Russia Coronavirus | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 24 Jan 2022 09:09:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Russia Coronavirus | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Omicron surge Russia: ওমিক্রণের ধাক্কায় বিপর্যস্ত রাশিয়া , আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে https://banglarjanarob.com/51827 Mon, 24 Jan 2022 09:09:32 +0000 https://banglarjanarob.com/?p=51827 বাংলার জনরব ডেস্ক: করোনার নয়া রূপ ওমিক্রন ঝড়ে রাশিয়ায় রবিবার রেকর্ড সংখ্যাক আক্রান্ত হয়েছে। ভ্লাদিমির পুতিনের দেশে এই নিয়ে টানা তিনদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে দেশের ন্যাশনাল করোনাভাইরাস টাস্ক ফোর্স জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবারের আক্রান্তের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। টাস্ক ফোর্সের তরফে এও জানানো হয়েছে যে গত সপ্তাহের তুলনায় বেড়েছে মৃত্যু হারও। রবিবার ৬৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে চিন্তা বাড়িয়েছে ওমিক্রন। সে দেশের ৮৯টি অঞ্চলের মধ্যে ৬৪টি এলাকায় ওমিক্রন ধরা পড়েছে। রাশিয়ার…

The post Omicron surge Russia: ওমিক্রণের ধাক্কায় বিপর্যস্ত রাশিয়া , আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: করোনার নয়া রূপ ওমিক্রন ঝড়ে রাশিয়ায় রবিবার রেকর্ড সংখ্যাক আক্রান্ত হয়েছে। ভ্লাদিমির পুতিনের দেশে এই নিয়ে টানা তিনদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে দেশের ন্যাশনাল করোনাভাইরাস টাস্ক ফোর্স জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবারের আক্রান্তের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।

টাস্ক ফোর্সের তরফে এও জানানো হয়েছে যে গত সপ্তাহের তুলনায় বেড়েছে মৃত্যু হারও। রবিবার ৬৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে চিন্তা বাড়িয়েছে ওমিক্রন। সে দেশের ৮৯টি অঞ্চলের মধ্যে ৬৪টি এলাকায় ওমিক্রন ধরা পড়েছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্রমশ রাশিয়ায় প্রভাব বিস্তার করছে ওমিক্রন।

যদিও ১৪৬ মিলিয়ন জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশির সম্পূর্ণ টিকাকরণ হয়েছে বলে জানা গিয়েছে সে দেশে। রাশিয়া বিশ্বের প্রথম কোভিড ভ্যাকসিন উৎপাদক। বিশ্বব্যাপী তাঁরাই প্রথম এই টিকা সরবরাহ করেছিল। Gogov.ru ওয়েবসাইট থেকে জানা যায় জুলাই থেকে বুস্টার ডোজ চালু হয়ে গিয়েছে। অর্থাৎ অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে রাশিয়া।

The post Omicron surge Russia: ওমিক্রণের ধাক্কায় বিপর্যস্ত রাশিয়া , আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে first appeared on Banglar Janarob.]]>