Yes Bank | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 24 Apr 2022 07:30:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Yes Bank | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Yes Bank’s Rana Kapoor: প্রিয়ঙ্কা গান্ধীর কাছ থেকে দু’কোটি টাকা দিয়ে ছবি কিনতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি ইয়েস ব্যাঙ্ক কর্তার https://banglarjanarob.com/55047 Sun, 24 Apr 2022 07:30:47 +0000 https://banglarjanarob.com/?p=55047 বাংলার জনরব ডেস্ক : ইয়েস ব্যাঙ্কের মামলার সঙ্গে নাম জড়িয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধীর । ইয়েস ব্যাঙ্কের সহ প্রতিষ্ঠাতা রানা কপূর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, মকবুল ফিদা হুসেনের একটি ছবি প্রিয়ঙ্কা গান্ধী বঢরার কাছ থেকে কিনতে তাঁকে বাধ্য করা হয়েছিল। সেই টাকা ব্যবহার করা হয়েছিল নিউ ইয়র্কে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর চিকিৎসায়। অর্থপাচার সংক্রান্ত একটি মামলার চার্জশিটে ইডি এই তথ্য জানিয়েছে। চার্জশিটটি বিশেষ আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রানা জানিয়েছেন, তৎকালীন পেট্রলিয়াম মন্ত্রী মুরলী দেওরা (বর্তমানে প্রয়াত) তাঁকে বলেন, ছবি না কিনলে তাঁর সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক…

The post Yes Bank’s Rana Kapoor: প্রিয়ঙ্কা গান্ধীর কাছ থেকে দু’কোটি টাকা দিয়ে ছবি কিনতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি ইয়েস ব্যাঙ্ক কর্তার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ইয়েস ব্যাঙ্কের মামলার সঙ্গে নাম জড়িয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধীর । ইয়েস ব্যাঙ্কের সহ প্রতিষ্ঠাতা রানা কপূর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, মকবুল ফিদা হুসেনের একটি ছবি প্রিয়ঙ্কা গান্ধী বঢরার কাছ থেকে কিনতে তাঁকে বাধ্য করা হয়েছিল। সেই টাকা ব্যবহার করা হয়েছিল নিউ ইয়র্কে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর চিকিৎসায়। অর্থপাচার সংক্রান্ত একটি মামলার চার্জশিটে ইডি এই তথ্য জানিয়েছে। চার্জশিটটি বিশেষ আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রানা জানিয়েছেন, তৎকালীন পেট্রলিয়াম মন্ত্রী মুরলী দেওরা (বর্তমানে প্রয়াত) তাঁকে বলেন, ছবি না কিনলে তাঁর সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক তৈরি হবে না। এর ফলে তাঁর ‘পদ্মভূষণ’ পাওয়ায়ও আটকে যাবে।বিশেষ আদালতে ইডি যে চার্জশিট জমা দিয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, এই ছবি কেনার বিষয়টি। রানা জানিয়েছেন, ছবিটি কেনার জন্য তিনি দু’কোটি টাকা দিয়েছিলেন। মিলিন্দ দেওরা (মুরলী দেওয়ার ছেলে) তাঁকে পরে গোপনে জানান, ওই টাকা কংগ্রেস সভানেত্রীর চিকিৎসার জন্য ব্যয় করা হয়েছিল।

রানা ইডিকে আরও জানিয়েছেন, সনিয়া-ঘনিষ্ঠ আহমেদ পটেল সেই সময় তাঁকে বলেন, এই সুযোগ গান্ধী পরিবারের পাশে থাকার। তাঁদের সাহায্য করলে তাঁর ‘পদ্মসম্মান’ পাওয়া নিশ্চিত।দেওরা এক নৈশভোজে রানাকে আমন্ত্রণ জানান। সেখানে তিনি বলেন, ছবিটি না কিনলে ইয়েস ব্যাঙ্কের উপর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। ইডিকে বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইয়েস ব্যাঙ্কের-সহ প্রতিষ্ঠাতা।২০২০ সালে অর্থ পাচার সংক্রান্ত মামলায় বর্তমানে রানা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

The post Yes Bank’s Rana Kapoor: প্রিয়ঙ্কা গান্ধীর কাছ থেকে দু’কোটি টাকা দিয়ে ছবি কিনতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি ইয়েস ব্যাঙ্ক কর্তার first appeared on Banglar Janarob.]]>