Bankura | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 25 Jan 2023 14:00:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Bankura | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Fraud: চাকরি দেওয়ার নামে সাইবার প্রতারণা পুলিশের জালে চার https://banglarjanarob.com/65969 Wed, 25 Jan 2023 13:53:08 +0000 https://banglarjanarob.com/?p=65969 বাংলার জনরব ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে সাইবার প্রতারণা এক অভিনব চক্র ধরা পড়লো পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, গত ১৬ এবং ১৭ জানুয়ারি বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যাণী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং বড়জোড়া ব্লকের পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মোবাইলে অজানা নম্বর থেকে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে সংশ্লিষ্ট ব্লকের জয়েন্ট বিডিও হিসেবে পরিচয় দেন। জানানো হয় ওন্দা এবং বড়জোড়া ব্লকে আশাকর্মী এবং আইসিডিএস-সহ একাধিক শূন্যপদে দ্রুত নিয়োগ হবে। উপপ্রধানের আত্মীয় কিংবা পরিচিত কেউ চাকরি করতে ইচ্ছুক হলে দ্রুত ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়। এর…

The post Fraud: চাকরি দেওয়ার নামে সাইবার প্রতারণা পুলিশের জালে চার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে সাইবার প্রতারণা এক অভিনব চক্র ধরা পড়লো পুলিশের হাতে।

পুলিশ সূত্রে খবর, গত ১৬ এবং ১৭ জানুয়ারি বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যাণী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং বড়জোড়া ব্লকের পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মোবাইলে অজানা নম্বর থেকে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে সংশ্লিষ্ট ব্লকের জয়েন্ট বিডিও হিসেবে পরিচয় দেন। জানানো হয় ওন্দা এবং বড়জোড়া ব্লকে আশাকর্মী এবং আইসিডিএস-সহ একাধিক শূন্যপদে দ্রুত নিয়োগ হবে। উপপ্রধানের আত্মীয় কিংবা পরিচিত কেউ চাকরি করতে ইচ্ছুক হলে দ্রুত ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

এর পর কল্যাণী এবং পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানদের মাধ্যমে ৩ জন যুবক পৃথক ভাবে ওই নম্বরে যোগাযোগ করেন। তাঁদের বলা হয় ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টাকা পাঠাতে। ওই কথা মতো ৩ জন সব মিলিয়ে ২ লক্ষ টাকা পাঠান। তাঁদের জানানো হয়, পরের দিনই বিডিও অফিসে ইন্টারভিউ হবে। সেই মতো তিন জন বিডিও অফিসে যান। সেখানে গিয়ে তাঁরা বুঝতে পারেন যে, প্রতারণার শিকার হয়েছেন। তাঁরা আলাদা ভাবে ওন্দা, বেলিয়াতোড় এবং বাঁকুড়া সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। প্রযুক্তি কাজে লাগিয়ে বারাসত এলাকার চার জনকে পাকড়াও করে পুলিশ।

এ নিয়ে বাঁকুড়ার ডেপুটি পুলিশ সুপার (আইনশৃঙ্খলা) সুপ্রকাশ দাস বলেন, ‘‘ওন্দা এবং বড়জোড়া ব্লকে আর্থিক প্রতারণার ঘটনা ঘটলেও একই রকম ফোন কল পেয়েছেন বাঁকুড়ার অন্যান্য ব্লকের প্রধান ও উপপ্রধানও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সবগুলি ফোনালাপের পিছনে একটি চক্রই রয়েছে। এই চক্রে আরও বেশ কয়েক জন যুক্ত রয়েছেন বলে মনে করা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের চিহ্নিত করার কাজ চলছে। তল্লাশিও শুরু হয়েছে। তা ছাড়া, ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।’’

The post Fraud: চাকরি দেওয়ার নামে সাইবার প্রতারণা পুলিশের জালে চার first appeared on Banglar Janarob.]]>
Bankura: জেলার প্রভাবশালী তৃণমূল নেতার নাম করে বাঁকুড়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে চিঠি পাঠিয়ে পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি, না দিলে স্কুলে আগুন, ছাত্রীদের ধর্ষণের হুমকি! রাজ্য জুড়ে চাঞ্চল্য https://banglarjanarob.com/57613 Wed, 22 Jun 2022 17:12:15 +0000 https://banglarjanarob.com/?p=57613 বাংলার জনরব ডেস্ক : স্কুলের প্রধান শিক্ষিকাক হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে। ওই চিঠিতে লক্ষাধিক টাকা দাবি করা হয়েছে একইসঙ্গে বলা হয়েছে এই টাকা না দেওয়া হলে স্কুলে আগুন ধরিয়ে দেয়া হবে এবং ছাত্রীদের ধর্ষণ করা হবে। আজ বুধবার সকাল এগারোটা নাগাদ এই চিঠি পৌঁছে যায় বাঁকুড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার কাছে। চিঠি পাঠানো হয়েছিল ডাকযোগে। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। শাসক দলের এক নেতার আত্মসহায়ক এর এই চিঠি কে ঘিরে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের…

The post Bankura: জেলার প্রভাবশালী তৃণমূল নেতার নাম করে বাঁকুড়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে চিঠি পাঠিয়ে পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি, না দিলে স্কুলে আগুন, ছাত্রীদের ধর্ষণের হুমকি! রাজ্য জুড়ে চাঞ্চল্য first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : স্কুলের প্রধান শিক্ষিকাক হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে। ওই চিঠিতে লক্ষাধিক টাকা দাবি করা হয়েছে একইসঙ্গে বলা হয়েছে এই টাকা না দেওয়া হলে স্কুলে আগুন ধরিয়ে দেয়া হবে এবং ছাত্রীদের ধর্ষণ করা হবে। আজ বুধবার সকাল এগারোটা নাগাদ এই চিঠি পৌঁছে যায় বাঁকুড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার কাছে। চিঠি পাঠানো হয়েছিল ডাকযোগে। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। শাসক দলের এক নেতার আত্মসহায়ক এর এই চিঠি কে ঘিরে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা ঘোষ। ডিজিটাল আনন্দবাজারে প্রকাশিত এই খবর ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা এই খবর সম্পূর্ণভাবে ডিজিটাল আনন্দবাজার থেকে আমাদের পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরলাম।

“স্কুল কর্তৃপক্ষ সূত্রেই খবর, বুধবার বেলা ১১টা নাগাদ স্কুলের প্রধান শিক্ষিকা সুমনার নামে মুখবন্ধ খামে একটি চিঠি আসে ডাকযোগে। চিঠি খুলতেই চক্ষু চড়কগাছ প্রধান শিক্ষিকার। কম্পিউটারে প্রিন্ট করা ওই চিঠিতে জনৈক হরপ্রসাদ বিশ্বাস নিজেকে তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া জেলা সভাপতি তীর্থঙ্কর কুণ্ডুর আপ্ত-সহায়ক হিসাবে দাবি করেন। চিঠিতে লেখা, ‘গত ভোটের ফলাফলে পর আমাদের বাঁকুড়া জেলার ছাত্র পরিষদ সভাপতি তীর্থঙ্কর কুণ্ডুর নেতৃত্বে আগামী দিনে বাঁকুড়া ছাত্র পরিষদ ঢেলে সাজানোর জন্য বিপুল অর্থ সাহায্যের দরকার আছে। তাই আপনাদের প্রত্যেককে জানানো হচ্ছে, আগামী ২৫ তারিখের মধ্যে আমার ৮৭১৪০৭৬৭৭৬— এই নম্বরে নম্বরে যোগাযোগ করে ৫ লক্ষ টাকা জমা দিতে হবে।’

চিঠিতে তার পরেই লেখা হয়েছে, ‘অনাদায়ে আপনাদের কলেজে আগুন লাগিয়ে দেওয়া হবে। এবং ছাত্রীদের প্রকাশ্যে ধর্ষণ ও প্রাণনাশ করা হবে।’ এই চিঠি পাওয়ার পরেই থানায় যান সুমনা। তিনি বলেন, ‘‘চিঠিটা হাতে পেয়ে খুব অবাক হয়েছিলাম। এই ধরনের ঘটনা এই প্রথম বার ঘটল আমাদের স্কুলে। বিষয়টি তৎক্ষনাৎ স্কুলের পরিচালন সমিতির সদস্য ও সভাপতিকে জানাই। যে হেতু এই ঘটনার সঙ্গে ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি জড়িত, তাই বাঁকুড়া সদর থানায় গোটা ঘটনা জানাই। এই ঘটনা যিনিই করে থাকুন না কেন, তাঁর শাস্তি চাই।’’

যদিও এই হুমকি পত্র-কাণ্ডে তাঁর কোনও হাত নেই বলেই জানাচ্ছেন তীর্থঙ্কর। তিনিও বাঁকুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর কথায়, ‘‘দু’দিন আগে মেদিনীপুর শহরের একটি কলেজে একই বয়ানের চিঠি পাঠানো হয়েছিল। সব জানার পরেই বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছি। বাঁকুড়া গার্লস হাই স্কুলেও একই চিঠি আসায় আবার থানায় জানালাম।’’ তাঁর সংযোজন, ‘‘হরপ্রসাদ বিশ্বাস নামে আমার কোনও আপ্ত-সহায়ক নেই। আমি তাঁকে চিনিও না। দলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই এই ধরনের কাজ করা হয়েছে। এ কাজ যেই করুক না কেন, দ্রুত তদন্ত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ।’’

এই ঘটনায় বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ গোস্বামী বলেন, ‘‘সারা রাজ্যেই খুন, ধর্ষণ, রাহাজানির ঘটনা ঘটছে। এই ঘটনা তার বাইরে না। এই চিঠিতে যে ধরনের হুমকি দেওয়া হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। শিক্ষাক্ষেত্রে আমরা নৈরাজ্য হতে দেব না। প্রয়োজনে আমরা আরও বড় আন্দোলন করব।’’

এবিভিপির বাঁকুড়া জেলা সভাপতি শৌনক পাত্র বলেন, ‘‘কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তৃণমূল ছাত্র পরিষদের অনৈতিক ভাবে আদায় বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণেই কেউ এই কাজ করে থাকতে পারে। আমরা ছাত্র-ছাত্রীদের পাশে আছি। কোনও ভাবেই শিক্ষাক্ষেত্রে এই ধরনের নৈরাজ্য আমরা বরদাস্ত করব না।’’

সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

The post Bankura: জেলার প্রভাবশালী তৃণমূল নেতার নাম করে বাঁকুড়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে চিঠি পাঠিয়ে পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি, না দিলে স্কুলে আগুন, ছাত্রীদের ধর্ষণের হুমকি! রাজ্য জুড়ে চাঞ্চল্য first appeared on Banglar Janarob.]]>
Mamata Banerjee : ‘‘এই ডিএম এসপিদের সঙ্গেই কাজ করতে হবে, এর থেকে বেশি কিছু আর বললাম না, হাটে হাঁড়িটা ভাঙলাম না’’ বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে জেলা সভাধিপতিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী কেন এই মন্তব্য করলেন ? জানতে হলে ক্লিক করুন https://banglarjanarob.com/56718 Tue, 31 May 2022 14:35:31 +0000 https://banglarjanarob.com/?p=56718 বুলবুল চৌধুরী : বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠকের সরাসরি জেলা সভাধিপতিকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন কার্যত জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মুকে হুঁশিয়ারি দিয়ে বলেন হাটে হাঁড়িটা ভাঙলাম না। সম্প্রতি বাঁকুড়া জেলার ডিএম এর সঙ্গে জেলা সভাধিপতির বিতর্ক শুরু হয়। এমনকি জেলার বিভিন্ন প্রান্তে ডিএমের বিরুদ্ধে পোস্টার পরে। সেই প্রসঙ্গে না গিয়ে সরাসরি বাঁকুড়া জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু কে উদ্দেশ্য করে মঙ্গলবার জেলার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন,‘‘ডিএমের বিরুদ্ধে যদি কূটকচালি কর, আমি সব ভেঙে দেব।’’ সম্প্রতি বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ারের বিরুদ্ধে সরব হয়েছিলেন জেলার সভাধিপতি। জেলাশাসকের নামে জেলার…

The post Mamata Banerjee : ‘‘এই ডিএম এসপিদের সঙ্গেই কাজ করতে হবে, এর থেকে বেশি কিছু আর বললাম না, হাটে হাঁড়িটা ভাঙলাম না’’ বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে জেলা সভাধিপতিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী কেন এই মন্তব্য করলেন ? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বুলবুল চৌধুরী : বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠকের সরাসরি জেলা সভাধিপতিকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন কার্যত জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মুকে হুঁশিয়ারি দিয়ে বলেন হাটে হাঁড়িটা ভাঙলাম না।

সম্প্রতি বাঁকুড়া জেলার ডিএম এর সঙ্গে জেলা সভাধিপতির বিতর্ক শুরু হয়। এমনকি জেলার বিভিন্ন প্রান্তে ডিএমের বিরুদ্ধে পোস্টার পরে। সেই প্রসঙ্গে না গিয়ে সরাসরি বাঁকুড়া জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু কে উদ্দেশ্য করে মঙ্গলবার জেলার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন,‘‘ডিএমের বিরুদ্ধে যদি কূটকচালি কর, আমি সব ভেঙে দেব।’’

সম্প্রতি বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ারের বিরুদ্ধে সরব হয়েছিলেন জেলার সভাধিপতি। জেলাশাসকের নামে জেলার বিভিন্ন জায়গায় পোস্টারও পড়েছিল। সেই বিতণ্ডার খবর পৌঁছেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও। জেলাশাসককেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সভাধিপতি-সহ অন্যদের হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘‘কেউ যদি ভেবে থাকেন কথায় কথায় ডিএম-এসপি বদলে যাবে, সেটা হচ্ছে না। এই ডিএম-এসপির সঙ্গেই কাজ করতে হবে।’’ তাঁদের কাজেরও প্রশংসা করেন মমতা।

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী এ দিন রাধিকার পাশে দাঁড়িয়ে বলেন, ‘‘ডিএমের হাজব্যান্ডও ডিএম, এটা মাথায় রাখবেন। আমার আট জন মহিলা ডিএম আছেন। তাঁদের জন্য আমার গর্ব হয়। তাঁদের বিরুদ্ধে যদি কূটকচালি কর, আমি কিন্তু ভেঙে দেব সব।’’

এর পরই সরাসরি সভাধিপতির উদ্দেশে বলেন, ‘‘তোমাকে বলেছি টিম চালাতে, সেই কাজ তুমি করবে। তোমার কাজ অন্য কেউ করবে না। তুমি শিবাজির (পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজি বন্দ্যোপাধ্যায়) কথায় চলবে না। ডিএমকে কনফিডেন্সে নিয়ে সব কাজ করবে।’’ এর পরই তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এর থেকে বেশি কিছু আর বললাম না। হাটে হাঁড়িটা ভাঙলাম না।’’

The post Mamata Banerjee : ‘‘এই ডিএম এসপিদের সঙ্গেই কাজ করতে হবে, এর থেকে বেশি কিছু আর বললাম না, হাটে হাঁড়িটা ভাঙলাম না’’ বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে জেলা সভাধিপতিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী কেন এই মন্তব্য করলেন ? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
BJP: “আপনাকে জেলের ভাত খাওয়াব, এই আইসি-কে পোশাক খুলে উলঙ্গ করব।”- বাঁকুড়া ছাতনা থানার আইসিকে হুমকি দিলেন বাঁকুড়ার বিজেপি নেতা https://banglarjanarob.com/54222 Thu, 31 Mar 2022 13:21:29 +0000 https://banglarjanarob.com/?p=54222 বাংলার জনরব ডেস্ক : বাঁকুড়ার ছাতনা থানার আইসি আশিস জৈনকে উলঙ্গ করিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বাঁকুড়া জেলার প্রাক্তন সহ-সভাপতি জীবন চক্রবর্তীর বিরুদ্ধে। জীবনের এই হুমকির জেরে অস্বস্তিতে বিজেপি। যদিও বাঁকুড়ার বিজেপি-র দাবি, তিনি দলের কোনও পদে নেই।ছাতনা থানার পুলিশ সরকারি কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েতের অভিযোগে জীবন-সহ তিন জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ছাতনার দুবরাজপুর মোড়ে একটি পথ অবরোধ কর্মসূচিতে যোগ দেন জীবন। সেখানে ‘বেআইনি’ জমায়েত সরাতে যাওয়া আইসি-র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। আইসি-র উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনি তৃণমূলের হয়ে দালালি করতে এসেছেন। আমরা বিকেল…

The post BJP: “আপনাকে জেলের ভাত খাওয়াব, এই আইসি-কে পোশাক খুলে উলঙ্গ করব।”- বাঁকুড়া ছাতনা থানার আইসিকে হুমকি দিলেন বাঁকুড়ার বিজেপি নেতা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বাঁকুড়ার ছাতনা থানার আইসি আশিস জৈনকে উলঙ্গ করিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বাঁকুড়া জেলার প্রাক্তন সহ-সভাপতি জীবন চক্রবর্তীর বিরুদ্ধে। জীবনের এই হুমকির জেরে অস্বস্তিতে বিজেপি। যদিও বাঁকুড়ার বিজেপি-র দাবি, তিনি দলের কোনও পদে নেই।ছাতনা থানার পুলিশ সরকারি কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েতের অভিযোগে জীবন-সহ তিন জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার ছাতনার দুবরাজপুর মোড়ে একটি পথ অবরোধ কর্মসূচিতে যোগ দেন জীবন। সেখানে ‘বেআইনি’ জমায়েত সরাতে যাওয়া আইসি-র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। আইসি-র উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনি তৃণমূলের হয়ে দালালি করতে এসেছেন। আমরা বিকেল চারটেয় বিভিন্ন জায়গায় অবরোধ করব। আমরা দেখতে চাই, আপনি মায়ের কত দুধ খেয়েছেন। আপনার বিরুদ্ধে আমরা অভিযোগ জানাব। আপনাকে জেলের ভাত খাওয়াব। এই আইসি-কে পোশাক খুলে উলঙ্গ করব।”

বাঁকুড়ার ছাতনার বাঁকাপাড়া নামে একটি পুকুরে সম্প্রতি সংস্কারের কাজ হয়েছে। সূত্রের খবর ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ওই প্রকল্পে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার সকালে থেকে দুবরাজপুর মোড়ে বাঁকুড়া-পুরুলিয়া রাস্তা জীবনের নেতৃত্বে অবরোধ করে স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। কিছু ক্ষণ ধরে অবরোধ চলার পর ছাতনা থানার আইসি-র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ অবরোধকারীদের তুলতে গেলে ধস্তাধস্তি বাধে।

এই সময় জীবন চক্রবর্তী হাতে মাইক নিয়ে আইসিকে হুমকি দেন বলে অভিযোগ। বৃহস্পতিবার বিজেপি-র তরফে কোনও পথ অবরোধ কর্মসূচিও ছিল না বলেও দাবি করা হয়েছে।

 

The post BJP: “আপনাকে জেলের ভাত খাওয়াব, এই আইসি-কে পোশাক খুলে উলঙ্গ করব।”- বাঁকুড়া ছাতনা থানার আইসিকে হুমকি দিলেন বাঁকুড়ার বিজেপি নেতা first appeared on Banglar Janarob.]]>