West Bengal Board of Secondary Education | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Thu, 16 Jun 2022 12:26:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg West Bengal Board of Secondary Education | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 CBI: বৃহস্পতিবার সকালে এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টার বাড়িতে হানা দিল সিবিআই, বিকেলে পর্ষদ সভাপতির বাড়িতে https://banglarjanarob.com/57397 Thu, 16 Jun 2022 12:25:43 +0000 https://banglarjanarob.com/?p=57397 বাংলার জনরব ডেস্ক : এসএসসি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালে সিবিআই হানা দেয় এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তি প্রসাদ সিং-এর বাড়িতে আর ঠিক বিকেলে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গাঙ্গুলীর বাড়িতে হানা দিল সিবিআই।সেখান থেকে পর্ষদ সভাপতি সঙ্গে নিয়ে আবার মধ্যশিক্ষা পর্ষদের দফতরে এল সিবিআই দল। তদন্তকারীদের সূত্রে খবর, পর্ষদ দফতরেই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার বিকেল নাগাদ কল্যাণময়ের কাদাপাড়ার বাড়িতে যান তদন্তকারীরা। সেখান থেকে তাঁকে সঙ্গে নিয়ে সোজা ডিরোজিও ভবনে চলে আসেন তাঁরা। সিবিআই সূত্রে খবর, এর আগে একাধিক বার পর্ষদ সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে। তদন্তকারীদের ডাকে সাড়া না…

The post CBI: বৃহস্পতিবার সকালে এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টার বাড়িতে হানা দিল সিবিআই, বিকেলে পর্ষদ সভাপতির বাড়িতে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : এসএসসি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালে সিবিআই হানা দেয় এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তি প্রসাদ সিং-এর বাড়িতে আর ঠিক বিকেলে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গাঙ্গুলীর বাড়িতে হানা দিল সিবিআই।সেখান থেকে পর্ষদ সভাপতি সঙ্গে নিয়ে আবার মধ্যশিক্ষা পর্ষদের দফতরে এল সিবিআই দল। তদন্তকারীদের সূত্রে খবর, পর্ষদ দফতরেই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃহস্পতিবার বিকেল নাগাদ কল্যাণময়ের কাদাপাড়ার বাড়িতে যান তদন্তকারীরা। সেখান থেকে তাঁকে সঙ্গে নিয়ে সোজা ডিরোজিও ভবনে চলে আসেন তাঁরা। সিবিআই সূত্রে খবর, এর আগে একাধিক বার পর্ষদ সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে। তদন্তকারীদের ডাকে সাড়া না দেওয়ার জন্যই সভাপতির বাড়ি গিয়ে তাঁকে অফিসে নিয়ে আসা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ছয় সদস্যের দল বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ সল্টলেকের ডিরোজিও ভবনে গিয়েছিল। সূত্রের দাবি, দুর্নীতির মামলার সংক্রান্ত বিষয় নিয়ে পর্ষদের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে। প্রয়োজনীয় নথিও খতিয়ে দেখেন তদন্তকারীরা। পর্ষদ অফিসে হানা দেওয়ার পর শান্তিপ্রসাদের বাড়িতে যান তদন্তকারীরা। সূত্রের খবর, শান্তিপ্রসাদের সম্পত্তি এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির নথির খোঁজে তল্লাশি চালিয়েছেন সিবিআই গোয়েন্দারা। প্রায় চার ঘণ্টা ধরে বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্তকারীদের সূত্রে দাবি।

 

 

 

The post CBI: বৃহস্পতিবার সকালে এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টার বাড়িতে হানা দিল সিবিআই, বিকেলে পর্ষদ সভাপতির বাড়িতে first appeared on Banglar Janarob.]]>