Sudip Bandopadhyay | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sat, 16 Jul 2022 10:19:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Sudip Bandopadhyay | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 TMC : ‘বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক আসলে আলোচনার ভান, তাই তৃণমূল এই বৈঠকে নেই’ : ডেরেক https://banglarjanarob.com/58461 Sat, 16 Jul 2022 10:19:34 +0000 https://banglarjanarob.com/?p=58461 বাংলার জনরব ডেস্ক : আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আগামী ১৬ জুলাই শনিবার স্পিকার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সেই বৈঠক বয়কট করল তৃণমূল। Union govt never allow a discussion on any ‘people centric’ issue in #Parliament They run scared making a mockery of #ParliamentaryDemocracy PRE-SESSION ALL PARTY MEETINGS NOW A SHAM. PM photo-op where Govt says ‘we are willing to discus any subject’ but end up ignoring Oppn — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 16, 2022 টুইটারে শনিবার ডেরেক লিখেছেন, ‘সংসদে কখনও কোনও…

The post TMC : ‘বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক আসলে আলোচনার ভান, তাই তৃণমূল এই বৈঠকে নেই’ : ডেরেক first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আগামী ১৬ জুলাই শনিবার স্পিকার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সেই বৈঠক বয়কট করল তৃণমূল।

টুইটারে শনিবার ডেরেক লিখেছেন, ‘সংসদে কখনও কোনও জনকেন্দ্রিক বিষয়ে কেন্দ্র আলোচনার অনুমোদন দেয় না। সংসদীয় গণতন্ত্রকে উপহাস করে ওরা ভয়ে পালায়।’ এখানেই শেষ নয়। তৃণমূলের রাজ্যসভার সাংসদের কটাক্ষ, ‘বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক আসলে আলোচনার ভান। তাই তৃণমূল এই বৈঠকে নেই।’ টুইটারে ডেরেক লেখেন, ‘প্রথমে সরকার পক্ষ বলে, আমরা যে কোনও বিষয়ে আলোচনায় ইচ্ছুক। শেষ পর্যন্ত তারা বিরোধীদের উপেক্ষাই করে।’

আগামী ১৮ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ অগস্ট পর্যন্ত। সেই অধিবেশনের প্রাক্কালে ১৬ জুলাই, লোকসভার সাংসদদের একটি বৈঠকে ডাকেন লোকসভার স্পিকার। শনিবার বিকেল চারটে নাগাদ ওই বৈঠক রয়েছে। ১৭ জুলাই, রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। বাদল অধিবেশনকে ফলপ্রসূ করতেই এই দু’দিনের এই বৈঠক ডাকা হয়েছে বলে দাবি কেন্দ্রের শাসকদলের। তবে সেই বৈঠকে থাকবে না তৃণমূল বলে জানা গেছে। ইতি মধ্যে তৃনমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পীকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন স্পীকারের ডাকা বৈঠকে তৃনমূল থাকবে না।

The post TMC : ‘বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক আসলে আলোচনার ভান, তাই তৃণমূল এই বৈঠকে নেই’ : ডেরেক first appeared on Banglar Janarob.]]>
Rampurhat Violence : রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাজ্যপালকে সরানোর দাবি জানালেন তৃণমূলের সংসদীয় দল https://banglarjanarob.com/53931 Thu, 24 Mar 2022 11:31:25 +0000 https://banglarjanarob.com/?p=53931 বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটে বগটুই গ্রামে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে দিতে চান তৃণমূল কংগ্রেসের লোকসভার পরিষদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল রাজ্যপালকে রাজ্য থেকে সরানোর দাবি জানান। আজ বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের রিপোর্ট দিয়ে এমনই দাবি তুলল তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। সাক্ষাতের পর তৃণমূল প্রতিনিধিদের দাবি, অমিত শাহ সবরকমভাবে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনিও বিশ্বাস করেন, এই ঘটনা নিঃসন্দেহে নৃশংস, কিন্তু এর সঙ্গে রাজনীতির…

The post Rampurhat Violence : রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাজ্যপালকে সরানোর দাবি জানালেন তৃণমূলের সংসদীয় দল first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটে বগটুই গ্রামে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে দিতে চান তৃণমূল কংগ্রেসের লোকসভার পরিষদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল রাজ্যপালকে রাজ্য থেকে সরানোর দাবি জানান।

আজ বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের রিপোর্ট দিয়ে এমনই দাবি তুলল তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। সাক্ষাতের পর তৃণমূল প্রতিনিধিদের দাবি, অমিত শাহ সবরকমভাবে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনিও বিশ্বাস করেন, এই ঘটনা নিঃসন্দেহে নৃশংস, কিন্তু এর সঙ্গে রাজনীতির যোগ নেই, এমনই দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee)।

সোমবার রাতে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপর রাতারাতি বগটুই গ্রামে জ্বলে ওঠে আগুন। তাতে ১০ টি বাড়ি পুডে়ছে, নিহত হয়েছেন ৮ জন। ঘটনায় সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। গাফিলতির অভিযোগে পুলিশ প্রশাসনের একাধিক পদাধিকারীর বিরুদ্ধে কড়া শাস্তি ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীই। এসব নিয়েই বৃহস্পতিবার সংসদ চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূলের ১৩ প্রতিনিধি। নেতৃত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন।

অমিত শাহর সঙ্গে দেখা করার পর বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ”স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছি যে প্রশাসন এই ঘটনায় অত্যন্ত দ্রুত কী কী পদক্ষেপ নিয়েছে। জানিয়েছি, ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিট তৈরি হয়েছে। আমরা বলেছি, এটা ওখানকার পারিবারিক, গ্রাম্য বিবাদ। রাজনীতি নেই। তিনি সবরকমভাবে সাহায্য়ের আশ্বাস দিয়েছেন। তিনিও বিশ্বাস করেন যে এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই। তবে ঘটনাকে অত্যন্ত নৃশংস।”

 

 

The post Rampurhat Violence : রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাজ্যপালকে সরানোর দাবি জানালেন তৃণমূলের সংসদীয় দল first appeared on Banglar Janarob.]]>