Hindu | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 14 Jan 2022 04:27:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Hindu | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Haridwar : দেশের শীর্ষ আদালতের এক ধাক্কায় গ্রেপ্তার হলেন হরিদ্বারের ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে হুমকিদাতা https://banglarjanarob.com/51439 Fri, 14 Jan 2022 04:27:44 +0000 https://banglarjanarob.com/?p=51439 বাংলার জনরব ডেস্ক: দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামন্নার একধাক্কায় হরিদ্বারের ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডাক দিয়েছিলেন সেই জ্যোতি নরসিংহ নন্দ কে গ্রেপ্তার করলো উত্তরাখণ্ডের পুলিশ। উল্লেখ্য এই ব্যক্তি কয়েক মাস আগে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। এ ঘটনায় স্বামী ধর্মদাস, সাধ্বী অন্নপূর্ণা এবং সম্প্রতি ওয়াসিম রিজ়ভি থেকে ধর্মান্তরিত জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাতে ওয়াসিম রিজভি জিতেন্দ্র ত্যাগীকে (Wasim Rizvi Alias Jitendra Tyagi) গ্রেফতার  করল উত্তরাখণ্ড পুলিশ। আগেই হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে ধর্মান্তরিত জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর বিরুদ্ধে মামলা…

The post Haridwar : দেশের শীর্ষ আদালতের এক ধাক্কায় গ্রেপ্তার হলেন হরিদ্বারের ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে হুমকিদাতা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামন্নার একধাক্কায় হরিদ্বারের ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডাক দিয়েছিলেন সেই জ্যোতি নরসিংহ নন্দ কে গ্রেপ্তার করলো উত্তরাখণ্ডের পুলিশ। উল্লেখ্য এই ব্যক্তি কয়েক মাস আগে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। এ ঘটনায় স্বামী ধর্মদাস, সাধ্বী অন্নপূর্ণা এবং সম্প্রতি ওয়াসিম রিজ়ভি থেকে ধর্মান্তরিত জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাতে ওয়াসিম রিজভি জিতেন্দ্র ত্যাগীকে (Wasim Rizvi Alias Jitendra Tyagi) গ্রেফতার  করল উত্তরাখণ্ড পুলিশ।

আগেই হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে ধর্মান্তরিত জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর বিরুদ্ধে মামলা হয়েছিল উত্তরাখণ্ডে। হরিদ্বার কোতোয়ালিতে ত্যাগীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন গুলবাহার খান নামের এক ব্যক্তি। সেই পরিপ্রেক্ষিতে এদিন ত্যাগীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। উল্লেখ্য, আগেই যতি নরসিংহানন্দকে গ্রেপ্তার করা হয়েছে একই মামলায়।

এদিন উত্তরাখণ্ড পুলিশের তরফে হিন্দিতে একটি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে হিংসার উসকানি দেওয়া হয়েছিল সেদিন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে। সেই অভিযোগে ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে হরিদ্বার কোতোয়ালিতে। আইনি প্রক্রিয়া চলছে।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরেও কোনো ব্যবস্থা নেয়নি উত্তরাখণ্ডের পুলিশ। উপরন্তু, পুলিশ কর্তাদের সঙ্গে এইসব হুমকিদাতাদের হাসিমুখের ছবি ও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। এই প্রেক্ষাপটে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কিছু ব্যক্তি। গত বুধবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি এই ঘটনায় উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায় তারপরে গ্রেপ্তার বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নিজেদের মান বাঁচাতে এই গ্রেপ্তারি বলে রাজনৈতিক মহল মনে করছে।

দেশজুড়ে চলছে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার এই প্রচার এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকল সচেতন নাগরিকদের।

 

The post Haridwar : দেশের শীর্ষ আদালতের এক ধাক্কায় গ্রেপ্তার হলেন হরিদ্বারের ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে হুমকিদাতা first appeared on Banglar Janarob.]]>
Baranosi : বারাণসীর গঙ্গার ঘাটে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ বলে পোস্টার দিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন, দেশ জুড়ে চাঞ্চল্য https://banglarjanarob.com/51165 Fri, 07 Jan 2022 10:41:57 +0000 https://banglarjanarob.com/?p=51165 বাংলার জনরব ডেস্ক: উত্তরপ্রদেশের বারাণসীর গঙ্গার ঘাটে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ বলে ওই এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এপ্রসঙ্গে বজরং দলের বারাণসী শাখার প্রধান নিখিল ত্রিপাঠী রুদ্রর জানিয়েছেন, এই ঘাটগুলিকে অনেকেই পিকনিক স্পট বলে মনে করেন। তাঁদের কড়া বার্তা দিতেই এমন পোস্টার। তাঁর কথায়, ‘‘যাঁরা গঙ্গার ঘাটগুলিকে পিকনিক স্পট বলে মনে করেন, তাঁদের দূরে রাখার জন্যই এই পোস্টার। তাঁদের এটা বোঝানো দরকার যে এটা পিকনিক স্পট নয়, সনাতন সংস্কৃতির প্রতীক।’’ একই সুর বিশ্ব হিন্দু পরিষদের বারাণসী সচিব রজন গুপ্তর গলাতেও। তাঁর কথায়,…

The post Baranosi : বারাণসীর গঙ্গার ঘাটে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ বলে পোস্টার দিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন, দেশ জুড়ে চাঞ্চল্য first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: উত্তরপ্রদেশের বারাণসীর গঙ্গার ঘাটে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ বলে ওই এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।

এপ্রসঙ্গে বজরং দলের বারাণসী শাখার প্রধান নিখিল ত্রিপাঠী রুদ্রর জানিয়েছেন, এই ঘাটগুলিকে অনেকেই পিকনিক স্পট বলে মনে করেন। তাঁদের কড়া বার্তা দিতেই এমন পোস্টার। তাঁর কথায়, ‘‘যাঁরা গঙ্গার ঘাটগুলিকে পিকনিক স্পট বলে মনে করেন, তাঁদের দূরে রাখার জন্যই এই পোস্টার। তাঁদের এটা বোঝানো দরকার যে এটা পিকনিক স্পট নয়, সনাতন সংস্কৃতির প্রতীক।’’

একই সুর বিশ্ব হিন্দু পরিষদের বারাণসী সচিব রজন গুপ্তর গলাতেও। তাঁর কথায়, ‘‘যাঁরা সনাতন ধর্মকে শ্রদ্ধা দেখাতে এখানে আসবেন, তাঁদের স্বাগত।’’ তিনি স্পষ্ট করে দিয়েছেন, যাঁদের মনে সনাতন ধর্মের প্রতি কোনও আস্থা নেই, তাঁদের মন্দির ও গঙ্গাঘাটে আসার কোনও অধিকারই নেই। পোস্টারগুলিতে পরিষ্কার ফতোয়ার সুর, ‘এটা কোনও অনুরোধ নয়, বরং হুমকি।’

স্বাভাবিক ভাবেই, যোগীরাজ্যের গঙ্গাঘাটে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনিতেই বারাণসীর এই সব ঘাটে সারা বছর ধরেই বিপুল পরিমাণে পুণ্যার্থীদের আন‌াগোনা। তাঁদের মধ্যে একটা বড় অংশই বিদেশি পর্যটক। ঘণ্টার পর ঘণ্টা ধরে তাঁরা ঘাটে থাকেন। কথাবার্তা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গেও।

হিন্দু কট্টরপন্থীদের এহেন পোস্টার কে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। আর কয়েক মাস পরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন এই প্রেক্ষাপটে হিন্দুত্ববাদীদের এই পোস্টার কিনা তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে। উল্লেখ্য আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের অনেকটাই ব্যাকফুটে রয়েছে শাসক দল বিজেপি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অ – হিন্দুদের টার্গেট করা হচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

The post Baranosi : বারাণসীর গঙ্গার ঘাটে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ বলে পোস্টার দিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন, দেশ জুড়ে চাঞ্চল্য first appeared on Banglar Janarob.]]>
Rahul vs Mohun Bhagvat :”একজন প্রকৃত হিন্দু মনে করেন প্রত্যেক ভারতীয় ডিএনএ আলাদা এবং স্বতন্ত্র,হিন্দুত্ববাদীরা মনে করেন, সব ভারতীয়র ডিএনএ এক”: রাহুল গান্ধী https://banglarjanarob.com/50455 Mon, 20 Dec 2021 03:40:53 +0000 https://banglarjanarob.com/?p=50455 বাংলার জনরব ডেস্ক:  গত শনিবার ধরমশালায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, ৪০ হাজার বছর ধরে প্রত্যেক ভারতীয়র শরীরে রয়েছে একই ডিএনএ (DNA)। ঠিক তার পর দিন রবিবার ভাগবতের এই বক্তব্যকে কার্যত খারিজ করেদিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন তিনি বলেন, প্রকৃত হিন্দুরা মনে করেন প্রত্যেক ভারতীয়র ডিনিএ আলাদা, হিন্দুত্ববাদীরা মনে করেন সব ভারতীয়র ডিএনএ এক। রবিবার রাহুল গান্ধী বলেন, “একজন প্রকৃত হিন্দু মনে করেন প্রত্যেক ভারতীয় ডিএনএ আলাদা এবং স্বতন্ত্র। হিন্দুত্ববাদীরা মনে করেন, সব ভারতীয়র ডিএনএ এক।” সাম্প্রতিককালে একাধিক বক্তৃতায় প্রকৃত হিন্দু ও…

The post Rahul vs Mohun Bhagvat :”একজন প্রকৃত হিন্দু মনে করেন প্রত্যেক ভারতীয় ডিএনএ আলাদা এবং স্বতন্ত্র,হিন্দুত্ববাদীরা মনে করেন, সব ভারতীয়র ডিএনএ এক”: রাহুল গান্ধী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক:  গত শনিবার ধরমশালায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, ৪০ হাজার বছর ধরে প্রত্যেক ভারতীয়র শরীরে রয়েছে একই ডিএনএ (DNA)। ঠিক তার পর দিন রবিবার ভাগবতের এই বক্তব্যকে কার্যত খারিজ করেদিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন তিনি বলেন, প্রকৃত হিন্দুরা মনে করেন প্রত্যেক ভারতীয়র ডিনিএ আলাদা, হিন্দুত্ববাদীরা মনে করেন সব ভারতীয়র ডিএনএ এক।

রবিবার রাহুল গান্ধী বলেন, “একজন প্রকৃত হিন্দু মনে করেন প্রত্যেক ভারতীয় ডিএনএ আলাদা এবং স্বতন্ত্র। হিন্দুত্ববাদীরা মনে করেন, সব ভারতীয়র ডিএনএ এক।” সাম্প্রতিককালে একাধিক বক্তৃতায় প্রকৃত হিন্দু ও হিন্দুত্ববাদী বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা।

রবিবারও বলেন, “একজন হিন্দুত্ববাদীকে এভাবে ব্যাখ্যা করা যায়, যেমন একজন মানুষ একাই গঙ্গাস্নান করছেন, অপরপক্ষে একজন প্রকৃত হিন্দু অসংখ্য মানুষের সঙ্গে পবিত্র গঙ্গাস্নানের আনন্দে অংশ নেন।” সম্প্রতি আমেঠি লোকসভার জগদিশপুরের সভায় রাহুল বলেন, “প্রকৃত হিন্দু সত্যের পথে যাত্রা করেন, কখনই ক্রোধ, ঘৃণা বা হিংসার বশবর্তী হয়ে কোনও কাজ করেন না।”

 

The post Rahul vs Mohun Bhagvat :”একজন প্রকৃত হিন্দু মনে করেন প্রত্যেক ভারতীয় ডিএনএ আলাদা এবং স্বতন্ত্র,হিন্দুত্ববাদীরা মনে করেন, সব ভারতীয়র ডিএনএ এক”: রাহুল গান্ধী first appeared on Banglar Janarob.]]>