Suvendu Adhikari | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 29 Nov 2023 12:20:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Suvendu Adhikari | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Amit Shah : ‘‘আগের বার ১৮ টা আসন দিয়েছিলেন এ বার ৩৫টা দেবেন তো?’’ : অমিত শাহ https://banglarjanarob.com/74624 Wed, 29 Nov 2023 12:20:10 +0000 https://banglarjanarob.com/?p=74624 বাংলার জনরব ডেস্ক : কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেসের সভা করার পরম্পরা কে সম্বল করেই ওই জায়গাতেই পাল্টা সভা করলেন অমিত শাহ। আর এই সভা থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে গোপাল পাঁঠা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সি এএ আইন থেকে শুরু করে হিন্দুত্বের তাস নতুন করে খেললেন বাংলায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার সভা প্রমাণ করলো মোদী এবং শাহদের বলার মতো কিছু নেই তাই সিএএ থেকে শুরু করে রাম মন্দির সর্বত্র ই হিন্দুত্বের তাস খেললেন…

The post Amit Shah : ‘‘আগের বার ১৮ টা আসন দিয়েছিলেন এ বার ৩৫টা দেবেন তো?’’ : অমিত শাহ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেসের সভা করার পরম্পরা কে সম্বল করেই ওই জায়গাতেই পাল্টা সভা করলেন অমিত শাহ। আর এই সভা থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে গোপাল পাঁঠা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সি এএ আইন থেকে শুরু করে হিন্দুত্বের তাস নতুন করে খেললেন বাংলায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার সভা প্রমাণ করলো মোদী এবং শাহদের বলার মতো কিছু নেই তাই সিএএ থেকে শুরু করে রাম মন্দির সর্বত্র ই হিন্দুত্বের তাস খেললেন বিজেপির চাণক্য।

এবার বক্তব্য রাখতে উঠে উপস্থিত জনতাকে সম্মোধন করে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতবার ১৮টি লোকসভার আসন দিয়েছিলেন এবার ৩৫ টা দেবেন তো। একই সঙ্গে তিনি এও বলেন আপনারা এমন ভোটে বিজেপিকে এখান থেকে জেতাবেন নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় যেন বলেন বাংলার আশীর্বাদ পেয়েই তিনি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন।

ধর্মতলার মঞ্চে বাংলার প্রসঙ্গ উঠতেই ভোটের কথা বললেন শাহ। প্রশ্ন করলেন, ‘‘আগের বার ১৮ টা আসন দিয়েছিলেন এ বার ৩৫টা দেবেন তো?’’ তবে তার পরেই টেনে আনলেন গ্রেফতার হওয়ার বাংলার শাসকদলের মন্ত্রী, বিধায়ক এবং নেতাদের নাম। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে এখনও দল থেকে সাসপেন্ড করা হয়নি কেন?

অমিত শাহের ভাষণে উঠে এল মোদীর নেতৃত্বে দেশের একের পর এক সাফল্যের কথা। কাশ্মীর, করোনা, চন্দ্রযান, এমনকি, রাম মন্দিরের কথাও বললেন শাহ।

বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে মঞ্চে মন্তব্য শাহের। বললেন, ‘‘দিদি এই নিয়ে দ্বিতীয়বার শুভেন্দুকে বরখাস্ত করলেন। উনি শুভেন্দুকে বার করতে পারেন, কিন্তু জনতাকে চুপ করাতে পারবেন না।’’

মনে করা হচ্ছে বুধবারের এই সভা থেকেই কার্যত ও বিজেপি এই রাজ্যে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিল। অমিত শাহ এর নির্বাচনী প্রচারের বেধে দেয়া সুরকে সম্বল করেই এবার এই রাজ্যে বিজেপি প্রচারে ঝাঁপাবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

 

The post Amit Shah : ‘‘আগের বার ১৮ টা আসন দিয়েছিলেন এ বার ৩৫টা দেবেন তো?’’ : অমিত শাহ first appeared on Banglar Janarob.]]>
২০২৪ বিজেপি শেষ হয়ে যাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলার সভায় বললেন বিধায়ক ইদ্রিস আলী https://banglarjanarob.com/64148 Mon, 12 Dec 2022 12:38:14 +0000 https://banglarjanarob.com/?p=64148 বিশেষ প্রতিনিধি: আজ ১২ই ডিসেম্বর সোমবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার স্বপনগড়ে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজীর নির্দেশে, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে বিশাল কর্মীসভা হয়। উক্ত কর্মীসভার আয়োজন করে ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃনমূল যুব কংগ্রেস। প্রধান বক্তার ভাষনে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, আর্দশ এবং অবদানের বিভিন্ন দিক ব্যাখা করেন। তিনি বলেন সাংসদ অভিষেক ব্যানার্জি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা…

The post ২০২৪ বিজেপি শেষ হয়ে যাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলার সভায় বললেন বিধায়ক ইদ্রিস আলী first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি: আজ ১২ই ডিসেম্বর সোমবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার স্বপনগড়ে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজীর নির্দেশে, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে বিশাল কর্মীসভা হয়। উক্ত কর্মীসভার আয়োজন করে ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃনমূল যুব কংগ্রেস।

প্রধান বক্তার ভাষনে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, আর্দশ এবং অবদানের বিভিন্ন দিক ব্যাখা করেন। তিনি বলেন সাংসদ অভিষেক ব্যানার্জি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা খুব বিরল ঘটনা। শ্রীমতি শাওনী সিংহ রায় আরো বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন তাই সকলকে একসঙ্গে দলের রীতিনীতি মেনে কাজ করতে হবে।দলের নির্দেশ এলাকার বিধায়ক এবং ব্লক সভাপতি একসাথে মিলে কাজ করবে এবং সিদ্ধান্ত নিবে। বিধায়ককে বাদ দিয়ে সেই বিধানসভার কোন দলীয় কাজ বা সিদ্ধান্ত হবে না। বিধায়ক এবং ব্লক সভাপতিদের একসাথে মিলে কাজ করতে হবে।সম্মানীয় মানুষদের সম্মান দিতে হবে। বিধায়ক এবং ব্লক সভাপতি মিলে পঞ্চায়েত প্রার্থীর নাম ঠিক করে জেলায় পাঠাবে। জেলা সেই নামগুলো রাজ্যে পাঠাবে।রাজ্য সিদ্ধান্ত নিবে কাকে প্রার্থী করা হবে। তিনি আরও বলেন, শান্তি শৃঙ্খলা এর সঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জিততে হবে।

ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন, কেন্দ্রীয় সরকার সবদিক থেকেই ব্যর্থ।কোন উন্নয়ন করেনি বা বাংলার প্রতি বঞ্চনা করছে, বাংলার পাওনা কোটি কোটি টাকা দিচ্ছে না। তিনি আরও বলেন , বাংলার মানুষ তৃনমূল কংগ্রেসকে ভালোবাসে তাই তারা মমতা ব্যানার্জির উন্নয়ন এবং অভিষেক ব্যানার্জির দক্ষতার দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের মানুষ তৃনমূল কংগ্রেসকে ভোট দিবেন। ভগবানগোলা বিধানসভায় প্রত্যেকটি পঞ্চায়েতের আসনগুলো জিতবো। পঞ্চায়েতে বিরোধীরা শূন্য নিয়ে বসে থাকবে, কংগ্রেস এবং সিপিএমকে ভগবানগোলায় দুরবীন দিয়ে দেখতে হবে, বিজেপির এখানে কোন সংগঠন নেই। তিনি আরও বলেন শুভেন্দু অধিকারীর মত বিজেপি নেতার গায়ে এত দূর্গন্ধ,যে পাঁঠারাও সহ্য করতে পারে না। বিধায়ক ইদ্রিস আলী আরও বলেন ২০২৪ সালে বিজেপি শেষ হয়ে যাবে এবং ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক আই এন টি টি ইউ সি এর সভাপতি পার্থ প্রতিম সরকার বলেন, বামফ্রন্টের আমলে ট্রেড ইউনিয়ন মানুষের কোন কাজ করেনি, কিন্তু আমরা মানুষের উন্নয়নের কাজ করে চলেছি এবং করবো।

তৃনমূল কংগ্রেস রাজ্যের সহ সভাপতি মইনুল হাসান, কেন্দ্র সরকারের বঞ্চনা এবং পন্চায়েত নির্বাচন কিভাবে করতে হবে তার বিশদ বর্ননা করেন।

জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাকীবুল ইসলাম রকি এবং তৃনমূল কংগ্রেসের ছাএ পরিষদের সভাপতি ভীস্মদেব কর্মকার যুব এবং ছাএদের কর্তব্য এর কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান,ব্লকের যুব সভাপতি সুনীল বাহালিয়া , তৃনমূল কংগ্রেসের নেতা সোহরাব আলী, জেলা পরিষদের সদস্যা রাফিনা ইয়াসমিন, সেখ গোলাব, মতিয়ার হোসেন প্রমানিক, সাবিরুল ইসলাম, ইবাদুল সেখ ওরফে আপেল, আসরাফ বাসার বাপি,আবু সাইম রিপন,আক্কাস সেখ, ইমরান হোসেন প্রমানিক ওরফে রকি, মহাবীর সেখ প্রমুখ।

 

The post ২০২৪ বিজেপি শেষ হয়ে যাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলার সভায় বললেন বিধায়ক ইদ্রিস আলী first appeared on Banglar Janarob.]]>
Assembly Group D Recruitment : বিধানসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগেও দুর্নীতি হয়েছে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিযোগকে খারিজ করে দিলেন স্পিকার https://banglarjanarob.com/58122 Wed, 06 Jul 2022 14:44:44 +0000 https://banglarjanarob.com/?p=58122 বাংলার জনরব ডেস্ক : রাজ্য বিধানসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুমি আজ বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিধানসভায় মাল্যদান করতে এসেছিলেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বলেন, ‘‘২০১১ সাল থেকে বিধানসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে। আমাদের হাতে কিছু প্রমাণ রয়েছে। সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব। মূলত গ্রুপ ডি পদে নিয়োগে ক্ষেত্রে এই দুর্নীতি হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বিধানসভায় যারা গ্রুপ ডি পদে বহাল হয়েছেন তাঁদের বেশির ভাগ দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। আমাদের কাছে প্রমাণ রয়েছে…

The post Assembly Group D Recruitment : বিধানসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগেও দুর্নীতি হয়েছে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিযোগকে খারিজ করে দিলেন স্পিকার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাজ্য বিধানসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুমি আজ বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিধানসভায় মাল্যদান করতে এসেছিলেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বলেন, ‘‘২০১১ সাল থেকে বিধানসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে। আমাদের হাতে কিছু প্রমাণ রয়েছে। সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব। মূলত গ্রুপ ডি পদে নিয়োগে ক্ষেত্রে এই দুর্নীতি হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বিধানসভায় যারা গ্রুপ ডি পদে বহাল হয়েছেন তাঁদের বেশির ভাগ দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। আমাদের কাছে প্রমাণ রয়েছে যে, এমন বহু লোক বিধানসভায় বহাল হয়েছেন যাঁরা ভুয়ো মার্কশিট দিয়ে চাকরি পেয়েছেন। অষ্টম ও দশম শ্রেণি উত্তীর্ণ যাঁদের চাকরি দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগেরই ভুয়ো বা জাল মার্কশিট দিয়ে চাকরি পেয়েছেন। তাঁদের বেশির ভাগেরই মার্কশিট বাইরের রাজ্য থেকে আনা হয়েছে।’’

তবে বিরোধী দলনেতার অভিযোগ খারিজ করে দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিধানসভার গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে সব নিয়ম মানা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন যেমন হয়েছে, তেমনই মেডিকেল পরীক্ষাও হয়েছিল। এমন অভিযোগ তুলে তিনি বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। জনতার দুয়ারে না পেরে তিনি বার বার আদালতের দ্বারস্থ হয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে তাঁর জনগণের প্রতি আস্থা নেই।’’

তবে সরকারপক্ষ যাই বলুক না কেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, তার বক্তব্যের স্বপক্ষে যদি তথ্য প্রমাণ পেশ করতে পারেন তাহলে যে আরেকটা বড় ধরনের সমস্যা মমতা সরকারের সামনে এসে হাজির হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

The post Assembly Group D Recruitment : বিধানসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগেও দুর্নীতি হয়েছে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিযোগকে খারিজ করে দিলেন স্পিকার first appeared on Banglar Janarob.]]>
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দূর্ঘটনার কবলে, দুমড়েমুচড়ে গেল গাড়ি https://banglarjanarob.com/57905 Fri, 01 Jul 2022 09:31:54 +0000 https://banglarjanarob.com/?p=57905 বাংলার জনরব ডেস্ক : বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দূর্ঘটনায় কবলে পড়ে । আজ শুক্রবার বেলা ২টো নাগাদ পূর্ব মেদিনীপুরের মরিশদার কাছে জাতীয় সড়কের উপর এই দূর্ঘটনায় হয় বলে জানা গেছে ।  দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর অবশ্য ট্রাকের চালক পলাতক। তবে ট্রাকটি আটক করা হয়েছে। শুভেন্দু অবশ্য অক্ষত রয়েছেন। মারিশদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে বেরোন শুভেন্দু। তাঁর গন্তব্য ছিল তমলুক। সেখানে রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল তাঁর।…

The post Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দূর্ঘটনার কবলে, দুমড়েমুচড়ে গেল গাড়ি first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দূর্ঘটনায় কবলে পড়ে । আজ শুক্রবার বেলা ২টো নাগাদ পূর্ব মেদিনীপুরের মরিশদার কাছে জাতীয় সড়কের উপর এই দূর্ঘটনায় হয় বলে জানা গেছে ।  দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর অবশ্য ট্রাকের চালক পলাতক। তবে ট্রাকটি আটক করা হয়েছে। শুভেন্দু অবশ্য অক্ষত রয়েছেন। মারিশদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার দুপুর দেড়টা নাগাদ কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে বেরোন শুভেন্দু। তাঁর গন্তব্য ছিল তমলুক। সেখানে রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু পথে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তদন্তের দাবি তুলেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করছে তারা। বিজেপি নেতারা দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন। পাশাপাশি নিরাপত্তায় গাফিলতির অভিযোগও তুলেছে পদ্মশিবির।

যদিও, বিজেপির ওই অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল শিবির। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ নিছকই কল্পনাপ্রসূত বলেই মনে করছে তৃণমূল শিবির। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল।আবার মারিশদা থানা সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ মারিশদা এলাকার পেট্রোল পাম্পের কাছে ১১৬ বি জাতীয় সড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে কনভয়ের সামনে থাকা গাড়িটি। এই ঘটনায় গাড়ির চালক-সহ কয়েক জন সামান্য জখম হন। তব নিরাপদে রয়েছেন শুভেন্দু। তিনি ছিলেন কনভয়ের মাঝের একটি গাড়িতে। এর পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তায় ফেলে রেখেই তমলুকের উদ্দেশে রওনা দেয় শুভেন্দুর কনভয়।

The post Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দূর্ঘটনার কবলে, দুমড়েমুচড়ে গেল গাড়ি first appeared on Banglar Janarob.]]>
TMC: শুভেন্দুকে গ্রেফতারের দাবি রাজভবনে তৃণমূলের প্রতিনিধিরা https://banglarjanarob.com/57783 Tue, 28 Jun 2022 08:10:34 +0000 https://banglarjanarob.com/?p=57783 বাংলার জনরব ডেস্ক : সারদা-নারদ মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের কাছে গেল তৃণমূল কং‌গ্রেস। উল্লেখ্য, বিভিন্ন কেলেঙ্কারিতে ‘জড়িত’ বিজেপির নেতাদের কেন গ্রেফতার করা হবে না, সেই দাবি তুলে সোমবার থেকেই পথে নেমেছে বাংলার শাসকদল। সোমবার কলকাতার সিজিও কমপ্লেক্স, হলদিয়া ও কাঁথিতে সভা করেছে তৃণমূল। মঙ্গলবার সেই একই দাবিতে রাজভবনে গেলেন তৃণমূলের প্রতিনিধিরা। মঙ্গলবার শুভেন্দুর গ্রেফতারির দাবিতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে তৃণমূলের আট সদস্যের যে প্রতিনিধিদল পৌঁছেছেন, তার নেতৃত্বে আছেন ব্রাত্য। প্রতিনিধিদলে রয়েছেন তাপস রায়, কুণাল ঘোষ, শশী পাঁজার মতো নেতা-মন্ত্রীরা। প্রতিনিধি হিসেবে আছেন ফিরোজা বিবিও। ২০০৭ সালের…

The post TMC: শুভেন্দুকে গ্রেফতারের দাবি রাজভবনে তৃণমূলের প্রতিনিধিরা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : সারদা-নারদ মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের কাছে গেল তৃণমূল কং‌গ্রেস।

উল্লেখ্য, বিভিন্ন কেলেঙ্কারিতে ‘জড়িত’ বিজেপির নেতাদের কেন গ্রেফতার করা হবে না, সেই দাবি তুলে সোমবার থেকেই পথে নেমেছে বাংলার শাসকদল। সোমবার কলকাতার সিজিও কমপ্লেক্স, হলদিয়া ও কাঁথিতে সভা করেছে তৃণমূল। মঙ্গলবার সেই একই দাবিতে রাজভবনে গেলেন তৃণমূলের প্রতিনিধিরা।

মঙ্গলবার শুভেন্দুর গ্রেফতারির দাবিতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে তৃণমূলের আট সদস্যের যে প্রতিনিধিদল পৌঁছেছেন, তার নেতৃত্বে আছেন ব্রাত্য। প্রতিনিধিদলে রয়েছেন তাপস রায়, কুণাল ঘোষ, শশী পাঁজার মতো নেতা-মন্ত্রীরা।

প্রতিনিধি হিসেবে আছেন ফিরোজা বিবিও। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে মৃত গ্রামবাসীদের মধ্যে ছিলেন ফিরোজার পুত্র শেখ ইমদাদুল। সেই সময় থেকেই তাঁকে সামনে রেখে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বাম সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সেই ফিরোজাকেই আবার আন্দোলনের প্রথম সারিতে তুলে আনার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ‘নন্দীগ্রামের মা’-কে সামনে আনা হচ্ছে অধুনা নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে।

The post TMC: শুভেন্দুকে গ্রেফতারের দাবি রাজভবনে তৃণমূলের প্রতিনিধিরা first appeared on Banglar Janarob.]]>
Sarada Case : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিয়ে সারদা-কর্তা সুদীপ্ত সেন চিঠি পাঠালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে https://banglarjanarob.com/57450 Sat, 18 Jun 2022 06:42:46 +0000 https://banglarjanarob.com/?p=57450 বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন সারদা-কর্তা সুদীপ্ত সেন বলে খবর পাওয়া গেছে।সূত্রের খবর, প্রেসিডেন্সি জেল থেকে প্রিজনার্স পিটিশনে তিনি ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে হাই কোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি পাঠিয়েছেন। সেখানে শুভেন্দু অধিকারী তাঁর কাছ থেকে কীভাবে টাকা নিয়েছেন, তার আরও কিছু বিস্তারিত কথা বলেছেন। যথাযথ তদন্ত চেয়েছেন সুদীপ্ত। বস্তুত, আগের চিঠিতেও কোর্টকে সুদীপ্ত লিখেছিলেন শুভেন্দু কীভাবে কত টাকা নিয়েছেন, কোথায় নিয়েছেন। এখন তাতে আরও তথ্য দিলেন তিনি। এবিষয়ে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেছেন , ‘‘বন্দি তাঁর…

The post Sarada Case : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিয়ে সারদা-কর্তা সুদীপ্ত সেন চিঠি পাঠালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন সারদা-কর্তা সুদীপ্ত সেন বলে খবর পাওয়া গেছে।সূত্রের খবর, প্রেসিডেন্সি জেল থেকে প্রিজনার্স পিটিশনে তিনি ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে হাই কোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি পাঠিয়েছেন।

সেখানে শুভেন্দু অধিকারী তাঁর কাছ থেকে কীভাবে টাকা নিয়েছেন, তার আরও কিছু বিস্তারিত কথা বলেছেন। যথাযথ তদন্ত চেয়েছেন সুদীপ্ত। বস্তুত, আগের চিঠিতেও কোর্টকে সুদীপ্ত লিখেছিলেন শুভেন্দু কীভাবে কত টাকা নিয়েছেন, কোথায় নিয়েছেন। এখন তাতে আরও তথ্য দিলেন তিনি।

এবিষয়ে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেছেন , ‘‘বন্দি তাঁর অধিকারে নিয়ম মেনে চিঠি দিয়েছেন। চিঠি পড়া আমার কাজ নয়। ওয়েলফেয়ার অফিসার চিঠি ছেড়েছেন মানে তাতে আপত্তিকর কোনও শব্দ নেই। আমি পাঠিয়ে দিয়েছি। বিষয়বস্তু জানি না।’’

উল্লেখ্য, সুদীপ্ত সেনের অভিযোগ, তাঁর কাছ থেকে এইভাবে প্রতারণা করে, ব্ল্যাকমেল করে শুভেন্দু টাকা নিলেও সিবিআই পদক্ষেপ নিচ্ছে না। এবার একটি সমবায় ব্যাংকের কথাও উল্লেখ করেছেন সারদাকর্তা। এবারের চিঠিটিকে আগের চিঠির সাপ্লিমেন্টারি চিঠি বলে মনে করা হচ্ছে।

 

 

The post Sarada Case : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিয়ে সারদা-কর্তা সুদীপ্ত সেন চিঠি পাঠালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে first appeared on Banglar Janarob.]]>
Jagdeep Dhankhar: শুভেন্দুর অফিসে পুলিশ কেন, জানতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের https://banglarjanarob.com/56420 Tue, 24 May 2022 06:03:23 +0000 https://banglarjanarob.com/?p=56420 বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দফতরে পুলিশি অভিযান কেন? এটা জানার জন্যই তলব বলে জানা গেছে। মঙ্গলবার সকালে টুইটে রাজ্যপাল লেখেন, ‘নন্দীগ্রামে শুভেন্দুর অধিকারীর অফিস তথা বাসভবনে ‘‘অপরাধমূলক অনধিকার’’ সম্পর্কে তথ্য দেবেন মুখ্যসচিব। সকাল ১১টায় তাঁকে রাজভবনে তলব করা হয়েছে।’ পাশাপাশি, উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা ও পর্যবেক্ষণের বিষয় জানতে কৌস্তভ রায়কে ডেকে পাঠানো হয়েছে বলে ওই টুইটেই জানেন রাজ্যপাল। দিন কয়েক আগে নন্দীগ্রামের বিধায়কের অফিসে পুলিশ ঢোকার অভিযোগ ওঠে। শুভেন্দু অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।অন্যদিকে…

The post Jagdeep Dhankhar: শুভেন্দুর অফিসে পুলিশ কেন, জানতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দফতরে পুলিশি অভিযান কেন? এটা জানার জন্যই তলব বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে টুইটে রাজ্যপাল লেখেন, ‘নন্দীগ্রামে শুভেন্দুর অধিকারীর অফিস তথা বাসভবনে ‘‘অপরাধমূলক অনধিকার’’ সম্পর্কে তথ্য দেবেন মুখ্যসচিব। সকাল ১১টায় তাঁকে রাজভবনে তলব করা হয়েছে।’ পাশাপাশি, উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা ও পর্যবেক্ষণের বিষয় জানতে কৌস্তভ রায়কে ডেকে পাঠানো হয়েছে বলে ওই টুইটেই জানেন রাজ্যপাল।

দিন কয়েক আগে নন্দীগ্রামের বিধায়কের অফিসে পুলিশ ঢোকার অভিযোগ ওঠে। শুভেন্দু অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।অন্যদিকে রাজ্যপাল নিজের টুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায়, পুলিশ দাঁড়িয়ে আছে একটি অফিসের সামনে। এর পর বিষয়টি নিয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চান রাজ্যপাল।

The post Jagdeep Dhankhar: শুভেন্দুর অফিসে পুলিশ কেন, জানতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের first appeared on Banglar Janarob.]]>
BJP: বিজেপিতে ভাঙ্গন অব্যাহত ! শুভেন্দুর গড় নন্দীগ্রামে গণইস্তফার হুমকি বিজেপির দু’শো নেতাকর্মীর, চিঠি সুকান্ত মজুমদারকে, অস্বস্তিতে বিরোধী দলনেতা https://banglarjanarob.com/56410 Mon, 23 May 2022 15:17:37 +0000 https://banglarjanarob.com/?p=56410 বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বেশ কয়েকজন বিজেপি নেতা পদত্যাগ করতে চেয়ে বিজেপির জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে চিঠি লিখেছেন। মূলত নন্দীগ্রাম মন্ডল 1 এর সভাপতি কে সরিয়ে তার জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক নেতাকে সভাপতি করার জন্য এই ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি এমন হয়েছে যে গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের শ’দুয়েক বিজেপি নেতা-কর্মী। জেলা নেতৃত্বের পাশাপাশি, এ নিয়ে তাঁরা চিঠি দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও।ক্ষোভ দানা বেঁধেছে নন্দীগ্রাম-১ দক্ষিণ মণ্ডলের সভাপতি বদল নিয়ে। নন্দীগ্রাম বিধানসভার অধীনে মোট…

The post BJP: বিজেপিতে ভাঙ্গন অব্যাহত ! শুভেন্দুর গড় নন্দীগ্রামে গণইস্তফার হুমকি বিজেপির দু’শো নেতাকর্মীর, চিঠি সুকান্ত মজুমদারকে, অস্বস্তিতে বিরোধী দলনেতা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বেশ কয়েকজন বিজেপি নেতা পদত্যাগ করতে চেয়ে বিজেপির জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে চিঠি লিখেছেন। মূলত নন্দীগ্রাম মন্ডল 1 এর সভাপতি কে সরিয়ে তার জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক নেতাকে সভাপতি করার জন্য এই ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি এমন হয়েছে যে গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের শ’দুয়েক বিজেপি নেতা-কর্মী। জেলা নেতৃত্বের পাশাপাশি, এ নিয়ে তাঁরা চিঠি দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও।ক্ষোভ দানা বেঁধেছে নন্দীগ্রাম-১ দক্ষিণ মণ্ডলের সভাপতি বদল নিয়ে। নন্দীগ্রাম বিধানসভার অধীনে মোট পাঁচটি মণ্ডল কমিটি রয়েছে বিজেপির। নন্দীগ্রাম-১ দক্ষিণ মণ্ডলের সভাপতি ছিলেন জয়দেব মণ্ডল। এ বার তাঁকে সরিয়ে শ্যামাপ্রসাদ মাইতিকে মণ্ডল সভাপতি করা হয়েছে। এই নিয়েই সোনাচূড়া, কালীচরণপুর, গোকুলনগর এলাকার বিজেপি নেতা-কর্মীরা বেজায় ক্ষুব্ধ। সোমবার জরুরি বৈঠকেও বসেন তাঁরা। মণ্ডল সভাপতি বদল না হলে গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। এ নিয়ে জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও দিয়েছেন তাঁরা।

নন্দীগ্রাম-১ দক্ষিণ মণ্ডলের সভাপতি পদে জয়দেবের জায়গায় আসা শ্যামাপ্রসাদ শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ বলে বিজেপির একটি অংশের বক্তব্য। যে দু’শো কর্মী গণইস্তফা দেবেন বলে ‘প্রস্তুত’ সেই তালিকায় জয়দেব ছাড়াও মণ্ডল কমিটির দু’জন সাধারণ সম্পাদকও রয়েছেন। তাঁরা হলেন, শাশ্বত মিদ্যা এবং বিষ্ণুপদ প্রামাণিক। এ ছাড়াও রয়েছেন সহ–সভাপতি রবীন পাত্র, অসীম করণ, মহিলা মোর্চার মণ্ডল সভাপতি মোহিনী দাস এবং যুব মোর্চার মণ্ডল সভাপতি পূর্ণ পাত্র।

 

The post BJP: বিজেপিতে ভাঙ্গন অব্যাহত ! শুভেন্দুর গড় নন্দীগ্রামে গণইস্তফার হুমকি বিজেপির দু’শো নেতাকর্মীর, চিঠি সুকান্ত মজুমদারকে, অস্বস্তিতে বিরোধী দলনেতা first appeared on Banglar Janarob.]]>
Suspend : সাসপেন্ড জট কাটাতে শীর্ষ আদালতে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা ? https://banglarjanarob.com/54299 Sat, 02 Apr 2022 07:07:57 +0000 https://banglarjanarob.com/?p=54299 বাংলার জনরব ডেস্ক : গত বছর মহারাষ্ট্র বিধানসভার স্পীকারের এক সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই বিজেপি বিধাযকরা । তাতে সুপ্রিম কোর্ট ওই বিধায়কদের উপর সাসপেনসন বাতিল করে দেয় । এই রায়কে হাতিয়ার করে এবার রাজ্য বিজেপির সাসপেন্ড বিধায়করা আদালতে যেতে পারেন বলে জানা গেছে ।  বিষয়টি নিয়ে আইনজ্ঞের পরামর্শ এবং আলাপ-আলোচনা চলছে। বিধানসভার সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনে শাসক ও বিরোধী পক্ষের বিধায়কদের মধ্যে মারামারির ঘটনার জেরে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির পাঁচ বিধায়ককে। তারও আগে থেকেই সাসপেনশনে রয়েছেন বিরোধীদলের আরও দুই বিধায়ক। সংসদীয় তথা পরিষদীয় প্রথা মেনে…

The post Suspend : সাসপেন্ড জট কাটাতে শীর্ষ আদালতে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা ? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গত বছর মহারাষ্ট্র বিধানসভার স্পীকারের এক সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই বিজেপি বিধাযকরা । তাতে সুপ্রিম কোর্ট ওই বিধায়কদের উপর সাসপেনসন বাতিল করে দেয় । এই রায়কে হাতিয়ার করে এবার রাজ্য বিজেপির সাসপেন্ড বিধায়করা আদালতে যেতে পারেন বলে জানা গেছে ।  বিষয়টি নিয়ে আইনজ্ঞের পরামর্শ এবং আলাপ-আলোচনা চলছে।

বিধানসভার সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনে শাসক ও বিরোধী পক্ষের বিধায়কদের মধ্যে মারামারির ঘটনার জেরে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির পাঁচ বিধায়ককে। তারও আগে থেকেই সাসপেনশনে রয়েছেন বিরোধীদলের আরও দুই বিধায়ক। সংসদীয় তথা পরিষদীয় প্রথা মেনে সাসপেনশন চলাকালীন বিধানসভার ভিতরের অলিন্দ বা তাঁর নিজের ঘরেও বিরোধী দলনেতা ঢুকতে পারবেন না বলে তাঁকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এই সময়ের জন্য দৈনিক বরাদ্দ ভাতাও বিরোধী দলনেতা বা সাসপেনশনে-থাকা কোনও বিধায়ক পাবেন না।

বিজেপি-র একটি সূত্র জানাচ্ছে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারে বিজেপি পরিষদীয় দল। এক্ষেত্রে তাদের ‘হাতিয়ার’ হতে পারে সুপ্রিম কোর্টের একটি রায়। ২০২১ সালের জুলাই মাসে মহারাষ্ট্র বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল ১২ জন বিজেপি বিধায়ককে। ‘অসংসদীয়’ আচরণের অভিযোগে তাঁদের এক বছরের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়। মহারাষ্ট্র বিধানসভার স্পিকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শাস্তিপ্রাপ্ত বিধায়করা। চলতি বছর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট তাঁদের সাসপেনশন বাতিল করে দেয়। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে বিচারপতি এ এম খান উলকর, বিচারপতির দীনেশ মহেশ্বরী ও বিচারপতি সিটি রবিকুমার ওই রায় দেন।

সেই রায়কে ‘হাতিয়ার’ করেই বিজেপি পরিষদীয় দল আদালতে আবেদন জানাতে পারে বলে সূত্রের দাবি। বিরোধী দলনেতা শুভেন্দু ছাড়াও এই অধিবেশন থেকে ‘অসংসদীয় আচরণ’-এর জন্য সাসপেন্ড করা হয়েছে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, জয়পুরের বিধায়ক নরহরি মাহাত ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মনকে।

বিজেপি পরিষদীয় দলের প্রবীণ সদস্য নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘নির্বাচিত জনপ্রতিনিধিদের এই ভাবে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে রাখা যায় না। কারণ, তাঁরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে বিধানসভায় মানুষের কথা বলতে এসেছেন। তাই বিধায়কদের অধিকারের জন্য আমরা লড়াই করব। সেই লড়াই করতে যতদূর পর্যন্ত যেতে হয়, বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ততদূর পর্যন্ত যাব।’’

The post Suspend : সাসপেন্ড জট কাটাতে শীর্ষ আদালতে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা ? first appeared on Banglar Janarob.]]>
‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে’ মমতা সরকারকে তোপ শুভেন্দু অধিকারীর https://banglarjanarob.com/54234 Thu, 31 Mar 2022 14:36:55 +0000 https://banglarjanarob.com/?p=54234 বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির এই সংকটকালে এই রাজ্যের সরকারি কর্মচারীরা প্রতি মাসে কয়েক হাজার টাকা অতিরিক্ত পাওনা থেকে বঞ্চিত হচ্ছে বলে আজ বুধবার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল মঙ্গলবারই  কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হলো। কেন্দ্রীয় সরকারের এই মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রসঙ্গ তুলে একইসঙ্গে বিজেপি শাসিত রাজ্য গুলির সরকারি  কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন তথ্য পরিবেশন করার পর শুভেন্দু অধিকারী টুইটারে লিখেছেন,‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর অধিকার থেকে বঞ্চিত করা…

The post ‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে’ মমতা সরকারকে তোপ শুভেন্দু অধিকারীর first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির এই সংকটকালে এই রাজ্যের সরকারি কর্মচারীরা প্রতি মাসে কয়েক হাজার টাকা অতিরিক্ত পাওনা থেকে বঞ্চিত হচ্ছে বলে আজ বুধবার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল মঙ্গলবারই  কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হলো।

কেন্দ্রীয় সরকারের এই মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রসঙ্গ তুলে একইসঙ্গে বিজেপি শাসিত রাজ্য গুলির সরকারি  কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন তথ্য পরিবেশন করার পর শুভেন্দু অধিকারী টুইটারে লিখেছেন,‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

আর শুভেন্দু অধিকারীর এই টুইট নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। মনে করা হচ্ছে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারীদের মন পাওয়ার জন্য বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন।

কারন ডিএ নিয়ে ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারী কৌশলে এই রাজ্যের প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করলেন। এ কথা ঠিক জিনিসপত্রের যে হারে মূল্য বৃদ্ধি ঘটেছে তাতে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা দ্রুত না দিলে কর্মচারীদের অসন্তোষ তীব্র আকার ধারণ করবে। আর একজন বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী খুব সূক্ষ্ম কায়দায় এই বিতর্ককে সামনে আনছেন। রাজ্য প্রশাসনের সরকারি কর্মীরা এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র রাজ্য। এ কথা অস্বীকার করার উপায় নেই ষষ্ঠ বেতন কমিশন এই রাজ্যের সরকারি কর্মচারীদের উপর লাগু করার নেপথ্যে শুভেন্দু অধিকারীর ভূমিকা ছিল। আর যদি শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক চাপের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করতে বাধ্য হয়ে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দেন তাহলে শুভেন্দু অধিকারী রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে নায়কের মর্যাদায় পর্যবসিত হয়ে যাবেন।

শুভেন্দু দাবি করেছেন, কেন্দ্রের মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে ৪৭.৬৮ লাখ কর্মচারী এবং ৬৮.৬২ লাখ পেনশনভোগী উপকৃত হবেন। এর পরেই লিখেছেন, কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মচারীরা এখন ৩১ শতাংশ কম মহার্ঘ ভাতা পাবেন। একই সঙ্গে একটি হিসেব পেশ করে শুভেন্দু লিখেছেন, সর্বনিম্ন মাসিক ১৭ হাজার টাকা বেতনের হিসেব ধরলেই রাজ্যের কর্মচারীদের বার্ষিক ক্ষতির পরিমাণ ৬৩ হাজার ৫৮০ টাকা।

এর পরে উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ উল্লেখ করে শুভেন্দু লিখেছেন, ‘রাজ্য সরকার কর্মচারীদের ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের দুর্দশা নিরসনে ব্যর্থ বলা ভুল, সদিচ্ছার অভাব অথবা আদৌ ভাবিত নয়।’

The post ‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে’ মমতা সরকারকে তোপ শুভেন্দু অধিকারীর first appeared on Banglar Janarob.]]>