Gangasagar Mela | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Tue, 11 Jan 2022 11:06:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Gangasagar Mela | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 হাইকোর্টের নতুন গঙ্গাসাগর মেলা নজরদারি কমিটি থেকে শুভেন্দুকে বাদ দেওয়ায় নিজেদের জয় দেখছে রাজ্য https://banglarjanarob.com/51315 Tue, 11 Jan 2022 10:58:18 +0000 https://banglarjanarob.com/?p=51315 বিশেষ প্রতিনিধি : গঙ্গাসাগর মেলা হবে এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল। তবে মেলার উপর নজরদারি করার জন্য একটি কমিটি থাকবে। সেই কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে রাখার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এতে রাজ্য সরকার আপত্তি তোলে। আজ রাজ্য সরকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে বলেন, কোন রাজনৈতিক ব্যক্তিকে সাগর মেলা নজরদারি কমিটিতে রাখা উচিত নয় কারণ তাতে নিরপেক্ষ রিপোর্ট পাওয়া যাবে না। এরপরই কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ওই কমিটি থেকে বাদ দেওয়ার। একইসঙ্গে প্রশ্ন উঠে রাজ্য মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান এখনো পর্যন্ত…

The post হাইকোর্টের নতুন গঙ্গাসাগর মেলা নজরদারি কমিটি থেকে শুভেন্দুকে বাদ দেওয়ায় নিজেদের জয় দেখছে রাজ্য first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : গঙ্গাসাগর মেলা হবে এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল। তবে মেলার উপর নজরদারি করার জন্য একটি কমিটি থাকবে। সেই কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে রাখার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এতে রাজ্য সরকার আপত্তি তোলে।

আজ রাজ্য সরকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে বলেন, কোন রাজনৈতিক ব্যক্তিকে সাগর মেলা নজরদারি কমিটিতে রাখা উচিত নয় কারণ তাতে নিরপেক্ষ রিপোর্ট পাওয়া যাবে না। এরপরই কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ওই কমিটি থেকে বাদ দেওয়ার। একইসঙ্গে প্রশ্ন উঠে রাজ্য মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান এখনো পর্যন্ত কাজে যোগ দেননি বা এই কমিটিকে রাজ্যপাল অনুমোদন করেন নি। ফলে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে রাখার প্রশ্নই ওঠে না।

এদিন কলকাতা হাইকোর্টে দুটি প্রস্তাব মেনে নেন শুভেন্দু অধিকারী এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম গঙ্গাসাগর মেলা কমিটি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে। আর এতেই নিজেদের জয় দেখছে রাজ্য সরকার। কারণ তারা মূলত শুভেন্দু অধিকারীকে এই কমিটি থেকে বাদ দিতে চেয়েছিল। তাদের কাজ সফল হয়েছে বলে তারা খুশি।

The post হাইকোর্টের নতুন গঙ্গাসাগর মেলা নজরদারি কমিটি থেকে শুভেন্দুকে বাদ দেওয়ায় নিজেদের জয় দেখছে রাজ্য first appeared on Banglar Janarob.]]>
Gangasagar Mela 2022: শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট https://banglarjanarob.com/51156 Fri, 07 Jan 2022 08:53:07 +0000 https://banglarjanarob.com/?p=51156 বাংলার জনরব ডেস্ক : গঙ্গাসাগর মেলা নির্দিষ্ট সময়েই হবে আজ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।করোনা সংক্রমণের আবহে এ বছরে গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। বুধবার সেই মামলার প্রথম শুনানি হয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে। আবেদনকারী পক্ষের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে জানান, গঙ্গাসাগর মেলায় প্রতি বছর ১৮-২০ লক্ষ মানুষ আসেন। ২০২১ সালে করোনা পরিস্থিতিতেও ৮ লক্ষ পুণ্যার্থী এসেছিলেন। রাজ্য সরকার সম্প্রতি নির্দেশিকা জারি করেছে কোনও ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করতে পারবেন…

The post Gangasagar Mela 2022: শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গঙ্গাসাগর মেলা নির্দিষ্ট সময়েই হবে আজ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।করোনা সংক্রমণের আবহে এ বছরে গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। বুধবার সেই মামলার প্রথম শুনানি হয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে।

আবেদনকারী পক্ষের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে জানান, গঙ্গাসাগর মেলায় প্রতি বছর ১৮-২০ লক্ষ মানুষ আসেন। ২০২১ সালে করোনা পরিস্থিতিতেও ৮ লক্ষ পুণ্যার্থী এসেছিলেন। রাজ্য সরকার সম্প্রতি নির্দেশিকা জারি করেছে কোনও ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করতে পারবেন না। সাগরমেলার মতো ধর্মীয় অনুষ্ঠানে তা হলে কেন অনুমতি দেওয়া হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি। এর পরেই কোভিদ বিধি মেনে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

এ প্রসঙ্গে মামলাকারীর আইনজীবী চারধাম যাত্রা নিয়ে উত্তরাখণ্ড হাই কোর্টের রায় তুলে ধরেন। কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে গত বছরের জুনে চারধাম যাত্রা বন্ধ করার নির্দেশ দিয়েছিল উত্তরাখণ্ড হাই কোর্ট।

দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছিল। জবাবে বৃহস্পতিবার এজি জানান, কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, মাস্ক ও চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে সাগরমেলায়। থাকছে অ্যাম্বুল্যান্সও।

The post Gangasagar Mela 2022: শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>
Covid 19 with Gangasagar Mela : করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা কেন বন্ধ করা হবে না? রাজ্য সরকারের অবস্থান জানতে চাইল হাইকোর্ট https://banglarjanarob.com/51116 Wed, 05 Jan 2022 11:46:05 +0000 https://banglarjanarob.com/?p=51116 বাংলার জনরব ডেস্ক: গঙ্গাসাগর মেলা হলে কিভাবে সেখানকার তীর্থ যাত্রীদের নিরাপত্তা দেবে সরকার তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। নিরাপত্তা মানে হল করোনার সংক্রমণ থেকে তীর্থযাত্রীদের কিভাবে রক্ষা করবে রাজ্য সরকার এবং কি ব্যবস্থা নেয়া হয়েছে তা হলো নামা করে কলকাতা হাইকোর্ট কে জানাতে হবে বলে আজ প্রধান বিচারপতি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। করোনা সংক্রমনের জেরে অবিলম্বে গঙ্গাসাগর মেলা বন্ধ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিশিষ্ট চিকিৎসক অভিনন্দন মন্ডল।আজ সেই মামলার শুনানিতে আদালত গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল। করোনা আবহে (Corona Pandemic) সবদিক বিচার করে আদৌ মেলা…

The post Covid 19 with Gangasagar Mela : করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা কেন বন্ধ করা হবে না? রাজ্য সরকারের অবস্থান জানতে চাইল হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: গঙ্গাসাগর মেলা হলে কিভাবে সেখানকার তীর্থ যাত্রীদের নিরাপত্তা দেবে সরকার তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। নিরাপত্তা মানে হল করোনার সংক্রমণ থেকে তীর্থযাত্রীদের কিভাবে রক্ষা করবে রাজ্য সরকার এবং কি ব্যবস্থা নেয়া হয়েছে তা হলো নামা করে কলকাতা হাইকোর্ট কে জানাতে হবে বলে আজ প্রধান বিচারপতি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন।

করোনা সংক্রমনের জেরে অবিলম্বে গঙ্গাসাগর মেলা বন্ধ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিশিষ্ট চিকিৎসক অভিনন্দন মন্ডল।আজ সেই মামলার শুনানিতে আদালত গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল। করোনা আবহে (Corona Pandemic) সবদিক বিচার করে আদৌ মেলা আয়োজন সম্ভব কি না, তা স্পষ্ট জানাতে হবে রাজ্য প্রশাসনকে। বৃহস্পতিবার বেলা ২টোয় পর্যালোচনার পর নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই চিকিৎসক গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) বন্ধ করার আবেদন জানান। তাঁর দাবি, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, এই মেলায় বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হয়ে থাকেন। ৩০ লক্ষের বেশি জনসমাগম হয়ে থাকে। ফলে এমন জনসমুদ্রে দূরত্ববিধি-সহ অন্যান্য কোভিড প্রোটোকল মানা সম্ভব নয়। এবারও একই পরিমাণ ভিড় হলে আরও বাড়বে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। ফলে ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা। তাঁর আবেদনের ভিত্তিতেই এদিন বিচারপতি মেলা আয়োজন নিয়ে রাজ্যের অবস্থান জানতে চান। রাজ্যের তরফে আইনজীবীকে প্রশ্ন করেন, মেলা আয়োজনের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে? কত ভিড় হবে?

পাশাপাশি হাই কোর্ট (Calcutta High Court) এও বলে, কোভিডের বাড়বাড়ন্তে কলকাতা তথা রাজ্য পুলিশের অনেকেই আক্রান্ত। প্রতিদিনই চিকিৎসকদের সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে কী ভাবছে রাজ্য? তাছাড়া মেলার নিরাপত্তার জন্য যে পুলিশ কর্মীদের নিয়োগ করা হবে, তাঁরা কোভিড আক্রান্ত হলে কী পদক্ষেপ করা হবে?

জানা গিয়েছে, রাজ্যের তরফে আইনজীবী প্রশ্ন করেন, গতবারও করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার আয়োজন হয়েছিল। সেবার দেশে টিকাকরণও শুরু হয়নি। তাহলে এবার কেন নয়? এই প্রেক্ষিতে হাই কোর্ট জানায়, রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তার উপর রয়েছে ওমিক্রন আতঙ্ক। তাই গতবারের সঙ্গে এবারের তুলনা চলে না। গোটা বিষয় পর্যালোচনা করে বৃহত্তর স্বার্থেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে রাজ্যকে।

 

The post Covid 19 with Gangasagar Mela : করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা কেন বন্ধ করা হবে না? রাজ্য সরকারের অবস্থান জানতে চাইল হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>