Tapan Kandu Murder | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 13 Jun 2022 09:53:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Tapan Kandu Murder | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Tapan Kandu Murder Case: ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুনে চার্জশিট দিল সিবিআই, চার্জশিটে কাদেরকে অভিযুক্ত চিহ্নিত করা হয়েছে? জানতে হলে ক্লিক করুন https://banglarjanarob.com/57277 Mon, 13 Jun 2022 09:53:08 +0000 https://banglarjanarob.com/?p=57277 বাংলার জনরব ডেস্ক : প্রায় ৭০ দিন পর সোমবার পুরুলিয়া জেলা আদালতে  ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ধৃত পাঁচ জনের নাম রয়েছে ওই চার্জশিটে। চার্জশিট পেশের পাশাপাশি তদন্ত চালিয়ে যাওয়ার আবেদনও করেছে সিবিআই। ওই চার্জশিটে ধৃত পাঁচ জনের নাম রয়েছে। তাঁরা হলেন তপনের দাদা নরেন কান্দু, তপনের ভাইপো দীপক কান্দু, নরেনের পরিচিত আশিক খান, সত্যবান পরামানিক এবং ঝাড়খণ্ডের বাসিন্দা কলেবর সিংহ। বুধবার আদালতে সিবিআই জানিয়েছে, এখনই তারা তপন হত্যার তদন্ত শেষ করছে না। তারা তদন্ত চালিয়ে যেতে চায়। ফলে এর পর অতিরিক্ত…

The post Tapan Kandu Murder Case: ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুনে চার্জশিট দিল সিবিআই, চার্জশিটে কাদেরকে অভিযুক্ত চিহ্নিত করা হয়েছে? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : প্রায় ৭০ দিন পর সোমবার পুরুলিয়া জেলা আদালতে  ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ধৃত পাঁচ জনের নাম রয়েছে ওই চার্জশিটে। চার্জশিট পেশের পাশাপাশি তদন্ত চালিয়ে যাওয়ার আবেদনও করেছে সিবিআই।

ওই চার্জশিটে ধৃত পাঁচ জনের নাম রয়েছে। তাঁরা হলেন তপনের দাদা নরেন কান্দু, তপনের ভাইপো দীপক কান্দু, নরেনের পরিচিত আশিক খান, সত্যবান পরামানিক এবং ঝাড়খণ্ডের বাসিন্দা কলেবর সিংহ।

বুধবার আদালতে সিবিআই জানিয়েছে, এখনই তারা তপন হত্যার তদন্ত শেষ করছে না। তারা তদন্ত চালিয়ে যেতে চায়। ফলে এর পর অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার সম্ভাবনাও রয়েছে। সিবিআই যে পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তাদের মধ্যে চার জনকে গ্রেফতার করেছিল সিট। এক মাত্র নরেনের বন্ধু তথা হোটেল ব্যবসায়ী সত্যবানকে সিবিআই গ্রেফতার করে।

The post Tapan Kandu Murder Case: ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুনে চার্জশিট দিল সিবিআই, চার্জশিটে কাদেরকে অভিযুক্ত চিহ্নিত করা হয়েছে? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
Tapan kandu Murder : তপন-খুনে ঝালদা থানার আইসি-কে তলব তদন্তকারী সংস্থার, আজ যাচ্ছেন ডিআইজি সিবিআই https://banglarjanarob.com/54463 Fri, 08 Apr 2022 04:12:02 +0000 https://banglarjanarob.com/?p=54463 বাংলার জনরব ডেস্ক : পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে এই মামলায় জেরা করার জন্য তলব করল সিবিআই। তাঁকে ঝালদা থানায় সিবিআইয়ের তদন্তকারীদের মুখোমুখি হতে বলা হয়েছে। আজ শুক্রবারই ঝালদা যাচ্ছেন সিবিআইয়ের ডিআইজি। তিনি এলাকা সরেজমিনে ঘুরে দেখবেন, পাশাপাশি কথা বলতে পারেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। তপন-খুনের তদন্তে তৎপরতা শুরু করেছে সিবিআই। শুক্রবার ঝালদা থানার আইসি-কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে সেই সময় সিবিআইয়ের ডিআইজি হাজির থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তপন-খুনের পর রাজ্য পুলিশ তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করেছিল। ধৃতদের শুক্রবারই সিবিআই…

The post Tapan kandu Murder : তপন-খুনে ঝালদা থানার আইসি-কে তলব তদন্তকারী সংস্থার, আজ যাচ্ছেন ডিআইজি সিবিআই first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে এই মামলায় জেরা করার জন্য তলব করল সিবিআই। তাঁকে ঝালদা থানায় সিবিআইয়ের তদন্তকারীদের মুখোমুখি হতে বলা হয়েছে। আজ শুক্রবারই ঝালদা যাচ্ছেন সিবিআইয়ের ডিআইজি। তিনি এলাকা সরেজমিনে ঘুরে দেখবেন, পাশাপাশি কথা বলতে পারেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও।

তপন-খুনের তদন্তে তৎপরতা শুরু করেছে সিবিআই। শুক্রবার ঝালদা থানার আইসি-কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে সেই সময় সিবিআইয়ের ডিআইজি হাজির থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তপন-খুনের পর রাজ্য পুলিশ তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করেছিল। ধৃতদের শুক্রবারই সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারে বলে সূত্রের খবর।

মঙ্গলবার ঝালদায় পুরবোর্ড গঠনের দিন পুরসভার বাইরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই গোলমালের ঘটনায় আড়াইশো কংগ্রেস নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলা করা হয়েছে কংগ্রেস কাউন্সিলর এবং স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। সে দিন কংগ্রেসের ডাকে পালিত হচ্ছিল কালা দিবস। সুবিচারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদ দেখিয়েছিলেন তপনের স্ত্রী পূর্ণিমা। তাঁকে পুলিশ নিগ্রহ করেছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। তারই প্রতিবাদে বুধবার কংগ্রেস ঝালদায় ১২ ঘণ্টার বন্‌ধ ডাকে। সে দিনই তপনের বন্ধু নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তা নিয়েও উত্তেজনা ছড়ায় ঝালদায়।

পরিজনদের দাবি, তপনের পাশাপাশি নিরঞ্জনের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করতে হবে সিবিআইকে। পুলিশের চাপেই আত্মঘাতী হয়েছেন নিরঞ্জন বলেও দাবি তাঁদের।

সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

The post Tapan kandu Murder : তপন-খুনে ঝালদা থানার আইসি-কে তলব তদন্তকারী সংস্থার, আজ যাচ্ছেন ডিআইজি সিবিআই first appeared on Banglar Janarob.]]>
Tapan Kandu murder case: কংগ্রেসের নব নির্বাচিত জনপ্রতিনিধি তপন কান্দু-খুনে সিবিআই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য https://banglarjanarob.com/54444 Thu, 07 Apr 2022 06:08:07 +0000 https://banglarjanarob.com/?p=54444 বাংলার জনরব ডেস্ক : ঝালদার নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর হত্যার তদন্ত সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার । এবার একক বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিসন বেঞ্চে যাচ্ছে রাজ্য । আজ  বৃহস্পতিবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে , এই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছে রাজ্য। প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সিবিআইকে এই মামলার তদন্তভার দেয় বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ। আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ মতো সিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে তারা তথ্যপ্রমাণ সংগ্রহের কাজও শুরু করেছে।…

The post Tapan Kandu murder case: কংগ্রেসের নব নির্বাচিত জনপ্রতিনিধি তপন কান্দু-খুনে সিবিআই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ঝালদার নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর হত্যার তদন্ত সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার । এবার একক বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিসন বেঞ্চে যাচ্ছে রাজ্য । আজ  বৃহস্পতিবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে , এই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছে রাজ্য।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সিবিআইকে এই মামলার তদন্তভার দেয় বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ। আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে।

আদালতের নির্দেশ মতো সিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে তারা তথ্যপ্রমাণ সংগ্রহের কাজও শুরু করেছে।

রাজ্যের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, ‘‘বগটুই-কাণ্ডে তো সিবিআই তদন্তের বিরোধিতা করেনি রাজ্য, তবে আমার স্বামীর খুনের ক্ষেত্রে কেন বিরোধিতা করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তো ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। তবে এখন কেন বিরোধিতা? আমার স্বামী কংগ্রেস করে বলেই কি বিরোধিতা? ঘটনায় অভিযুক্তদের আড়াল করতেই কি সিবিআই তদন্তে বাধা দিচ্ছে সরকার।’’ অন্য দিকে কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন, ‘‘রাজ্য যে আদালতে যাবে আমরা তার বিরোধিতা করে সেই আদালতে যাব।’’

The post Tapan Kandu murder case: কংগ্রেসের নব নির্বাচিত জনপ্রতিনিধি তপন কান্দু-খুনে সিবিআই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য first appeared on Banglar Janarob.]]>