কলকাতা 

Amit Shah : ‘‘আগের বার ১৮ টা আসন দিয়েছিলেন এ বার ৩৫টা দেবেন তো?’’ : অমিত শাহ

বাংলার জনরব ডেস্ক : কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেসের সভা করার পরম্পরা কে সম্বল করেই ওই জায়গাতেই পাল্টা সভা করলেন অমিত শাহ। আর এই সভা থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে গোপাল পাঁঠা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সি এএ আইন থেকে শুরু করে হিন্দুত্বের তাস নতুন করে খেললেন বাংলায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার সভা প্রমাণ করলো মোদী এবং শাহদের বলার মতো কিছু নেই তাই সিএএ থেকে শুরু করে রাম মন্দির সর্বত্র ই হিন্দুত্বের তাস খেললেন…

আরও পড়ুন
জেলা 

“মানুষ অত বোকা নয়, মানুষ সব দেখে, আমরা ক্ষমতায় আসার যোগ্য হইনি’’: সুকান্ত মজুমদার

বাংলার জনরব ডেস্ক : গত বিধানসভা নির্বাচনের সময় ২০০ এর বেশি আসন পেয়ে ক্ষমতায় আসার কথা বলেছিলেন বিজেপি নেতৃত্ব । কিন্তু বাস্তবে হয়নি , একশোর নীচে থাকতে হয় বিজেপি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আত্মসমালোচনার সুরে বলেছেন,এ রাজ্যে ক্ষমতায় আসার যোগ্য হয়ে ওঠেনি বিজেপি। শুধু তা-ই নয়, ভোটের লড়াইয়ের কৌশল তৃণমূলের কাছ থেকে শেখার পরামর্শও দিয়েছেন তিনি। গত বছর বিধানসভা নির্বাচনের প্রচারে গেরুয়া শিবির স্লোগান দিয়েছিল, ‘এ বার দুশো পার’। বাস্তবে অবশ্য দুশো ছাপিয়েছে তৃণমূল। আর বিজেপিকে থামতে হয়েছে একশোরও অনেকটা আগে। গত রবিবার মেদিনীপুরে…

আরও পড়ুন
কলকাতা 

Rampurhat clash: ‘‘রাজ্য জুড়ে অরাজকতার শাসন চলছে, মুখ্যমন্ত্রী, যিনি পুলিশমন্ত্রীও বটে, বিন্দুমাত্র লজ্জা থাকলে তাঁর পদত্যাগ করা উচিত ” দাবি সুকান্তের ,কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েতের উপপ্রধান খুন হওয়ার পর রামপুরহাট এর বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিল রাজ্য বিজেপি। আজ মঙ্গলবার বিধানসভায় বিজেপির বিধায়ক রা সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং এই দাবি মানতে স্পিকার না চাইলে বিধায়করা বিধানসভার অধিবেশন ত্যাগ করে বাইরে চলে যান। বাইরে গিয়ে ক্রমাগত স্লোগান দিতে থাকেন। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সংকট পূর্ণ হয়ে উঠেছে। এখানে সাধারণ মানুষের নিরাপত্তা তো দূরের কথা জনপ্রতিনিধিদের নিরাপত্তা ও নেই। ছাত্রনেতা রাখুন হয়ে যাচ্ছেন দিনে দুপুরে। জনপ্রতিনিধিরা খুন হয়ে যাচ্ছেন।…

আরও পড়ুন