Post Poll Violence | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 29 May 2022 12:02:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Post Poll Violence | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Anubrata Mandal: ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে তলব করল সিবিআই https://banglarjanarob.com/56623 Sun, 29 May 2022 12:02:46 +0000 https://banglarjanarob.com/?p=56623 বাংলার জনরব ডেস্ক : বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পূর্ব বর্ধমানের আউসগ্রাম এর এক তৃণমূল নেতাকে এবার তলব করল সিবিআই। সূত্রের খবর, রবিবার আউশগ্রামের ওই নেতাকে জেরার জন্য তলব করা হয়েছে। অরূপকে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের নেতা হলেও, বীরভূম জেলা তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। অরূপ বর্তমানে আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। পাশাপাশি ভালকী অঞ্চল তৃণমূলের সভাপতিও তিনিই। ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় আদালতের নির্দেশ তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই…

The post Anubrata Mandal: ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে তলব করল সিবিআই first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পূর্ব বর্ধমানের আউসগ্রাম এর এক তৃণমূল নেতাকে এবার তলব করল সিবিআই।

সূত্রের খবর, রবিবার আউশগ্রামের ওই নেতাকে জেরার জন্য তলব করা হয়েছে। অরূপকে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের নেতা হলেও, বীরভূম জেলা তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। অরূপ বর্তমানে আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। পাশাপাশি ভালকী অঞ্চল তৃণমূলের সভাপতিও তিনিই।

ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় আদালতের নির্দেশ তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই অরূপকে জেরার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তলব করেছে। এর আগে অনুব্রতর এক দেহরক্ষী সায়গাল হোসেনকেও জেরা করেছিল সিবিআই। সায়গালকেও গরু ও কয়লা পাচার মামলায় জেরা করা হয়েছে। পরে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায় সায়গালের কন্যা। ওই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল।

সম্প্রতি আবারও অনুব্রতকে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত স্বাস্থ্যের কারণ দেখিয়ে সময় চেয়ে নিয়েছেন। সিবিআইকে অনুব্রত জানিয়েছেন, চিকিৎসকেরাই তাঁকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন। তবে একই সঙ্গে অনুব্রত আরও একটি প্রস্তাব দিয়েছেন সিবিআইকে। তিনি বলেছেন, সিবিআইয়ের তদন্তকারীরা চাইলে তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

 

The post Anubrata Mandal: ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে তলব করল সিবিআই first appeared on Banglar Janarob.]]>
Anubrata Mandal:ভোট-পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে আগামীকাল মঙ্গলবার তলব করল সিবিআই, গরু পাচার মামলায় হাজির হতে হবে শুক্রবার https://banglarjanarob.com/56378 Mon, 23 May 2022 06:33:29 +0000 https://banglarjanarob.com/?p=56378 বাংলার জনরব ডেস্ক : আগামীকাল মঙ্গলবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কে সিবিআই তলব করেছে।এ বার তাঁকে ডাকা হয়েছে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবারই তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি গরুপাচার মামলায় নিজাম প্যালেসে স্বেচ্ছায় তদন্তকারীদের সামনে হাজির হয়েছিলেন অনুব্রত। এর আগে একাধিক বার হাজিরা এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত নিজে চিঠি দিয়ে সিবিআইকে তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি। প্রসঙ্গত, ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় এর আগেও অনুব্রতকে তলব করা হয়েছিল। কিন্তু তখন তিনি সিবিআইয়ের মুখোমুখি হননি। সিবিআই সূত্রে খবর,…

The post Anubrata Mandal:ভোট-পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে আগামীকাল মঙ্গলবার তলব করল সিবিআই, গরু পাচার মামলায় হাজির হতে হবে শুক্রবার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আগামীকাল মঙ্গলবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কে সিবিআই তলব করেছে।এ বার তাঁকে ডাকা হয়েছে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবারই তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি গরুপাচার মামলায় নিজাম প্যালেসে স্বেচ্ছায় তদন্তকারীদের সামনে হাজির হয়েছিলেন অনুব্রত। এর আগে একাধিক বার হাজিরা এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত নিজে চিঠি দিয়ে সিবিআইকে তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি।

প্রসঙ্গত, ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় এর আগেও অনুব্রতকে তলব করা হয়েছিল। কিন্তু তখন তিনি সিবিআইয়ের মুখোমুখি হননি। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১টায় সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করে নোটিস পাঠানো হয়েছে।

অন্য দিকে, আগামী শুক্রবার, ২৭ মে গরু পাচার-কাণ্ডে অনুব্রতর নিজাম প্যালেসে হাজির হওয়ার কথা আগেই ঠিক হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আঞ্চলিক দফতর সূত্রে জানানো হয়েছিল, ওই দিন অনুব্রতকে ডেকে পাঠানোর কারণ, তিনি গরু পাচার মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।

উল্লেখ্য, নির্ধারিত দিনের দু’দিন আগেই নিজাম প্যালেসে সিবিআইয়ের আঞ্চলিক দফতরে হাজির হয়েছিলেন অনুব্রত। দীর্ঘ জেরার পর তিনি বোলপুরে নিজের বাড়িতে ফিরে যান। সেখানে অনুগামীরা তাঁকে অভ্যর্থনাও জানিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই আবার তাঁকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

The post Anubrata Mandal:ভোট-পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে আগামীকাল মঙ্গলবার তলব করল সিবিআই, গরু পাচার মামলায় হাজির হতে হবে শুক্রবার first appeared on Banglar Janarob.]]>
Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় এবং বিজেপি নেতা অভিজিৎ সরকারের মৃত্যুর তদন্তে বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই https://banglarjanarob.com/56079 Mon, 16 May 2022 08:34:55 +0000 https://banglarjanarob.com/?p=56079 বাংলার জনরব ডেস্ক : গত বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন কলকাতায় এক বিজেপি নেতার মৃত্যু হয় । এই মৃত্যুকে ঘিরে সেই সময় গণমাধ্যমে ব্যাপক প্রচার পায় । এমনকি কলকাতা পুলিশ লাশ পোড়াতে বাধা দেওয়া হয়েছিল । ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত এখন সিবিআইয়ের হাতে । এই মামলায় এবার বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই । বিজেপি নেতা অভিজিৎ সরকারের মৃত্যু তদন্তে এই তলব বলে জানা গেছে ।সেই সময় অভিজিতের পরিবার সরাসরি আঙুল তুলেছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের (Paresh Paul) দিকে। এবার সেই ঘটনায় পরেশ পালকে তলব…

The post Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় এবং বিজেপি নেতা অভিজিৎ সরকারের মৃত্যুর তদন্তে বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গত বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন কলকাতায় এক বিজেপি নেতার মৃত্যু হয় । এই মৃত্যুকে ঘিরে সেই সময় গণমাধ্যমে ব্যাপক প্রচার পায় । এমনকি কলকাতা পুলিশ লাশ পোড়াতে বাধা দেওয়া হয়েছিল । ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত এখন সিবিআইয়ের হাতে । এই মামলায় এবার বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই । বিজেপি নেতা অভিজিৎ সরকারের মৃত্যু তদন্তে এই তলব বলে জানা গেছে ।সেই সময় অভিজিতের পরিবার সরাসরি আঙুল তুলেছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের (Paresh Paul) দিকে। এবার সেই ঘটনায় পরেশ পালকে তলব করল সিবিআই। বুধবার তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

গত বছরের মে মাসে নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। এ নিয়ে আদালতে মামলা হয়। সেই মামলা সুপ্রিম কোর্টেও গড়ায়। কোথায় কোন রাজনৈতিক কর্মী খুন হয়েছেন, সেসবের নেপথ্যে কী ছিল, সব কিছুর তদন্তে শুরু করে সিবিআই। সবার প্রথমে উঠে আসে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের খুনের ঘটনা। পরিবারের তরফে অভিযোগ উঠেছিল, তাঁকে পিটিয়ে খুন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাড়ির কাছেই ওই বিজেপি নেতাকে খুন করা হয়েছিল। তৃণমূল নেতা পরেশ পাল এবং এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিজিতের পরিবার। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইয়ের (CBI) হাতে।

তবে এই ঘটনায় পরেশ পাল এবং ওই কাউন্সিলরকে এতদিন জিজ্ঞাসাবাদ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা নিয়ে ক্ষোভ ছিল অভিজিতের পরিবারের। প্রতিবাদ জানিয়ে মৃতের দাদা বিশ্বজিত্‍ সরকার সিজিও কমপ্লেক্সের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে শুরু করেছিলেন। তাঁর প্রশ্ন ছিল, অভিজিত্‍ সরকারের মৃত্যুকালীন বয়ান রয়েছে সিবিআইয়ের হাতে। সেখানে পরেশ পালের নাম থাকলেও কেন এখনও তাঁকে তলব করা হয়নি?

তবে এবার এই তদন্তের কিনারায় ফের গতি আনল সিবিআই। বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করা হল বুধবার। এ বিষয়ে এখনও অবশ্য বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

The post Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় এবং বিজেপি নেতা অভিজিৎ সরকারের মৃত্যুর তদন্তে বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই first appeared on Banglar Janarob.]]>
Post Poll Violence : একজনের মৃত্যু তদন্তে ১২১ জন তৃণমূল নেতা-কর্মীদের সমন পাঠালো সিবিআই, চাঞ্চল্য কেশপুরে https://banglarjanarob.com/54564 Mon, 11 Apr 2022 06:37:03 +0000 https://banglarjanarob.com/?p=54564 বাংলার জনরব ডেস্ক : ভোট-পরবর্তী হিংসাই একজনের মৃত্যুর ঘটনায় ১২১ জনকে তলব করল সিবিআই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে।জানা গেছে,একটি মৃত্যুর ঘটনার তদন্তে নেমে ব্লক সভাপতি থেকে শুরু করে কেশপুরের এতজন তৃনমূল নেতাকে ডাকছে সিবিআই (CBI)। খড়গপুর ডিআরএম অফিসে সিবিআইয়ের অস্থায়ী দপ্তরে তাঁদের হাজির হওয়ার কথা বলা হয়েছে। শনিবার থেকে জেরা চলছে। আর নোটিস পেয়ে, অথবা জেরার মুখোমুখি হয়ে তাঁরা আকাশ থেকে পড়ছেন। সুশীল ধাড়া নামে যে ব্যক্তির খুনের মামলায় এতজনকে নোটিস, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত সেপ্টেম্বর মাসে মেদিনীপুর মেডিক্যালে ভরতি হন। তারপর তাঁর মৃত্যু হয় বলেই এতদিন জানতেন…

The post Post Poll Violence : একজনের মৃত্যু তদন্তে ১২১ জন তৃণমূল নেতা-কর্মীদের সমন পাঠালো সিবিআই, চাঞ্চল্য কেশপুরে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ভোট-পরবর্তী হিংসাই একজনের মৃত্যুর ঘটনায় ১২১ জনকে তলব করল সিবিআই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে।জানা গেছে,একটি মৃত্যুর ঘটনার তদন্তে নেমে ব্লক সভাপতি থেকে শুরু করে কেশপুরের এতজন তৃনমূল নেতাকে ডাকছে সিবিআই (CBI)। খড়গপুর ডিআরএম অফিসে সিবিআইয়ের অস্থায়ী দপ্তরে তাঁদের হাজির হওয়ার কথা বলা হয়েছে। শনিবার থেকে জেরা চলছে। আর নোটিস পেয়ে, অথবা জেরার মুখোমুখি হয়ে তাঁরা আকাশ থেকে পড়ছেন। সুশীল ধাড়া নামে যে ব্যক্তির খুনের মামলায় এতজনকে নোটিস, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত সেপ্টেম্বর মাসে মেদিনীপুর মেডিক্যালে ভরতি হন। তারপর তাঁর মৃত্যু হয় বলেই এতদিন জানতেন সকলে। অথচ ভোট পরবর্তী হিংসার তদন্তে সেই মৃত্যুকে যুক্ত করে শাসকদলের নেতাদের ডাকা হচ্ছে বলে খবর।

স্বাভাবিকভাবেই তৃণমূল (TMC) এটিকে প্রতিহিংসার রাজনীতি বলে সরব। সহকর্মীদের কাছে নোটিসের বিষয়টি জানার পরই কলকাতায় রাজ্য নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন কেশপুরখ্যাত জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ রফিক। তিনি ফোনেই পুরো ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। কুণালবাবু প্রয়োজনীয় পরামর্শও দিয়েছেন।

ওই মামলায় মূল অভিযুক্ত শরৎ সহিস-সহ ১২১ জনকে আসামি করা হয়েছে। যার মধ্যে মহম্মদ রফিক, বর্তমান ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠী, প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় পান-সহ কেশপুরের ব্লক, অঞ্চল ও বুথের সব নেতার নাম আছে। রফিকবাবু বলেছেন, “সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি। এর পিছনে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চক্রান্ত আছে। যে মৃত্যুর সঙ্গে রাজনৈতিক যোগ বিন্দুমাত্র নেই, সেই ঘটনায় শতাধিক নেতা কর্মীকে ডাকা হচ্ছে!”

সুশীল ধাড়ার (৪২) মৃত্যু হয়েছে গত বছরের ২২ সেপ্টেম্বর। প্রায় একমাস পর তাঁর মেয়ে সঙ্গীতা ধাড়া চৌধুরী অভিযোগ দায়ের করেন। দাবি করেন, গত ১৯ আগষ্ট বিকেলে এফআইআরে নাম থাকা অভিযুক্তরা তাঁর বাবাকে কৈগেড়্যার বাড়ি থেকে স্থানীয় বাজারে নিয়ে গিয়ে নির্যাতন করে। ২ লক্ষ টাকা দাবিও করে। কিন্তু বাবা রাজি না হওয়ায় তাঁকে বাঁশ দিয়ে মারধর করা হয়। মেদিনীপুর হাসপাতালে গত ২২ তারিখ গভীর রাতে মৃত্যু হয় সুশীল ধাড়া। এই মৃত্যু নিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, “শতাধিক মানুষ একজনকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলল ভরা বাজারে? সেখানে শতাধিক নেতা কর্মী হাজিরও থাকলেন? এটা কতখানি বাস্তবসম্মত? আসলে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের দূর্গ কেশপুরে সিবিআইকে সামনে রেখে হানা দিতে চাইছে বিজেপি। এতজনকে ডেকে পাঠানো হচ্ছে যাতে ভয়ের পরিবেশ তৈরি করা যায়। এতে রাজনৈতিক লাভ হবে না বিজেপির।”

ওই মৃত্যুর ঘটনাতেই জেরা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের নোটিস পাঠাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার গৌরব মালিক। ডাকা হচ্ছে খড়গপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিসের ১৪০ নম্বর ঘরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে। গত শনিবার ডাক পেয়েছিলেন এফআইআরে এক নম্বরে নাম থাকা শরৎ সহিস, ব্লক কৃষি কর্মাধ্যক্ষ বাদল মণ্ডল-সহ তিনজন। রবিবার জেরা হয়েছে ঝেঁতলার অঞ্চল সভাপতি ভাস্কর চক্রবর্তী-সহ সাত জনের। তাদের কাছ থেকে ঘটনার বিবরণ জানতে চাওয়া হয়েছে। এমনকি হাসপাতালে ভরতি থাকা অবস্থায় সুশীল ধাড়াকে তারা দেখতে গিয়েছিলেন কিনা তাও জানতে চাওয়া হয়। তবে শরৎ, বাদল, ভাস্কর জানান, সিবিআইকে সবরকম সহযোগিতা তাঁরা করছেন। তাঁরা জানতেন সুশীলবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন। সে কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ওই এফআইআরে ৭১ নম্বরে নাম আছে মহম্মদ রফিকের। ৪৩ ও ৫৪ নম্বরে নাম আছে যথাক্রমে সঞ্জয় পান ও উত্তম ত্রিপাঠির।

এই ঘটনার পিছনে বিজেপির (BJP) নোংরা রাজনীতি দেখছেন জেলার তৃণমূল নেতারা।

 

The post Post Poll Violence : একজনের মৃত্যু তদন্তে ১২১ জন তৃণমূল নেতা-কর্মীদের সমন পাঠালো সিবিআই, চাঞ্চল্য কেশপুরে first appeared on Banglar Janarob.]]>
Anubrata Mandal: সিবিআইয়ের হাতে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অনুব্রত মণ্ডল https://banglarjanarob.com/52171 Wed, 02 Feb 2022 09:44:00 +0000 https://banglarjanarob.com/?p=52171 বাংলার জনরব ডেস্ক : সিবিআই এর মুখোমুখি হওয়ার আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।আদালতকে তিনি জানিয়েছেন, তদন্তে সিবিআইকে সমস্ত রকম সহায়তা করতে তিনি তৈরি। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়। বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে বলে হাই কোর্ট সূত্রে খবর। সে দিন আদালত কক্ষে হাজির থাকতে পারেন অনুব্রত। গত ২ মে, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর খুনের মামলায় বেশ কয়েক জন অভিযুক্ত গ্রেফতার হন।…

The post Anubrata Mandal: সিবিআইয়ের হাতে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অনুব্রত মণ্ডল first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : সিবিআই এর মুখোমুখি হওয়ার আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।আদালতকে তিনি জানিয়েছেন, তদন্তে সিবিআইকে সমস্ত রকম সহায়তা করতে তিনি তৈরি। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়। বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে বলে হাই কোর্ট সূত্রে খবর। সে দিন আদালত কক্ষে হাজির থাকতে পারেন অনুব্রত।

গত ২ মে, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর খুনের মামলায় বেশ কয়েক জন অভিযুক্ত গ্রেফতার হন। কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ইলামবাজার পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ-সহ একাধিক তৃণমূল নেতাকে।

এর পর বিজেপি কর্মী খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতকে। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি হতে বলা হয় তাঁকে। কিন্তু অনুব্রত জানান, তিনি অসুস্থ। তাই এখন সিবিআই দফতরে হাজির হতে পারবেন না। এর পরই বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত।

The post Anubrata Mandal: সিবিআইয়ের হাতে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অনুব্রত মণ্ডল first appeared on Banglar Janarob.]]>
Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের মামলায় শেখ সুফিয়ানকে এখনই গ্রেপ্তার নয় নির্দেশ সুপ্রিম কোর্টের https://banglarjanarob.com/51695 Thu, 20 Jan 2022 07:58:13 +0000 https://banglarjanarob.com/?p=51695 বাংলার জনরব ডেস্ক : ভোট-পরবর্তী হিংসায় নন্দীগ্রামের বিজেপির কর্মী খুনের মামলায় তৃণমূল নেতা নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে সামরিক জামিন দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে। সেই মামলার তদন্তে নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন খুনের সঙ্গে নাম লড়াই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের। তিনি জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আগাম আবেদন করলে সেই আবেদন খারিজ হয়ে যায় এর পরেই তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন।আজ বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ৩১ জানুয়ারি, পরবর্তী…

The post Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের মামলায় শেখ সুফিয়ানকে এখনই গ্রেপ্তার নয় নির্দেশ সুপ্রিম কোর্টের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ভোট-পরবর্তী হিংসায় নন্দীগ্রামের বিজেপির কর্মী খুনের মামলায় তৃণমূল নেতা নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে সামরিক জামিন দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে। সেই মামলার তদন্তে নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন খুনের সঙ্গে নাম লড়াই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের। তিনি জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আগাম আবেদন করলে সেই আবেদন খারিজ হয়ে যায় এর পরেই তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন।আজ বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ৩১ জানুয়ারি, পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। ভোট পরবর্তী সময় নন্দীগ্রামে এক বিজেপি কর্মী খুনের ঘটনায় জড়িয়ে যায় তাঁর নাম। কলকাতা হাই কোর্টের নির্দেশে যে মামলার তদন্ত করছে সিবিআই। এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান। কিন্তু সেখানে স্বস্তি মেলেনি। তার পরই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন।

বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ সুফিয়ানকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল। আগামী ৩১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সে দিন পর্যন্ত সুফিয়ানকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

The post Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের মামলায় শেখ সুফিয়ানকে এখনই গ্রেপ্তার নয় নির্দেশ সুপ্রিম কোর্টের first appeared on Banglar Janarob.]]>