কলকাতা 

Rujira Banerjee: সশরীরে হাজিরায় আপত্তি, পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে রুজিরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরা এড়াতে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।গত ৩০ সেপ্টেম্বর দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্দেশ দেয়, কয়লা মামলায় সপ্তমীর দিন অর্থাৎ ১২ অক্টোবর সশরীরে হাজিরা দিতে হবে অভিষেক-জায়াকে। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন রুজিরা। আবেদনে তাঁর অভিযোগ, কোনও মহিলাকে অন্য রাজ্যে তলব করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাই পটিয়ালা হাউস কোর্টের দেওয়া সশরীরে হাজিরার নির্দেশ খারিজ করা হোক।

৩০ সেপ্টেম্বরের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রুজিরা। অনলাইনে থাকলেও, শুনানিতে তিনি কেন সশরীরে আদালতে উপস্থিত নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন ইডি-র আইনজীবী। আগেও দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য রুজিরাকে চিঠি দিয়েছিল ইডি। রুজিরা পাল্টা চিঠিতে জানিয়েছিলেন, করোনা আবহে দুই সন্তানকে রেখে তাঁর পক্ষে দিল্লি সফর করা সম্ভব নয়। তাই প্রয়োজন মনে করলে ইডি-র আধিকারিকরা তাঁকে কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

Advertisement

৩০ তারিখের শুনানিতেও এই প্রসঙ্গ ওঠে। রুজিরা আদালতের সামনেও একই কথা জানান। দুই পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক ১২ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এবং রুজিরাকে সশরীরে হাজির থাকার নির্দেশ জারি করেন। পাতিয়ালা হাউস কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এ বার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন রুজিরার আইনজীবী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ