Coal Case | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Tue, 19 Jul 2022 12:38:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Coal Case | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Coal Scam: কয়লা-কাণ্ডে লালা-সহ ৪১ জনের নামে চার্জশিট দিল সিবিআই https://banglarjanarob.com/58573 Tue, 19 Jul 2022 12:38:10 +0000 https://banglarjanarob.com/?p=58573 বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লা-কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। ২০২০-র নভেম্বরে এই সংক্রান্ত এফআইআর দায়ের করে তদন্তের কাজ শুরু করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মঙ্গলবার জমা পড়া প্রাথমিক চার্জশিটে নাম রয়েছে অনুপ মাঝি ওরফে লালা-সহ মোট ৪১ জনের। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে জমা পড়া চার্জশিটে ওই ৪১ জনের মধ্যে রয়েছে ৪ জন কয়লা মাফিয়ার নাম। তাঁরা সকলেই বর্তমানে জামিনে মুক্ত। তাঁদের নাম জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, গুরুপদ মাঝি এবং নীরদ মণ্ডল। চার্জশিটে নাম রয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশেরও। চার্জশিটে নাম…

The post Coal Scam: কয়লা-কাণ্ডে লালা-সহ ৪১ জনের নামে চার্জশিট দিল সিবিআই first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লা-কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। ২০২০-র নভেম্বরে এই সংক্রান্ত এফআইআর দায়ের করে তদন্তের কাজ শুরু করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মঙ্গলবার জমা পড়া প্রাথমিক চার্জশিটে নাম রয়েছে অনুপ মাঝি ওরফে লালা-সহ মোট ৪১ জনের।

মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে জমা পড়া চার্জশিটে ওই ৪১ জনের মধ্যে রয়েছে ৪ জন কয়লা মাফিয়ার নাম। তাঁরা সকলেই বর্তমানে জামিনে মুক্ত। তাঁদের নাম জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, গুরুপদ মাঝি এবং নীরদ মণ্ডল। চার্জশিটে নাম রয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশেরও।

চার্জশিটে নাম থাকা ব্যক্তিরা, যাঁরা বর্তমানে জেলের বাইরে রয়েছেন, তাঁদের কাছেও এ বার সমন পাঠাবে সিবিআই। করা হবে আরও জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কাউকে জেরা করতে চাইতে পারে সিবিআই। তদন্তকারীদের দাবি, প্রাথমিক চার্জশিটে ৪১ জনের নাম থাকলেও, পরবর্তী কালে তাতে আরও অনেক নাম যুক্ত হবে।

The post Coal Scam: কয়লা-কাণ্ডে লালা-সহ ৪১ জনের নামে চার্জশিট দিল সিবিআই first appeared on Banglar Janarob.]]>
Coal Scam : কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী-শ্যালিকাকে ফের তলব ইডির https://banglarjanarob.com/54123 Tue, 29 Mar 2022 11:40:23 +0000 https://banglarjanarob.com/?p=54123 বাংলার জনরব ডেস্ক : কয়লাকাণ্ডে (coal scam case) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) স্ত্রী ও শ্যালিকাকে তলব করল ইডি (ED)। এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেটের দিল্লি সদর দফতরের আগামীকাল বুধবার অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও পরশু বা বৃহস্পতি বার তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করা হয়েছে। এদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ মঙ্গলবার ইডির তলবে হাজিরা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই খবর ইমেইল মারফত ইডিকে জানিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিকে ইডি সূত্রে খবর, সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করা হবে, না এলে ফের সমন পাঠানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল সকাল…

The post Coal Scam : কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী-শ্যালিকাকে ফের তলব ইডির first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কয়লাকাণ্ডে (coal scam case) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) স্ত্রী ও শ্যালিকাকে তলব করল ইডি (ED)। এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেটের দিল্লি সদর দফতরের আগামীকাল বুধবার অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও পরশু বা বৃহস্পতি বার তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করা হয়েছে।

এদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ মঙ্গলবার ইডির তলবে হাজিরা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই খবর ইমেইল মারফত ইডিকে জানিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিকে ইডি সূত্রে খবর, সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করা হবে, না এলে ফের সমন পাঠানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

ইডি সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল সকাল ১১টায় ইডির সদর দফতরে তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আর পরশুদিন একই সময়ে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। ইডি-র তদন্তকারীরা দাবি করছেন, দুটি বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য নিয়ে খোঁজ জানতেই অভিষেকের স্ত্রী-শ্যালিকাকে নোটিস পাঠানো হয়েছে। ইডির তরফে দাবি, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তারা তদন্ত করতে গিয়ে ব্যাঙ্কক ও লন্ডনের দুটি ব্যাঙ্ক থেকে যে তথ্য পেয়েছেন, সেই প্রসঙ্গে যাচাই করতেই জিজ্ঞাসাবাদ করতে চান তারা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আগেও ইডির দিল্লির অফিসে তলব করা হয়েছিল। অভিষেক আগের বার জিজ্ঞাসাবাদে হাজির হলেও ছোট বাচ্চাকে ছেড়ে দিল্লি গিয়ে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ সম্ভব নয় বলেই জানানো হয়েছিল রুজিরার পক্ষে। কলকাতায় ইডির অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তাদের পক্ষে পৌঁছনো সুবিধা বলেও জানানো হয়েছিল অভিষেক-রুজিরার তরফে।

 

The post Coal Scam : কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী-শ্যালিকাকে ফের তলব ইডির first appeared on Banglar Janarob.]]>
Rujira Banerjee: সশরীরে হাজিরায় আপত্তি, পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে রুজিরা https://banglarjanarob.com/47587 Wed, 06 Oct 2021 08:40:27 +0000 https://banglarjanarob.com/?p=47587 বাংলার জনরব ডেস্ক : দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরা এড়াতে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।গত ৩০ সেপ্টেম্বর দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্দেশ দেয়, কয়লা মামলায় সপ্তমীর দিন অর্থাৎ ১২ অক্টোবর সশরীরে হাজিরা দিতে হবে অভিষেক-জায়াকে। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন রুজিরা। আবেদনে তাঁর অভিযোগ, কোনও মহিলাকে অন্য রাজ্যে তলব করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাই পটিয়ালা হাউস কোর্টের দেওয়া সশরীরে হাজিরার নির্দেশ খারিজ করা হোক। ৩০ সেপ্টেম্বরের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রুজিরা। অনলাইনে…

The post Rujira Banerjee: সশরীরে হাজিরায় আপত্তি, পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে রুজিরা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরা এড়াতে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।গত ৩০ সেপ্টেম্বর দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্দেশ দেয়, কয়লা মামলায় সপ্তমীর দিন অর্থাৎ ১২ অক্টোবর সশরীরে হাজিরা দিতে হবে অভিষেক-জায়াকে। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন রুজিরা। আবেদনে তাঁর অভিযোগ, কোনও মহিলাকে অন্য রাজ্যে তলব করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাই পটিয়ালা হাউস কোর্টের দেওয়া সশরীরে হাজিরার নির্দেশ খারিজ করা হোক।

৩০ সেপ্টেম্বরের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রুজিরা। অনলাইনে থাকলেও, শুনানিতে তিনি কেন সশরীরে আদালতে উপস্থিত নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন ইডি-র আইনজীবী। আগেও দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য রুজিরাকে চিঠি দিয়েছিল ইডি। রুজিরা পাল্টা চিঠিতে জানিয়েছিলেন, করোনা আবহে দুই সন্তানকে রেখে তাঁর পক্ষে দিল্লি সফর করা সম্ভব নয়। তাই প্রয়োজন মনে করলে ইডি-র আধিকারিকরা তাঁকে কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

৩০ তারিখের শুনানিতেও এই প্রসঙ্গ ওঠে। রুজিরা আদালতের সামনেও একই কথা জানান। দুই পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক ১২ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এবং রুজিরাকে সশরীরে হাজির থাকার নির্দেশ জারি করেন। পাতিয়ালা হাউস কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এ বার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন রুজিরার আইনজীবী।

The post Rujira Banerjee: সশরীরে হাজিরায় আপত্তি, পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে রুজিরা first appeared on Banglar Janarob.]]>