Suri | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 22 Apr 2022 12:28:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Suri | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Suri: নির্দিষ্ট সময়ে স্কুলে না আসায় হাজিরা খাতায় সই করতে বাধা, প্রধান শিক্ষককে মার, ধৃত শিক্ষক https://banglarjanarob.com/54964 Fri, 22 Apr 2022 12:24:48 +0000 https://banglarjanarob.com/?p=54964 বাংলার জনরব ডেস্ক : নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছাতে পারেননি শিক্ষক তাই হাজিরা খাতায় সই করতে বারণ করেছিলেন প্রধান শিক্ষক। আর তা নিয়েই শুরু হয় বচসা, তা থেকে শুরু হয় হাতাহাতি এবং মারামারি। ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রধান শিক্ষকের গলা টিপে মারার চেষ্টা করেছিলেন। তাকে বাধা দেয়া হলে তিনি শিক্ষাকর্মীকেও প্রচন্ড হারে মারধর করেন বলে অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে ওই সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির অজয়পুর উচ্চ বিদ্যালয়ে। অজয়পুরের ওই স্কুল সূত্রে খবর, অভিযুক্ত ওই শিক্ষকের নাম দেবাশিস খাগ। গত বৃহস্পতিবার দেবাশিসবাবু…

The post Suri: নির্দিষ্ট সময়ে স্কুলে না আসায় হাজিরা খাতায় সই করতে বাধা, প্রধান শিক্ষককে মার, ধৃত শিক্ষক first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছাতে পারেননি শিক্ষক তাই হাজিরা খাতায় সই করতে বারণ করেছিলেন প্রধান শিক্ষক। আর তা নিয়েই শুরু হয় বচসা, তা থেকে শুরু হয় হাতাহাতি এবং মারামারি। ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রধান শিক্ষকের গলা টিপে মারার চেষ্টা করেছিলেন। তাকে বাধা দেয়া হলে তিনি শিক্ষাকর্মীকেও প্রচন্ড হারে মারধর করেন বলে অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে ওই সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির অজয়পুর উচ্চ বিদ্যালয়ে।

অজয়পুরের ওই স্কুল সূত্রে খবর, অভিযুক্ত ওই শিক্ষকের নাম দেবাশিস খাগ। গত বৃহস্পতিবার দেবাশিসবাবু স্কুলে পৌঁছতে দেরি করেছিলেন। যার জন্য স্কুলের হাজিরা খাতায় তাঁকে সই করতে বাধা দেন প্রধান শিক্ষক আশিস গড়াই। সে নিয়ে প্রথমে শুরু হয় তুমুল বচসা। অভিযোগ, এর পরেই স্কুলের প্রধান শিক্ষককে মারতে উদ্যত হন সহ-শিক্ষক। স্কুলের শিক্ষাকর্মী অভিজিৎ ভাণ্ডারি তাঁকে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করেন। গুরুতর আহত অবস্থায় অভিজিৎবাবুকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পর স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

আহত শিক্ষাকর্মী বলেন, ‘‘দেবাশিস প্রথমে আমার নাকে ঘুসি মারেন। তার পরে মাটিতে ফেলে লাথি মারা হয়। প্রচণ্ড রক্তপাত হয়েছে। তিনি কিছুদিন ধরেই এই রকম আচরণ করছেন।’’

প্রধান শিক্ষকের দাবি, স্কুলে দেরি করে আসায় তিনি শুধু ওই শিক্ষককে রেজিস্টার খাতায় সই করতে বারণ করেন। তাঁর কথায়, ‘‘আমাকে জামার কলার ধরে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করা হয়। আমার সহকর্মী আমাকে বাঁচাতে এলে তাঁকেও ব্যাপক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই শিক্ষাকর্মী।’’

The post Suri: নির্দিষ্ট সময়ে স্কুলে না আসায় হাজিরা খাতায় সই করতে বাধা, প্রধান শিক্ষককে মার, ধৃত শিক্ষক first appeared on Banglar Janarob.]]>