TMC leader Murder | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Tue, 22 Mar 2022 12:39:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg TMC leader Murder | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 রামপুরহাটকাণ্ডে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব কেন্দ্রের, আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদলও https://banglarjanarob.com/53878 Tue, 22 Mar 2022 12:37:50 +0000 https://banglarjanarob.com/?p=53878 বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটকাণ্ডে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন সংসদে অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার বিজেপি সাংসদরা। বৈঠক শেষে সুকান্ত মজুমদার দাবি করেন, রামপুরহাটের এই ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধিদল, দাবি সুকান্ত মজুমদারের। তৃণমূল উপ প্রধান খুনের পর রামপুরহাটে হত্যালীলা, ৮জনের মৃত্যু। রামপুরহাটের বকটুই গ্রামে পরপর বাড়িতে আগুন, আহত আরও ৩। রামপুরহাটে ২ শিশু, ৬ মহিলা-সহ আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু। রামপুরহাটে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের দাবি অনুব্রত মণ্ডলের। রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি, নেই…

The post রামপুরহাটকাণ্ডে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব কেন্দ্রের, আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদলও first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটকাণ্ডে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন সংসদে অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার বিজেপি সাংসদরা। বৈঠক শেষে সুকান্ত মজুমদার দাবি করেন, রামপুরহাটের এই ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধিদল, দাবি সুকান্ত মজুমদারের।

তৃণমূল উপ প্রধান খুনের পর রামপুরহাটে হত্যালীলা, ৮জনের মৃত্যু। রামপুরহাটের বকটুই গ্রামে পরপর বাড়িতে আগুন, আহত আরও ৩। রামপুরহাটে ২ শিশু, ৬ মহিলা-সহ আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু।

রামপুরহাটে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের দাবি অনুব্রত মণ্ডলের। রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি, নেই আইনের শাসন, ট্যুইট রাজ্যপালের। মুখ্যসচিবের কাছে রামপুরহাটকাণ্ডের রিপোর্ট তলব রাজ্যপালের। রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। ওয়াকআউট বিজেপি বিধায়কদের, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। এদিন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতিতে উল্লেখ করেন, “দুঃখজনক ঘটনা, সরকার কঠোর পদক্ষেপ করছে।’’ মুখ্যমন্ত্রীর নির্দেশে রামপুরহাটে পৌঁছে গিয়েছেন ফিরহাদ হাকিম সহ তৃণমূলের প্রতিনিধি দল। বাংলায় ৩৫৬, কিংবা ৩৫৫ ধারা জারির দাবি অধীর চৌধুরীর। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রামপুরহাটে গণহত্যার অভিযোগে সরব হয়েছেন মহম্মদ সেলিমও।

তৃণমূল নেতা খুনের কয়েক ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড বলে দাবি ডিজিপি। এডিজি পশ্চিমাঞ্চলের দাবি, “আগুন লাগানো হয়েছিল, অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।” এদিন ডিজিপি বলেন, “প্রতিশোধের আগুন নাকি অন্য কিছু, তদন্ত করবে সিট। এডিজি আইনশৃঙ্খলার নেতৃত্বে ৩ সদস্যের সিট গঠন সরিয়ে দেওয়া হয়েছে। রামপুরহাটের আইসি ও এসডিপিও-কে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।’’

The post রামপুরহাটকাণ্ডে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব কেন্দ্রের, আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদলও first appeared on Banglar Janarob.]]>
রামপুরহাট-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিধানসভায় জানালো বিজেপি পরিষদীয় দল https://banglarjanarob.com/53862 Tue, 22 Mar 2022 08:27:19 +0000 https://banglarjanarob.com/?p=53862 বাংলার জনরব ডেস্ক : গতকাল রাতে বীরভূমের রামপুরহাট এর পঞ্চায়েতের উপপ্রধান কে ঘিরে রামপুরহাটের এলাকায় যেভাবে বাড়িঘর পুড়িয়ে ভাঙচুর করা হয়েছে এর ফলে প্রায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন বিজেপির বিধায়করা। আজ মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন প্রশ্নোত্তর পর্ব চলায় অপেক্ষা করতে বলেন স্পিকার। প্রতিবাদে বিধানসভা অধিবেশন এর মধ্যেই বীরভূমের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। কিন্তু স্পিকার প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ায় বিক্ষোভ দেখিয়ে কক্ষত্যাগ…

The post রামপুরহাট-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিধানসভায় জানালো বিজেপি পরিষদীয় দল first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গতকাল রাতে বীরভূমের রামপুরহাট এর পঞ্চায়েতের উপপ্রধান কে ঘিরে রামপুরহাটের এলাকায় যেভাবে বাড়িঘর পুড়িয়ে ভাঙচুর করা হয়েছে এর ফলে প্রায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন বিজেপির বিধায়করা।

আজ মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন প্রশ্নোত্তর পর্ব চলায় অপেক্ষা করতে বলেন স্পিকার। প্রতিবাদে বিধানসভা অধিবেশন এর মধ্যেই বীরভূমের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। কিন্তু স্পিকার প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ায় বিক্ষোভ দেখিয়ে কক্ষত্যাগ করেন তারা।

বিজেপি পরিষদীয় দলের পক্ষে মনোজ টিগগা বলেন, ‘‘আবার প্রমাণ হয়ে গেল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি কারও জীবনের কোনও মূল্য নেই। এমন হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তাই আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।’’ বিজেপি পরিষদীয় দলের দাবি ১১ জনকে রামপুরহাটে জীবন্ত পুড়িয়ে মেরেছে শাসকদলের দুষ্কৃতীরা।

ঘটনার পরেই জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ঘটনাটিকে শর্ট সার্কিটের ঘটনা বলে ব্যাখ্যা করেছেন। জবাবে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর বলেন, ‘‘যদি সত্যি সত্যি শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকে, তাহলে কেন রাজ্যের এক মন্ত্রী ডেপুটি স্পিকার ও একজন বিধায়ককে তড়িঘড়ি বীরভূম যেতে হল? কেন পুলিশ আধিকারিকদের ক্লোজ করা হল?’’ চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ আবার রাজ্যের ভেঙে পড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন পশ্চিমবঙ্গে।

তিনি বলেন,‘‘দিন দিন রাজ্যের আইন শৃঙ্খলার এত অবনতি হচ্ছে যে তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে বীরভূমের খেটে খাওয়া মানুষগুলোর জীবন অচিরেই চলে গেল। ভোট-পরবর্তী সন্ত্রাসে সারা দেশের মানুষের কাছে বাংলার মাথা হেঁট হয়ে গিয়েছিল। এ বার জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাণ একই অবস্থা এখানকার আইন-শৃঙ্খলার অবস্থার কঙ্কালসার চেহারা বেরিয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে রাজ্যে হস্তক্ষেপ করা ‌’’

সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। ভাদু রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তাঁর বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় এক দল দুষ্কৃতী। ঘটনার পর স্থানীয়েরা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ভাদুকে মৃত বলে ঘোষণা করেন।

তথ্য সূত্র ডিজিটাল আনন্দবাজার।

 

The post রামপুরহাট-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিধানসভায় জানালো বিজেপি পরিষদীয় দল first appeared on Banglar Janarob.]]>