি আরও বলেন, “বিচারব্যবস্থা এবং সমাজের প্রতি ন্যায়-বিচারের জন্য স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে এই মামলাটি সিবিআই-এর হাতে তুলে দিতে চায় আদালত।”

এর পরই রাজ্য সরকারকে আদালত নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, সিবিআইকে সব রকম সহযোগিতা করতে হবে রাজ্যকে। এই মামলায় রাজ্যের গঠিত সিট কোনও তদন্ত করতে পারবে না বলেও জানিয়েছে আদালত।

আদালতের আরও নির্দেশ, শুধু মাত্র ‘কেস পেপার’ তৈরি করেই থেমে থাকবে না সিবিআই। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা এবং তদন্তের প্রয়োজনে গ্রেফতার করতে হবে। তদন্ত কত দূর এগলো তার প্রাথমিক রিপোর্ট পরবর্তী শুনানির মধ্যে জানানো নির্দেশ দিয়েছে সিবিইকে। এই মামলার পরবর্তী শুনানি ৭ এপ্রিল।

The post Rampurhat Clash: বগটুই- হত্যাকাণ্ডে সিবিআইকে বিশেষ ক্ষমতা দিল হাইকোর্ট, কী সেই ক্ষমতা জানতে চান? ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বগটুই গণহত্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা https://banglarjanarob.com/53975 Fri, 25 Mar 2022 05:56:28 +0000 https://banglarjanarob.com/?p=53975 বাংলার জনরব ডেস্ক : বগটুই গণহত্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে  কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত নিজেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বগটুই-কাণ্ড নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বিচারবিভাগের পর্যবেক্ষণে বিশেষ তদন্তকারী দল (সিট) বা সিবিআই-কে দিয়ে ওই ঘটনার তদন্ত করানো হোক বলে মামলাকারী আর্জি জানিয়েছেন শীর্ষ আদালতে। এক দশক আগে ‘হিন্দু জাতীয়তাবাদী সংস্কৃতি রক্ষা’-র উদ্দেশ্যে হিন্দু সেনার প্রধানের এই পদক্ষেপের নেপথ্যে ‘রাজনৈতিক কারণ’ রয়েছে বলেই মনে করা হচ্ছে। অতীতে সংখ্যালঘুদের উপর একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ উঠলেও সংখ্যালঘু স্বার্থরক্ষায় পদক্ষেপের নজির নেই হিন্দু সেনার। জনস্বার্থ মামলায় মূলত আর্জি…

The post বগটুই গণহত্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বগটুই গণহত্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে  কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত নিজেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বগটুই-কাণ্ড নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বিচারবিভাগের পর্যবেক্ষণে বিশেষ তদন্তকারী দল (সিট) বা সিবিআই-কে দিয়ে ওই ঘটনার তদন্ত করানো হোক বলে মামলাকারী আর্জি জানিয়েছেন শীর্ষ আদালতে।

এক দশক আগে ‘হিন্দু জাতীয়তাবাদী সংস্কৃতি রক্ষা’-র উদ্দেশ্যে হিন্দু সেনার প্রধানের এই পদক্ষেপের নেপথ্যে ‘রাজনৈতিক কারণ’ রয়েছে বলেই মনে করা হচ্ছে। অতীতে সংখ্যালঘুদের উপর একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ উঠলেও সংখ্যালঘু স্বার্থরক্ষায় পদক্ষেপের নজির নেই হিন্দু সেনার।

জনস্বার্থ মামলায় মূলত আর্জি জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সিট গঠন করে তদন্ত করা হোক। যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে অতি অবশ্যই যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে বগটুই হত্যাকাণ্ডের তদন্তভার ন্যস্ত করা হয়। আবেদনে বলা হয়েছএ, সিট তদন্ত করুক বা সিবিআই, এ ক্ষেত্রে স্থানীয় থানায় যতগুলি এফআইআর দায়ের হয়েছে, মামলা যতদূর এগিয়েছে তার তথ্য যেন তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়।

গত সোমবার বগটুই গ্রামের স্থানীয় বড়শাল পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে ভাদু শেখকে খুন করা হয়। সেই রাতেই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সোনা শেখ নামে এক ব্যক্তির বাড়িতে সাতজনকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। আরও একজনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে। এই ঘটনা ঘিরে নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে। জাতীয় মানবাধিকার কমিশন থেকে মহিলা কমিশন, সকলেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে। জাতীয় মানবাধিকার কমিশন নিজেরাই বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।

The post বগটুই গণহত্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা first appeared on Banglar Janarob.]]>
Rampurhat Clash: বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের https://banglarjanarob.com/53971 Fri, 25 Mar 2022 05:47:27 +0000 https://banglarjanarob.com/?p=53971 বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুইয়ে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে ভরসা রাখতে পারলেন হাইকোর্টের বিচারপতিরা । ঘটনার পরের দিনেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের হয় । ২৪ ঘন্টার মধ্যে কেস ডায়েরি চেয়ে পাঠায় প্রধান বিচারপতি । গতকাল কেস ডায়েরি নেওয়ার পর মামলাকারী পাঁচটি সংগঠনের আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে কোন কোন কারণে এই মামলা রাজ্য পুলিশের পক্ষে তদন্ত করা সমীচিন হবে না তার ব্যাখ্যা দেন । তারপর প্রধান বিচারপতি জানিয়ে দেন, শুক্রবার সকালে এই মামলার রায় দেবেন । কথা মতো আজ সকালে বগটুইয়ে-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা…

The post Rampurhat Clash: বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুইয়ে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে ভরসা রাখতে পারলেন হাইকোর্টের বিচারপতিরা । ঘটনার পরের দিনেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের হয় । ২৪ ঘন্টার মধ্যে কেস ডায়েরি চেয়ে পাঠায় প্রধান বিচারপতি । গতকাল কেস ডায়েরি নেওয়ার পর মামলাকারী পাঁচটি সংগঠনের আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে কোন কোন কারণে এই মামলা রাজ্য পুলিশের পক্ষে তদন্ত করা সমীচিন হবে না তার ব্যাখ্যা দেন । তারপর প্রধান বিচারপতি জানিয়ে দেন, শুক্রবার সকালে এই মামলার রায় দেবেন ।

কথা মতো আজ সকালে বগটুইয়ে-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বাগটুই-কাণ্ডের রায়ে আদালত জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজ্য যেন সহযোগিতা করে। তার পর সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ দেয় আদালত। জানানো হয়, যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে হবে দোষীদের।

উল্লেখ্য, বগটুইয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে বেশ কয়েকটি জনস্বার্থ মামলাকে একত্র করে শুনানি হয় হাই কোর্টে। এর আগে বুধবার রাজ্য পুলিশের সিট বা বিশেষ তদন্তকারী দলের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছিল হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, ‘‘আমরা ওই ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করেছি। মামলার পরিস্থিতি বিবেচনা করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলা সিবিআই-কে দেওয়া প্রয়োজন। বিচার এবং সমাজে প্রতি ন্যায়ের কারণে স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে এই মামলাটি সিবিআই-র হাতে তুলে দিতে চায় আদালত। সেই মোতাবেক রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মামলাটি সিবিআইয়ের হাতে তারা তুলে দিক।’’

পাশাপাশি হাই কোর্টের নির্দেশ, এই মামলায় রাজ্যের গঠিত সিট কোনও তদন্ত করতে পারবে না। তাছাড়া শুধু মাত্র ‘কেস পেপার’ তৈরি করেই থেমে থাকবে না সিবিআই। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করবে এবং তদন্তের প্রয়োজনে গ্রেফতারও করবে। পরবর্তী শুনানির মধ্যে জানাতে হবে তারা তদন্ত কত দূর এগিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৭ এপ্রিল।

 

The post Rampurhat Clash: বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের first appeared on Banglar Janarob.]]>
Rampurhat Violence : রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাজ্যপালকে সরানোর দাবি জানালেন তৃণমূলের সংসদীয় দল https://banglarjanarob.com/53931 Thu, 24 Mar 2022 11:31:25 +0000 https://banglarjanarob.com/?p=53931 বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটে বগটুই গ্রামে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে দিতে চান তৃণমূল কংগ্রেসের লোকসভার পরিষদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল রাজ্যপালকে রাজ্য থেকে সরানোর দাবি জানান। আজ বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের রিপোর্ট দিয়ে এমনই দাবি তুলল তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। সাক্ষাতের পর তৃণমূল প্রতিনিধিদের দাবি, অমিত শাহ সবরকমভাবে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনিও বিশ্বাস করেন, এই ঘটনা নিঃসন্দেহে নৃশংস, কিন্তু এর সঙ্গে রাজনীতির…

The post Rampurhat Violence : রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাজ্যপালকে সরানোর দাবি জানালেন তৃণমূলের সংসদীয় দল first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটে বগটুই গ্রামে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে দিতে চান তৃণমূল কংগ্রেসের লোকসভার পরিষদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল রাজ্যপালকে রাজ্য থেকে সরানোর দাবি জানান।

আজ বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের রিপোর্ট দিয়ে এমনই দাবি তুলল তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। সাক্ষাতের পর তৃণমূল প্রতিনিধিদের দাবি, অমিত শাহ সবরকমভাবে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনিও বিশ্বাস করেন, এই ঘটনা নিঃসন্দেহে নৃশংস, কিন্তু এর সঙ্গে রাজনীতির যোগ নেই, এমনই দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee)।

সোমবার রাতে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপর রাতারাতি বগটুই গ্রামে জ্বলে ওঠে আগুন। তাতে ১০ টি বাড়ি পুডে়ছে, নিহত হয়েছেন ৮ জন। ঘটনায় সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। গাফিলতির অভিযোগে পুলিশ প্রশাসনের একাধিক পদাধিকারীর বিরুদ্ধে কড়া শাস্তি ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীই। এসব নিয়েই বৃহস্পতিবার সংসদ চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূলের ১৩ প্রতিনিধি। নেতৃত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন।

অমিত শাহর সঙ্গে দেখা করার পর বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ”স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছি যে প্রশাসন এই ঘটনায় অত্যন্ত দ্রুত কী কী পদক্ষেপ নিয়েছে। জানিয়েছি, ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিট তৈরি হয়েছে। আমরা বলেছি, এটা ওখানকার পারিবারিক, গ্রাম্য বিবাদ। রাজনীতি নেই। তিনি সবরকমভাবে সাহায্য়ের আশ্বাস দিয়েছেন। তিনিও বিশ্বাস করেন যে এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই। তবে ঘটনাকে অত্যন্ত নৃশংস।”

 

 

The post Rampurhat Violence : রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাজ্যপালকে সরানোর দাবি জানালেন তৃণমূলের সংসদীয় দল first appeared on Banglar Janarob.]]>
Rampurhat Violence : রামপুরহাট কান্ডে ভাবমূর্তি ফেরাতে ! বৃহস্পতিবার বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় https://banglarjanarob.com/53889 Wed, 23 Mar 2022 08:32:05 +0000 https://banglarjanarob.com/?p=53889 বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে আবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘লাট সাহেব’ বলে কটাক্ষ করে তাঁর মন্তব্য, সর্বদা রাজ্যের আইন-শৃঙ্খলা নেই বলে অভিযোগ করেন। কিন্তু নিজে দিব্যি ‘ঘুরে বেড়ান’। বুধবার চিঠিতে রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে রামপুরহাট-কাণ্ডে সিটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। অন্য দিকে, একটি সরকারি সভা থেকে পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মমতা। তিনি জানান বিজেপি শাসিত রাজ্যে এর চেয়ে অনেক হিংসার ঘটনা ঘটে। তার মানে এটাও নয় যে তাঁরা ওই উদাহরণ দিয়ে রামপুরহাটের ঘটনাকে সমর্থন করছেন। রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় দোষীরা শাস্তি পাবেন। নিরপেক্ষ ভাবেই তদন্ত…

The post Rampurhat Violence : রামপুরহাট কান্ডে ভাবমূর্তি ফেরাতে ! বৃহস্পতিবার বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে আবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘লাট সাহেব’ বলে কটাক্ষ করে তাঁর মন্তব্য, সর্বদা রাজ্যের আইন-শৃঙ্খলা নেই বলে অভিযোগ করেন। কিন্তু নিজে দিব্যি ‘ঘুরে বেড়ান’।

বুধবার চিঠিতে রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে রামপুরহাট-কাণ্ডে সিটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। অন্য দিকে, একটি সরকারি সভা থেকে পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মমতা। তিনি জানান বিজেপি শাসিত রাজ্যে এর চেয়ে অনেক হিংসার ঘটনা ঘটে। তার মানে এটাও নয় যে তাঁরা ওই উদাহরণ দিয়ে রামপুরহাটের ঘটনাকে সমর্থন করছেন। রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় দোষীরা শাস্তি পাবেন। নিরপেক্ষ ভাবেই তদন্ত হবে বলে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আইনমন্ত্রী।

বগটুইয়ে বৃহস্পতিবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘আমরা সরকারে। আমরা কি চাই কোথাও কেউ বোমা মারুক! বদনামের চেষ্টা করা হচ্ছে। যারা ঘটনা ঘটিয়েছে তারা কেউ ছাড়া পাবে না। ঘটনার পর আমি ৫০ বার ফোন করেছি। ওসি ও এসডিপিও-কে সরিয়ে দিয়েছি। সিট গঠন করেছি। ফিরহাদ হাকিমকে পাঠিয়েছিলাম। আজই যেতাম। কিন্তু বিরোধীরা গেছেন। আগামিকাল আমি যাচ্ছি।’’ তিনি আরও যোগ করেন, ‘‘আমি সিপিএম, কংগ্রেসের মতো চক্রান্তকারী দল নই।’’

The post Rampurhat Violence : রামপুরহাট কান্ডে ভাবমূর্তি ফেরাতে ! বৃহস্পতিবার বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
Rampurhat Violence : ‘‘অপরাধীরা যখন এই বাড়িগুলিতে খুন করছিল, তখন পুলিশ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল’’ বুধবার সকালে বগটুইয়ে পৌঁছে দাবি সেলিমের https://banglarjanarob.com/53886 Wed, 23 Mar 2022 06:48:12 +0000 https://banglarjanarob.com/?p=53886 বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার সকালেই রামপুরহাটের বগটুই পৌঁছলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ঘটনাস্থলে পৌঁছে তিনি বলেন, ‘‘এখানে তদন্ত হবে। সিট (বিশেষ তদন্তকারী দল) আসবে। কেউ যেন প্রমাণ নষ্ট না করতে পারে। প্রমাণ নষ্ট করতে পারবে শুধু সিট। সেই কারণেই সিট গঠন করা হয়েছে।’’ পুরো ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি। পুলিশের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘‘অপরাধীরা যখন এই বাড়িগুলিতে খুন করছিল, তখন পুলিশ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল।’’ বগটুই গ্রামে নববধূ মর্জিনা বিবিকে আনতে গিয়েছিলেন কাজি সাজিদুল রহমান। স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ সাজিদুল। তাঁকে পুড়িয়ে মারা হয়েছে…

The post Rampurhat Violence : ‘‘অপরাধীরা যখন এই বাড়িগুলিতে খুন করছিল, তখন পুলিশ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল’’ বুধবার সকালে বগটুইয়ে পৌঁছে দাবি সেলিমের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার সকালেই রামপুরহাটের বগটুই পৌঁছলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ঘটনাস্থলে পৌঁছে তিনি বলেন, ‘‘এখানে তদন্ত হবে। সিট (বিশেষ তদন্তকারী দল) আসবে। কেউ যেন প্রমাণ নষ্ট না করতে পারে। প্রমাণ নষ্ট করতে পারবে শুধু সিট। সেই কারণেই সিট গঠন করা হয়েছে।’’

পুরো ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি। পুলিশের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘‘অপরাধীরা যখন এই বাড়িগুলিতে খুন করছিল, তখন পুলিশ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল।’’

বগটুই গ্রামে নববধূ মর্জিনা বিবিকে আনতে গিয়েছিলেন কাজি সাজিদুল রহমান। স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ সাজিদুল। তাঁকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ তুলে মহম্মদ সেলিমের বক্তব্য, সাজিদুলের বাবা কাজি নুরুল রামপুরহাট এবং নানুর পুলিশ স্টেশনে গেলেও তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। সরকারের তরফ থেকে মৃত্যুর সঠিক সংখ্যা জানানো হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন সেলিম।

এ ছাড়াও সঠিক তদন্তের আগেই মৃত্যুর পিছনে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে শট সার্কিটের তত্ত্ব খাড়া করা নিয়ে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সঙ্গে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চপ্পলে রক্তের দাগ আছে।’’ সেলিম আরও বলেন, ‘‘কালীঘাটে মমতার ভাইপোর মতোই এখানে আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। আশিসেরর ভাইপো এসডিপিও-কে কিনে রেখে এখানে অত্যাচার চালাচ্ছে।’’

সিআইডি বা সিবিআই— যেই তদন্ত করুক, কোনও লাভ হবে না বলেও মন্তব্য করেন সেলিম। বলেন, ‘‘মমতার সিআইডি আর অমিত শাহের সিবিআই মধ্যে কোনও পার্থক্য নেই। কাক কাকের মাংস খায় না। মমতা আর অমিত ঠিক করে দেন কী হবে।’’

তবে গ্রামে ঢোকার সময় তিনি কোনও বাধার মুখে পড়েননি বলেও উল্লেখ করেন সেলিম। এদিন অবশ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ মোহাম্মদ সেলিমের নেতৃত্বে রামপুরহাট গণহত্যার  নিরপেক্ষ তদন্তের দাবিতে দোষীদের শাস্তির দাবিতে মিছিল করে বামফ্রন্ট।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সমাধিস্থ করা হয় আগুনে ঝলসে মৃত্যু হওয়া ৮ জন গ্রামবাসীকে। এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দলও কাজ শুরু করে দিয়েছে। আবার গ্রামে যেতে পারেন তাঁরা। পাশাপাশি আতঙ্কের জেরে ইতিমধ্যেই গ্রাম ছাড়ছেন অনেক গ্রামবাসী। গ্রাম ছেড়েছেন ভাদু শেখের পরিবারের সদস্যরাও।

 

 

 

 

The post Rampurhat Violence : ‘‘অপরাধীরা যখন এই বাড়িগুলিতে খুন করছিল, তখন পুলিশ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল’’ বুধবার সকালে বগটুইয়ে পৌঁছে দাবি সেলিমের first appeared on Banglar Janarob.]]>
রামপুরহাটকাণ্ডে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব কেন্দ্রের, আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদলও https://banglarjanarob.com/53878 Tue, 22 Mar 2022 12:37:50 +0000 https://banglarjanarob.com/?p=53878 বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটকাণ্ডে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন সংসদে অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার বিজেপি সাংসদরা। বৈঠক শেষে সুকান্ত মজুমদার দাবি করেন, রামপুরহাটের এই ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধিদল, দাবি সুকান্ত মজুমদারের। তৃণমূল উপ প্রধান খুনের পর রামপুরহাটে হত্যালীলা, ৮জনের মৃত্যু। রামপুরহাটের বকটুই গ্রামে পরপর বাড়িতে আগুন, আহত আরও ৩। রামপুরহাটে ২ শিশু, ৬ মহিলা-সহ আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু। রামপুরহাটে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের দাবি অনুব্রত মণ্ডলের। রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি, নেই…

The post রামপুরহাটকাণ্ডে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব কেন্দ্রের, আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদলও first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটকাণ্ডে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন সংসদে অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার বিজেপি সাংসদরা। বৈঠক শেষে সুকান্ত মজুমদার দাবি করেন, রামপুরহাটের এই ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধিদল, দাবি সুকান্ত মজুমদারের।

তৃণমূল উপ প্রধান খুনের পর রামপুরহাটে হত্যালীলা, ৮জনের মৃত্যু। রামপুরহাটের বকটুই গ্রামে পরপর বাড়িতে আগুন, আহত আরও ৩। রামপুরহাটে ২ শিশু, ৬ মহিলা-সহ আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু।

রামপুরহাটে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের দাবি অনুব্রত মণ্ডলের। রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি, নেই আইনের শাসন, ট্যুইট রাজ্যপালের। মুখ্যসচিবের কাছে রামপুরহাটকাণ্ডের রিপোর্ট তলব রাজ্যপালের। রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। ওয়াকআউট বিজেপি বিধায়কদের, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। এদিন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতিতে উল্লেখ করেন, “দুঃখজনক ঘটনা, সরকার কঠোর পদক্ষেপ করছে।’’ মুখ্যমন্ত্রীর নির্দেশে রামপুরহাটে পৌঁছে গিয়েছেন ফিরহাদ হাকিম সহ তৃণমূলের প্রতিনিধি দল। বাংলায় ৩৫৬, কিংবা ৩৫৫ ধারা জারির দাবি অধীর চৌধুরীর। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রামপুরহাটে গণহত্যার অভিযোগে সরব হয়েছেন মহম্মদ সেলিমও।

তৃণমূল নেতা খুনের কয়েক ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড বলে দাবি ডিজিপি। এডিজি পশ্চিমাঞ্চলের দাবি, “আগুন লাগানো হয়েছিল, অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।” এদিন ডিজিপি বলেন, “প্রতিশোধের আগুন নাকি অন্য কিছু, তদন্ত করবে সিট। এডিজি আইনশৃঙ্খলার নেতৃত্বে ৩ সদস্যের সিট গঠন সরিয়ে দেওয়া হয়েছে। রামপুরহাটের আইসি ও এসডিপিও-কে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।’’

The post রামপুরহাটকাণ্ডে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব কেন্দ্রের, আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদলও first appeared on Banglar Janarob.]]>
Rampurhat clash: ‘‘রাজ্য জুড়ে অরাজকতার শাসন চলছে, মুখ্যমন্ত্রী, যিনি পুলিশমন্ত্রীও বটে, বিন্দুমাত্র লজ্জা থাকলে তাঁর পদত্যাগ করা উচিত ” দাবি সুকান্তের ,কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর https://banglarjanarob.com/53867 Tue, 22 Mar 2022 08:34:39 +0000 https://banglarjanarob.com/?p=53867 বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েতের উপপ্রধান খুন হওয়ার পর রামপুরহাট এর বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিল রাজ্য বিজেপি। আজ মঙ্গলবার বিধানসভায় বিজেপির বিধায়ক রা সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং এই দাবি মানতে স্পিকার না চাইলে বিধায়করা বিধানসভার অধিবেশন ত্যাগ করে বাইরে চলে যান। বাইরে গিয়ে ক্রমাগত স্লোগান দিতে থাকেন। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সংকট পূর্ণ হয়ে উঠেছে। এখানে সাধারণ মানুষের নিরাপত্তা তো দূরের কথা জনপ্রতিনিধিদের নিরাপত্তা ও নেই। ছাত্রনেতা রাখুন হয়ে যাচ্ছেন দিনে দুপুরে। জনপ্রতিনিধিরা খুন হয়ে যাচ্ছেন।…

The post Rampurhat clash: ‘‘রাজ্য জুড়ে অরাজকতার শাসন চলছে, মুখ্যমন্ত্রী, যিনি পুলিশমন্ত্রীও বটে, বিন্দুমাত্র লজ্জা থাকলে তাঁর পদত্যাগ করা উচিত ” দাবি সুকান্তের ,কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েতের উপপ্রধান খুন হওয়ার পর রামপুরহাট এর বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিল রাজ্য বিজেপি। আজ মঙ্গলবার বিধানসভায় বিজেপির বিধায়ক রা সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং এই দাবি মানতে স্পিকার না চাইলে বিধায়করা বিধানসভার অধিবেশন ত্যাগ করে বাইরে চলে যান। বাইরে গিয়ে ক্রমাগত স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সংকট পূর্ণ হয়ে উঠেছে। এখানে সাধারণ মানুষের নিরাপত্তা তো দূরের কথা জনপ্রতিনিধিদের নিরাপত্তা ও নেই। ছাত্রনেতা রাখুন হয়ে যাচ্ছেন দিনে দুপুরে। জনপ্রতিনিধিরা খুন হয়ে যাচ্ছেন। এই অবস্থাই এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সময় হয়ে গেছে।বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে।’’ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন।

সোমবার রামপুরহাটে একটি পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুনের ঘটনা ঘটে। তার পর গোটা রাত ধরে এলাকায় তাণ্ডব চলে। আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। দমকলের দাবি, সোমবার তিন জন এবং মঙ্গলবার সকালে একটি বাড়ি থেকে সাত জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু তাতে খুশি নয় বিরোধীরা। ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বিজেপি।

সুকান্ত বলেন, ‘‘রাজ্য জুড়ে অরাজকতার শাসন চলছে। মুখ্যমন্ত্রী, যিনি পুলিশমন্ত্রীও বটে, বিন্দুমাত্র লজ্জা থাকলে তাঁর পদত্যাগ করা উচিত। ১০ জনকে পুড়িয়ে মেরে ফেলা হল। আর কথায় কথায় গুজরাত, উত্তরপ্রদেশ দেখায় তৃণমূল! এই ব্যর্থতা মুখ্যমন্ত্রীর। আমার বার বার মনে হচ্ছে, এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে।’’

রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর দফতর ও রাজ্যপালকে ট্যাগ করে করা টুইটে তাঁর অভিযোগ, মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর প্রয়াস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে দাবি শুভেন্দুর।

 

The post Rampurhat clash: ‘‘রাজ্য জুড়ে অরাজকতার শাসন চলছে, মুখ্যমন্ত্রী, যিনি পুলিশমন্ত্রীও বটে, বিন্দুমাত্র লজ্জা থাকলে তাঁর পদত্যাগ করা উচিত ” দাবি সুকান্তের ,কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর first appeared on Banglar Janarob.]]>
রামপুরহাট-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিধানসভায় জানালো বিজেপি পরিষদীয় দল https://banglarjanarob.com/53862 Tue, 22 Mar 2022 08:27:19 +0000 https://banglarjanarob.com/?p=53862 বাংলার জনরব ডেস্ক : গতকাল রাতে বীরভূমের রামপুরহাট এর পঞ্চায়েতের উপপ্রধান কে ঘিরে রামপুরহাটের এলাকায় যেভাবে বাড়িঘর পুড়িয়ে ভাঙচুর করা হয়েছে এর ফলে প্রায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন বিজেপির বিধায়করা। আজ মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন প্রশ্নোত্তর পর্ব চলায় অপেক্ষা করতে বলেন স্পিকার। প্রতিবাদে বিধানসভা অধিবেশন এর মধ্যেই বীরভূমের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। কিন্তু স্পিকার প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ায় বিক্ষোভ দেখিয়ে কক্ষত্যাগ…

The post রামপুরহাট-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিধানসভায় জানালো বিজেপি পরিষদীয় দল first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গতকাল রাতে বীরভূমের রামপুরহাট এর পঞ্চায়েতের উপপ্রধান কে ঘিরে রামপুরহাটের এলাকায় যেভাবে বাড়িঘর পুড়িয়ে ভাঙচুর করা হয়েছে এর ফলে প্রায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন বিজেপির বিধায়করা।

আজ মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন প্রশ্নোত্তর পর্ব চলায় অপেক্ষা করতে বলেন স্পিকার। প্রতিবাদে বিধানসভা অধিবেশন এর মধ্যেই বীরভূমের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। কিন্তু স্পিকার প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ায় বিক্ষোভ দেখিয়ে কক্ষত্যাগ করেন তারা।

বিজেপি পরিষদীয় দলের পক্ষে মনোজ টিগগা বলেন, ‘‘আবার প্রমাণ হয়ে গেল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি কারও জীবনের কোনও মূল্য নেই। এমন হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তাই আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।’’ বিজেপি পরিষদীয় দলের দাবি ১১ জনকে রামপুরহাটে জীবন্ত পুড়িয়ে মেরেছে শাসকদলের দুষ্কৃতীরা।

ঘটনার পরেই জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ঘটনাটিকে শর্ট সার্কিটের ঘটনা বলে ব্যাখ্যা করেছেন। জবাবে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর বলেন, ‘‘যদি সত্যি সত্যি শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকে, তাহলে কেন রাজ্যের এক মন্ত্রী ডেপুটি স্পিকার ও একজন বিধায়ককে তড়িঘড়ি বীরভূম যেতে হল? কেন পুলিশ আধিকারিকদের ক্লোজ করা হল?’’ চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ আবার রাজ্যের ভেঙে পড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন পশ্চিমবঙ্গে।

তিনি বলেন,‘‘দিন দিন রাজ্যের আইন শৃঙ্খলার এত অবনতি হচ্ছে যে তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে বীরভূমের খেটে খাওয়া মানুষগুলোর জীবন অচিরেই চলে গেল। ভোট-পরবর্তী সন্ত্রাসে সারা দেশের মানুষের কাছে বাংলার মাথা হেঁট হয়ে গিয়েছিল। এ বার জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাণ একই অবস্থা এখানকার আইন-শৃঙ্খলার অবস্থার কঙ্কালসার চেহারা বেরিয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে রাজ্যে হস্তক্ষেপ করা ‌’’

সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। ভাদু রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তাঁর বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় এক দল দুষ্কৃতী। ঘটনার পর স্থানীয়েরা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ভাদুকে মৃত বলে ঘোষণা করেন।

তথ্য সূত্র ডিজিটাল আনন্দবাজার।

 

The post রামপুরহাট-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিধানসভায় জানালো বিজেপি পরিষদীয় দল first appeared on Banglar Janarob.]]>
Rampuhat Clash: রামপুরহাট-কাণ্ড তদন্ত করবে সিট, ওসি-কে ‘ক্লোজ’, অপসারিত এসডিপিও https://banglarjanarob.com/53859 Tue, 22 Mar 2022 08:18:14 +0000 https://banglarjanarob.com/?p=53859 বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের তৃণমূলে উপপ্রধান খুন এবং তার পরবর্তী ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গঠন করে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।এই তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। এই ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছে। আপসারিত করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে। রাজ্য পুলিশের ডিজি বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছে ঘটনার পূর্ণাঙ্গ রির্পোট চেয়েছেন।সোমবার তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর ঠিক পরের দিনই ফের অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম। সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের…

The post Rampuhat Clash: রামপুরহাট-কাণ্ড তদন্ত করবে সিট, ওসি-কে ‘ক্লোজ’, অপসারিত এসডিপিও first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের তৃণমূলে উপপ্রধান খুন এবং তার পরবর্তী ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গঠন করে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।এই তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ।

এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। এই ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছে। আপসারিত করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে।

রাজ্য পুলিশের ডিজি বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছে ঘটনার পূর্ণাঙ্গ রির্পোট চেয়েছেন।সোমবার তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর ঠিক পরের দিনই ফের অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম। সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়।

এর পর সোমবার রাতেই বগটুই গ্রামের পশ্চিমপাড়ার ১০/১২টি বাড়িতে আগুন লাগে। এই ঘটনায় দমকল ১০ জনের মৃত্যু হওয়ার কথা নিশ্চিত করলেও পুলিশের দাবি মৃত্যু হয়েছে সাত জনের।

The post Rampuhat Clash: রামপুরহাট-কাণ্ড তদন্ত করবে সিট, ওসি-কে ‘ক্লোজ’, অপসারিত এসডিপিও first appeared on Banglar Janarob.]]>