Devendra Fadnavis | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 01 Jul 2022 08:37:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Devendra Fadnavis | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Maharashtra Crisis: ‘এখন উপমুখ্যমন্ত্রী হতে বাধল না, ২০১৯-এ হলেন না কেন?’ ফডণবীসকে তীব্র আক্রমণ শিবসেনার https://banglarjanarob.com/57900 Fri, 01 Jul 2022 08:37:36 +0000 https://banglarjanarob.com/?p=57900 বাংলার জনরব ডেস্ক : রাজ্যের টানা পাঁচ বছর মুখ্যমন্ত্রী ছিলেন । তাঁর নেতৃত্বে ২০১৯ সালে বিজেপি এবং শিবসেনা জোট ক্ষমতায় এসেছিল । কিন্ত শিবসেনার সঙ্গে শর্ত অনুসারে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি হননি দেবেন্দ্র ফরণবীস । ফল স্বরুপ, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে কংগ্রেস এবং এনসিপির সমর্থন নিয়ে জোট সরকার গঠন করে । আর এই সরকারের মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে । যদি ২০১৯ এ মুখ্যমন্ত্রী পদের দাবি দেবেন্দ্র ফরণবীস ছেড়ে দিতেন তাহলে শিবসেনা-বিজেপি জোট অটুট থাকতো । কিন্ত সেই জোট ভেঙে যাওয়ার জন্য বিজেপির একরোখা নীতিই দায়ী ছিল । তারপর থেকে নানাভাবে…

The post Maharashtra Crisis: ‘এখন উপমুখ্যমন্ত্রী হতে বাধল না, ২০১৯-এ হলেন না কেন?’ ফডণবীসকে তীব্র আক্রমণ শিবসেনার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের টানা পাঁচ বছর মুখ্যমন্ত্রী ছিলেন । তাঁর নেতৃত্বে ২০১৯ সালে বিজেপি এবং শিবসেনা জোট ক্ষমতায় এসেছিল । কিন্ত শিবসেনার সঙ্গে শর্ত অনুসারে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি হননি দেবেন্দ্র ফরণবীস । ফল স্বরুপ, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে কংগ্রেস এবং এনসিপির সমর্থন নিয়ে জোট সরকার গঠন করে । আর এই সরকারের মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে । যদি ২০১৯ এ মুখ্যমন্ত্রী পদের দাবি দেবেন্দ্র ফরণবীস ছেড়ে দিতেন তাহলে শিবসেনা-বিজেপি জোট অটুট থাকতো । কিন্ত সেই জোট ভেঙে যাওয়ার জন্য বিজেপির একরোখা নীতিই দায়ী ছিল । তারপর থেকে নানাভাবে উদ্ধব সরকারকে ভাঙার চেষ্টা হয়েছে কিন্ত তা সম্ভব হয়নি ।

সবশেষে শিবসেনার বিধায়কদের ভাঙিয়ে বাল ঠাকরে স্বপ্নকে সফল করতে নেমেছেন অমিত শাহ । শিবসেনার বিধা্য়কদের বিদ্রোহের ফলে কুর্সি হারাতে হয়েছে উদ্ধবকে । কিন্ত মুখ্যমন্ত্রী হয়েছেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। ডেপুটি মুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফরণবীস । আর এখানেই তীব্র সমালোচনা করেছে শিবসেনার মুখপত্র সামনা ।সামনায় কটাক্ষ মেশানো প্রশ্ন করা হয়েছে, সেই যখন উপ-মুখ্যমন্ত্রীই হলেন, তা হলে ২০১৯-এ কেন হলেন না?

দেশের দক্ষিণপন্থী রাজনীতিতে বরাবরই ‘ঠোঁটকাটা’ বলে পরিচিতি রয়েছে শিবসেনার মুখপত্র সামনার। বরাবরই তাদের সম্পাদকীয় পাতায় চাঁচাছোলা ভাষায় আক্রমণ করা হয় শিবসেনা বিরোধীদের। বৃহস্পতিবারের পর সেই আক্রমণের কেন্দ্রে চলে এলেন শিবসেনারই আর এক নেতা। ঘটনাচক্রে যিনি উদ্ধবের সরকার ভেঙে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। যদিও গোটা সম্পাদকীয় পাতায় এক বারও একনাথ শিন্ডের নাম করা হয়নি। তবে এ দিনের সম্পাদকীয়ের আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিলেন ফডণবীস এবং তাঁর দল বিজেপি। লেখা হয়েছে, ‘২০১৯ বিধানসভা ভোটের আগে শিবসেনা ও বিজেপির মধ্যে আলোচনার ভিত্তিতে ক্ষমতা বণ্টনের নীলনকশা চূড়ান্ত হয়েছিল, তা হলে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কেন তারা (বিজেপি) জোট ভাঙার সিদ্ধান্ত নিল?’এর পরই ফডণবীসকে সরাসরি কটাক্ষ করে লেখা হয়েছে, ‘তাঁর তো মুখ্যমন্ত্রী হয়ে ফেরার কথা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি, তিনি ফিরলেন উপ-মুখ্যমন্ত্রী হয়ে!’ তার পরই লেখা হয়েছে, ‘সেই তো উপমুখ্যমন্ত্রীই হলেন, তা হলে ২০১৯-এ কী সমস্যা হয়েছিল?’

সামনায় এর পরের নিশানা একনাথ শিন্ডে। তবে এক বারও তাঁর নাম করা হয়নি। লেখা হয়েছে, ‘বৃহস্পতিবার মহারাষ্ট্রে যা যা হল, তাতে একটা জিনিস প্রমাণিত, তা হল, সবার উপরে ক্ষমতা সত্য, আর বাকি সব মিথ্যা। যাঁরা বলছেন, শিবসেনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, তাঁরাই সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর মুকুট পরে নাচানাচি করছেন। তা-ও আবার এমন দলের সমর্থন নিয়ে যাঁরা শুরু থেকে শেষ পর্যন্ত দাবি করে এল, বিধায়কদের বিদ্রোহী হয়ে ওঠার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই!’ মহারাষ্ট্রে রাজনৈতিক টালমাটাল সময়ে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির নেওয়া সিদ্ধান্ত নিয়েও প্রকাশ্য অসন্তোষ রয়েছে সামনার সম্পাদকীয় স্তম্ভে। আক্রমণ থেকে বাদ যায়নি সুপ্রিম কোর্টও।

The post Maharashtra Crisis: ‘এখন উপমুখ্যমন্ত্রী হতে বাধল না, ২০১৯-এ হলেন না কেন?’ ফডণবীসকে তীব্র আক্রমণ শিবসেনার first appeared on Banglar Janarob.]]>
দেবেন্দ্র ফড়ণবিস নন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, আজ সন্ধ্যা সাতটায় শপথ https://banglarjanarob.com/57875 Thu, 30 Jun 2022 11:27:04 +0000 https://banglarjanarob.com/?p=57875 বাংলার জনরব ডেস্ক: আবার চমক মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে (Eknath Shinde)। ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়ণবিস। বালাসাহেব ঠাকরেকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত, জানাচ্ছেন ফড়ণবিস। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময়ই শপথ নিতে চলেছে নতুন সরকার। মহারাষ্ট্রে (Maharashtra) সফল ‘অপারেশন কমল’। রাজ্য়ের মহা বিকাশ আগাড়ির সরকারের পতন হয়েছে। পরিস্থিতির চাপে পড়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। এই পরিস্থিতিতে প্রত্যাশিত ভাবেই শিব সেনার (Shiv Sena) বিক্ষুব্ধদের সঙ্গে নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। সরকার গড়ার আবেদন জানাতে রাজভবনে গিয়েছেন শিণ্ডে ও ফড়ণবিস। মনে করা হচ্ছিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র…

The post দেবেন্দ্র ফড়ণবিস নন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, আজ সন্ধ্যা সাতটায় শপথ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: আবার চমক মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে (Eknath Shinde)। ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়ণবিস। বালাসাহেব ঠাকরেকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত, জানাচ্ছেন ফড়ণবিস। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময়ই শপথ নিতে চলেছে নতুন সরকার।

মহারাষ্ট্রে (Maharashtra) সফল ‘অপারেশন কমল’। রাজ্য়ের মহা বিকাশ আগাড়ির সরকারের পতন হয়েছে। পরিস্থিতির চাপে পড়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। এই পরিস্থিতিতে প্রত্যাশিত ভাবেই শিব সেনার (Shiv Sena) বিক্ষুব্ধদের সঙ্গে নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। সরকার গড়ার আবেদন জানাতে রাজভবনে গিয়েছেন শিণ্ডে ও ফড়ণবিস। মনে করা হচ্ছিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়ণবিস। উপমুখ্যমন্ত্রী হবেন একনাথ শিণ্ডে। কিন্তু শেষ মুহূর্তে চমক। ফড়ণবিসের ঘোষণা, মুখ্যমন্ত্রী হচ্ছেন শিণ্ডে। জানা যাচ্ছে, নয়া মন্ত্রিসভায় থাকতে পারেন বিজেপির ২৫ ও শিণ্ডের অনুগামী ১৩ জন।

মহারাষ্ট্রের মহানাটকের সমাপ্তি যে বৃহস্পতিবারই হতে চলেছে তা পরিষ্কার হয়ে গিয়েছিল বুধবারই। সুপ্রিম কোর্ট আস্থাভোটের নির্দেশ দেওয়ার পরে উদ্ধব ঠাকরের কাছে ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না। সংখ্যাতত্ত্ব মহা বিকাশ আগাড়ির পক্ষে ছিল না। এই অবস্থায় বুধবার রাতে উদ্ধব ঠাকরের ইস্তফার পর থেকেই পরিষ্কার হয়ে যায় নাটকের শেষে এবার মহারাষ্ট্রের মসনদে ফিরতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবিসই।

‘১৯-এর শেষদিকে হওয়া নির্বাচনে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়েই নির্বাচনে লড়েছিল শিব সেনা। সর্বাধিক আসনে জয়লাভ করেছিল গেরুয়া বাহিনী। তবে সরকারের রাশ কীভাবে রাখা হবে, সেই সমীকরণ নিয়ে জট না খোলায় দ্বিতীয় সর্বোচ্চ আসনে জেতা শিব সেনা জোট বাঁধে এনসিপি ও কংগ্রেসের (Congress) সঙ্গে। তখন থেকেই সুযোগ খুঁজছিল পদ্ম শিবির। অবশেষে ক্ষমতায় প্রত্যাবর্তন বিজেপির।

The post দেবেন্দ্র ফড়ণবিস নন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, আজ সন্ধ্যা সাতটায় শপথ first appeared on Banglar Janarob.]]>
Maharashtra Crisis: উদ্ধব ঠাকরে পদত্যাগ করা সত্বেও, এখনই বিদ্রোহী শিবসেনা বিধায়কদের মুম্বই ফিরতে নিষেধ কেন করলেন মহারাষ্ট্রের বিজেপি প্রধান, রহস্য কী? জানতে হলে ক্লিক করুন https://banglarjanarob.com/57849 Thu, 30 Jun 2022 03:59:56 +0000 https://banglarjanarob.com/?p=57849 বাংলার জনরব ডেস্ক : গত কাল বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। কিন্তু তার পরেও বিজেপি শিব সেনার বিদ্রোহী বিধায়কদের মুম্বাই এখনই ফিরতে বারণ করেছে। তাঁদের বলা হয়েছে নতুন মন্ত্রিসভা তৈরির দিন মুম্বই আসতে। আর এই আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল। পাটিল বলেন, “যে সব শিবসেনা বিধায়ক বৃহস্পতিবার মুম্বই আসার কথা ভাবছেন, আমি তাঁদের একেবারে শপথ গ্রহণের দিন আসার জন্য অনুরোধ করছি।” সংশ্লিষ্ট মহলের দাবি, বিক্ষুব্ধ বিধায়কেরা ফিরে এলে তাঁদের আবার নানা ভাবে দলে ফেরানোর চেষ্টা হতে পারে। সেই ঝুঁকি নিতে রাজি নয় বিজেপি। নিশ্চিন্ত…

The post Maharashtra Crisis: উদ্ধব ঠাকরে পদত্যাগ করা সত্বেও, এখনই বিদ্রোহী শিবসেনা বিধায়কদের মুম্বই ফিরতে নিষেধ কেন করলেন মহারাষ্ট্রের বিজেপি প্রধান, রহস্য কী? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গত কাল বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। কিন্তু তার পরেও বিজেপি শিব সেনার বিদ্রোহী বিধায়কদের মুম্বাই এখনই ফিরতে বারণ করেছে। তাঁদের বলা হয়েছে নতুন মন্ত্রিসভা তৈরির দিন মুম্বই আসতে। আর এই আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল। পাটিল বলেন, “যে সব শিবসেনা বিধায়ক বৃহস্পতিবার মুম্বই আসার কথা ভাবছেন, আমি তাঁদের একেবারে শপথ গ্রহণের দিন আসার জন্য অনুরোধ করছি।”

সংশ্লিষ্ট মহলের দাবি, বিক্ষুব্ধ বিধায়কেরা ফিরে এলে তাঁদের আবার নানা ভাবে দলে ফেরানোর চেষ্টা হতে পারে। সেই ঝুঁকি নিতে রাজি নয় বিজেপি। নিশ্চিন্ত থাকতে এখনই তাই সেনা বিধায়কদের গড়ে ফিরতে বারণ করছেন পাটিল। বিজেপির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, পরবর্তী সব সিদ্ধান্ত বিজেপির পরিষদীয় নেতা দেবেন্দ্র ফডণবীস এবং একনাথ শিন্ডে নেবেন।

প্রসঙ্গত, অসমে আট দিন কাটানোর পর বুধবার সন্ধ্যায় ব্যক্তিগত বিমানে গুয়াহাটি থেকে গোয়ার উদ্দেশে রওনা হন শিন্ডে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে বিধানসভায় আস্থাভোটের মুখোমুখি হতে হবে বৃহস্পতিবার। সেই কারণেই মুম্বই আসার কথা ছিল তাঁদের। বুধবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন উদ্ধব। আর সেই সঙ্গেই পতন হয় ৩১ মাসের জোট সরকারের।

বুধবার রাতে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সমর্থনের জন্য ধন্যবাদ জানান কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এবং এনসিপি প্রধান শরদ পওয়ারকে।

উদ্ধবের পদত্যাগের পর পরই উল্লাস দেখা যায় বিজেপি শিবিরে। ফডণবীসের নামে স্লোগানও ওঠে। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, তৃতীয় বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি। উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে।

তবে এখনও শিব সেনার উপরে একচ্ছত্র আধিপত্য রয়েছে উদ্ধব ঠাকরের ফলে বিধায়করা বিদ্রোহ করলেও যেকোনো পরিস্থিতি পাল্টে যেতে পারে। তাই মহারাষ্ট্র বিজেপি এখনো সতর্ক ভাবে পা ফেলছে।

 

The post Maharashtra Crisis: উদ্ধব ঠাকরে পদত্যাগ করা সত্বেও, এখনই বিদ্রোহী শিবসেনা বিধায়কদের মুম্বই ফিরতে নিষেধ কেন করলেন মহারাষ্ট্রের বিজেপি প্রধান, রহস্য কী? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
Maharashtra: শিবসেনার বিদ্রোহী নেতা সহ বিধায়কদের অসমে নিয়ে যাওয়া হল, আলোচনার পথ বন্ধ, উদ্ধব ঠাকরে সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা ? https://banglarjanarob.com/57583 Wed, 22 Jun 2022 03:36:39 +0000 https://banglarjanarob.com/?p=57583 বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেকে অসমে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। আজ গভীর রাতে সুরাট থেকে একনাথ শিন্ডে সহ তাঁর ঘনিষ্ঠ বিধায়কদের অসমের রাজধানী গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। এখন বিদ্রোহী শিবির থেকে দাবি করা হচ্ছে তাদের সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। এমনকি শিবসেনার এক-তৃতীয়াংশ বিধায়ক তাদের সঙ্গে আছে বলেও দাবি করেছেন বিদ্রোহী নেতা একনাথ। যদিও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এখনো দাবি করে চলেছেন তাঁর সরকার নিরাপদে আছে। তবে অসমে চলে যাওয়ার পরে আলোচনা যে ভেস্তে গেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এখন দেখার…

The post Maharashtra: শিবসেনার বিদ্রোহী নেতা সহ বিধায়কদের অসমে নিয়ে যাওয়া হল, আলোচনার পথ বন্ধ, উদ্ধব ঠাকরে সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা ? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেকে অসমে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। আজ গভীর রাতে সুরাট থেকে একনাথ শিন্ডে সহ তাঁর ঘনিষ্ঠ বিধায়কদের অসমের রাজধানী গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। এখন বিদ্রোহী শিবির থেকে দাবি করা হচ্ছে তাদের সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। এমনকি শিবসেনার এক-তৃতীয়াংশ বিধায়ক তাদের সঙ্গে আছে বলেও দাবি করেছেন বিদ্রোহী নেতা একনাথ।

যদিও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এখনো দাবি করে চলেছেন তাঁর সরকার নিরাপদে আছে। তবে অসমে চলে যাওয়ার পরে আলোচনা যে ভেস্তে গেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এখন দেখার উদ্ধব ঠাকরে তার সরকার রক্ষা করতে পারেন কিনা। যদিও একনাথ শিন্ডে পোড়-খাওয়া রাজনীতিবিদ। তিনি ছিলেন বালাসাহেব ঠাকরে খুব কাছের মানুষ। একসময় অটো চালাতে শিবসেনার দৌলতে তিনি বিধায়ক হয়েছেন।

উদ্ধব ঠাকরে পরিবার অত্যন্ত বিশ্বাস করতেন একনাথ শিন্ডেকে সে জন্যই গুরুত্বপূর্ণ পদে তাকে রাখা হয়েছিল বিধানসভার দলনেতা তাকে করা হয়েছিল। বিজেপি ঠিক সঠিক জায়গাটি ঘা দিতে পেরেছেন বলে রাজনৈতিক মহল মনে করছে এই পরিস্থিতি থেকে উদ্ধব ঠাকরে ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছে মহারাষ্ট্রের সাধারণ নাগরিকরা।

আসলে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে হিন্দুত্বের যে নয়া স্লোগান নিয়ে মহারাষ্ট্রে রাজনীতি করছেন তাতে বেশ খানিকটা বেকায়দায় পড়েছে তথাকথিত বিজেপি দল। সেই কারণেই মোদি অমিত শাহ চেষ্টা করছেন উদ্ধব ঠাকরেকে ক্ষমতাচ্যুত করে মহারাষ্ট্রের বিজেপি শাসন প্রতিষ্ঠা করতে। যদিও সেই চেষ্টাই তারা প্রায় 90% সফলতা লাভ করেছে বলে জানা গেছে।

আজ বুধবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে তার পরেই জানা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে এ কথা ঠিক শিবসেনার সঙ্গে বিজেপির সম্মুখসমরে গিয়ে খুব একটা ভাল কাজ করেনি। যদিও বিজেপির এতে সাময়িক লাভ হবে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত বিজেপিকে বড় খেসারত দিতে হতে পারে মহারাষ্ট্রে এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

 

The post Maharashtra: শিবসেনার বিদ্রোহী নেতা সহ বিধায়কদের অসমে নিয়ে যাওয়া হল, আলোচনার পথ বন্ধ, উদ্ধব ঠাকরে সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা ? first appeared on Banglar Janarob.]]>