জেলা 

Mamata vs BSF : বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মঙ্গলবার রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকেও উঠল সেই প্রসঙ্গ। বিএসএফ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিধি বদলের বিজ্ঞপ্তির প্রসঙ্গে তুলে মমতা বিঁধলেন কেন্দ্রীয় সরকারকে। নাগাল্যান্ডের ঘটনার সঙ্গে মিলিয়ে দিলেন বিধানসভা ভোট চলাকালীন কোচবিহারের শীতলকুচির ঘটনাকে। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিএসএফ-এর নয়া ফরমানে রাজ্যের সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

Advertisement

মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে মুখ্যমন্ত্রী হাজির হয়েছিলেন রায়গঞ্জে। সেখানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তোমাদের ওখানে একটা সমস্যা আছে। বিএসএফ মাঝে মাঝেই গ্রামে ঢুকে পড়ে। অত্যাচার করারও অভিযোগ আসে। এমনকি ভোটের সময় লাইনেও তাঁদের দেখা যায়!’’ তার পরই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের ইঙ্গিত করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘তোমরা কি কখনও বিএসএফ-এর ডিজি-র সঙ্গে কথা বলেছ?’’ তাঁর নির্দেশ, ‘‘পুলিশের ডিজি সরাসরি কথা বলবেন বিএসএফ-এর ডিজি-র সঙ্গে।’’ মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো জেলায় এই সংক্রান্ত সমস্যা আছে বলে দাবি করে মমতা বলেন, ‘‘বিএসএফ করে কি, ওঁদের ১৫ কিলোমিটার আসার কথা। সেটাও পুলিশকে জানিয়ে। তা না করে, ওঁরা যেখানে সেখানে ঢুকে পড়ে।’’

মমতার কথায়, ‘‘আমাদের অনেক আইসি ভাবেন, না না ওঁদের ছেড়ে দাও। কিন্তু কেন? বিডিও-দের বলব, একটু বেশি সতর্ক থাকুন। কোনও অভিযোগ এলে আইসি-কে নিয়ে এলাকায় যাবেন। বলে দেবেন, এটা আপনাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।’’

আইন শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারে। কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ, তা অগ্রাহ্য করে গ্রামে গ্রামে বিএসএফ ঢুকে পড়ছে, অত্যাচার করছে। এ জন্য পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্ক থাকার বার্তা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক ভাবেও লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ