CBI | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 08 Oct 2023 06:27:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg CBI | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 CBI Team At Madan Mitra’s House : ফিরহাদের পর বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে সিবিআই হানা https://banglarjanarob.com/73082 Sun, 08 Oct 2023 06:25:48 +0000 https://banglarjanarob.com/?p=73082 বাংলার জনরব ডেস্ক : মেয়র ফিরহাদ হাকিমের পর কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই ।  তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে তল্লাশি চালানোর জন্যই রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদনের ভবানীপুরের বাড়িতে গিয়েছে তাদের একটি দল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়িতেই রয়েছেন মদন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মদনের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুর নিয়োগকাণ্ডের তদন্তে রবিবার সকালে ফিরহাদ, মদন ছাড়াও হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভার দুই প্রাক্তন পুরপ্রধানের…

The post CBI Team At Madan Mitra’s House : ফিরহাদের পর বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে সিবিআই হানা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মেয়র ফিরহাদ হাকিমের পর কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই ।  তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে তল্লাশি চালানোর জন্যই রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদনের ভবানীপুরের বাড়িতে গিয়েছে তাদের একটি দল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়িতেই রয়েছেন মদন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মদনের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুর নিয়োগকাণ্ডের তদন্তে রবিবার সকালে ফিরহাদ, মদন ছাড়াও হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভার দুই প্রাক্তন পুরপ্রধানের বাড়িতেও সিবিআইয়ের কযেকটি দল হানা দিয়েছে বলে জানা গিয়েছে।
The post CBI Team At Madan Mitra’s House : ফিরহাদের পর বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে সিবিআই হানা first appeared on Banglar Janarob.]]>
Firhad Hakim : রবিবার সাত সকালে ফিরহাদের বাড়িতে সিবিআই হানা, বাড়ির ভেতরে ঢুকতে বাধা ফিরহাদ কন্যা ও আইনজীবীকে https://banglarjanarob.com/73078 Sun, 08 Oct 2023 06:17:36 +0000 https://banglarjanarob.com/?p=73078 বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালে কলকাতার ঘুম তখনো ভাঙেনি , সাত সকালে  মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হন সিবিআইয়ের আধিকারিকরা । বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালাচ্ছে তারা। বাইরে দাঁড়িয়ে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অনেকে। উঠছে কেন্দ্রীয় সরকার-বিরোধী স্লোগান। তাঁদের অভিযোগ, রাজনৈতিক কারণেই এই সিবিআই হানা। ফিরহাদ বাড়িতেই আছেন। তাঁর নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকতে চাইলে সিআরপিএফ জওয়ানেরা বাধা দেন। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।…

The post Firhad Hakim : রবিবার সাত সকালে ফিরহাদের বাড়িতে সিবিআই হানা, বাড়ির ভেতরে ঢুকতে বাধা ফিরহাদ কন্যা ও আইনজীবীকে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালে কলকাতার ঘুম তখনো ভাঙেনি , সাত সকালে  মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হন সিবিআইয়ের আধিকারিকরা । বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালাচ্ছে তারা। বাইরে দাঁড়িয়ে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অনেকে। উঠছে কেন্দ্রীয় সরকার-বিরোধী স্লোগান। তাঁদের অভিযোগ, রাজনৈতিক কারণেই এই সিবিআই হানা।

ফিরহাদ বাড়িতেই আছেন। তাঁর নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকতে চাইলে সিআরপিএফ জওয়ানেরা বাধা দেন। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পুর নিয়োগ মামলায় বাড়িতেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ফিরহাদের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। তাঁকেও ভিতরে যেতে দেওয়া হচ্ছিল না। দরজায় দাঁড়িয়ে দীর্ঘ ক্ষণ সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা কাটাকাটি চলে প্রিয়দর্শিনীর। পরে তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছে।

ফিরহাদের বাড়ির সামনে আসেন তাঁর আইনজীবী গোপাল হালদারও। তাঁকেও ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। আইনজীবী জানান, তাঁর প্রবেশাধিকার রয়েছে। সিআরপিএফ জওয়ানেরা তাঁকে বাইরে অপেক্ষা করতে বলেন। পরে জানিয়ে দেওয়া হয়, আপাতত বাড়িতে তিনি ঢুকতে পারবেন না।

এর আগে রাজ্যের আর এক মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। পুর নিয়োগ মামলায় ৫ অক্টোবর রথীন ঘোষের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। গভীর রাত পর্যন্ত সেই তল্লাশি চলেছিল। সাড়ে ১৯ ঘণ্টা পর রাত পৌনে ২টো নাগাদ তদন্তকারীরা রথীনের বাড়ি থেকে বেরিয়ে আসেন।

শুধু রথীন নন, একই দিনে ১০ থেকে ১২টি দলে ভাগ হয়ে বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২টি জায়গায় হানা দিয়েছিল ইডি। কামারহাটি পুরসভার তৃণমূলের পুর চেয়ারম্যান গোপাল সাহার অমৃতনগরের বাড়ি, বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকের বাড়ি এবং টিটাগড়ের প্রাক্তন পুর চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভাতেও নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছে।

The post Firhad Hakim : রবিবার সাত সকালে ফিরহাদের বাড়িতে সিবিআই হানা, বাড়ির ভেতরে ঢুকতে বাধা ফিরহাদ কন্যা ও আইনজীবীকে first appeared on Banglar Janarob.]]>
Tapas Mandal : গ্রেফতার তাপস মন্ডল! নিয়োগ মামলার দুর্নীতি মাথাদেরকে এবার ধরবে সিবিআই ? https://banglarjanarob.com/66830 Sun, 19 Feb 2023 12:36:26 +0000 https://banglarjanarob.com/?p=66830 বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তাপস মন্ডলকে রবিবার বিকেল পাঁচটায় গ্রেফতার করলো সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও শাসকদলের বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মন্ডল। এর আগে তাপস মন্ডলকে বেশ কয়েকবার সিবিআই ডেকে পাঠায়। এবং তার দেওয়া তথ্য থেকেই কুন্তল ঘোষের সন্ধান পায়। সিবিআই পরবর্তীতে আরো বেশ কয়েকজন যে গ্রেফতার করেছে। শেখ আলী ইমাম, শাহিদ ইমাম, কৌশিক ঘোষ সহ যারা গ্রেফতার হয়েছেন তাদের এই গ্রেফতারির নেপথ্যে ছিল তাপস মন্ডলের তথ্য বলে সূত্রের খবর। শেষ পর্যন্ত তাপস মন্ডল ও গ্রেফতার হলেন। গ্রেফতারির…

The post Tapas Mandal : গ্রেফতার তাপস মন্ডল! নিয়োগ মামলার দুর্নীতি মাথাদেরকে এবার ধরবে সিবিআই ? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তাপস মন্ডলকে রবিবার বিকেল পাঁচটায় গ্রেফতার করলো সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও শাসকদলের বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মন্ডল। এর আগে তাপস মন্ডলকে বেশ কয়েকবার সিবিআই ডেকে পাঠায়। এবং তার দেওয়া তথ্য থেকেই কুন্তল ঘোষের সন্ধান পায়। সিবিআই পরবর্তীতে আরো বেশ কয়েকজন যে গ্রেফতার করেছে। শেখ আলী ইমাম, শাহিদ ইমাম, কৌশিক ঘোষ সহ যারা গ্রেফতার হয়েছেন তাদের এই গ্রেফতারির নেপথ্যে ছিল তাপস মন্ডলের তথ্য বলে সূত্রের খবর। শেষ পর্যন্ত তাপস মন্ডল ও গ্রেফতার হলেন।

গ্রেফতারির পর রবিবার বিকেলে তাঁকে মেডিক্যাল চেক আপের জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। রবিবার অবশ্য তাপস ছাড়াও সিবিআই গ্রেফতার করেছে নিয়োগ মামলার আর এক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকে।

এছাড়াও নিয়োগ মামলায় আরেক অভিযুক্ত গোপাল দলপতির সন্ধানও তদন্তকারীদের দিয়েছিলেন তাপসই। তাপসকে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বৃহত্তর চক্রের সন্ধান পেয়েছে নিয়োগ মামলার তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি। তবে তদন্তকারীরা এ-ও জানতে পেরেছিলেন, মানিকের পুত্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাপসের।

মনে করা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে তাপস মণ্ডলের গ্রেফতারি নিঃসন্দেহে এক নতুন সূত্রের সূচনা করবে। একইসঙ্গে তদন্ত প্রক্রিয়া যে দ্রুত শেষ হতে চলেছে তা এখন থেকেই বলে দেওয়া যায়।

The post Tapas Mandal : গ্রেফতার তাপস মন্ডল! নিয়োগ মামলার দুর্নীতি মাথাদেরকে এবার ধরবে সিবিআই ? first appeared on Banglar Janarob.]]>
SSC Scam: শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের কাতর আবেদন করলেও আলিপুর আদালত পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠালো https://banglarjanarob.com/62258 Mon, 31 Oct 2022 12:05:16 +0000 https://banglarjanarob.com/?p=62258 বাংলার জনরব ডেস্ক : আদালতে কাতর আবেদন জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন বিচারকের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলেছিলেন আমাকে জামিন দিন। কিন্তু সমস্ত আবেদন অনুরোধ খারিজ করে দিল আলিপুর আদালত ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ নভেম্বর পর্যন্ত তাঁকে প্রেসিডেন্সি জেলে থাকতে হবে। একই নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় অভিযুক্ত প্রাক্তন এসএসসি কর্তা এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যকে। তাঁরাও ১৪ নভেম্বর পর্যন্ত জেলবন্দি থাকবেন। সোমবার সিবিআইয়ের (CBI) মামলার পরিপ্রেক্ষিতে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।…

The post SSC Scam: শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের কাতর আবেদন করলেও আলিপুর আদালত পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠালো first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আদালতে কাতর আবেদন জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন বিচারকের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলেছিলেন আমাকে জামিন দিন। কিন্তু সমস্ত আবেদন অনুরোধ খারিজ করে দিল আলিপুর আদালত ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ নভেম্বর পর্যন্ত তাঁকে প্রেসিডেন্সি জেলে থাকতে হবে। একই নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় অভিযুক্ত প্রাক্তন এসএসসি কর্তা এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যকে। তাঁরাও ১৪ নভেম্বর পর্যন্ত জেলবন্দি থাকবেন।

সোমবার সিবিআইয়ের (CBI) মামলার পরিপ্রেক্ষিতে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে সওয়াল-জবাবের সময় পার্থ বলেন, ”আমার শরীর দিচ্ছে না। রোজ রোজ আমার বিরুদ্ধে নতুন নতুন মামলা হচ্ছে। আমাকে আমার মতো থাকতে দিন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিন।” পালটা সিবিআই তাঁর জামিনের বিরোধিতায় ফের ‘প্রভাবশালী’ তত্ব সামনে আনে। আদালতকে আইনজীবী জানান, তাঁর থেকে প্রতিদিনই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। সেসব খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে জামিন দিলে সমস্যা হবে। আলিপুর আদালতের বিচারক সিবিআইকে পালটা জিজ্ঞাসা করেন, তদন্ত শেষ করতে আর কতদিন সময় লাগবে? তাতে সিবিআই ৬ মাসের সময়সীমার কথা জানায়।

এদিন সকালে আলিপুর আদালতে ঢোকার সময় তিনি মেজাজ হারান। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কি সত্যি, এই প্রশ্নে রীতিমতো মেজাজ হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ধমকের সুরে আঙুল উঁচিয়ে বলেন, “চুপ করে থাকুন।” আর এদিন আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, ”দলের সঙ্গে আছি, ১০০ বার আছি।”

একই মামলায় সোমবার ইডি পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতে ভারচুয়ালি পেশ করে। সেই মামলায় এখনও অবশ্য কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। সূত্রের খবর, এই মুহূর্তে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার জন্যই লড়ছেন তাঁর আইনজীবীরা।

The post SSC Scam: শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের কাতর আবেদন করলেও আলিপুর আদালত পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠালো first appeared on Banglar Janarob.]]>
Partha Chatterjee: সাড়ে সাত ঘন্টা ধরে পার্থর বাড়িতে তল্লাশি চালালো ইডি, অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, দেখতে এসএসকেএম থেকে গেলেন চিকিৎসক https://banglarjanarob.com/58650 Fri, 22 Jul 2022 09:59:49 +0000 https://banglarjanarob.com/?p=58650 বাংলার জনরব ডেস্ক : আজ শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎ শিল্প মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ীতে ইডির বেশ কয়েকজন অফিসার হাজির হন। তারপর মন্ত্রীর বাড়ীতে তল্লাশি শুরু করে। এর পরেই ‘অসুস্থ’ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, নাকতলার বাড়িতে চিকিৎসকদের ডেকে পাঠান পার্থর আইনজীবী। একটি সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা পার্থর বাড়িতে গিয়েছেন। এমনও শোনা যাচ্ছে, পার্থর ইসিজি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে, শুক্রবার এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত মন্ত্রী বা ইডির তরফ থেকে এ নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।…

The post Partha Chatterjee: সাড়ে সাত ঘন্টা ধরে পার্থর বাড়িতে তল্লাশি চালালো ইডি, অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, দেখতে এসএসকেএম থেকে গেলেন চিকিৎসক first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আজ শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎ শিল্প মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ীতে ইডির বেশ কয়েকজন অফিসার হাজির হন। তারপর মন্ত্রীর বাড়ীতে তল্লাশি শুরু করে। এর পরেই ‘অসুস্থ’ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, নাকতলার বাড়িতে চিকিৎসকদের ডেকে পাঠান পার্থর আইনজীবী।

একটি সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা পার্থর বাড়িতে গিয়েছেন। এমনও শোনা যাচ্ছে, পার্থর ইসিজি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে, শুক্রবার এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত মন্ত্রী বা ইডির তরফ থেকে এ নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
শুক্রবার দুপুরে হাইকোর্টের এক আইনজীবীকে পার্থের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। তার দশ মিনিটের মধ্যেই তিনি বেরিয়ে যান। বেরোনোর সময় তিনি কিছু বলতে চাননি। তবে ইঙ্গিতে বুঝিয়ে দেন, মন্ত্রী ভাল আছেন।
শুক্রবার সকাল থেকে প্রায় আট ঘণ্টা ধরে নাকতলায় শিল্পমন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা।
The post Partha Chatterjee: সাড়ে সাত ঘন্টা ধরে পার্থর বাড়িতে তল্লাশি চালালো ইডি, অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, দেখতে এসএসকেএম থেকে গেলেন চিকিৎসক first appeared on Banglar Janarob.]]>
Partha chatterjee & Paresh Chandra Adhikary : শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড় পার্থ – পরেশের বাড়ীতে শুক্রবার সাত সকালে হানা দিল ইডি https://banglarjanarob.com/58639 Fri, 22 Jul 2022 04:55:10 +0000 https://banglarjanarob.com/?p=58639 বাংলার জনরব ডেস্ক : এসএসসি নিয়োগ মামলায় নয়া মোড়। আজ শুক্রবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল ইডি।  নাকতলায় পার্থর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। প্রায় সাত-আট জন আধিকারিক পার্থর বাড়িতে গিয়েছেন বলে খবর। এই প্রথম এসএসসি মামলায় পার্থর বাড়িতে গেলেন ইডি আধিকারিকরা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন নিয়ে এই অভিযান বলে ইডি সূত্রে খবর। সূত্রের খবর, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌্হার বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি…

The post Partha chatterjee & Paresh Chandra Adhikary : শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড় পার্থ – পরেশের বাড়ীতে শুক্রবার সাত সকালে হানা দিল ইডি first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : এসএসসি নিয়োগ মামলায় নয়া মোড়। আজ শুক্রবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল ইডি।  নাকতলায় পার্থর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। প্রায় সাত-আট জন আধিকারিক পার্থর বাড়িতে গিয়েছেন বলে খবর।

এই প্রথম এসএসসি মামলায় পার্থর বাড়িতে গেলেন ইডি আধিকারিকরা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন নিয়ে এই অভিযান বলে ইডি সূত্রে খবর।

সূত্রের খবর, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌্হার বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি হানা দিয়েছে বলে খবর। শিক্ষক নিয়োগে পরেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, রাজ্যের ১৩টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনাচক্রে, ২১ জুলাইয়ের সভামঞ্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘অপব্যবহার’ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে সিবিআই-ইডি এলে মুড়ি খেতে দিন বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলনেত্রী। তার পরের দিনই পার্থ, পরেশের বাড়িতে ইডির হানা।

 

 

The post Partha chatterjee & Paresh Chandra Adhikary : শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড় পার্থ – পরেশের বাড়ীতে শুক্রবার সাত সকালে হানা দিল ইডি first appeared on Banglar Janarob.]]>
Coal Scam: কয়লা-কাণ্ডে লালা-সহ ৪১ জনের নামে চার্জশিট দিল সিবিআই https://banglarjanarob.com/58573 Tue, 19 Jul 2022 12:38:10 +0000 https://banglarjanarob.com/?p=58573 বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লা-কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। ২০২০-র নভেম্বরে এই সংক্রান্ত এফআইআর দায়ের করে তদন্তের কাজ শুরু করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মঙ্গলবার জমা পড়া প্রাথমিক চার্জশিটে নাম রয়েছে অনুপ মাঝি ওরফে লালা-সহ মোট ৪১ জনের। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে জমা পড়া চার্জশিটে ওই ৪১ জনের মধ্যে রয়েছে ৪ জন কয়লা মাফিয়ার নাম। তাঁরা সকলেই বর্তমানে জামিনে মুক্ত। তাঁদের নাম জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, গুরুপদ মাঝি এবং নীরদ মণ্ডল। চার্জশিটে নাম রয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশেরও। চার্জশিটে নাম…

The post Coal Scam: কয়লা-কাণ্ডে লালা-সহ ৪১ জনের নামে চার্জশিট দিল সিবিআই first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লা-কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। ২০২০-র নভেম্বরে এই সংক্রান্ত এফআইআর দায়ের করে তদন্তের কাজ শুরু করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মঙ্গলবার জমা পড়া প্রাথমিক চার্জশিটে নাম রয়েছে অনুপ মাঝি ওরফে লালা-সহ মোট ৪১ জনের।

মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে জমা পড়া চার্জশিটে ওই ৪১ জনের মধ্যে রয়েছে ৪ জন কয়লা মাফিয়ার নাম। তাঁরা সকলেই বর্তমানে জামিনে মুক্ত। তাঁদের নাম জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, গুরুপদ মাঝি এবং নীরদ মণ্ডল। চার্জশিটে নাম রয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশেরও।

চার্জশিটে নাম থাকা ব্যক্তিরা, যাঁরা বর্তমানে জেলের বাইরে রয়েছেন, তাঁদের কাছেও এ বার সমন পাঠাবে সিবিআই। করা হবে আরও জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কাউকে জেরা করতে চাইতে পারে সিবিআই। তদন্তকারীদের দাবি, প্রাথমিক চার্জশিটে ৪১ জনের নাম থাকলেও, পরবর্তী কালে তাতে আরও অনেক নাম যুক্ত হবে।

The post Coal Scam: কয়লা-কাণ্ডে লালা-সহ ৪১ জনের নামে চার্জশিট দিল সিবিআই first appeared on Banglar Janarob.]]>
Primary TET: আদালতের নির্দেশ মেনে সিবিআইকে ৪৩ হাজার শিক্ষকের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ https://banglarjanarob.com/58478 Sun, 17 Jul 2022 09:13:24 +0000 https://banglarjanarob.com/?p=58478 বাংলার জনরব ডেস্ক : আদালতের নির্দেশ মেনে সিবিআইয়ের হাতে ৪৩ হাজার শিক্ষকের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিল  প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, গত শুক্রবার এই তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে। সেই তদন্তের কাজেই এই সংক্রান্ত তথ্য তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের তলব পেয়েই, তৎপরতা বাড়িয়ে এই সমস্ত তথ্য হাতে পেতে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা হাই কোর্টের নির্দেশে ৪২,৯৪৯ শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা…

The post Primary TET: আদালতের নির্দেশ মেনে সিবিআইকে ৪৩ হাজার শিক্ষকের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আদালতের নির্দেশ মেনে সিবিআইয়ের হাতে ৪৩ হাজার শিক্ষকের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিল  প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, গত শুক্রবার এই তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে। সেই তদন্তের কাজেই এই সংক্রান্ত তথ্য তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের তলব পেয়েই, তৎপরতা বাড়িয়ে এই সমস্ত তথ্য হাতে পেতে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা হাই কোর্টের নির্দেশে ৪২,৯৪৯ শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তাই জরুরি ভিত্তিতে এক্সেল শিট-এ ৪২,৯৪৯ জন শিক্ষককেই তাঁদের নিয়োগ সংক্রান্ত নথি পর্ষদকে পাঠাতে হবে। তথ্য পাঠানোর ব্যাপারে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিল পর্ষদ। দেওয়া হয়েছিল একটি ইমেল ঠিকানা। সেখানেই শিক্ষকদের তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

বুধবার ওই ৪৩ হাজার শিক্ষকের তথ্য অনলাইনে জমা পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে। বৃহস্পতি ও শুক্রবার সেই সমস্ত তথ্য যাচাই করে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য ওই ইমেল ঠিকানায় পাঠিয়েছিলেন শিক্ষকরা। তাই তা হাতে পেতে খুব বেশি বেগ পেতে হয়নি পর্ষদের কর্তাদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেছিলেন পর্ষদের সেক্রেটারি আরসি বাগচী। আপাতত যাবতীয় তথ্য ও নথি সিবিআইয়ের হাতে তুলে দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে পর্ষদ। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করে সিবিআইকে তা জানাতে হবে কলকাতা হাইকোর্টকে।
The post Primary TET: আদালতের নির্দেশ মেনে সিবিআইকে ৪৩ হাজার শিক্ষকের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ first appeared on Banglar Janarob.]]>
Manik Bhattacharyay: ‘আমার মক্কেলকে অপসারণের নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিতে পারে না’প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারণ নিয়ে ডিভিশন বেঞ্চে সওয়াল মানিকের আইনজীবীর https://banglarjanarob.com/58325 Tue, 12 Jul 2022 11:00:19 +0000 https://banglarjanarob.com/?p=58325 বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক মালিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি পদ থেকে মালিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশ এবং তার এবং তার পরিবারের সম্পত্তির হিসাব পেশ করতে নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করলেন তিনি। আজ মঙ্গলবার ডিভিশন বেঞ্চে মানিকের আইনজীবী বলেন, তাঁর মক্কেলকে অপসারণের নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিতে পারে না। কারণ, এটা সিঙ্গল বেঞ্চের এক্তিয়ার বহির্ভূত বিষয়। তখন…

The post Manik Bhattacharyay: ‘আমার মক্কেলকে অপসারণের নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিতে পারে না’প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারণ নিয়ে ডিভিশন বেঞ্চে সওয়াল মানিকের আইনজীবীর first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক মালিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি পদ থেকে মালিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশ এবং তার এবং তার পরিবারের সম্পত্তির হিসাব পেশ করতে নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করলেন তিনি।

আজ মঙ্গলবার ডিভিশন বেঞ্চে মানিকের আইনজীবী বলেন, তাঁর মক্কেলকে অপসারণের নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিতে পারে না। কারণ, এটা সিঙ্গল বেঞ্চের এক্তিয়ার বহির্ভূত বিষয়। তখন বিচারপতি প্রশ্ন করেন, যদি দুর্নীতির অভিযোগ ওঠে তা হলেও আদালতে পারে না?

এরপর মানিকের আইনজীবী বলেন, ‘‘এই মামলায় আমার নিয়োগ নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। নিয়োগকারীকে নিয়েও প্রশ্ন ওঠেনি। তাই যে পদ্ধতিতে আমাকে অপসারিত করা হয়েছে সেই পদ্ধতি সঠিক নয়।’’ তাঁর আরও সওয়াল, ‘‘আদালত সমান্তরাল তদন্ত চালাতে পারে না। এক দিকে সিবিআই তদন্ত করবে, আবার পাশাপাশি, আদালতও তদন্ত করবে, এটা হয় না।’’

মানিক বলেন, ‘‘যে চাকরিপ্রার্থীরা মামলা করছেন তাঁরা তো কেউ আমার পদে নিযুক্ত হওয়ার জন্য মামলা করেননি। তা হলে আমাকে কেন অপসারণের নির্দেশ দেওয়া হবে? আমাকে আমার সম্পত্তির হিসাব দিতে বলা হয়েছে, আমার সাক্ষ্য নেওয়া হয়েছে। আমার দেওয়া তথ্যই হয়তো নিম্ন আদালতে আমার বিরুদ্ধে ব্যবহার করা হবে। সিবিআই নিজের কাজ করুক, আমার কোনও আপত্তি নেই। সমান্তরাল তদন্ত প্রক্রিয়ায় আমার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। আমার পরিবারের সবার সম্পত্তির হিসাব চাওয়া হচ্ছে। এটা কি আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে?’’ বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার তৃণমূল বিধায়ক বলেন, ‘‘আমি এক জন জনপ্রতিনিধি। আমাকে নীতিহীন ব্যক্তি বলে অভিহিত করা হচ্ছে! হলফনামা জমা দেওয়ার সুযোগ না দিয়েই আমার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছে।’’

The post Manik Bhattacharyay: ‘আমার মক্কেলকে অপসারণের নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিতে পারে না’প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারণ নিয়ে ডিভিশন বেঞ্চে সওয়াল মানিকের আইনজীবীর first appeared on Banglar Janarob.]]>
Primary Teacher Recruitment: রাজ্যে ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি জমা দিতে বলল সংসদ, দিতে হবে সিবিআইকে! https://banglarjanarob.com/58322 Tue, 12 Jul 2022 10:22:00 +0000 https://banglarjanarob.com/?p=58322 বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাইলো এবার সিবিআই। জানা গেছে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রাথমিক শিক্ষক পদে যেসব নিয়োগ হয়েছে তার যাবতীয় তথ্য সে পাঠিয়েছে সিবিআই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কে লেখা এক চিঠিতে সিবিআই বলেছে, এ পর্যন্ত ৪২ হাজার ৯৪৯ জন যে শিক্ষক নিয়োগ হয়েছে মমতা সরকারের আমলে তাদের টেট সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে হবে পর্ষদকে। এদিকে গতকাল সোমবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ। সেই নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশে ৪২,৯৪৯ শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত করছে…

The post Primary Teacher Recruitment: রাজ্যে ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি জমা দিতে বলল সংসদ, দিতে হবে সিবিআইকে! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাইলো এবার সিবিআই। জানা গেছে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রাথমিক শিক্ষক পদে যেসব নিয়োগ হয়েছে তার যাবতীয় তথ্য সে পাঠিয়েছে সিবিআই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কে লেখা এক চিঠিতে সিবিআই বলেছে, এ পর্যন্ত ৪২ হাজার ৯৪৯ জন যে শিক্ষক নিয়োগ হয়েছে মমতা সরকারের আমলে তাদের টেট সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে হবে পর্ষদকে।

এদিকে গতকাল সোমবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ। সেই নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশে ৪২,৯৪৯ শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তাই জরুরি ভিত্তিতে এক্সেল শিট-এ ৪২,৯৪৯ জন শিক্ষককেই তাঁদের নিয়োগ সংক্রান্ত নথি সংসদকে পাঠাতে হবে।

আগামী বুধবারের মধ্যে এই নথি প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে পাঠাতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের একটি ইমেল ঠিকানা দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বুধবারের মধ্যে ওই ইমেল ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। প্রাথমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেছেন সেক্রেটারি আরসি বাগচি।

এ প্রসঙ্গে মন্তব্য করতে নারাজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের কোনও কর্তা। তবে এ প্রসঙ্গে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছে শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘চাকরি দেওয়ার ক্ষেত্রে যদি সরকার স্বচ্ছতা বজায় রাখত, তা হলে আর শিক্ষকদের এ ভাবে হেনস্থা হতে হত না। আমরা চাই, নিরপেক্ষ তদন্ত করুক সিবিআই। তাতে যেমন বর্তমান শাসক দলের নেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনই বিরোধী দল বিজেপির শীর্ষ নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হোক। কারণ তাঁদের দলেও এমন অনেক নেতা আছেন, যাঁরা এই নিয়োগ প্রক্রিয়ার সময় তৃণমূলে ছিলেন।’’

The post Primary Teacher Recruitment: রাজ্যে ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি জমা দিতে বলল সংসদ, দিতে হবে সিবিআইকে! first appeared on Banglar Janarob.]]>