School Education Commission | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Thu, 19 May 2022 09:57:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg School Education Commission | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 West Bengal School: তথ্য জানার অধিকার আইনে এ বার স্কুল সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন অভিভাবকরা https://banglarjanarob.com/56250 Thu, 19 May 2022 09:57:29 +0000 https://banglarjanarob.com/?p=56250 বাংলার জনরব ডেস্ক : স্কুল সম্পর্কে যাবতীয় তথ্য এবার সরাসরি জানতে পারবেন অভিভাবকরাও।সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা কমিশনার। সেই নির্দেশিকা অনুযায়ী, কোনও স্কুলের ভবন নির্মাণের খরচ থেকে শিক্ষকদের হাজিরা-সহ নানাবিধ বিষয়ে তথ্য জানার অধিকার আইন মারফত আবেদন করলেই তা জানাতে হবে স্কুল কর্তৃপক্ষকে। শিক্ষক সংগঠনগুলির মতে, নতুন এই নির্দেশিকার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। কারণ, স্কুল পরিচালনা প্রসঙ্গে অভিভাবকদের অভিযোগ থাকলেও, এত দিন তা পাত্তা দিতেন না স্কুল কর্তৃপক্ষ। নতুন এই নির্দেশিকার ফলে অভিভাবকদের হাতে বড়সড় ‘অস্ত্র’ এল। নতুন এই নির্দেশিকার ফলে স্কুল পরিচালন কমিটির বৈঠকের…

The post West Bengal School: তথ্য জানার অধিকার আইনে এ বার স্কুল সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন অভিভাবকরা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : স্কুল সম্পর্কে যাবতীয় তথ্য এবার সরাসরি জানতে পারবেন অভিভাবকরাও।সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা কমিশনার। সেই নির্দেশিকা অনুযায়ী, কোনও স্কুলের ভবন নির্মাণের খরচ থেকে শিক্ষকদের হাজিরা-সহ নানাবিধ বিষয়ে তথ্য জানার অধিকার আইন মারফত আবেদন করলেই তা জানাতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

শিক্ষক সংগঠনগুলির মতে, নতুন এই নির্দেশিকার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। কারণ, স্কুল পরিচালনা প্রসঙ্গে অভিভাবকদের অভিযোগ থাকলেও, এত দিন তা পাত্তা দিতেন না স্কুল কর্তৃপক্ষ। নতুন এই নির্দেশিকার ফলে অভিভাবকদের হাতে বড়সড় ‘অস্ত্র’ এল।

নতুন এই নির্দেশিকার ফলে স্কুল পরিচালন কমিটির বৈঠকের মিনিটসের তথ্য হাতে পাওয়া সম্ভব হবে অভিভাবকদের পক্ষে। সঙ্গে আয়-ব্যয়ের হিসাব, স্কুলের শূন্যপদ, শিক্ষকদের হাজিরার মতো বিষয়গুলিও তাঁদের জানাতে বাধ্য থাকবেন স্কুল কর্তৃপক্ষ। এ ছাড়া, কোনও স্কুলে কত শূন্যপদ রয়েছে, তা-ও জানতে পারবেন তাঁরা। শিক্ষক সংগঠনের এক কর্তার কথায়, ‘‘এই নির্দেশের ফলে কেবল যে অভিভাবকরা উপকৃত হবেন এমনটা নয়, বিভিন্ন স্কুলে বদলি নিতে চাওয়া শিক্ষকরাও নতুন এই নির্দেশ মারফত যাবতীয় তথ্য হাতে পেয়ে যাবেন। ফলে বদলি নিতে চাইলে, সেই মতো পরিকল্পনা করতে পারবেন। কোনও স্কুলের শূন্যপদ আর চেপে রাখতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।’’

 

The post West Bengal School: তথ্য জানার অধিকার আইনে এ বার স্কুল সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন অভিভাবকরা first appeared on Banglar Janarob.]]>