Education department of West Bengal | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Thu, 23 Jun 2022 14:41:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Education department of West Bengal | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Education: কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সরিয়ে দিল শিক্ষা দপ্তর, নতুন সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায় https://banglarjanarob.com/57639 Thu, 23 Jun 2022 14:41:24 +0000 https://banglarjanarob.com/?p=57639 বাংলার জনরব ডেস্ক : মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিল রাজ্য সরকার। আজ এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার রামানুজ গঙ্গোপাধ্যায়। বুধবার শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী এক বছরের জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকবেন রামানুজ। সভাপতি ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের আরও বেশ কয়েক জন আধিকারিক বদল করেছে শিক্ষা দফতর। বলা ভাল, নয় সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য। আগামী এক বছরের জন্য এই কমিটি মধ্যশিক্ষা পর্ষদে কাজ করবে। স্কুলে শিক্ষক ও কর্মী নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছে কল্যাণের বিরুদ্ধে।…

The post Education: কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সরিয়ে দিল শিক্ষা দপ্তর, নতুন সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিল রাজ্য সরকার। আজ এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার রামানুজ গঙ্গোপাধ্যায়। বুধবার শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী এক বছরের জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকবেন রামানুজ। সভাপতি ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের আরও বেশ কয়েক জন আধিকারিক বদল করেছে শিক্ষা দফতর। বলা ভাল, নয় সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য। আগামী এক বছরের জন্য এই কমিটি মধ্যশিক্ষা পর্ষদে কাজ করবে।

স্কুলে শিক্ষক ও কর্মী নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছে কল্যাণের বিরুদ্ধে। তাঁর নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল বলে জানায় কলকাতা হাই কোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি। এই মামলায় কল্যাণকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তার পরও পর্ষদের সভাপতি পদে তিনি থাকায় প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। অবশেষে বুধবার কল্যাণকে সরিয়ে দিল নবান্ন।

২০১৬ সাল থেকে পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণ। তার আগের চার বছর পর্ষদের প্রশাসকের পদে ছিলেন তিনি।

The post Education: কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সরিয়ে দিল শিক্ষা দপ্তর, নতুন সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের কর্মক্ষেত্র, সেই মন্মথনাথ স্কুলকে বাংলা থেকে ইংরেজি মাধ্যম করছে সরকার https://banglarjanarob.com/56898 Sun, 05 Jun 2022 12:26:34 +0000 https://banglarjanarob.com/?p=56898 বাংলার জনরব ডেস্ক : রাজনীতির জীবনের শুরুতে কলকাতার চেয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রাথমিক বিদ্যালয়টি ইংরেজি মাধ্যম করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে শিক্ষকতা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের ওই সরকারি প্রাথমিক স্কুলটি একটি ভাড়া বাড়িতে চলত। সম্প্রতি এলাকাবাসী জানতে পারে, বাড়ির মালিক স্কুলবাড়িটি ভেঙে এক প্রোমোটারের হাতে তুলে দিতে চাইছেন। তাঁদের মধ্যে আলোচনাও অনেক দূর এগিয়ে গিয়েছে। স্কুলবাড়ি ভেঙে প্রোমোটিং করার কথা জানতে পেরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু…

The post Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের কর্মক্ষেত্র, সেই মন্মথনাথ স্কুলকে বাংলা থেকে ইংরেজি মাধ্যম করছে সরকার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাজনীতির জীবনের শুরুতে কলকাতার চেয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রাথমিক বিদ্যালয়টি ইংরেজি মাধ্যম করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর।

ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে শিক্ষকতা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের ওই সরকারি প্রাথমিক স্কুলটি একটি ভাড়া বাড়িতে চলত। সম্প্রতি এলাকাবাসী জানতে পারে, বাড়ির মালিক স্কুলবাড়িটি ভেঙে এক প্রোমোটারের হাতে তুলে দিতে চাইছেন। তাঁদের মধ্যে আলোচনাও অনেক দূর এগিয়ে গিয়েছে।

স্কুলবাড়ি ভেঙে প্রোমোটিং করার কথা জানতে পেরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিংহ। ঘটনাচক্রে স্থানীয় কাউন্সিলর পাপিয়া সিংহ তাঁর স্ত্রী। ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া বিষয়টি জানিয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে। মমতার কাছে কাউন্সিলর আবেদন করেন, মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলটি যেন কোনও ভাবেই বন্ধ না হয়। মুখ্যমন্ত্রীকে আবেদন করার পাশাপাশি শিক্ষা দফতরেও চিঠি দেন পাপিয়া। তারপরেই প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়। সেই পর্যায়েই সম্প্রতি স্কুলের জমিটি হাতে পেয়েছে রাজ্য সরকার।

শিক্ষা দফতর সূত্রে খবর, তাদের উদ্যোগেই স্কুলটিকে নতুন চেহারা দেওয়া হবে। প্রাথমিক স্কুলটিতে ইংরেজি মাধ্যমে পঠন-পাঠন শুরু করা হবে। গত বৃহস্পতিবার ভবানীপুরের কাঁসারিপাড়া শীতলামাতা মন্দিরের পুজোর উদ্বোধনে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এসে মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল প্রসঙ্গে খোঁজখবর নেন এবং স্মৃতিচারণাও করেন তিনি।

মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল ইংরেজি মাধ্যমে পরিণত হওয়ার এলাকাবাসী খুশি বলেই দাবি করেছেন তৃণমূল নেতা বাবলু।এই তৃণমূল নেতা বলেন, ‘‘আমাদের ৭১ নম্বর ওয়ার্ডে ৪২টি বস্তি রয়েছে। অনেক টাকা খরচ করে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সন্তানদের পড়ানোর মতো সামর্থ্য নেই এখানকার বেশির ভাগ বসিন্দার। তাই মুখ্যমন্ত্রীর শিক্ষকতা করে যাওয়া স্কুলটি যখন ইংরজি মাধ্যম স্কুল হবে বলে এলাকাবাসী জানলেন, তাঁরা খুব খুশি হয়েছেন। কারণ বিনামূল্যে তাঁরাও এ বার ছেলেমেয়েদের ইংরেজি ইস্কুলে পড়াতে পারবেন।’’

The post Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের কর্মক্ষেত্র, সেই মন্মথনাথ স্কুলকে বাংলা থেকে ইংরেজি মাধ্যম করছে সরকার first appeared on Banglar Janarob.]]>
Teacher and Non-teaching Staff : মমতা সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত! শিক্ষক ও শিক্ষাকর্মীরা পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য এক ক্লিকেই জানতে পারবেন, স্বচ্ছতা ও রাজনৈতিক মুক্ত করার উদ্দেশ্যেই নবান্নের এই সিদ্ধান্ত! https://banglarjanarob.com/56612 Sun, 29 May 2022 09:01:34 +0000 https://banglarjanarob.com/?p=56612 বাংলার জনরব ডেস্ক : এবার এক ক্লিকে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সব তথ্য জানতে পারবে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরা।  সম্প্রতি ‘অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অব স্কুলস’-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন এই পোর্টাল এর মাধ্যমে  শিক্ষক ও শিক্ষাকর্মীরা কম্পিউটার বা মোবাইল ফোনে একটি ক্লিক করলেই তাদের পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে পেয়ে যাবেন। কোথাও কোনও সমস্যা থাকলে তা তাঁরা অনলাইনেই মিটিয়ে ফেলতে পারবেন। নতুন এই পরিষেবার জন্য একটি পোর্টাল তৈরি হয়েছে, যেখানে পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। সঙ্গে পিএফ সংক্রান্ত…

The post Teacher and Non-teaching Staff : মমতা সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত! শিক্ষক ও শিক্ষাকর্মীরা পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য এক ক্লিকেই জানতে পারবেন, স্বচ্ছতা ও রাজনৈতিক মুক্ত করার উদ্দেশ্যেই নবান্নের এই সিদ্ধান্ত! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : এবার এক ক্লিকে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সব তথ্য জানতে পারবে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরা।  সম্প্রতি ‘অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অব স্কুলস’-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নতুন এই পোর্টাল এর মাধ্যমে  শিক্ষক ও শিক্ষাকর্মীরা কম্পিউটার বা মোবাইল ফোনে একটি ক্লিক করলেই তাদের পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে পেয়ে যাবেন। কোথাও কোনও সমস্যা থাকলে তা তাঁরা অনলাইনেই মিটিয়ে ফেলতে পারবেন। নতুন এই পরিষেবার জন্য একটি পোর্টাল তৈরি হয়েছে, যেখানে পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। সঙ্গে পিএফ সংক্রান্ত কোনও সমস্যা হলে, পোর্টালেই বলা থাকবে সমস্যা সমাধানের পথ। কিন্তু স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, যে সমস্ত বয়স্ক শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মী অনলাইন পদ্ধতিতে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য কি কোনও বিকল্প ভাবনাচিন্তার পরিসর রেখেছে শিক্ষা দফতর?

এ প্রসঙ্গে শিক্ষা দফতরের একাংশের কথায়, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইছে শিক্ষা দফতর। যাঁরা স্মার্টফোন ব্যবহারে তেমন সড়গড় নন, তাঁরা বাড়ির কম্পিউটার থেকে এই কাজ করতে পারবেন। যাঁদের বাড়িতে কম্পিউটার নেই, স্থানীয় কোনও সাইবার ক্যাফে থেকেও এই কাজ করতে পারবেন। তেমন ব্যবস্থাই করা হয়েছে নতুন এই পোর্টালটিতে।

এই অনলাইন পদ্ধতিতে খুশি শিক্ষকদের বড় অংশ। তাঁদের কথায়, কোনও বিদ্যালয়ে প্রধান শিক্ষক বা পরিচালন সমিতির সঙ্গে যদি কোনও শিক্ষকের সম্পর্ক খারাপ হত, তা হলে তাঁদের পিএফ নিয়ে বিস্তর সমস্যায় পড়তে হত। নতুন এই অনলাইন পদ্ধতিতে প্রধান শিক্ষক বা পরিচালন সমিতির পিএফ অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে ভূমিকা থাকলেও, তাঁদের কাজকর্ম বহুলাংশে বাধ্যতামূলক করা হয়েছে। তাই স্কুলের অভ্যন্তরীণ রাজনীতি আর প্রভাব ফেলতে পারবে না স্কুল শিক্ষকদের পিএফ অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে। অনেক সময় ব্যক্তিগত প্রয়োজনে শিক্ষক বা শিক্ষাকর্মীরা পিএফ অ্যাকাউন্ট থেকে ঋণের আবেদন করে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, দিনের পর দিন জেলা বিদ্যালয় পরিদর্শকের (ডিআই) অফিসে ঋণের জন্য ঘোরাঘুরি করেও, তা পেতে ব্যর্থ হন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। নতুন এই অনলাইন পদ্ধতিতে পিএফের বিনিময়ে ঋণ পেতে সরাসরি আবেদন করতে পারবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এ ক্ষেত্রে কোথাও ঘুষ দিতে হবে না তাঁদের, দিনের পর দিন জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসেও ধারণা দিতে হবে না।

শিক্ষকদের বেতন দেয়া ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু হয় কেমন রাজনৈতিক মুক্ত হতে পেরেছে শিক্ষকদের বেতন একইরকমভাবে পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে হলে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের কাছে এক নতুন দরজা খুলে যাবে বলে মনে করা হচ্ছে। মমতা সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে যুগান্তকারী সিদ্ধান্ত বলে ওয়াকিবহাল মহল মনে করছে। এর ফলে উপকৃত হবেন কয়েক হাজার শিক্ষকও শিক্ষাকর্মী। যারা এতদিন ধরে পিএফ সংক্রান্ত বিষয় নিয়ে নানা হেনস্তার শিকার হতে হতো তারা এক ক্লিকেই সমস্ত তথ্য জানতে পারবেন।

The post Teacher and Non-teaching Staff : মমতা সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত! শিক্ষক ও শিক্ষাকর্মীরা পিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য এক ক্লিকেই জানতে পারবেন, স্বচ্ছতা ও রাজনৈতিক মুক্ত করার উদ্দেশ্যেই নবান্নের এই সিদ্ধান্ত! first appeared on Banglar Janarob.]]>
Jagdeep Dhankhar : এসএসসি দুর্নীতির সিবিআই তদন্তের মাঝে রাজ্যপাল ডেকে পাঠালেন শিক্ষা মন্ত্রী ও শিক্ষা সচিবকে ? কেন এই তলব? জানতে হলে ক্লিক করুন https://banglarjanarob.com/56374 Mon, 23 May 2022 06:09:46 +0000 https://banglarjanarob.com/?p=56374 বাংলার জনরব ডেস্ক : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার দুপুরেই রাজভবনে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। ধনখড় নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি রাজ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, সে সম্পর্কেই আলোচনা করতে ডাকা হয়েছে শিক্ষা মন্ত্রীকে। টুইটে যদিও কেন ডাকা হয়েছে, তার কারণ ব্যাখ্যা করেননি রাজ্যপাল। তিনি লিখেছেন, ‘আজ দুপুরেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করা হয়েছে রাজভবনে।’ রাজ্যপালের ওই টুইট নিয়ে শুরু হয়েছে জল্পনা। গত এক মাস ধরে এসএসসি…

The post Jagdeep Dhankhar : এসএসসি দুর্নীতির সিবিআই তদন্তের মাঝে রাজ্যপাল ডেকে পাঠালেন শিক্ষা মন্ত্রী ও শিক্ষা সচিবকে ? কেন এই তলব? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার দুপুরেই রাজভবনে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। ধনখড় নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি রাজ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, সে সম্পর্কেই আলোচনা করতে ডাকা হয়েছে শিক্ষা মন্ত্রীকে।

টুইটে যদিও কেন ডাকা হয়েছে, তার কারণ ব্যাখ্যা করেননি রাজ্যপাল। তিনি লিখেছেন, ‘আজ দুপুরেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করা হয়েছে রাজভবনে।’ রাজ্যপালের ওই টুইট নিয়ে শুরু হয়েছে জল্পনা।

গত এক মাস ধরে এসএসসি দুর্নীতি নিয়ে একের পর এক বড় নাম প্রকাশ্যে আসছে। এর মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে তলব করে সিবিআই। তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। অন্য একটি মামলায় বার বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রী ও শিক্ষা সচিব কে রাজ্যপালের যথেষ্ট তাৎপর্য বহন করছে। তবে কি কারণে রাজ্যপাল এদের ডেকেছেন তা এখনো স্পষ্ট নয়।

The post Jagdeep Dhankhar : এসএসসি দুর্নীতির সিবিআই তদন্তের মাঝে রাজ্যপাল ডেকে পাঠালেন শিক্ষা মন্ত্রী ও শিক্ষা সচিবকে ? কেন এই তলব? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
Summer Vacation: রাজ্যের শিক্ষকদের আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী, এগিয়ে এলো গরমের ছুটি,পড়ুয়াদের তাপপ্রবাহ থেকে বাঁচাতে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী, কবে থেকে ছুটি ? জানতে হলে ক্লিক করুন https://banglarjanarob.com/55182 Wed, 27 Apr 2022 11:57:19 +0000 https://banglarjanarob.com/?p=55182 বাংলার জনরব ডেস্ক : অধিকাংশ শিক্ষক এবং শিক্ষক সংগঠন গুলির আবেদনে সাড়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগিয়ে এলো গরমের ছুটি। আগামী ২ মে  সোমবার থেকে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। এর উপর দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপ প্রবাহে রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠেছে। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে রাখা ছেলে মেয়েদের পক্ষে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। এই তীব্র তাপদাহে বিগত দুই দিনে দুজন ছাত্র মারা গেছে বলে খবরে প্রকাশ। যাদবপুর বিদ্যাপীঠ এর ছাত্র এবং কলকাতা তপসিয়ায় বসবাসরত এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী গতকালই…

The post Summer Vacation: রাজ্যের শিক্ষকদের আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী, এগিয়ে এলো গরমের ছুটি,পড়ুয়াদের তাপপ্রবাহ থেকে বাঁচাতে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী, কবে থেকে ছুটি ? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : অধিকাংশ শিক্ষক এবং শিক্ষক সংগঠন গুলির আবেদনে সাড়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগিয়ে এলো গরমের ছুটি। আগামী ২ মে  সোমবার থেকে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। এর উপর দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপ প্রবাহে রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠেছে। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে রাখা ছেলে মেয়েদের পক্ষে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। এই তীব্র তাপদাহে বিগত দুই দিনে দুজন ছাত্র মারা গেছে বলে খবরে প্রকাশ। যাদবপুর বিদ্যাপীঠ এর ছাত্র এবং কলকাতা তপসিয়ায় বসবাসরত এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী গতকালই গরমের শিকার হয়ে মারা গেছে। এই অবস্থায় রাজ্যের শিক্ষক মহল মনে করেছিল গরমের ছুটি এগিয়ে আনাটাই সরকারের প্রথম প্রধান দায়িত্ব হওয়া উচিত। তৃণমূলের শিক্ষক সংগঠন বাদ দিয়ে বাকি অধিকাংশ শিক্ষক সংগঠনের অভিমত ছিল গরমের ছুটি এগিয়ে আনার পক্ষে।

আর এ নিয়েই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন। এই বৈঠকে সব জেলার প্রশাসনিক আধিকারিকরা যোগ দিয়েছিলেন। বৈঠক শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান আগামী ২ মে  থেকে গরমের ছুটি পড়বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পর সমস্ত জল্পনা-কল্পনার অবসান হলো। মর্নিং স্কুল চালু করার কল্পিত এবং অবাস্তব সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় রাজ্যের শিক্ষক মহল খুশি।

আসলে গরমের ছুটি করার কথা ছিল আগামী একুশে মে পর থেকে। কিন্তু গত কয়েকদিন ধরে যে তীব্র গরম পড়েছে তার বাস্তবতা উপলব্ধি করে মুখ্যমন্ত্রী ২মে থেকে ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা দপ্তর কে।

 

 

 

The post Summer Vacation: রাজ্যের শিক্ষকদের আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী, এগিয়ে এলো গরমের ছুটি,পড়ুয়াদের তাপপ্রবাহ থেকে বাঁচাতে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী, কবে থেকে ছুটি ? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
School : শিক্ষক সমাজের দাবি গরমের ছুটি এগিয়ে আনার,দাবি অগ্রাহ্য করে মর্নিং স্কুল চালুর নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের https://banglarjanarob.com/55094 Tue, 26 Apr 2022 02:59:54 +0000 https://banglarjanarob.com/?p=55094 বাংলার জনরব ডেস্ক : গরমের ছুটি এগিয়ে আনা নিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি ,তবে মর্নিং স্কুল চালু করার বিষয়ে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। বিকাশ ভবন সোমবার নির্দেশ দিয়েছে, গরমে সুস্থ থেকে পড়ুয়ারা যাতে স্কুলে যেতে পারে, সেই জন্য প্রাথমিক, এসএসকে, এমএসকে থেকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক— সব স্তরেই ‘মর্নিং স্কুল’ অর্থাৎ সকালে স্কুল চালু করতে হবে। সংশ্লিষ্ট নির্দেশিকায় জানানো হয়েছে, মর্নিং স্কুল চালু হলেও পড়াশোনায় যাতে কোনও রকম ঘাটতি না-হয়, সেটা দেখতে হবে শিক্ষক-শিক্ষিকাদেরই। সব ক্লাস যাতে নির্দিষ্ট সময়ে হয়, তা নিশ্চিত করার যাবতীয় দায়িত্ব তাঁদেরই। তবে কবে…

The post School : শিক্ষক সমাজের দাবি গরমের ছুটি এগিয়ে আনার,দাবি অগ্রাহ্য করে মর্নিং স্কুল চালুর নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গরমের ছুটি এগিয়ে আনা নিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি ,তবে মর্নিং স্কুল চালু করার বিষয়ে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর।

বিকাশ ভবন সোমবার নির্দেশ দিয়েছে, গরমে সুস্থ থেকে পড়ুয়ারা যাতে স্কুলে যেতে পারে, সেই জন্য প্রাথমিক, এসএসকে, এমএসকে থেকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক— সব স্তরেই ‘মর্নিং স্কুল’ অর্থাৎ সকালে স্কুল চালু করতে হবে। সংশ্লিষ্ট নির্দেশিকায় জানানো হয়েছে, মর্নিং স্কুল চালু হলেও পড়াশোনায় যাতে কোনও রকম ঘাটতি না-হয়, সেটা দেখতে হবে শিক্ষক-শিক্ষিকাদেরই। সব ক্লাস যাতে নির্দিষ্ট সময়ে হয়, তা নিশ্চিত করার যাবতীয় দায়িত্ব তাঁদেরই। তবে কবে থেকে সকালে স্কুল চালু হবে, নির্দেশিকায় সেটা স্পষ্ট করা হয়নি।

কোনও স্কুল যদি ‘মর্নিং স্কুল’ হয়ে উঠতে না-পারে অর্থাৎ সকালে পঠনপাঠন চালু করতে না-পারে, সে-ক্ষেত্রে গরম থেকে রক্ষা পেতে পড়ুয়াদের কী কী করতে হবে এবং স্কুলকে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, স্বাস্থ্য অফিসারের সঙ্গে আলোচনা করে তা ঠিক করতে হবে বলেও জানানো হয়েছে বিকাশ ভবনের নির্দেশিকায়। জানানো হয়েছে, গরমের মোকাবিলা করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের ‘গাইডলাইন’ বা নির্দেশিকা মেনে চলতে হবে।

তবে পাল্লা আগাম ছুটির দিকেই ঝুঁকে আছে বলে শিক্ষা শিবিরের পর্যবেক্ষণ। বহু প্রধান শিক্ষক-শিক্ষিকাই গরমের ছুটি এগিয়ে আনার পক্ষে সওয়াল করছেন। তাঁরা জানাচ্ছেন, তীব্র দহনের মধ্যে নিয়মিত ক্লাস করতে ছাত্রছাত্রীরা পরিত্রাহি ডাক ছাড়ছে। সর্বোপরি চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রচণ্ড গরমে পড়ুয়া থেকে পরীক্ষার্থী, সকলেরই হাঁসফাঁস দশা। অসুস্থও হয়ে পড়ছে অনেকে। কোথাও কোথাও স্কুল চলাকালীন লোডশেডিং হয়ে যাচ্ছে বলে অভিযোগ। সেই সময়ে পরিস্থিতি অবর্ণনীয় হয়ে উঠছে। দুঃসহ গরমে শরীরে জল কমে গিয়ে দেখা দিচ্ছে ‘ডিহাইড্রেশন’-এর সমস্যাও। এর মধ্যে জলকষ্টের অভিযোগও উঠেছে অনেক স্কুলে। আগাম গ্রীষ্মের ছুটিই এই সব সমস্যার সুরাহা হতে পারে বলে বহু স্কুল-প্রধানের অভিমত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার বলেন, ‘‘এই নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পুরো পরিস্থিতি জানাব।’’

তবে এখনো অনেক সরকার অনুমোদিত স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা ৮০/ ১০০ কিমি যাতায়াত করেন তাই তাঁদের পক্ষে সকালে স্কুল হলে যে সমস্যা হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষা দপ্তর যে বাস্তববাদী নয় তা এ থেকে প্রমাণিত।

The post School : শিক্ষক সমাজের দাবি গরমের ছুটি এগিয়ে আনার,দাবি অগ্রাহ্য করে মর্নিং স্কুল চালুর নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের first appeared on Banglar Janarob.]]>