Teacher in charge | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 21 Mar 2022 11:35:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Teacher in charge | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Calcutta High Court: জিন্স ও টি-শার্ট পড়ে কোর্ট রুমে টিচার ইন চার্জ! তীব্র ভর্ৎসনা বিচারপতির, তারপর কী হলো ? https://banglarjanarob.com/53819 Mon, 21 Mar 2022 11:35:34 +0000 https://banglarjanarob.com/?p=53819 বাংলার জনরব ডেস্ক : হাইকোর্টের নির্দেশে কোর্ট রুমে হাজির হয়েছিলেন একটি স্কুলের টিচার ইন চার্জ । কিন্তু শুরুতেই ছন্দ পতন। পতনের কারণ ওই টিচার ইন চার্জের পোশাক। তিনি কোর্ট রুমে জিন্‌স আর টি-শার্ট পরে আসায়  বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হল। শুনানি শুরুর আগেই বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর পোশাক নিয়ে ওই শিক্ষককে ভর্ৎসনা করেন। বিচারপতির বকুনির চোটে ১০ মিনিটের মধ্যে পোশাকবদল করতে হয় ওই শিক্ষককে। তার পর শুরু হয় শুনানি। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে চাকরি পাওয়া এক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধানশিক্ষক এবং টিচার…

The post Calcutta High Court: জিন্স ও টি-শার্ট পড়ে কোর্ট রুমে টিচার ইন চার্জ! তীব্র ভর্ৎসনা বিচারপতির, তারপর কী হলো ? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : হাইকোর্টের নির্দেশে কোর্ট রুমে হাজির হয়েছিলেন একটি স্কুলের টিচার ইন চার্জ । কিন্তু শুরুতেই ছন্দ পতন। পতনের কারণ ওই টিচার ইন চার্জের পোশাক। তিনি কোর্ট রুমে জিন্‌স আর টি-শার্ট পরে আসায়  বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হল। শুনানি শুরুর আগেই বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর পোশাক নিয়ে ওই শিক্ষককে ভর্ৎসনা করেন। বিচারপতির বকুনির চোটে ১০ মিনিটের মধ্যে পোশাকবদল করতে হয় ওই শিক্ষককে। তার পর শুরু হয় শুনানি।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে চাকরি পাওয়া এক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধানশিক্ষক এবং টিচার ইনচার্জ আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু টিচার ইনচার্জ স্বপন চক্রবর্তীর পোশাক দেখেই চটে যান বিচারপতি গঙ্গোপাধ্যায়। কেন এক জন শিক্ষক হয়ে ‘ফর্মাল’ পোশাক পরে আদালতে আসেননি, প্রশ্ন তোলেন তিনি। বিচারপতির মন্তব্য, ‘‘আপনি এক জন টিচার ইনচার্জ। নৈতিক আচরণ সম্পর্কে আপনি কি অবগত নন? জিন্‌স আর টি-শার্ট পরে কোর্টে এসেছেন!’’ এর পর তাঁকে পোশাক বদলে আসতে বলা হয়।

কিন্তু হাই কোর্টের মধ্যে কী ভাবে অন্য পোশাক পাবেন! সঙ্গে অতিরিক্ত পোশাক আনেননি। সমস্যায় পড়েন ওই শিক্ষক। আদালত থেকে বেরিয়ে দোকানে গিয়ে ট্রাউজার্স এবং শার্ট কিনে আনতে গেলেও তো সময় খরচ হবে। অগত্যা তাঁর সঙ্গে আসা এক ব্যক্তির জামা চেয়ে পরেন শিক্ষক। আর নিজের টি-শার্ট দিয়ে দেন তাঁকে। এর পরে শুরু হয় শুনানি।

 

The post Calcutta High Court: জিন্স ও টি-শার্ট পড়ে কোর্ট রুমে টিচার ইন চার্জ! তীব্র ভর্ৎসনা বিচারপতির, তারপর কী হলো ? first appeared on Banglar Janarob.]]>