খেলা জেলা 

উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়ায় অংশগ্রহণকারীদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপনে চিফ প্যাট্রন,একেএম ফারহাদ

শেয়ার করুন

ইসরাফিল বৈদ্য, বারাসাত : শিক্ষার অন্যতম উপাদান হিসাবে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কথায় বলে সুস্থ দেহে,সুস্থ মন তৈরি হয়।আর মনকে ঠিক রাখতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মাঠমুখি করতে হবে।সেই লক্ষ্যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের আর বেশী মাঠমুখি হওয়ার বার্তা রাখে পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য, রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনার তথা উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির চিফ প্যাট্রন একেএম ফারহাদ। উল্লেখ্য বুধবার বারাসাত, কাছারী ময়দানে অনুষ্ঠিত হলো ১৪ তম উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা।

শীতের কুয়াশামাখা স্নিগ্ধতায় সাত শতাধিক ক্রীড়াবীদদের উপস্থিতিতে বাংলার রাজ্য সঙ্গীত,ও দেশের জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুভারম্ভ হয় ১৪ তম উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া।খেলোয়াড়দের শপথবাক্য পাঠের মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে খেলা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন বলেন উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির চিফ প্যাট্রন একেএম ফারহাদ এর নেতৃত্বে অসাধারণ ক্রীড়ানুষ্ঠান আয়োজিত হয়। আগামী দিনগুলোতে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি আরও বেশি মাঠমুখি করা যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন। শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি চিফ প্যাট্রন তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সহ সকল কে ধন্যবাদ জানান উঃ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ন গোস্বামী। তিনি বলেন পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের মাঠমুখি করতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা আরো বেশি বাস্তবায়ন করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী পুরো টিম কে শুভেচ্ছা জানিয়ে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আর্জি রাখেন পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের সহ পাঠক্রমিক কার্যাবলীর দিকে নজর দিতে।

Advertisement

উঃ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনার তথা উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির চিফ প্যাট্রন একেএম ফারহাদ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উন্নয়নের পাশাপাশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রী ছাড়া সমাজের সর্বস্তরের জন্য তাঁর গঠনমূলক কাজ বাংলাকে দেশসেরা করে তুলেছে। খেলার মাঠে নবপ্রজন্মের ছেলেমেয়েদের আর বেশী মাঠমুখি হওয়ার আহ্বান রেখে বলেন মোবাইলের আসক্তি কমিয়ে শরীর কে ঠিক রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাকে প্রাধান্য দিতে হবে। বিগত সরকারের আমলে রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল কিন্তু বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সরকার মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ঢেলে সাজাতে বদ্ধপরিকর। চক্রান্তকারীদের কোন স্থান শান্তিপ্রিয় বাংলায় নেই বলে তিনি জানান। মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে রাজ্যস্তরের ক্রীড়া চলতি মাসের ১৫ -১৭ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে মালদা ও মুর্শিদাবাদ জেলায়। তারজন্য রাজ্যের প্রতিটি জেলায় সাফল্যের সাথে অনুষ্ঠিত হচ্ছে জেলা ক্রীড়া। হিংসা ,বিদ্বেষ পিছনে রাজ্য সরকারের সদর্থক দৃষ্টিভঙ্গি বাংলার জনমানসে বহুলাংশে প্রশংসিত। ফারহাদ সাহেব আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসাবে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি,রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিমরা যেভাবে সংখ্যালঘু উন্নয়ন সহ সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

উক্ত ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সচিব সেখ আব্দুল মান্নাফ আলী, উপসচিব ডঃ আজিজার রহমান, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি জাহানারা বিবি,বারাসাতে পরীক্ষা সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শ্রীমতি দিব্যা লোগানাথন, জেলা সংখ্যালঘু আধিকারিক শ্রীমতি পূর্ণিমা দে,উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) কৌশিক রায়, উত্তর ২৪ পরগনা জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মাদ্রাসা ইন ইনচার্জ শ্রীমতি মৌসুমী সরকার ,প্রাক্তন প্রধান শিক্ষক ইরফান আলী বিশ্বাস, আব্দুল হাকিম,সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সহ ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটির সদস্য তথা বোর্ড সদস্য মোজাফফর হোসেন, নূরুল হক বৈদ্য,নূরুল হক, কুতুব আক্তার,সওকাত হোসেন পিয়াদা,আসাদ আলী,ক্রিড়া কমিটির অন্যতম সদস্য সাহাবুদ্দিন চৌধুরী,মানস মন্ডল,তপন, আব্দুল খালেক খান,বসির, অমিত মন্ডল, শম্পা পাত্র,প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ