Partha Chatterjee | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Thu, 28 Jul 2022 05:12:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Partha Chatterjee | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Partha Chatterjee: মন্ত্রিত্ব, দলীয় পদ থেকে পার্থকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত: কুণাল https://banglarjanarob.com/58867 Thu, 28 Jul 2022 05:11:09 +0000 https://banglarjanarob.com/?p=58867 শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগে ইডির হতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভা এবং সব দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বলে দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টুইটারে আজ বৃহস্পতিবার কুণাল লিখেছেন, ‘মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হোক। ওঁকে বহিষ্কৃত করা হোক। আমার এই বিবৃতি যদি ভুল মনে হয়, তা হলে সমস্ত পদ থেকে আমায় সরানোর অধিকার রয়েছে দলের। তৃণমূলের সৈনিক হিসাবে দায়িত্ব পালন করে যাব।’’ Partha Chatterjee should be removed from ministry and all party posts immediately. He…

The post Partha Chatterjee: মন্ত্রিত্ব, দলীয় পদ থেকে পার্থকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত: কুণাল first appeared on Banglar Janarob.]]>
শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগে ইডির হতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভা এবং সব দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বলে দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

টুইটারে আজ বৃহস্পতিবার কুণাল লিখেছেন, ‘মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হোক। ওঁকে বহিষ্কৃত করা হোক। আমার এই বিবৃতি যদি ভুল মনে হয়, তা হলে সমস্ত পদ থেকে আমায় সরানোর অধিকার রয়েছে দলের। তৃণমূলের সৈনিক হিসাবে দায়িত্ব পালন করে যাব।’’

গত ২২ জুলাই, শুক্রবার বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিয়েছিল ইডির দল। প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ২৩ জুলাই, শনিবার গ্রেফতার করা হয় মন্ত্রীকে। বর্তমানে ১০ দিনের ইডি হেফাজতে রয়েছেন পার্থ।

The post Partha Chatterjee: মন্ত্রিত্ব, দলীয় পদ থেকে পার্থকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত: কুণাল first appeared on Banglar Janarob.]]>
West Bengal SSC Scam : পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ঢুকে চক্ষু চড়ক গাছ ইডি অফিসারদের, আলমারি ভর্তি থরে থরে সাজানো টাকা আর টাকা! টাকা গুনতে আনা হলো অত্যাধুনিক মেশিন https://banglarjanarob.com/58856 Wed, 27 Jul 2022 14:54:20 +0000 https://banglarjanarob.com/?p=58856 বিশেষ প্রতিনিধি : অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের সৌজন্যে তার বাড়িটা করে তুলেছে টাকার খনিতে। কয়েকদিন আগেই টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের ফ্লাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকার বেশি। আজ বেলঘরিয়ার এক অভিজাত আবাসনের এক ফ্লাট তল্লাশি করতে গিয়ে চক্ষু চড়ক গাছ ডিডি অফিসারদের আলমারি ভর্তি থরে থরে সাজানো রয়েছে শুধু টাকা আর টাকা । ইডি সূত্রে খবর, পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ন’তলার ফ্ল্যাটে মিলেছে আরও টাকার হদিস। সেই টাকা গোনার জন্যই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে এসেছেন ব্যাঙ্ককর্মীরাও। এখন চলছে অর্পিতার ফ্ল্যাটে টাকা গোনা। সূত্রের খবর, ফ্ল্যাট থেকে নগদ টাকা ছাড়াও…

The post West Bengal SSC Scam : পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ঢুকে চক্ষু চড়ক গাছ ইডি অফিসারদের, আলমারি ভর্তি থরে থরে সাজানো টাকা আর টাকা! টাকা গুনতে আনা হলো অত্যাধুনিক মেশিন first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের সৌজন্যে তার বাড়িটা করে তুলেছে টাকার খনিতে। কয়েকদিন আগেই টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের ফ্লাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকার বেশি। আজ বেলঘরিয়ার এক অভিজাত আবাসনের এক ফ্লাট তল্লাশি করতে গিয়ে চক্ষু চড়ক গাছ ডিডি অফিসারদের আলমারি ভর্তি থরে থরে সাজানো রয়েছে শুধু টাকা আর টাকা ।

ইডি সূত্রে খবর, পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ন’তলার ফ্ল্যাটে মিলেছে আরও টাকার হদিস। সেই টাকা গোনার জন্যই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে এসেছেন ব্যাঙ্ককর্মীরাও। এখন চলছে অর্পিতার ফ্ল্যাটে টাকা গোনা। সূত্রের খবর, ফ্ল্যাট থেকে নগদ টাকা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং সোনা উদ্ধার হয়েছে।

সূত্রের খবর, টাকা গোনার যে যন্ত্রগুলি আনা হয়েছে তা অত্যাধুনিক। পরিভাষায় ‘কারেন্সি কাউন্টিং মেশিন’। এই যন্ত্র দিয়ে প্রতি পাঁচ সেকেন্ডে ১০০টি নোট পর্যন্ত গোনা সম্ভব। সাধারণত বড় অঙ্কের টাকা গুনতে এই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এর থেকেই মনে করা হচ্ছে, টালিগঞ্জের পর বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করতে চলেছে ইডি।

বুধবার, বেলা ১২টা নাগাদ বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনের ন’তলার ফ্ল্যাটের সামনে পৌঁছে যান ইডি আধিকারিকরা। কিন্তু ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় ছিল। চাবির খোঁজ না মেলায় ডাকা হয় এক চাবিওয়ালাকে। কিন্তু ঘণ্টাখানেক চেষ্টা করার পরও তালা ভাঙতে পারেননি তিনি। অতঃপর, ফ্ল্যাটের তালা ভেঙে ফেলেন তদন্তকারীরা। তার পর সোজা ঢুকে পড়েন অর্পিতার বন্ধ ফ্ল্যাটে। কিছু ক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় ইডির আরও একটি দল। তাঁরা একটি প্রিন্টার সঙ্গে করে ঢুকে যান ফ্ল্যাটে। চলে তল্লাশি। বিকেল নাগাদ খবর পাওয়া যায়, ওই ফ্ল্যাটে নগদের হদিস পাওয়া গিয়েছে। ব্যাঙ্ককর্মীদের একটি দল নোট গোনার মেশিন নিয়ে পৌঁছন অকুস্থলে।

প্রসঙ্গত, শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা ও গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। তার পর জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে পার্থ-ঘনিষ্ঠের। বুধবার সকালে সেখানেই অভিযান চালায় ইডি।

 

 

The post West Bengal SSC Scam : পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ঢুকে চক্ষু চড়ক গাছ ইডি অফিসারদের, আলমারি ভর্তি থরে থরে সাজানো টাকা আর টাকা! টাকা গুনতে আনা হলো অত্যাধুনিক মেশিন first appeared on Banglar Janarob.]]>
SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডিকে সব রকম সহযোগিতা করার ইঙ্গিত পার্থের, চাপে তৃণমূল https://banglarjanarob.com/58818 Wed, 27 Jul 2022 02:55:35 +0000 https://banglarjanarob.com/?p=58818 বাংলার জনরব ডেস্ক : ইডি প্রথম থেকে বলে আসছিল শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করলেও প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহযোগিতা করছেন না। কিন্তু কাল সন্ধার পর থেকে ইডি জানিয়েছে পার্থ জানিয়েছেন তিনি তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত।সময়মতো সমস্ত তথ্য তদন্তকারীদের সামনে আনার কথাও নাকি ইডি-র অফিসারদের বলেছেন তিনি। শুধু তা-ই নয়, ইডি সূত্রে দাবি, এ দিন পার্থকে স্কুলে নিয়োগে কার কার কাছ থেকে সুপারিশ পেয়েছিলেন প্রশ্ন করা হলে, মন্ত্রীর সংক্ষিপ্ত উত্তর ছিল, ‘‘সর্বস্তর থেকে সুপারিশ আসত।’’ যদিও তাঁরা কারা, তা এখনও খোলসা করেননি…

The post SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডিকে সব রকম সহযোগিতা করার ইঙ্গিত পার্থের, চাপে তৃণমূল first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ইডি প্রথম থেকে বলে আসছিল শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করলেও প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহযোগিতা করছেন না। কিন্তু কাল সন্ধার পর থেকে ইডি জানিয়েছে পার্থ জানিয়েছেন তিনি তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত।সময়মতো সমস্ত তথ্য তদন্তকারীদের সামনে আনার কথাও নাকি ইডি-র অফিসারদের বলেছেন তিনি।

শুধু তা-ই নয়, ইডি সূত্রে দাবি, এ দিন পার্থকে স্কুলে নিয়োগে কার কার কাছ থেকে সুপারিশ পেয়েছিলেন প্রশ্ন করা হলে, মন্ত্রীর সংক্ষিপ্ত উত্তর ছিল, ‘‘সর্বস্তর থেকে সুপারিশ আসত।’’ যদিও তাঁরা কারা, তা এখনও খোলসা করেননি তিনি। তদন্তকারী কর্তাদের একাংশের বক্তব্য, শুক্রবার থেকে টানা ধকল গিয়েছে মন্ত্রীর। সোমবার সকালে ভুবনেশ্বর-এমসে (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স) গিয়ে মঙ্গলবার সকালেই কলকাতা ফিরতে হয়েছে। এ বার কিছুটা বিশ্রামের পরে তিনি যাবতীয় প্রশ্নের ‘সঠিক’ জবাব ঠিক সময়ে দেওয়ার ‘প্রতিশ্রুতি’ দেন বলে ইডি সূত্রে দাবি।

তদন্তকারী অফিসারদের একাংশের মতে, একেবারে সরে না গেলেও দল পুরোপুরি পাশে দাঁড়ায়নি বলে মনে হয়ে থাকতে পারে পার্থের। তার উপরে সমস্যা বেড়েছে ৩ অগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশে। সঙ্গে এত বড় ‘কেলেঙ্কারি’ সামনে আসার মানসিক চাপ। এই সবের মিলিত কারণেই মন্ত্রী এমন তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন বলে তাঁদের ধারণা।

এ দিন দুপুরে ও সন্ধ্যায় ঘণ্টা খানেকের বিরতি দিয়ে পার্থকে প্রশ্ন করেছেন তদন্তকারীরা। একাধিক সোফা এক জায়গায় এনে তাঁকে ঘিরে কনফারেন্স রুমের একটি অংশেই তৈরি হয়েছে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জায়গা। কিন্তু ইডি সূত্রে দাবি, শিক্ষা-দুর্নীতির প্রসঙ্গে প্রশ্ন করতেই পার্থ কখনও বলেছেন, ‘সব কিছু খেয়াল রাখা যায় না’, তেমনই কখনও জানিয়েছেন, ‘কোনও কিছু ঘটলেও ঘটে থাকতে পারে।’ কখনও আবার নাকি তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘অনেক কিছুই তো নজর এড়িয়ে যায়। পরে প্রকাশ্যে এলে, বোঝা যায় যে

দুর্নীতি হয়েছে।’ এই সমস্ত উত্তর এবং সেই সঙ্গে ঠিক সময়ে সঠিক তথ্য সামনে আনার কথা বলাকে এখন তাই তাৎপর্যপূর্ণ মনে করছেন ইডি কর্তারা।

মঙ্গলবার দুপুরে ফেরার কথা থাকলেও, এ দিন ভোরের বিমানে কলকাতা ফিরিয়ে আনা হয় পার্থকে। হুইলচেয়ারে বসে কলকাতা বিমানবন্দর থেকে বার হওয়ার মুখে অপেক্ষারত সাংবাদিকদের দেখে আশপাশে থাকা নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, ‘‘একটু গার্ড করো।’’ কিন্তু তার মধ্যেও ধেয়ে আসে প্রশ্ন— ‘মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলের কেউ অন্যায় করলে, তাঁকে রেয়াত করা হবে না। এ বিষয়ে আপনি কী বলবেন?’’ উত্তর না এড়িয়ে বরং খানিকটা গলা চড়িয়ে পার্থের জবাব, ‘‘ঠিকই বলেছেন।’’ এর আগে ভোরে ভুবনেশ্বর বিমানবন্দরে ঢোকার মুখে প্রশ্ন করা হলে, তখন তা এড়িয়ে গিয়েছিলেন তিনি।

সোমবার সম্মাননা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই মন্তব্য করেন, তখন তিনি পার্থের নাম করেননি। কিন্তু ইঙ্গিত ছিল পার্থ ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের দিকে। আবার শুক্রবার মাঝরাতে যখন ইডি পার্থকে গ্রেফতার করার কথা জানায়, তখন মমতাকে ‘পরমাত্মীয়’ বলে দাবি করে তাঁকেই ফোন করেছিলেন মন্ত্রী। ইডি সূত্রের দাবি, বেশ কয়েক বার ফোন করলেও, তা ধরেননি মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে পার্থের ‘‘ঠিকই বলেছেন’’ শব্দবন্ধকে তাঁর অভিমানের বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে।

 

 

 

The post SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডিকে সব রকম সহযোগিতা করার ইঙ্গিত পার্থের, চাপে তৃণমূল first appeared on Banglar Janarob.]]>
Mamata Banerjee: “বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে ওই মন্তব্যে ভেঙে পড়বে’’ মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করে বলল হাইকোর্ট https://banglarjanarob.com/58805 Tue, 26 Jul 2022 10:38:44 +0000 https://banglarjanarob.com/?p=58805 বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা আদালত অবমাননা মামলা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গতকাল সোমবার রাজ্য সরকারের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে  ভুবেনেশ্বরের এমস নিয়ে যাওয়া নিয়ে বিজেপির হাত রয়েছে বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার জন্য আবেদন করা হয় করেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। আর এই আবেদন তৎক্ষণাৎ খারিজ করে দিয়ে বিচারপতি বিবেক চৌধুরী বলেন,‘‘আমি মনে করি বিচারব্যবস্থা এত ঠুনকো…

The post Mamata Banerjee: “বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে ওই মন্তব্যে ভেঙে পড়বে’’ মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করে বলল হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা আদালত অবমাননা মামলা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গতকাল সোমবার রাজ্য সরকারের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে  ভুবেনেশ্বরের এমস নিয়ে যাওয়া নিয়ে বিজেপির হাত রয়েছে বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার জন্য আবেদন করা হয় করেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। আর এই আবেদন তৎক্ষণাৎ খারিজ করে দিয়ে বিচারপতি বিবেক চৌধুরী বলেন,‘‘আমি মনে করি বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে ওই মন্তব্যে ভেঙে পড়বে।’’

পশ্চিমবঙ্গের হাসপাতাল ছেড়ে কেন ভুবনেশ্বরের চিকিৎসা করতে পাঠানো হল পার্থকে? এবং বিচারব্যবস্থায় বিজেপির কতটা প্রভাব রয়েছে তা তিনি জানেন। সোমবার মুখ্যমন্ত্রীর এই দুই মন্তব্যে আদালত অবমাননা হয়েছে বলে মামলা করার আবেদন করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি বলেন, ‘‘ওই মন্তব্যের কেন প্রতিবাদ করব? আমি সত্যতাকে বিশ্বাস করি, তাই রাতে নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি।’’

বিচারপতি আরও বলেন, ‘‘ওই মঞ্চে হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন। তিনি তো কোনও প্রতিবাদ করলেন না?’’ তার পরই তিনি বলেন, ‘‘আমি মনে করি বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে ওই মন্তব্যে ভেঙে পড়বে।’’ বিচারপতি জানান, আদালতের রায় নিয়ে বাইরে কে কী বললেন তা নিয়ে তিনি চিন্তিত নন। রায়ের বিরুদ্ধে চললে তিনিও আইনি পথেই ব্যবস্থা গ্রহণ করেন।

বিচারপতি বিবেক চৌধুরী বলেন, ‘‘আদালতের বাইরে করা এই মন্তব্যকে অবমাননা বলে ধরছি না। তা ছাড়া ওই মন্তব্যের জেরে রায়ের কিছু এসে যাবে না। সব মামলাকারীকে চিনিও না। তবে এটা ঠিক যে আগে এ টুকু সৌজন্যবোধ ছিল যে, বিচারব্যবস্থা নিয়ে কিছু বলা হত না। এখন সেটা ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে, কী করা যাবে?’’

 

 

The post Mamata Banerjee: “বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে ওই মন্তব্যে ভেঙে পড়বে’’ মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করে বলল হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>
Parha Chatterjee: গ্রেফতারি নিয়ে দলনেত্রীর অবস্থানকেই সমর্থন করলেন শিক্ষক নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ https://banglarjanarob.com/58782 Tue, 26 Jul 2022 04:48:10 +0000 https://banglarjanarob.com/?p=58782 বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সমর্থন জানালেন এস এস সি মামলায় ইডির হাতে গ্রেফতার শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত কাল সোমবার এক অনুষ্ঠানে মমতা বলেছিলেন, ‘‘বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’ দলনেত্রীর এ হেন মন্তব্যকে সমর্থন করলেন পার্থ চট্টোপাধ্যায়। আজ মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিটে ভুবনেশ্বর থেকে পার্থকে নিয়ে কলকাতায় ফিরেছে ইডির দল। বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বসিয়ে পার্থকে বার করা হয়। সে সময় মমতার মন্তব্য নিয়ে সাংবাদিকদের…

The post Parha Chatterjee: গ্রেফতারি নিয়ে দলনেত্রীর অবস্থানকেই সমর্থন করলেন শিক্ষক নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সমর্থন জানালেন এস এস সি মামলায় ইডির হাতে গ্রেফতার শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

গত কাল সোমবার এক অনুষ্ঠানে মমতা বলেছিলেন, ‘‘বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’ দলনেত্রীর এ হেন মন্তব্যকে সমর্থন করলেন পার্থ চট্টোপাধ্যায়।

আজ মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিটে ভুবনেশ্বর থেকে পার্থকে নিয়ে কলকাতায় ফিরেছে ইডির দল। বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বসিয়ে পার্থকে বার করা হয়। সে সময় মমতার মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থর সংক্ষিপ্ত জবাব ছিল, ‘‘ঠিক বলেছেন।’’

উল্লেখ্য, এসএসসি ‘দুর্নীতি’ মামলায় শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারের পর সোমবার নজরুল মঞ্চে বঙ্গসম্মান অর্পণের মঞ্চ থেকে প্রথম বার মুখ খোলেন মমতা। তিনি বলেছেন, ‘‘কেউ অন্যায় করে থাকলে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমার আইন-আদালতের উপর ভরসা আছে।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমি চাই, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দাও। সত্যির বিচার হোক। এই ঘটনা কেউ করতে পারে বলে আমি নিজেও বিশ্বাস করি না। ঘটনা না রটনা— সেটার বিচার হবে। বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’

The post Parha Chatterjee: গ্রেফতারি নিয়ে দলনেত্রীর অবস্থানকেই সমর্থন করলেন শিক্ষক নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ first appeared on Banglar Janarob.]]>
Partha Chatterjee Arrest: রাজীব কুমারের বাড়ীতে সিবিআই অভিযানের সময় সরব, পার্থর গ্রেফতারের পর মমতা নীরব কেন ? নেত্রীর সঙ্গে যোগাযোগ করেও পাননি জানালেন পার্থ চট্টোপাধ্যায় https://banglarjanarob.com/58698 Sat, 23 Jul 2022 10:38:20 +0000 https://banglarjanarob.com/?p=58698 বাংলার জনরব ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে তৃণমল কংগ্রেস নীরব হয়ে গেছে।বিশেষ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গত বছর ফিরহাদ সুব্রত মদন গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিজিও কমপ্লেক্সে ধর্নায় বসে ছিলেন। এমনকি প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ীতে সিবিআই অভিযানের সময় মুখ্যমন্ত্রী নিজে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন একথা সকলেই জানেন। তাহলে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর নেত্রীর কোনো প্রতিক্রিয়া নেই দেখেই আম জনতার মনে প্রশ্ন উঠেছে নীরব কেন নেত্রী ? পার্থর বাড়িতে ইডি হানা দেওয়ার পর থেকে মমতা…

The post Partha Chatterjee Arrest: রাজীব কুমারের বাড়ীতে সিবিআই অভিযানের সময় সরব, পার্থর গ্রেফতারের পর মমতা নীরব কেন ? নেত্রীর সঙ্গে যোগাযোগ করেও পাননি জানালেন পার্থ চট্টোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে তৃণমল কংগ্রেস নীরব হয়ে গেছে।বিশেষ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গত বছর ফিরহাদ সুব্রত মদন গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিজিও কমপ্লেক্সে ধর্নায় বসে ছিলেন। এমনকি প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ীতে সিবিআই অভিযানের সময় মুখ্যমন্ত্রী নিজে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন একথা সকলেই জানেন। তাহলে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর নেত্রীর কোনো প্রতিক্রিয়া নেই দেখেই আম জনতার মনে প্রশ্ন উঠেছে নীরব কেন নেত্রী ?

পার্থর বাড়িতে ইডি হানা দেওয়ার পর থেকে মমতা একেবারেই নিরব। তারপর পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তিনি নাকি তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন পার্থ।

জোকা ইএসআই থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হতেই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়, নেত্রীর সঙ্গে যোগাযোগ করছিলেন? তার উত্তরে পার্থ বলেন, “চেষ্টা করেছিলাম, পাইনি।”

শুক্রবার থেকে টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকাল ১০টায় পার্থকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতারের পর ইডির আধিকারিকরা তাঁকে গাড়িতে নিয়ে সেই বাড়ি ছাড়েন। গাড়িতে বসেই সংবাদমাধ্যমকে পার্থ বলেন, “নেত্রীকে যোগাযোগ করতে পারিনি। কোথায় নিয়ে যাচ্ছে জানি না।”

এদিকে দলের অন্দরে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁর মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি উঠেছে। তৃণমূল দল এখনো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করেন এই অবস্থায় পার্থর পদত্যাগের দাবি দল থেকেই উঠার পর প্রশ্ন উঠছে নেত্রী কোন দিকে রয়েছেন। এদিকে পার্থর বিপদের দিনে নেত্রীর নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

The post Partha Chatterjee Arrest: রাজীব কুমারের বাড়ীতে সিবিআই অভিযানের সময় সরব, পার্থর গ্রেফতারের পর মমতা নীরব কেন ? নেত্রীর সঙ্গে যোগাযোগ করেও পাননি জানালেন পার্থ চট্টোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
Partha Chatterjee Arrest: সারা রাত জেরার পর শনিবার সকাল দশটায় ইডির হাতে গ্রেফতার শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় https://banglarjanarob.com/58688 Sat, 23 Jul 2022 04:55:01 +0000 https://banglarjanarob.com/?p=58688 বাংলার জনরব ডেস্ক : গত কাল শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থের নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। সারা দিন তো বটেই, রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শনিবার সকাল ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। সারা রাত ইডির আধিকারিকেরা মন্ত্রীর বাড়িতে ছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর বাড়ি। সূত্রের খবর, টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ। দু’বার তাঁর বাড়িতে পৌঁছন চিকিৎসকেরা। কিন্তু তাতেও প্রশ্ন-পর্ব থামেনি। একই সঙ্গে ইডির দাবি, দক্ষিণ কলকাতায় পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। দুবস্তায়…

The post Partha Chatterjee Arrest: সারা রাত জেরার পর শনিবার সকাল দশটায় ইডির হাতে গ্রেফতার শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গত কাল শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থের নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। সারা দিন তো বটেই, রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শনিবার সকাল ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।

সারা রাত ইডির আধিকারিকেরা মন্ত্রীর বাড়িতে ছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর বাড়ি। সূত্রের খবর, টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ। দু’বার তাঁর বাড়িতে পৌঁছন চিকিৎসকেরা। কিন্তু তাতেও প্রশ্ন-পর্ব থামেনি।
একই সঙ্গে ইডির দাবি, দক্ষিণ কলকাতায় পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। দুবস্তায় ভরা ছিল ২০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল। ওই বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও পাওয়া গিয়েছে বলে ইডির দাবি। যে নগদ উদ্ধার হয়েছে, তা ব্যাঙ্ককর্মীদের দিয়ে যন্ত্রের সাহায্যে শনিবার সকাল পর্যন্ত গোনার কাজ চলেছে। ইডি সূত্রের খবর, ওই টাকা স্কুলে বেআইনি নিয়োগে নেওয়া ঘুষের অংশ বলেই প্রাথমিক ভাবে মনে করছে তারা।
ইডির দাবি, প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে ও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষাসচিব মণীশ জৈন জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশেই সমস্ত নিয়োগ করা হয়েছিল। উনিই নিয়োগের ক্ষেত্রে মূল নিয়ন্ত্রক ছিলেন। প্রাথমিক ভাবে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করে তা যাচাই করা হয় বলে ইডি সূত্রের খবর। কোনও রকম তলবি নোটিস ছাড়াই শুক্রবার সকাল সাড়ে সাতটায় পার্থকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।
ইডি সূত্র জানাচ্ছে, দুপুরে পুলিশের সঙ্গে এসে পার্থের পারিবারিক চিকিৎসক তদন্তকারীদের সামনেই তাঁর শারীরিক পরীক্ষা করেন। পরে এসএসকেএম থেকে তিন জন বিশেষজ্ঞ চিকিৎসকও মন্ত্রীকে দেখে যান। তার পরেও চলে জিজ্ঞাসাবাদ।
The post Partha Chatterjee Arrest: সারা রাত জেরার পর শনিবার সকাল দশটায় ইডির হাতে গ্রেফতার শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
Nupur Sharma : নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রীতি বিপন্ন হয়েছে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক প্রস্তাব পাস রাজ্য বিধানসভায় https://banglarjanarob.com/57545 Mon, 20 Jun 2022 11:38:40 +0000 https://banglarjanarob.com/?p=57545 বাংলার জনরব ডেস্ক : বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বাংলার বিভিন্ন প্রান্তে সম্পর্কের বাতাবরণ বিনষ্ট হচ্ছে বলে আজ বিধানসভায় অভিযোগ করা হয়েছে। বাংলা সব সময় শান্তি এবং সম্প্রীতির পক্ষে থাকব এই মর্মে আজ বিধানসভায় প্রস্তাব নেওয়া হয়েছে। আজ সোমবার বিধানসভার অধিবেশনে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ”রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা নিয়েছি। তবে সারা দেশে যেভাবে সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে, তা আসলে মূল বিষয় কর্মসংস্থান ও উন্নয়ন থেকে নজর ঘোরানোর চেষ্টা। ধর্মের নামে, বিজেপির এক মুখপাত্র মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের…

The post Nupur Sharma : নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রীতি বিপন্ন হয়েছে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক প্রস্তাব পাস রাজ্য বিধানসভায় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বাংলার বিভিন্ন প্রান্তে সম্পর্কের বাতাবরণ বিনষ্ট হচ্ছে বলে আজ বিধানসভায় অভিযোগ করা হয়েছে। বাংলা সব সময় শান্তি এবং সম্প্রীতির পক্ষে থাকব এই মর্মে আজ বিধানসভায় প্রস্তাব নেওয়া হয়েছে।

আজ সোমবার বিধানসভার অধিবেশনে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ”রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা নিয়েছি। তবে সারা দেশে যেভাবে সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে, তা আসলে মূল বিষয় কর্মসংস্থান ও উন্নয়ন থেকে নজর ঘোরানোর চেষ্টা। ধর্মের নামে, বিজেপির এক মুখপাত্র মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে। এই ধরনের মন্তব্য করা এবং তাকে ঘিরে উস্কানি দেওয়ার চেষ্টার বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।”

এরপর মুখ্যমন্ত্রী সকলের কাছে আবেদন করে বলেন, ”আপনারা সকলে হাত তুলে পার্থদার প্রস্তাব সমর্থন করুন।” পরে তা গৃহীত হয়েছে।

 

 

The post Nupur Sharma : নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রীতি বিপন্ন হয়েছে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক প্রস্তাব পাস রাজ্য বিধানসভায় first appeared on Banglar Janarob.]]>