state Election commission | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 27 Feb 2022 13:12:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg state Election commission | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 BJP: পুরসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভোট-সন্ত্রাসের অভিযোগে সোমবার পথে নেমে বাংলা বন্ধের ডাক বিজেপির https://banglarjanarob.com/53066 Sun, 27 Feb 2022 13:12:42 +0000 https://banglarjanarob.com/?p=53066 বাংলার জনরব ডেস্ক : রাজ্যজুড়ে পৌরসভা নির্বাচনে ভোট সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল সোমবার বাংলা বন্ধের ডাক দিলো বিজেপি। রবিবার রাজ্যে ১০৮ পুরসভায় ছিল নির্বাচন। দিনভর নানা অভিযোগ তুলেছে বিজেপি। আর ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই বাংলা বন্‌ধের ডাক দিল গেরুয়া শিবির। শুধু বন্‌ধ ডাকাই নয়, তা সফল করতে রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নামবেন বলেও গেরুয়া শিবিরের পক্ষে রবিবার জানানো হয়েছে। রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দলের প্রার্থী, কর্মী, সমর্থকরা আক্রান্ত বলে অভিযোগ তুলে আসছিল বিজেপি। দুপুরে জানানো হয়, বিকেল ৪টের সময় একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করা হবে। পরে…

The post BJP: পুরসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভোট-সন্ত্রাসের অভিযোগে সোমবার পথে নেমে বাংলা বন্ধের ডাক বিজেপির first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাজ্যজুড়ে পৌরসভা নির্বাচনে ভোট সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল সোমবার বাংলা বন্ধের ডাক দিলো বিজেপি। রবিবার রাজ্যে ১০৮ পুরসভায় ছিল নির্বাচন। দিনভর নানা অভিযোগ তুলেছে বিজেপি। আর ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই বাংলা বন্‌ধের ডাক দিল গেরুয়া শিবির। শুধু বন্‌ধ ডাকাই নয়, তা সফল করতে রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নামবেন বলেও গেরুয়া শিবিরের পক্ষে রবিবার জানানো হয়েছে।

রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দলের প্রার্থী, কর্মী, সমর্থকরা আক্রান্ত বলে অভিযোগ তুলে আসছিল বিজেপি। দুপুরে জানানো হয়, বিকেল ৪টের সময় একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করা হবে। পরে সেটি পিছিয়ে বিকেল ৫টা করা হয়। তখনই অনুমান করা হয়েছিল, কোনও বড় ঘোষণা হতে পারে গেরুয়া শিবিরের পক্ষে।

কারণ, এই সাংবাদিক বৈঠকে রাজ্য দফতরে হাজির ছিলেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। সেই সঙ্গে বালুরঘাট থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, খড়্গপুর থেকে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং কাঁথি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিক বৈঠকে যোগ দেন। ভার্চুয়ালি ভাটপাড়া থেকে ছিলেন দলের সাংসদ অর্জুন সিংহ।

সাংবাদিক বৈঠকের শুরুতেই বিজেপি-র পক্ষে বিভিন্ন পুরসভা এলাকায় কী ভাবে দলের প্রার্থী ও কর্মীদের উপরে আক্রমণ হয়েছে, তার অভিযোগ তোলা হয়। বলা হয়, এর প্রেক্ষিতেই রাজ্যে সোমবার ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, শাসক তৃণমূল সোমবার গায়ের জোরে ভোট করিয়েছে। বহু জায়গায় ভোট লুঠ হয়েছে। বিজেপি-র অভিযোগ, পুলিশ কোথাও দর্শকের আচরণ করেছে কোথাও তৃণমূলকে সহযোগিতা করেছে।

 

The post BJP: পুরসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভোট-সন্ত্রাসের অভিযোগে সোমবার পথে নেমে বাংলা বন্ধের ডাক বিজেপির first appeared on Banglar Janarob.]]>
Municipal Election 2022 : চার পুর নিগমের নির্বাচন পিছিয়ে যাচ্ছে, সম্ভবত ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে! https://banglarjanarob.com/51463 Sat, 15 Jan 2022 07:07:06 +0000 https://banglarjanarob.com/?p=51463 বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগামী তিন সপ্তাহ পিছিয়ে যাচ্ছে রাজ্যের চার পুরনিগমের ভোট। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয় বর্তমান করোনা পরিস্থিতি ৪ থেকে ৮ সপ্তাহ এই নির্বাচন পেছানো যায় কিনা তা ভেবে দেখতে বলে। এর পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া যায় কিনা তা নিয়ে পরামর্শ চায়। সূত্রের খবর রাজ্য সরকার নির্বাচন পিছিয়ে দেয়ার পক্ষে মত প্রকাশ করেছে। জানা গেছে আগামী ১২ ই ফেব্রুয়ারি ৪ পুরনিগমের নির্বাচন করতে চাই রাজ্য সরকার এই মর্মে নির্বাচন…

The post Municipal Election 2022 : চার পুর নিগমের নির্বাচন পিছিয়ে যাচ্ছে, সম্ভবত ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগামী তিন সপ্তাহ পিছিয়ে যাচ্ছে রাজ্যের চার পুরনিগমের ভোট। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয় বর্তমান করোনা পরিস্থিতি ৪ থেকে ৮ সপ্তাহ এই নির্বাচন পেছানো যায় কিনা তা ভেবে দেখতে বলে। এর পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া যায় কিনা তা নিয়ে পরামর্শ চায়। সূত্রের খবর রাজ্য সরকার নির্বাচন পিছিয়ে দেয়ার পক্ষে মত প্রকাশ করেছে। জানা গেছে আগামী ১২ ই ফেব্রুয়ারি ৪ পুরনিগমের নির্বাচন করতে চাই রাজ্য সরকার এই মর্মে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

উল্লেখ্য,পুরভোট পিছনোর দাবি নিয়ে একাধিক মামলার পর্যালোচনার পর শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ তাদের রায়ে বলে, “আমাদের মতামত হল রাজ্যের বর্তমান সংক্রমণ পরিস্থিতি এবং নির্বাচন হতে যাওয়া চার পুরনিগমের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)।” আদালতের নির্দেশ, এই পরিস্থিতিতে নির্বাচন হলে তা জনস্বার্থের পক্ষে হিতকর হবে নাকি তা খতিয়ে দেখতে হবে। এবং নির্বাচন চার থেকে ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কি না তা বিবেচনা করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।

আদালতের (Calcutta High Court) তরফে নির্দেশ আসার পরই তৎপরতা শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, শনিবার বেলার দিকে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কমিশন কর্তারা। বৈঠকে উপস্থিত থাকবেন আইনজীবীরাও। ওই বৈঠকের পরই নতুন ভোটের দিন ঘোষণা করা হবে।

শুক্রবার রাতের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে ১২ ফেব্রুয়ারি চার পুরসভার ভোট হবে। তবে শুক্রবার হাই কোর্ট যে রায় দিয়েছে তাতে স্পষ্ট, বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট করানো বা ভোট স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই। তারাই ‘স্বাধীন ভাবে’ বিবেচনা করবে এই পরিস্থিতিতে ভোট করানো উচিত কি না।

এই নির্দেশের পাশাপাশি মামলাটিরও নিষ্পত্তি করেছে আদালত। ফলে কমিশন যে সিদ্ধান্ত নিক না কেন তা তাদের আর আদালতে জানানোর বাধ্যবাধকতা থাকছে না। মামলাকারীদের উদ্দেশে আদালত জানিয়েছে, ওই চার পুরনিগমের কোভিড পরিস্থিতি নিয়ে যত তথ্য রয়েছে তা কমিশনের কাছে জমা দিতে পারবেন মামলাকারীরা।

সূত্রের খবর, কঠোর বিধি জারি রেখে ওই চার পুরনিগমের নির্বাচন করাতে চাইছে কমিশন। ভোট প্রচার থেকে শুরু করে সব ক্ষেত্রেই একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। কোয়ারেন্টাইন এলাকার ভোটারদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর বিধি জারি করে ভোটগ্রহণ করা হবে। এদিকে, হাই কোর্টের রায়ের পরও ভোট পিছিয়ে দেওয়ার অবস্থানে অনড় বিজেপি (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। মানুষের প্রাণ বিপন্ন করে গণতন্ত্র রক্ষার কোনও মানে হয় না। ভোট পিছনোর দরকার এটা সবাই বুঝেছেন।”

The post Municipal Election 2022 : চার পুর নিগমের নির্বাচন পিছিয়ে যাচ্ছে, সম্ভবত ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে! first appeared on Banglar Janarob.]]>
করোনার পরিস্থিতিতে কিভাবে চার পুরনিগমে ভোট করানো সম্ভব? রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিলো হাইকোর্ট https://banglarjanarob.com/51312 Tue, 11 Jan 2022 10:37:22 +0000 https://banglarjanarob.com/?p=51312 বাংলার জনরব ডেস্ক : আগামী ২২শে জানুয়ারি রাজ্যের রাজ্যের যে চারটি পুর নিগমের ভোট হবে ওইসব এলাকার করোনা পরিস্থিতি নিয়ে তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট।আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর পুরনিগমের কোথায়, কত কোভিড-১৯ সংক্রমণ হয়েছে, কতগুলি গণ্ডিবদ্ধ এলাকা (কন্টেনমেন্ট জোন) রয়েছে, সে বিষয়ে মঙ্গলবার রাজ্যের কাছে তথ্য চাইল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এই পরিস্থিতিতে কী ভাবে ভোট করানো সম্ভব তা রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে এ বিষয়ে জবাব দিতে বলেছে হাই কোর্ট। বৃহস্পতিবার এই…

The post করোনার পরিস্থিতিতে কিভাবে চার পুরনিগমে ভোট করানো সম্ভব? রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিলো হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আগামী ২২শে জানুয়ারি রাজ্যের রাজ্যের যে চারটি পুর নিগমের ভোট হবে ওইসব এলাকার করোনা পরিস্থিতি নিয়ে তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট।আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর পুরনিগমের কোথায়, কত কোভিড-১৯ সংক্রমণ হয়েছে, কতগুলি গণ্ডিবদ্ধ এলাকা (কন্টেনমেন্ট জোন) রয়েছে, সে বিষয়ে মঙ্গলবার রাজ্যের কাছে তথ্য চাইল কলকাতা হাইকোর্ট।

একই সঙ্গে এই পরিস্থিতিতে কী ভাবে ভোট করানো সম্ভব তা রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে এ বিষয়ে জবাব দিতে বলেছে হাই কোর্ট। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

রাজ্যের আসন্ন চার পুরভোট পিছনোর আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন সমাজকর্মী বিমল ভট্টাচার্য। তারই জেরে এই শুনানি। বিমলের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য শুনানিতে জানান, রাজ্যের ওই চার পুরসভার মেয়াদ আগেই শেষ হয়েছে, রাজ্য সরকার নিযুক্ত প্রশাসকেরা কাজ চালাচ্ছেন। ফলে এখন ভোট না হলেও সাংবিধানিক সঙ্কটের প্রশ্ন নেই।

হাই কোর্ট সম্প্রতি রাজ্যের মতে সায় দিয়ে গঙ্গাসাগর মেলার আয়োজনে ছাড়পত্র দিয়েছে। মামলাকারীর আর এক আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, তিথি-নক্ষত্র ধরে নির্ঘণ্ট মেনে সাগরমেলার আয়োজন করতে হয়। পুরভোটের ক্ষেত্রে এমন কোনও বাধ্যবাধকতা নেই। তা ছাড়া, সাগরমেলার আয়োজনের ক্ষেত্রে রাজ্য সরকার কঠোর ভাবে কোভিডবিধি মেনে চালার প্রতিশ্রুতি দিলেও পুরভোটের প্রচারের ক্ষেত্রে কোনও রাজনৈতিক দলই রাজ্য নির্বাচন কমিশনের কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনে চলছে না।

আগামী ২২ জানুয়ারি আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগর পুরসভায় ভোটগ্রহণ। গণনা হবে ২৫ জানুয়ারি। করোনার পরিস্থিতির মধ্যে ভোট, ভোটের প্রচার এবং সভা হলে সংক্রমণ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

The post করোনার পরিস্থিতিতে কিভাবে চার পুরনিগমে ভোট করানো সম্ভব? রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিলো হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>
Municipal Election : মে মাসের মধ্যে ৬ থেকে ৮ দফায় পুর নির্বাচন করতে চায় রাজ্য নির্বাচন কমিশন বলে আদালতে জানাল https://banglarjanarob.com/49905 Mon, 06 Dec 2021 08:42:54 +0000 https://banglarjanarob.com/?p=49905 বাংলার জনরব ডেস্ক : আগামী মে মাস নাগাদ ছয় থেকে আট দফায় রাজ্যে পুরভোট করতে চায় রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে এই তথ্য জানিয়েছে । কলকাতা পুরসভা নির্বাচন হতে চলেছে আগামী ১৯ ডিসেম্বর। বাকি পুরসভাগুলির নির্বাচন একসঙ্গে কেন করা হল না?‌ তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট বাকি নির্বাচনগুলি কবে করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন, তার জন্য হলফনামা দাবি করেছিল কলকাতা হাইকোর্ট। আজ তারই জবাব দিল রাজ্য নির্বাচন কমিশন।রীতিমতো কলকাতা হাইকোর্টে পুরসভা নির্বাচন মামলায় হলফনামা জমা দিল রাজ্য নির্বাচন কমিশন। আর…

The post Municipal Election : মে মাসের মধ্যে ৬ থেকে ৮ দফায় পুর নির্বাচন করতে চায় রাজ্য নির্বাচন কমিশন বলে আদালতে জানাল first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আগামী মে মাস নাগাদ ছয় থেকে আট দফায় রাজ্যে পুরভোট করতে চায় রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে এই তথ্য জানিয়েছে । কলকাতা পুরসভা নির্বাচন হতে চলেছে আগামী ১৯ ডিসেম্বর। বাকি পুরসভাগুলির নির্বাচন একসঙ্গে কেন করা হল না?‌ তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট বাকি নির্বাচনগুলি কবে করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন, তার জন্য হলফনামা দাবি করেছিল কলকাতা হাইকোর্ট।

আজ তারই জবাব দিল রাজ্য নির্বাচন কমিশন।রীতিমতো কলকাতা হাইকোর্টে পুরসভা নির্বাচন মামলায় হলফনামা জমা দিল রাজ্য নির্বাচন কমিশন। আর সেই হলফনামায় রাজ্য নির্বাচন কমিশন উল্লেখ করেছে, ‘‌করোনাভাইরাস মহামারীর হাত থেকে ভোটারদের রক্ষা করতেই দফাভিত্তিক ভোটের প্রয়োজন। ৬ থেকে ৮ দফায় ভোট চায় রাজ্য সরকার। মে মাসের মধ্যে বাকি ভোট শেষ করতে চায় রাজ্য সরকার।’ সুতরাং বাকি পুরসভা নির্বাচনগুলি মে মাসের মধ্যে হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক বিজেপির রাজ্য নেতা বলেন, ‘‌একদফায় করতে অসুবিধা কোথায়?‌ হতেই পারে। কিন্তু দফায় দফায় ভোট হলে রাজনৈতিক দলের উপর চাপ বেড়ে যায়। তাছাড়া তৃণমূল কংগ্রেসের এখন একটা জয়ের ধারা চলছে। তাই বারবার আমরা হারছি এটা দেখাতে চায়। তাই দফায় দফায় ভোট চাওয়া হচ্ছে।’‌

আজ, সোমবার নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছে, ‘‌নির্বাচন কমিশনের কাছে আছে ১৫ হাজার ৬৮৭ ইভিএম। কলকাতা পুরসভা নির্বাচনে ব্যবহার করা হবে ৭ হাজার ২১০টি ইভিএম। আর নির্ধারিত দিনে গণনা না হলে হাতে থাকবে ৮ হাজার ৪৭৭ ইভিএম। দফাভিত্তিক গণনা না হলে পরের ভোটের জন্য ইভিএম থাকবে না।’‌

The post Municipal Election : মে মাসের মধ্যে ৬ থেকে ৮ দফায় পুর নির্বাচন করতে চায় রাজ্য নির্বাচন কমিশন বলে আদালতে জানাল first appeared on Banglar Janarob.]]>