Raiganj | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 14 Mar 2022 04:19:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Raiganj | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Communal harmony: হিন্দু বন্ধুকে বাঁচাতে নিজের কিডনি দান করতে স্বাস্থ্য দফতরে চিঠি হাসলু মহম্মদের,“আমার ছেলে মানুষকে বাঁচাতে মনুষ্যত্বের ধর্ম পালন করছে” দাবি কিডনি দাতার বাবার https://banglarjanarob.com/53604 Mon, 14 Mar 2022 04:19:46 +0000 https://banglarjanarob.com/?p=53604 বাংলার জনরব ডেস্ক : সম্প্রীতির অনন্য নজীর সৃষ্টি করলেন উত্তর দিনাজপুরের পেশায় হাট ব্যবসায়ী বছর একত্রিশের হাসলু মুহাম্মদ। তিনি তাঁর বন্ধুকে কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বন্ধু অচিন্ত্য বিশ্বাসের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাই বন্ধুকে বাঁচাতে একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন হাসলু মুহাম্মদ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের ঢেলপির এলাকার বাসিন্দা হাসলুর। অচিন্ত্যর বাড়ি জেলার কালিয়াগঞ্জ থানার মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোরে। সরকারি নিয়ম অনুযায়ী, কেউ স্বাস্থ্য দফতরের কাছে স্বেচ্ছায় কিডনি দেওয়ার জন্য আবেদন করলে, দাতা টাকার বিনিময়ে কিডনি দিতে চাইছেন কিনা, সেই বিষয়ে পুলিশ তদন্ত করে।…

The post Communal harmony: হিন্দু বন্ধুকে বাঁচাতে নিজের কিডনি দান করতে স্বাস্থ্য দফতরে চিঠি হাসলু মহম্মদের,“আমার ছেলে মানুষকে বাঁচাতে মনুষ্যত্বের ধর্ম পালন করছে” দাবি কিডনি দাতার বাবার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : সম্প্রীতির অনন্য নজীর সৃষ্টি করলেন উত্তর দিনাজপুরের পেশায় হাট ব্যবসায়ী বছর একত্রিশের হাসলু মুহাম্মদ। তিনি তাঁর বন্ধুকে কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বন্ধু অচিন্ত্য বিশ্বাসের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাই বন্ধুকে বাঁচাতে একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন হাসলু মুহাম্মদ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের ঢেলপির এলাকার বাসিন্দা হাসলুর। অচিন্ত্যর বাড়ি জেলার কালিয়াগঞ্জ থানার মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোরে। সরকারি নিয়ম অনুযায়ী, কেউ স্বাস্থ্য দফতরের কাছে স্বেচ্ছায় কিডনি দেওয়ার জন্য আবেদন করলে, দাতা টাকার বিনিময়ে কিডনি দিতে চাইছেন কিনা, সেই বিষয়ে পুলিশ তদন্ত করে। রায়গঞ্জ পুলিশ জেলা কর্তৃপক্ষের দাবি, হাসলু বিনা স্বার্থে বন্ধুকে বাঁচাতে কিডনি দিতে চান বলে তদন্তে জানা গিয়েছে। ফলে তাঁর কিডনি দিতে আইনি কোনও বাধা নেই। দ্রুত তদন্ত রিপোর্ট স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেওয়া হবে।

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সানা আখতার বলেন, “হাসলু ও অচিন্ত্যর বন্ধুত্ব সম্প্রীতির দৃষ্টান্তমূলক নজির তৈরি করবে।”

হাসলুর স্ত্রী মনোয়ারা গৃহবধূ। তাঁদের সাত ও পাঁচ বছরের দুই ছেলে রয়েছে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বছর আঠাশের অচিন্ত্যর ডায়ালিসিস চলছে। তাঁর স্ত্রী রিতা গৃহবধূ। তাঁদের আট বছরের একটি ছেলে রয়েছে। বছর ছয়েক আগে কালিয়াগঞ্জের ওই ঋণদানকারী সংস্থায় এজেন্টের কাজে যোগ দেন হাসলু। তখন থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

হাসলু জানিয়েছেন, “আমি অচিন্ত্যকে একটি কিডনি দিলে মরব না। বরং আমার একটি কিডনি পেলে অচিন্ত্য প্রাণে বেঁচে যাবে। ওর পরিবার ভেসে যাবে না। তাই জাতপাত দূরে সরিয়ে বিনা স্বার্থে বন্ধুকে বাঁচাতে আমি মাসখানেক আগে স্বাস্থ্য দফতরের কাছে ওকে কিডনি দেওয়ার আবেদন করেছি।”

অচিন্ত্য বলেন, “হাসলু আমাকে বাঁচাতে বিনা স্বার্থে ওর একটি কিডনি দিতে চেয়েছে। ওর কাছে আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।”

হাসলুর বাবা পেশায় চায়ের দোকানি ফয়ম মহম্মদের বক্তব্য, “আমার ছেলে মানুষকে বাঁচাতে মনুষ্যত্বের ধর্ম পালন করছে।”

এর আগে নিঃস্বার্থ কিডনি দান করে সর্বভারতীয় স্তরে প্রচার পেয়েছিলেন হাওড়ার শ্যামপুরের বাসিন্দা শহিদুল ইসলাম। তিনিও এক হিন্দু যুবককে কিডনি দান করে সম্প্রীতির অনন্য নজীর সৃষ্টি করেছেন।

The post Communal harmony: হিন্দু বন্ধুকে বাঁচাতে নিজের কিডনি দান করতে স্বাস্থ্য দফতরে চিঠি হাসলু মহম্মদের,“আমার ছেলে মানুষকে বাঁচাতে মনুষ্যত্বের ধর্ম পালন করছে” দাবি কিডনি দাতার বাবার first appeared on Banglar Janarob.]]>
Mamata vs BSF : বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় https://banglarjanarob.com/49960 Tue, 07 Dec 2021 12:12:45 +0000 https://banglarjanarob.com/?p=49960 বাংলার জনরব ডেস্ক : সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকেও উঠল সেই প্রসঙ্গ। বিএসএফ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিধি বদলের বিজ্ঞপ্তির প্রসঙ্গে তুলে মমতা বিঁধলেন কেন্দ্রীয় সরকারকে। নাগাল্যান্ডের ঘটনার সঙ্গে মিলিয়ে দিলেন বিধানসভা ভোট চলাকালীন কোচবিহারের শীতলকুচির ঘটনাকে। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিএসএফ-এর নয়া ফরমানে রাজ্যের সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে মুখ্যমন্ত্রী হাজির হয়েছিলেন রায়গঞ্জে। সেখানে জেলার আইনশৃঙ্খলা…

The post Mamata vs BSF : বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মঙ্গলবার রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকেও উঠল সেই প্রসঙ্গ। বিএসএফ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিধি বদলের বিজ্ঞপ্তির প্রসঙ্গে তুলে মমতা বিঁধলেন কেন্দ্রীয় সরকারকে। নাগাল্যান্ডের ঘটনার সঙ্গে মিলিয়ে দিলেন বিধানসভা ভোট চলাকালীন কোচবিহারের শীতলকুচির ঘটনাকে। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিএসএফ-এর নয়া ফরমানে রাজ্যের সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে মুখ্যমন্ত্রী হাজির হয়েছিলেন রায়গঞ্জে। সেখানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তোমাদের ওখানে একটা সমস্যা আছে। বিএসএফ মাঝে মাঝেই গ্রামে ঢুকে পড়ে। অত্যাচার করারও অভিযোগ আসে। এমনকি ভোটের সময় লাইনেও তাঁদের দেখা যায়!’’ তার পরই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের ইঙ্গিত করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘তোমরা কি কখনও বিএসএফ-এর ডিজি-র সঙ্গে কথা বলেছ?’’ তাঁর নির্দেশ, ‘‘পুলিশের ডিজি সরাসরি কথা বলবেন বিএসএফ-এর ডিজি-র সঙ্গে।’’ মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো জেলায় এই সংক্রান্ত সমস্যা আছে বলে দাবি করে মমতা বলেন, ‘‘বিএসএফ করে কি, ওঁদের ১৫ কিলোমিটার আসার কথা। সেটাও পুলিশকে জানিয়ে। তা না করে, ওঁরা যেখানে সেখানে ঢুকে পড়ে।’’

মমতার কথায়, ‘‘আমাদের অনেক আইসি ভাবেন, না না ওঁদের ছেড়ে দাও। কিন্তু কেন? বিডিও-দের বলব, একটু বেশি সতর্ক থাকুন। কোনও অভিযোগ এলে আইসি-কে নিয়ে এলাকায় যাবেন। বলে দেবেন, এটা আপনাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।’’

আইন শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারে। কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ, তা অগ্রাহ্য করে গ্রামে গ্রামে বিএসএফ ঢুকে পড়ছে, অত্যাচার করছে। এ জন্য পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্ক থাকার বার্তা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক ভাবেও লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা।

 

The post Mamata vs BSF : বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>