খেলা | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 13 Mar 2024 11:33:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg খেলা | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 কল্যাণ চৌবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের রিপোর্ট তলব করলো এএফসি https://banglarjanarob.com/77752 Wed, 13 Mar 2024 11:33:22 +0000 https://banglarjanarob.com/?p=77752 বাংলার জনরব ডেস্ক : ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সে বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠালো এশীয় ফুটবল সংস্থা বা এএফসি। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন আইনি পরামর্শদাতা নীলাঞ্জন ভট্টাচার্যের কাছে এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এএফসি। উল্লেখ্য কল্যান চৌবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন এই নীলাঞ্জন ভট্টাচার্য। পরে তাকে ফেডারেশন থেকে বরখাস্ত করা হয়।সংবাদপত্রের কিছু প্রতিবেদন পাঠিয়ে এএফসি-র শৃঙ্খলারক্ষা এবং এথিক্স কমিটির সহ-সচিব ব্যারি লিসাট জানিয়েছেন, ১৮ তারিখের মধ্যে সব অভিযোগের প্রমাণ জমা দিতে হবে। সব অভিযোগের পূর্ণাঙ্গ তথ্যপ্রমাণ চেয়েছে এএফসি। সেই অভিযোগ প্রকাশ্যে আনা হয়েছে…

The post কল্যাণ চৌবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের রিপোর্ট তলব করলো এএফসি first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সে বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠালো এশীয় ফুটবল সংস্থা বা এএফসি।

ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন আইনি পরামর্শদাতা নীলাঞ্জন ভট্টাচার্যের কাছে এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এএফসি। উল্লেখ্য কল্যান চৌবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন এই নীলাঞ্জন ভট্টাচার্য। পরে তাকে ফেডারেশন থেকে বরখাস্ত করা হয়।সংবাদপত্রের কিছু প্রতিবেদন পাঠিয়ে এএফসি-র শৃঙ্খলারক্ষা এবং এথিক্স কমিটির সহ-সচিব ব্যারি লিসাট জানিয়েছেন, ১৮ তারিখের মধ্যে সব অভিযোগের প্রমাণ জমা দিতে হবে। সব অভিযোগের পূর্ণাঙ্গ তথ্যপ্রমাণ চেয়েছে এএফসি। সেই অভিযোগ প্রকাশ্যে আনা হয়েছে কি না বা নীলাঞ্জন নিজের মতো করে তার ব্যবস্থা নিয়েছেন কি না তা-ও জানতে চাওয়া হয়েছে।

নীলাঞ্জন সংবাদ সংস্থাকে বলেছেন, “অন্তত এএফসি যে আমার অভিযোগকে মান্যতা দিয়েছে এতে আমি খুশি। ফেডারেশনের সকলে এ বিষয়ে চুপ। এই সবে শুরু। নির্দিষ্ট সময়ের মধ্যেই এএফসি-র কাছে অভিযোগের প্রমাণ পাঠিয়ে দেব। আমার কাছে সব রয়েছে।”

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে কিছু দিন আগে কল্যাণ জানিয়েছিলেন, তাঁর সম্মানহানি করতেই এমন কাজ করা হয়েছে। তিনি ফেডারেশন সদস্য সংস্থা এবং কর্মসমিতির উদ্দেশে লেখা একটি চিঠিতে কল্যাণ বলেছিলেন, “ওদের (যিনি অভিযোগ করেছেন) কথার উত্তর দিয়ে গুরুত্ব আরও বাড়িয়ে দিতে চাইছিলাম না। পরের বার্ষিক সাধারণ সভার ব্যাপারেই মনোযোগ দিতে চাইছিলাম। তবে কিছু ধন্দের উত্তর দিতে চাই।”

এর পরে কল্যাণ লিখেছিলেন, “এত দিনে সবাই বুঝতে পেরেছেন কী ভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। খারাপ উদ্দেশ্য নিয়েই এই কাজ করা হয়েছে তা স্পষ্ট। এতে শুধু আমার সম্মানহানি হয়নি, এআইএফএফেরও সম্মান মাটিতে মিশেছে।”

নিজের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের আলাদা করে জবাব দিয়েছিলেন কল্যাণ। যেমন টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতা নিয়ে জানিয়েছিলেন, আইএসএলের কর্ণধার এফএসডিএলের পরামর্শ নিয়েই টেন্ডার প্রক্রিয়া একটি সংস্থাকে দেওয়া হয়েছে। সেই টেন্ডার প্রক্রিয়ায় হাজির ছিলেন নীলাঞ্জনও। পাশাপাশি একটি বেসরকারি বিমান সংস্থার সঙ্গে ফেডারেশনের চুক্তি নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে কল্যাণের জবাব ছিল, যে হেতু ওই বিমান সংস্থা ভারতে সবচেয়ে জনপ্রিয়, তাই তাদের সঙ্গে জোট ভারতীয় ফুটবলের প্রসার ঘটানোই ছিল প্রধান উদ্দেশ্য।

The post কল্যাণ চৌবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের রিপোর্ট তলব করলো এএফসি first appeared on Banglar Janarob.]]>
ধনিয়াখালীতে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা https://banglarjanarob.com/77667 Sun, 10 Mar 2024 08:13:26 +0000 https://banglarjanarob.com/?p=77667 নিজস্ব প্রতিনিধি – ধনিয়াখালি ইয়ং এসোসিয়েশন এর উদ্যোগে মহামায়া বিদ্যামন্দিরের ফুটবল মাঠে ৮ই মার্চ এক দিবসীয় ডে এন্ড নাইট আট দলীয় ফুটবল টুর্নামেন্ট বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেল। অনুষ্ঠানের প্রারম্ভে ইয়ং এসোসিয়েশন ক্লাব ঘর থেকে উড়িষ্যা থেকে আগত বিরাট বাদ্যযন্ত্রসহ এক বর্ণাঢ্য মিছিল সমস্ত ধনিয়াখালি এলাকা পরিক্রমা করে। অনুষ্ঠানের মাঝে মাঝে নাচ গানের ব্যবস্থা থাকে। প্রায় ত্রিশ হাজার দর্শক নিয়ে খেলাটি শুরু হয়। এই খেলার মূল উদ্যোক্তা ইয়ং এসোসিয়েশনের সভাপতি তথা সোমসপুর ১নংগ্রাম পঞ্চায়েত প্রধান গোলক দেশমুখ। প্রতিটি ম্যাচের শেষে তিনি একেরপর এক চমক উপহার দেন এবং একাই…

The post ধনিয়াখালীতে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধি – ধনিয়াখালি ইয়ং এসোসিয়েশন এর উদ্যোগে মহামায়া বিদ্যামন্দিরের ফুটবল মাঠে ৮ই মার্চ এক দিবসীয় ডে এন্ড নাইট আট দলীয় ফুটবল টুর্নামেন্ট বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেল। অনুষ্ঠানের প্রারম্ভে ইয়ং এসোসিয়েশন ক্লাব ঘর থেকে উড়িষ্যা থেকে আগত বিরাট বাদ্যযন্ত্রসহ এক বর্ণাঢ্য মিছিল সমস্ত ধনিয়াখালি এলাকা পরিক্রমা করে। অনুষ্ঠানের মাঝে মাঝে নাচ গানের ব্যবস্থা থাকে।

প্রায় ত্রিশ হাজার দর্শক নিয়ে খেলাটি শুরু হয়। এই খেলার মূল উদ্যোক্তা ইয়ং এসোসিয়েশনের সভাপতি তথা সোমসপুর ১নংগ্রাম পঞ্চায়েত প্রধান গোলক দেশমুখ। প্রতিটি ম্যাচের শেষে তিনি একেরপর এক চমক উপহার দেন এবং একাই চ্যাম্পিয়ন ট্রফি উপহার দেন সঙ্গে আশি হাজার টাকা। সম্পাদক দেবাশীষ সাহা সত্তর হাজার টাকা সহ রানার্স ট্রফি উপহার দেন।

এছাড়া স্থানীয় চাঁদনী জুয়েলার্স প্লেয়ার ও কর্মকর্তাদের নানা উপহার দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসীমা পাত্র ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক,ক্রীড়ামোদী ও সমাজসেবী নৌশাদ মল্লিক , ধনিয়াখালি ও.সি.প্রসেনজিৎ ঘোষ, মহামায়া বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শুভাশীষ নন্দী ও সমাজসেবী দীপক শিকলি। সম্মাননা জ্ঞাপন করা হয় জাতীয় রেফারি অরিন্দম বিশ্বাস এবং বেগমপুর এ.আলি এন্টারপ্রাইজের কর্ণধার আব্বাস আলি এবং চাঁদনী জুয়েলার্সের কর্ণধার সেখ রাজাকে।

এই খেলায় চ্যাম্পিয়ন হয় বেগমপুর এ.আলি একাদশ এবং রানার্স হয় বর্ধমানের জহর স্পোর্টিং ক্লাব।ম্যান অফ দি সিরিজ হয় এ. আলি একাদশের গোলকিপার শঙ্করলাল।

The post ধনিয়াখালীতে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা first appeared on Banglar Janarob.]]>
আকিলপুরে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল প্রতিযোগিতা https://banglarjanarob.com/77663 Sun, 10 Mar 2024 08:08:43 +0000 https://banglarjanarob.com/?p=77663 নিজস্ব প্রতিনিধি: আকিলপুর মনসামাতা ক্লাবের উদ্যোগে আকিলপুর চুয়াডাঙ্গা ফুটবল মাঠে তিনদিন ব্যাপী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক উৎসব ও মেলা হয়ে গেল। ১লা মার্চ হয় আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতা এবং সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন সন্ধ্যায় পূর্ণিমা মান্ডির অর্কেস্ট্রা সঙ্গীতের মূর্ছনা সৃষ্টি করে।২রা ও ৩রা মার্চ আট দলীয় ক্ষমাময়ী দাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় ধনিয়াখালি ইয়ং এসোসিয়েশন এবং বিজিত হয় ধনিয়াখালি ইউথ ব্রিগেড।২রা মার্চ সন্ধ্যায় বাউল সঙ্গীতে মাতিয়ে দেন প্রখ্যাতা শিল্পী স্বাগতা মজুমদার।৩রা মার্চ সন্ধ্যায় নদীয়ার সুবিখ্যাত পুতুল নাচ দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

The post আকিলপুরে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল প্রতিযোগিতা first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধি: আকিলপুর মনসামাতা ক্লাবের উদ্যোগে আকিলপুর চুয়াডাঙ্গা ফুটবল মাঠে তিনদিন ব্যাপী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক উৎসব ও মেলা হয়ে গেল। ১লা মার্চ হয় আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতা এবং সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন সন্ধ্যায় পূর্ণিমা মান্ডির অর্কেস্ট্রা সঙ্গীতের মূর্ছনা সৃষ্টি করে।২রা ও ৩রা মার্চ আট দলীয় ক্ষমাময়ী দাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ী হয় ধনিয়াখালি ইয়ং এসোসিয়েশন এবং বিজিত হয় ধনিয়াখালি ইউথ ব্রিগেড।২রা মার্চ সন্ধ্যায় বাউল সঙ্গীতে মাতিয়ে দেন প্রখ্যাতা শিল্পী স্বাগতা মজুমদার।৩রা মার্চ সন্ধ্যায় নদীয়ার সুবিখ্যাত পুতুল নাচ দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও খবরের স্পন্দন পত্রিকার সম্পাদক নৌশাদ মল্লিক, সম্মানীয় অতিথি ছিলেন সৌরভ পাত্র।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরজিৎ চট্টোপাধ্যায়। এই মেলায় স্থানীয় বিধায়ক অসীমা পাত্র একদিন পরিদর্শনে যান সেখানে গিয়ে উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন এবং মেলা কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানান।

The post আকিলপুরে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল প্রতিযোগিতা first appeared on Banglar Janarob.]]>
উত্তর কলকাতায় তিন দিনের ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়ানশিপ https://banglarjanarob.com/77483 Mon, 04 Mar 2024 11:59:29 +0000 https://banglarjanarob.com/?p=77483 বিশেষ প্রতিনিধি : উত্তর কলকাতা জেলার ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়ানশিপ ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়ে গেল ১ থেকে ৩রা মার্চ। কলকাতার বাগমারিতে স্কটিশচার্চ কলেজের খেলার মাঠে উত্তর কলকাতার ২৪টি কলেজের ছাত্রছাত্রীরা প্রায় দশটি স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করেন। নব্বই বছরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া ইন্সটিটিউশন কলেজ এই টুর্নামেন্টের আয়োজন করে। ভিক্টোরিয়া কলেজের ছাত্রীদের একটি ছোট ও মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। প্রথম দুদিন ছিল ফুটবল এবং খো-খো টুর্নামেন্ট। তৃতীয়দিন ছিল রান, জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রো, শট-পাট, অ্যাথেলেটিক্স। পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এই তিন দিন ব্যাপী প্রতিযোগিতার সমাপ্তি হয়।…

The post উত্তর কলকাতায় তিন দিনের ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়ানশিপ first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : উত্তর কলকাতা জেলার ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়ানশিপ ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়ে গেল ১ থেকে ৩রা মার্চ। কলকাতার বাগমারিতে স্কটিশচার্চ কলেজের খেলার মাঠে উত্তর কলকাতার ২৪টি কলেজের ছাত্রছাত্রীরা প্রায় দশটি স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করেন। নব্বই বছরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া ইন্সটিটিউশন কলেজ এই টুর্নামেন্টের আয়োজন করে। ভিক্টোরিয়া কলেজের ছাত্রীদের একটি ছোট ও মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। প্রথম দুদিন ছিল ফুটবল এবং খো-খো টুর্নামেন্ট। তৃতীয়দিন ছিল রান, জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রো, শট-পাট, অ্যাথেলেটিক্স। পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এই তিন দিন ব্যাপী প্রতিযোগিতার সমাপ্তি হয়। সরকারি পরিদর্শক শ্রীমতী গিরিজা বসু ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার রিপ্রেসেন্টেটিভ চন্ডী কর তিনদিনই মাঠে উপস্থিত ছিলেন।

ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষা ডঃ মৈত্রেয়ী রায় কাঞ্জিলাল বলেন, ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহ প্রতিটি ইভেন্টেই চোখে পড়ে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিযোগিতার পরিচালন গোষ্ঠীর সেক্রেটারি ডঃ বাসরী হালদার, যুগ্ম সেক্রেটারি বাসুদেব সিদ্ধা, কলেজের আই কিউ এ সি-র কো-অর্ডিনেটর ডঃ সুমাল্য কর্মকার, অধ্যাপক ডঃ সুদীপ কুমার সিনহা,ড.শুভেন্দু চন্দ প্রমুখ।

The post উত্তর কলকাতায় তিন দিনের ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়ানশিপ first appeared on Banglar Janarob.]]>
পাঁচলায় দুদিনের স্বামী প্রনবানন্দ ফুটবল টুর্নামেন্ট  https://banglarjanarob.com/76825 Sat, 10 Feb 2024 12:26:44 +0000 https://banglarjanarob.com/?p=76825 বিশেষ প্রতিনিধি : বাংলাকে এক সময় বলা হতো ফুটবলের মক্কা। সেই বাংলায় ফুটবলের গরিমা ফিরিয়ে আনতে যুবকদের ফুটবল খেলায় আগ্রহী করে তুলতে হাওড়ায় পাঁচলায় সুচেতনা নামে একটি সংস্থার উদ্যোগে শুরু হল দুদিনের ফুটবল প্রতিযোগীতা। এলাকার ছেলেদের বিভিন্ন দল এই টুর্নামেন্টে অংশ নেন। শনি ও রবিবার দুদিনের স্বামী প্রনবানন্দ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাই যুবকদের আরও শক্তিশালী করে তুলতে খেলাধুলার উপর জোর দেওয়া দরকার।

The post পাঁচলায় দুদিনের স্বামী প্রনবানন্দ ফুটবল টুর্নামেন্ট  first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : বাংলাকে এক সময় বলা হতো ফুটবলের মক্কা। সেই বাংলায় ফুটবলের গরিমা ফিরিয়ে আনতে যুবকদের ফুটবল খেলায় আগ্রহী করে তুলতে হাওড়ায় পাঁচলায় সুচেতনা নামে একটি সংস্থার উদ্যোগে শুরু হল দুদিনের ফুটবল প্রতিযোগীতা। এলাকার ছেলেদের বিভিন্ন দল এই টুর্নামেন্টে অংশ নেন।

শনি ও রবিবার দুদিনের স্বামী প্রনবানন্দ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।

তিনি বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাই যুবকদের আরও শক্তিশালী করে তুলতে খেলাধুলার উপর জোর দেওয়া দরকার।

The post পাঁচলায় দুদিনের স্বামী প্রনবানন্দ ফুটবল টুর্নামেন্ট  first appeared on Banglar Janarob.]]>
সিরাজবাটি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ https://banglarjanarob.com/76354 Thu, 25 Jan 2024 15:18:14 +0000 https://banglarjanarob.com/?p=76354 অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-  ২০২৪ নতুন বছরের প্রথম মাসে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, আমতা ১ পঞ্চায়েত সমিতি, আমতা গ্ৰাম পঞ্চায়েত ও আমতা স্পোটিং ক্লাব এর সহযোগিতায় গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের আমতা ১ পঞ্চায়েত সমিতির সিরাজবাটি চক্রের প্রাথমিক বিদ্যালয়,নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ সিরাজবাটি চক্র ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় আমতা স্পোটিং ক্লাব ময়দানে অনুষ্ঠিত হল। মুখভার করা প্রকৃতি, ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগি ছাত্র – ছাত্রী, অভিভাবক – অভিভাবিকা,শিক্ষক – শিক্ষিকাবৃন্দ এই…

The post সিরাজবাটি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ first appeared on Banglar Janarob.]]>
অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-  ২০২৪ নতুন বছরের প্রথম মাসে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, আমতা ১ পঞ্চায়েত সমিতি, আমতা গ্ৰাম পঞ্চায়েত ও আমতা স্পোটিং ক্লাব এর সহযোগিতায় গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের আমতা ১ পঞ্চায়েত সমিতির সিরাজবাটি চক্রের প্রাথমিক বিদ্যালয়,নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ সিরাজবাটি চক্র ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় আমতা স্পোটিং ক্লাব ময়দানে অনুষ্ঠিত হল।

মুখভার করা প্রকৃতি, ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগি ছাত্র – ছাত্রী, অভিভাবক – অভিভাবিকা,শিক্ষক – শিক্ষিকাবৃন্দ এই ক্রীড়া প্রতিযোগীতা সাফল্য মন্ডিত করার জন্য সর্বতোভাবে সহযোগিতা করে।

সিরাজবাটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ক্রীড়া সমিতির আহ্বায়ক দীপঙ্কর কোলে বলেন, ” সিরাজবাটি চক্রের অধীনে বালিচক, রসপুর, সিরাজবাটি,খড়দহ ১,খড়দহ ২, উদং ১,উদং ২ গ্ৰাম পঞ্চায়েতের ৭৭ টি প্রাথমিক বিদ্যালয়,নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা অঞ্চলগতভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বিভাগে স্থান অর্জন করে ২৫০ জন চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বিভিন্ন মনিষীদের সাজে, পরিবেশ বাঁচানো, সমাজ সচেতনতা মূলক বিভিন্ন বার্তা সম্বলিত পোস্টার সহ এক সুদৃশ্য ট্যাবলো নিয়ে ক্রীড়া প্রতিযোগি ছাত্র – ছাত্রী,শিক্ষক – শিক্ষিকাবৃন্দ মাঠ প্রদীক্ষণ করে। ছাত্র – ছাত্রীরা ব্রতচারী নৃত্য পরিবেশন করে।

বিভিন্ন বার্তা সম্বলিত পোস্টার সহ সুদৃশ্য ট্যাবলো অভিনবত্বের দাবি রাখে। সিরাজবাটি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আমতা আমতা ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক আদৃতা সমাদ্দার, আমতা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ, আমতা ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপঙ্কর সাউ, জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ তুষার কর সিনহা,বন ও ভূমি কর্মাধ্যক্ষ শান্তনু সেনাপতি, জেলা কনভেনয়ার সুমন্ত সাউ, সিরাজবাটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে, ‘ শিক্ষারত্ন ‘ পুরষ্কার প্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র,ইস্ট সার্কেল কো – অডিনেটর আতোষ মুখার্জি, সাংবাদিক অভিজিৎ হাজরা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ক্রীড়া প্রতিযোগিতার ডালিতে ছিল ৭৫ মিটার,১০০ মিটার,২০০ মিটার দৌড়,লংজ্যাম্প,হাই জ্যাম্প,যোগা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা,শিক্ষিকাদের পাসিং দ্যা বল ।সফল ক্রীড়া প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক – শিক্ষিকা,সহ শিক্ষক – শিক্ষিকাবৃন্দ।

সারা দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘ শিক্ষারত্ন ‘ পুরষ্কার প্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র।

The post সিরাজবাটি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ first appeared on Banglar Janarob.]]>
আরোহন ইংলিশ অ্যাক্যাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা https://banglarjanarob.com/76217 Sun, 21 Jan 2024 11:15:10 +0000 https://banglarjanarob.com/?p=76217 নিজস্ব প্রতিনিধি: আরোহন ইংলিশ অ্যাকাডেমি, হুগলি জেলার অন্যতম একটি বড় ইংরেজি মাধ্যম স্কুল , প্রায় ৩০০ জন ছাত্র ছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে। ২৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়ে মোট ৩৫ জন স্টাফ রয়েছে । রবিবার ক্রীড়া প্রতিযোগিতায় ৬১ টি ইভেন্ট ছিল, এল কে জি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকাডেমির সম্পাদক সুব্রত চ্যাটার্জি, বিশিষ্ট সাংবাদিক ও বিদ্যালয় এর কার্যনির্বাহী সভাপতি নৌসাদ মল্লিক, রেক্টর আলপনা চ্যাটার্জি বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর অনুরাধা দাস। প্রিন্সিপাল দেবাশীষ দলুই এবং সভাপতি মনিরুল ইসলাম মোল্লাও উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার…

The post আরোহন ইংলিশ অ্যাক্যাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধি: আরোহন ইংলিশ অ্যাকাডেমি, হুগলি জেলার অন্যতম একটি বড় ইংরেজি মাধ্যম স্কুল , প্রায় ৩০০ জন ছাত্র ছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে। ২৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়ে মোট ৩৫ জন স্টাফ রয়েছে ।

রবিবার ক্রীড়া প্রতিযোগিতায় ৬১ টি ইভেন্ট ছিল, এল কে জি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকাডেমির সম্পাদক সুব্রত চ্যাটার্জি, বিশিষ্ট সাংবাদিক ও বিদ্যালয় এর কার্যনির্বাহী সভাপতি নৌসাদ মল্লিক, রেক্টর আলপনা চ্যাটার্জি বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর অনুরাধা দাস।

প্রিন্সিপাল দেবাশীষ দলুই এবং সভাপতি মনিরুল ইসলাম মোল্লাও উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য ইতিমধ্যে এই বিদ্যালয় থেকে দুজন ছাত্র ডাক্তারিতে পড়ার সুযোগ পেয়েছে।

The post আরোহন ইংলিশ অ্যাক্যাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা first appeared on Banglar Janarob.]]>
জল্পনার মাঝেই বিয়ে করলেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক https://banglarjanarob.com/76182 Sat, 20 Jan 2024 10:04:43 +0000 https://banglarjanarob.com/?p=76182 বাংলার জনরব ডেস্ক : ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন বিয়ের কথা। সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। তার মাঝেই পাকিস্তানে বিয়ে সেরে ফেললেন শোয়েব। পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন তিনি। তাঁর সঙ্গে ছবিও পোস্ট করেছেন শোয়েব। বুধবার সানিয়ার একটি পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত ছিল। সানিয়ার যে পোস্ট করেছিলেন তার অর্থ, ‘‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভাল নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক…

The post জল্পনার মাঝেই বিয়ে করলেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন বিয়ের কথা। সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। তার মাঝেই পাকিস্তানে বিয়ে সেরে ফেললেন শোয়েব। পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন তিনি। তাঁর সঙ্গে ছবিও পোস্ট করেছেন শোয়েব।

বুধবার সানিয়ার একটি পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত ছিল। সানিয়ার যে পোস্ট করেছিলেন তার অর্থ, ‘‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভাল নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনও সহজ নয়। এটা সব সময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।’’

তার দু’দিন আগে সমাজমাধ্যম থেকে শোয়েবের সব ছবি মুছে দিয়েছিলেন ভারতের টেনিস তারকা। একটিমাত্রই ছবি রয়েছে। সেখানে সানিয়া এবং শোয়েবের সঙ্গে তাঁদের ছেলে ইজ়হান রয়েছেন। সেই ছবির ক্যাপশনে শোয়েবের বিশেষ নামোল্লেখ নেই। ইজ়হানের জন্মদিন উপলক্ষে সেই ছবিটি পোস্ট করেছিলেন সানিয়া। সেই ছবি বাদে শোয়েবের সব ছবি মুছে দিয়েছিলেন সানিয়া।

গত বছর থেকেই সানিয়া এবং শোয়েবের সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সানিয়ার বাড়িতে ইফতার পার্টিতে ছিলেন না শোয়েব। ইফতার পার্টির ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছিলেন সানিয়া। সেখানে ছেলে ইজ়হান-সহ পরিবারের বাকিরা ছিলেন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারকে দেখা যায়নি। ভিডিয়োর ক্যাপশনে সানিয়া লিখেছিলেন, ‘‘প্রিয়জনদের সঙ্গে ইফতার।’’ তার পরেই অনেকে প্রশ্ন তুলেছিলেন, তা হলে কি সানিয়ার প্রিয়জনদের তালিকায় আর শোয়েব নেই। নইলে তিনি কেন বাদ পড়লেন? উত্তর হয়তো পাওয়া গেল শনিবার। সানিয়া এবং শোয়েবের বিচ্ছেদের জল্পনার মাঝেই বিয়ে সেরে ফেললেন পাক ক্রিকেটার।

বিচ্ছেদ নিয়ে কেউ মুখ খোলেননি। পরস্পরকে কখনও দোষারোপ করেননি। এই সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন দু’জনেই। সানিয়া টেনিসকে বিদায় জানিয়েছেন। শোয়েব এখনও টেনে নিয়ে চলেছেন ক্রিকেটজীবন। পাক অভিনেত্রী আয়েষা ওমরের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে শুরু হয়েছিল সম্পর্কের টানাপড়েন। সেই ফাটল ক্রমশ বেড়েছে। অবশেষে শোয়েব বিয়ে করলেন সানা জাভেদকে।

The post জল্পনার মাঝেই বিয়ে করলেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক first appeared on Banglar Janarob.]]>
নলেতে ফুটবল প্রতিযোগিতা https://banglarjanarob.com/76064 Mon, 15 Jan 2024 15:38:32 +0000 https://banglarjanarob.com/?p=76064 নিজস্ব প্রতিনিধি: বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকে নলে গ্রামে আমরা সবাই ক্লাবের উদ্যোগে সম্প্রতি একদিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। এই খেলায় আটটি টিম অংশগ্রহণ করে। খেলায় টসে জিতে বিজয়ী হয় হাওড়ার সাঁতরাগাছি মিঠি এন্টারপ্রাইজ, বিজিত হয় ধনিয়াখালি ইয়ং অ্যাসোসিয়েশন। খেলার অনুষ্ঠানে সভাপতি ছিলেন ফরিদ আলী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়না ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পাদা)। ধনিয়াখালি ইয়ং অ্যাসোসিয়েশন এর সভাপতি ও সোমসপুর(১) পঞ্চায়েত প্রধান গোলক দেশমুখ বলেন বাংলার খেলাধুলার চর্চাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, বিশেষ করে ফুটবল খেলা আমাদের প্রিয় খেলা, সেই খেলায় যাতে…

The post নলেতে ফুটবল প্রতিযোগিতা first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধি: বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকে নলে গ্রামে আমরা সবাই ক্লাবের উদ্যোগে সম্প্রতি একদিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। এই খেলায় আটটি টিম অংশগ্রহণ করে। খেলায় টসে জিতে বিজয়ী হয় হাওড়ার সাঁতরাগাছি মিঠি এন্টারপ্রাইজ, বিজিত হয় ধনিয়াখালি ইয়ং অ্যাসোসিয়েশন।

খেলার অনুষ্ঠানে সভাপতি ছিলেন ফরিদ আলী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়না ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পাদা)। ধনিয়াখালি ইয়ং অ্যাসোসিয়েশন এর সভাপতি ও সোমসপুর(১) পঞ্চায়েত প্রধান গোলক দেশমুখ বলেন বাংলার খেলাধুলার চর্চাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, বিশেষ করে ফুটবল খেলা আমাদের প্রিয় খেলা, সেই খেলায় যাতে তরুণ সমাজ উদ্দীপ্ত হয় তার জন্যই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

The post নলেতে ফুটবল প্রতিযোগিতা first appeared on Banglar Janarob.]]>
উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়ায় অংশগ্রহণকারীদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপনে চিফ প্যাট্রন,একেএম ফারহাদ https://banglarjanarob.com/75934 Wed, 10 Jan 2024 13:50:19 +0000 https://banglarjanarob.com/?p=75934 ইসরাফিল বৈদ্য, বারাসাত : শিক্ষার অন্যতম উপাদান হিসাবে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কথায় বলে সুস্থ দেহে,সুস্থ মন তৈরি হয়।আর মনকে ঠিক রাখতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মাঠমুখি করতে হবে।সেই লক্ষ্যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের আর বেশী মাঠমুখি হওয়ার বার্তা রাখে পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য, রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনার তথা উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির চিফ প্যাট্রন একেএম ফারহাদ। উল্লেখ্য বুধবার বারাসাত, কাছারী ময়দানে অনুষ্ঠিত হলো ১৪ তম উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা। শীতের কুয়াশামাখা স্নিগ্ধতায় সাত শতাধিক ক্রীড়াবীদদের উপস্থিতিতে বাংলার রাজ্য সঙ্গীত,ও…

The post উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়ায় অংশগ্রহণকারীদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপনে চিফ প্যাট্রন,একেএম ফারহাদ first appeared on Banglar Janarob.]]>
ইসরাফিল বৈদ্য, বারাসাত : শিক্ষার অন্যতম উপাদান হিসাবে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কথায় বলে সুস্থ দেহে,সুস্থ মন তৈরি হয়।আর মনকে ঠিক রাখতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মাঠমুখি করতে হবে।সেই লক্ষ্যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের আর বেশী মাঠমুখি হওয়ার বার্তা রাখে পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য, রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনার তথা উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির চিফ প্যাট্রন একেএম ফারহাদ। উল্লেখ্য বুধবার বারাসাত, কাছারী ময়দানে অনুষ্ঠিত হলো ১৪ তম উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা।

শীতের কুয়াশামাখা স্নিগ্ধতায় সাত শতাধিক ক্রীড়াবীদদের উপস্থিতিতে বাংলার রাজ্য সঙ্গীত,ও দেশের জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুভারম্ভ হয় ১৪ তম উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া।খেলোয়াড়দের শপথবাক্য পাঠের মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে খেলা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন বলেন উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির চিফ প্যাট্রন একেএম ফারহাদ এর নেতৃত্বে অসাধারণ ক্রীড়ানুষ্ঠান আয়োজিত হয়। আগামী দিনগুলোতে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি আরও বেশি মাঠমুখি করা যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন। শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি চিফ প্যাট্রন তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সহ সকল কে ধন্যবাদ জানান উঃ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ন গোস্বামী। তিনি বলেন পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের মাঠমুখি করতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা আরো বেশি বাস্তবায়ন করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী পুরো টিম কে শুভেচ্ছা জানিয়ে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আর্জি রাখেন পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের সহ পাঠক্রমিক কার্যাবলীর দিকে নজর দিতে।

উঃ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনার তথা উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির চিফ প্যাট্রন একেএম ফারহাদ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উন্নয়নের পাশাপাশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রী ছাড়া সমাজের সর্বস্তরের জন্য তাঁর গঠনমূলক কাজ বাংলাকে দেশসেরা করে তুলেছে। খেলার মাঠে নবপ্রজন্মের ছেলেমেয়েদের আর বেশী মাঠমুখি হওয়ার আহ্বান রেখে বলেন মোবাইলের আসক্তি কমিয়ে শরীর কে ঠিক রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাকে প্রাধান্য দিতে হবে। বিগত সরকারের আমলে রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল কিন্তু বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সরকার মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ঢেলে সাজাতে বদ্ধপরিকর। চক্রান্তকারীদের কোন স্থান শান্তিপ্রিয় বাংলায় নেই বলে তিনি জানান। মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে রাজ্যস্তরের ক্রীড়া চলতি মাসের ১৫ -১৭ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে মালদা ও মুর্শিদাবাদ জেলায়। তারজন্য রাজ্যের প্রতিটি জেলায় সাফল্যের সাথে অনুষ্ঠিত হচ্ছে জেলা ক্রীড়া। হিংসা ,বিদ্বেষ পিছনে রাজ্য সরকারের সদর্থক দৃষ্টিভঙ্গি বাংলার জনমানসে বহুলাংশে প্রশংসিত। ফারহাদ সাহেব আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসাবে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি,রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিমরা যেভাবে সংখ্যালঘু উন্নয়ন সহ সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

উক্ত ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সচিব সেখ আব্দুল মান্নাফ আলী, উপসচিব ডঃ আজিজার রহমান, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি জাহানারা বিবি,বারাসাতে পরীক্ষা সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শ্রীমতি দিব্যা লোগানাথন, জেলা সংখ্যালঘু আধিকারিক শ্রীমতি পূর্ণিমা দে,উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) কৌশিক রায়, উত্তর ২৪ পরগনা জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মাদ্রাসা ইন ইনচার্জ শ্রীমতি মৌসুমী সরকার ,প্রাক্তন প্রধান শিক্ষক ইরফান আলী বিশ্বাস, আব্দুল হাকিম,সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সহ ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটির সদস্য তথা বোর্ড সদস্য মোজাফফর হোসেন, নূরুল হক বৈদ্য,নূরুল হক, কুতুব আক্তার,সওকাত হোসেন পিয়াদা,আসাদ আলী,ক্রিড়া কমিটির অন্যতম সদস্য সাহাবুদ্দিন চৌধুরী,মানস মন্ডল,তপন, আব্দুল খালেক খান,বসির, অমিত মন্ডল, শম্পা পাত্র,প্রমুখ।

The post উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়ায় অংশগ্রহণকারীদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপনে চিফ প্যাট্রন,একেএম ফারহাদ first appeared on Banglar Janarob.]]>