কলকাতা 

Tet Agitation: নিয়োগের দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল রবীন্দ্র সদন চত্বর, প্রিজন ভ্যানের তলায় শুয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

বাংলার জনরব ডেস্ক :  প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল এক্সাইড মোড়।রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। পুলিশের প্রিজ়ন ভ্যানের চাকার তলায় শুয়ে বিক্ষোভ। নিয়োগের দাবিতে বুধবার, এক্সাইড মোড়ের কাছে জমায়েত হন চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের সরাতে যেতেই বেঁধে যায় ধুন্ধুমার। একাধিক চাকরিপ্রার্থী প্রতিবাদস্বরূপ প্রিজন ভ্যানের তলায় চাকার নীচে শুয়ে পড়েন। পুলিশ টেনেহিঁচড়ে তাঁদের বার করে। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করলেও এখনও পর্যন্ত নিয়োগ পাননি।  সেই বিক্ষোভ সামলাতেই হিমসিম খায় পুলিশ। পরে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি সাউথ। তখন পরিস্থিতি আরও অগ্নিগর্ভ…

আরও পড়ুন