Vice Chancellor | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 01 Oct 2023 10:33:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Vice Chancellor | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 C.V.Ananda Bose : রাজ্যের আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল https://banglarjanarob.com/72843 Sun, 01 Oct 2023 10:11:29 +0000 https://banglarjanarob.com/?p=72843 বাংলার জনরব ডেস্ক :  রাজ্যে আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।  রাজ্যপালের এই সিদ্ধান্তে নতুন করে রাজভবন বনাম নবান্নের সংঘাত শুরু হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে ।রাজ্যপাল উপাচার্য নিয়োগ নিয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন, এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য। সেই মামলায় শীর্ষ আদালত জানায়, রাজ্যপাল আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ কর্তা। কিন্তু রাজ্যপাল উপাচার্যদের নির্বাচন কর্তা নন। এ ব্যাপারে তাঁর কোনও পারদর্শিতা নেই। তাছাড়া রাজ্যপালের কাছে কোনও সিলেকশন কমিটিও নেই। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করে দেবে শীর্ষ…

The post C.V.Ananda Bose : রাজ্যের আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক :  রাজ্যে আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।  রাজ্যপালের এই সিদ্ধান্তে নতুন করে রাজভবন বনাম নবান্নের সংঘাত শুরু হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে ।রাজ্যপাল উপাচার্য নিয়োগ নিয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন, এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য। সেই মামলায় শীর্ষ আদালত জানায়, রাজ্যপাল আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ কর্তা। কিন্তু রাজ্যপাল উপাচার্যদের নির্বাচন কর্তা নন। এ ব্যাপারে তাঁর কোনও পারদর্শিতা নেই। তাছাড়া রাজ্যপালের কাছে কোনও সিলেকশন কমিটিও নেই। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করে দেবে শীর্ষ আদালত, এমন জানিয়েছিল ডিভিশন বেঞ্চ।

সার্চ কমিটিতে কাদের সদস্য করা হবে সে ব্যাপারে যেন রাজ্য সরকার, রাজ্যপাল এবং ইউজিসি ৩ থেকে ৫ জনের নাম পাঠায়, সেটাও বলেছিল সুপ্রিম কোর্ট। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এখনও চূড়ান্ত সার্চ কমিটি তৈরি হয়নি। তার মধ্যেই দেখা গেল ৫ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। জানা গেছে, মুর্শিদাবাদ কোচবিহার, আলিপুরদুয়ার সহ পাঁচ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়েছে।

উপাচার্য নিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে রাজভবন-নবান্ন ঝামেলা লেগেই রয়েছে। রাজভবনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল। রাজ্যের অভিযোগ, রাজ্যপাল বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিজেপির আদেশ পালন করছেন। যদিও রাজভবনের নিরপেক্ষতা প্রসঙ্গে এদিন রাজ্যপাল বলেন, “রাজভবন রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। এটি একটি অরাজনৈতিক পরিসর হাওয়া উচিৎ।”

 

The post C.V.Ananda Bose : রাজ্যের আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল first appeared on Banglar Janarob.]]>
Jagdeep Dhankhar: কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ২৪ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে নিয়ম মানা হয়নি অভিযোগ রাজ্যপালের https://banglarjanarob.com/50881 Thu, 30 Dec 2021 06:08:16 +0000 https://banglarjanarob.com/?p=50881 বাংলার জনরব ডেস্ক: রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়ম বহির্ভূত ভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করলেন খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার সাত সকালে টুইট করে ওই সব বিশ্ববিদ্যালয়ের একটি তালিকাও প্রকাশ করেছেন তিনি। সেই তালিকায় কলকাতা, যাদবপুর, গৌরবঙ্গ, আলিপুরদুয়ার, বর্ধমানের মতো বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। রাজ্যপালের এই অভিযোগে যদিও আমল দিতে নারাজ তৃণমূল। আইনজীবী তথা তৃণমূল মুখপাত্র বিশ্বজিৎ দেব বলেন, ‘‘রাজ্যপালের কোনও অভিযোগেরই গুরুত্ব তৃণমূল দেয় না। তাঁর উচিত ছিল রাজ্যপাল হিসাবে তাঁর নিজের সাংবিধানিক পদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা। কিন্তু তিনি তাঁর দিল্লির ‘বস’দের কথায় বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করছেন। রাজভবনকে বিজেপি-র…

The post Jagdeep Dhankhar: কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ২৪ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে নিয়ম মানা হয়নি অভিযোগ রাজ্যপালের first appeared on Banglar Janarob.]]>

বাংলার জনরব ডেস্ক: রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়ম বহির্ভূত ভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করলেন খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার সাত সকালে টুইট করে ওই সব বিশ্ববিদ্যালয়ের একটি তালিকাও প্রকাশ করেছেন তিনি। সেই তালিকায় কলকাতা, যাদবপুর, গৌরবঙ্গ, আলিপুরদুয়ার, বর্ধমানের মতো বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।

রাজ্যপালের এই অভিযোগে যদিও আমল দিতে নারাজ তৃণমূল। আইনজীবী তথা তৃণমূল মুখপাত্র বিশ্বজিৎ দেব বলেন, ‘‘রাজ্যপালের কোনও অভিযোগেরই গুরুত্ব তৃণমূল দেয় না। তাঁর উচিত ছিল রাজ্যপাল হিসাবে তাঁর নিজের সাংবিধানিক পদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা। কিন্তু তিনি তাঁর দিল্লির ‘বস’দের কথায় বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করছেন। রাজভবনকে বিজেপি-র পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। তাই ওঁর কোনও কথার কোনও গুরুত্ব আমাদের দলের কাছে নেই।’’

রাজ্যপালের অভিযোগ, “আইনের নয়, শাসকের আইনের প্রতিফলন দেখা যাচ্ছে শিক্ষাব্যবস্থায়। ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।” আচার্যের অনুমোদন ছাড়া রাজ্য সরকার যে ভাবে উপাচার্যদের নিয়োগ করে, তাও আইনের প্রহসন বলেও অভিযোগ তুলেছেন ধনখড়। টুইটে আপলোড করা ভিডিয়োয় ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)-কে এ নিয়ে তদন্ত করার অনুরোধও জানিয়েছেন তিনি।

The post Jagdeep Dhankhar: কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ২৪ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে নিয়ম মানা হয়নি অভিযোগ রাজ্যপালের first appeared on Banglar Janarob.]]>