Ukraine Russia War | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 15 Apr 2022 04:43:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Ukraine Russia War | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Russia-Ukraine War: ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসী মনোভাবের কারণে তেল ও গ্যাসের উপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে ব্যাপক ক্ষতির মুখে রাশিয়া স্বীকার করলেন প্রেসিডেন্ট পুতিন https://banglarjanarob.com/54716 Fri, 15 Apr 2022 04:43:46 +0000 https://banglarjanarob.com/?p=54716 বাংলার জনরব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ও নাটোর যৌথ সিদ্ধান্তে রাশিয়ার পেট্রোপণ্যের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মস্কো একথা স্বীকার করে নিলেন নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো-কিভ সঙ্ঘাতের পরই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলেছে আমেরিকা এবং নেটো দেশগুলি। ক্রেমলিন আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। শাস্তিস্বরূপ আর্ন্তজাতিক বাজারে রাশিয়ার তেল রফতানি বন্ধ করার সিদ্ধান্তও নেয় দেশগুলি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি জানিয়েছে যে, তারা আর কেনও ভাবেই পেট্রোপণ্য কিনে ক্রেমলিনকে আর্থিক সাহায্য করবে না। তেলের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল হওয়া উচিত নয় বলেও ইউরোপের দেশগুলি…

The post Russia-Ukraine War: ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসী মনোভাবের কারণে তেল ও গ্যাসের উপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে ব্যাপক ক্ষতির মুখে রাশিয়া স্বীকার করলেন প্রেসিডেন্ট পুতিন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ও নাটোর যৌথ সিদ্ধান্তে রাশিয়ার পেট্রোপণ্যের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মস্কো একথা স্বীকার করে নিলেন নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো-কিভ সঙ্ঘাতের পরই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলেছে আমেরিকা এবং নেটো দেশগুলি। ক্রেমলিন আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। শাস্তিস্বরূপ আর্ন্তজাতিক বাজারে রাশিয়ার তেল রফতানি বন্ধ করার সিদ্ধান্তও নেয় দেশগুলি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি জানিয়েছে যে, তারা আর কেনও ভাবেই পেট্রোপণ্য কিনে ক্রেমলিনকে আর্থিক সাহায্য করবে না। তেলের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল হওয়া উচিত নয় বলেও ইউরোপের দেশগুলি জানিয়েছে।

তেল ও গ্যাসের জন্য ইউরোপের দেশগুলি রাশিয়া নির্ভরতা পুরোপুরি কাটিয়ে উঠতে না পারলেও পুতিন স্বীকার করেলেন যে, নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। পেট্রোপণ্যের রফতানি হ্রাস হওয়ায় শিল্পের খরচও বেড়েছে।

বৃহস্পতিবার নিজের বাসভবন থেকে ভার্চুয়াল বৈঠকে প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলার সময় পুতিন উল্লেখ করেন যে, রাশিয়া থেকে পেট্রোপণ্য নিয়ে বহু দেশ এখনও টাকা পাঠায়নি। পাশাপাশি নতুন করে অশোধিত তেলজাত পদার্থের রফতানি বন্ধ হওয়ায় রাশিয়া ক্ষতির মুখে পড়েছে। তেল রফতানি করা এই মুহূর্তে দেশের সব থেকে বড় সমস্যা বলেও তিনি উল্লেখ করেন।

 

The post Russia-Ukraine War: ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসী মনোভাবের কারণে তেল ও গ্যাসের উপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে ব্যাপক ক্ষতির মুখে রাশিয়া স্বীকার করলেন প্রেসিডেন্ট পুতিন first appeared on Banglar Janarob.]]>
রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে ভারতকে ফের হুশিয়ারি দিলো আমেরিকা https://banglarjanarob.com/54376 Tue, 05 Apr 2022 04:01:24 +0000 https://banglarjanarob.com/?p=54376 বাংলার জনরব ডেস্ক:  রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করা নিয়ে ভারত আমেরিকার সম্পর্ক খারাপ  হতে পারে বলে নয়াদিল্লিকে ইঙ্গিতে হুমকি দিল ওয়াশিংটন। ফলে বিশ্লেষক মহলের প্রশ্ন, লাগাতার বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের মুখে কি অবস্থান বদল করবে মোদি সরকার? সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি ইঙ্গিতে বুঝিয়ে দেন ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল আমদানি করলে তা ভারতের ‘স্বার্থে আঘাত হানবে’। এদিন ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জ্বালানি সংক্রান্ত লেনদেনে কোনও আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এটা প্রত্যেকটি দেশের নিজস্ব সিদ্ধান্ত। আমরা এবং আরও কয়েকটি দেশ জ্বালানি (রাশিয়া থেকে)…

The post রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে ভারতকে ফের হুশিয়ারি দিলো আমেরিকা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক:  রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করা নিয়ে ভারত আমেরিকার সম্পর্ক খারাপ  হতে পারে বলে নয়াদিল্লিকে ইঙ্গিতে হুমকি দিল ওয়াশিংটন। ফলে বিশ্লেষক মহলের প্রশ্ন, লাগাতার বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের মুখে কি অবস্থান বদল করবে মোদি সরকার?

সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি ইঙ্গিতে বুঝিয়ে দেন ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল আমদানি করলে তা ভারতের ‘স্বার্থে আঘাত হানবে’। এদিন ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জ্বালানি সংক্রান্ত লেনদেনে কোনও আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এটা প্রত্যেকটি দেশের নিজস্ব সিদ্ধান্ত। আমরা এবং আরও কয়েকটি দেশ জ্বালানি (রাশিয়া থেকে) আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি না রাশিয়া থেকে তেল ও অন্য পণ্য আমদানি করা ভারতের স্বার্থের পক্ষে।”

বলে রাখা ভাল, ইউক্রেনে যুদ্ধের জেরে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা ও ইউরোপের দেশগুলি। ফলে আন্তর্জাতিক বাজারে লাগাতার বাড়ছে অপরিশোধিত তেলের দাম। আর রাজকোষে বিশাল চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে মোদি সরকার। এহেন পরিস্থিতিতে নয়াদিল্লিকে সস্তায় তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। কেন্দ্র সরকারও রুশ তেল অমদানিতে সবুজ সংকেত দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি, নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে যে ইউরোপের দেশগুলি রাশিয়া থেকে তেল কিনছে, তা হলে সেই বিষয়ে ভারতকে নিশানা করার নৈতিক অধিকার কারও নেই। অর্থাৎ, ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জ্বালানির চাহিদা মেটাতে রুশ তেল আমদানি চলবে।

তাৎপর্যপূর্ণ ভাবে, সম্প্রতি ভারতে এসে ডেপুটি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং স্পষ্ট জানিয়ে দেন, রাশিয়ার (Russia) বিরোধিতা না করে ভুল করছে ভারত (India)। বিপদে পড়লে ভারতকে বাঁচাতে আসবে না রাশিয়া, এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে। সেই প্রসঙ্গে জেন সাকির বক্তব্য, “সফরে দলীপ সিং ভারতের প্রতিনিধির কাছে স্পষ্ট করে দিয়েছেন যে রুশ পণ্য আমদানি করা তাদের স্বার্থের পরিপন্থী।”

 

The post রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে ভারতকে ফের হুশিয়ারি দিলো আমেরিকা first appeared on Banglar Janarob.]]>
Russia-Ukraine War: তুরস্কের হস্তক্ষেপেই রাশিয়া – ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিরতি ! কোন যাদু মন্ত্রে রাশিয়াকে সেনা প্রত্যাহারে রাজি করালেন এরদোগান! জানতে হলে ক্লিক করুন https://banglarjanarob.com/54148 Tue, 29 Mar 2022 17:02:01 +0000 https://banglarjanarob.com/?p=54148 বাংলার জনরব ডেস্ক : আমেরিকা পারেনি, ফ্রান্স পারেনি, ইংল্যান্ড পারেনি কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি হয়ে গেল এক আকস্মিক ভাবেই। শান্তির আহ্বানে বিশ্বের বৃহৎ রাষ্ট্রশক্তিগুলির যখন ব্যর্থ হয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে, ঠিক তখনই এগিয়ে এলো তুরস্ক। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতার ভূমিকায় দেখা গেল তুরস্ককে। তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের আহবানে সাড়া দিয়ে ৩৪ দিনের চলা যুদ্ধ এক লহমায় থেমে গেল যা বিশ্বের ইতিহাসে নজির হয়ে থেকে যাবে। আপাতত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি জারি রয়েছে আর এর নেপথ্যে রয়েছে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের মধ্যস্থতা। যে কাজ ভারতের করার কথা ছিল…

The post Russia-Ukraine War: তুরস্কের হস্তক্ষেপেই রাশিয়া – ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিরতি ! কোন যাদু মন্ত্রে রাশিয়াকে সেনা প্রত্যাহারে রাজি করালেন এরদোগান! জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আমেরিকা পারেনি, ফ্রান্স পারেনি, ইংল্যান্ড পারেনি কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি হয়ে গেল এক আকস্মিক ভাবেই। শান্তির আহ্বানে বিশ্বের বৃহৎ রাষ্ট্রশক্তিগুলির যখন ব্যর্থ হয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে, ঠিক তখনই এগিয়ে এলো তুরস্ক। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতার ভূমিকায় দেখা গেল তুরস্ককে। তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের আহবানে সাড়া দিয়ে ৩৪ দিনের চলা যুদ্ধ এক লহমায় থেমে গেল যা বিশ্বের ইতিহাসে নজির হয়ে থেকে যাবে। আপাতত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি জারি রয়েছে আর এর নেপথ্যে রয়েছে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের মধ্যস্থতা। যে কাজ ভারতের করার কথা ছিল ইচ্ছা করলে নারেন্দ্র মোদি এ কাজে এগিয়ে আসতে পারতেন কিন্তু তিনি করতে পারলেনন একটি মুসলিম রাষ্ট্রের প্রধান সেই কাজ খুব সহজেই করে দেখিয়ে দিলেন।

ঘটনাচক্রে, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-র গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক। যে নেটো-তে যোগদানের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তৎপরতাকে যুদ্ধের ‘অন্যতম কারণ’ হিসেবে প্রকাশ্যে চিহ্নিত করেছে মস্কো! এই পরিস্থিতিতে কেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন দখলের অভিযানে সাময়িক ইতি টানতে রাজি হলেন, তার নানা ‘ব্যাখ্যা’ শোনা যাচ্ছে কূটনৈতিক বিশেষজ্ঞদের মুখে। আর সেই সঙ্গে অনিবার্য ভাবে উঠে আসছে তুরস্কের ভূমিকার কথা।

দেড় বছর আগেও একই ভাবে মস্কোর উপর আঙ্কারার ‘প্রভাব’ দেখা গিয়েছিল। ২০২০ সালের শেষে নগোর্নো কারাবাখের দখল ঘিরে আজেরবাইজান-আর্মেনিয়া যুদ্ধের সময় প্রকাশ্যে আজেরবাইজানকে সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। যদিও পুতিনের সমর্থন ছিল আর্মেনিয়ার দিকে। দু’মাসের যুদ্ধে আর্মেনিয়া কোণঠাসা হয়ে পড়ে শান্তির পথে হাঁটতে বাধ্য হয়েছিল। এ বার মস্কো-কিভ আলোচনার চলাকালীনই তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত সভসগলু যে ভাবে আগ বাড়িয়ে ‘শান্তির পথে অগ্রগতি’র কথা ঘোষণা করেছেন, তা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

অনেকের মতে, রাশিয়ার উপর তুরস্কের এই প্রভাবের পিছনে রয়েছে ভৌগলিক অবস্থান। রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়ার সেবাস্তিপোল বন্দরের সঙ্গে ইউরোপের জলপথ যোগাযোগের একমাত্র পথ হল কৃষ্ণসাগর হয়ে তুর্কী প্রণালীর মাধ্যমে ভূমধ্যসাগরের সাথে সংযোগ ঘটা এই কৃষ্ণ সাগরের তীরে পূর্ব ইউরোপের এবং ককেশাসের ৭ টি দেশ রয়েছে। রাশিয়ার হাতে থাকা এক মাত্র সেবাস্তিপোল বন্দরই উষ্ণ স্রোতের কারণে সারা বছর সচল থাকে। যুদ্ধ পরিস্থিতির কারণে তুর্কি প্রণালী বন্ধ করার জন্য ইতিমধ্যেই তুরস্কের কাছে আবেদন জানিয়েছে নেটো-র একাধিক সদস্যরাষ্ট্র। ফলে শঙ্কা ছিল মস্কোর।

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনের মাটিতে আক্রমণ শুরু করেছিল রাশিয়া। পুতিনের দাবি ছিল, প্রেসিডেন্ট জেলেনস্কির জমানায় ইউক্রেনের মাটিতে ‘রুশ গণহত্যা’ রুখতেই এ হামলা। আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার তিন দিন আগে পুতিন ইউক্রেনের সেই ‘গণহত্যাস্থল’ ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে (যাদের একত্রে ডনবাস বলা হয়) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন পুতিন।

তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ডনবাসকে ‘স্বশাসন’ দেওয়ার রুশ প্রস্তাব বিবেচনায় রাজি হয়েছে কিভ। এ ছাড়া, ২০১৪ সালের যুদ্ধে ইউক্রেনের হাত থেকে বেদখল হওয়া ক্রাইমিয়াকে তাঁদের দেশের অংশ বলে স্বীকৃতি দেওয়া হোক বলেও দাবি করেছিলেন পুতিন। সে বিষয়েও ইতিবাচক ইঙ্গিত মিলেছে। আলোচনায় ক্রাইমিয়ার পথে পশ্চিম ইউরোপে রুশ গ্যাস পাইপলাইন বসানোর প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে তুরস্ক সরকারের একটি সূত্র জানিয়েছে।

তথ্যসূত্র ডিজিটাল আনন্দবাজার।

 

 

The post Russia-Ukraine War: তুরস্কের হস্তক্ষেপেই রাশিয়া – ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিরতি ! কোন যাদু মন্ত্রে রাশিয়াকে সেনা প্রত্যাহারে রাজি করালেন এরদোগান! জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
Russia-Ukraine War: রাশিয়া অসামরিক এলাকায় বোমা বর্ষণ করছে,রাস্তায় পড়ে থাকা মৃতদেহ গোনাই অসম্ভব! দাবি মারিয়োপোলের মেয়রের https://banglarjanarob.com/53528 Sat, 12 Mar 2022 04:25:54 +0000 https://banglarjanarob.com/?p=53528 বাংলার জনরব ডেস্ক : ইউক্রেন রাশিয়া যুদ্ধে এখন ইউক্রেনের অবস্থা খুব খারাপ। যুদ্ধক্ষেত্রে নয়, রুশ সেনাবাহিনীর আক্রমণ এ বার ইউক্রেনের নাগরিকদের উপর। অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হাসপাতাল, স্কুল, দোকান-বাজারের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে পুতিন-সেনা। মুহুর্মুর্হু বোমা ফেলছে শহরবাসীর উপর। আহত হচ্ছেন বহু সাধারণ মানুষ। রাস্তাতেই মৃত্যু হচ্ছে অনেকের। এমনই অভিযোগ ইউক্রেনের। ইউক্রেনের দাবি, রাশিয়ার নতুন কৌশল হল নাগরিকদের উপর আক্রমণ করে প্রশাসনের চাপ বাড়িয়ে দেওয়া। ইতিমধ্যে খাদ্য ও পানীয়ের সমস্যা, বেকারত্বের সমস্যা শুরু হয়ে গিয়েছে জেলেনস্কির দেশে। সংবাদ সংস্থার দাবি, শুক্রবারই রুশ বাহিনীর এই নয়া কৌশলের প্রমাণ মিলেছে। একটি জুতোর কারখানা,…

The post Russia-Ukraine War: রাশিয়া অসামরিক এলাকায় বোমা বর্ষণ করছে,রাস্তায় পড়ে থাকা মৃতদেহ গোনাই অসম্ভব! দাবি মারিয়োপোলের মেয়রের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ইউক্রেন রাশিয়া যুদ্ধে এখন ইউক্রেনের অবস্থা খুব খারাপ। যুদ্ধক্ষেত্রে নয়, রুশ সেনাবাহিনীর আক্রমণ এ বার ইউক্রেনের নাগরিকদের উপর। অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হাসপাতাল, স্কুল, দোকান-বাজারের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে পুতিন-সেনা। মুহুর্মুর্হু বোমা ফেলছে শহরবাসীর উপর। আহত হচ্ছেন বহু সাধারণ মানুষ। রাস্তাতেই মৃত্যু হচ্ছে অনেকের। এমনই অভিযোগ ইউক্রেনের।

ইউক্রেনের দাবি, রাশিয়ার নতুন কৌশল হল নাগরিকদের উপর আক্রমণ করে প্রশাসনের চাপ বাড়িয়ে দেওয়া। ইতিমধ্যে খাদ্য ও পানীয়ের সমস্যা, বেকারত্বের সমস্যা শুরু হয়ে গিয়েছে জেলেনস্কির দেশে। সংবাদ সংস্থার দাবি, শুক্রবারই রুশ বাহিনীর এই নয়া কৌশলের প্রমাণ মিলেছে। একটি জুতোর কারখানা, একটি মানসিক হাসপাতাল এবং বহুতল আবাসনে বোমা ফেলেছে রুশ সেনা। তাতে বেশ কয়েক জন নাগরিকের হতাহতের খবর মিলেছে। আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, এ ভাবেই ইউক্রেনের উপর নতুন পদ্ধতিতে চাপ সৃষ্টি করছে রাশিয়া।

রাষ্ট্রপুঞ্জ জানাচ্ছে, উত্তর-পশ্চিম ইউক্রেনের ডিনিপ্রোর একটি কিন্ডারগার্টেন স্কুল, একটি বহুতল আবাসন এবং দোতলা জুতো কারখানার উপরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার খবর মিলেছে। ইউক্রেনের দাবি, এতে কমপক্ষে ৫৬৪ সাধারণ নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জনবহুল এলাকায় রুশ সেনার আক্রমণে গুরুতর আহত হয়েছেন ৯৮২ জন। অভিযোগ, সাধারণ নাগরিকের উপর আক্রমণে ব্যবহার হচ্ছে ভারী কামান, রকেট এবং নিষিদ্ধ কিছু যুদ্ধাস্ত্র।

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার মুখপাত্র লিজ থ্রোসেল জানান, ইউক্রেনের স্কুল, হাসপাতাল এবং কিন্ডারগার্টেনগুলিতে ধ্বংসাত্মক হামলা চলেছে। রুশ বাহিনীর আক্রমণে অন্তত ২৬টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। অন্য দিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মুখপাত্র তারিক জাসারেভিচ জানান, পশ্চিম ইউক্রেনে দুই স্বাস্থ্যকর্মী-সহ ১২ জন নাগরিক নিহত হয়েছেন বলে খবর পেয়েছেন তাঁরা। তা ছাড়া আহত ৩৪ জনের মধ্যে রয়েছেন আট জন স্বাস্থ্যকর্মী।

যুদ্ধের ফলে ইতিমধ্যে ইউক্রেনে শুরু হয়েছে খাদ্যসঙ্কট। পানীয় জলের সরবরাহ কমে আসছে। চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না মানুষজন। ক্রমশ বাড়ছে শরণার্থী সমস্যা। রাষ্ট্রপুঞ্জ জানাচ্ছে, ইতিমধ্যে প্রায় ২৫ লক্ষ ইউক্রেনীয় দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

মারিয়োপোলের পরিস্থিতি এমনই যে, সেখানকার মেয়র দাবি করেছেন রাস্তায় পড়ে থাকা মৃতদেহ গোনাই অসম্ভব হয়ে পড়েছে। কারণ, রুশ সেনার বোমা এবং ক্ষেপণাস্ত্র বর্ষণে কোনও বিরতি থাকছে না। মেয়রের উপদেষ্টা পিওত্র আন্দ্রিউশেঙ্কার কথায়, ‘‘রাশিয়া আমাদের সঙ্গে যা করছে, তা বর্ণনার জন্য কোনও শব্দ আবিষ্কার হয়নি।’’

সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

The post Russia-Ukraine War: রাশিয়া অসামরিক এলাকায় বোমা বর্ষণ করছে,রাস্তায় পড়ে থাকা মৃতদেহ গোনাই অসম্ভব! দাবি মারিয়োপোলের মেয়রের first appeared on Banglar Janarob.]]>
Sensex: পড়ছে শেয়ার বাজার, আরও চড়ছে পেট্রো- পণ্যের দাম! ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মাসুল গুনছে ভারত https://banglarjanarob.com/53389 Tue, 08 Mar 2022 04:48:48 +0000 https://banglarjanarob.com/?p=53389 বাংলার জনরব ডেস্ক : ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কে সামনে রেখে অপরিশোধিত তেলের দাম ১৩ বছরে এই প্রথম ব্যারেলে ১৩৯ ডলার ছুঁয়েছে। ফলে সোমবার সকালে বিশ্ব জুড়ে হুড়মুড়িয়ে পড়তে শুরু করেছিল শেয়ার বাজার। লগ্নিকারীদের শেয়ার বিক্রির হুড়োহুড়িতে ভারতে সেনসেক্স এক ধাক্কায় নেমে যায় প্রায় ২০০০ (১৯৬৬.৭১)। পরে সামলে দিন শেষ করে ১৪৯১ পয়েন্ট পতনে। দাঁড়ায় ৫২,৮৪২.৭৫ অঙ্কে। যা সাত মাসের মধ্যে সব থেকে কম। বহু দিন পরে নিফ্‌টিও থেমেছে ১৬,০০০-এর নীচে (১৫,৮৬৩.১৫)। শেয়ার বাজারের এই দুর্দিনে আরও চড়েছে সোনার দাম। সোমবার পাকা সোনা (১০ গ্রাম) জিএসটি না-ধরেই শনিবারের থেকে ১০৫০ টাকা…

The post Sensex: পড়ছে শেয়ার বাজার, আরও চড়ছে পেট্রো- পণ্যের দাম! ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মাসুল গুনছে ভারত first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কে সামনে রেখে অপরিশোধিত তেলের দাম ১৩ বছরে এই প্রথম ব্যারেলে ১৩৯ ডলার ছুঁয়েছে। ফলে সোমবার সকালে বিশ্ব জুড়ে হুড়মুড়িয়ে পড়তে শুরু করেছিল শেয়ার বাজার। লগ্নিকারীদের শেয়ার বিক্রির হুড়োহুড়িতে ভারতে সেনসেক্স এক ধাক্কায় নেমে যায় প্রায় ২০০০ (১৯৬৬.৭১)। পরে সামলে দিন শেষ করে ১৪৯১ পয়েন্ট পতনে। দাঁড়ায় ৫২,৮৪২.৭৫ অঙ্কে। যা সাত মাসের মধ্যে সব থেকে কম। বহু দিন পরে নিফ্‌টিও থেমেছে ১৬,০০০-এর নীচে (১৫,৮৬৩.১৫)। শেয়ার বাজারের এই দুর্দিনে আরও চড়েছে সোনার দাম। সোমবার পাকা সোনা (১০ গ্রাম) জিএসটি না-ধরেই শনিবারের থেকে ১০৫০ টাকা বেড়ে পৌঁছেছে ৫৪,১৫০ টাকায়। কর ধরে ৫৫,৭৭৫ টাকা। ফলে গয়নার বাজারও আগুন।

বিশেষজ্ঞদের দাবি, রাশিয়া-ইউক্রেন সংঘাতের আবহে বহু দিন ধরেই পড়ছে সূচক। এই দফায় একটানা পতন চলছে বুধবার থেকে। মূল্যবৃদ্ধি মাথা তোলার এবং আর্থিক বৃদ্ধি পিছলে যাওয়ার ভয় এ দিন আরও চেপে ধরে ভারত-সহ গোটা বিশ্বের বাজারকে। টানা চার দিনে সেনসেক্স আড়াই হাজারেরও বেশি পড়েছে। লগ্নিকারীরা হারিয়েছেন প্রায় ১১.২৮ লক্ষ কোটি টাকা।

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়াল বলেন, “ভারতীয় অর্থনীতির গতিকে ক্রমশ রুদ্ধ করছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সব থেকে বেশি সমস্যা তৈরি করবে তেলের দাম বৃদ্ধি। অনেকেই ভাবছেন, যুদ্ধ বন্ধ হলে বাজার ফের বাড়তে শুরু করবে। কিন্তু ইতিমধ্যেই শেয়ার সম্পদের যে ক্ষতি হয়েছে, তা কত দিনে পূরণ হবে বলা মুশকিল।’’

একই মত ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখের। তিনি বলেন, “ভারতে আর্থিক ক্ষেত্রের মৌলিক উপাদানগুলি ভাল অবস্থায় ছিল। কিন্তু যুদ্ধ সেগুলিকে বিধ্বস্ত করছে। তেলের দাম মূল্যবৃদ্ধির হারকে কোথায় নিয়ে যাবে, তা কেউ আন্দাজই করতে পারছে না। এ দিকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি প্রতি দিন মোটা অঙ্কের শেয়ার বিক্রি করছে এ দেশে। মিউচুয়াল ফান্ড-সহ ভারতীয় আর্থিক সংস্থাগুলির লগ্নি বাজারকে আরও বড় ধসের হাত থেকে রক্ষা করে চলেছে। কিন্তু এত লগ্নি মুছে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হচ্ছে অর্থনীতির।’’

বাজারে এখন ফাটকাবাজ বাড়বে, মন্তব্য বিশেষজ্ঞ অজিত দে-র। তিনি বলেন, “এমনিতে সূচক এতটা পড়ে যাওয়ায় কম দামে অনেক ভাল শেয়ার কেনার সুযোগ খুলেছে। সাধারণ ক্ষুদ্র লগ্নিকারীদের দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করার এটাই সময়। তবে অনিশ্চিত বাজারে ফাটকাবাজদের ভূমিকা বাড়ে। ফলে সতর্ক হয়ে পা ফেলতে হবে।’’ সকলেরই ধারণা, সংঘর্ষ বন্ধ না-হওয়া পর্যন্ত বাজার অনিশ্চিত থাকবে।

সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

The post Sensex: পড়ছে শেয়ার বাজার, আরও চড়ছে পেট্রো- পণ্যের দাম! ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মাসুল গুনছে ভারত first appeared on Banglar Janarob.]]>