Assembly Election 2022 | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 16 Mar 2022 11:11:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Assembly Election 2022 | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Punjab: ‘‘আজ আমি এখানে কারও সঙ্গে বিবাদ করতে আসিনি। আমি পঞ্জাবের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। এমনকি, যাঁরা আমাদের দলকে ভোট দেননি, তাঁদেরও” পঞ্জাবের ১৭ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বললেন ভগবন্ত মান https://banglarjanarob.com/53676 Wed, 16 Mar 2022 11:11:26 +0000 https://banglarjanarob.com/?p=53676 বাংলার জনরব ডেস্ক : স্বাধীনতা সংগ্রামী  শহিদ ভগৎ সিংহের গ্রাম খটকর কালানে পঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টি (আপ)-র নেতা ভগবন্ত মান। বুধবার রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত তাঁকে শপথবাক্য পাঠ করান। মান জানিয়েছেন, হোলির পর পঞ্জাব মন্ত্রিসভার অন্য সদস্যেরা শপথ নেবেন। খটকর কালানে বুধবারের শপথ গ্রহণ কর্মসূচিতে হাজির ছিলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, দলের নেতা সঞ্জয় সিংহ এবং পঞ্জাবের নবনির্বাচিত আপ বিধায়কেরা। নিপাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল ১০ হাজারেরও বেশি পুলিশকর্মী ও অফিসারকে। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই আপ বিধায়ক এবং নেতাদের…

The post Punjab: ‘‘আজ আমি এখানে কারও সঙ্গে বিবাদ করতে আসিনি। আমি পঞ্জাবের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। এমনকি, যাঁরা আমাদের দলকে ভোট দেননি, তাঁদেরও” পঞ্জাবের ১৭ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বললেন ভগবন্ত মান first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : স্বাধীনতা সংগ্রামী  শহিদ ভগৎ সিংহের গ্রাম খটকর কালানে পঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টি (আপ)-র নেতা ভগবন্ত মান। বুধবার রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত তাঁকে শপথবাক্য পাঠ করান। মান জানিয়েছেন, হোলির পর পঞ্জাব মন্ত্রিসভার অন্য সদস্যেরা শপথ নেবেন।

খটকর কালানে বুধবারের শপথ গ্রহণ কর্মসূচিতে হাজির ছিলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, দলের নেতা সঞ্জয় সিংহ এবং পঞ্জাবের নবনির্বাচিত আপ বিধায়কেরা। নিপাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল ১০ হাজারেরও বেশি পুলিশকর্মী ও অফিসারকে। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই আপ বিধায়ক এবং নেতাদের উদ্দেশে মান বিরোধীদের বিদ্রূপ না করার বার্তা দেন। তিনি বলেন, ‘‘গণতন্ত্রে বিরোধীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’’

বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে তিনি আরও বলেন, ‘‘আজ আমি এখানে কারও সঙ্গে বিবাদ করতে আসিনি। আমি পঞ্জাবের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। এমনকি, যাঁরা আমাদের দলকে ভোট দেননি, তাঁদেরও।’’

শোনা যায়, পঞ্জাবের উন্নয়নের লক্ষ্যে তাঁর নয়া স্লোগান ‘বড়তা পঞ্জাব’। সেই সঙ্গে মানের দাবি,‘‘আমরা যে সঠিক ভাবে সরকার পরিচালনা করতে পারি, এ বার তাঁর পরিচয় পাবেন পঞ্জাববাসী।’’ ভগৎ সিংহের উদ্ধৃতিও এসেছে তাঁর বক্তৃতায়— ‘‘ভালবাসার জন্মগত অধিকার সকলেরই রয়েছে। এ বার না হয় দেশের মাটিতে ভালবাসা যাক।’’

মঙ্গলবার পঞ্জাবে আপ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পরেই সঙ্গরুরের সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন মান। সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে সঙ্গরুরেরই ধুরি আসন থেকে জিতেছেন মান। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় এ বার ৯২টিতে জিতেছে আপ। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের ঝুলিতে মাত্র ১৮টি আসন।

The post Punjab: ‘‘আজ আমি এখানে কারও সঙ্গে বিবাদ করতে আসিনি। আমি পঞ্জাবের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। এমনকি, যাঁরা আমাদের দলকে ভোট দেননি, তাঁদেরও” পঞ্জাবের ১৭ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বললেন ভগবন্ত মান first appeared on Banglar Janarob.]]>
UP Assembly Election 2022 Results:“আমরাও যে পারি বিজেপি-র আসন কমাতে, এই ভোটে তা দেখিয়ে দিলাম” : অখিলেশ যাদব https://banglarjanarob.com/53511 Fri, 11 Mar 2022 11:27:08 +0000 https://banglarjanarob.com/?p=53511 বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল সম্ভব হয়নি সমাজবাদী পার্টির কিন্তু তাতে কোন আফসোস নেই অখিলেশ যাদবের। বিধানসভা নির্বাচনের ফল বের হওয়ার পর তিনি প্রথম টুইট করলেন আজ শুক্রবার। অখিলেশ টুইটে লিখেছেন, “এ বারের নির্বাচনে আমাদের আসন সংখ্যা বাড়ানোর জন্য উত্তরপ্রদেশের জনতাকে অসংখ্য ধন্যবাদ। আড়াই গুণ আসন বেড়েছে আমাদের। ভোটের হার বেড়েছে দেড় গুণ।” এর পরই তাঁর সরস টিপ্পনী, “আমরাও যে পারি বিজেপি-র আসন কমাতে, এই ভোটে তা দেখিয়ে দিলাম।” বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও গত বারের তুলনায় আসনসংখ্যা অনেকটাই কমেছে। জোট মিলিয়েও ৩০০ পার করতে পারেনি গেরুয়াশিবির।…

The post UP Assembly Election 2022 Results:“আমরাও যে পারি বিজেপি-র আসন কমাতে, এই ভোটে তা দেখিয়ে দিলাম” : অখিলেশ যাদব first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল সম্ভব হয়নি সমাজবাদী পার্টির কিন্তু তাতে কোন আফসোস নেই অখিলেশ যাদবের। বিধানসভা নির্বাচনের ফল বের হওয়ার পর তিনি প্রথম টুইট করলেন আজ শুক্রবার।

অখিলেশ টুইটে লিখেছেন, “এ বারের নির্বাচনে আমাদের আসন সংখ্যা বাড়ানোর জন্য উত্তরপ্রদেশের জনতাকে অসংখ্য ধন্যবাদ। আড়াই গুণ আসন বেড়েছে আমাদের। ভোটের হার বেড়েছে দেড় গুণ।” এর পরই তাঁর সরস টিপ্পনী, “আমরাও যে পারি বিজেপি-র আসন কমাতে, এই ভোটে তা দেখিয়ে দিলাম।”

বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও গত বারের তুলনায় আসনসংখ্যা অনেকটাই কমেছে। জোট মিলিয়েও ৩০০ পার করতে পারেনি গেরুয়াশিবির। ২০১৭-য় যেখানে বিজেপি একাই পেয়েছিল ৩১২ এবং জোট মিলিয়ে মোট ৩২৫। সেখানে এ বার বিজেপি একা পেয়েছে ২৫৫ আসন। জোট মিলিয়ে ২৭৩।

অন্য দিকে, অখিলেশের দল এ বার পেয়েছে ১১১টি আসন। ২০১৭-য় কংগ্রেস এবং আরএলডি-র সঙ্গে জোট করে এসপি পেয়েছিল ৫৫টি আসন। এসপি একা পেয়েছিল ৪৭টি আসন। সে দিক থেকে দেখতে গেলে এ বার একা লড়ে অনেকটাই আসন বাড়িয়েছে অখিলেশের দল। তাই বিজেপি-র এই পরিসংখ্যানকেই ব্যঙ্গ করে অখিলেশ বোঝাতে চেয়েছেন যে, তাঁর দল বিজেপি-র তুলনায় অনেক ভাল ফল করেছে।

The post UP Assembly Election 2022 Results:“আমরাও যে পারি বিজেপি-র আসন কমাতে, এই ভোটে তা দেখিয়ে দিলাম” : অখিলেশ যাদব first appeared on Banglar Janarob.]]>
Assembly Election 2022: “উত্তরপ্রদেশে অখিলেশ মানুষের ভোটে হারেনি,হেরেছে যন্ত্রের কেরামতিতে” বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় https://banglarjanarob.com/53508 Fri, 11 Mar 2022 10:20:28 +0000 https://banglarjanarob.com/?p=53508 বাংলার জনরব ডেস্ক : “উত্তরপ্রদেশে অখিলেশ (Akhilesh Yadav) মানুষের ভোটে হারেনি। হেরেছে যন্ত্রের কেরামতিতে।” উত্তরপ্রদেশের ভোটের ফল ভেরোনার 24 ঘন্টা পর বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,”আমার মনে হয় অখিলেশকে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএম নিয়ে বহু প্রশ্ন উঠেছে। ইভিএমে ভোট চুরি হয়েছে।” শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন,”উত্তরপ্রদেশে (UP Election 2022) ঠিকভাবে হিসাব করলে দেখা যাবে বিজেপির আসন অনেক কমেছে। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে। চক্রব্যুহে…

The post Assembly Election 2022: “উত্তরপ্রদেশে অখিলেশ মানুষের ভোটে হারেনি,হেরেছে যন্ত্রের কেরামতিতে” বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : “উত্তরপ্রদেশে অখিলেশ (Akhilesh Yadav) মানুষের ভোটে হারেনি। হেরেছে যন্ত্রের কেরামতিতে।” উত্তরপ্রদেশের ভোটের ফল ভেরোনার 24 ঘন্টা পর বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,”আমার মনে হয় অখিলেশকে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএম নিয়ে বহু প্রশ্ন উঠেছে। ইভিএমে ভোট চুরি হয়েছে।”

শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন,”উত্তরপ্রদেশে (UP Election 2022) ঠিকভাবে হিসাব করলে দেখা যাবে বিজেপির আসন অনেক কমেছে। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে। চক্রব্যুহে ফেলে অভিমন্যু বধের মতো হারানো হয়েছে অখিলেশকে। ভোট লুট হয়েছে। ইভিএম (EVM) সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অখিলেশ যদি হেরেও থাকে সেটা মানুষের ভোটে নয়, মেশিনের কারচুপিতে। যন্ত্রের কারসাজিতে জিতেছে বিজেপি। ইভিএমের ফরেনসিক টেস্ট হওয়া উচিত।” মুখ্যমন্ত্রী বলছেন,”বাংলায় আমরা জিতেছি কারণ আমরা ইভিএম রক্ষা করতে পেরেছিলাম। আমাদের কর্মীরা ইভিএম পাহারা দিয়েছে। দিল্লিতে আম আদমি পার্টিও (AAP) তাই।”

মমতার সাফ উত্তরপ্রদেশের এই ফলাফলের কোনও প্রভাব ২০২৪ লোকসভা নির্বাচনে পড়বে না। তৃণমূলনেত্রীর বক্তব্য, “এই ফলাফলের প্রভাব ২৪-এর লোকসভায় পড়াটা বাস্তবোচিত নয়। ২৪-এ কী হবে, কে কোথায় থাকবে, তার ঠিক নেই। আমার মনে হয়, চব্বিশে বিজেপিকে (BJP) হারাতে সকলের একসঙ্গে কাজ করতে হবে। কংগ্রেস (Congress) একসময় আমাদের নেতা ছিল, নিজেদের সংগঠনের জেরে গোটা দেশে ওদের প্রভাব ছিল। কিন্তু এখন কংগ্রেসের ইচ্ছাটাই নেই। অনেক আঞ্চলিক শক্তি আছে। সবাইকে একসঙ্গে লড়তে হবে।”

 

The post Assembly Election 2022: “উত্তরপ্রদেশে অখিলেশ মানুষের ভোটে হারেনি,হেরেছে যন্ত্রের কেরামতিতে” বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on Banglar Janarob.]]>
Prashant Kishore : ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, এবং কোনও রাজ্যের ভোটে নয়, সাহেব তা জানেন’ বিধানসভা নির্বাচনের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর https://banglarjanarob.com/53502 Fri, 11 Mar 2022 09:18:27 +0000 https://banglarjanarob.com/?p=53502 বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পর চার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসীন হয়েছে। এই ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপির নেতা কর্মীরা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত বলেছেন উত্তর প্রদেশ নির্বাচনের ফল ২০২৪ র লোকসভা নির্বাচনের দিশা দিয়ে দিল। কিন্তু বাস্তবে তা নয়, আমরা জানি ২০১৪ লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশে ক্ষমতাসীন ছিল অখিলেশ যাদব এবং মায়াবতীর যথেষ্ট সাংগঠনিক শক্তি ছিল, একইসঙ্গে সংগঠনের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল কংগ্রেসও। তার পরেও ২০১৪ র লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ভালো ফল করেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। তাই উত্তর প্রদেশ জিতলেই…

The post Prashant Kishore : ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, এবং কোনও রাজ্যের ভোটে নয়, সাহেব তা জানেন’ বিধানসভা নির্বাচনের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পর চার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসীন হয়েছে। এই ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপির নেতা কর্মীরা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত বলেছেন উত্তর প্রদেশ নির্বাচনের ফল ২০২৪ র লোকসভা নির্বাচনের দিশা দিয়ে দিল। কিন্তু বাস্তবে তা নয়, আমরা জানি ২০১৪ লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশে ক্ষমতাসীন ছিল অখিলেশ যাদব এবং মায়াবতীর যথেষ্ট সাংগঠনিক শক্তি ছিল, একইসঙ্গে সংগঠনের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল কংগ্রেসও। তার পরেও ২০১৪ র লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ভালো ফল করেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। তাই উত্তর প্রদেশ জিতলেই লোকসভা নির্বাচন জিতে যাওয়া সহজ হয় এটা বাস্তবে অনেকটাই কঠিন। আর এই কঠিন কথাটাকে খুব সহজ করে বলেছেন রাজনৈতিক  কৌশলী প্রশান্ত কিশোর।

তিনি আজ শুক্রবার টুইটারে লিখেছেন, ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, এবং কোনও রাজ্যের ভোটে নয়। সাহেব তা জানেন। তাই সুচতুর ভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক প্রাধান্য বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না।’

পিকে এ ক্ষেত্রে মোদীকেই ‘সাহেব’ বলে চিহ্নিত করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বার্তা দিতে চেয়েছেন— ২০২৪ সালের লোকসভা নির্বাচন হবে পুরোপুরি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষিতে। উত্তরপ্রদেশ বা অন্য কোনও রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে ফলের প্রভাব তার উপর পড়বে না।

তাৎপর্যপূর্ণ ভাবে মোদী বৃহস্পতিবার চার রাজ্যের (উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া) বিধানসভা ভোটে বিজেপি-র জয়ের পরেই ২০২৪ ভোটের প্রসঙ্গ টেনেছিলেন। বলেছিলেন, ‘‘২০২২ সালে উত্তরপ্রদেশের ফল ঠিক করে দিল ২০২৪ সালে ফের বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে।’’ তার পরেই পিকে-র এই টুইট-মন্তব্য।

প্রসঙ্গত, সম্প্রতি পিকে-র সঙ্গে তৃণমূলের ‘দূরত্ব’ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। কিন্তু গত মঙ্গলবার তৃণমূলের বর্ধিত কর্মসমিতির বৈঠকের মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মঞ্চে দেখা গিয়েছে আইপ্যাকের প্রাক্তন কর্ণধারকে।

এদিকে শোনা যাচ্ছে প্রশান্ত কিশোরকে সামনে রেখে দেশের বিরোধী দলগুলি মোদি বিরোধী জোট তৈরি করার কাজে নেমে পড়েছে। একই সঙ্গে প্রশান্ত কিশোরকে রাজনৈতিক কৌশল অবলম্বন করতেও বিরোধীরা পরামর্শ দিয়েছেন। কিভাবে এখন থেকে প্রচারে নামলে মোদি বিরোধী জোট মানুষের সামনে সাফল্য পাবে, তার প্ল্যান পরিকল্পনা তৈরি করে চলেছেন প্রশান্ত কিশোর বলে জানা গেছে।

The post Prashant Kishore : ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, এবং কোনও রাজ্যের ভোটে নয়, সাহেব তা জানেন’ বিধানসভা নির্বাচনের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর first appeared on Banglar Janarob.]]>
Assembly Election 2022: “মায়াবতী এবং ওয়েইসি বিজেপি-র জয়ে অবদান রেখেছেন, তাই তাঁদের অবশ্যই পদ্মবিভূষণ, ভারতরত্ন  দেওয়া উচিত’’ দাবি শিবসেনার https://banglarjanarob.com/53499 Fri, 11 Mar 2022 08:53:18 +0000 https://banglarjanarob.com/?p=53499 বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে বিজেপি-র জয়ের নেপথ্য কারিগর আসাদউদ্দিন ওয়েইসি এবং মায়াবতী বলে অভিযোগ করেছে শিব সেনা। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, সংখ্যালঘু এবং দলিত ভোট কেটে যোগী আদিত্যনাথকে লখনউয়ের কুর্সিতে বসতে সাহায্য করেছে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)। সঞ্জয় রাউত আজ শুক্রবার বলেন, ‘বিরাট জয় পেয়েছে বিজেপি। যদিও উত্তরপ্রদেশে তারাই ক্ষমতায় ছিল। এখনও রয়েছে। অখিলেশ যাদবের আসনও তিন গুণ বেড়েছে। ৪২ থেকে বেড়ে ১২৫ ছুঁয়েছে। মায়াবতী এবং ওয়েইসি এ বার বিজেপি-র জয়ে অবদান রেখেছেন। তাই তাঁদের অবশ্যই পদ্মবিভূষণ, ভারতরত্ন  দেওয়া উচিত।’’…

The post Assembly Election 2022: “মায়াবতী এবং ওয়েইসি বিজেপি-র জয়ে অবদান রেখেছেন, তাই তাঁদের অবশ্যই পদ্মবিভূষণ, ভারতরত্ন  দেওয়া উচিত’’ দাবি শিবসেনার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে বিজেপি-র জয়ের নেপথ্য কারিগর আসাদউদ্দিন ওয়েইসি এবং মায়াবতী বলে অভিযোগ করেছে শিব সেনা। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, সংখ্যালঘু এবং দলিত ভোট কেটে যোগী আদিত্যনাথকে লখনউয়ের কুর্সিতে বসতে সাহায্য করেছে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)।

সঞ্জয় রাউত আজ শুক্রবার বলেন, ‘বিরাট জয় পেয়েছে বিজেপি। যদিও উত্তরপ্রদেশে তারাই ক্ষমতায় ছিল। এখনও রয়েছে। অখিলেশ যাদবের আসনও তিন গুণ বেড়েছে। ৪২ থেকে বেড়ে ১২৫ ছুঁয়েছে। মায়াবতী এবং ওয়েইসি এ বার বিজেপি-র জয়ে অবদান রেখেছেন। তাই তাঁদের অবশ্যই পদ্মবিভূষণ, ভারতরত্ন  দেওয়া উচিত।’’

উত্তরপ্রদেশে এ বার একক ভাবে ৪১ শতাংশের বেশি ভোট পেয়েছে বিজেপি। অখিলেশের সমাজবাদী পার্টি (এসপি) পেয়েছে ৩২ শতাংশের সামান্য বেশি। ২০১৭-র তুলনায় এ বার বিজেপি-র প্রায় ৩ শতাংশ এবং এসপি-র প্রায় ১১ শতাংশ ভোট বেড়েছে। অন্য দিকে বিএসপি ২০১৭ সালে ২২ শতাংশের বেশি ভোট পেলেও এ বার তা ১২ শতাংশের কাছে নেমে এসেছে। মিম পেয়েছে ১ শতাংশেরও কম ভোট।

মায়ার দল একটি আসনে জিতলেও আসাদউদ্দিনের প্রাপ্তি শূন্য। সঞ্জয়ের অভিযোগ, বিধানসভা ভোটে ওই দুই নেতার দল বিজেপি-র বি-টিমের কাজ করেছে। বিজেপি বিরোধী ভোট ভাগ করেছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোটগণনার ফল প্রকাশের পরেই ওয়েইসি বলেছিলেন, ‘‘উত্তরপ্রদেশের জনতার রায় মেনে আমরা জয়ী পক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি।’’ অন্য দিকে মায়াবতী জানিয়েছিলেন, ভোটের ফলে হতাশ না হয়ে নতুন করে লড়াইয়ের প্রস্তুতি শুরু করবে তাঁর দল।

The post Assembly Election 2022: “মায়াবতী এবং ওয়েইসি বিজেপি-র জয়ে অবদান রেখেছেন, তাই তাঁদের অবশ্যই পদ্মবিভূষণ, ভারতরত্ন  দেওয়া উচিত’’ দাবি শিবসেনার first appeared on Banglar Janarob.]]>
PM Modi: গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল, কমিশনকে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী https://banglarjanarob.com/52586 Mon, 14 Feb 2022 12:45:39 +0000 https://banglarjanarob.com/?p=52586 বাংলার জনরব ডেস্ক : গোয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে হিন্দু ভাগ বসানোর জন্য এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার ১৪ ই ফেব্রুয়ারি গোয়াতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে এ দিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন উপলক্ষে উত্তরপ্রদেশে প্রচারে গিয়েছেন। বিজেপির নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস কে নিশানা করলেন। এদিন প্রধানমন্ত্রী কানপুরের এক নির্বাচনী সভায় বলেন, গোয়াতে হিন্দু ভোটের ভাঙন ধরাতে তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।তিনি কানপুরে একটি সভায় বক্তৃতা করছিলেন। সেই সভায় এই অভিযোগ করেন তিনি। বিষয়টিতে…

The post PM Modi: গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল, কমিশনকে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গোয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে হিন্দু ভাগ বসানোর জন্য এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার ১৪ ই ফেব্রুয়ারি গোয়াতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে এ দিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন উপলক্ষে উত্তরপ্রদেশে প্রচারে গিয়েছেন। বিজেপির নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস কে নিশানা করলেন। এদিন প্রধানমন্ত্রী কানপুরের এক নির্বাচনী সভায় বলেন, গোয়াতে হিন্দু ভোটের ভাঙন ধরাতে তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।তিনি কানপুরে একটি সভায় বক্তৃতা করছিলেন। সেই সভায় এই অভিযোগ করেন তিনি। বিষয়টিতে নির্বাচন কমিশনকে নজর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ তথা গোয়ায় দলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র বলেন, ‘‘সুধীন ধাবলীকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রবাদী গোমন্তপার্টির সঙ্গে দলের জোট গোয়ার উপূকল এলাকায় হিন্দুদের একজোট হওয়া আটকে দেবে।’’ এই উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, এর ফলে লাভবান হবে বিজেপি। তিনি আরও বলেন, ‘‘উত্তর গোয়ায় ১৩-১৪টি আসনে লড়াই হবে সরাসরি বিজেপি-র সঙ্গে। এই আসনগুলোতে কেউ কংগ্রেসকে ভোট দেবে না।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সরাসরি এই প্রসঙ্গের উল্লেখ না করলেও জনসভায় তিনি তৃণমূলের বিরুদ্ধে হিন্দু ভোট ভাগের অভিযোগ করেন।

প্রসঙ্গত ২০১৭ সালে গোমন্তক পার্টির সঙ্গে ভোট পরবর্তী জোট গোয়ায় বিজেপি-কে ক্ষমতায় আসতে সাহায্য করে । সে বছর উপকূলের রাজ্যে বেশি ভোট পায় কংগ্রেস।

 

The post PM Modi: গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে তৃণমূল, কমিশনকে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী first appeared on Banglar Janarob.]]>
Manipur Assembly Election 2022: মনিপুরে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর রাজ্য জুড়ে ব্যাপক হাঙ্গামা বিজেপি কর্মীদের https://banglarjanarob.com/52051 Sun, 30 Jan 2022 13:04:27 +0000 https://banglarjanarob.com/?p=52051 বিশেষ প্রতিনিধি: একেই বলে হয়তো শেষের শুরু। আজ থেকে পাঁচ বছর আগে মণিপুরে মাত্র একটি আসন পেয়ে ছিল বিজেপি বিধায়ক কেনাবেচা করে এখন সেই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার। একজন বিধায়ক থেকে যে সরকার পরিচালনা করা যায় সরকারকে কুক্ষিগত করা যায় সেটা বিজেপির চেয়ে অন্য কোন রাজনৈতিক দল ভালো জানে বলে আমাদের মনে হয় না। কিন্তু কালের চাকা ঘুরছে সেই কালের চা পরিবর্তন হতে চলেছে মনিপুরে তার সংকেত মিলল আজ রবিবার। আজ রবিবার আগামী আগামী মাসে দুই দফায় মণিপুরে যে বিধানসভা ভোট হতে চলেছে তার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী…

The post Manipur Assembly Election 2022: মনিপুরে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর রাজ্য জুড়ে ব্যাপক হাঙ্গামা বিজেপি কর্মীদের first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি: একেই বলে হয়তো শেষের শুরু। আজ থেকে পাঁচ বছর আগে মণিপুরে মাত্র একটি আসন পেয়ে ছিল বিজেপি বিধায়ক কেনাবেচা করে এখন সেই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার। একজন বিধায়ক থেকে যে সরকার পরিচালনা করা যায় সরকারকে কুক্ষিগত করা যায় সেটা বিজেপির চেয়ে অন্য কোন রাজনৈতিক দল ভালো জানে বলে আমাদের মনে হয় না। কিন্তু কালের চাকা ঘুরছে সেই কালের চা পরিবর্তন হতে চলেছে মনিপুরে তার সংকেত মিলল আজ রবিবার।

আজ রবিবার আগামী আগামী মাসে দুই দফায় মণিপুরে যে বিধানসভা ভোট হতে চলেছে তার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর সমগ্র মনিপুর জুড়ে বিজেপি কর্মীরা হাঙ্গামা শুরু করে দেয়। এই প্রার্থী তালিকায় অনেক যোগ্যতম প্রার্থী দের বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এরই পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা দলীয় পার্টি অফিসের উপর হামলা করে নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়াল একইসঙ্গে মনিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী কুশপুতুল পুড়িয়েছে। জানা গেছে ইতিমধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিজেপি নেতা পদত্যাগ করেছেন। যদিও এই খবর সরকারিভাবে এখনো পর্যন্ত বিজেপি দল বা অন্য কোথাও থেকে স্বীকৃতি পাওয়া যায়নি। তবে স্পষ্ট ইঙ্গিত এসেছে বিজেপির প্রার্থী তালিকা পর মণিপুরে বিজেপি দল ভেঙে ছত্রখান হয়ে যেতে বসেছে।

উল্লেখ্য বিজেপি দল মনিপুর থেকে কংগ্রেসকে মুছে দিতে চেয়েছে এবং তারা এ কাজে একটি বিশেষ আঞ্চলিক দল কে কাজে লাগিয়েছে। শেষ পর্যন্ত বিজেপি এখন মনিপুরের থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত।

The post Manipur Assembly Election 2022: মনিপুরে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর রাজ্য জুড়ে ব্যাপক হাঙ্গামা বিজেপি কর্মীদের first appeared on Banglar Janarob.]]>
Goa Assembly Election 2022: তৃণমূলের প্রার্থী হয়েও নির্বাচনী যুদ্ধ থেকে সরে দাঁড়ালেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো! নির্বাচনের আগেই কি গোয়া থেকে বিদায় নিচ্ছে তৃণমূল? https://banglarjanarob.com/51964 Fri, 28 Jan 2022 06:23:16 +0000 https://banglarjanarob.com/?p=51964 বাংলার জনরব ডেস্ক : মিডিয়ার প্রচারে তৃণমূল কংগ্রেস এমনভাব করছিল মনে হচ্ছিল যেন গোয়া জয় করে নেবে। কিন্তু কয়েক মাস যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস নিজেই বুঝতে পেরেছিল জয় তো দূরের কথা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার মতো লোক পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই শেষ পর্যন্ত কংগ্রেস দলের শরণাপন্ন হয় তৃণমূল নেতারা। কিন্তু কংগ্রেস দল পাল্টা আঘাত হানে পরিষ্কার জানিয়ে দেয় জোট সবার সঙ্গে হলেও তৃণমূলের সঙ্গে হবে না। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস গোয়াতে প্রার্থী দিয়ে প্রেস্টিজ রক্ষার জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়। গোয়া জিতে নেব এরকম শপথ নেওয়ার পরে…

The post Goa Assembly Election 2022: তৃণমূলের প্রার্থী হয়েও নির্বাচনী যুদ্ধ থেকে সরে দাঁড়ালেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো! নির্বাচনের আগেই কি গোয়া থেকে বিদায় নিচ্ছে তৃণমূল? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মিডিয়ার প্রচারে তৃণমূল কংগ্রেস এমনভাব করছিল মনে হচ্ছিল যেন গোয়া জয় করে নেবে। কিন্তু কয়েক মাস যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস নিজেই বুঝতে পেরেছিল জয় তো দূরের কথা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার মতো লোক পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই শেষ পর্যন্ত কংগ্রেস দলের শরণাপন্ন হয় তৃণমূল নেতারা। কিন্তু কংগ্রেস দল পাল্টা আঘাত হানে পরিষ্কার জানিয়ে দেয় জোট সবার সঙ্গে হলেও তৃণমূলের সঙ্গে হবে না। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস গোয়াতে প্রার্থী দিয়ে প্রেস্টিজ রক্ষার জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়।

গোয়া জিতে নেব এরকম শপথ নেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো (Luizinho Faleiro) এই বাংলা থেকে রাজ্যসভার সাংসদ করে পাঠান । যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব শক্তির উৎস স্থল সেই বাংলায় কোন বাঙালিকে রাজ্যসভায় না পাঠিয়ে একজন গোয়াবাস কে রাজ্যসভায় পাঠানো হল শুধুমাত্র গোয়াতে রাজনৈতিক লাভের আশায়। কিন্তু দুঃখের হলেও সত্য কংগ্রেসের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবার গোয়া বিধানসভার প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস আজ শুক্রবার সকালে তিনি জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূলের প্রার্থী হতে পারবেন না।

দলীয় সিদ্ধান্তকে এভাবে অগ্রাহ্য করার দায়ে এবার কি তৃণমূল নেতৃত্ব ওই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বহিস্কার করতে পারবেন? এই প্রশ্নটা বাংলার আনাচে কানাচে ঘুরছে।

আজ শুক্রবার সকালে পানাজিতে সাংবাদিক বৈঠক করেন গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্র। তাঁর পাশে বসেই লুইজিনহো নিজের সিদ্ধান্তের কথা জানান। এদিনের সাংবাদিক বৈঠকে সঙ্গে ছিলেন নতুন প্রার্থী সিওলা ভাস। লুইজিনহোর এই সিদ্ধান্তে নিঃসন্দেহে তৃণমূলের কাছে ধাক্কা।

চলতি মাসের ১৮ তারিখ গোয়ায় ভোটের স্ট্র‌্যাটেজি নিয়ে দীর্ঘ বৈঠকের পর প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একেবারে স্থানীয় স্তরে গুরুত্ব দিয়ে এই তালিকা তৈরি হয়েছিল। টিকিট দেওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো এবং প্রাক্তন বিধায়ক চার্চিল আলেমাওকে। ঘোষণা করা হয় রাজ্য কমিটি, যুব, মহিলা, ব্লক সমস্ত স্তরের কমিটি।

লুইজিনহো এই মুহূর্তে তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ। সর্বভারতীয় সহ-সভাপতি। তিনিই সে রাজ্যে প্রথম তৃণমূলের দিকে পা বাড়ান। তাই তাঁর উপর একের পর এক দায়িত্ব দেয় তৃণমূল। ৪০ বিধানসভার গোয়ায় ভোট ১৪ ফেব্রুয়ারি। পরিকল্পনা ছিল, বিধানসভা ভোটে লুইজিনহো জিতলে তাঁকে আবার রাজ্যে ফিরিয়ে আনা হবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঘোষণার পর এটা পরিষ্কার হয়ে গেল গোয়াতে তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে পারবেনা বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

The post Goa Assembly Election 2022: তৃণমূলের প্রার্থী হয়েও নির্বাচনী যুদ্ধ থেকে সরে দাঁড়ালেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো! নির্বাচনের আগেই কি গোয়া থেকে বিদায় নিচ্ছে তৃণমূল? first appeared on Banglar Janarob.]]>
Assembly Election 2022: কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির বন্যা, ৪০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি উত্তরপ্রদেশের জনতাকে দিলেন রাহুল ও প্রিয়াঙ্কা https://banglarjanarob.com/51714 Fri, 21 Jan 2022 09:20:13 +0000 https://banglarjanarob.com/?p=51714 বাংলার জনরব ডেস্ক : আর মাত্র কয়েক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কে জিতবে? তাই স্বাভাবিক ভাবেই এই নির্বাচন দেশের জাতীয় দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে কংগ্রেস ও বিজেপির কাছে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। 2024 সালের নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে বিজেপি ক্ষমতায় থাকবে কি থাকবে না প্রায় ঠিক হয়ে যাবে এই পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার পর। তাই এই নির্বাচনে জিততে সব পক্ষই মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক পরিস্থিতি যা হয়েছে তাতে এটা স্পষ্ট হয়েছে পাঞ্জাব…

The post Assembly Election 2022: কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির বন্যা, ৪০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি উত্তরপ্রদেশের জনতাকে দিলেন রাহুল ও প্রিয়াঙ্কা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আর মাত্র কয়েক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কে জিতবে? তাই স্বাভাবিক ভাবেই এই নির্বাচন দেশের জাতীয় দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে কংগ্রেস ও বিজেপির কাছে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। 2024 সালের নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে বিজেপি ক্ষমতায় থাকবে কি থাকবে না প্রায় ঠিক হয়ে যাবে এই পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার পর। তাই এই নির্বাচনে জিততে সব পক্ষই মরিয়া হয়ে উঠেছে।

রাজনৈতিক পরিস্থিতি যা হয়েছে তাতে এটা স্পষ্ট হয়েছে পাঞ্জাব উত্তরাখণ্ড এবং গোয়া কংগ্রেস ভালো ফল করতে পারে। তবে উত্তরপ্রদেশে কংগ্রেসের খুব ভালো ফল করতে পারবেনা তা এখন থেকেই বলে দেয়া যায়। তা সত্ত্বেও উত্তরপ্রদেশের নির্বাচনকে ঘিরে আজ কংগ্রেস ইশতেহার প্রকাশ করেছে তাতে ঢালাও প্রতিশ্রুতি দেয়া হয়েছে জনগণের উদ্দেশ্যে।

শুক্রবার দলের যুব ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস (Congress)। প্রতিশ্রুতি দিল রাজ্যের যুব সম্প্রদায়ের সমস্যার সমাধান করার। বিশেষ করে বেকারত্ব দূর করতে যে তারা দৃঢ়প্রতিজ্ঞ, সেকথা পরিষ্কার জানিয়ে দিল কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) দু’জনই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সেখানে রাহুলের ডাক, ‘‘নতুন ভারতের দিশা দেখানোর কাজ উত্তরপ্রদেশ থেকেই শুরু হোক।’’

‘ভারতী বিধান’ নামের ওই ইস্তেহারে দেওয়া হয়েছে ঢালাও প্রতিশ্রুতি। তার মধ্যে অন্যতম ৪০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি। এর মধ্যে ৮ লক্ষ চাকরি মেয়েদের জন্য সংরক্ষিত। ১ লক্ষ অধ্যাপকের শূন্যপদ পূরণ। সেই সঙ্গে অঙ্গনওয়ারি কর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

কেবল চাকরির প্রতিশ্রুতিই নয়, যোগী সরকারকে খোঁচা মেরে রাহুল গান্ধীর দাবি, কীভাবে রোজগারের পথ সৃষ্টি হবে, সেটা দেখাতে চায় কংগ্রেস। কোনও ‘মিথ্যে সংখ্যা’ নয়, যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলে তাঁদের চাহিদামতো চাকরি তৈরি করা হবে। সেই সঙ্গে রাহুল দাবি করেন, গত ৫ বছরে রাজ্যে চাকরি হারিয়েছেন ১৬ লক্ষ জন। অথচ প্রতিশ্রুতি ছিল প্রতি বছরে ২ কোটি কর্মসংস্থানের। কংগ্রেস নেতার কথায়, ‘‘সত্যিটা সবাই দেখতে পাচ্ছেন।’’

একই সুর লক্ষ্য করা গিয়েছে প্রিয়াঙ্কার কথাতেও। তিনি বলেন, ‘‘যোগ্যতা থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশের তরুণরা চাকরি পান না। কেবল ভুয়ো সংখ্যা বলে মানুষকে বোকা বানানো হয়েছে।’’ সেই সঙ্গে পরীক্ষা পদ্ধতিতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। জানিয়ে দেন, কোনও ভাবেই প্রশ্নপত্র ফাঁসের মতো দুর্নীতি বরদাস্ত করা হবে না। সরকারি জায়গা থেকে ফাঁস হলে কঠোরতম সাজারও আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে যোগী সরকার শিক্ষাখাতে বাজেট কমালেও কংগ্রেস তা বাড়াবে বলেও ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মনে করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা।

কংগ্রেসের আরও প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে প্রতিযোগিতামূক পরীক্ষার ক্ষেত্রে কোনও রকম ফি নেওয়া হবে না। বরং বাস-ট্রেনে পরীক্ষার্থীদের কোনও ভাড়াও দিতে হবে না। শুধু তাই নয়, পরীক্ষার তারিখ ঘোষণার সময়ই জানিয়ে দেওয়া হবে ফলাফল প্রকাশ কিংবা ইন্টারভিউয়ের তারিখও। জানিয়ে দেওয়া হবে কবো নিয়োগ হবে সেটাও। এবং তা মানা না হলে দেওয়া হবে কড়া শাস্তি। এবং এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে তৈরি হবে জব ক্যালেন্ডার।

প্রাথমিকে দেড় লক্ষ, মাধ্যমিকে ৩৮ হাজার, উচ্চমাধ্যমিকে ৮ হাজার, ডাক্তারিতে ৬ হাজার, পুলিশে ১ লক্ষ, অঙ্গনওয়াড়িতে ২০ হাজার, ২৭ হাজার সহকারীর শূন্যপদ রয়েছে বলে জানানও হয়েছে। সেই সঙ্গে সংস্কৃত বিশ্ববিদ্যা‌লয়ে ২ হাজার ও উর্দু শিক্ষকদের ক্ষেত্রে ৪ হাজার শূন্যপদের কথাও মনে করিয়ে কংগ্রেসের প্রতিশ্রুতি, তাঁরা ক্ষমতায় এলে এই সব শূন্যপদ পূরণ করা হবে।

লাইব্রেরি, ফ্রি ওয়াইফাই, মেস, হস্টেল— সবক্ষেত্রেই পরিকাঠামো আরও উন্নত করবে বলেও আশ্বাস দিয়েছে কংগ্রেস। এছাড়া বিভিন্ন সংরক্ষণের ক্ষেত্রে বৃত্তি, সাফাইকর্মীদের বিশেষ প্রশিক্ষণের কথাও জানানো হয়েছে।

এদিনের অনুষ্ঠানে যথারীতি বিজেপিকে লাগাতার আক্রমণ করে গিয়েছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, বিজেপি যে দেশের কথা ভাবছে না, তা পরিষ্কার হয়ে গিয়েছে। অথচ ছোট দলগুলির পক্ষেও সেভাবে লড়াই করা সম্ভব নয়। যা একমাত্র কংগ্রেসই করতে পারে। রাহুলের আরজি, উত্তরপ্রদেশ থেকেই এর শুরুয়াৎ হোক। এই রাজ্যের নির্বাচনই যে লোকসভা নির্বাচনের অভিমুখ ঠিক করে দেবে সেকথা মনে করিয়ে রাহুলের সতর্কবার্তা, উত্তরপ্রদেশে ভাল ফল না হলে দেশের ক্ষেত্রেও তা ভাল হবে না।

কিন্তু সরকার গড়ার ক্ষেত্রে যদি জোট গড়ার পরিস্থিতি তৈরি হয় তাহলে কী করবে কংগ্রেস? এদিন এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছেন, যদি ভোটের পরে এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে তাদের দলের নীতির সঙ্গে যাদের মিলবে সেই সব দলকে সমর্থন করবে ‌কংগ্রেস।

The post Assembly Election 2022: কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির বন্যা, ৪০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি উত্তরপ্রদেশের জনতাকে দিলেন রাহুল ও প্রিয়াঙ্কা first appeared on Banglar Janarob.]]>
UP Election 2022: বিজেপি বিরোধী মহাজোট করতে এবার অখিলেশের সঙ্গে বৈঠক করলেন উত্তরপ্রদেশের বিশিষ্ট দলিত নেতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ, বিজেপির পর এবার ভাঙ্গন বিএসপিতে https://banglarjanarob.com/51454 Fri, 14 Jan 2022 09:00:44 +0000 https://banglarjanarob.com/?p=51454 বাংলার জনরব ডেস্ক : বিজেপি বিরোধী জোট করার জন্য এবার উত্তরপ্রদেশের রাজনীতির অন্যতম আইকন চন্দ্রশেখর আজাদ দেখা করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে। বিশিষ্ট দলিত নেতা ও সি এ এ এবং এনআরসি আন্দোলনের অন্যতম প্রধান মুখ চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ আজ অখিলেশ যাদব এর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য হলো উত্তরপ্রদেশের মাটি থেকে বিজেপিকে উৎখাত করা। সেই লক্ষ্যকে সফল করার জন্য আমরা মহাজোট করতে চাইছি। যাতে বিরোধী ভোগ কোনভাবেই ভাগ না হয়ে যায়। এদিকে, শুক্রবারই মায়াবতীর বহুজন সমাজ পার্টির প্রবীণ বিধায়ক রামবীর উপাধ্যায় সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার…

The post UP Election 2022: বিজেপি বিরোধী মহাজোট করতে এবার অখিলেশের সঙ্গে বৈঠক করলেন উত্তরপ্রদেশের বিশিষ্ট দলিত নেতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ, বিজেপির পর এবার ভাঙ্গন বিএসপিতে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বিজেপি বিরোধী জোট করার জন্য এবার উত্তরপ্রদেশের রাজনীতির অন্যতম আইকন চন্দ্রশেখর আজাদ দেখা করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে। বিশিষ্ট দলিত নেতা ও সি এ এ এবং এনআরসি আন্দোলনের অন্যতম প্রধান মুখ চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ আজ অখিলেশ যাদব এর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য হলো উত্তরপ্রদেশের মাটি থেকে বিজেপিকে উৎখাত করা। সেই লক্ষ্যকে সফল করার জন্য আমরা মহাজোট করতে চাইছি। যাতে বিরোধী ভোগ কোনভাবেই ভাগ না হয়ে যায়।

এদিকে, শুক্রবারই মায়াবতীর বহুজন সমাজ পার্টির প্রবীণ বিধায়ক রামবীর উপাধ্যায় সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। হাথরস জেলার এই নেতা ছিলেন বিএসপি-র অন্যতম ব্রাহ্মণ ‘মুখ’।

চন্দ্রশেখরের গড়া সংগঠন ভীম আর্মি বিভিন্ন রাজ্যে দলিত ও অনগ্রসরদের অধিকার রক্ষার লড়াইয়ে অংশ নিয়েছে। উত্তর ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন চন্দ্রশেখর। শাহিনবাগ সমাবেশে যোগ দিয়ে জেলেও গিয়েছিলেন। ২০২০ সালের মার্চ মাসে রাজনৈতিক দল আজাদ সমাজ পার্টি গড়েন তিনি।

প্রসঙ্গত, ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে অখিলেশের দলে শামিল হয়েছেন তিন গুরুত্বপূর্ণ অনগ্রসর নেতা— স্বামীপ্রসাদ মৌর্য, দার সিংহ চৌহান এবং ধর্ম সিংহ সাইনি। রোশনলাল বর্মা, ভগবতীপ্রসাদ সাগর, ব্রিজেশ প্রজাপতি, বিনয় শাক্য, মুকেশ বর্মা-সহ একাধিক বিজেপি বিধায়কও সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। শুক্রবার তাঁরা আনুষ্ঠানিক ভাবে সপা-য় যোগ দেন। ওই কর্মসূচিতে কোভিডবিধি মানা হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি।

এদিকে শোনা যাচ্ছে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির রাজনৈতিক সমঝোতা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ বিষয়ে চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ এবং এনসিপি নেতা শারদ পাওয়ার বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন বলে জানা গেছে। ভোটের শেষ মুহূর্তে মনে করা হচ্ছে উত্তরপ্রদেশে বিজেপি জোটে অন্য কোন দল আর থাকবে না সব দল একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শামিল হবে।

 

The post UP Election 2022: বিজেপি বিরোধী মহাজোট করতে এবার অখিলেশের সঙ্গে বৈঠক করলেন উত্তরপ্রদেশের বিশিষ্ট দলিত নেতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ, বিজেপির পর এবার ভাঙ্গন বিএসপিতে first appeared on Banglar Janarob.]]>