Yogi Adiyanath | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 13 Jun 2022 17:01:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Yogi Adiyanath | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Supreme Court: যোগী প্রশাসনের বুলডোজার নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমিয়তে উলামায়ে হিন্দ https://banglarjanarob.com/57299 Mon, 13 Jun 2022 17:01:22 +0000 https://banglarjanarob.com/?p=57299 বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে এবার সরাসরি দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হলো জমিয়তে উলামায়ে হিন্দ। সম্প্রতি হযরত মুহাম্মদ সাকে নিয়ে বিজেপি দলের সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নুপুর শর্মা বিতর্কিত মন্তব্য করার জেরে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করেছিল। এই বিক্ষোভ কে কেন্দ্র করে কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনাও ঘটে। আর এই অপ্রীতিকর ঘটনা কে কেন্দ্র করে যোগী সরকার কিছু ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করে। শুধু মামলা করা নয় একইসঙ্গে অভিযুক্ত কিছু ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ…

The post Supreme Court: যোগী প্রশাসনের বুলডোজার নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমিয়তে উলামায়ে হিন্দ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে এবার সরাসরি দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হলো জমিয়তে উলামায়ে হিন্দ। সম্প্রতি হযরত মুহাম্মদ সাকে নিয়ে বিজেপি দলের সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নুপুর শর্মা বিতর্কিত মন্তব্য করার জেরে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করেছিল। এই বিক্ষোভ কে কেন্দ্র করে কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনাও ঘটে। আর এই অপ্রীতিকর ঘটনা কে কেন্দ্র করে যোগী সরকার কিছু ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করে। শুধু মামলা করা নয় একইসঙ্গে অভিযুক্ত কিছু ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ভারতের সর্ববৃহৎ মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।

শীর্ষ আদালতের কাছে জমিয়তের আবেদন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপে হিসাবে যাতে তাঁদের সম্পত্তি নষ্ট না করা হয়, তার নির্দেশ দেওয়া হোক যোগী আদিত্যনাথের সরকারকে।

বেআইনি নির্মাণকাজের অভিযোগে সম্প্রতি কানপুর ও প্রয়াগরাজের একাধিক বাড়িতে বুলডোজার চালিয়েছে যোগী প্রশাসন। ঘটনাচক্রে, যাঁদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, তাঁদের মধ্যে অনেকের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। কানপুরে অশান্তির ঘটনায় অন্যতম অভিযুক্ত ‘ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া’-র নেতা জাভেদ আহমেদের বাড়িও ভাঙা হয়েছে। রবিবার সকাল ১১টার মধ্যে বাড়ি ছাড়তে বলে শনিবার রাতে দরজায় নোটিস সেঁটে দিয়েছিল পুরসভা।

স্থানীয় পুর উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, বেআইনি ভাবে বাড়ি নির্মাণ নিয়ে জাভেদকে নোটিস পাঠানো হয়েছিল। তিনি তাঁর জবাব না দেওয়ায় গত ২৫ মে তাঁর বাড়ি ভাঙার নির্দেশ জারি হয়। উত্তরপ্রদেশের সরকারের এই নীতির বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছে জমিয়তে।

তবে যে সময় জাভেদের বাড়ি ভাঙা হল, তার ভিত্তিতে দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন রাজনীতির কারবারিদের একাংশ। তাঁদের মত, বিক্ষোভকারীদের শিক্ষা দিতেই বুলডোজার নামিয়ে দিয়েছে যোগী প্রশাসন। আইন বিশারদদের একাংশ আবার বলছেন, বেআইনি নির্মাণ হয়ে থাকলে বাড়ি ভাঙার ক্ষমতা রয়েছে পুরসভার। তবে তা পুরোটাই হতে হবে আইন মেনে।

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আরএম লোঢা বলেন, ‘‘অপরাধে অভিযুক্ত মানে তাঁর বাড়ি ভাঙা যেতে পারে না কখনওই। সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালত থেকে নোটিস পাঠাতে হবে। নোটিস ছাড়া সম্পত্তি নষ্টের কোনও আইনি সংস্থান নেই।’’ অন্য দিকে, দিল্লি হাই কোর্টে বিচারপতি রাজীব সহায় এন্ডল বলছেন, ‘‘বেআইনি নির্মাণ হলে বাড়ি ভাঙাই যেতে পারে। আইন সবার জন্যই এক। বেছে বেছে কারও বাড়ি ভাঙা যায় না। সকলের চলাফেরার রাস্তায় নির্মাণ করলে কোনও নোটিস লাগে না। পাশাপাশিই, যদি কেউ সরকারি জমিতে নির্মাণকাজ করেন, তবে আইন মেনে তাঁর বাড়িও ভাঙা যেতে পারে। এমন সংস্থান রয়েছে পুর আইনে।’’

 

The post Supreme Court: যোগী প্রশাসনের বুলডোজার নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমিয়তে উলামায়ে হিন্দ first appeared on Banglar Janarob.]]>
UP Election 2022 : অযোধ্য নয় , নিজের খাস তালুক গোরক্ষপুর থেকেই প্রার্থী হলেন যোগী আদিত্যনাথ, ১০৭ জনের প্রার্থী তালিকা ৪৪ জন নতুন মুখ https://banglarjanarob.com/51472 Sat, 15 Jan 2022 08:52:16 +0000 https://banglarjanarob.com/?p=51472 বাংলার জনরব ডেস্ক : কথা দিয়েছিলেন অযোধ্যা থেকে ভোটে লড়বেন । কিন্ত উত্তরপ্রদেশের বর্তমান পরিস্থিতিতে আর কোনো ঝুঁকি নিলেন না মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আজ  সকালে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে  গোরক্ষপুর শহর কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার প্রথম দফায় ১০৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে এ কথা জানিয়েছেন দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ৬৩ জন বিদায়ী বিধায়ক তালিকায় স্থান পেয়েছেন। বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী করেছে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকেও। তিনি লড়বেন প্রয়াগরাজ লাগোয়া কৌশাম্বী জেলার সিরাথু কেন্দ্রে। প্রসঙ্গত, যোগী এবং…

The post UP Election 2022 : অযোধ্য নয় , নিজের খাস তালুক গোরক্ষপুর থেকেই প্রার্থী হলেন যোগী আদিত্যনাথ, ১০৭ জনের প্রার্থী তালিকা ৪৪ জন নতুন মুখ first appeared on Banglar Janarob.]]>

বাংলার জনরব ডেস্ক : কথা দিয়েছিলেন অযোধ্যা থেকে ভোটে লড়বেন । কিন্ত উত্তরপ্রদেশের বর্তমান পরিস্থিতিতে আর কোনো ঝুঁকি নিলেন না মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আজ  সকালে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে  গোরক্ষপুর শহর কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার প্রথম দফায় ১০৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে এ কথা জানিয়েছেন দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ৬৩ জন বিদায়ী বিধায়ক তালিকায় স্থান পেয়েছেন।

বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী করেছে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকেও। তিনি লড়বেন প্রয়াগরাজ লাগোয়া কৌশাম্বী জেলার সিরাথু কেন্দ্রে। প্রসঙ্গত, যোগী এবং কেশব দু’জনেই বর্তমানে উত্তরপ্রদেশ আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদের সদস্য। যোগী এ বারই প্রথম বিধানসভা ভোটে লড়বেন। প্রসঙ্গত, পূর্ব উত্তরপ্রদেশের গোরক্ষপুর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৮-২০১৪ টানা পাঁচ বার সাংসদ নির্বাচিত হয়েছেন যোগী।

১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ভোট। যোগীর নেতৃত্বে বিজেপি উপর্যুপরি দ্বিতীয় বার উত্তরপ্রদেশে সরকার গড়তে পারবে, না কি চমকে দেবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, সেই উত্তর মিলবে ১০ মার্চ। এ বারের বিধানসভা ভোটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেলের আপনা দল(এস) এবং অনগ্রসর নেতা সঞ্জয় নিষাদের নিষাদ পার্টির সঙ্গে জোট গড়েছে বিজেপি।

বিজেপি-র প্রার্থীতালিকায় ঠাঁই পেয়েছেন জিএস ধর্মেশ, সন্দীপ সিংহ, গুলাব দেবীর মতো মন্ত্রী এবং মুজফ্ফরনগর গোষ্ঠীহিংসার ঘটনার অন্যতম অভিযুক্ত ‘বাহুবলী’ নেতা সঙ্গীত সোম। প্রসঙ্গত, প্রাথমিক ভাবে জল্পনা ছিল যোগী রামমন্দিরের শহর অযোধ্যা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন।
জাতপাতের  অংকে উত্তরপ্রদেশের নির্বাচন জটিল জায়গা পৌছে গেছে । এই পরিস্থিতিতে প্রথম বার বিধানসভা নির্বাচনে লড়াই করতে নেমে নিজের খাস তালুকে প্রার্থী হলেন যোগী আদিত্যনাথ ।
The post UP Election 2022 : অযোধ্য নয় , নিজের খাস তালুক গোরক্ষপুর থেকেই প্রার্থী হলেন যোগী আদিত্যনাথ, ১০৭ জনের প্রার্থী তালিকা ৪৪ জন নতুন মুখ first appeared on Banglar Janarob.]]>