Sexual Harrasment | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 19 Mar 2023 05:50:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Sexual Harrasment | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Rahul Gandhi: রবিবার সাত সকালেই রাহুলের দিল্লির বাড়িতে পুলিশ! নেপথ্যে রহস্য কি? জানতে হলে ক্লিক করুন https://banglarjanarob.com/67783 Sun, 19 Mar 2023 05:50:28 +0000 https://banglarjanarob.com/?p=67783 বাংলার জনরব ডেস্ক : রবিবার সাত সকালেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে, দিল্লি পুলিশ পৌঁছে গেছে বলে সংবাদে প্রকাশ। ভারত জোড়ো যাত্রা চলাকালীন সময়ে দেশের মেয়েরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এই ঘটনার ৪৫ দিন পর রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছে দিল্লী পুলিশ গত শুক্রবার। আজ রবিবার সকালেই রাহুল গান্ধীর বাড়িতে ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী গিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।নেতৃত্বে রয়েছেন বিশেষ কমিশনার (আইন এবং শৃঙ্খলা) সাগরপ্রীত হুডা। শ্রীনগরে পৌঁছে ‘ভারত জোড়ো যাত্রা’-র শেষে রাহুল বলেছিলেন, দেশে অনেক মহিলাই যৌন নির্যাতনের শিকার হচ্ছে।…

The post Rahul Gandhi: রবিবার সাত সকালেই রাহুলের দিল্লির বাড়িতে পুলিশ! নেপথ্যে রহস্য কি? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রবিবার সাত সকালেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে, দিল্লি পুলিশ পৌঁছে গেছে বলে সংবাদে প্রকাশ। ভারত জোড়ো যাত্রা চলাকালীন সময়ে দেশের মেয়েরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এই ঘটনার ৪৫ দিন পর রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছে দিল্লী পুলিশ গত শুক্রবার। আজ রবিবার সকালেই রাহুল গান্ধীর বাড়িতে ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী গিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।নেতৃত্বে রয়েছেন বিশেষ কমিশনার (আইন এবং শৃঙ্খলা) সাগরপ্রীত হুডা।

শ্রীনগরে পৌঁছে ‘ভারত জোড়ো যাত্রা’-র শেষে রাহুল বলেছিলেন, দেশে অনেক মহিলাই যৌন নির্যাতনের শিকার হচ্ছে। শুক্রবার দিল্লি পুলিশ সেই নিয়ে রাহুল গান্ধীকে নোটিস পাঠায়। কোন মহিলা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, তা জানতে চেয়ে রাহুলকে প্রশ্নাবলি পাঠানো হয়।

রাহুলকে পাঠানো নোটিসে বলা হয়েছে, রাহুল যৌন নির্যাতনের শিকার মহিলাদের তথ্য দিলে পুলিশ তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করতে পারে। রাহুল শ্রীনগরে জানিয়েছিলেন, ‘ভারত জোড়ো যাত্রা’র সময় একটি মেয়ে তাঁকে এসে বলে, সে ধর্ষণের শিকার। কেন সে পুলিশের কাছে যাচ্ছে না, জানতে চাওয়ায় মেয়েটি বলে, পুলিশকে বললে তাকেই সমাজে লজ্জার মুখে পড়তে হবে। এই মন্তব্যের উল্লেখ করে পুলিশ ওই মেয়েটি সম্পর্কেও বিশদ তথ্য জানতে চেয়েছে।

অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে দিল্লি পুলিশ। তাদের এই পদক্ষেপ নিয়ে কংগ্রেসের খোঁচা, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আদানির সম্পর্ক নিয়ে রাহুলের প্রশ্নে জেরবার মোদী সরকার এখন পুলিশের পিছনে লুকোচ্ছে। ‘ভারত জোড়ো যাত্রা’র ৪৫ দিন পরে দিল্লি পুলিশ নোটিস পাঠাচ্ছে। আইন মেনে নোটিসের উত্তর দেওয়া হবে। সরকার যে আতঙ্কিত, নোটিস তারই প্রমাণ। সরকার তাই বিরোধীদের ভূমিকা, বাক্‌স্বাধীনতা, গণতন্ত্র, মহিলাদের ক্ষমতায়নে আঘাত করতে চাইছে।’’

রাহুল গান্ধীর বক্তব্য যে বাস্তব তা নিয়ে কেন্দ্রের শাসকদল যে জানে না তা নয় দাসত্ব ও রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়ে এবং তার বাড়িতে পুলিশ পাঠিয়ে গণতন্ত্রের প্রতি আঘাত হানা হচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ। এ কথা তোর স্বীকার করতেই হবে যে অধিকাংশ যৌন নির্যাতনের অভিযোগ থানায় জমা পড়ে না। তা বলে যৌন নির্যাতন কমে গেছে বা মহিলাদের হেনস্তার সংখ্যা কমে গেছে এটা বিশ্বাসযোগ্য নয়। মোদি সরকার নিজের দিকে না তাকিয়ে যেভাবে রাহুল গান্ধীকে টার্গেট করেছে তাতে আগামী লোকসভা নির্বাচনে রাহুলের ডিভিডেন্ট বাড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে

The post Rahul Gandhi: রবিবার সাত সকালেই রাহুলের দিল্লির বাড়িতে পুলিশ! নেপথ্যে রহস্য কি? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>