Violence Rampurhat | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 25 Mar 2022 05:47:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Violence Rampurhat | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Rampurhat Clash: বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের https://banglarjanarob.com/53971 Fri, 25 Mar 2022 05:47:27 +0000 https://banglarjanarob.com/?p=53971 বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুইয়ে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে ভরসা রাখতে পারলেন হাইকোর্টের বিচারপতিরা । ঘটনার পরের দিনেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের হয় । ২৪ ঘন্টার মধ্যে কেস ডায়েরি চেয়ে পাঠায় প্রধান বিচারপতি । গতকাল কেস ডায়েরি নেওয়ার পর মামলাকারী পাঁচটি সংগঠনের আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে কোন কোন কারণে এই মামলা রাজ্য পুলিশের পক্ষে তদন্ত করা সমীচিন হবে না তার ব্যাখ্যা দেন । তারপর প্রধান বিচারপতি জানিয়ে দেন, শুক্রবার সকালে এই মামলার রায় দেবেন । কথা মতো আজ সকালে বগটুইয়ে-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা…

The post Rampurhat Clash: বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুইয়ে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে ভরসা রাখতে পারলেন হাইকোর্টের বিচারপতিরা । ঘটনার পরের দিনেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের হয় । ২৪ ঘন্টার মধ্যে কেস ডায়েরি চেয়ে পাঠায় প্রধান বিচারপতি । গতকাল কেস ডায়েরি নেওয়ার পর মামলাকারী পাঁচটি সংগঠনের আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে কোন কোন কারণে এই মামলা রাজ্য পুলিশের পক্ষে তদন্ত করা সমীচিন হবে না তার ব্যাখ্যা দেন । তারপর প্রধান বিচারপতি জানিয়ে দেন, শুক্রবার সকালে এই মামলার রায় দেবেন ।

কথা মতো আজ সকালে বগটুইয়ে-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বাগটুই-কাণ্ডের রায়ে আদালত জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজ্য যেন সহযোগিতা করে। তার পর সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ দেয় আদালত। জানানো হয়, যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে হবে দোষীদের।

উল্লেখ্য, বগটুইয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে বেশ কয়েকটি জনস্বার্থ মামলাকে একত্র করে শুনানি হয় হাই কোর্টে। এর আগে বুধবার রাজ্য পুলিশের সিট বা বিশেষ তদন্তকারী দলের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছিল হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, ‘‘আমরা ওই ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করেছি। মামলার পরিস্থিতি বিবেচনা করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলা সিবিআই-কে দেওয়া প্রয়োজন। বিচার এবং সমাজে প্রতি ন্যায়ের কারণে স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে এই মামলাটি সিবিআই-র হাতে তুলে দিতে চায় আদালত। সেই মোতাবেক রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মামলাটি সিবিআইয়ের হাতে তারা তুলে দিক।’’

পাশাপাশি হাই কোর্টের নির্দেশ, এই মামলায় রাজ্যের গঠিত সিট কোনও তদন্ত করতে পারবে না। তাছাড়া শুধু মাত্র ‘কেস পেপার’ তৈরি করেই থেমে থাকবে না সিবিআই। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করবে এবং তদন্তের প্রয়োজনে গ্রেফতারও করবে। পরবর্তী শুনানির মধ্যে জানাতে হবে তারা তদন্ত কত দূর এগিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৭ এপ্রিল।

 

The post Rampurhat Clash: বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের first appeared on Banglar Janarob.]]>