Govt oF India | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 21 Jan 2022 08:52:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Govt oF India | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Statue of Netaji Subhas Chandra Bose: দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি বসছে,ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://banglarjanarob.com/51708 Fri, 21 Jan 2022 08:52:57 +0000 https://banglarjanarob.com/?p=51708 বাংলার জনরব ডেস্ক : ইন্ডিয়া গেটে ৫০ বছরের বেশি সময় ধরে জ্বলতে থাকা অমরজ্যোতি জোয়ান প্রদীপ নিভিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনার ঝড়। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করলেন ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়াব মূর্তি। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এই মূর্তি বসানো হতে চলেছে। একটি টুইট বার্তায় এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রানাইট পাথর দিয়ে তৈরি হতে চলেছে এই মূর্তি। প্রধানমন্ত্রী লেখেন, ‘সমগ্র দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করছে। আমি জানাতে চাই, ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে…

The post Statue of Netaji Subhas Chandra Bose: দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি বসছে,ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ইন্ডিয়া গেটে ৫০ বছরের বেশি সময় ধরে জ্বলতে থাকা অমরজ্যোতি জোয়ান প্রদীপ নিভিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনার ঝড়। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করলেন ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়াব মূর্তি। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এই মূর্তি বসানো হতে চলেছে। একটি টুইট বার্তায় এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রানাইট পাথর দিয়ে তৈরি হতে চলেছে এই মূর্তি।

প্রধানমন্ত্রী লেখেন, ‘সমগ্র দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করছে। আমি জানাতে চাই, ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির বিশাল মূর্তি স্থাপিত হবে। দেশ যে ভাবে তাঁর কাছে ঋণী, তারই প্রতীক হিসেবে তৈরি হতে চলেছে এই মূর্তি।’’

যত দিন না মূর্তি তৈরি হচ্ছে, তত দিন ওই জায়গায় নেতাজির হলোগ্রাম মূর্তি থাকবে। রবিবার হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

The post Statue of Netaji Subhas Chandra Bose: দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি বসছে,ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী first appeared on Banglar Janarob.]]>
Missionaries of Charity: শেষ পর্যন্ত এফসিআর লাইসেন্স পুনর্নবীকরণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশি সাহায্য পেতে আর বাধা রইল না মাদারের সংস্থার, ‘৫৬ ইঞ্চির চেয়ে প্রেমের শক্তি অনেক বড়’ কটাক্ষ ডেরেকের https://banglarjanarob.com/51190 Sat, 08 Jan 2022 06:48:43 +0000 https://banglarjanarob.com/?p=51190 বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত মাদার টেরিজা সংস্থা মিশনারিজ অব চ্যারিটি এফসিআর লাইসেন্স পুনর্নবীকরণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর ফলে এই সংস্থার আর বিদেশী সাহায্য পেতে কোনো বাধা রইল না।আজ শনিবারই এতে ছাড়পত্র দেওয়া হয়। গত বছরের ২৫ ডিসেম্বর এই সংস্থার এফসিআরএ লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে তহবিলের একটি মূল উৎস বন্ধ করে কেন্দ্র। এই সিদ্ধান্তের সপ্তাহ দু’য়েক পর ছাড়পত্র মিলল। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। লাইসেন্স বাতিল করায় এই সংস্থার বিদেশি অনুদান পেতে অসুবিধা হচ্ছিল। মিশনারিজ অব চ্যারিটি…

The post Missionaries of Charity: শেষ পর্যন্ত এফসিআর লাইসেন্স পুনর্নবীকরণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশি সাহায্য পেতে আর বাধা রইল না মাদারের সংস্থার, ‘৫৬ ইঞ্চির চেয়ে প্রেমের শক্তি অনেক বড়’ কটাক্ষ ডেরেকের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত মাদার টেরিজা সংস্থা মিশনারিজ অব চ্যারিটি এফসিআর লাইসেন্স পুনর্নবীকরণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর ফলে এই সংস্থার আর বিদেশী সাহায্য পেতে কোনো বাধা রইল না।আজ শনিবারই এতে ছাড়পত্র দেওয়া হয়। গত বছরের ২৫ ডিসেম্বর এই সংস্থার এফসিআরএ লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে তহবিলের একটি মূল উৎস বন্ধ করে কেন্দ্র। এই সিদ্ধান্তের সপ্তাহ দু’য়েক পর ছাড়পত্র মিলল। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

লাইসেন্স বাতিল করায় এই সংস্থার বিদেশি অনুদান পেতে অসুবিধা হচ্ছিল। মিশনারিজ অব চ্যারিটি ভারত জুড়ে দরিদ্র, অসুস্থ এবং নিঃস্বদের জন্য অনেকগুলি অনাথ আশ্রম এবং আশ্রয়কেন্দ্র পরিচালনা করে। যার অধিকাংশই চলে বিদেশি অনুদানে। কিন্তু লাইসেন্স বাতিল করার ফলে সংস্থার ২৫০টিরও বেশি অ্যাকাউন্টে বিদেশি তহবিল আসা বন্ধ হয়৷ বিদেশি তহবিল ব্যবহার করার অনুমতি না পেয়ে মিশনারিজ অব চ্যারিটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-সহ একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করতে বাধ্য হয়৷

তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, শনিবার সকালে একটি টুইটে লেখেন, ‘মাদার টেরিজার মিশনারিজ অব চ্যারিটি এফসিআরএ লাইসেন্স চালু করা হয়েছে।’’ কেন্দ্রের তরফে এই সংস্থাকে হয়রান করার অভিযোগও আনেন তিনি। প্রধানমন্ত্রীর নাম না করেই ডেরেকের খোঁচা, ‘প্রেমের শক্তি ৫৬ ইঞ্চি শক্তির চেয়েও বেশি শক্তিশালী।’

The post Missionaries of Charity: শেষ পর্যন্ত এফসিআর লাইসেন্স পুনর্নবীকরণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশি সাহায্য পেতে আর বাধা রইল না মাদারের সংস্থার, ‘৫৬ ইঞ্চির চেয়ে প্রেমের শক্তি অনেক বড়’ কটাক্ষ ডেরেকের first appeared on Banglar Janarob.]]>
Pegasus Case : পেগাসাস মামলায় সুপ্রিম কোর্টে বিস্তারিত হলফনামা দিতে অস্বীকার করল কেন্দ্র https://banglarjanarob.com/46640 Mon, 13 Sep 2021 09:07:53 +0000 https://banglarjanarob.com/?p=46640 বাংলার জনরব ডেস্ক : পেগাসাস মামলায় সুপ্রিম কোর্টে বিস্তারিত হলফনামা দিতে অস্বীকার করল কেন্দ্র সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে আজ সোমবার শুনানিতে জানিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা। শীর্ষ আদালতে এ দিন সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন যে, ‘এ সফটওয়্যার, নাকি বি সফটওয়্যার দিয়ে এই কাজ হয়েছে কিনা তা হলফনামায় উল্লেখ করা যাবে না। সরকারের সঙ্গে সম্পর্কহীন ডোমেইন বিশেষজ্ঞদেরই এই কাজ করা উচিত। সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গড়বে। এ সংক্রান্ত সব নথি তাদের সামনেই পেশ করবে কেন্দ্র। জাতীয় স্বার্থে এই ধরণের আলোচনা সর্বসমক্ষে হওয়া উচিত নয়।’ মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিবালের…

The post Pegasus Case : পেগাসাস মামলায় সুপ্রিম কোর্টে বিস্তারিত হলফনামা দিতে অস্বীকার করল কেন্দ্র first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : পেগাসাস মামলায় সুপ্রিম কোর্টে বিস্তারিত হলফনামা দিতে অস্বীকার করল কেন্দ্র সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে আজ সোমবার শুনানিতে জানিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা। শীর্ষ আদালতে এ দিন সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন যে, ‘এ সফটওয়্যার, নাকি বি সফটওয়্যার দিয়ে এই কাজ হয়েছে কিনা তা হলফনামায় উল্লেখ করা যাবে না। সরকারের সঙ্গে সম্পর্কহীন ডোমেইন বিশেষজ্ঞদেরই এই কাজ করা উচিত। সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গড়বে। এ সংক্রান্ত সব নথি তাদের সামনেই পেশ করবে কেন্দ্র। জাতীয় স্বার্থে এই ধরণের আলোচনা সর্বসমক্ষে হওয়া উচিত নয়।’ মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিবালের বক্তব্য, ‘কেন্দ্র তথ্য গোপন করতে চাইছে। কেন্ ওদের কমিটি গঠন করতে দেওয়া হবে?’

ইজরাইলের পেগাসাস সফটওয়্যার ব্যবহার করছে কেন্দ্র। গোপনে নজরদারি চালানো হচ্ছে বিরোধী দলের নেতৃত্ব সহ দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রখ্যাত মানুষদের উপর। এই অভইযোগ তোলে বিরোধী দলগুলি। তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আবেদন জমা পড়ে। প্রথমে অভিযোগ অস্বীকার করে কেন্দ্র। এই ঘটনার তদন্তে নিরপেক্ষ একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করার দাবি তোলে কেন্দ্র। প্রকাশ্যে বিতর্ক না করারও দাবি করা হয়।

তখন আদালত জানিয়েছিল যে, মামলাকারীদের বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে। পাশাপাশি কোর্টের বাইরে সমন্তরাল আলোচনা এবং বিতর্ক করা থেকে মামলাকারীকে বিরত থাকতেও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই শুনানিতেই পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কাছে হলফনামা তলব করেছিল সর্বোচ্চ আদালত। এ দিন যা দিতে অস্বীকার করে কেন্দ্র।

সলিসিটার জেনারেলের দাবির প্রত্যুত্তরে প্রধান বিচারপতি এন ভি রামানা আরও বলেন, ‘জাতীয় সুরক্ষা বা প্রতিরক্ষা সম্পর্কিত কোন তথ্য জানার ইচ্ছে আমাদের নেই। কিন্তু গুরুতর প্রশ্ন হল, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ প্রদত্ত অধিকার লঙ্ঘন করা হয়েছে কিনা। অর্থাৎ, আইন স্বীকৃত কোনও পদ্ধতি ব্যতীত অন্য কোন উপায়ে রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, বিচারক এবং অন্যদের টেলিফোনে আড়িপাতা হয়েছে কিনা।’

 

The post Pegasus Case : পেগাসাস মামলায় সুপ্রিম কোর্টে বিস্তারিত হলফনামা দিতে অস্বীকার করল কেন্দ্র first appeared on Banglar Janarob.]]>